এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
জীববিজ্ঞান ২য় পত্র
৩য় অধ্যায়
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
HSC Biology 2nd Paper pdf download
Chapter-03
MCQ
Question and Answer
১. দেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি?
[ক] লালাগ্রন্থি
[খ] যকৃত
[গ] অগ্ল্যাশয়
[ঘ] পিটুইটারি
সঠিক উত্তর: [খ]
২. ভগ্ন্যাশয়ের অংশগুলো হলো-
i. মস্তক
ii. দেহ
iii. লেজ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ঘ]
৩. পাকস্থলীর প্রাচীরে কোন কোষটি HCI নি:সৃত করে?
[ক] মিউকাস কোষ
[খ] পেপটিক কোষ
[গ] প্যারাইটাল কোষ
[ঘ] কার্ডিয়াক কোষ
সঠিক উত্তর: [গ]
৪. সিগময়েড কোলন কোথায় দেখা যায়?
[ক] ডিওডেনামে
[খ] মলাশয়ে
[গ] ক্ষুদ্রান্তে
[ঘ] বৃহদান্ত্রে
সঠিক উত্তর: [ঘ]
৫. কোন হরমোনটি পাচক রস নি:সরণ নিয়ন্ত্রণ করে?
[ক] থাইরক্ষিন
[খ] গ্যাসট্রিন
[গ] ইনসুলিন
[ঘ] ইস্টোজেন
সঠিক উত্তর: [খ]
৬. মন্টোজ পরিপাক শেষে কীসে পরিণত হয়?
[ক] ফ্রুক্টোজ
[খ] গ্লুকোজ
[গ] ডেক্রট্রিন
[ঘ] টায়ালিন
সঠিক উত্তর: [খ]
৭. লালারসে কোন এনজাইমটি পাওয়া যায়?
[ক] টায়ালিন
[খ] পেপসিন
[গ] রেনিন
[ঘ] জিলেটিনেজ
সঠিক উত্তর: [ক]
৮. কোনটি দুধকে তাঞ্চিত করে?
[ক] লাইপেজ
[খ] সুক্রোজ
[গ] চায়লিন
[ঘ] কাইমোট্রিপসিন
সঠিক উত্তর: [ঘ]
৯. পাকমন্ডের অম্লীয় অবস্থা দূরীভূত করণে সহায়তা করে-
i. মিউকাস রস
ii. অগ্ন্যাশয় রস
iii. পিত্তরস
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [গ]
১০. বিলিভার্ডিন সৃস্টি হয় কোথায়?
[ক] পাকস্থলীতে
[খ] অগ্ন্যাশয়ে
[গ] বৃক্কে
[ঘ] যকৃতে
সঠিক উত্তর: [ঘ]
১১. উত্তম ব্যায়াম হলো-
i. ভোরে হাঁটা
ii. সাইকেল চালানো
iii. সাঁতার কাটা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ঘ]
১২. লোবিউলে থাকে অসংখ্য-
i. পিত্তনালি
ii. রক্তনালি
iii. যোজকনালি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ক]
১৩. পাকস্থলীর কোন স্তরে গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে?
[ক] সেরোসা
[খ] মাসকিউলারিস মিউকোসা
[গ] সাব-মিউকোসা
[ঘ] মিউকোসা
সঠিক উত্তর: [ঘ]
১৪. স্নেহ পদার্থ সঞ্চিত থাকে-
i. চাপড়ার নিচে
ii. পাকস্থলিতে
iii. যকৃতে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [খ]
১৫. মুখগহ্বরে সম্পন্ন হয়-
i. খাদ্য পরিপাক
ii. খাদ্য চর্বন
iii. খাদ্য গলাধ:করণ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [গ]
১৬. নিস্ক্রিয় অঙ্গ কোনটি?
[ক] সিকাম
[খ] কোলন
[গ] মলাশয়
[ঘ] অ্যাপেনডিক্স
সঠিক উত্তর: [ঘ]
১৭. ভিলাই কোথায় দেখা যায়?
[ক] পাকস্থলীতে
[খ] যকৃতে
[গ] ক্ষুদ্রান্ত্রে
[ঘ] বৃহদান্ত্রে
সঠিক উত্তর: [গ]
১৮. পাকস্থলীর যে অংশে অন্ননালি উস্মুক্ত হয় তা হলো-
[ক] ঢান্ডাস
[খ] কার্ডিয়া
[গ] বড় বাঁক
[ঘ] ছোট বাঁক
সঠিক উত্তর: [খ]
১৯. স্থূলতার কারণে সৃষ্ট একটি বিশেষ অস্বাভাবিকতা-
[ক] করোনারি হার্ট ডিজিজ
[খ] রক্তশূন্যতা
[গ] রেনাল ফেইলিওর
[ঘ] হাঁপানি
সঠিক উত্তর: [ক]
২০. টায়ালিন স্টার্চকে ভেঙে কিসে পরিণত করে?
[ক] লাইপেজ
[খ] ট্রিপসিনে
[গ] মল্টোজ
[ঘ] গ্লুকোজ
সঠিক উত্তর: [গ]
২১. মানুষের মুখবিবরে কয়জোড়া লালাগ্রন্থি থাকে?
[ক] তিন জোড়া
[খ] চার জোড়া
[গ] পাঁচ জোড়া
[ঘ] দুই জোড়া
সঠিক উত্তর: [ক]
২২. খাবার থেকে প্রাপ্ত অ্যামাইনো এসিডে পাওয়া যায়-
i. গ্লিসারল
ii. অ্যালবুমিন
iii. গ্লোবিউলিন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [গ]
২৩. ক্ষুদ্রান্ত্রকে কয়টি অংশে ভাগ করা হয়?
[ক] ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫
সঠিক উত্তর: [খ]
২৪. অগ্ন্যাশয় হতে নি:সৃত এনজাইমসমূহ অগ্ন্যাশয়নালির মাধ্যমে কোথায় প্রবেশ করে?
[ক] ক্ষুদ্রান্তে
[খ] ডিওডেনামে
[গ] বৃহদান্ত্র
[ঘ] পিত্তাশয়ে
সঠিক উত্তর: [খ]
২৫. অঙ্গাণুটিকে জীবন সমুদ্রের কেন্দ্রে কী থাকে?
[ক] হৃৎপিন্ড
[খ] অগ্ন্যাশয়
[গ] যকৃত
[ঘ] ফুসফুস
সঠিক উত্তর: [গ]
২৬. মাছ, মাংস জাতীয় খাদ্য পরিপাককারী এনজাইম হলো-
i. কোলাজিনেজ
ii. ট্রাইপেপটাইডেজ
iii. ফসফোলাইপেজ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ক]
২৭. দেহের কোথায় অবস্থিত আইলেটস অব ল্যাঙ্গারহ্যানস?
[ক] ফুসফুসে
[খ] যকৃতে
[গ] অগ্ন্যাশয়ে
[ঘ] ইলিয়ামে
সঠিক উত্তর: [গ]
২৮. কোনটির কার্যক্রমের ফলে কোলনে কয়েক ধরনের ভিটামিন ও গ্যাস তৈরি হয়?
[ক] মিউকাস রস
[খ] ব্যাকটেরিয়া
[গ] অ্যাপেনডিক্স
[ঘ] গোলকৃমি
সঠিক উত্তর: [খ]
২৯. প্রাপ্তবয়স্কদের প্রত্যেক চোয়ালে কয়টি দাঁত থাকে?
[ক] ১৭টি
[খ] ১৮টি
[গ] ১৬টি
[ঘ] ২০টি
সঠিক উত্তর: [গ]
৩০. Pancreozymin-এর অপর নাম কী?
[ক] সিক্রেটিন
[খ] গ্যাস্ট্রিন
[গ] কোলেসিক্টোকাইনিন
[ঘ] ইনসুলিন
সঠিক উত্তর: [গ]
৩১. যকৃতে কত দিন জীবনকালের লোহিত কণিকার ভাঙ্গন ঘটে?
[ক] ৭৫
[খ] ৮০
[গ] ১২০
[ঘ] ১৮০
সঠিক উত্তর: [গ]
৩২. অন্ননালি ও পাকস্থলীর সংযোগস্থলের পেশিবলয়কে কী বলা হয়?
[ক] কার্ডিয়াক ছিদ্র
[খ] ফান্ডাস
[গ] কার্ডিয়াক স্ফিংটার
[ঘ] কার্ডিয়াক পাকস্থলী
সঠিক উত্তর: [গ]
৩৩. ক্ষুদ্রান্ত্রের ভিলাই অবস্থান করে-
i. মিউকোসা স্তরে
ii. জেজুনাম অংশে
iii. ইলিয়াম অংশে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [খ]
৩৪. যকৃত সহযোগিতা করে-
i. লোহিত কণিকা ভাঙনে
ii. কোষ ভাঙনে
iii. হিমোগ্লোবিন ভাঙনে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [খ]
৩৫. বহিঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে কোনটি?
[ক] ক্ষুদ্রান্ত
[খ] বৃহদন্ত্র
[গ] যকৃত
[ঘ] অগ্ন্যাশয়
সঠিক উত্তর: [ঘ]
৩৬. শর্করা বিপাককারী এনজাইম কোনটি?
[ক] লাইপেজ
[খ] পেপসিন
[গ] এমাইলেজ
[ঘ] রেনিন
সঠিক উত্তর: [গ]
৩৭. আমিষ জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে-
[ক] এনজাইম
[খ] HCI
[গ] গ্যাস্ট্রিক হরমোন
[ঘ] কাইম
সঠিক উত্তর: [গ]
৩৮. লালারসে কত ভাগ ইলেকট্রোলাইট ও প্রোটিন থাকে?
[ক] ১ ভাগ
[খ] ১.৫ ভাগ
[গ] ০.৫ ভাগ
[ঘ] ০.২ ভাগ
সঠিক উত্তর: [গ]
৩৯. যেসব কোষ থেকে লালারস ক্ষরিত হয়-
i. সেরাস কোষ
ii. যকৃত কোষ
iii. মিউকাস কোষ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [খ]
৪০. আন্ত্রিক পর্ব কোথায় সংঘটিত হয়?
[ক] বৃহদন্ত্রে
[খ] পাকস্থলীতে
[গ] ক্ষুদ্রান্তে
[ঘ] যকৃতে
সঠিক উত্তর: [গ]
৪১. যকৃতকে জীবন সমুদ্রের কর্মমুখর পোতাশ্রয় বলা হয়। এর-
i. গঠন ত্রিকোণাকার
ii. চারটি অসম্পূর্ণ খন্ড রয়েছে
iii. বাম খন্ডটি সবচেয়ে বড়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ক]
৪২. চর্বিকে ফ্যাটি এসিডে পরিণত করে কোনটি?
[ক] ইনসুলিন
[খ] ট্রিপসিন
[গ] লাইপেজ
[ঘ] মল্টোজ
সঠিক উত্তর: [গ]
৪৩. কোনটি পানিতে দ্রবণীয় বটিামিন?
[ক] A
[খ] D
[গ] C
[ঘ] K
সঠিক উত্তর: [গ]
৪৪. অতিরিক্ত মেদের কারণে কত ভাগ পুরুষের ডায়াবেটিস হয়?
[ক] ৬০ ভাগ
[খ] ৬৪ ভাগ
[গ] ৭০ ভাগ
[ঘ] ৭৫ ভাগ
সঠিক উত্তর: [খ]
৪৫. সায়েম যে খাবার গ্রহণ করলো তার বেশিরভাগই ক্ষুদ্রান্ত্রে শোষিত হয়-
i. গ্লুকোজ হিসেবে
ii. গ্যালাকটোজ হিসেবে
iii. ফ্লুক্টোজ হিসেবে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ঘ]
৪৬. যকৃতে RBC-এর হিমোগ্লোবিন ভেঙে সৃষ্টি হয়-
i. বিলিরুবিন
ii. বিলিভার্ডিন
iii. এরাইথ্রোসাইট
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ক]
৪৭. পরিবর্তন ছাড়াই সরাসরি দেহে শোষিত হতে পারে-
i. পানি
ii. খনিজ লবণ
iii. ভিটামিন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ঘ]
৪৮. অ্যাসিনাস কোথায় দেখা যায়?
[ক] পাকস্থলীতে
[খ] ক্ষুদ্রান্ত্রে
[গ] বৃক্কে
[ঘ] অগ্ন্যাশয়ে
সঠিক উত্তর: [ঘ]
৪৯. গ্যাস্ট্রিক রস নি:সিরণের ধাপসমূহ হলো-
i. সেফালিক পর্যায়
ii. গ্যাস্ট্রিক পর্যায়
iii. আন্ত্রিক পর্যায়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ক]
৫০. লালারসে কী এনজাইম পাওয়া যায়?
[ক] লাইপেজ
[খ] ট্রিপসিন
[গ] টায়ালিন
[ঘ] মল্টেোজ
সঠিক উত্তর: [গ]
৫১. যকৃতের অসুখ হিসেবে কোনটি দেখা দেয়?
[ক] পেট ব্যথা
[খ] বমি
[গ] জন্ডিস
[ঘ] মাথাঘোরা
সঠিক উত্তর: [গ]
৫২. পাকরসে কত ভাগ পানি থাকে?
[ক] ৯৫ ভাগ
[খ] ৯৯.৪৫ ভাগ
[গ] ৯৮.২ ভাগ
[ঘ] ০০.২ ভাগ
সঠিক উত্তর: [খ]
৫৩. আমাদের দেহের অতিরিক্ত গ্লুকোজ গ্লাইকোজেনরূপে সঞ্চিত থাকে দেহের কোন অংশে?
[ক] অগ্ন্যাশয়ে
[খ] যকৃতে
[গ] বৃহদন্ত্রে
[ঘ] ক্ষুদ্রান্ত্রে
সঠিক উত্তর: [গ]
৫৪. এনটোরিক নার্ভাস সিস্টেম নিয়ন্ত্রণ করে কোনটিকে?
[ক] হৃদপেশি
[খ] পৌষ্টিকনালি
[গ] ফুসফুস
[ঘ] অনৈচ্ছিক পেশি
সঠিক উত্তর: [খ]
৫৫. বৃহদান্ত্র কয়টি অংশ নিয়ে গঠিত?
[ক] পাঁচটি
[খ] সাতটি
[গ] ছয়টি
[ঘ] চারটি
সঠিক উত্তর: [গ]
৫৬. পাকস্থলীর দুর্বল পেরিস্টালটিক সংকোচনমূলক ঢেউকে কী বলা হয়?
[ক] মিশ্রণ ঢেউ
[খ] তড়িৎ ঢেউ
[গ] ক্রমপ্রসারণ ঢেউ
[ঘ] প্রচলন ঢেউ
সঠিক উত্তর: [ক]
৫৭. শোষিত খাদ্যবস্তুর প্রোটোপ্লাজম রূপান্তরকে কী বলে?
[ক] পরিপাক
[খ] শোষণ
[গ] শ্বসন
[ঘ] আত্তীকরণ
সঠিক উত্তর: [ঘ]
৫৮. লালাগ্রন্থি নি:সৃত রসের প্রকৃতি হলো এটি-
i. গন্ধ ও স্বাদবিহীন
ii. স্বচ্ছ ও সামান্য অম্লীয়
iii. পিচ্ছিল তরল
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [খ]
৫৯. বৃহদন্ত্রের প্রধান কাজ হলো-
i. ফসফোলিপিড জাতীয় খাদ্য পরিপাক করা
ii. পাকমন্ড হতে অবশিষ্ট পানি ও আয়ন শোষণ করা
iii. মল নিষ্কাশিত না হওয়া পর্যন্ত ধারণ করা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [গ]
৬০. পাকস্থলীতে বেসিক ইলেকট্রিক্যাল রিদম-
i. পরিপাক নালির গাত্র হতে সৃষ্টি হয়
ii. স্বত:স্ফূর্তভাবে প্রবাহিত হয়
iii. মিশ্রণ ঢেউ নামে পরিচিত
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ক]
৬১. নিচের কোনটি পরিস্যাকারাইড?
[ক] স্টার্চ
[খ] সুক্রোজ
[গ] ল্যাকটোজ
[ঘ] গ্লুকোজ
সঠিক উত্তর: [ক]
৬২. অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করে কোনটি?
[ক] বৃক্ক
[খ] যক্রত
[গ] পাকস্থলী
[ঘ] অগ্ন্যাশয়
সঠিক উত্তর: [ঘ]
৬৩. মানুষের আবেগ নিয়ন্ত্রণে অন্যতম ভূমিকা পালন করে কোনটি?
[ক] ব্রেইন স্টেম
[খ] অ্যামিগডালা
[গ] সেরেবেলাম
[ঘ] মেডুলা অবলংগাটা
সঠিক উত্তর: [খ]
৬৪. স্থুলতা প্রতিরোধের প্রধান ব্যবস্থা কোনটি?
[ক] বেশি ঘুমানো
[খ] তেলযুক্ত খাবার খাওয়া
[গ] সুষম খাবার পরিমিত মাত্রায় খাওয়া
[ঘ] ব্যায়াম করা
সঠিক উত্তর: [গ]
৬৫. ক্ষুদ্রান্ত্র সাধারণত কোন প্রক্রিয়ায় আয়ন শোষণ করে?
[ক] অভিস্রবণ
[খ] সক্রিয় পরিবহণ
[গ] ব্যাপন
[ঘ] নিষ্ক্রিয় পরিবহন
সঠিক উত্তর: [খ]
৬৬. মলাশয়ে উন্মুক্ত হয় কোনটি?
[ক] নিম্নগামী কোলন
[খ] অণুপ্রস্থ কোলন
[গ] সিগময়েড কোলন
[ঘ] সিকাম
সঠিক উত্তর: [গ]
৬৭. রাজনের বয়স ২৫ বছর। তার কতটি কর্তন দাঁত রয়েছে?
[ক] ২
[খ] ৪
[গ] ৬
[ঘ] ৮
সঠিক উত্তর: [ঘ]
৬৮. কোনটি বিপাকীয় শক্তিকে প্রভাবিত করে?
[ক] লিউকেমিয়া
[খ] গাট ফ্লোরা
[গ] স্থূলতা
[ঘ] হাঁপানি
সঠিক উত্তর: [খ]
৬৯. যকৃত কতটি অসম্পূর্ণ খন্ড নিয়ে গঠিত?
[ক] ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫
সঠিক উত্তর: [গ]
৭০. কোনো পরিপাক ও শোষণ ক্রিয়া সম্পন্নকারী তন্ত্রসমূহ হলো-
i. রেচনতন্ত্র
ii. পৌষ্টিকতন্ত্র
iii. পরিপাকতন্ত্র
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [গ]
৭১. Oranic Laboratory কাকে বলে?
[ক] অগ্ন্যাশয়কে
[খ] পাকস্থলীকে
[গ] যকৃতকে
[ঘ] বৃক্ককে
সঠিক উত্তর: [গ]
৭২. রহিম সাহেব একজন স্কূলকায় মানুষ। তার স্থূলতার জন্য যেসব রোগের প্রকোপ বেড়ে যেতে পারে সেগুলো হলো-
i. হৃদরোগ
ii. ডায়াবেটিস
iii. ক্যান্সার
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ঘ]
৭৩. কোলেস্টেরল কোথায় উৎপন্ন হয়?
[ক] বৃক্কে
[খ] অগ্ন্যাশয়ে
[গ] বৃহদন্ত্রে
[ঘ] যকৃতে
সঠিক উত্তর: [ঘ]
৭৪. নিচের কোনটি জটিল শর্করা?
[ক] লিমিট ডেক্সট্রিন
[খ] মলটেোট্রায়োজ
[গ] মন্টাজ
[ঘ] স্টার্চ
সঠিক উত্তর: [ঘ]
৭৫. অগ্ন্যাশয় কোষগুলোর মধ্যে রয়েছে-
i. বায়ুথলি
ii. রক্তানালি
iii. অগ্ন্যাশয় নালি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [গ]
৭৬. চর্বণ প্রক্রিয়ার সাথে জড়িত-
i. চর্বণ প্রতিবর্তী ক্রিয়া
ii. হাইপোথ্যালামাস
iii. অ্যামিগডালা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ঘ]
৭৭. পরিপাক ও শোষণ কার প্রধান কাজ?
[ক] যকৃতের
[খ] পাকস্থলীর
[গ] ক্ষুদ্রান্ত্রের
[ঘ] বৃহদন্ত্রের
সঠিক উত্তর: [গ]
উদ্দীপকটি পড়ো এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:
আমরা প্রতিদিন খাদ্য হিসেবে মাছ, মাংস, ডিম, ডাল, বাদাম, শিমের বিচি গ্রহণ করে থাকি। এসব খাদ্য আমাদের দৈহিক বৃদ্ধি ও দেহ গঠনে সহায়তা করে।
৭৮. উল্লিখিত খাদ্যগুলোর প্রধান উপাদান কী?
[ক] অ্যালবুনিন ও গ্লোবিউলিন
[খ] কোলাজেন ও জিলাটিন
[গ] ট্রিপসিন ও মিউসিন
[ঘ] কেসিন ও অ্যালবুমিন
সঠিক উত্তর: [ক]
৭৯. অগ্ন্যাশয় রস এসব খাদ্যকে পরিণত করে-
i. পলিপেপটাইডে
ii. প্যারাকেসিনে
iii. অ্যামাইনো এসিডে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [খ]
0 Comments:
Post a Comment