এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Sociology 1st Paper mcq question and answer pdf download.
সকল বোর্ড
সমাজবিজ্ঞান
১ম পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
[বিষয় কোড : ১১৭]
সময়: ৩০ মিনিট পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]
HSC Sociology 1st Paper
Board Question Solution
MCQ
Question and Answer pdf download
১. অবস্তুগত সংস্কৃতির উদাহরণ কোনটি?
[ক] নকশিকাঁথা
[খ] একতারা
[গ] শেষের কবিতা বই
[ঘ] রবীন্দ্রসঙ্গীত
উত্তর: [ঘ] রবীন্দ্রসঙ্গীত
২. দাসদের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য হচ্ছে-
i. দাসরা মনিবের অধীন
ii. জন্মগতভাবে পেশা নির্ধারিত
iii. রাজনৈতিক অধিকার ছিল না
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii
৩. সামাজিক নিয়ন্ত্রণে কোনটির ভূমিকা বেশি কার্যকর?
[ক] সংবাদপত্র
[খ] রেডিও
[গ] জনমত
[ঘ] টেলিভিশন
উত্তর: [গ] জনমত
৪. 'Taboo' শব্দের অর্থ কী?
[ক] লোকরীতি
[খ] লোকাচার
[গ] নিষেধাজ্ঞা
[ঘ] প্রথা
উত্তর: [গ] নিষেধাজ্ঞা
৫. লোকাচারের অন্তর্ভুক্ত-
i. শিষ্টাচার
ii. আদব-কায়দা
iii. ন্যায়নীতি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii
⬔ উদ্দীপকটি পড়ে ৬ ও ৭নং প্রশ্নের উত্তর দাও:
বাংলাদেশের বর্তমান সরকার নিজস্ব অর্থে “পদ্মা সেতু নির্মাণ করছেন যা দেশের জন্য একটি যুগান্তকারী ঘটনা”।
৬. উদ্দীপকে নির্মাণাধীন অবকাঠামোটি কোন ধরনের সম্পত্তি?
[ক] সমষ্টিগত মালিকানা সম্পত্তি
[খ] শেয়ারভিত্তিক মালিকানা সম্পত্তি
[গ] যৌথ পারিবারিক সম্পত্তি
[ঘ] সামাজিক বা সরকারি সম্পত্তি
উত্তর: [ঘ] সামাজিক বা সরকারি সম্পত্তি
৭. উক্ত বিষয়টি দেশের জন্য কোন ধরনের ভূমিকা রাখবে?
i. দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে
ii. সম্পদের সুষম বণ্টনে ভূমিকা রাখবে
iii. সারাদেশের সাথে দক্ষিণ বঙ্গের যোগাযোগ সহজ করবে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii
৮. যৌথ পরিবার ভেঙে যাবার কারণ-
[ক] সামাজিক
[খ] রাজনৈতিক
[গ] অর্থনৈতিক
[ঘ] সাংস্কৃতিক
উত্তর: [গ] অর্থনৈতিক
৯. 'Strata' শব্দের অর্থ কী?
[ক] মাটির স্তর
[খ] পানির স্তর
[গ] বায়ুর স্তর
[ঘ] সামাজিক স্তর
উত্তর: [ক] মাটির স্তর
১০. রাষ্ট্রের উপাদান কয়টি?
[ক] তিনটি
[খ] চারটি
[গ] পাঁচটি
[ঘ] ছয়টি
উত্তর: [খ] চারটি
⬔ উদ্দীপকটি পড়ে ১১ ও ১২নং প্রশ্নের উত্তর দাও:
সমাজবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রত্যয় যা ল্যাটিন শব্দ 'Pro-gredio' থেকে এসেছে। যার মৌলিক অর্থ হচ্ছে “কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সামনে চলা”।
১১. উদ্দীপকে সমাজবিজ্ঞানের কোন প্রত্যয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে?
[ক] উন্নয়ন
[খ] বিবর্তন
[গ] পরিবর্তন
[ঘ] প্রগতি
উত্তর: [ঘ] প্রগতি
১২. উক্ত প্রত্যয়টি যাচাইয়ের মাপকাঠি কী?
i. উন্নত জীবনমান
ii. উৎপাদিত পণ্যের সুষম বণ্টন
iii. ব্যক্তিত্ব বিকাশের পূর্ণ সুযোগ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii
১৩. 'Religion is opium of the the' - কে বলেছেন?
[ক] ম্যাকাইভার
[খ] ডুর্খেইম
[গ] কার্ল মার্কস
[ঘ] ই. বি. টেইলর
উত্তর: [গ] কার্ল মার্কস
১৪. বিচ্যুতি হলো-
i. ঐতিহ্য পরিপন্থি আচরণ
ii. আইন বিরোধী আচরণ
iii. মূল্যবোধ পরিপন্থি আচরণ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [খ] i ও iii
১৫. মাদকাসক্তি, পতিতাবৃত্তি, জুয়া খেলা- এ জাতীয় অপরাধের বিরুদ্ধে সাধারণত অন্যরা কোনো অভিযোগ আনেন না কেন?
[ক] অপরাধীদের ভয়ে
[খ] অভিযোগ করে ফল না পাওয়ায়
[গ] প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত না হওয়ায়
[ঘ] আইন দ্বারা নিষিদ্ধ নয় বলে
উত্তর: [গ] প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত না হওয়ায়
১৬. সমাজবিজ্ঞানকে বলা হয়-
[ক] মূল্যবোধভিত্তিক বিজ্ঞান
[খ] বস্তুনিষ্ঠ বিজ্ঞান
[গ] আদর্শনিষ্ঠ বিজ্ঞান
[ঘ] ব্যবহারিক বিজ্ঞান
উত্তর: [খ] বস্তুনিষ্ঠ বিজ্ঞান
১৭. 'The Prince' গ্রন্থের লেখক কে?
[ক] হব্স
[খ] লক্
[গ] ম্যাকিয়াভেলী
[ঘ] রুশো
উত্তর: [গ] ম্যাকিয়াভেলী
১৮. ব্যক্তির সাথে ব্যক্তির সব ধরনের সামাজিক সম্পর্ককে কী বলা হয়?
[ক] সমাজকাঠামো
[খ] সম্প্রদায়
[গ] গোষ্ঠী
[ঘ] দল
উত্তর: [ক] সমাজকাঠামো
১৯. অষ্টাদশ শতাব্দীতে কোথায় শিল্প বিপ্লব ঘটে?
[ক] ফ্রান্সে
[খ] জার্মানিতে
[গ] ইটালিতে
[ঘ] ইংল্যান্ডে
উত্তর: [ঘ] ইংল্যান্ডে
২০. ঐচ্ছিক দল নির্দেশ করে কোনটি?
[ক] পরিবার
[খ] রাজনৈতিক সংগঠন
[গ] সম্প্রদায়
[ঘ] রাষ্ট্র
উত্তর: [খ] রাজনৈতিক সংগঠন
⬔ নিচের উদ্দীপকটি পড়ে ২১ ও ২২নং প্রশ্নের উত্তর দাও:
মতিন সাহেব তার স্ত্রী, সন্তান এবং বাবা-মাসহ একত্রে বসবাস করেন। মতিন সাহেবের স্ত্রী রহিমা বেগম তার বৃদ্ধ শ্বশুর-শাশুড়ির যত্ন নেন।
২১. মতিন সাহেবের পরিবারটি কোন ধরনের?
[ক] অণু পরিবার
[খ] যৌথ পরিবার
[গ] বর্ধিত পরিবার
[ঘ] দলগত পরিবার
উত্তর: [খ] যৌথ পরিবার
২২. শ্বশুর-শাশুড়ির প্রতি রহিমা বেগমের আচরণ পরিবারের কোন ধরনের কাজের অন্তর্ভুক্ত?
[ক] জৈবিক
[খ] মনস্তাত্ত্বিক
[গ] রক্ষণাবেক্ষণমূলক
[ঘ] বিনোদনমূলক
উত্তর: [গ] রক্ষণাবেক্ষণমূলক
২৩. প্রথাগত জ্ঞাতির উদাহরণ কোনটি?
[ক] দেবর
[খ] চাচাত ভাই
[গ] খালাত ভাই
[ঘ] দোস্ত
উত্তর: [ঘ] দোস্ত
২৪. কৌশলের ইংরেজি প্রতিশব্দ কোনটি?
[ক] Method
[খ] Technique
[গ] Logos
[ঘ] Research
উত্তর: [খ] Technique
২৫. ডুর্খেইম কয় ধরনের আত্মহত্যার কথা বলেছেন?
[ক] দুই
[খ] তিন
[গ] পাঁচ
[ঘ] ছয়
উত্তর: [খ] তিন
২৬. রাষ্ট্রের উৎপত্তির ক্ষেত্রে ‘সামাজিক চুক্তি’ মতবাদের প্রবক্তা কে?
[ক] কার্ল মার্কস
[খ] রুশো
[গ] ডুর্খেইম
[ঘ] ওয়েবার
উত্তর: [খ] রুশো
২৭. একই এলাকা ও সমমানসিকতাসম্পন্ন মানুষ নিয়ে গঠিত হয় কোনটি?
[ক] সমাজ
[খ] সম্প্রদায়
[গ] সংঘ
[ঘ] গোষ্ঠী
উত্তর: [খ] সম্প্রদায়
২৮. সুশৃঙ্খল জ্ঞানই বিজ্ঞান যা নির্ণীত হয়-
i. পরীক্ষা দ্বারা
ii. প্রমাণ দ্বারা
iii. যুক্তি দ্বারা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii
⬔ উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০নং প্রশ্নের উত্তর দাও:
দৈনিক পত্রিকার আজকের কয়েকটি শিরোনাম:
১. ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, মৃতের সংখ্যা শতাধিক।
২. সুন্দরবনে বাঘের থাবায় কাঠুরিয়ার মৃত্যু।
২৯. উদ্দীপকের ১ ও ২নং শিরোনাম সমাজজীবনের কোন উপাদানের প্রভাবকে নির্দেশ করে?
[ক] ভৌগোলিক উপাদান
[খ] জৈবিক উপাদান
[গ] সাংস্কৃতিক উপাদান
[ঘ] সামাজিক উপাদান
উত্তর: [ক] ভৌগোলিক উপাদান
৩০. উদ্দীপকের বিষয় দুটির ওপর প্রভাব বিস্তারকারী উপাদান সমাজজীবনের আর যে সকল ক্ষেত্রে প্রভাব বিস্তার করে তা হলো-
i. গৃহনির্মাণের ওপর
ii. বণ্টনের ওপর
iii. যাতায়াত ব্যবস্থার ওপর
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii
0 Comments:
Post a Comment