এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Geography 2nd Paper MCQ with Answer pdf download
বোর্ড প্রশ্ন সমাধান-৩
ভূগোল ২য় পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
বিষয় কোড: [১২৬]
সময়: ২৫ মিনিট পূর্ণমান: ২৫
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]
HSC Geography 2nd Paper
Board Question Solution
MCQ
Question and Answer pdf download
১. বাংলাদেশের প্রশাসনিক বিভাগ কয়টি?
[ক] ৫
[খ] ৬
[গ] ৭
[ঘ] ৮
উত্তর: [ঘ] ৮
◈ নিচের উদ্দীপকটি পড় এবং ২ ও ৩নং প্রশ্নের উত্তর দাও:
কাঁচামাল হিসেবে একটি ফসলকে কেন্দ্র করে বাংলাদেশের উত্তরবঙ্গে কিছু শিল্প গড়ে উঠেছে যা চট্টগ্রাম অঞ্চলে দেখা যায় না।
২. ফসলটি সবচেয়ে বেশি কোন দেশে উৎপন্ন হয়?
[ক] চীন
[খ] ব্রাজিল
[গ] ভারত
[ঘ] মালদ্বীপ
উত্তর: [খ] ব্রাজিল
৩. উদ্দীপকের ফসলটি:
i. ক্রান্তীয় ও উপক্রান্তীয় এলাকায় জন্মে
ii. চাষের জন্য বৃষ্টিপাত দরকার হয়
iii. বেলে মাটিতে উৎপাদন ভালো হয়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii [খ] i ও iii [গ] ii ও iii [ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii
৪. ২০০ পরিবারের অধিক একসাথে বসবাস করে কোন বসতিতে?
[ক] পল্লী
[খ] গ্রাম্য
[গ] বিক্ষিপ্ত
[ঘ] নিবিড়
উত্তর: [ঘ] নিবিড়
৫. নিচের মহাদেশগুলোর মধ্যে আয়তনে ক্ষুদ্রতম কোনটি?
[ক] ইউরোপ
[খ] এন্টার্কটিকা
[গ] উত্তর আমেরিকা
[ঘ] দক্ষিণ আমেরিকা
উত্তর: [ক] ইউরোপ
৬. বসতি গড়ে উঠার সাংস্কৃতিক নিয়ামক কোনটি?
[ক] ভূপ্রকৃতি
[খ] জলবায়ু
[গ] কৃষি
[ঘ] মাটি
উত্তর: [গ] কৃষি
◈ নিচের উদ্দীপকটি পড় এবং ৭ ও ৮নং প্রশ্নের উত্তর দাও:
লিনজু নেত্রকোনার একটি গ্রামের কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করে সাভারের একটি গার্মেন্টসে চাকরি নিয়েছে। সেখানেই সে বসতি গড়েছে।
৭. উদ্দীপকে উল্লিখিত অভিগমনের ধরন কোনটি?
[ক] পল্লী থেকে পল্লী
[খ] পল্লী থেকে নগর
[গ] নগর থেকে পল্লী
[ঘ] নগর থেকে নগর
উত্তর: [খ] পল্লী থেকে নগর
৮. লিনজুর অভিগমন হচ্ছে:
i. অভ্যন্তরীণ
ii. আকর্ষণজনিত
iii. বিকর্ষণজনিত
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii
৯. মানব ভূগোলের আলোচ্য বিষয় কোনটি?
[ক] খনিজ
[খ] জলবায়ু
[গ] ভূমিরূপ
[ঘ] হিমবাহ
উত্তর: [ক] খনিজ
১০. বাংলাদেশে রপ্তানি আয়ের প্রধান উৎস কোনটি?
[ক] পাটজাত দ্রব্য
[খ] কুটিরশিল্প
[গ] পোশাক শিল্প
[ঘ] হিমায়িত চিংড়ি
উত্তর: [গ] পোশাক শিল্প
১১. জনসংখ্যা বৃদ্ধির জন্য কোনটির ওপর বিরূপ প্রভাব পড়ে না?
[ক] জনস্বাস্থ্য
[খ] বাসস্থান
[গ] জনশক্তি রপ্তানি
[ঘ] আবাদযোগ্য জমি
উত্তর: [গ] জনশক্তি রপ্তানি
১২. নিচের অপ্রচলিত পণ্য কোনটি?
[ক] তৈরি পোশাক
[খ] কাঁচাপাট
[গ] কাগজ
[ঘ] বিটুমিন
উত্তর: [ক] তৈরি পোশাক
১৩. বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল কোনটি?
[ক] চা
[খ] পাট
[গ] আখ
[ঘ] তামাক
উত্তর: [খ] পাট
◈ নিচের উদ্দীপকটি পড় এবং ১৪ ও ১৫নং প্রশ্নের উত্তর দাও:
পুলক সাহেবের বয়স খুব বেশি নয়। তবে তিনি দূষিত পরিবেশে বসবাস করার জন্য দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্ট ও ফুসফুসের প্রদাহজনিত রোগে ভুগছেন।
১৪. উদ্দীপকে ইঙ্গিতপূর্ব দূষণ কোন ধরনের?
[ক] শব্দ
[খ] বায়ু
[গ] পানি
[ঘ] মাটি
উত্তর: [খ] বায়ু
১৫. উদ্দীপকে দূষণের কারণ হচ্ছে:
i. জমিতে রাসায়নিক সার ব্যবহার
ii. জ্বালানি হিসেবে কাঠের ব্যবহার
iii. রেফ্রিজারেটরের ব্যাপক ব্যবহার
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ] ii ও iii
১৬. দূরত্ব বেশি কোন রেলপথটির?
[ক] ঢাকা : কুমিল্লা
[খ] ঢাকা : জয়দেবপুর
[গ] ঢাকা : ভৈরব
[ঘ] ঢাকা : কিশোরগঞ্জ
উত্তর: [ঘ] ঢাকা : কিশোরগঞ্জ
১৭. পৃথিবীর প্রধান গম উৎপাদনকারী দেশ কোনটি?
[ক] রাশিয়া
[খ] যুক্তরাষ্ট্র
[গ] ভারত
[ঘ] গণচীন
উত্তর: [ঘ] গণচীন
১৮. বাংলাদেশের শ্রমশক্তি বিদেশে প্রেরণ করা হয় কোন সাল থেকে?
[ক] ১৯৭৩
[খ] ১৯৭৪
[গ] ১৯৭৫
[ঘ] ১৯৭৬
উত্তর: [ঘ] ১৯৭৬
১৯. কার্পাস বয়নশিল্পে বিশ্বের শীর্ষস্থানীয় দেশ কোনটি?
[ক] যুক্তরাষ্ট্র
[খ] জাপান
[গ] ভারত
[ঘ] চীন
উত্তর: [ঘ] চীন
২০. OPEC প্রতিষ্ঠার উদ্যোক্তা রাষ্ট্র কোনটি?
[ক] ইরাক [খ] ইরান
[গ] ইন্দোনেশিয়া [ঘ] ভেনিজুয়েলা
উত্তর: [ক] ইরাক
২১. যুক্তরাষ্ট্রের হ্রদ অঞ্চলে কোন শিল্প বেশি গড়ে উঠেছে?
[ক] কার্পাস বয়ন
[খ] লৌহ ও ইস্পাত
[গ] তৈরি পোশাক
[ঘ] ঔষধ প্রস্তুতি
উত্তর: [খ] লৌহ ও ইস্পাত
২২. রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত কোন জেলায়?
[ক] নাটোর
[খ] যশোর
[গ] খুলনা
[ঘ] পাবনা
উত্তর: [ঘ] পাবনা
২৩. ‘ইগলু’ কাদের বাসগৃহ?
[ক] মাউরি
[খ] নরম্যান
[গ] ফ্রিম্যান
[ঘ] এস্কিমো
উত্তর: [ঘ] এস্কিমো
◈ নিচের উদ্দীপকটি পড় এবং ২৪ ও ২৫নং প্রশ্নের উত্তর দাও:
শফিকুল বাংলাদেশের উপকূলীয় একটি জেলায় ব্যাংকে চাকরি করে। একদিন সে বিকালে বেড়াতে গিয়ে নিচে উন্মুক্ত তিন তলাবিশিষ্ট বিল্ডিং দেখতে পায়। যা মানুষ ও প্রাণিকুল একটি বিশেষ দুর্যোগে নিরাপদস্থান হিসেবে ব্যবহার করে।
২৪. উদ্দীপকে উল্লিখিত উপকূলীয় এলাকা পৃথিবীর অন্যতম দুর্যোগপূর্ণ অঞ্চল হবার কারণ হচ্ছে:
i. পার্শ্ববর্তী সাগরের ফানেল আকৃতি
ii. ক্রান্তীয় অঞ্চলে অবস্থান
iii. সমুদ্র সমতল হতে স্বল্প উচ্চতা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii
২৫. উদ্দীপকে উল্লিখিত দুর্যোগ নিচের কোনটি?
[ক] কালবৈশাখী
[খ] ঘূর্ণিঝড়
[গ] সুনামি
[ঘ] টর্নেডো
উত্তর: [খ] ঘূর্ণিঝড়
HSC Geography 2nd Paper
MCQ
Question and Answer
ভূগোল ২য় পত্র
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
Thank you so much 🥰
ReplyDeleteFacebook den to
ReplyDelete