এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
জীববিজ্ঞান ২য় পত্র
১০ম অধ্যায়
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
HSC Biology 2nd Paper pdf download
Chapter-10
MCQ
Question and Answer
১. NK Cell কত দিনের মধ্যে দেহাভ্যন্তরের টিউমার কোষকে ধ্বংস করে?
[ক] একদিন
[খ] দুদিন
[গ] তিন দিন
[ঘ] চার দিন
সঠিক উত্তর: [গ]
২. জীববিজ্ঞানের যে শাখায় মানবদেহের ইমিউনিটি সম্বন্ধে আলোচনা করা হয় তাকে কী বলে?
[ক] ইমিউনিটি
[খ] ইমিউনোলজি
[গ] ইমিউনতন্ত্র
[ঘ] প্রতিরক্ষা
সঠিক উত্তর: [খ]
৩. কোনটি অল্প দিন বাঁচে?
[ক] বড় ফ্যাগোসাইটস
[খ] টেনোফেজ
[গ] মাইক্রোফেজ
[ঘ] ম্যাক্রোফেজ
সঠিক উত্তর: [গ]
৪. কোনটি অনুজীবের কার্যক্ষমতা নষ্ট করে দেয়?
[ক] ইন্টারফেরন
[খ] লাইসোজাইম
[গ] ল্যাকটোফেরিন
[ঘ] ডিফেনসিন
সঠিক উত্তর: [ঘ]
৫. নিউট্রোফিল কোন রাসায়নিক যৌগটি নি:সরণের মাধ্যমে ব্যাকটেরিয়া ধ্বংস করে?
[ক] Cytokine
[খ] Perforin
[গ] Protease
[ঘ] Pyrogen
সঠিক উত্তর: [ক]
৬. প্রতিরক্ষা প্রধানত কত ধরনের?
[ক] তিন ধরনের
[খ] চার ধরনের
[গ] দুই ধরনের
[ঘ] পাঁচ ধরনের
সঠিক উত্তর: [খ]
৭. কোনটি ভৌত প্রতিবন্ধক?
[ক] চোখ
[খ] কান
[গ] পাকস্থলী (HCl)
[ঘ] নাক
সঠিক উত্তর: [ঘ]
৮. দেহের প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ত্বকের -
i. পানির প্রতি অভেদ্যতা
ii. পানিতে দ্রবীভূত যৌগের প্রতি অভেদ্যতা
iii. আলোকের প্রতি অপেক্ষাকৃত বেশি সংবেদনশীলতা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ক]
৯. দেহে স্বাভাবিক অবস্থায় ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে কোনটি?
[ক] কমপ্লিমেন্ট সিস্টেম
[খ] ম্যাক্রোফেজ
[গ] ইন্টারফেরন
[ঘ] ভ্যাক্সিন
সঠিক উত্তর: [গ]
১০. মানবদেহে বিদ্যমান প্রতিরক্ষা স্তরগুলোর প্রথমটিতে রয়েছে-
i. ত্বক ও লোম
ii. মিউকাস আবরণী
iii. ফ্যাগোসাইটিক শ্বেতকণিকা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ক]
১১. কোনটি হুপিংকাশির জন্য দায়ী?
[ক] Clostridium tetani
[খ] Mycobacterium bavis
[গ] Bordetella pertussis
[ঘ] Polimyelitis
সঠিক উত্তর: [গ]
১২. জ্বর ও প্রদাহ প্রতিরক্ষা ব্যবস্থার যে স্তরে সৃষ্টি হয় সেটির ক্ষেত্রে প্রযোজ্য-
i. একটি অনির্দিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থা
ii. সকল জীবাণুর প্রতি একই প্রতিক্রিয়া দেখায়
iii. ফ্যাগোসাইটিক শ্বেতরক্তকণিকা এর অন্তর্ভূক্ত
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [খ]
১৩. স্মৃতিকোষ এর কোষগুলো কোন প্রক্রিয়ায় Cell Colony গঠন করে?
[ক] অ্যামাইটোসিস
[খ] মাইটোসিস
[গ] মিয়োসিস
[ঘ] সাইটোকাইনোসিস
সঠিক উত্তর: [খ]
১৪. যে প্রক্রিয়ায় শ্বেত রক্তকণিকাসমূহ অণুজীব ভক্ষণ করে তাকে কী বলে?
[ক] ফ্যাগাসাইটস
[খ] অপসোনাইজেশন
[গ] ফ্যাগোসাইটোসিস
[ঘ] অপসোনিন
সঠিক উত্তর: [গ]
১৫. কোনটি B কোষের কাজের সূচনা ঘটায়?
[ক] IgE
[খ] IgA
[গ] IgD
[ঘ] IgM
সঠিক উত্তর: [গ]
১৬. কোনটি অণুজীবদের আক্রমণ হতে দেহকে রক্ষা করে?
[ক] উপকারী ভাইরাস
[খ] উপকারী ব্যাকটেরিয়া
[গ] উপকারী ছত্রাক
[ঘ] উপকারী মিউকর
সঠিক উত্তর: [খ]
১৭. রাসায়নিক চিহ্ন দেওয়া কোষঝিল্লিকে কী বলে?
[ক] অ্যান্টিবডি
[খ] Rh ফ্যাক্টর
[গ] অ্যান্টিজেন
[ঘ] হরমোন
সঠিক উত্তর: [গ]
১৮. মানুষের দেহে কয় ধরনের শ্বেত রক্তকণিকা রয়েছে?
[ক] তিন ধরনের
[খ] দুই ধরনের
[গ] চার ধরনের
[ঘ] পাঁচ ধরনের
সঠিক উত্তর: [খ]
১৯. মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থার প্রধান যোদ্ধা কোনটি?
[ক] ডেনড্রাইটিক কোষ
[খ] ম্যাক্রোফেজ
[গ] T-লিম্ফোসাইট
[ঘ] সিবাম
সঠিক উত্তর: [গ]
২০. কোনটি মানবদেহে বিদ্যমান বিশেষায়িত কোষ, কলা বা অঙ্গ?
[ক] থাইরয়েড
[খ] থাইমাস
[গ] ট্রাকিয়া
[ঘ] ট্রাকিওল
সঠিক উত্তর: [খ]
২১. একটি আদর্শ টিকার বৈশিষ্ট্য -
i. সারা জীবনের জন্য দেহকে অন্যক্রম্য করে
ii. দেহকে সকল ধরনের জীবাণু থেকে সুরক্ষা দেয়
iii. মায়ের অনাক্রম্যতাকে সন্তানে পরিবাহিত করে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ক]
২২. কত সাল থেকে সারা পৃথিবীকে পোলিও রোগ মুক্ত করার সিদ্ধান্ত নেয়?
[ক] ১৯৮৭
[খ] ১৯৮৮
[গ] ১৯৮৬
[ঘ] ১৯৮৯
সঠিক উত্তর: [খ]
২৩. পিত্তের pH কত?
[ক] 7. 0
[খ] 6. 5
[গ] 7. 5
[ঘ] 8. 0
সঠিক উত্তর: [ঘ]
২৪. অটোইমিউন রোগ হলো -
i. ডায়াবেটিস
ii. ক্যান্সার
iii. আর্থ্রাইটিস
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [গ]
২৫. HCl - এসিড কোনটি ধ্বংস করে?
[ক] ছত্রাক
[খ] ভাইরাস
[গ] ব্যাকটেরিয়া
[ঘ] শৈবাল
সঠিক উত্তর: [গ]
২৬. lgE অ্যান্টিবডিটি যেসব পদার্থের প্রতি অ্যালর্জিক প্রতিক্রিয়া দেখায়-
i. পুষ্পরেণুর প্রতি
ii. মৃত প্রাণীর প্রতি
iii. বিশেষ ধরণের ঔষধের প্রতি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ক]
২৭. ভারী শৃঙ্খলের আণবিক ওজন কত?
[ক] ৫০-৫৫ KD
[খ] ৫০-৬০ KD
[গ] ৫০-৬৫ KD
[ঘ] ৫০-৭০ KD
সঠিক উত্তর: [ঘ]
২৮. গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন কে?
[ক] ক্যালমিটি গুরিন
[খ] লুইস পাস্তুর
[গ] এডওয়ার্ড জেনার
[ঘ] আলবর্টি ক্যালমিটি
সঠিক উত্তর: [গ]
২৯. কোনটি সবসময়ই খাদ্যবাহিত হয়ে দেহে প্রবেশ করে?
[ক] ভাইরাস
[খ] ছত্রাক
[গ] মিউকর
[ঘ] ব্যাকটেরিয়া
সঠিক উত্তর: [ঘ]
৩০. গৌণ সাড়ার ক্ষেত্রে প্রধান কোন অ্যান্টিবডি সৃষ্টি হয়?
[ক] IgM
[খ] IgE
[গ] IgG
[ঘ] IgD
সঠিক উত্তর: [গ]
৩১. জীবাণুর নিষ্ক্রিয় বিষাক্ত পদার্থ থেকে উৎপন্ন হয় -
i. ধনুষ্টংকার ভ্যাকসিন
ii. ডিপথেরিয়া ভ্যাকসিন
iii. পোলিও ভ্যাকসিন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ক]
৩২. অ্যান্টিবডি বিনষ্ট করার ক্ষমতা রাখে -
i. ব্যাকটেরিয়াকে
ii. ভাইরাসকে
iii. প্রতিবিষকে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ঘ]
৩৩. কোনটি টিকা প্রয়োগের মাধ্যমে ঘটে?
[ক] ব্যক্তিগত প্রতিরক্ষা
[খ] গোষ্ঠীগত প্রতিরক্ষা
[গ] অর্জিত প্রতিরক্ষা
[ঘ] সহজাত প্রতিরক্ষা
সঠিক উত্তর: [গ]
৩৪. কোনটি সম্পূর্ণ জীবাণুকে মেরে ফেলে?
[ক] জীবন্ত টিকা
[খ] নিষ্প্রাণ টিকা
[গ] ডিএনএ টিকা
[ঘ] বিষভিত্তিক টিকা
সঠিক উত্তর: [খ]
৩৫. কোনটি ফ্যাগোসাইটোসিস ক্রিয়া বন্ধ করে?
[ক] ইমিউনতন্ত্র
[খ] রেচনতন্ত্র
[গ] কমপ্লিমেন্টতন্ত্র
[ঘ] রক্ত সংবহন তন্ত্র
সঠিক উত্তর: [গ]
৩৬. মস্তিস্কে বিদ্যমান ম্যাক্রোফেজ কোষ কোনটি?
[ক] মাইক্রোগ্লিয়া
[খ] অ্যালভিওলার কোষ
[গ] ডেনড্রাইটিক কোষ
[ঘ] কাপফার কোষ
সঠিক উত্তর: [ক]
৩৭. কোনটি থেকে নিউট্রোফিল উৎপন্ন হয়?
[ক] জনন কোষ
[খ] স্টেম কোষ
[গ] অপত্য কোষ
[ঘ] মাতৃ কোষ
সঠিক উত্তর: [খ]
৩৮. কোনটি লোমের গর্ত ও স্বেদ গ্রন্থিকে আক্রমণ করে?
[ক] ভাইরাস
[খ] ছত্রাক
[গ] মিউকর
[ঘ] ব্যাকটেরিয়া
সঠিক উত্তর: [ঘ]
৩৯. কোনটি দ্বারা ছত্রাকের সংক্রমণ প্রতিহত হতে পারে?
[ক] IgM
[খ] IgA
[গ] IgG
[ঘ] IgD
সঠিক উত্তর: [খ]
৪০. ফ্যাগোসাইটোসিস পরিচালনা করে কোন কোষটি?
[ক] অনুচক্রিকা
[খ] নিউট্রোফিল
[গ] লোহিত কণিকা
[ঘ] বেসোফিল
সঠিক উত্তর: [খ]
৪১. অ্যান্টিবডি জীবাণুকে ধ্বংস করে -
i. দলবদ্ধকরণ করে
ii. ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায়
iii. বিশ্লিষ্টকরণ করে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [গ]
৪২. ম্যাক্রোফেজ কী ধরনের কণিকা?
[ক] লোহিত রক্তকণিকা
[খ] অনুচক্রিকা
[গ] শ্বেত রক্তকণিকা
[ঘ] নিউট্রোফিল
সঠিক উত্তর: [গ]
৪৩. T-লিম্ফোসাইট থেকে নিঃসৃত হয় -
i. সাইটোকাইন
ii. লিম্ফোকাইন
iii. মনোকাইন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ক]
৪৪. লালাতে বিদ্যমান পেপটাইড যৌগ কোনটি?
[ক] টায়ালিন
[খ] আইসোমলটেোজ
[গ] মলটেট্রোয়োজ
[ঘ] ল্যাকটোজ
সঠিক উত্তর: [ক]
৪৫. প্রথম প্রতিরক্ষা স্তরে ভূমিকা রাখে কোনটি?
[ক] ত্বক
[খ] ম্যাক্রোফেজ
[গ] নিউট্রোফিল
[ঘ] অ্যান্টিজেন
সঠিক উত্তর: [ক]
৪৬. ত্বকের নিচে কোনটির পাতলা স্তর থাকে?
[ক] প্রোটিন
[খ] লিপিড
[গ] স্নেহ
[ঘ] চর্বি
সঠিক উত্তর: [ঘ]
৪৭. ব্যাকটেরিয়া ধ্বংসে অ্যান্টিবডিকে সহায়তা করে কোনটি?
[ক] কমপ্লিমেন্ট সিস্টেম
[খ] ভ্যাক্সিন
[গ] ইন্টারফেরন
[ঘ] ম্যাক্রোফেজ
সঠিক উত্তর: [ঘ]
৪৮. Cytotoxic T-Cell এর অপর নাম কী?
[ক] helper T-Cell
[খ] Suppressor T-Cell
[গ] Regulatory T-Cell
[ঘ] Killer T-Cell
সঠিক উত্তর: [ঘ]
৪৯. কোনটির বেলায় ইনকিউবেশনকাল অতিশয় দীর্ঘ?
[ক] যক্ষ্মা
[খ] হাম
[গ] জলাতঙ্ক
[ঘ] ধনুষ্টঙ্কার
সঠিক উত্তর: [গ]
৫০. অমরাধারী স্তন্যপায়ী প্রাণীতে কত ধরনের অ্যান্টিবডি পাওয়া যায়?
[ক] দুই
[খ] তিন
[গ] চার
[ঘ] পাঁচ
সঠিক উত্তর: [ঘ]
৫১. যোনিতে যে ব্যাকটেরিয়া বাস করে তা কোন এসিড ক্ষরণ করে?
[ক] ফরমিক এসিড
[খ] ল্যাকটিড এসিড
[গ] নাইট্রিক এসিড
[ঘ] HCl এসিড
সঠিক উত্তর: [খ]
৫২. মানুষের অনাক্রম্যতন্ত্রে প্রধানত কত ধরনের মেমোরি কোষ থাকে?
[ক] তিন ধরনের
[খ] চার ধরনের
[গ] পাঁচ ধরনের
[ঘ] দুই ধরনের
সঠিক উত্তর: [ঘ]
৫৩. কোনটি অ্যান্টিবডি নিঃসরণকারী কোষ?
[ক] T - লিম্ফোসাইট
[খ] এন কে কোষ
[গ] B - লিম্ফোসাইট
[ঘ] মনোসাইট
সঠিক উত্তর: [গ]
৫৪. দেহের প্রথম প্রতিরক্ষা স্তর হলো -
i. অশ্রুগ্রন্থি
ii. ত্বক
iii. ফ্যাগোসাইটিক শ্বেতকণিকা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ক]
৫৫. কাকে ভাইরাসবিদ্যার জনক বলা হয়?
[ক] আর্নস্ট হেকেল
[খ] রবার্ট হুক
[গ] এডওয়ার্ড জেনার
[ঘ] আলফ্রেড রোমার
সঠিক উত্তর: [গ]
৫৬. মানব প্রতিরক্ষাতন্ত্রে কত ধরনের ইমিউনোগ্লোবিন থাকে?
[ক] চার ধরনের
[খ] ছয় ধরনের
[গ] তিন ধরনের
[ঘ] পাঁচ ধরনের
সঠিক উত্তর: [ঘ]
৫৭. দেহের সংক্রমিত স্থান লাল হয়ে ফুলে যাওয়াকে কী বলে?
[ক] Pathogen
[খ] Inflammation
[গ] Immunology
[ঘ] Blood clotting
সঠিক উত্তর: [খ]
৫৮. অ্যান্টিবডি সৃষ্টি হতে কতদিন সময় লাগে?
[ক] ৩-১২ দিন
[খ] ৩-১৫ দিন
[গ] ৩-১৩ দিন
[ঘ] ৩-১৪ দিন
সঠিক উত্তর: [ঘ]
৫৯. কোনটি ফ্যাগোসাইট হিসেবে কাজ করে?
[ক] লোহিত রক্ত কণিকা
[খ] অনুচক্রিকা
[গ] শ্বেত রক্ত কণিকা
[ঘ] রক্তপ্লাজমা
সঠিক উত্তর: [গ]
৬০. ব্যাকটেরিয়া ধ্বংসে ভূমিকা পালন করে -
i. নিউট্রোফিল
ii. মনোসাইট
iii. লিম্ফোসাইট
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ক]
৬১. দেহের ভেতরে ও বাইরে রোগজীবাণু ধ্বংসের এক জটিল ব্যবস্থাপনা রয়েছে, তাকে কী বলা হয়?
[ক] ইমিউনিটি
[খ] ইমিউনোলজি
[গ] প্রতিরক্ষা
[ঘ] ইমিউনতন্ত্র
সঠিক উত্তর: [ঘ]
৬২. প্রতিদিন আমাদের দেহে কত কোষ মরে যায়?
[ক] ৪০-৫০ হাজার
[খ] ১০-২০ হাজার
[গ] ২০-৩০ হাজার
[ঘ] ৬০-৭০ হাজার
সঠিক উত্তর: [ক]
৬৩. মানবদেহের লিম্ফয়েড অঙ্গগুলো হলো -
i. অ্যাডিনয়েড গ্রন্থি
ii. লসিকা গ্রন্থি
iii. টনসিল
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ঘ]
৬৪. কোনটি ভাইরাসের বংশবৃদ্ধি ব্যাহত করে?
[ক] ডিফেনসিন
[খ] ল্যাকটোফেরিন
[গ] ইন্টারফেরন
[ঘ] লাইসোজাইম
সঠিক উত্তর: [গ]
৬৫. লালাগ্রন্থি নিঃসৃত লাইসোজাইম এনজাইমে থাকে -
i. Streptococcus
ii. Bacillus
iii. Penicillium
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ক]
৬৬. নিয়ন্ত্রিত মাধ্যমের ওপর ভিত্তি করে অর্জিত অনাক্রম্যতাকে কয়ভাগে ভাগ করা হয়?
[ক] দুই ভাগে
[খ] তিন ভাগে
[গ] চার ভাগে
[ঘ] পাঁচ ভাগে
সঠিক উত্তর: [খ]
৬৭. মানুষের পাকস্থলীর প্যারাইটাল কোষ হতে কোনটি নিঃসৃত হয়?
[ক] HNO3
[খ] HCO3
[গ] HCl
[ঘ] H2O
সঠিক উত্তর: [গ]
৬৮. অর্জিত প্রতিরক্ষায় কতটি লিম্ফোসাইট রয়েছে?
[ক] তিনটি
[খ] চারটি
[গ] দুটি
[ঘ] পাঁচটি
সঠিক উত্তর: [খ]
৬৯. ত্বকে প্রাপ্ত ম্যাক্রোপেজ কোষের নাম কী?
[ক] কাপফার কোষ
[খ] ডেনড্রাইটিক কোষ
[গ] অ্যালভিওলার কোষ
[ঘ] মাইক্রোগ্লিয়া
সঠিক উত্তর: [খ]
৭০. নিম্নের কোন রক্তকণিকাকে ফ্যাগোসাইট বলা হয়?
[ক] ম্যাক্রোফেজ
[খ] অণুচক্রিকা
[গ] লোহিত কণিকা
[ঘ] ইয়োসিনোফিল
সঠিক উত্তর: [ক]
৭১. ত্বকের pH কত?
[ক] ২. ০-৩. ০
[খ] ৩. ০-৪. ০
[গ] ৩. ০-৫. ০
[ঘ] ৪. ০-৬. ০
সঠিক উত্তর: [গ]
উদ্দীপকটি পড়ো এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:
শ্রেণিশিক্ষক ক্লাসে একটি গ্লাইকো-প্রোটিনধর্মী যৌগ নিয়ে আলোচনা করেছিলেন, যা বহিরাগত পদার্থের প্রতি সাড়া দিয়ে প্লাজমা কোষ থেকে উৎপন্ন হয়ে অ্যান্টিজেনের সঙ্গে সুনির্দিষ্ট বন্ধনে আবদ্ধ হয়ে তাকে নিষ্ক্রিয় করতে সাহায্য করে। তিনি আলো বললেন, উক্ত যৌগটি ইম্যুনোগ্লোবিন নামেও পরিচিত।
৭২. উদ্দীপকে কোন যৌগের প্রতি ইঙ্গিত করা হয়েছে?
[ক] অ্যাগ্লুটিনোজেন
[খ] অ্যাগ্লুটিনিন
[গ] অ্যান্টিবডি
[ঘ] সাইটোকাইন
সঠিক উত্তর: [গ]
৭৩. উক্ত যৌগটি অবস্থান করে-
i. কোষ থেকে নি:সৃত রক্তরসে দ্রবীভূত অবস্থায়
ii. β-Lymphocyte কোষের বাইরের প্লাজমামেমব্রেনে
iii. T-Lymphocyte কোষের বাইরের প্লাজমামেমব্রেনে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ক]
0 Comments:
Post a Comment