একাদশ-দ্বাদশ শ্রেণির গাইড
রসায়ন ২য় পত্র
অধ্যায়-২
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
HSC Chemistry 2nd Paper
Chapter-2
MCQ
Question and Answer pdf download
১. অপ্রতিসম জৈব যৌগ-
i. বিউটিন-1
ii. বিউটিন-2
iii. পেন্টিন-2
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ]i ও iii
[গ] iii
[ঘ] ii
সঠিক উত্তর: [খ]
২. কার্বিল অ্যামিন বিক্রিয়া কোনটি সনাক্তকরণে ব্যবহার করা হয়?
[ক] অ্যালকোহল
[খ]অ্যালডিহাইড
[গ] ক্লোরোফর্ম
[ঘ] কিটোন
সঠিক উত্তর: [গ]
৩. কোনটি বেনজিন বলয় নিষ্ক্রিয়কারী গ্রুপ?
[ক] –OH
[খ]-NO2
[গ] -CH3
[ঘ] -NH2
সঠিক উত্তর: [খ]
৪. জৈব যৌগের প্রাচুর্যতার কারণ-
i. ক্যাটেনেশন
ii. সমাণুকরণ
iii. কার্বনের চতুর্যোজ্যতা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ]i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ঘ]
৫. অ্যালকাইনের ওজনীকরণ বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়?
[ক] অ্যালডিহাইড
[খ]কিটোন
[গ] অ্যালকোহল
[ঘ] এসিড
সঠিক উত্তর: [ঘ]
৬. উর্টজ বিক্রিয়ায় উৎপন্ন কী?
[ক] অ্যালকিন
[খ]অ্যালকেন
[গ] অ্যালকাইন
[ঘ] অ্যালকোহল
সঠিক উত্তর: [খ]
৭. দশটি কার্বন পরস্পর যুক্ত হয়ে গঠিত অ্যালকেনের নাম কী?
[ক] অক্টেন
[খ]ননেন
[গ] উন ডেকেন
[ঘ] ডেকেন
সঠিক উত্তর: [ঘ]
৮. কোনটি থেকে ল্যাকটিক এসিড পাওয়া যায়?
[ক] দধি
[খ]লেবু
[গ] ইক্ষু
[ঘ] গল বীচি
সঠিক উত্তর: [ক]
৯. পরম অ্যালকোহল কী?
[ক] 90% ইথানল
[খ]অবিশুদ্ধ ইথানল
[গ] বিশুদ্ধ ইথানল
[ঘ] ইথানল ও পানি
সঠিক উত্তর: [গ]
১০. C2H5-O-C2H7 - O - CH3 যৌগদ্বয় পরস্পরের কী ধরনের সমাণু?
[ক] কার্যকরী মূলক
[খ]চেইন সমাণু
[গ] টটোমারিজম
[ঘ] মেটামারিজম
ঠিক উত্তর: [ঘ]
১১. অ্যালকাইল-১এর মৃদু অম্লতা পরীক্ষায় ব্যবহৃত বিকারক কোনটি?
[ক] অ্যামোনিয়াক্যাল সিলভার নাইট্রেট
[খ]সোয়েটজার বিকারক
[গ] ফেহলিং দ্রবণ
[ঘ] সিফ বিকারক
সঠিক উত্তর: [ক]
১২. "অ্যারোমা" শব্দের অর্থ কী?
[ক] সুমিষ্ট গন্ধ
[খ]দুর্গন্ধ
[গ] ঝাঁঝালো গন্ধ
[ঘ] গন্ধ
সঠিক উত্তর: [ক]
১৩. Moisturizing Cream প্রস্তুতিতে কোনটি ব্যবহৃত হয়?
[ক] মিথানল
[খ]ইথানল
[গ] প্রোপানল
[ঘ] সরবিল
সঠিক উত্তর: [ঘ]
১৪. বেয়ার পরীক্ষা নিচের কোনটির উপস্থিতিতে ঘটে?
[ক] এসিড
[খ]ক্ষার
[গ] পানি
[ঘ] ধাতু
সঠিক উত্তর: [খ]
১৫. পলিমার শব্দের অর্থ কী?
[ক] বহু বিষয়
[খ]বহু অংশ
[গ] বড় অণু
[ঘ] বেশি অণু
সঠিক উত্তর: [খ]
১৬. কোনটি সম্পৃক্ত হাইড্রকার্বন?
[ক] অ্যালকেন
[খ]অ্যালকিন
[গ] অ্যালকাইন
[ঘ] হ্যালোআলকেন
সঠিক উত্তর: [ক]
১৭. কোনটি অ্যালডিহাইডের কার্যকরী মূলক?
[ক] -CHO
[খ]-COOH
[গ] -CO-
[ঘ] -OH
সঠিক উত্তর: [ক]
১৮. কোনটি অ্যারোমেটিক কার্বক্সিলিক এসিড?
[ক] অক্সালিক এসিড
[খ]ইথানোয়িক এসিড
[গ] স্যাক্সিনিক এসিড
[ঘ] বেনজোয়িক এসিড
সঠিক উত্তর: [ঘ]
১৯. ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ায়-
i. প্রোপান্যাল প্রোপেনে পরিণত হয়
ii. ফেনটন বিকারক ব্যবহৃত হয়
iii. বেনজালডিহাইড টলুইনে পরিণত হয়
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ]i ও iii
[গ] ii
[ঘ] iii
সঠিক উত্তর: [খ]
২০. কোনটি ব্রোমিন দ্রবণ পরীক্ষা প্রদর্শন করে?
[ক] অ্যালিফেটিকসম্পৃক্তযৌগ
[খ]অ্যালিফেটিক অসম্পৃক্ত যৌগ
[গ] অ্যারোমেটিক যৌগ
[ঘ] সাইক্লিক যৌগ
সঠিক উত্তর: [খ]
২১. কার্বলিক এসিড কোনটি?
[ক] বেনজাইম অ্যালকোহল
[খ]হাইড্রোক্সি বেনজিন
[গ] ক্রিসল
[ঘ] টলুইন
সঠিক উত্তর: [খ]
২২. অপ্রতিসম অ্যালকিনের সংযোজন বিক্রিয়ায় উৎপাদ হয়-
[ক] একটি
[খ]দুইটি
[গ] তিনটি
[ঘ] চারটি
সঠিক উত্তর: [খ]
২৩. ন্যাপথালিন এর সংকেত কোনটি?
[ক] C10H8
[খ]C7H8
[গ] C8H8
[ঘ] C7H6O2
সঠিক উত্তর: [ক]
২৪. CH3COOH সনাক্তকরণ বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়?
[ক] H2
[খ]O2
[গ] CO2
[ঘ] CO
সঠিক উত্তর: [গ]
২৫. গ্লিসারিন শনাক্তকরণ বিক্রিয়া-
[ক] অ্যালক্রোলিন পরীক্ষা
[খ]KMnO4 দ্রবণ পরীক্ষা
[গ] বোরাক্স ফেনফথ্যালিন পরীক্ষা
[ঘ] সবগুলো
সঠিক উত্তর: [ঘ]
২৬. গলনাঙ্ক নির্ণয়ে প্রয়োজনীয় রাসায়নিক উপাদান কোনটি?
[ক] প্যঅরাফিন তেল
[খ]পাতন ফ্লাস্ক
[গ] বুনসেন বার্নার
[ঘ] স্ট্যান্ড
সঠিক উত্তর: [ক]
২৭. মিথেনের ক্লোরিনেশন বিক্রিয়া কোন ধরনের?
[ক] নিউক্লিওফিলিক প্রতিস্থাপন
[খ]মুক্ত-মূলক প্রতিস্থাপন
[গ] ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন
[ঘ] পুনর্বিন্যাস বিক্রিয়া
সঠিক উত্তর: [খ]
২৮. কোনটি প্রতিস্থাপন বিক্রিয়া প্রদর্শন করে না?
[ক] অ্যালকিন
[খ]অ্যালকাইন
[গ] বেনজিন
[ঘ] কোনোটিই নয়
সঠিক উত্তর: [ক]
২৯. ইউরিয়ার আইসোমার কোনটি?
[ক] KCNO
[খ]C6H6
[গ] NH4NO3
[ঘ] NH4CNO
সঠিক উত্তর: [ঘ]
৩০. ফেনল ক্ষারের সাথে বিক্রিয়া করে কী উৎপন্ন করে?
[ক] লবণ
[খ]এসিড
[গ] পানি
[ঘ] লবণ ও পানি
সঠিক উত্তর: [ঘ]
৩১. কার্বনিল মূলকের যোজনী কত?
[ক] 1
[খ]2
[গ] 3
[ঘ] 4
সঠিক উত্তর: [খ]
৩২. নিচের কোন যৌগ অ্যামাইড বিদ্যমান-
i. নাইলন
ii. অ্যাসিপরিন
iii. প্যারাসিটামল
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ]i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ঘ]
৩৩. CnH2n-এর ওজোনোলাইসিসে উৎপন্ন হয়-
i. অ্যালডিহাইড
ii. এসিড
iii. কিটোন
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ]i ও iii
[গ] ii
[ঘ] iii
সঠিক উত্তর: [খ]
৩৪. লিন্ডের কী হিসেবে কাজ করে?
[ক] কীটনাশক
[খ]জীবাণুনাশক
[গ] ব্যথা নিবারক
[ঘ] ঘুমের ঔষধ
সঠিক উত্তর: [খ]
৩৫. কোন মূলক মেটামারিজম প্রদর্শন করে?
[ক] >CO
[খ]-NH2
[গ] –COOH
[ঘ] -NO2
সঠিক উত্তর: [ক]
৩৬. কোন বিক্রিয়টি ফেনলের সনাক্তকরণ বিক্রিয়া নয়?
[ক] লিবারম্যান পরীক্ষা
[খ]ব্রোমিন পানি পরীক্ষা
[গ] ফেরিক ক্লোরাইড পরীক্ষা
[ঘ] কার্বিল অ্যামিন পরীক্ষা
সঠিক উত্তর: [ঘ]
৩৭. অ্যালকিন কোন বিক্রিয়ায় অ্যালকেন এ পরিণত হয়?
[ক] জারণ
[খ]পলিমাকরণ
[গ] সংযোজন
[ঘ] সমাণুকরণ
সঠিক উত্তর: [গ]
৩৮. অ্যালকিনের ওজোন সংযোজন বিক্রিয়ায় দ্রাবক-
[ক] অম্লীয়
[খ]ক্ষারীয়
[গ] বাফার
[ঘ] নিষ্ক্রিয়
সঠিক উত্তর: [ঘ]
৩৯. নাইট্রাইল সমগোত্রীয় শ্রেণির অপ্রধান মূলকের নাম কী?
[ক] সায়ানো
[খ]নাইট্রাইল
[গ] থায়ল
[ঘ] ওন
সঠিক উত্তর: [ক]
৪০. গ্লিসারিন কী?
[ক] ডাইহাইড্রিক অ্যালকোহল
[খ]ট্রাইহাইড্রিক অ্যালকোহল
[গ] সরবিটল
[ঘ] 20 অ্যালকোহল
সঠিক উত্তর: [খ]
৪১. বেনজিনে দ্বিতীয় প্রতিস্থাপকের জন্য সম্ভাব্য অবস্থান কয়টি?
[ক] দুইটি
[খ]তিনটি
[গ] চারটি
[ঘ] পাঁচটি
সঠিক উত্তর: [খ]
৪২. নিউক্লিয়াফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় উৎপন্ন জৈব আয়নকে কী বলা হয়?
[ক] কার্বানায়ন
[খ]কার্বোনিয়াম আয়ন
[গ] কার্বন ফ্রি রেডিকাল
[ঘ] জুইটার আয়ন
সঠিক উত্তর: [খ]
৪৩. শরীরের কোন অংশে ডেটল লাগানো হয়?
[ক] ক্ষতস্থানে
[খ]পচনশীল অংশে
[গ] ড্রেসিং এর কাজে
[ঘ] সবগুলো
সঠিক উত্তর: [ঘ]
৪৪. আগুনরোধী কাপড় প্রস্তুতিতে কোনটি ব্যবহার করা হয়?
[ক] ব্যাকেলাইট
[খ]মেলাইমাইন
[গ] মেলাডুর
[ঘ] নাইলন 6:6
সঠিক উত্তর: [খ]
৪৫. বেনজিন বলয়ের নির্দেশক কত প্রকার?
[ক] দুই প্রকার
[খ]তিন প্রকার
[গ] চার প্রকার
[ঘ] পাঁচ প্রকার
সঠিক উত্তর: [ক]
৪৬. অ্যালফেটিক কার্বক্সিলিক এসিডকে বলা হয়-
[ক] মিনারেল এসিড
[খ]জৈব এসিড
[গ] ফ্যাটি এসিড
[ঘ] সবগুলো
সঠিক উত্তর: [গ]
৪৭. ফেনল নিচের কোন ধর্ম প্রদর্শন করে?
[ক] অম্লীয়
[খ]ক্ষারীয়
[গ] নিরপেক্ষ
[ঘ] উভধর্মী
সঠিক উত্তর: [ক]
৪৮. নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কত প্রকার?
[ক] দুই প্রকার
[খ]তিন প্রকার
[গ] চার প্রকার
[ঘ] পাঁচ প্রকার
সঠিক উত্তর: [ক]
৪৯. পাকা কমলায় কোন এস্টার থাকে?
[ক] বিউটাইল বিউটারেট
[খ]অ্যামাইল অ্যাসিটেট
[গ] অকটাইল অ্যাসিটেট
[ঘ] আইসো অ্যামাইল আইসো ভ্যালারেট
সঠিক উত্তর: [গ]
৫০. কোনটি ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া দেয়?
[ক] প্রোপোন
[খ]বিউটেন
[গ] পেন্টেন
[ঘ] পেন্টিন
সঠিক উত্তর: [ঘ]
৫১. বিউটাইন-1 ও বিউটিন-1 এর মধ্যে পার্থক্য করা যায় কোনটি দ্বারা?
[ক] ব্রোমিন দ্রবণ
[খ]অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড
[গ] অ্যামোনিয়াযুক্তজিঙ্ক ক্লোরাইড
[ঘ] ক্লোরিন দ্রবণ
সঠিক উত্তর: [খ]
৫২. রেসিমিক মিশ্রণের ক্ষেত্রে-
i. এনানসিওমারের সমমোলার মিশ্রণ
ii. সমমোলার মিশ্রণের আবর্তন কোণ শূন্য
iii. আলোক সক্রিয়তা প্রদর্শন করে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ]i
[গ] ii
[ঘ] iii
সঠিক উত্তর: [ক]
৫৩. বেনজিনের ওজোনাইড আদ্র বিশ্লেষণে পাওয়া যায়-
[ক] এক অণু গ্লাইঅক্সাল
[খ]তিন অণু গ্লাইঅক্সাল
[গ] ছয় অণু গ্লাইঅক্সাল
[ঘ] নয় অণু গ্লাইঅক্সাল
সঠিক উত্তর: [খ]
৫৪. গাঠনিক সমাণুতা কত প্রকার?
[ক] ৩
[খ]৪
[গ] ২
[ঘ] ৫
সঠিক উত্তর: [গ]
৫৫. আলকাতরাকে আংশিক পাতন করলে কয়টি অংশ পাওয়া যায়?
[ক] ২Ο
[খ]৩
[গ] ৪
[ঘ] ৫
সঠিক উত্তর: [ঘ]
৫৬. বেয়ার পরীক্ষার মাধ্যমে কী নির্ণয় করা হয়?
[ক] অসম্পৃক্ততা
[খ]সম্পৃক্ততা
[গ] অ্যালকোহলের উপস্থিতি
[ঘ] অ্যালডিহাইডের উপস্থিতি
সঠিক উত্তর: [ক]
৫৭. SN বিক্রিয়া কয় প্রকার?
[ক] ১
[খ]২
[গ] ৩
[ঘ] ৪
সঠিক উত্তর: [খ]
৫৮. অ্যালকেন কোন ধরনের হাইড্রোকার্বন?
[ক] অ্যারোমেটিক
[খ]অ্যালফেটিক
[গ] অসম্পৃক্ত
[ঘ] সবগুলো
সঠিক উত্তর: [খ]
৫৯. মিথানয়িক এসিড ও ইথানয়িক এসিডের বৈসাদৃশ্য ধর্ম কোনটি?
[ক] অম্লত্ব
[খ]ঘনত্ব
[গ] দ্রাব্যতা
[ঘ] বিজারণ ক্ষমতা
সঠিক উত্তর: [ঘ]
৬০. ঘুমের ঔষধ তৈরিতে কোনটি ব্যবহৃত হয়?
[ক] KBr
[খ]KF
[গ] KI
[ঘ] KCI
সঠিক উত্তর: [ক]
৬১. পাকা ফলে বিদ্যমান এস্টার-
i. অ্যামাইল অ্যাসিটেট
ii. ইথাইল বিউটারেট
iii. বেনজাইল অ্যাসিটেট
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ]i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ক]
৬২. 10,20,30,অ্যালকোহলের পার্থক্যকরণে ব্যবহৃত বিকারক কোনটি?
[ক] টলেন বিকারক
[খ]ফেলিং বিকারক
[গ] লুকাস বিকারক
[ঘ] শিফস বিকারক
সঠিক উত্তর: [গ]
৬৩. এস্টারের আর্দ্র বিশ্লেষণ উৎপন্ন হয় কোনটি?
[ক] কার্বক্সিলিক এসিড
[খ]কিটোন
[গ] অ্যালকোহল
[ঘ] ইথার
সঠিক উত্তর: [গ]
৬৪. 'অ্যালিফার' কোন ভাষার শব্দ?
[ক] ফরাসী
[খ]আরবী
[গ] ইতালিয়ান
[ঘ] গ্রিক
সঠিক উত্তর: [ঘ]
৬৫. ফেহলিং দ্রবণ দ্বারা বিজারিত হয়-
i. অ্যালডিহাইড
ii. ফরমিক এসিড
iii. প্রোপনোন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ]i
[গ] ii
[ঘ] iii
সঠিক উত্তর: [ক]
৬৬. কোনটি পলিকার্বক্সিলিক এসিডের উদাহরণ?
[ক] সাক্সিনিক এসিড
[খ]টারটারিক এসিড
[গ] সাইট্রিক এসিড
[ঘ] ম্যালোনিক এসিড
সঠিক উত্তর: [গ]
৬৭. সোডিয়াম অ্যালকানাইডকে আদ্রবিশ্লেষণ করলে উৎপন্ন হয়-
[ক] অ্যালকিন
[খ]অ্যালকেন
[গ] অ্যালকাইন
[ঘ] অ্যালকোহল
সঠিক উত্তর: [গ]
৬৮. C2H2 জৈব যৌগটিতে বিদ্যমান-
i. কার্বন-কার্বন একক বন্ধন
ii. মুক্ত শিকল কাঠামো
iii. অসম্পৃক্ততা বৈশিষ্ট্য
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ]ii
[গ] ii ও iii
[ঘ] iii
সঠিক উত্তর: [গ]
৬৯. কোনটি আবিষ্কারের মাধ্যমে প্রাণশক্তি মতবাদ ভূল প্রমাণিত হয়?
[ক] সুপার ফসফেট
[খ]অ্যামেনিয়া
[গ] কার্বন
[ঘ] অক্সিজেন
সঠিক উত্তর: [খ]
৭০. ইথার কত প্রকার?
[ক] ১
[খ]২
[গ] ৩
[ঘ] ৪
সঠিক উত্তর: [ঘ]
৭১. ইথানলের আইসোমার কোনটি?
[ক] ডাইমিথাইল ইথার
[খ]অ্যাসিটোন
[গ] ডাইইথাইল ইথার
[ঘ] অ্যাসিটালডিহাইড
সঠিক উত্তর: [ক]
৭২. নিম্নের কোনটি অম্লধর্মী?
[ক] বিউটাইন-1
[খ]বিউটাইন-2
[গ] বিউটিন-1
[ঘ] বিউটিন-2
সঠিক উত্তর: [ক]
৭৩. নিচের কোনটি ফরমালিনের ব্যবহার?
[ক] অগ্নি নির্বাপক
[খ]চেতনানাশক
[গ] জীবণুনাশক
[ঘ] কীটনাশক
সঠিক উত্তর: [গ]
৭৪. নিচের কোনটি প্রক্রিয়ায় কিটোন শনাক্ত করা হয়?
[ক] ফেহলিং দ্রবণ
[খ]টলেন বিকারক
[গ] 2. 4-DNPH
[ঘ] বেনেডিকট দ্রবণ
সঠিক উত্তর: [গ]
৭৫. ব্যথা নিবারক হিসেবে কোনটি ব্যবহার করা হয়?
[ক] প্যারাসিটামল
[খ]ডেটল
[গ] গ্লিসারিন
[ঘ] অ্যানিলিন
সঠিক উত্তর: [ক]
৭৬. জৈব এসি ও অ্যালকোহলের বিক্রিয়ায় উৎপন্ন যৌগকে কী বলে?
[ক] ইথার
[খ]এস্টার
[গ] কার্বক্সিলিক এসিড
[ঘ] অ্যামাইড
সঠিক উত্তর: [খ]
৭৭. অ্যালফেটিক অ্যামিনের উচ্চতর সদস্যগুলো কোন প্রকৃতির?
[ক] কঠিন
[খ]তরল
[গ] গ্যাসীয়
[ঘ] অস্বচ্ছ
সঠিক উত্তর: [ক]
৭৮. কোনটি অ্যালিসাইক্লিক যৌগ?
[ক] সাইক্লোবিউটেন
[খ]বেনজিন
[গ] পিরিডিন
[ঘ] পাইরোল
সঠিক উত্তর: [ক]
৭৯. জৈব বিক্রিয়ার রসায়ন কোনটির উপর কেন্দ্রীভূত?
[ক] সমগোত্রীয় শ্রেণি
[খ]কার্যকরী মূলক
[গ] অসম্পৃক্ততা
[ঘ] কোনোটিই নয়
সঠিক উত্তর: [খ]
৮০. কোন পদ্ধতিতে হ্যালোজেন শনাক্ত করা হয়?
[ক] ডুমার
[খ]জেলডাল
[গ] লেসাইন
[ঘ] হ্যাকেল
সঠিক উত্তর: [গ]