HSC সমাজবিজ্ঞান ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর সকল বোর্ড ২ pdf download

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Sociology 2nd Paper mcq question and answer pdf download.

সকল বোর্ড ২
সমাজবিজ্ঞান
২য় পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
[বিষয় কোড : ১১৮]
সময়: ৩০ মিনিট               পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

HSC Sociology 2nd Paper
Board Question Solution
MCQ
Question and Answer pdf download

⬔ উদ্দীপকটি পড়ে ১ ও ২নং প্রশ্নের উত্তর দাও:
ফুলতলী গ্রামের অধিকাংশ মানুষ পূর্বে কাজের খোঁজে শহরে এসে ভিড় জমাত। বর্তমানে সেখানে প্রায় ১২টির মতো কারখানা গড়ে উঠায় বেকারত্ব হ্রাস পেয়েছে। পাশাপাশি এলাকায় রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। গ্রামের নারীরাও এ কারখানাগুলোতে কাজ করছে।

১. উদ্দীপকে সামাজিক পরিবর্তনের কোন উপাদানের প্রভাব রয়েছে?
[ক] নগরায়ণ
[খ] শিল্পায়ন
[গ] তথ্যপ্রযুক্তি
[ঘ] বিশ্বায়ন
উত্তর: [খ] শিল্পায়ন

২. উদ্দীপকের পরিস্থিতির ফলাফল হতে পারে- i. পরিবেশ দূষণ
ii. যৌথ পরিবার ব্যবস্থায় ভাঙন
iii. শিক্ষার হারের নিন্মগতি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii

৩. সাংস্কৃতিক ব্যবধান তত্ত্বটি কে প্রদান করেন?
[ক] অগবার্ন ও নিমকফ
[খ] ডুর্খেইম ও ওয়েবার
[গ] কার্ল মার্কস ও স্পেন্সার
[ঘ] অগাস্ট কোঁৎ ও ড্রেসলার
উত্তর: [ক] অগবার্ন ও নিমকফ

৪. নিচের কোনটি নারীর নিরাপত্তাজনিত সমস্যা?
[ক] বার্ধক্য
[খ] নিরক্ষরতা
[গ] যৌতুকপ্রথা
[ঘ] পানি দূষণ
উত্তর: [গ] যৌতুকপ্রথা

⬔ উদ্দীপকটি পড়ে ৫ ও ৬নং প্রশ্নের উত্তর দাও:
শায়লার একমাত্র ছেলে ফয়সালের সাথে তার বোনের মেয়ে মিলার বিবাহ অনুষ্ঠিত হয়।

৫. উদ্দীপকে বর্ণিত বিবাহ কোন ধরনের?
[ক] প্যারালাল কাজিন
[খ] ক্রস কাজিন
[গ] অন্তঃবিবাহ
[ঘ] সরোরেট বিবাহ
উত্তর: [ক] প্যারালাল কাজিন

৬. নিচের কোনটি বেসরকারি সংস্থা?
[ক] BRDB
[খ] BRAC
[গ] BARD
[ঘ] RDA
উত্তর: [খ] BRAC

৭. সম্পত্তির উত্তরাধিকারের ভিত্তিতে পরিবারের ধরন কোনটি?
[ক] মাতৃতান্ত্রিক
[খ] পিতৃবাস
[গ] নয়াবাস
[ঘ] মাতৃসূত্রীয়
উত্তর: [ঘ] মাতৃসূত্রীয়

৮. বাংলাদেশের সমাজবিজ্ঞানের পথিকৃৎ কে?
[ক] অজিত কুমার সেন
[খ] আবুল ফজল
[গ] রাধাকমল মুখার্জী
[ঘ] এ. কে. নাজমুল করিম
উত্তর: [ঘ] এ. কে. নাজমুল করিম

৯. নিচের কোনটি বস্তুগত সংস্কৃতির উদাহরণ?
[ক] যাত্রাপালা
[খ] কবিতা
[গ] জাতীয় সংগীত
[ঘ] স্মার্ট ফোন
উত্তর: [ঘ] স্মার্ট ফোন

১০. প্রত্নতত্ত্ব কী?
[ক] অতীত সমাজের বিবরণ
[খ] অতীতের ধ্বংসাবশেষ সম্পর্কিত পাঠ
[গ] সংস্কৃতি সম্পর্কিত পাঠ
[ঘ] অতীত ঘটনাবলির বিবরণ
উত্তর: [খ] অতীতের ধ্বংসাবশেষ সম্পর্কিত পাঠ

⬔ উদ্দীপকটি পড়ে ১১ ও ১২নং প্রশ্নের উত্তর দাও:
ইমন শিক্ষাসফরে বাংলাদেশের একটি প্রত্নতাত্ত্বিক স্থান পরিদর্শন করে। নরসিংদী জেলায় অবস্থিত এ প্রত্নস্থানের দুর্গনগর, গর্তবসতি, ছাপাঙ্কিত রৌপ্যমুদ্রা, তাম্র শাসন, লৌহ নির্মিত হস্তকুঠার ইত্যাদি দেখে সে চমকিত হয়।

১১. উদ্দীপকে কোন প্রত্নস্থানের কথা বলা হয়েছে?
[ক] ময়নামতি
[খ] পাহাড়পুর
[গ] উয়ারী বটেশ্বর
[ঘ] মহাস্থানগড়
উত্তর: [গ] উয়ারী বটেশ্বর

১২. উদ্দীপকে বর্ণিত প্রত্ননিদর্শন থেকে প্রতীয়মান হয়, এখানে-
i. ভূমিতে ব্যক্তি মালিকানা ছিল
ii. ব্রোঞ্জ ও তামা শিল্পের বিকাশ ঘটেছিল
iii. দ্রব্য বিনিময় প্রথার অস্তিত্ব ছিল

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ] ii ও iii

১৩. ছয় দফাকে কোন বাঙালির মুক্তি সনদ বলা হয়?
[ক] বঙ্গবন্ধু কর্তৃক ”আমাদের বাঁচার দাবি” আখ্যায়িত করার কারণে
[খ] আঞ্চলিক স্বায়ত্তশাসন ও অর্থনৈতিক মুক্তির দিক নির্দেশনা ছিল বলে
[গ] বঙ্গবন্ধু কর্তৃক ছয় দফা ঘোষণা করা হয় বলে
[ঘ] ছয় দফার প্রতি বাঙালিদের স্বতঃস্ফূর্ত জনসমর্থনের কারণে
উত্তর: [খ] আঞ্চলিক স্বায়ত্তশাসন ও অর্থনৈতিক মুক্তির দিক নির্দেশনা ছিল বলে

১৪. বাংলাদেশের গ্রামীণ সমাজে কোন ধরনের পরিবার বেশি দেখা যায়?
[ক] একক পরিবার
[খ] যৌথ পরিবার
[গ] মাতৃতান্ত্রিক পরিবার
[ঘ] নয়াবাস পরিবার
উত্তর: [খ] যৌথ পরিবার

১৫. ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে কোন শাসকের পতন ঘটে?
[ক] ইয়াহিয়া খান
[খ] আইয়ুব খান
[গ] জুলফিকার আলী ভুট্টো
[ঘ] মোনায়েম খান
উত্তর: [খ] আইয়ুব খান

⬔ উদ্দীপকটি পড়ে ১৬ ও ১৭নং প্রশ্নের উত্তর দাও:
রিমা তার দাদার কাছ থেকে বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস শুনছিল। দাদা তাকে জানালেন তিনি তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এবং ছাত্ররাই প্রথম এ আন্দোলন গড়ে তোলে। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে গঠিত রাষ্ট্রে প্রথম এ অঞ্চলের মানুষ ধর্মীয় পরিচয় ত্যাগ করে ভাষার ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়।

HSC সমাজবিজ্ঞান ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (সকল বোর্ড ২০১৮)

১৬. রিমার দাদা কোন আন্দোলনের কথা বলছিলেন?
[ক] ভাষা আন্দোলনের
[খ] ৬৯-এর গণঅভ্যুত্থানের
[গ] ৬২-এর শিক্ষা আন্দোলনের
[ঘ] ১৯৭১-এর মুক্তিযুদ্ধের
উত্তর: [ক] ভাষা আন্দোলনের

১৭. এ আন্দোলন বাঙালি জনগোষ্ঠীকে-
i. ধর্মীয় বিভেদ হ্রাসে উদ্বুদ্ধ করে
ii. নতুন জাতীয়তাবাদ বিকাশে ভূমিকা রাখে
iii. নতুন শিল্পকারখানা গড়তে প্রেরণা দেয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii

১৮. বাংলাদেশের গ্রাম এবং শহর সমাজের প্রধান পার্থক্য নির্দেশ করে কোনটি?
[ক] কৃষিজ ও অকৃষিজ পেশা
[খ] সাংস্কৃতিক বিভাজন
[গ] পরিবারের ধরন
[ঘ] খাদ্যাভ্যাসের ভিন্নতা
উত্তর: [ক] কৃষিজ ও অকৃষিজ পেশা

⬔ উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০নং প্রশ্নের উত্তর দাও:
রিপন সাহেব একজন সরকারি কর্মচারী। ঢাকা শহরের কেন্দ্রস্থলে তার অফিস। কর্মক্ষেত্রে যেতে প্রায় তার দেরি হয়। যানবাহনের আধিক্য ও ধীরগতি এর কারণ।

১৯. উদ্দীপকের পরিস্থিতি বাংলাদেশের নগর সমাজের কোন সমস্যাকে ইঙ্গিত করে?
[ক] পরিবেশ দূষণ
[খ] রাজনৈতিক বিশৃঙ্খলা
[গ] যানজট
[ঘ] কর্মহীনতা
উত্তর: [গ] যানজট

২০. এ ধরনের সমস্যার কারণ কোনটি?
[ক] আর্থিক সংকট
[খ] আবাসন সমস্যা
[গ] অপরিকল্পিত নগরায়ণ
[ঘ] যানবাহনের স্বল্পতা
উত্তর: [গ] অপরিকল্পিত নগরায়ণ

২১. চাচা ও চাচী কোন ধরনের জ্ঞাতি?
[ক] বৈবাহিক ও রক্ত সম্পর্কিত
[খ] রক্ত সম্পর্কিত ও বৈবাহিক
[গ] রক্ত সম্পর্কিত ও কাল্পনিক
[ঘ] প্রথাগত ও বৈবাহিক
উত্তর: [খ] রক্ত সম্পর্কিত ও বৈবাহিক

⬔ উদ্দীপকটি পড়ে ২২ ও ২৩নং প্রশ্নের উত্তর দাও:
বার্ষিক পরীক্ষা শেষে রাজু তার বাবার সাথে বান্দরবান বেড়াতে যায়। সেখানে সে দেখতে পায় পাহাড়ের গায়ে আগুন জ্বেলে পাহাড় পরিষ্কার করে স্থানীয়রা চাষাবাদ করে। এ পদ্ধতিতে তারা গর্ত করে একসাথে বিভিন্ন বীজ রোপণ করে।

২২. উদ্দীপকে বর্ণিত চাষ পদ্ধতিটির নাম কী?
[ক] হালচাষ
[খ] উদ্যান চাষ
[গ] জুম চাষ
[ঘ] খামার চাষ
উত্তর: [গ] জুম চাষ

২৩. এ সমাজের জনগোষ্ঠীর বৈশিষ্ট্য কোনটি?
[ক] পৃথক জীবনধারা
[খ] সমতলের ন্যায় চাষাবাদ
[গ] বাজারমুখী উৎপাদন
[ঘ] চাষাবাদে যন্ত্রের ব্যবহার
উত্তর: [ক] পৃথক জীবনধারা

২৪. সামাজিক পরিবর্তন হচ্ছে সমাজের-
i. কাঠামোগত রূপান্তর
ii. ব্যক্তিবর্গের সম্পর্কের পরিবর্তন
iii. মানবিক চাহিদার পরিপূরণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii

২৫. বাংলাদেশের গ্রামীণ সমাজে পরিবার কাঠামোর পরিবর্তনের কারণ কোনটি?
[ক] ধর্মীয় প্রভাব
[খ] সাংস্কৃতিক প্রভাব
[গ] নগরায়ণ ও শিল্পায়নের প্রভাব
[ঘ] রাজনৈতিক প্রভাব
উত্তর: [গ] নগরায়ণ ও শিল্পায়নের প্রভাব

২৬. চাকমা সমাজে মৌজা প্রধানকে কী বলা হয়?
[ক] রাজা
[খ] কারবারি
[গ] হেডম্যান
[ঘ] মাঝি
উত্তর: [গ] হেডম্যান

২৭. ‘ট্যাবু’ প্রথা বলতে কী বোঝায়?
[ক] সামাজিক বিধিনিষেধ
[খ] ধর্মীয় বিধিনিষেধ
[গ] আইনগত বিধিনিষেধ
[ঘ] পারিবারিক বিধিনিষেধ
উত্তর: [ক] সামাজিক বিধিনিষেধ

২৮. BRDB কখন গঠিত হয়?
[ক] ১৯৭০ সালে
[খ] ১৯৭৫ সালে
[গ] ১৯৮০ সালে
[ঘ] ১৯৮৫ সালে
উত্তর: [বি. দ্র: সঠিক উত্তর ১৯৮২ সালে।]

২৯. বাংলাদেশে বিবাহের আইনগত বয়সসীমা কত বছর?
[ক] মেয়ে ১৬ ছেলে ২০
[খ] মেয়ে ১৮ ছেলে ২১
[গ] মেয়ে ১৮ ছেলে ২০
[ঘ] মেয়ে ২১ ছেলে ২৪
উত্তর: [খ] মেয়ে ১৮ ছেলে ২১

৩০. বিশ্বায়নের প্রভাব কোনটি?
[ক] আন্তঃরাষ্ট্রসমূহের নির্ভরশীলতা বৃদ্ধি
[খ] রাজনৈতিক বিশৃঙ্খলার ব্যাপকতা
[গ] দ্রুত জনসংখ্যা বৃদ্ধি
[ঘ] বাজার ব্যবস্থার সংকোচন
উত্তর: [ক] আন্তঃরাষ্ট্রসমূহের নির্ভরশীলতা বৃদ্ধি
Share:

0 Comments:

Post a Comment

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide