HSC ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর ঢাকা আইডিয়াল কলেজ pdf download

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Islamic History and Culture 1st Paper mcq question and answer. HSC History and Culture of Islam Paper 1 (mcq) Multiple Choice Questions and Answers Ideal School and College pdf download.

মডেল টেস্ট
আইডিয়াল স্কুল এন্ড কলেজ, মতিঝিল, ঢাকা
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
১ম পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
বিষয় কোড: [২৬৭]

সময়: ৩০ মিনিট               পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

HSC Islamic History and Culture 1st Paper
Board Question Solution
MCQ
Question and Answer

◈ উদ্দীপকটি পড়ে ১ ও ২নং প্রশ্নের উত্তর দাও:
একজন বিখ্যাত শাসক সকল প্রকার অন্যায়, কর আদায় রোধকরণ, অবৈধভাবে দখল করা সম্পত্তি বৈধ মালিককে ফেরত দান, দল ও মতের ঊর্ধ্বে থেকে ন্যায়বিচার ও নিরপেক্ষ শাসন প্রতিষ্ঠা করে অমর হয়ে আছেন।

১. উদ্দীপকের শাসকের কর্মকান্ড কোন উমাইয়া শাসককে নির্দেশ করে?
[ক] মুয়াবিয়া
[খ] আবদুল মালিক
[গ] ওয়ালিদ
[ঘ] উমর বিন আবদুল আজিজ
উত্তর: [ঘ] উমর বিন আবদুল আজিজ

২. উদ্দীপকে শাসকের কর্মকান্ডে উক্ত খলিফার যে গুণের প্রতিফলন হয়েছে তা হলো-
ক] দূরদর্শিতা
[খ] দক্ষতা
[গ] ন্যায়পরায়ণতা
[ঘ] কূটকৌশল
উত্তর: [গ] ন্যায়পরায়ণতা

৩. ক্রুসেড কী?
[ক] ধর্মযুদ্ধ
[খ] গৃহযুদ্ধ
[গ] ধর্মীয় চিহ্ন
[ঘ] স্বাধীনতা যুদ্ধ
উত্তর: [ক] ধর্মযুদ্ধ

৪. খলিফা আল মামুনের রাজত্বকালকে অগাস্টান যুগের সাথে তুলনা করা হয় কেন?
[ক] রাজ্য বিস্তারের জন্য
[খ] বৈদেশিক সম্পর্ক উন্নয়নের জন্য
[গ] ধর্ম প্রচারের জন্য
[ঘ] জ্ঞানবিজ্ঞানের উন্নতির জন্য
উত্তর: [ঘ] জ্ঞানবিজ্ঞানের উন্নতির জন্য

৫. নিযামুল মুলক্ কে ছিলেন?
[ক] সেলজুক উজির
[খ] বার্মাকি উজির
[গ] আব্বাসি উজির
[ঘ] বুয়াইয়া উজির
উত্তর: [ক] সেলজুক উজির

◈ উদ্দীপকটি পড়ে ৬ ও ৭নং প্রশ্নের উত্তর দাও:
‘ক’ ও ‘খ’ দুটি দেশের মধ্যে চুক্তিভিত্তিকসুসম্পর্ক বিদ্যমান ছিল। কিন্তু ‘খ’-এর সদ্য ক্ষমতাপ্রাপ্ত শাসক চুক্তি ভঙ্গ করে উস্কানিমূলক কর্মকান্ডে লিপ্ত হয়। ফলে ‘ক’ নামক দেশের শাসক তাঁকে সমুচিত শিক্ষা দিয়ে ক্ষমা প্রদর্শন করেন।

৬. উদ্দীপকের‘খ’ দেশের শাসকের সাথে অব্বাসি শত্রু কোন রোমান সম্রাটের মিল পাওয়া যায়?
[ক] হেরাক্লিয়াস
[খ] আইরিন
[গ] নিকোলাস
[ঘ] নাইসেফোরাস
উত্তর: [ঘ] নাইসেফোরাস

৭. উদ্দীপকে উল্লিখিত কার্যকলাপে উক্ত আব্বাসি খলিফার চরিত্রের কোন দিকটি ফুটে উঠেছে?
i. তেজস্বিতা
ii. অনমনীয়তা
iii. নিষ্ঠুরতা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii

৮. কোন মুসলমান সেনাপতি স্পেন জয় করেন?
[ক] মুসা বিন নুসায়ের
[খ] তারিক বিন জিয়াদ
[গ] কোতায়বা বিন মুসলিম
[ঘ] মুহাম্মদ বিন কাশিম
উত্তর: [খ] তারিক বিন জিয়াদ

৯. স্পেনে ফকিহ্ আন্দোলনের উদ্দেশ্য ছিল-
[ক] ক্ষমতা দখল
[খ] ধর্মের বিশুদ্ধতা
[গ] উমাইয়া বিতাড়ন
[ঘ] স্পেনীয়দের স্বার্থরক্ষা
উত্তর: [খ] ধর্মের বিশুদ্ধতা

◈ উদ্দীপকটি পড়ে ১০ ও ১১নং প্রশ্নের উত্তর দাও:
ভাগ্য বিপর্যয়ের কারণে গ্রাম থেকে বিতাড়িত হয়ে সোহান শহরে এসে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেন। বিশাল এলাকা জুড়ে ‘সোহান কোম্পানি’ গড়ে তোলেন। তিনি আদর্শব্যবসায়ী উপাধি লাভ করেন।

১০. উদ্দীপকের সোহান স্পেনের কোন মুসলিম শাসকের সাথে সাদৃশ্যপূর্ণ?
[ক] প্রথম আব্দুর রহমান
[খ] হাকাম
[গ] মুনজির
[ঘ] তৃতীয় আব্দুর রহমান
উত্তর: [ক] প্রথম আব্দুর রহমান

১১. উপাধি গ্রহণের ক্ষেত্রে উক্ত শাসকের সাথে উদ্দীপকের সোহানের পার্থক্য হলো-
[ক] আমির উপাধি লাভ
[খ] মহৎ উপাধি লাভ
[গ] মহান উপাধি লাভ
[ঘ] আদর্শ উপাধি লাভ
উত্তর: [ক] আমির উপাধি লাভ

১২. ফতেমি খিলাফতের প্রতিষ্ঠাতা কে?
[ক] জিয়াদাত উল্লাহ
[খ] আবু আবদুল্লাহ
[গ] আবদুল্লাহ্ ইবনে মায়মুন
[ঘ] ওবায়দুল্লাহ আল মাহদী
উত্তর: [ঘ] ওবায়দুল্লাহ আল মাহদী

১৩. আল মুইজের শ্রেষ্ঠ বিজয় কোনটি?
[ক] মরোক্ক
[খ] সিসিলি
[গ] মিশর
[ঘ] ক্রীট দ্বীপ
উত্তর: [গ] মিশর

১৪. ‘দারুল হিকমা’ প্রতিষ্ঠার উদ্দেশ্য-
[ক] জ্ঞান-বিজ্ঞানের গবেষণা
[খ] শিয়া মতবাদ প্রচার করা
[গ] সুষ্ঠুভাবে শাসনকার্য পরিচালনা করা
[ঘ] সুষ্ঠুভাবে রাজস্ব আদায় করা
উত্তর: [ক] জ্ঞান-বিজ্ঞানের গবেষণা

১৫. ইতিহাসের জনক কে?
[ক] হোমার
[খ] হেরোডোটাস
[গ] এরিস্টটল
[ঘ] প্লেটো
উত্তর: [খ] হেরোডোটাস

১৬. আরব দেশকে জাজিরাতুল আরব বলা হয় কেন?
[ক] মরুভূমির দেশ বলে
[খ] আরব পবিত্র ভূমি হওয়ায়
[গ] আরব সাগরের তীরে অবস্থিত বলে
[ঘ] তিনদিক জলবেষ্টিত হওয়ায়
উত্তর: [ঘ] তিনদিক জলবেষ্টিত হওয়ায়

HSC ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর -আইডিয়াল স্কুল এন্ড কলেজ

◈ উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮নং প্রশ্নের উত্তর দাও:
ঢাকার একটি স্বনামধন্য মহাবিদ্যালয়ে আন্তঃকলেজ প্রতিযোগিতার আয়োজন প্রতিবছর হয়ে থাকে এবং শীর্ষস্থানীয় ৩ জনকে পুরস্কৃত করা হয়।

১৭. উদ্দীপকের ন্যায় কাব্য প্রতিযোগিতা প্রাক্ ইসলামি আরবের কোন প্রতিযোগিতার সাথে সাদৃশ্যপূর্ণ?
[ক] উকাজ মেলা কাব্য প্রতিযোগিতা
[খ] মালা কাব্য প্রতিযোগিতা
[গ] হিজাবা কাব্য প্রতিযোগিতা
[ঘ] কাব্য কাব্য প্রতিযোগিতা
উত্তর: [ক] উকাজ মেলা কাব্য প্রতিযোগিতা

১৮. উক্ত প্রতিযোগিতার কবিরা হলেন-
i. ইমরুল কায়েস
ii. নজরুল
iii. লাবিদ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [খ] i ও iii

১৯. হিজরত অর্থ কী?
[ক] দেশ ত্যাগ
[খ] অনুপ্রবেশ
[গ] পলায়ন
[ঘ] ফিরে আসা
উত্তর: [ক] দেশ ত্যাগ

২০. আনসার ও মুজাদেরিনদের সুসম্পর্কের মূলে কোন কারণটি সক্রিয় ছিল?
[ক] আত্মীয়তার সম্পর্ক
[খ] ধর্মীয় ভ্রাতৃত্ব
[গ] মহানবির আহবান
[ঘ] ব্যবসায়িক স্বার্থ
উত্তর: [খ] ধর্মীয় ভ্রাতৃত্ব

◈ উদ্দীপকটি পড়ে ২১ ও ২২নং প্রশ্নের উত্তর দাও:
নেশা, খুন অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পাওয়ায় সবুজবাগ এলাকায় সোহেলের নেতৃত্বে যুব সমাজ একটি সংঘ তৈরি করে। ফলে সমাজ উপকৃত হয়।

২১. উদ্দীপকে উল্লিখিত সংঘের সাথে প্রাক্ইসলামি আরবের কোন সংঘের মিল রয়েছে?
[ক] আকাবার শপথ
[খ] হিলফুল ফুযুল
[গ] মদিনার সনদ
[ঘ] হুদায়বিয়ার সন্ধি
উত্তর: [খ] হিলফুল ফুযুল

২২. উক্ত সংঘের উদ্দেশ্য ছিল-
i. শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা করা
ii. ইসলাম প্রতিষ্ঠা করা
iii. নিঃস্ব অসহায় ও দুর্গতদের সেবা করা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [খ] i ও iii

২৩. মুসলমানদের আবিসিনিয়ার হিজরতের সময় সেখানে রাজা কে ছিলেন?
[ক] নাজ্জাসি
[খ] খসরু
[গ] আবরাহা
[ঘ] গাস্সানি
উত্তর: [ক] নাজ্জাসি

২৪. খলিফা আবু বকর (রা.)-কে সিদ্দিক উপাধি দেওয়া হয়েছিল কেন?
[ক] সত্যবাদিতার জন্য
[খ] ভন্ডনবিদের দমন করার জন্য
[গ] যাকাত আদায়ে কঠোর হওয়ার কারণে
[ঘ] অধিক দানশীল ছিলেন বলে
উত্তর: [ক] সত্যবাদিতার জন্য

২৫. অমুসলমানদের ভূমিকার কোনটি?
[ক] যাকাত
[খ] জিজিয়া
[গ] উশর
[ঘ] খারাজ
উত্তর: [গ] উশর

২৬. ইয়ামামার যুদ্ধকে মৃত্যু বাগান বলা হয় কেন?
[ক] যুদ্ধে ১০ হাজার অমুসলিম ও ৬০০ মুসলিম নিহত হয় বলে
[খ] মৃত্যুবাগান নামক স্থানে যুদ্ধ সংঘটিত হয় বলে
[গ] এ যুদ্ধ আরবের বাহিরে সংঘটিত হয় বলে
[ঘ] এ যুদ্ধে মদিনা ধ্বংসস্তুপে পরিণত হয় বলে
উত্তর: [ক] যুদ্ধে ১০ হাজার অমুসলিম ও ৬০০ মুসলিম নিহত হয় বলে

◈ উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮নং প্রশ্নের উত্তর দাও:
কাদেসিয়ার যুদ্ধ - নামারকের যুদ্ধ - নিহাওয়ান্দের যুদ্ধ

২৭. রেখাচিত্রের যুদ্ধগুলোর সাথে মুসলমানদের কোন অঞ্চল বিজয় জড়িত?
[ক] রোম বিজয়
[খ] পারস্য বিজয়
[গ] গ্রিক বিজয়
[ঘ] সিরিয়া বিজয়
উত্তর: [খ] পারস্য বিজয়

২৮. রেখাচিত্রের তথ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ তথ্য হলো-
i. যুদ্ধগুলো সংঘটিত হয় হযরত ওমরের আমলে
ii. তিনটি যুদ্ধে মুসলমানরা জয়লাভ করে
iii. তিনটি যুদ্ধের মাধ্যমে পারসিকরা মুসলমানদের আনুগত্য মেনে নেয়

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii

২৯. আরবদের ‘নিরো’ বলে কে পরিচিত?
[ক] মুসা বিন নুসায়ের
[খ] তারিক বিন জিয়াদ
[গ] হাজ্জাজ বিন ইউসুফ
[ঘ] মুহাম্মদ বিন কাশিম
উত্তর: [গ] হাজ্জাজ বিন ইউসুফ

৩০. খলিফা আব্দুল মালিক আরবিকে রাষ্ট্রভাষার মর্যাদা দান করেন কেন?
i. রাষ্ট্রকে আরবীয়করণ ও জাতীয়করণের জন্য
ii. সুষ্ঠু শাসনব্যবস্থা প্রবর্তনের জন্য
iii. গৃহযুদ্ধের অবসানের জন্য

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii

1 Comments

Post a Comment
Previous Post Next Post