এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Economics 1st Paper MCQ with Answer. HSC Economics 1st Paper (mcq) Multiple Choice Question Answer Jessore Board 2019 pdf download.
যশোর বোর্ড
অর্থনীতি ১ম পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
বিষয় কোড: [১০৯]
সময়: ৩০ মিনিট পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]
HSC Economics 1st Paper
Board Question Solution
MCQ
Question and Answer
১. আবদ্ধ অর্থনীতিতে কোনটি অনুপস্থিত?
[ক] C
[খ] X
[গ] I
[ঘ] G
উত্তর: [খ] X
২. সঞ্চয় নির্ভর করে-
i. আয়ের ওপর
ii. প্রান্তিক ভোগ প্রবণতার ওপর
iii. সুদের হারের ওপর
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii
◈ উদ্দীপকটি পড়ে ৩নং প্রশ্নের উত্তর দাও:
খাত পরিমাণ (কোটি টাকা)
ভোগ ব্যয় ১২০
বিনিয়োগ ব্যয় ১০০
সরকারি ব্যয় ৮০
আমদানি ব্যয় ৭০
রপ্তানি ব্যয় ৫০
৩. উদ্দীপক অনুযায়ী মোট জাতীয় আয় কত?
[ক] ২৮০
[খ] ৩০০
[গ] ৩২০
[ঘ] ৪২০
উত্তর: [ক] ২৮০
৪. কোনটি কেন্দ্রীয় ব্যাংকের কাজ নয়?
[ক] নোট প্রচলন
[খ] ঋণ প্রদান
[গ] সরকারের ব্যাংকার
[ঘ] ঋণ নিয়ন্ত্রণ
উত্তর: [খ] ঋণ প্রদান
৫. মুদ্রার প্রধান কাজ কোনটি?
[ক] সামাজিক মর্যাদা রক্ষা
[খ] মনস্তাত্ত্বিক কাজ
[গ] বাণিজ্যিক কাজ
[ঘ] সামাজিক সম্পর্ক রক্ষা
উত্তর: [গ] বাণিজ্যিক কাজ
◈ উদ্দীপকটি পড়ে ৬নং প্রশ্নের উত্তর দাও:
ফরহাদ রাত দশটায় তার বড় ভাইয়ের নিকট ফরম পূরণের জন্য ৫,০০০ টাকা চায়। তার ভাই বলল আমি রাতেই টাকা পাঠাব। তুমি কাল সকালে তোমার ব্যাংক একাউন্ট থেকে টাকা তুলতে পারবে।
৬. উদ্দীপকের টাকা প্রেরণের পদ্ধতিটি কী?
[ক] মোবাইল ব্যাংকিং
[খ] একাউন্ট স্থানান্তর
[গ] কমার্শিয়াল ব্যাংকিং
[ঘ] চেক হস্তান্তর
উত্তর: [ক] মোবাইল ব্যাংকিং
৭. নিচের কোনটি মজুত করা যায় না?
[ক] মজুরি
[খ] মুদ্রা
[গ] শ্রম
[ঘ] মূলধন
উত্তর: [গ] শ্রম
৮. শ্রমের চাহিদা বৃদ্ধি পাবে যদি-
i. দ্রব্যমূল্য হ্রাস পায়
ii. আর্থিক মজুরি হ্রাস পায়
iii. শ্রমের দক্ষতা বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ] ii ও iii
৯. নিচের কোনটি মানুষের আয় দ্বারা সৃষ্ট উপাদান?
[ক] শ্রম
[খ] মূলধন
[গ] ভূমি
[ঘ] সংগঠন
উত্তর: [খ] মূলধন
১০. মূলধন গঠনের হার নির্ভর করে যার ওপর-
i. সুদের হার
ii. বিনিয়োগের সুবিধা
iii. সঞ্চয়ের ইচ্ছা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii
১১. প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য কতজন?
[ক] ২-২০
[খ] ২-৫০
[গ] ৭-৫০
[ঘ] ৭-অসীম
উত্তর: [খ] ২-৫০
১২. সংগঠনের কাজ-
i. ঝুঁকি গ্রহণ
ii. মূলধন সংগ্রহ
iii. আইন প্রণয়ন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii
১৩. অতিরিক্ত শ্রম ও বিনিয়োগ না করে যে অতিরিক্ত আয় হয় তাকে কী বলে?
[ক] মোট আয়
[খ] মোট খাজনা
[গ] অনুপার্জিত আয়
[ঘ] নিম খাজনা
উত্তর: [গ] অনুপার্জিত আয়
১৪. কোন রেখার আকৃতি ভূমি অক্ষের সমান্তরাল হয়?
[ক] AFC
[খ] TFC
[গ] AC
[ঘ] TVC
উত্তর: [খ] TFC
১৫. AC ও MC এর সমতাস্থলে-
i. TC সর্বনিম্ন
ii. AC সর্বনিম্ন
iii. MC ক্রমবর্ধমান
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ] ii ও iii
◈ উদ্দীপকটি পড়ে ১৬ ও ১৭নং প্রশ্নের উত্তর দাও:
বিক্রয় (Q), মোট আয় (TR)
১ ,৫
২ ,১০
৩, ১৫
[ক] একচেটিয়া
[খ] পূর্ণপ্রতিযোগিতা
[গ] অলিগোপলি
[ঘ] মনোপসনি
উত্তর: [খ] পূর্ণপ্রতিযোগিতা
১৭. উদ্দীপক অনুযায়ী-
i. দাম স্থির
ii. TR - MR
iii. AR + চ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [খ] i ও iii
১৮. যে বাজারে ক্রেতা একজন ও বিক্রেতা অসংখ্য তাকে কী বাজার বলে?
[ক] মনোপলি
[খ] ডুয়োপলি
[গ] অলিগোপলি
[ঘ] মনোপসনি
উত্তর: [ঘ] মনোপসনি
১৯. মনোপলি বাজারের ক্ষেত্রে কোনটি সঠিক?
[ক] AR = P > MR
[খ] MR > AR = P
[গ] AR > P = MR
[ঘ] P > AR = MR
উত্তর: [ক] AR = P > MR
◈ নিচের চিত্র অনুসারে ২০ ও ২১নং প্রশ্নের উত্তর দাও:
২০. উদ্দীপকের ভারসাম্য বিন্দু কোনটি?
[ক] C3
[খ] C2
[গ] C1
[ঘ] C0
উত্তর: [ঘ] C0
২১. উদ্দীপকে মোট মুনাফা ৩০ টাকা হলে নিচের কোনটি ঘটবে?
[ক] AC = ১২ > MR
[খ] AC = ১৫ = AR
[গ] AC = ১২ < MR
[ঘ] AC = ১৫ = MR
উত্তর: [ক] AC = ১২ > MR
২২. ধনতন্ত্রে অদৃশ্য শক্তিকে কী বলে?
[ক] সরকারি পরিকল্পনা
[খ] দাম ব্যবস্থা
[গ] জনশক্তি
[ঘ] সামাজিক কল্যাণ
উত্তর: [খ] দাম ব্যবস্থা
২৩. সামষ্টিক অর্থনীতির আলোচ্য বিষয় হলো-
i. জাতীয় আয়
ii. সুদের হার
iii. ফার্মের মুনাফা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii
◈ নিচের চিত্রটি লক্ষ কর ও ২৪ ও ২৫নং প্রশ্নের উত্তর দাও:
২৪. চিত্রের প্রদর্শিত MN রেখাটির নাম কী?
[ক] উৎপাদন সম্ভাবনা রেখা
[খ] সম উৎপাদন রেখা
[গ] চাহিদা রেখা
[ঘ] স্বয়ংক্রিয় দাম রেখা
উত্তর: [ক] উৎপাদন সম্ভাবনা রেখা
২৫. চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করা যায়-
i. মোট ব্যয়
ii. দুটি দ্রব্যের সংমিশ্রণ
iii. কতটুকু উৎপাদন করা হবে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ] ii ও iii
২৬. চাহিদা রেখা স্থানান্তরের কারণ কী?
[ক] দামের পরিবর্তন
[খ] চাহিদার সংকোচন-প্রসারণ
[গ] চাহিদা বিধি
[ঘ] চাহিদার হ্রাস-বৃদ্ধি
উত্তর: [ঘ] চাহিদার হ্রাস-বৃদ্ধি
২৭. কোনো রেখার Y অক্ষের দূরত্বকে X অক্ষের দূরত্ব দ্বারা ভাগ করলে কী পাওয়া যায়?
[ক] স্থিতিস্থাপকতা
[খ] প্রান্তিক উপযোগ
[গ] ভারসাম্য দাম
[ঘ] রেখার ঢাল
উত্তর: [ঘ] রেখার ঢাল
২৮. চাহিদা রেখার আকৃতি হতে পারে-
i. ডানদিকে নিম্নগামী
ii. ডানদিকে ঊর্ধ্বগামী
iii. ভূমি অক্ষের সমান্তরাল
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i
◈ উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০নং প্রশ্নের উত্তর দাও:
Qd = 15 - 5P
Qs = 5-1 5P
২৯. উদ্দীপকের ভারসাম্য পরিমাণ কত?
[ক] ২
[খ] ৫
[গ] ১০
[ঘ] ১৫
উত্তর: [গ] ১০
৩০. বাজার দাম ৩ টাকা ধার্য করা হলে-
i. যোগান বেশি চাহিদা কম
ii. চাহিদার পরিমাণ শূন্য
iii. যোগান = ১৫
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii
🥰🥰
ReplyDeleteপরিপূরক দ্রব্যের চাহিদা রেখা কিরুপ Mcq
ReplyDelete