HSC ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ঢাকা ক্যান্টনমেন্ট কলেজ pdf download

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Islamic History and Culture 2nd Paper mcq question and answer. HSC History and Culture of Islam 2nd Paper (mcq) Multiple Choice Question Answers Dhaka Cantonment College pdf download.

মডেল টেস্ট
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
২য় পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
বিষয় কোড: [২৬৮]

সময়: ৩০ মিনিট               পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

HSC Islamic History and Culture 2nd Paper
Board Question Solution
MCQ
Question and Answer

১. কত সালে ভারতীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়?
[ক] ১৪৯৮ সালে
[খ] ১৫০০ সালে
[গ] ১৬০০ সালে
[ঘ] ১৭৫৭ সালে
উত্তর: [গ] ১৬০০ সালে

২. গ্রান্ড ট্রাঙ্ক রোড কে নির্মাণ করেন?
[ক] বাবর
[খ] হুমায়ুন
[গ] শেরশাহ
[ঘ] আকবর
উত্তর: [গ] শেরশাহ

৩. সুলতান রাজিয়ার আলতুনিয়ার সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হবার উদ্দেশ্য ছিল-
i. বন্দিদশা থেকে মুক্তি লাভ
ii. সমূহ বিপদ থেকে রক্ষা পাওয়া
iii. সিংহাসন পুনরুদ্ধার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

৪. কে বাংলায় দ্বৈতশাসনের প্রবর্তন করেন?
[ক] রবার্ট ক্লাইভ
[খ] লর্ড কর্নওয়ালিশ
[গ] লর্ড ওয়েলেসলি
[ঘ] লর্ড মাউন্ট ব্যাটেন
উত্তর: [ক] রবার্ট ক্লাইভ

◈ উদ্দীপকটি পড়ে ৫ ও ৬নং প্রশ্নের উত্তর দাও:
তাড়াশ উপজেলার চেয়ারম্যান জনাব আব্দুল করিম ক্ষমতা লাভের পর তার উপজেলার উন্নতি সাধনকল্পে বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেন। কিন্তু তার গৃহীত পদক্ষেপগুলো যুগোপযোগী না হওয়ায় তিনি জনগণ কর্তৃক তীব্রভাবে সমালোচিত হন।

৫. উদ্দীপকে বর্ণিত করিম সাহেবের সাথে সামঞ্জস্যপূর্ণ শাসকের নাম কী?
[ক] গিয়াসউদ্দিন বলবন
[খ] আলাউদ্দিন খলজি
[গ] মুহাম্মদ বিন তুঘলক
[ঘ] ফিরোজ শাহ তুঘলক
উত্তর: [গ] মুহাম্মদ বিন তুঘলক

৬. উদ্দীপকের সাথে সামঞ্জস্যপূর্ণ শাসক কয়টি পরিকল্পনা প্রণয়ন করেছিলেন?
[ক] ৪টি
[খ] ৫টি
[গ] ৭টি
[ঘ] ৯টি
উত্তর: [ক] ৪টি

৭. বন্দোগান-ই-চেহেলগান হলো-
[ক] ৪০ জন আমীর
[খ] ৪০ জন সেনাপতি
[গ] ৪০ জন কবি
[ঘ] ৪০ জন ধর্মীয় নেতা
উত্তর: [ক] ৪০ জন আমীর

◈ উদ্দীপকটি পড়ে ৮ ও ৯নং প্রশ্নের উত্তর দাও:
জনাব সহিদুল ইসলাম হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার যাবতীয় সম্পত্তির দেখাশোনার দায়িত্ব অর্পিত হয় তার জ্যেষ্ঠ পুত্রের ওপর। এতে অন্যান্য পুত্রগণ তার ওপর অসন্তুষ্ট হয়ে তাকে আক্রমণ করে। পরিশেষে সবচেয়ে যোগ্য পুত্র অন্যান্য পুত্রদের হত্যা করে সমস্ত সম্পত্তির মালিক হয়।

৮. উদ্দীপকে বর্ণিত যোগ্য পুত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ মোঘল শাসকের নাম কী?
[ক] বাবুর
[খ] হুমায়ুন
[গ] আকবর
[ঘ] আওরঙ্গজেব
উত্তর: [ঘ] আওরঙ্গজেব

৯. উদ্দীপকের সাথে সামঞ্জস্যপূর্ণ শাসকের রাজত্বকালে সংঘটিত ভ্রাতৃদ্বন্দ্বের পরিণতিতে-
i. পিতা ও ভ্রাতাদের জীবনে করুণ পরিণতি নেমে আসে
ii. শাসকদের প্রতি জনগণের শ্রদ্ধা ও সম্মান হ্রাস পায়
iii. মোঘল বংশের পতন ত্বরান্বিত হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

১০. মুহাম্মদ বিন কাশিমের সিন্ধু অভিযানের সময় সিন্ধুর রাজা কে ছিলেন?
[ক] গোপাল
[খ] লক্ষণ সেন
[গ] দাহির
[ঘ] রামপাল
উত্তর: [গ] দাহির

১১. সম্রাট শাহজাহান কর্তৃক আগ্রায় তাজমহল তৈরির উদ্দেশ্য ছিল-
i. পর্যটকদের আকর্ষণ
ii. দাম্পত্য প্রেমের অমরতা দান
iii. স্বীয় স্ত্রীর স্মৃতিকে অমর করে রাখা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ] ii ও iii

১২. তরাইনের ১ম যুদ্ধ কত খ্রিষ্টাব্দে সংঘটিত হয়েছিল?
[ক] ১১৭৫ খ্রিষ্টাব্দে
[খ] ১১৮৬ খ্রিষ্টাব্দে
[গ] ১১৯১ খ্রিষ্টাব্দে
[ঘ] ১১৯২ খ্রিষ্টাব্দে
উত্তর: [গ] ১১৯১ খ্রিষ্টাব্দে

HSC ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর -আদমজী ক্যান্টনমেন্ট কলেজ

◈ উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪নং প্রশ্নের উত্তর দাও:
চন্দ্রাবতী অঞ্চলের জমিদার আজগর আলী জ্ঞান- বিজ্ঞানের একজন উদার পৃষ্ঠপোষক ছিলেন। তিনি তার একজন খ্যাতনামা সভ্য কবিকে আকর্ষণীয় পুরস্কারের প্রতিশ্রুতি দিয়ে স্বীয় বংশের অতীত ও গৌরবগাঁথা রচনা করতে বলেন।

১৩. উদ্দীপকে উল্লিখিত জমিদার আজগর আলীর সাথে সামঞ্জস্যপূর্ণ তোমার পঠিত শাসকের নাম কী?
[ক] সুলতান মাহমুদ
[খ] বাবর
[গ] হুমায়ুন
[ঘ] আকবর
উত্তর: [ক] সুলতান মাহমুদ

১৪. তোমার পঠিত শাসক কর্তৃক উক্ত গৌরবগাঁথা রচনার পৃষ্ঠপোষকতা দানের উদ্দেশ্য ছিল-
i. স্বীয় বংশের শাসনকীর্তির ইতিহাস সংরক্ষণ
ii. স্বীয় শৈল্পিক মনোভাব প্রকাশ
iii. শাসক হিসেবে খ্যাতি ও সুনাম অর্জন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ] i ও iii

১৫. কুতুবউদ্দিন বখতিয়ার কাকী ছিলেন একজন-
[ক] সেনাপতি
[খ] কবি
[গ] দার্শনিক
[ঘ] সুফী
উত্তর: [ঘ] সুফী

১৬. সুলতান মাহমুদের ভারত আক্রমণের মূল উদ্দেশ্য ছিল-
[ক] রাজনৈতিক
[খ] অর্থনৈতিক
[গ] ধর্মীয়
[ঘ] সাংস্কৃতিক
উত্তর: [খ] অর্থনৈতিক

১৭. উক্ত মহান নেতার জীবনব্রত ছিল-
i. গণমানুষের আর্থসামাজিক অধিকার প্রতিষ্ঠা করা
ii. শোষণ, নিপীড়ন, নির্যাতন হতে বাঙালি জাতিকে রক্ষা করা
iii. বাঙালি জাতিকে আত্মমর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠা করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [* বি. দ্র.: প্রশ্নটি যথাযথ হয়নি]

১৮. তুযুক-ই-বাবরী একটি-
i. ঐতিহাসিক গ্রন্থ
ii. আত্মজীবনীমূলক গ্রন্থ
iii. কাব্যগ্রন্থ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii

◈ উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০নং প্রশ্নের উত্তর দাও:
জনাব আব্দুল হাই একজন প্রজাদরদি চেয়ারম্যান। তিনি তার অঞ্চলের দরিদ্র প্রজাসাধারণের কল্যাণে বহুবিধ কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করেন। দরিদ্র প্রজাদের ঋণদান, বেকার যুবকদের কর্মসংস্থানের সৃষ্টি, বয়স্কদের ভাতা প্রদান, দুস্থদের আর্থিক সহায়তা প্রদান প্রভৃতি জনদরদি কর্মকান্ডের ফলে সম্প্রতি তিনি শ্রেষ্ঠ চেয়ারম্যান মনোনীত হয়েছেন।

১৯. উদ্দীপকে উল্লিখিত জনদরদি চেয়ারম্যানের কর্মকান্ডের সাথে সুলতানি আমলের কোন শাসকের কার্য্যাবলির মিল রয়েছে?
[ক] শামসউদ্দিন ইলতুৎমিশ
[খ] গিয়াসউদ্দিন বলবন
[গ] আলাউদ্দিন খলজি
[ঘ] ফিরোজ শাহ তুঘলক
উত্তর: [ঘ] ফিরোজ শাহ তুঘলক

২০. উক্ত সুলতানের কর্মকান্ডে প্রকাশ পেয়েছে-
i. সহমর্মিতা
ii. স্বজনপ্রীতি
iii. প্রজাহিতৈষিতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ] i ও iii

২১. ভারতবর্ষে ইসলামের বীজ বোপিত হয়-
[ক] ব্যবসায়ী সম্প্রদায়ের মাধ্যমে
[খ] সুফি-দরবেশদের আগমনে
[গ] আরবদের সিন্ধু বিজয়ের মাধ্যমে
[ঘ] হিন্দু সমাজের জাতিভেদ প্রথার কারণে
উত্তর: [খ] সুফি-দরবেশদের আগমনে

২২. ১৯৭০ সালের নির্বাচনে জাতীয় পরিষদে আওয়ামী লীগ মোট কয়টি আসন পায়?
[ক] ১৬২টি
[খ] ১৬৫টি
[গ] ১৬৭টি
[ঘ] ১৭০টি
উত্তর: [গ] ১৬৭টি

২৩. পানিপথের ২য় যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
[ক] ১৫২৬ সালে
[খ] ১৫৩০ সালে
[গ] ১৫৫৬ সালে
[ঘ] ১৫৫৮ সালে
উত্তর: [গ] ১৫৫৬ সালে

২৪. ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রথম সংঘঠিত আন্দোলন ছিল-
[ক] ফরায়েজি আন্দোলন
[খ] বারাসাত আন্দোলন
[গ] ওয়াহাবি আন্দোলন
[ঘ] ফকির আন্দোলন
উত্তর: [ক] ফরায়েজি আন্দোলন

২৫. হাজী শরীয়তউল্লাহর সংস্কারের মূল উদ্দেশ্য ছিল-
[ক] ইসলাম ধর্ম প্রচার করা
[খ] ইসলাম ধর্ম থেকে কুসংস্কার দূর করা
[গ] জমিদারদের অত্যাচারের প্রতিবাদ করা
[ঘ] ধর্মীয় নেতা হিসেবে খ্যাতি লাভ করা
উত্তর: [খ] ইসলাম ধর্ম থেকে কুসংস্কার দূর করা

২৬. কত সালে বঙ্গভঙ্গ রদ ঘোষিত হয়?
[ক] ১৯০৫ সালে
[খ] ১৯০৬ সালে
[গ] ১৯১১ সালে
[ঘ] ১৯১৯ সালে
উত্তর: [গ] ১৯১১ সালে

২৭. মুজিবনগর সরকার কত তারিখে গঠিত হয়?
[ক] ০১ এপ্রিল, ১৯৭১
[খ] ১০ এপ্রিল, ১৯৭১
[গ] ১৩ এপ্রিল, ১৯৭১
[ঘ] ১৭ এপ্রিল, ১৯৭১
উত্তর: [খ] ১০ এপ্রিল, ১৯৭১

২৮. ১৯৪৭ সালের ভারত বিভাগের ফলে-
i. ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি হয়
ii. ভারত ব্রিটিশ আশ্রিত রাজ্যে পরিণত হয়
iii. ভারত স্বাধীন হয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ] i ও iii

২৯. কে ভারতের তোতা পাখি উপাধি লাভ করেন?
[ক] ইবনে বতুতা
[খ] মালিক কাফুর
[গ] আমির খসরু
[ঘ] আল বেরুনি
উত্তর: [গ] আমির খসরু

◈ উদ্দীপকটি পড়ে ৩০নং প্রশ্নের উত্তর দাও:
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জীবনের বেশিরভাগ সময়ই কারাবরণ করেছেন। পরিশেষে তিনি তার নীতি ও আদর্শ বাস্তবায়িত করতে সক্ষম হন।

৩০. উদ্দীপকে বর্ণিত নেলসন ম্যান্ডেলার সাথে বাংলাদেশের কোন মহান নেতার মিল রয়েছে?
[ক] মাওলানা আবদুল হামিদ খান ভাসানী
[খ] এ. কে. ফজলুল হক
[গ] জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
[ঘ] হোসেন শহীদ সোহরাওয়ার্দী
উত্তর: [গ] জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

4 Comments

  1. Anonymous6:26:00 PM

    এই কথাটি কি হয় একটু বেশি করে টিক দেবেন। যেগুলা আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো।

    ReplyDelete
  2. Anonymous11:37:00 PM


    চট্টগ্রাম বোর্ড

    ReplyDelete
  3. Anonymous12:06:00 PM

    Dinajpur bord

    ReplyDelete
  4. Anonymous9:24:00 PM

    কপি

    ReplyDelete
Post a Comment
Previous Post Next Post