HSC উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর যশোর বোর্ড pdf download

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Production Management and Marketing 2nd Paper mcq question and answer pdf download.

যশোর বোর্ড ২০১৯
উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন
২য় পত্র

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

[বিষয় কোড: ২৮৭]
সময়: ৩০ মিনিট               পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

HSC Production Management and Marketing 2nd Paper pdf download
Board Question Solution
MCQ
Question and Answer

১. সমচ্ছেদ বিন্দু দ্বারা কোনটি নির্দেশ করা হয়?
[ক] ক্রয়-বিক্রয়ে সমতা
[খ] চাহিদা-যোগানের সমতা
[গ] আয়-ব্যয়ে সমতা
[ঘ] মূলধন-খরচের সমতা
উত্তর: [গ] আয়-ব্যয়ে সমতা

◈ উদ্দীপকটি পড়ে ২ ও ৩নং প্রশ্নের উত্তর দাও:
জারিন গ্রুপ একটি উৎপাদনধর্মী প্রতিষ্ঠান। উক্ত প্রতিষ্ঠানের পণ্য মি. জাওয়াদ বাজারে সরবরাহ করেন। তিনি পণ্য নিজে রেখে পরবর্তীতে তা বিক্রি করেন। বিনিময়ে তিনি কমিশন নেন।

২. জনাব জাওয়াদ কোন ধরনের মধ্যস্থ ব্যবসায়ী?
[ক] দালাল
[খ] বিক্রয় প্রতিনিধি
[গ] ফড়িয়া
[ঘ] উৎপাদক প্রতিনিধি
উত্তর: [ঘ] উৎপাদক প্রতিনিধি

৩. উদ্দীপকে জনাব জাওয়াদের কাজ হলো-
i. ঝুঁকি গ্রহণ
ii. বকেয়া অর্থ আদায়
iii. পণ্য সংগ্রহ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

৪. খুচরা ব্যবসায়ের বৈশিষ্ট্য কোনটি?
[ক] শিল্প উৎপাদনকারীদের নিকট বিক্রয়
[খ] ঝুঁকির পরিমাণ বেশি
[গ] পণ্য সংখ্যা সীমিত
[ঘ] বিস্তৃত অঞ্চলে বিস্তার
উত্তর: [ঘ] বিস্তৃত অঞ্চলে বিস্তার

৫. বিভাগীয় বিপণির বৈশিষ্ট্য কোনটি?
[ক] একাধিক শাখার উপস্থিতি
[খ] একই দালানে অবিস্থত
[গ] কেন্দ্রীভূত ক্রয়
[ঘ] কমমূল্যে পণ্য বিক্রয়
উত্তর: [খ] একই দালানে অবিস্থত

৬. বিজ্ঞাপনের মাধ্যম নির্বাচনের বিবেচ্য বিষয় কোনটি?
[ক] পণ্যের প্রকৃতি
[খ] পণ্যের কাঁচামাল
[গ] পণ্যের মান
[ঘ] পণ্য উৎপাদন সময়
উত্তর: [ক] পণ্যের প্রকৃতি

◈ উদ্দীপকটি পড়ে ৭ ও ৮নং প্রশ্নের উত্তর দাও:
X এন্টারপ্রাইজ নিজস্ব কারখানায় বিভিন্ন প্রকার ফ্যান উৎপাদন করে দেশের বিভিন্ন শহরে অবস্থিত নিজস্ব শো-রুমের মাধ্যমে ভোক্তাদের নিকট বিক্রয় করে। ফলে কোম্পানির তুলনামূলক অধিক মুনাফা অর্জিত হয়। এতে কোম্পানিটি ব্যবসায়ে সফল।

৭. X এন্টারপ্রাইজ কোন ধরনের বিপণি?
[ক] বিভাগীয় বিপণি
[খ] বহুশাখা বিপণি
[গ] চেইন স্টোর
[ঘ] সুপার স্টোর
উত্তর: [খ] বহুশাখা বিপণি

৮. X এন্টারপ্রাইজের সাফল্যের কারণ হলো-
i. কম উপরি ব্যয়
ii. নিজস্ব ব্যবস্থাপনা ও পরিচালনা
iii. একই বিক্রয় নীতি

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ] ii ও iii

৯. জনাব তাহমিদ একজন ফল ব্যবসায়ী। তার বাগানের ফল নিজস্ব দোকানের মাধ্যমে ভোক্তাদের নিকট বিক্রয় করেন। তাহমিদের বণ্টনপ্রণালিটি কততম?
[ক] এক
[খ] দুই
[গ] তিন
[ঘ] চার
উত্তর: [ক] এক

◈ উদ্দীপকটি পড়ে ১০ ও ১১নং প্রশ্নের উত্তর দাও:
জনাব তকীর তার প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য চটের ব্যাগ ব্যবহার করে বাজারজাতকরণ করেন। কারখানাটির বর্জ্য আধুনিক পদ্ধতিতে পরিশোধন করা হয়। ফলে প্রতিষ্ঠানটির জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে।

১০. উদ্দীপকের প্রতিষ্ঠানটির কর্মকান্ডের মাধ্যমে কোন ধরনের বিপণন ধারণা প্রতিফলিত হয়েছে?
[ক] গ্রিন
[খ] সামাজিক
[গ] প্রত্যক্ষ
[ঘ] উৎপাদন
উত্তর: [ক] গ্রিন

১১. উদ্দীপকের প্রতিষ্ঠানটির লক্ষ্য হলো-
i. রিসাইক্লিং পণ্যের পুনঃব্যবহার
ii. পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ ও উন্নয়ন
iii. পরিবেশবান্ধব পণ্যের উন্নয়ন ও বিপণন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ] ii ও iii

১২. কোনটি পরিকল্পিত বিপণি কেন্দ্রের সুবিধা?
[ক] নমনীয়তা
[খ] ব্যাংক ও এটিএম সুবিধা
[গ] কম খরচ
[ঘ] গ্রাহক সংখ্যা সীমিত
উত্তর: [খ] ব্যাংক ও এটিএম সুবিধা

HSC উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন -যশোর বোর্ড ২০১৯

১৩. বিশ্বায়নের যুগে প্রতিনিয়তই প্রযুক্তির পরিবর্তন ঘটছে। বিষয়টি বিপণনের ক্ষেত্রে-
i. নতুন বাজার সৃষ্টি করছে
ii. প্রতিযোগিতার সৃষ্টি করছে
iii. ক্রেতাদের বৈচিত্র্যময় পণ্য নিশ্চিত করছে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

১৪. পণ্যের জীবনচক্রের কোন স্তরের স্থায়িত্বকাল অধিক হয়?
[ক] সূচনা
[খ] প্রবৃদ্ধি
[গ] পূর্ণতা
[ঘ] পতন
উত্তর: [গ] পূর্ণতা

১৫. বিক্রয় প্রসারের কৌশল কোনটি?
[ক] বিজ্ঞাপন
[খ] নমুনা বিতরণ
[গ] প্রচার
[ঘ] ব্যক্তিক বিক্রয়
উত্তর: [খ] নমুনা বিতরণ

১৬. ‘মূসক’ কোন পরিবেশের উপাদান?
[ক] অর্থনৈতিক
[খ] সাংস্কৃতিক
[গ] রাজনৈতিক
[ঘ] সামাজিক
উত্তর: [ক] অর্থনৈতিক

১৭. রাহাত চট্টগ্রাম হতে ঢাকায় যাওয়ার জন্য বাংলাদেশ রেলওয়ের একটি অগ্রিম টিকেট ক্রয় করে। রাহাত নির্দিষ্ট সময়ে রেল স্টেশনে পৌঁছতে না পারায় সেদিন তার ঢাকায় যাওয়া হলো না। রাহাতের ক্ষেত্রে সেবার কোন বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে?
[ক] পরিবর্তনশীলতা
[খ] অবিচ্ছেদ্যতা
[গ] গ্রহণযোগ্যতা
[ঘ] পচনশীলতা
উত্তর: [ঘ] পচনশীলতা

১৮. সরকার পরিবেশ সংরক্ষণের জন্য চাল মোড়কীকরণে পলিথিন ব্যাগের পরিবর্তে চটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক করায় ‘এষা এন্টারপ্রাইজ’ বাজারে চাল সরবরাহে অসুবিধার সম্মুখীন হচ্ছে। বিপণন পরিবেশের কোন উপাদান দ্বারা ‘এষা এন্টারপ্রাইজ’ প্রভাবিত?
[ক] অর্থনৈতিক
[খ] প্রযুক্তিগত
[গ] রাজনৈতিক
[ঘ] প্রাকৃতিক
উত্তর: [গ] রাজনৈতিক

১৯. যে সকল ক্রেতা দ্রুত বিল পরিশোধ করে তাদের জন্য মূল্য কমানোকে কী বাট্টা বলে?
[ক] নগদ
[খ] পরিমাণ
[গ] কার্যভিত্তিক
[ঘ] মৌসুমি
উত্তর: [ক] নগদ

◈ উদ্দীপকটি পড়ে ২০ ও ২১নং প্রশ্নের উত্তর দাও:
কুমিল্লার চকবাজারে সৈকতের একটি তৈরি পোশাকের দোকান আছে। সৈকত ব্যয়ের সাথে ৫০% মুনাফা যোগ করে পোশাকের মূল্য নির্ধারণ করেন। পাশে একটি নতুন দোকান একদামে একই ধরনের পণ্য বিক্রয় শুরু করায় সৈকতের অনেক ক্রেতাই নতুন দোকান থেকে পোশাক ক্রয় করতে থাকে।

২০. জনাব সৈকত কোন পদ্ধতিতে পোশাকের মূল্য নির্ধারণ করেন?
[ক] ভারসাম্য বিন্দু
[খ] ভ্যালুভিত্তিক
[গ] ব্যয়যোগ
[ঘ] চলমান হার
উত্তর: [গ] ব্যয়যোগ

২১. জনাব সৈকতের সমস্যা দূরীকরণের জন্য করণীয়-
i. প্রতিযোগীদের মূল্য বিবেচনা করা
ii. ক্রেতাদের আস্থা অর্জনে কাজ করা
iii. প্রতিযোগীদের পণ্যের মান বিবেচনা করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

২২. নির্দিষ্ট কমিশনের বিনিময়ে নবগঠিত কোম্পানির শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের ঝুঁকি যে গ্রহণ করে তাকে কী বলে?
[ক] বিক্রয় প্রতিনিধি
[খ] অবলেখক
[গ] র‍্যাক জবার
[ঘ] কমিশন এজেন্ট
উত্তর: [খ] অবলেখক

২৩. একজন বিক্রয়কর্মীর নৈতিক গুণাবলি হলো-
i. বিশ্বস্ততা ও সততা
ii. পরিশ্রমী ও কষ্টসহিষ্ণু
iii. সত্যবাদিতা ও নির্ভরযোগ্যতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [খ] i ও iii

২৪. আধুনিক বিপণনের জনক কে?
[ক] Philip Kotler
[খ] Gary Armstrang
[গ] Henry Fayol
[ঘ] Henry Assael
উত্তর: [ক] Philip Kotler

২৫. বাংলাদেশে প্রচলিত ট্রেডমার্ক অ্যাক্ট কত সালের?
[ক] ২০০১
[খ] ২০০৪
[গ] ২০০৫
[ঘ] ২০০৯
উত্তর: [ঘ] ২০০৯

২৬. পণ্য হতে প্রাপ্ত সুবিধা ও পণ্য অর্জনের ব্যয়ের পার্থক্যকে কী বলে?
[ক] ক্রেতাসন্তুষ্টি
[খ] ক্রেতা সৃষ্টি
[গ] ক্রেতাভ্যালু
[ঘ] ক্রেতামুখিতা
উত্তর: [গ] ক্রেতাভ্যালু

২৭. বিক্রয় কার্যের ফলে নিশ্চিত হয়-
i. উচ্চ মূল্য প্রাপ্তি
ii. বৃহদায়তন উৎপাদন
iii. প্রতিযোগিতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ] ii ও iii

২৮. বিজ্ঞাপন ব্যয় চুড়ান্ত পর্যায়ে কে বহন করে?
[ক] ভোক্তা
[খ] উৎপাদক
[গ] পাইকার
[ঘ] খুচরা ব্যবসায়ী
উত্তর: [ক] ভোক্তা

২৯. শিল্পবাজারের সদস্য কারা?
[ক] ভোক্তা
[খ] খুচরা বিক্রেতা
[গ] উদ্যোক্তা
[ঘ] পাইকারি বিক্রেতা
উত্তর: [গ] উদ্যোক্তা

৩০. ভোক্তাবাজারের বৈশিষ্ট্য হলো-
i. ক্রেতাদের ক্রয়ক্ষমতা কম
ii. ক্রয়ের পরিমাণ কম
iii. দেশে-বিদেশে বাজার বিস্তৃত

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

Share:

0 Comments:

Post a Comment

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide