HSC অর্থনীতি ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর রাজশাহী বোর্ড pdf download

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Economics 1st Paper MCQ with Answer. HSC Economics 1st Paper (mcq) Multiple Choice Question Answers Rajshahi Board 2019 pdf download.

রাজশাহী বোর্ড
অর্থনীতি ১ম পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
বিষয় কোড: [১০৯]

সময়: ৩০ মিনিট        পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

HSC Economics 1st Paper
Board Question Solution
MCQ
Question and Answer

১. AC যখন নিম্নগামী তখন নিচের কোনটি ঘটে?
[ক] AC > MC
[খ] AC = MC
[গ] AC < MC
[ঘ] AC ≥ MC
উত্তর: [ক] AC > MC

২. কর আরোপ, ভর্তুকি প্রদান, রেশনিং-এ ধরনের সরকারি প্রভাব নেই কোন বাজারে?
[ক] একচেটিয়া
[খ] অলিগোপলি
[গ] মনোপসনি
[ঘ] পূর্ণ প্রতিযোগিতা
উত্তর: [ঘ] পূর্ণ প্রতিযোগিতা

৩. যৌথ মূলধনী কারবারে শেয়ারহোল্ডারদের দায়-
[ক] সীমাবদ্ধ থাকে
[খ] অসীম থাকে
[গ] সমান থাকে
[ঘ] ঝুঁকিহীন থাকে
উত্তর: [ক] সীমাবদ্ধ থাকে

◈ উদ্দীপকটি পড়ে ৪ ও ৫নং প্রশ্নের উত্তর দাও:
রাহুল, আসিফ ও বাপ্পী মিলে একটি মৎস্য খামার স্থাপন করে। পারস্পরিক আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে চুক্তিবদ্ধ হয়ে তারা খামারটি গড়ে তুলেছে। তারা নিজেদের মূলধনের অনুপাতে লাভ-ক্ষতি ভাগ করে নেয়।

৪. বাহুল, আসিফ ও বাপ্পী কোন ধরনের সংগঠন গড়ে তুলেছে?
[ক] প্রাইভেট লিমিটেড কোম্পানি
[খ] পাবলিক লিমিটেড কোম্পানি
[গ] অংশীদারি কারবার
[ঘ] সমবায় কারবার
উত্তর: [গ] অংশীদারি কারবার

৫. এরূপ কারবারের অসুবিধা হলো-
i. সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব
ii. স্থায়িত্ব কম
iii. হস্তান্তরযোগ্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii

৬. প্রতি কেজি চাউলের দাম ৪০ টাকা থেকে বেড়ে ৫০ টাকা হলে সাজ্জাদ সাহেবের মাসিক চাউলের দাম স্থিতিস্থাপকতা কত?
[ক] ০.২
[খ] ০.৮
[গ] ১.২৫
[ঘ] ৫
উত্তর: [খ] ০.৮

৭. বিনিয়োগ বৃদ্ধির ফলে-
i. মোট ব্যয় বাড়ে
ii. গড় ব্যয় স্থির থাকে
iii. উৎপাদন বাড়ে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [খ] i ও iii

৮. ‘X’ বাণিজ্যিক ব্যাংকের প্রাথমিক আমানত ৬০,০০০ টাকা এবং প্রয়োজনীয় বৈধ রিজার্ভ ১০%। ব্যাংকটির ঋণসৃষ্ট আমানত কত?
[ক] ৬,০০,০০০ টাকা
[খ] ৬,০০০ টাকা
[গ] ৫৪,০০০ টাকা
[ঘ] ৬০,০০০ টাকা
উত্তর: [ক] ৬,০০,০০০ টাকা

৯. অর্থনৈতিক মন্দার সময় ঋণ নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক-
i. ব্যাংক হার ও সুদের হার হ্রাস করে
ii. ঋণপত্র ক্রয় করে
iii. নগদ জমার হার বাড়িয়ে দেয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii

◈ উদ্দীপকটি পড়ে ১০ ও ১১নং প্রশ্নের উত্তর দাও:
দিনাজপুরের রিকশাচালক ফেনীতে গিয়ে রিকশা চালাচ্ছে। আগের তুলনায় বেশি আয় করে সে জীবনযাত্রার মান উন্নত করতে পেরেছে।

১০. উদ্দীপকে উল্লিখিত শ্রমের গতিশীলতা কোন ধরনের?
[ক] পেশাগত
[খ] স্তরগত
[গ] ভৌগোলিক
[ঘ] শিল্পগত
উত্তর: [গ] ভৌগোলিক

১১. শ্রমের G ধরনের গতিশীলতায়-
i. বেকার সমস্যা বৃদ্ধি পায়
ii. ন্যায্য মজুরি নিশ্চিত হয়
iii. শ্রমিকের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ] ii ও iii

১২. M = 200, M' = 200
M = 5, V' = 5, T = 500
P = ?
[ক] 16
[খ] 8
[গ] 4
[ঘ] 2
উত্তর: [গ] 4

১৩. সরকারি নোট কোনটি?
[ক] ২ টাকা
[খ] ৫ টাকা
[গ] ১০ টাকা
[ঘ] ২০ টাকা
উত্তর: [ক] ২ টাকা

১৪. কোনটি সামগ্রিক ব্যয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ?
[ক] ব্যক্তিগত ব্যয়
[খ] সরকারি ব্যয়
[গ] সামরিক ব্যয়
[ঘ] পারিবারিক ব্যয়
উত্তর: [খ] সরকারি ব্যয়

১৫. মানুষ কর্তৃক সৃষ্ট উপকরণ হতে স্বল্পকালে প্রাপ্ত আয়কে কী বলে?
[ক] মোট খাজনা
[খ] অর্থনৈতিক খাজনা
[গ] অনুপার্জিত আয়
[ঘ] নিম খাজনা
উত্তর: [ঘ] নিম খাজনা

১৬. দামস্তরের সাথে মুদ্রার মূল্যের সম্পর্ক কীরূপ?
i. ধনাত্মক
ii. ঋণাত্মক
iii. বিপরীতমুখী

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ] ii ও iii

HSC অর্থনীতি ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (রাজশাহী বোর্ড ২০১৯)

◈ উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮নং প্রশ্নের উত্তর দাও:
শাহজাহান সাহেব একজন অর্থনীতিবিদ। তিনি দেখলেন তার দেশে ২০১৭ সালে মোট মূলধন ছিল ২০,০০০ কোটি টাকা যা ২০১৮ সালে বেড়ে গিয়ে হয় ২২,০০০ কোটি টাকা। এটুকু বৃদ্ধি তার বিবেচনায় অনেক কম। তিনি পার্শ্ববর্তী দেশে গিয়ে দেখলেন তাদের বার্ষিক মূলধন গঠনের হার প্রায় ৩০%, জনগণের জীবনযাত্রার মান ও আর্থসামাজিক অবকাঠামো অনেক উন্নত।

১৭. শাহজাহান সাহেবের দেশের মূলধন গঠনের হার কত?
[ক] ৫%
[খ] ১০%
[গ] ১৫%
[ঘ] ২০%
উত্তর: [খ] ১০%

১৮. পার্শ্ববর্তী দেশের মূলধন গঠনের হার বেশি, কারণ-
i. সঞ্চয়ের সামর্থ্য বেশি
ii. বিনিয়োগের সুযোগ-সুবিধা বেশি
iii. রাজনৈতিক স্থিতিশীলতা বেশি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

১৯. Y = C + I + G + (X - M) = কী হবে?
[ক] GDP
[খ] GNP
[গ] NNP
[ঘ] NDP
উত্তর: [খ] GNP

২০. দেশের আর্থিক নীতি প্রণয়ন করে কোন ব্যাংক?
[ক] বাণিজ্যিক ব্যাংক
[খ] কেন্দ্রীয় ব্যাংক
[গ] ইসলামি ব্যাংক
[ঘ] বিশেষায়িত ব্যাংক
উত্তর: [খ] কেন্দ্রীয় ব্যাংক

২১. নিচের কোন রেখাটি মূল বিন্দু থেকে শুরু হয়?
[ক] মোট পরিবর্তনীয় খরচ
[খ] মোট স্থির খরচ
[গ] মোট খরচ
[ঘ] গড় খরচ
উত্তর: [ক] মোট পরিবর্তনীয় খরচ

২২. ‘The General Theory of Employment, Interest and Money’- বইটির লেখক কে?
[ক] অ্যাডাম স্মিথ
[খ] জে. এম. কেইন্স
[গ] এল. রবিন্স
[ঘ] কার্ল মার্কস
উত্তর: [খ] জে. এম. কেইন্স

২৩. ব্যক্তিগত উদ্যোগের সর্বাধিক স্বাধীনতা কোন অর্থব্যবস্থায় রয়েছে?
[ক] পুঁজিবাদী
[খ] নির্দেশমূলক
[গ] মিশ্র
[ঘ] ইসলামি
উত্তর: [ক] পুঁজিবাদী

২৪. অর্থনৈতিক সমস্যা সমাধানের কর্মপর্যায় কোনটি?
[ক] উৎপাদন
[খ] বিনিয়োগ
[গ] যোগান
[ঘ] সঞ্চয়
উত্তর: [ক] উৎপাদন

◈ উদ্দীপকটি পড়ে ২৫ ও ২৬নং প্রশ্নের উত্তর দাও:
দাম (টাকা) ১, ২, ৩, ৪।
চাহিদার পরিমাণ(একক) ১৬, ১২, ৮, ৪।
যোগানের পরিমাণ (একক) ২, ৪, ৮, ১০।

২৫. উদ্দীপকে ভারসাম্য দাম কোনটি?
[ক] ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৮
উত্তর: [খ] ৩

২৬. উদ্দীপকের মানসমূহ দ্বারা চাহিদারেখা অঙ্কন করলে রেখাটি হবে-
i. বাম থেকে ডানে নিম্নগামী
ii. বাম থেকে ডানে ঊর্ধ্বগামী
iii. স্থির ঢালবিশিষ্ট

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [খ] i ও iii

২৭. ২টি আম ভোগের ফলে মোট উপযোগ হলো ১২ টাকা। ৩টি আম ভোগের ফলে যদি মোট উপযোগ ১৫ টাকা হয় তাহলে ভোক্তার প্রান্তিক উপযোগ কত?
[ক] ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫
উত্তর: [খ] ৩

২৮. শ্রমের যোগান রেখা স্বল্পকালে পশ্চাৎগামী হয়, যদি-
i. মজুরি বেড়ে যায়
ii. বিশ্রাম অপছন্দনীয় হয়
iii. বিশ্রাম পছন্দনীয় হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [খ] i ও iii

◈ উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০নং প্রশ্নের উত্তর দাও:
MC
AR = MR = P
উৎপাদনের পরিমাণ
দাম/ আয় / ব্যয়

২৯. উদ্দীপকে চাহিদারেখা কোনটি?
[ক] AR
[খ] AC
[গ] MR
[ঘ] MC
উত্তর: [ক] AR

৩০. চিত্রের E বিন্দুতে নির্দেশিত হয়েছে-
i. দাম = গড় ব্যয়
ii. দাম = প্রান্তিক আয়
iii. প্রান্তিক আয় = প্রান্তিক ব্যয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ] ii ও iii

Share:

2 Comments:

  1. Anonymous8:23:00 PM

    economic 1st pepar very intaresting and eusy

    ReplyDelete

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide