এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Economics 2nd Paper MCQ with Answer. HSC Economics 2nd Paper (mcq) Multiple Choice Question Answer Jessore Board 2019 pdf download.
যশোর বোর্ড
অর্থনীতি ২য় পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
বিষয় কোড: [১১০]
সময়: ৩০ মিনিট পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]
HSC Economics 2nd Paper
Board Question Solution
MCQ
Question and Answer
১. বাংলাদেশের অপ্রচলিত রপ্তানি পণ্য কোনটি?
[ক] চামড়া
[খ] কাঁচাপাট
[গ] চা
[ঘ] সিরামিক সামগ্রী
উত্তর: [ঘ] সিরামিক সামগ্রী
২. বাংলাদেশে মুদ্রাস্ফীতির কারণ-
i. উৎপাদন ব্যয় বৃদ্ধি
ii. অধিক আমদানি
iii. অতিরিক্ত পরোক্ষ কর
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ] i ও iii
৩. বাংলাদেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের উপায় কোনটি?
[ক] বৈদেশিক মুদ্রার মূল্য বৃদ্ধি
[খ] শুল্কবৃদ্ধি
[গ] আয়কর বৃদ্ধি
[ঘ] বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধি
উত্তর: [ক] বৈদেশিক মুদ্রার মূল্য বৃদ্ধি
◈ উদ্দীপকটি পড়ে ৪ ও ৫নং প্রশ্নের উত্তর দাও:
বাংলাদেশে জাতীয় রাজস্ব বোর্ড (NBR) মোট কর রাজস্বের ৬২%নিয়ন্ত্রণ করে। অবশিষ্ট রাজস্ব সংগৃহীত হয় কর বহির্ভূতবিভিন্ন খাত থেকে।
৪. উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠান নিচের কোন উৎস থেকে সর্বাধিক কর রাজস্ব সংগ্রহ করে?
[ক] মূল্য সংযোজন কর
[খ] আয়কর
[গ] আমদানি শুল্ক
[ঘ] আবগারি শুল্ক
উত্তর: [ক] মূল্য সংযোজন কর
৫. উদ্দীপকে উল্লিখিত কর বহির্ভূতরাজস্বের উপাদান হলো-
i. রপ্তানি শুল্ক
ii. সুদ প্রাপ্তি
iii. ফি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [খ] ii ও iii
৬. বাংলাদেশের রপ্তানি পণ্যের বৃহৎ বাজার কোনটি?
[ক] যুক্তরাষ্ট্র
[খ] যুক্তরাজ্য
[গ] কানাডা
[ঘ] সুইডেন
উত্তর: [ক] যুক্তরাষ্ট্র
৭. বাংলাদেশের শিল্পনীতি, ২০১০ অনুসারে ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে মাঝারি শিল্পের শ্রমিক সংখ্যা কত?
[ক] ১০-২৪
[খ] ২৫-৯৯
[গ] ১০০-২৫০
[ঘ] ২৫০-৩০০
উত্তর: [গ] ১০০-২৫০
৮. বাংলাদেশের সর্বশেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদকাল কোনটি?
[ক] ২০১৫-২০১৯
[খ] ২০১৬-২০২০
[গ] ২০১৭-২০২১
[ঘ] ২০১৮-২০২২
উত্তর: [খ] ২০১৬-২০২০
৯. রূপকল্প-২০২১ অনুসারে বাংলাদেশ নিম্নের কোন পর্যায়ের দেশে পরিণত হবে?
[ক] নিম্ন আয়
[খ] নিম্ন মধ্যম আয়
[গ] মধ্যম আয়
[ঘ] উচ্চ আয়
উত্তর: [গ] মধ্যম আয়
১০. খাদ্যের প্রাপ্যতার নির্ধারক কোনটি?
[ক] অভ্যন্তরীণ চাহিদা
[খ] মজুদ
[গ] অভ্যন্তরীণ যোগান
[ঘ] সঞ্চয়
উত্তর: [খ] মজুদ
১১. কোনটি সামাজিক অবকাঠামোর উপাদান?
[ক] শক্তি সম্পদ
[খ] ডাক
[গ] সেতু
[ঘ] জনস্বাস্থ্য
উত্তর: [ঘ] জনস্বাস্থ্য
১২. শস্য বহুমুখীকরণের প্রভাব কোনটি?
[ক] উৎপাদন বৃদ্ধি
[খ] ঝুঁকি বৃদ্ধি
[গ] দক্ষত হ্রাস
[ঘ] মাটির উর্বরতা হ্রাস
উত্তর: [ক] উৎপাদন বৃদ্ধি
১৩. বাংলাদেশের অর্থনীতিতে উৎপাদনভিত্তিক খাত হলো-
i. কৃষি
ii. শিল্প
iii. সেবা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii
◈ উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫নং প্রশ্নের উত্তর দাও:
'X' দেশে ২০১৬ সালে দামস্তর ছিল ১৫০ টাকা। ২০১৮ সালে দামস্তর বৃদ্ধি পেয়ে ১৮০ টাকা হয়। দামস্তর নিয়ন্ত্রণে সরকার আর্থিক নীতি গ্রহণ করে।
১৪. 'X' দেশে মুদ্রাস্ফীতির হার কত?
[ক] ১৫%
[খ] ২০%
[গ] ২৫%
[ঘ] ৩০%
উত্তর: [খ] ২০%
১৫. উদ্দীপকে উল্লিখিত সরকারি নীতির হাতিয়ার কোনটি?
[ক] সরকারি ব্যয় হ্রাস
[খ] কর হার হ্রাস
[গ] ব্যাংক হার বৃদ্ধি
[ঘ] আমদানি বৃদ্ধি
উত্তর: [গ] ব্যাংক হার বৃদ্ধি
১৬. ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব অনুসারে, কত বছরে কোনো দেশের জনসংখ্যা দ্বিগুণ হয়?
[ক] ২৫
[খ] ৫০
[গ] ৭৫
[ঘ] ১০০
উত্তর: [ক] ২৫
১৭. খাদ্য নিরাপত্তা ব্যবস্থার সমস্যা কোনটি?
[ক] খাদ্যের মূল্য বৃদ্ধি
[খ] বিনিয়োগ বৃদ্ধি
[গ] জ্বালানির মূল্য হ্রাস
[ঘ] জনসংখ্যা হ্রাস
উত্তর: [ক] খাদ্যের মূল্য বৃদ্ধি
১৮. আমদানি বিকল্প শিল্পের মাধ্যমে-
i. অভ্যন্তরীণ বাজার সংকোচিত হবে
ii. বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে
iii. শিল্পায়ন হবে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ] ii ও iii
বাংলাদেশে ১৯৭৬ সালে একটি শিল্পের রপ্তানি কার্যক্রম শুরু হয়। দেশটির মোট রপ্তানি আয়ের প্রায় ৮২% এই শিল্প থেকে আসে। শিল্পটির সম্ভাবনা খুবই উজ্জ্বল।
১৯. উদ্দীপকে কোন শিল্পের কথা বলা হয়েছে?
[ক] পাট
[খ] চা
[গ] চামড়া
[ঘ] তৈরি পোশাক
উত্তর: [ঘ] তৈরি পোশাক
২০. উদ্দীপকে উল্লিখিত শিল্পটির উজ্জ্বল সম্ভাবনার কারণ-
[ক] শ্রমিকের নিম্ন মজুরি
[খ] উন্নত অবকাঠামো
[গ] শ্রমিকের দক্ষতা
[ঘ] সঠিক ব্যবস্থাপনা
উত্তর: [ক] শ্রমিকের নিম্ন মজুরি
২১. অর্থায়নের বাহ্যিক উৎস কোনটি?
[ক] নগদ অর্থ
[খ] নিট মূলধন আয়
[গ] খাদ্য সাহায্য
[ঘ] স্থায়ী সম্পদ
উত্তর: [গ] খাদ্য সাহায্য
২২. Vm = 1/P সূত্রটির সাহায্যে আমরা কী নির্ণয় করি?
[ক] অর্থের যোগান
[খ] অর্থের চাহিদা
[গ] অর্থের প্রচলন গতি
[ঘ] অর্থের মূল্য
উত্তর: [ঘ] অর্থের মূল্য
২৩. বাংলাদেশের মানব সম্পদ উন্নয়নের উপায় হলো-
i. শিক্ষা ও প্রশিক্ষণের প্রসার
ii. বিনিয়োগ হ্রাস
iii. পরিবেশ উন্নয়ন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ] i ও iii
◈ উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫নং প্রশ্নের উত্তর দাও:
২০১৭ সালে 'A' দেশে ২৫ লক্ষ জীবিত শিশু জন্ম লাভ করে। উক্ত বছরের মধ্যে সময়ে দেশটির মোট জনসংখ্যা ছিল ১৭ কোটি। উক্ত সময়ে ২০ লক্ষ লোক মৃত্যুবরণ করে।
২৪. ২০১৭ সালে 'A' দেশের স্থূল জন্মহার কত ছিল?
[ক] ১১.৭
[খ] ১৪.৭
[গ] ২০
[ঘ] ২৫
উত্তর: [খ] ১৪.৭
২৫. 'A' দেশে মৃত্যুবরণকারীর সংখ্যা কত হলে জনসংখ্যা বৃদ্ধি স্থির থাকবে?
[ক] ১০ লক্ষ
[খ] ২০ লক্ষ
[গ] ২৫ লক্ষ
[ঘ] ৪৫ লক্ষ
উত্তর: [গ] ২৫ লক্ষ
২৬. IPO-এর পূর্ণরূপ কোনটি?
[ক] Instant Public Offer
[খ] Initial Public Offering
[গ] Internal Public Offer
[ঘ] Insurance Public Offer
উত্তর: [খ] Initial Public Offering
◈ উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তর দাও:
আনোয়ার সাহেব একজন দরিদ্র কৃষক। তাঁর পরিবারের সদস্যসংখ্যা ৭ জন। পরিবারের সদস্যদের নিয়ে এক খণ্ড জমিতে তিনি চাষাবাদ করেন এবং তা দিয়ে কোনোভাবে জীবিকা নির্বাহ করেন। অন্যদিকে তাঁর বন্ধু সালাম সাহেব অধিক পুঁজি, আধুনিক প্রযুক্তির সমন্বয়ে একটি বৃহৎ আয়তনের খামার পরিচালনা করেন।
২৭. উদ্দীপকে বর্ণিত আনোয়ার সাহেবের খামার কোন ধরনের?
[ক] বাণিজ্যিক
[খ] ক্ষুদ্রায়তন
[গ] বৃহদায়তন
[ঘ] জীবন নির্বাহী
উত্তর: [ঘ] জীবন নির্বাহী
২৮. সালাম সাহেবের পরিচালিত খামারটির বৈশিষ্ট্য হলো-
i. দক্ষ ব্যবস্থাপনা
ii. কম উদ্বৃত্ত
iii. অধিক উৎপাদন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ] i ও iii
২৯. উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে প্রথম কোনটি নির্ণয় করতে হয়?
[ক] উদ্দেশ্যাবলি
[খ] প্রবৃদ্ধির হার
[গ] বিনিয়োগের হার
[ঘ] লক্ষ্যমাত্রা
উত্তর: [ক] উদ্দেশ্যাবলি
৩০. বাংলাদেশের মাঝখান দিয়ে কোন রেখা অতিক্রম করেছে?
[ক] মকর ক্রান্তি
[খ] কর্কট ক্রান্তি
[গ] বিষুব
[ঘ] মেরু বৃত্তীয়
উত্তর: [খ] কর্কট ক্রান্তি
0 Comments:
Post a Comment