এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Logic 1st Paper mcq question and answer pdf download.
রাজশাহী বোর্ড
যুক্তিবিদ্যা
১ম পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
[বিষয় কোড : ১২১]
সময়: ৩০ মিনিট পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]
HSC Logic 1st Paper
Board Question Solution
MCQ
Question and Answer pdf download
১. অমাধ্যম অনুমানে কয়টি যুক্তিবাক্য থাকে?
[ক] দুটি
[খ] তিনটি
[গ] চারটি
[ঘ] পাঁচটি
উত্তর: [ক] দুটি
২. যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় কোনটি?
[ক] স্মৃতি
[খ] কল্পনা
[গ] প্রত্যক্ষণ
[ঘ] অনুমান
উত্তর: [ঘ] অনুমান
◭ উদ্দীপকটি পড়ে ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও:
P---M
M---P
∴ S---P
৩. উদ্দীপকটি কোন সংস্থানকে নির্দেশ করে?
[ক] প্রথম
[খ] দ্বতিীয়
[গ] তৃতীয়
[ঘ] চর্তুথ
উত্তর: [ঘ] চর্তুথ
৪. উদ্দীপকের সংস্থানে কয়টি বৈধ মূর্তি আছে?
[ক] তিনটি
[খ] চারটি
[গ] পাঁচটি
[ঘ] ছয়টি
উত্তর: [গ] পাঁচটি
৫. সৌন্দর্যানুভূতি কোন বিদ্যার অন্তর্ভুক্ত?
[ক] নন্দনতত্ত্ব
[খ] শিক্ষাবজ্ঞিান
[গ] গণিত
[ঘ] নীতিবিদ্যা
উত্তর: [ক] নন্দনতত্ত্ব
৬. ‘I’ যুক্তিবাক্য কোনটি?
[ক] সকল ছাত্র হয় মেধাবী
[খ] কোনো ছাত্র নয় মেধাবী
[গ] কিছু ছাত্র হয় মেধাবী
[ঘ] কিছু ছাত্র নয় মেধাবী
উত্তর: [গ] কিছু ছাত্র হয় মেধাবী
৭. নিচের কোনটি পদযোগ্য শব্দ?
[ক] আহ্
[খ] বইটি
[গ] শালুক
[ঘ] ঘড়িগুলো
উত্তর: [খ] বইটি
৮. যুক্তিবিদ্যার জনক কে?
[ক] প্লেটো
[খ] সক্রেটিস
[গ] এরিস্টটল
[ঘ] মিল
উত্তর: [গ] এরিস্টটল
৯. ‘Ethies’ শব্দের অর্থ কী?
[ক] দর্শন
[খ] নীতিবিদ্যা
[গ] নন্দনতত্ত্ব
[ঘ] যুক্তিবিদ্যা
উত্তর: [খ] নীতিবিদ্যা
১০. শিক্ষক, পিতা, প্রজা শব্দগুলো কোন ধরনের পদ?
[ক] নিরপেক্ষ
[খ] সাপেক্ষ
[গ] নির্দিষ্ট
[ঘ] অনির্দিষ্ট
উত্তর: [খ] সাপেক্ষ
১১. ব্যক্তিগত বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হচ্ছে-
i. বাসস্থান
ii. পোশাক
iii. কাকরে কালো রং
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii
◭ উদ্দীপকটি পড়ে ১২ ও ১৩নং প্রশ্নের উত্তর দাও:
চিত্র-১ ফ প
চিত্র-২ ফ প
দ্রষ্টব্য: উদ্দশ্যে পদ = প, বধিয়ে পদ = ফ
১২. উদ্দীপকে চিত্র-১ কোন যুক্তি বা কোন পদের ব্যাপ্যতা নির্দেশ করে?
[ক] A
[খ] E
[গ] I
[ঘ] O
উত্তর: [ঘ] O
১৩. উদ্দীপকের চিত্র-১ ও চিত্র-২ এ নির্দেশিত যুক্তিবাক্য দুটির মধ্যে সাদৃশ্য হচ্ছে-
[ক] গুণের
[খ] পরিমাণের
[গ] শব্দের
[ঘ] গুণ ও পরিমাণের
উত্তর: [খ] পরিমাণের
[ক] A যুক্তিবাক্য
[খ] E যুক্তিবাক্য
[গ] I যুক্তিবাক্য
[ঘ] O যুক্তিবাক্য
উত্তর: [ক] A যুক্তিবাক্য
১৫. সমষ্টিবাচক পদ কোনটি?
[ক] পাঠাগার
[খ] সভ্যতা
[গ] মানুষ
[ঘ] শিক্ষক
উত্তর: [ক] পাঠাগার
১৬. দ্বিতীয় সংস্থানের বৈধ মূর্তির সংখ্যা হলো-
[ক] ২টি
[খ] ৩টি
[গ] ৪টি
[ঘ] ৫টি
উত্তর: [গ] ৪টি
১৭. অনুমান হতে হলে যে বিষয়গুলো থাকতে হবে-
i. এক বা একাধকি জ্ঞাত বাক্য
ii. একটি অনুমিত বাক্য
iii. তাদের মধ্যে অনিবার্য সম্পর্ক
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii
১৮. আরোহের প্রাণ হলো-
[ক] নিরীক্ষণ
[খ] পরীক্ষণ
[গ] কার্যকারণ নিয়ম
[ঘ] আরোহমূলক লম্ফ
উত্তর: [ঘ] আরোহমূলক লম্ফ
১৯. অবরোহ অনুমান প্রধানত কত প্রকার?
[ক] ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫
উত্তর: [ক] ২
২০. সহানুমানের সিদ্ধান্তের বিধেয়কে কী পদ বলা হয়?
[ক] প্রধান
[খ] অপ্রধান
[গ] মধ্য
[ঘ] উদ্দশ্যে
উত্তর: [ক] প্রধান
২১. পরীক্ষণ প্রক্রিয়া হলো-
i. জটিল
ii. ব্যয়বহুল
iii. সময় সাপেক্ষ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii
২২. আবর্তন কত প্রকার?
[ক] দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] পাঁচ
উত্তর: [ক] দুই
◭ উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪নং প্রশ্নের উত্তর দাও:
সজল ও মাসুদ দুই সহকর্মীর শীতকালীন ছুটির পর প্রথম দেখা। সজল মনে মনে চিন্তা করছেলি মাসুদকে বলবে বাংলাদেশ ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করতে পারে নাই। কিন্তু তার পূর্বেই মাসুদ বলে ফেলে বাংলাদেশ ক্রিকেট দল হয় তারা যারা ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করতে পারে নাই।
২৩. উদ্দীপকে সজলের চিন্তা কোন বিষয়ের সাথে সম্পর্কিত?
[ক] যুক্তিবাক্য
[খ] অবধারণ
[গ] পদ
[ঘ] অনুমান
উত্তর: [খ] অবধারণ
২৪. দুই সহকর্মীর বক্তব্যের ভিন্নতা হচ্ছে-
[ক] বাক্যের
[খ] শব্দের
[গ] প্রকাশের
[ঘ] পদের
উত্তর: [গ] প্রকাশের
২৫. সংযোজক সর্বদা কোন কালের হয়?
[ক] বর্তমান
[খ] অতীত
[গ] ভবিষ্যৎ
[ঘ] অদূর ভবিষ্যৎ
উত্তর: [ক] বর্তমান
২৬. ‘যদি তুমি বুদ্ধিমান হও তবে তুমি উন্নতি করবে’- বাক্যটির প্রতীকী রূপ কোনটি?
[ক] p. q
[খ] p ᴝ q
[গ] p v q
[ঘ] p º q
উত্তর: [খ] p ᴝ q
২৭. আবর্তনের আশ্রয় বাক্যকে কী বলে?
[ক] প্রতিবর্তনীয়
[খ] আবর্তনীয়
[গ] প্রতিবর্তিত
[ঘ] আবর্তিত
উত্তর: [খ] আবর্তনীয়
◭ উদ্দীপকটি পড়ে ২৮ ও ২৯নং প্রশ্নের উত্তর দাও:
B A C
অন্ধকারে দড়িকে সাপ বলে ভুল করা।
চলন্ত ট্রেন থেকে গাছপালাকে বিপরীত দিকে ছুটতে দেখা।
২৮. উদ্দীপকের ছকে ‘A’ চিহ্নিত স্থানে কী বসবে?
[ক] অনিরীক্ষণ
[খ] ভ্রান্ত-নিরীক্ষণ
[গ] কাকতালীয়
[ঘ] অব্যাপ্য মধ্যপদ
উত্তর: [খ] ভ্রান্ত-নিরীক্ষণ
২৯. উদ্দীপকে ‘C’ চিহ্নটি যে ভুলকে নির্দেশ করে তা-
i. সর্বজনীন
ii. ব্যক্তিগত
iii. জীববৃত্তীয়
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i
৩০. p q p ᴝ q
T T T
T F
E T T
F F T
উপরের সারণিতে খালিঘরে কোনটি বসবে?
[ক] T
[খ] 〜 T
[গ] F
[ঘ] 〜 F
উত্তর: [গ] F
0 Comments:
Post a Comment