এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Islamic History and Culture 1st Paper mcq question and answer. HSC Islamic History and Culture 1st Paper (mcq) Multiple Choice Questions Answers All Boards 2019 pdf download.
সকল বোর্ড ২০১৯
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
১ম পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
বিষয় কোড: [২৬৭]
সময়: ৩০ মিনিট পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]
HSC Islamic History and Culture 1st Paper
Board Question Solution
MCQ
Question and Answer
১. হযরত উমর কত খ্রিষ্টাব্দে খিলাফত লাভ করেন?
[ক] ৬৩২
[খ] ৬৩৪
[গ] ৬৪৪
[ঘ] ৬৫৬
উত্তর: [খ] ৬৩৪
২. মুসলিম রাষ্ট্রে সর্বপ্রথম কোন শাসক আদমশুমারি করেছিলেন?
[ক] হযরত আবুবকর (রা.)
[খ] হযরত উমর (রা.)
[গ] মুয়াবিয়া
[ঘ] আব্দুল মালিক
উত্তর: [খ] হযরত উমর (রা.)
৩. বয়স্কদের মধ্যে কে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন?
[ক] হযরত আবুবকর (রা.)
[খ] হযরত উমর (রা.)
[গ] হযরত উসমান (রা.)
[ঘ] হযরত তালহা (রা.)
উত্তর: [ক] হযরত আবুবকর (রা.)
◈ উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও:
দলের সংকটময় মুহূর্তে সাকিব দলনেতা নির্বাচিত হয়ে দলে শৃঙ্খলা আনার লক্ষ্যে পূর্ব নির্বাচিত কমিটি প্রধানকে পদত্যাগ করতে বলেন। অনেকে তার আহবানে সাড়া দিলেও কেউ কেউ এর বিরোধিতা করেন।
৪. সাকিবের পদক্ষেপটি কোন শাসকের গৃহীত পদক্ষেপের অনুরূপ?
[ক] হযরত উসমান (রা.)
[খ] হযরত আলী (রা.)
[গ] মুয়াবিয়া
[ঘ] হিশাম
উত্তর: [খ] হযরত আলী (রা.)
৫. উদ্ভূত পরিস্থিতিতে মুসলিম সাম্রাজ্যে দেখা দেয়-
i. অনৈক্য
ii. রক্তক্ষয়ী সংঘর্ষ
iii. ভ্রাতৃবিরোধ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii
৬. কোন খলিফাকে ‘উমাইয়া সাধু’ বলা হয়?
[ক] মুয়াবিয়া
[খ] আব্দুল মালিক
[গ] সুলায়মান
[ঘ] উমর বিন আব্দুল আজিজ
উত্তর: [ঘ] উমর বিন আব্দুল আজিজ
৭. ইয়ামামার যুদ্ধে কোন ভন্ড নবি নিহত হন?
[ক] আসাদ আনসি
[খ] মুসাইলামা
[গ] তোলায়হা
[ঘ] সাজাহ
উত্তর: [খ] মুসাইলামা
৮. মুসলিম বিজয়ের প্রাক্কালে স্পেনের রাজধানীর নাম কী ছিল?
[ক] টলেডো
[খ] কর্ডোভা
[গ] সিউটা
[ঘ] গ্রানাডা
উত্তর: [ক] টলেডো
৯. কোন উমাইয়া শাসককে রাজেন্দ্র বলা হয়?
[ক] মুয়াবিয়া
[খ] আব্দুল মালিক
[গ] আল-ওয়ালিদ
[ঘ] হিশাম
উত্তর: [খ] আব্দুল মালিক
১০. কুব্বাতুস সাখরা কে নির্মাণ করেন?
[ক] মুয়াবিয়া
[খ] আব্দুল মালিক
[গ] আল-ওয়ালিদ
[ঘ] হিশাম
উত্তর: [খ] আব্দুল মালিক
◈ উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও:
ইব্রাহিম একজন মহান শাসক ছিলেন। ধর্মভীরু মুসলিম শাসক হলেও পর ধর্মের প্রতি তিনি খুবই সহনশীল ছিলেন। তিনি অমুসলিমদের উপর থেকে করের বোঝা কমিয়ে দেন।
[ক] মুয়াবিয়া
[খ] আব্দুল আজিজ
[গ] আল ওয়ালিদ
[ঘ] উমর বিন আব্দুল আজিজ
উত্তর: [ঘ] উমর বিন আব্দুল আজিজ
১২. উক্ত শাসককে বলা যায়-
i. প্রজাবৎসল
ii. ন্যায়পরায়ণ
iii. ধর্মনিরপেক্ষ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii
১৩. কত খ্রিষ্টাব্দে বাগদাদ নগরী ধ্বংস হয়?
[ক] ৭৫০
[খ] ৯০৬
[গ] ১২৫০
[ঘ] ১২৫৮
উত্তর: [ঘ] ১২৫৮
১৪. হযরত আবুবকর (রা.) কোরআন সংগ্রহে উৎসাহিত হলেন কেন?
[ক] ভন্ড নবিদের উৎপাত বৃদ্ধি পাওয়ায়
[খ] কোরআনের আয়াত ভুলে যাওয়ার ভয়ে
[গ] কোরআনের অনেক হাফেজ শহিদ হওয়ায়
[ঘ] রাষ্ট্রীয় কার্যে কোরআনের আইন প্রয়োগ করতে
উত্তর: [গ] কোরআনের অনেক হাফেজ শহিদ হওয়ায়
১৫. কোন মুসলিম সেনাপতি স্পেন জয় করেন?
[ক] তারিক বিন জিয়াদ
[খ] মুহাম্মদ বিন কাসিম
[গ] ওকবা বিন নাফি
[ঘ] কুতাইবা বিন মুসলিম
উত্তর: [ক] তারিক বিন জিয়াদ
১৬. কাদের শাসনামলে সেলজুকদের উত্থান ঘটে?
[ক] উমাইয়াদের
[খ] আব্বাসিদের
[গ] ফাতেমিদের
[ঘ] অটোমানদের
উত্তর: [খ] আব্বাসিদের
১৭. ‘ফেরাউন’ কাদের উপাধি ছিল?
[ক] রাজাদের
[খ] দেব-দেবীদের
[গ] ধর্মযাজকদের
[ঘ] বীরসেনাদের
উত্তর: [ক] রাজাদের
১৮. পিরামিড তৈরির মূল উদ্দেশ্য কী?
[ক] রাজাদের সন্তুষ্টি
[খ] মমি সংরক্ষণ
[গ] সৌন্দর্য বৃদ্ধি
[ঘ] দেবতাকে খুশি করা
উত্তর: [খ] মমি সংরক্ষণ
১৯. ডুঙ্গি কে ছিলেন?
[ক] মিশরীয় সম্রাট
[খ] সুমেরীয় সম্রাট
[গ] ব্যাবিলনীয় সম্রাট
[ঘ] পারস্য সম্রাট
উত্তর: [খ] সুমেরীয় সম্রাট
২০. ইসলাম পূর্ব আরবের সর্বশ্রেষ্ঠ কবি কে ছিলেন?
[ক] আনতারা
[খ] ইমরুল কায়েস
[গ] যুহাইর বিন আবি সালমা
[ঘ] লাবিদ বিন রাবিয়া
উত্তর: [খ] ইমরুল কায়েস
◈ উদ্দীপকটি পড়ে ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাও:
নড়াইলের প্রত্যন্ত গ্রামে জনগণকে আর্সেনিকমুক্ত পানি সরবরাহের জন্য মিজান সাহেব প্রচুর অর্থ ব্যয়ে একটি আধুনিক পানির প্লান্ট স্থাপন করে বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করেন।
২১. মিজান সাহেবের কাজে কোন খলিফার ইঙ্গিত পাওয়া যায়?
[ক] হযরত আবুবকর (রা.)
[খ] হযরত উমর (রা.)
[গ] হযরত উসমান (রা.)
[ঘ] হযরত আলী (রা.)
উত্তর: [গ] হযরত উসমান (রা.)
২২. উক্ত খলিফার কাজে-
i. জনকল্যাণের আকাক্সক্ষা বৃদ্ধি পায়
ii. রাজনৈতিক উদ্দেশ্য সাধিত হয়
iii. নিজের সুনাম বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii
২৩. মদিনা সনদের মাধ্যমে মুসলিমরা অর্জন করেছিল তাদের-
i. ধর্মীয় স্বাধীনতা
ii. সামাজিক অধিকার
iii. অর্থনৈতিক সমৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii
◈ উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও:
সালমা একটি যুদ্ধের ঘটনা শুনছিল। যেখানে বন্দিদের প্রতি ভালো আচরণ করা হয়েছিল এবং মুক্তিপণের মাধ্যমে তাদের অনেককে ছেড়ে দেওয়া হয়েছিল।
২৪. উদ্দীপকে বর্ণিত ঘটনাটির ইসলামের ইতিহাসের কোন যুদ্ধের মিল আছে?
[ক] বদরের যুদ্ধ
[খ] ওহুদের যুদ্ধ
[গ] খন্দকের যুদ্ধ
[ঘ] মুতার যুদ্ধ
উত্তর: [ক] বদরের যুদ্ধ
২৫. বন্দিদের প্রতি উক্ত যুদ্ধের শিক্ষা হচ্ছে-
i. মানবিক আচরণ করা
ii. সহজশর্তে মুক্তি দেওয়া
iii. সারা জীবন বন্দি রাখা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii
২৬. জুমাতুল জন্দলের সালিস বৈঠকের ফলে-
i. মুসলিম ঐক্য বিনষ্ট হয়
ii. খলিফার মর্যাদা ক্ষুণ্ণ হয়
iii. খারিজিদের উৎপত্তি হয়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii
২৭. মহানবি (স.) কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন?
[ক] ৫৬০
[খ] ৫৬৫
[গ] ৫৭০
[ঘ] ৫৭৫
উত্তর: [গ] ৫৭০
২৮. কোন পর্বতের গুহায় মহানবি (স.)-এর নিকট ওহি নাযিল হয়?
[ক] সাফা
[খ] হেরা
[গ] মারওয়া
[ঘ] সওর
উত্তর: [খ] হেরা
২৯. মহানবি (স.) কোথায় বিদায় হজের ভাষণ দেন?
[ক] কাবা চত্বরে
[খ] মিনায়
[গ] সাফা পর্বতে
[ঘ] আরাফাতে
উত্তর: [ঘ] আরাফাতে
৩০. উমাইয়া শাসনের প্রধান বৈশিষ্ট্য ছিল-
i. সাম্রাজ্য বিস্তার
ii. জ্ঞান-বিজ্ঞানের সম্প্রসারণ
iii. স্থাপত্য শিল্পের বিকাশ
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] i ও ii
[ঘ] ii ও iii
উত্তর: [ক] i
0 Comments:
Post a Comment