বোর্ড প্রশ্ন
সকল বোর্ড ২
পরিসংখ্যান ২য় পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
বিষয় কোড: ১৩০
সময়: ২৫ মিনিট পূর্ণমান: ২৫
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]
HSC Statistics 2nd Paper pdf download
MCQ
Question and Answer
১. কতকগুলো নির্দিষ্ট শর্তের অধীনে কোনো কাজের পুনরাবৃত্তিকে কী বলে?
[ক] নমুনাবিন্দু
[খ] পরীক্ষণ
[গ] দৈব পরীক্ষা
[ঘ] চেষ্টা
উত্তর: [খ] পরীক্ষণ
২. একটি নিরপেক্ষ মুদ্রা একবার নিক্ষেপ করা হলো। মুদ্রার উপরের পিঠে মাথা বা লেজ আসবে এটি কী ধরনের ঘটনা?
[ক] বর্জনশীল ঘটনা
[খ] অনিশ্চিত ঘটনা
[গ] সম-সম্ভাব্য ঘটনা
[ঘ] অবর্জনশীল ঘটনা
উত্তর: [গ] সম-সম্ভাব্য ঘটনা
৩. দুটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ পরীক্ষায় উভয় ছক্কায় একই সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত?
[ক] 1/36
[খ] 2/36
[গ] 6/36
[ঘ] 13/36
উত্তর: [গ] 6/36
⬔ নিচের তথ্যের আলোকে ৪ ও ৫নং প্রশ্নের উত্তর দাও:
পরিসংখ্যান ক্লাসের একটি নিরপেক্ষ ছক্কা ও একটি মুদ্রা একত্রে নিক্ষেপ করলেন। তিনি প্রাপ্ত ফলাফলগুলো বোর্ডে নিম্নরূপে লিখলেন:
H1 H2 H3 H4 H5 H6
T1 T2 T3 T4 T5 T6
৪. ছক্কায় 2 দ্বারা বিভাজ্য সংখ্যা পাবার সম্ভাবনা কত?
[ক] 2/12
[খ] 3/12
[গ] 6/12
[ঘ] 0
উত্তর: [গ] 6/12
৫. ছক্কায় জোড় সংখ্যা এবং মুদ্রায় হেড পাবার ঘটনা দুটি কী ধরনের ঘটনা?
[ক] স্বাধীন ও বর্জনশীল
[খ] স্বাধীন ও অবর্জনশীল
[গ] অধীন ও বর্জনশীল
[ঘ] অধীন ও অবর্জনশীল
উত্তর: [খ] স্বাধীন ও অবর্জনশীল
৬. ক্লাসে তূর্য একটি নিরপেক্ষ মুদ্রা ২০ বার নিক্ষেপ করল। মুদ্রার উপরের পিঠে লেজের সংখ্যা নির্দেশকারী চলক কোনটি?
[ক] গুণবাচক চলক
[খ] পৈঁসু চলক
[গ] দ্বিপদী চলক
[ঘ] পরিমিত চলক
উত্তর: [গ] দ্বিপদী চলক
⬔ নিচের তথ্যের আলোকে ৭ ও ৮নং প্রশ্নের উত্তর দাও:
একটি দ্বিপদী চলক x এর পরামিতিদ্বয়
যথাক্রমে n = 4, p = 0.3 পাওয়া গেল।
৭. দ্বিপদী চলকের গড় কত?
[ক] ০.৮৪
[খ] ০.৯২
[গ] ১.২০
[ঘ] ৪.৩০
উত্তর: [গ] ১.২০
৮. উদ্দীপকের চলকটির আকৃতি-প্রকৃতি কেমন হবে?
[ক] ধনাত্মক বঙ্কিম ও অতি সূঁচাল
[খ] ধনাত্মক বঙ্কিম ও অনতি সূঁচাল
[গ] ঋণাত্মক ও অতি সূঁচাল
[ঘ] ঋণাত্মক বঙ্কিম ও অনতি সূঁচাল
উত্তর: [খ] ধনাত্মক বঙ্কিম ও অনতি সূঁচাল
৯. একটি পৈঁসু বিন্যাসের গড় ৩ হলে-
i. গাণিতিক প্রত্যাশা = √৩
ii. ভেদাঙ্ক = ৩
iii. বঙ্কিমতা = √1/3
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ] ii ও iii
১০. পৈঁসু বিন্যাসের পরামিতি ২ হলে, এর সূঁচালতার মান কত?
[ক] ০.৭০
[খ] ১.৪১
[গ] ২.০০
[ঘ] ৩.৫০
উত্তর: [ঘ] ৩.৫০
১১. পৈঁসু বিন্যাসের সম্ভাবনা ফাংশন কোনটি?
[ক] P(x) = e-mmx/x!; x = 0, 1, 2, ..., n
[খ] P(x) = e-mmx/x!; x = 0, 1, 2, ..., α
[গ] P(x) = e-xmm/x!; x = 0, 1, 2, ..., n
[ঘ] P(x) = e-xmx/m!; x = 0, 1, 2, ...., α
উত্তর: [খ] P(x) = e-mmx/x!; x = 0, 1, 2, ..., α
১২. পরিমিত বিন্যাসের পরামিতি কয়টি?
[ক] 1
[খ] 2
[গ] 3
[ঘ] 4
উত্তর: [খ] 2
১৩. একটি পরিমিত বিন্যাসের গাণিতিক গড় ৩ হলে বিন্যাসটির-
i. মধ্যমা = ৩
ii. প্রচুরক = ৩
iii. গাণিতিক প্রত্যাশা = ৩
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii
১৪. সূচক সংখ্যা কত প্রকার?
[ক] ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫
উত্তর: [খ] ৩
১৫. ফিশারের সূচক সংখ্যা ল্যাসপিয়ার ও প্যাসের সূচক সংখ্যার-
i. জ্যামিতিক গড়
ii. গাণিতিক গড়
iii. তরঙ্গ গড়
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] iii
[ঘ] i ও ii
উত্তর: [ক] i
⬔ নিচের তথ্যের আলোকে ১৬ ও ১৭নং প্রশ্নের উত্তর দাও:
চার আকারবিশিষ্ট একটি তথ্যবিশ্ব (৪, ৬, ১, ১০) হতে ২ আকারের নমুনা সংগ্রহ করা হলো যা নিম্নরূপ:
১ম ২য় ৩য় ৪র্থ ৫ম ৬ষ্ঠ
(৪, ৬) (৪, 1) (৪, ১০) (৬, 1) (৬, ১০) (১, ১০)
১৬. দ্বিতীয় নমুনাটির গড় কত?
[ক] ২.৫০
[খ] ৩.০০
[গ] ৪.০০
[ঘ] ৫.০০
উত্তর: [ক] ২.৫০
১৭. প্রত্যাশিত নমুনা গড় নিচের কোনটি?
[ক] ৪.০০
[খ] ৫.০০
[গ] ৫.২৫
[ঘ] ৫.৫০
উত্তর: [গ] ৫.২৫
১৮. প্রজননক্ষম স্ত্রীলোকের বয়স শ্রেণি কয়টি?
[ক] ৫
[খ] ৬
[গ] ৭
[ঘ] ৮
উত্তর: [গ] ৭
১৯. একটি দেশের নির্ভরশীলতার অনুপাত কম দ্বারা কী বোঝানো হয়?
[ক] দেশটি বেশি উন্নত
[খ] দেশটি কম উন্নত
[গ] দেশটির বেকারত্ব বেশি
[ঘ] দেশটির শিশু ও বয়স্ক জনগোষ্ঠী বেশি
উত্তর: [ক] দেশটি বেশি উন্নত
২০. দৈব চলক কত প্রকার?
[ক] ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫
উত্তর: [ক] ২
⬔ নিচের তথ্যের আলোকে ২১ ও ২২নং প্রশ্নের উত্তর দাও:
x: 0, 1, 2, 3.
p(x) 1/8, 3/8, 3/8, 1/8.
২১. উপরের উদ্দীপকের p(0 < x ≤ 2) এর মান কত?
[ক] 3/8
[খ] 4/8
[গ] 6/8
[ঘ] 7/8
উত্তর: [ঘ] 7/8
২২. উপরের উদ্দীপকের আলোকে নিচের কোনটির মান ১ হবে?
[ক] F(1)
[খ] f(1)
[গ] F(3)
[ঘ] f(3)
উত্তর: [গ] F(3)
২৩. দুটি স্বাধীন দৈব চলকের সহভেদাঙ্কের মান কত?
[ক] - ১
[খ] ০
[গ] ১
[ঘ] α
উত্তর: [খ] ০
২৪. x একটি দৈব চলক এবং ৫ ধ্রুবক হলে-
i. F(5) = 0
ii. V(5) = 0
iii. E(5x) = 5. E(x)
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ] ii ও iii
২৫. দ্বিপদী পরীক্ষার সম্ভাব্য কয়টি ফলাফল?
[ক] ১
[খ] ২
[গ] ৩
[ঘ] ৩০
উত্তর: [খ] ২
পরিসংখ্যান ২য় পত্র
বহুনির্বাচনিপ্রশ্ন ও উত্তর
HSC Statistics 2nd Paper pdf download
MCQ
Question and Answer
0 Comments:
Post a Comment