একাদশ-দ্বাদশ শ্রেণির গাইড
রসায়ন ১ম পত্র
৩য় অধ্যায়: মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
HSC Chemistry 1st Paper
Chapter-3
MCQ
Question and Answer pdf download
১. বহি:স্থ ইলেকট্রনীয় কাঠামো ns1 বিশিষ্ট মৌল পানির সাথে যুক্ত হলে কোনটি তৈরি করে?
[ক] এসিড
[খ] ক্ষার
[গ] লবণ
[ঘ] ইলেকট্রন
✅ সঠিক উত্তর: [খ]
২. ইলেকট্রনের কয় ধরনের গতি আছে?
[ক] এক ধরনের
[খ] দুই ধরনের
[গ] তিন ধরনের
[ঘ] চার ধরনের
✅ সঠিক উত্তর: [খ]
৩. যে মৌলের পারমাণবিক সংখ্যা 11, পর্যায় সারণিতে তার অবস্থান কোথায়?
[ক] ২য়
[খ] ৩য় পর্যায়ে
[গ] ৪র্থ পর্যায়ে
[ঘ] ৫ম পর্যায়ে
সঠিক উত্তর: [খ]
৪. কোয়ান্টাম সংখ্যা বাড়লে-
[ক] পরমাণুর আকার কমে
[খ] ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ কমে
[গ] আয়নিকরণ শক্তি বাড়ে
[ঘ] পরমাণুর ব্যাসার্ধ কমে
সঠিক উত্তর: [খ]
৫. K-এর জারণ মান নিম্নের কোনটি?
[ক] 1
[খ] +2
[গ] -1
[ঘ] +1
✅ সঠিক উত্তর: [ঘ]
৬. ডাইপোল-ডাইপোল আকর্ষণ বল উভয় পরমাণুকে-
[ক] দূরে ঠেলে দেয়
[খ] কাছে নিয়ে আসে
[গ] একই স্থানে রাখে
[ঘ] সমান দূরে রাখে
✅ সঠিক উত্তর: [খ]
৭. সমযোজী ব্ন্ধনে মৌলের তড়িৎ ঋণাত্মকতা 0. 5 হলে অণুটি কেমন হয়?
[ক] পোলার
[খ] অপোলার
[গ] দ্রবণীয়
[ঘ] সবগুলো
✅ সঠিক উত্তর: [খ]
৮. অ্যাকটিনাইড সিরিজের মৌলগুলো তেজস্ক্রিয় কেন?
[ক] ধাতব ধর্মের কারণে
[খ] গলনাঙ্ক বেশি বলে
[গ] ঘনত্ব বেশি বলে
[ঘ] তেজস্ক্রিয় রশ্মি বিকিরণের ফলে
✅ সঠিক উত্তর: [ঘ]
৯. দীর্ঘ পর্যায়ের কোন মৌলগুলো সারণির মধ্যভাগে থাকে?
[ক] অবস্থাস্তর মৌল
[খ] চালকোজেন মৌল
[গ] মৃৎক্ষার মৌল
[ঘ] ক্ষার মৌল
✅ সঠিক উত্তর: [ক]
১০. কোনটি অ্যালিফেটিক হাইড্রোকার্বনের C5-C17 এর ভৌত অবস্থা?
[ক] গ্যাস
[খ] তরল
[গ] কঠিন
[ঘ] প্লাজমা
✅ সঠিক উত্তর: [খ]
১১. একটি মৌল যার পরমাণুর শেষ ইলেকট্রন d অরবিটালে যায়, তাদের কী বলে?
[ক] s ব্লক মৌল
[খ] p ব্লক মৌল
[গ] d ব্লক মৌল
[ঘ] f ব্লক মৌল
✅ সঠিক উত্তর: [গ]
১২. অষ্টক পূর্ণতার জন্য আয়নিক যৌগের মৌলগুলো ইলেকট্রন কী করে?
[ক] শেয়ার করে
[খ] ত্যাগ করে
[গ] বিকিরণ করে
[ঘ] বর্ণালির সৃষ্টি করে
✅ সঠিক উত্তর: [খ]
১৩. যে সব শর্ত দ্বারা আয়নের পোলারায়নের পরিমাণ নির্ধারণ করা হয় তাদেরকে কী বলে?
[ক] আউফবাউ নীতি
[খ] পলির বর্জন নীতি
[গ] হুন্ড নীতি
[ঘ] ফাযানের নীতি
✅ সঠিক উত্তর: [ঘ]
১৪. প্রায় বেশির ভাগ p-ব্লক মৌলের ক্ষেত্রে কোনটি সঠিক ধর্ম?
[ক] তড়িৎ ধনাত্মকতা
[খ] তড়িৎ ঋণাত্মক
[গ] তড়িৎ অধিক পরিবাহী
[ঘ] ক, খ ও গ সবগুলো
✅ সঠিক উত্তর: [খ]
১৫. যৌগের কেন্দ্রীয় পরমাণুটি sp সংকরিত আকৃতি কেমন হয়?
[ক] পিরামিড
[খ] ত্রিমোণাকার
[গ] সরলরৈখিক
[ঘ] বর্গাকার
✅ সঠিক উত্তর: [গ]
১৬. সমযোজী যৌগের অণুতে ডাইপোলের ধর্মকে কী বলে?
[ক] ডাইপোলার
[খ] পোলার
[গ] পোলারিটি
[ঘ] পোলার অণু
✅ সঠিক উত্তর: [গ]
১৭. সন্নিবেশ বন্ধনে পরমাণুগুলোর যোজ্যতা স্তর-
[ক] অস্টক সম্পূর্ণ
[খ] অষ্টক অপূর্ণ
[গ] অষ্টক পূর্ণ
[ঘ] অষ্টক নেই
✅ সঠিক উত্তর: [খ]
১৮. যে দূরত্বে নিট আকর্ষণ বল সবচেয়ে বেশি তাকে কী বলে?
[ক] অণুর সাম্য দূরত্ব
[খ] বন্ধন দৈর্ঘ্য
[গ] মধ্যকার ইলেকট্রন দূরত্ব
[ঘ] বন্ধন কোণ
✅ সঠিক উত্তর: [খ]
১৯. আয়নিক ও সমযোজী বন্ধনের মধ্যে পার্থক্যকারী বিষয় কী?
[ক] সমাণুতা
[খ] দিকদর্শিতা
[গ] গলনাঙ্ক
[ঘ] সবকয়টি
✅ সঠিক উত্তর: [ঘ]
২০. একই পর্যায়ে অ্যানায়নের পোলারায়ন ক্ষমতা বৃদ্ধি পায় কেন?
[ক] ব্যাসার্ধ হ্রাস পায়
[খ] ব্যাসার্ধ বৃদ্ধি পায়
[গ] চার্জ কমে যায়
[ঘ] আকার বেড়ে যায়
✅ সঠিক উত্তর: [ক]
২১. আয়নিক ও সমযোজী বন্ধনের মধ্যে পার্থক্যকারী বিষয় কী?
[ক] সমাণুতা
[খ] দিকদর্শিতা
[গ] গলনাঙ্ক
[ঘ] সবকয়টি
✅ সঠিক উত্তর: [ঘ]
২২. s ব্লকে কয়টি মৌল?
[ক] 14
[খ] 27
[গ] 30
[ঘ] 40
✅ সঠিক উত্তর: [ক]
২৩. আয়নিক বন্ধন কখন গঠিত হয়?
[ক] দুটি পরমাণুর মধ্যে ইলেকট্রনের অংশীদারীত্ব ঘটে
[খ] দুটি পরমাণুর মধ্যে প্রোটনের আদান-প্রদান ঘটে
[গ] একটি পরমাণু ইলেকট্রন ত্যাগ করে এবং অপর পরমাণুটি ইলেকট্রন গ্রহণ করে
[ঘ] দুটি ধাতব পরমাণু পরস্পরের সাথে ইলেকট্রন বিনিময় করে
✅ সঠিক উত্তর: [গ]
২৪. নাইট্রোজেন পরমাণুর অবস্থান কোথায়?
[ক] ২য় পর্যায়, ৭ম গ্রুপ
[খ] ২য় পর্যায়, ৫ম গ্রুপ
[গ] ৫ম পর্যায়, ২য় গ্রুপ
[ঘ] ৭ম পর্যায়, ২য় গ্রুপ
✅ সঠিক উত্তর: [খ]
২৫. যৌগের সমযোজী বৈশিষ্ট্য বৃদ্ধির সাথে সাথে নিচের কোনটি হয়?
[ক] দ্রাব্যতা গুণ বেড়ে যায়
[খ] দ্রাবতা গুণ কমে যায়
[গ] দ্রাব্যতা গুণ একই থাকে
[ঘ] দ্রাব্যতা দ্বিগুণ হয়
✅ সঠিক উত্তর: [খ]
২৬. সমযোজী অণুতে বন্ধন ইলেকট্রন যুগল সমভাবে শেয়ার করে অষ্টকপূর্ণ করে, কার মতবাদ?
[ক] লুইস
[খ] পলিং
[গ] স্লেটার
[ঘ] প্রাউস
✅ সঠিক উত্তর: [ক]
২৭. পর্যায় সারণির বামদিক থেকে ডানদিকে অগ্রসর হলে আয়নিক বিভব-
[ক] কমে
[খ] বাড়ে
[গ] কমে ও বাড়ে
[ঘ] একই থাকে
✅ সঠিক উত্তর: [খ]
২৮. নিচের কোনটি কালো বর্ণ যুক্ত অণু?
[ক] CuS
[খ] PbS
[গ] HgS
[ঘ] সবগুলো
✅ সঠিক উত্তর: [ঘ]
২৯. অবস্থান্তর ধাতুর একক পরমাণুতে ৫টি ইলেকট্রন সমশক্তি স্তরে থাকলে তাকে বলা হয়-
[ক] জেনারেটর
[খ] ডিজেনারেট
[গ] নন-ডিজেনারেট
[ঘ] (ক+খ)
সঠিক উত্তর: [খ]
৩০. মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যার মান যত, মৌলটি পর্যায় সারণির-
[ক] তত পর্যায়ে অবস্থিত
[খ] তত গ্রুপ এ অবস্থিত
[গ] তত কাছে অবস্থিত
[ঘ] তত দূরে অবস্থিত
✅ সঠিক উত্তর: [ক]
৩১. N এর কয়টি অক্সাইড?
[ক] ৩টি
[খ] ৬টি
[গ] ৫টি
[ঘ] ২টি
✅ সঠিক উত্তর: [গ]
৩২. p-অরবিটালের আকার কীরূপ?
[ক] ডাম্বেল আকৃতি
[খ] গোলাকার
[গ] বর্তুলাকার
[ঘ] লম্বাকৃতি
✅ সঠিক উত্তর: [ক]
৩৩.পারমাণবিক ব্যাসার্ধের প্রকার নয় নিম্নের কোনটি?
[ক] আয়নিক ব্যাসার্ধ
[খ] সমযোজী ব্যাসার্ধ
[গ] ধাতব ব্যাসার্ধ
[ঘ] ভ্যানডার ওয়ালস ব্যাসার্ধ
✅ সঠিক উত্তর: [ক]
৩৪. কোনো মৌলের O2 এর সাথে সংযোগের ক্ষেত্রে বাম হতে ডানে যোজ্যতার কীরূপ পরিবর্তন ঘটে?
[ক] বাড়ে
[খ]কমে
[গ] সমান থাকে
[ঘ] অপরিবর্তিত থাকে
✅ সঠিক উত্তর: [ক]
৩৫. কক্ষের একটি s অরবিটাল ও 3টি p অরবিটাল মিশ্রিত হয়ে যে অরবিটাল গঠন করে সেগুলোর প্রকৃতি কেমন হয়?
[ক] সমতুল্য
[খ] অসমতুল্য
[গ] বিষম আকৃতির
[ঘ] অসমশক্তির
✅ সঠিক উত্তর: [ক]
৩৬. তীব্র ধনাত্মক ধাতু কোনটি?
[ক] K
[খ] Mg
[গ] Zn
[ঘ] Ca
✅ সঠিক উত্তর: [ক]
৩৭. সংজ্ঞা মতে f-ব্লক মৌল কয়টি?
[ক] ৩০টি
[খ] ২৭টি
[গ] ৩২টি
[ঘ] ২৯টি
✅ সঠিক উত্তর: [খ]
৩৮. একই গ্রুপের উপর থেকে নিচে পারমানবিক ব্যাসার্ধ-
[ক] কমে
[খ] বাড়ে
[গ] বাড়ে ও কমে
[ঘ] স্থির থাকে
✅ সঠিক উত্তর: [খ]
৩৯. কোনটি সেলুলোজ এর মনোমার?
[ক] গ্লুকোজ
[খ] সুক্রোজ
[গ] অ্যালকোহল
[ঘ] এস্টার
✅ সঠিক উত্তর: [ক]
৪০. নিষ্ক্রিয় গ্যাসের আপেক্ষিক তাপের অনুপাত কত?
[ক] 1. 667
[খ] 1. 45
[গ] 1. 93
[ঘ] কোনোটিই নয়
✅ সঠিক উত্তর: [ক]
৪১. গ্রুপ VIA মৌলসমূহ-
i.s-ব্লক মৌল
ii.এদের মুক্ত ইলেকট্রন থাকে না
iii.এরা সবাই অধাতু
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] ii ও iii
[ঘ] iii
✅ সঠিক উত্তর: [গ]
৪২. s-ব্লক মৌলের সংখ্যা কয়টি?
[ক] ১৩টি
[খ] ১৪টি
[গ] ১২টি
[ঘ] ১১টি
✅ সঠিক উত্তর: [খ]
৪৩. কোনটি সমযোজী যৌগ?
[ক] CH4
[খ] HCI
[গ] HF
[ঘ] HBr
✅ সঠিক উত্তর: [ক]
৪৪. যোজ্যতা স্তরে ২টি সংকর অরবিটাল থাকলে অপুর আকৃতি কীরূপ হয়?
[ক] সরলরৈখিক
[খ] চতুস্তলকীয়
[গ] ত্রিভুজাকৃতির
[ঘ] অষ্টমতলকীয়
✅ সঠিক উত্তর: [ক]
৪৫. ডাইপোল-ডাইপোল আকর্ষণ বল উভয় পরমাণুকে-
[ক] দূরে ঠেলে দেয়
[খ] কাছে নিয়ে আসে
[গ] একই স্থানে রাখে
[ঘ] সমান দূরে রাখে
✅ সঠিক উত্তর: [খ]
৪৬. KCI যৌগটির বৈশিষ্ট্যসমূহ-
i.উচ্চগলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট
ii.পোলার দ্রাবকে দ্রবীভূত
iii.কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i
[গ] iii
[ঘ] ii
✅ সঠিক উত্তর: [ক]
৪৭. হাইড্রোজেন বন্ধন গঠিত হয়-
[ক] পোলার অণুসমূহের মধ্যে
[খ] আপোলার অণুসমূহের মধ্যে
[গ] ধনাত্মক অণুসমূহের মধ্যে
[ঘ] ঋণাত্মক অণুসমূহের মধ্যে
✅ সঠিক উত্তর: [ক]
৪৮. ধাতুসমূহ প্রকৃতিতে বিদ্যমান-
i.অক্সাইড ও সালফাইড হিসেবে
ii.আকরিক হিসেবে
iii.মুদ্রা ধাতু হিসেবে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i
[গ] ii
[ঘ] iii
✅ সঠিক উত্তর: [ক]
৪৯. সন্নিবেশ বন্ধনে পরমাণুগুলোর যোজ্যতা স্তর-
[ক] অস্টক সম্পূর্ণ
[খ] অষ্টক অপূর্ণ
[গ] অষ্টক পূর্ণ
[ঘ] অষ্টক নেই
✅ সঠিক উত্তর: [খ]
৫০. নিম্নের কোনটিতে সমযোজী বন্ধন নেই?
[ক] বরফ
[খ] কপার
[গ] পানি
[ঘ] ডায়মন্ড
✅ সঠিক উত্তর: [খ]
৫১. পানির অণুতে অক্সিজেনের Hybridisation state কত?
[ক] sp
[খ] sp2
[গ] sp3
[ঘ] sp3d
✅ সঠিক উত্তর: [গ]
৫২. ৫ম পর্যায়ের d-ব্লক মৌলের ১ম ও শেষ মৌল দুটি নিম্নের কোনটি?
[ক] Sc ও Zn
[খ] Y ও Cd
[গ] Ac ও Rf
[ঘ] Cd ও Rf
✅ সঠিক উত্তর: [খ]
৫৩. মৃৎক্ষারীয় ধাতুর ক্ষেত্রে গ্রুপের উপর থেকে নিচে নিম্নোক্ত ধর্মগুলোর কোনটির হ্রাস ঘটে?
[ক] পারমাণবিক ব্যাসার্ধ
[খ] প্রথম আয়নিকরণ শক্তি
[গ] আয়নিক ব্যাসার্ধ
[ঘ] পারমাণবিক আয়তন
✅ সঠিক উত্তর: [খ]
৫৪. কোনটি Fe+2 এর আধুনিক নাম?
[ক] আয়রন (II)
[খ] ফেরাস
[গ] আয়রন (II)
[ঘ] ফেরিক
✅ সঠিক উত্তর: [ক]
৫৫. ক্যাটায়নের চার্জ যত বেশি হয় অ্যানায়ন তত বেশি কী হয়?
[ক] পোলারিত হয়
[খ] আয়নিত হয়
[গ] হ্রাস পায়
[ঘ] বৃদ্ধি পায়
✅ সঠিক উত্তর: [ক]
৫৬. s অরবিটালের আকৃতি কেমন?
[ক] ডাম্বেল
[খ] পিরামিড
[গ] বর্তুলাকার
[ঘ] চতুস্তলকীয়
✅ সঠিক উত্তর: [গ]
৫৭. তৃতীয় পর্যায়ের চতুর্থ মৌলটির অক্সাইড?
[ক] অম্লধর্মী
[খ] ক্ষারধর্মী
[গ] উভধর্মী
[ঘ] নিরপেক্ষ
✅ সঠিক উত্তর: [ক]
৫৮. কার্বন-কার্বন ত্রি-বন্ধনের দূরত্ব অপেক্ষা দ্বি-বন্ধনের দূরত্ব-
[ক] কম
[খ] বেশি
[গ] মাধ্যম
[ঘ] সমান
✅ সঠিক উত্তর: [খ]
৫৯. কোনো পর্যায়ের বাম হতে ডানে অগ্রসর হলে মধ্যবর্তী ধাতুর অক্সাইডগুলোর প্রকৃতি কীরূপ হবে?
[ক] ক্ষারধর্মী
[খ] অম্লধর্মী
[গ] উভধর্মী
[ঘ] লবণ ধর্মী
✅ সঠিক উত্তর: [গ]
৬০. He এর কোনটি পূর্ণ থাকে?
[ক] অষ্টক
[খ] দ্বিত্ব
[গ] সকল শক্তিস্তর
[ঘ] অন্ত:স্থ শক্তি স্তর
✅ সঠিক উত্তর: [খ]
৬১. নোবেল গ্যাসকে 18 গ্রুপে স্থান পাওয়া হয়েছে কেন?
[ক] যোজনী ৪
[খ] যোজনী শূন্য
[গ] যোজনী ২
[ঘ] যোজনী ৫
✅ সঠিক উত্তর: [খ]
৬২. সর্বপ্রথম ট্রায়োড বা ত্রয়ী সূত্র প্রদান করেন কোন বিজ্ঞানী?
[ক] নিউল্যান্ড
[খ] লুথার মেয়ার
[গ] ডোবিরিনায়ের
[ঘ] নিউল্যান্ড
✅ সঠিক উত্তর: [ঘ]
৬৩. পোলারায়ন যত বেশি হবে যৌগের-
[ক] সমযোজী বৈশিষ্ট্য হ্রাস পাবে
[খ] সমযোজী ধর্ম তত বৃদ্ধি পাবে
[গ] আয়নিক ধর্ম বৃদ্ধি পাবে
[ঘ] কোন পরিবর্তন হবে না
✅ সঠিক উত্তর: [খ]
৬৪. দুইটি পারমাণবিক অরবিটালের অধিক্রমণের ফলে আণবিক অরবিটাল গঠনকালে-
i.শক্তি নির্গত হয়
ii.আণবিক অরবিটালের স্থিতিশক্তি কমে যায়
iii.আণবিক অরবিটাল সুস্থিত হয়
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] iii
[ঘ] i, ii ও iii
✅ সঠিক উত্তর: [ঘ]
৬৫. সমযোজী অণুতে বন্ধন ইলেকট্রন যুগল সমভাবে শেয়ার করে অষ্টকপূর্ণ করে, কার মতবাদ?
[ক] লুইস
[খ] পলিং
[গ] স্লেটার
[ঘ] প্রাউস
✅ সঠিক উত্তর: [ক]
৬৬. পর্যায় সারণিতে 16 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের অবস্থান কোন পর্যায়ে?
[ক] ২য় পর্যায়ে
[খ] ৫ম পর্যায়ে
[গ] ৩য় পর্যায়ে
[ঘ] ৪র্থ পর্যায়ে
✅ সঠিক উত্তর: [গ]
৬৭. কার্বন-কার্বন সিগমা বন্ধনে হাইব্রিডাইজেশন ঘটে-
[ক] ইথেন
[খ] ইথিলিন
[গ] অ্যাসিটলিন
[ঘ] জেনজিন
✅ সঠিক উত্তর: [ক]
৬৮. মৌলের ইলেকট্রন বিন্যাসের পর যদি সর্বশেষ ইলেকট্রনটি p-অরবিটালে প্রবেশ করে, তবে তাদের বলে-
[ক] s-ব্লক মৌল
[খ] p-ব্লক মৌল
[গ] d-ব্লক মৌল
[ঘ] f-ব্লক মৌল
✅ সঠিক উত্তর: [খ]
৬৯. আণবিক অরবিটাল গঠনের সময় ইলেকট্রনের ঘূর্ণন কোন দিকে হয়?
[ক] একই দিকে
[খ] বিপরীত দিকে
[গ] উপরের দিকে
[ঘ] নিচের দিকে
✅ সঠিক উত্তর: [খ]
৭০. CH4 অণুর চারটি সমযোজী বন্ধন সমশক্তি ব্যাখ্যা করেন কোন বিজ্ঞানী?
[ক] পলিং ও স্লোটার
[খ] স্লোটার প্রাউস
[গ] প্রাউস ও পলিং
[ঘ] বোর ও সাইজেক
✅ সঠিক উত্তর: [ক]
৭১. উভধর্মী অক্সাইড কোনটি?
[ক] BeO
[খ] B2O3
[গ] N2O3
[ঘ] B3O5
✅ সঠিক উত্তর: [খ]
৭২. সমযোজী ব্ন্ধনে মৌলের তড়িৎ ঋণাত্মকতা 0. 5 হলে অণুটি কেমন হয়?
[ক] পোলার
[খ] অপোলার
[গ] দ্রবণীয়
[ঘ] সবগুলো
✅ সঠিক উত্তর: [খ]
৭৩. নিম্নের কোনটিতে সমযোজী বন্ধন নেই?
[ক] বরফ
[খ] কপার
[গ] পানি
[ঘ] ডায়মন্ড
✅ সঠিক উত্তর: [খ]
৭৪. মৌলের রাসায়নিক ধর্ম একটি পর্যায়বৃত্ত প্রমাণ করেন কে?
[ক] মেন্ডেলিফ
[খ] বোর
[গ] লুথার মেয়ার
[ঘ] নিউল্যান্ড
✅ সঠিক উত্তর: [ক]
৭৫. সন্নিবেশ সমযোজী বন্ধনের ক্ষেত্রে কোনটি মুক্তজোড় ইলেকট্রন দান করে?
[ক] ক্যাটায়ন
[খ] অ্যানায়ন
[গ] লিগ্যান্ড
[ঘ] ক্যাট্যালিস্ট
✅ সঠিক উত্তর: [গ]
৭৬. পোলারায়ন বৃদ্ধির সাথে যৌগসমূহের মধ্যে কী ঘটে?
[ক] গলনাঙ্ক বৃদ্ধি পায়
[খ] স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়
[গ] স্ফুটনাঙ্ক হ্রাস পায়
[ঘ] গলনাঙ্ক একই থাকে
✅ সঠিক উত্তর: [গ]
৭৭. Se+3 আয়নটি যৌগ গঠন করলে উৎপন্ন যৌগটি-
i.রঙ্গিন
ii.বর্ণহীন
iii.জটিল
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] ii ও iii
[ঘ] iii
✅ সঠিক উত্তর: [গ]
৭৮. যৌগের সমযোজী বৈশিষ্ট্য বৃদ্ধির সাথে সাথে নিচের কোনটি হয়?
[ক] দ্রাব্যতা গুণ বেড়ে যায়
[খ] দ্রাবতা গুণ কমে যায়
[গ] দ্রাব্যতা গুণ একই থাকে
[ঘ] দ্রাব্যতা দ্বিগুণ হয়
✅ সঠিক উত্তর: [খ]
৭৯. মুখোমুখি বা পাশাপাশি অধিক্রমণের ফলে কোন বন্ধন সৃষ্টি হয়?
[ক] আয়নিক বন্ধন
[খ] হাইডোজেন বন্ধন
[গ] ধাতব বন্ধন
[ঘ] সমযোজী বন্ধন
✅ সঠিক উত্তর: [ঘ]
৮০. সমযোজী যৌগ হওয়া সত্ত্বেওB যৌগটিতে আয়নিক যৌগ দ্রবীভূত হয় কেন?
[ক] যৌগটির পৃষ্ঠটান বেশি বলে
[খ] যৌগটির সংশক্তি বলের কারণে
[গ] যৌগটির অণু পোলার বলে
[ঘ] যৌগটির সংযুক্তি বলের কারণে
✅ সঠিক উত্তর: [গ]
৮১. পোলারায়ন বৃদ্ধির সাথে যৌগসমূহের মধ্যে কী ঘটে?
ক)গলনাঙ্ক বৃদ্ধি পায়
[খ] স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়
[গ] স্ফুটনাঙ্ক হ্রাস পায়
[ঘ] গলনাঙ্ক একই থাকে
✅ সঠিক উত্তর: [গ]
৮২. অনাদ্র কোবাল্ট (II) যৌগের রং কেমন?
[ক] লাল
[খ] নীল
[গ] বেগুনি
[ঘ] সাদা
✅ সঠিক উত্তর: [খ]
৮৩. অক্সিজেন পরমানুর যোজ্যতা স্তরের কয়টি শক্তিস্তর বিদ্যমান?
[ক] ১টি
[খ] ২টি
[গ] ৩টি
[ঘ] ৪টি
✅ সঠিক উত্তর: [খ]
৮৪. হাইড্রোজেন পরমাণুর পারমাণবিক সংখ্যা কত?
[ক] দুই
[খ] তিন
[গ] এক
[ঘ] চার
✅ সঠিক উত্তর: [গ]
৮৫. ভিন্ন ভিন্ন মৌলের দুই বা ততোধিক পরমাণু যুক্ত হয়ে কী তৈরি করে?
[ক] যৌগের পরমানু
[খ] যৌগের আয়ন
[গ] যৌগের অণু
[ঘ] কোনটিই নয়
✅ সঠিক উত্তর: [গ]
৮৬. ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত করার ফলে নির্গত শক্তি কোনটি?
[ক] আয়নিকরণ শক্তি
[খ] ইলেকট্রন আসক্তি
[গ] তড়িৎ ঋণাত্মকতা
[ঘ] তড়িৎ ধনাত্মকতা
✅ সঠিক উত্তর: [খ]
৮৭. অষ্টক পূর্ণতার জন্য আয়নিক যৌগের মৌলগুলো ইলেকট্রন কী করে?
[ক] শেয়ার করে
[খ] ত্যাগ করে
[গ] বিকিরণ করে
[ঘ] বর্ণালির সৃষ্টি করে
✅ সঠিক উত্তর: [খ]
৮৮. বায়ুমন্ডলে শতকরা পরিমাণ বেশি কোনটির?
[ক] আর্গন
[খ] জেনন
[গ] নিয়ন
[ঘ] রেডন
✅ সঠিক উত্তর: [ক]
৮৯. ৩য় পর্যায়ের মৌলসমূহের যোজনী 1 থেকে 7 পর্যন্ত-
[ক] বৃদ্ধি পায়
[খ] হ্রাস পায়
[গ] স্থির থাকে
[ঘ] সমান থাকে
✅ সঠিক উত্তর: [ক]
৯০. বন্ধন গঠনের উদ্দেশ্য হল-
i.অষ্টক পূরণের উচ্ছা
ii.সুস্থিত ইলেকট্রন বিন্যাস অর্জন
iii.অন্য মৌলের সাথে মিলিত হবার ইচ্ছা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i
[গ] ii
[ঘ] iii
✅ সঠিক উত্তর: [ক]
৯১. (II) B উপগ্রুপের মৌলের জটিল যৌগের গঠন হয় কেন?
[ক] আয়নের আকার বড়
[খ] নিম্ন নিউক্লিয়ার আধান
[গ] d-অরবিটালের উপস্থিতি
[ঘ] d-অরবিটালে অনপস্থিতি
✅ সঠিক উত্তর: [গ]
৯২. অধাতব মৌলগুলো বন্ধন গঠন করে কীভাবে?
[ক] ইলেকট্রন ত্যাগ করে
[খ] ইলেকট্রন গ্রহণ করে না
[গ] ইলেকট্রন শেয়অর করে
[ঘ] উপরের সবগুলো
✅ সঠিক উত্তর: [গ]
৯৩. Li,Na, K এগুলো কী ধাতু নামে পরিচিত?
[ক] মৃৎক্ষার ধাতু
[খ] ক্ষার ধাতু
[গ] বিরল মৃত্তিকা
[ঘ] অপধাতু
✅ সঠিক উত্তর: [খ]
৯৪. DNA এর কাঠামো দ্বি-হেলিক্স কার মডেল?
[ক] ওয়াটসন ও ক্রীক
[খ] ভ্যান্ডারওয়ালস
[গ] রাদারফোর্ড
[ঘ] নীলস বোর
✅ সঠিক উত্তর: [ক]
৯৫. Na, Mg, Al এর মৌলসমূহের মধ্যে কোন প্রকার বন্ধন বিদ্যমান?
[ক] ধাতব বন্ধন
[খ] অধাতব বন্ধন
[গ] আয়নিক
[ঘ] সমযোজী
✅ সঠিক উত্তর: [ক]
৯৬. কোন দ্রবণের pH এর মান 7 অপেক্ষা বেশি হলে দ্রবণটি-
[ক] ক্ষারীয়
[খ] এসিডীয়
[গ] নিরপেক্ষ
[ঘ] কোনটিই নয়
✅ সঠিক উত্তর: [ক]
৯৭. নিচের কোন পদার্থের ডাইপোল-ডাইপোল আকর্ষণ বল কম-
[ক] তরল পদার্থে
[খ] কঠিন পদার্থে
[গ] গ্যাসসমূহে
[ঘ] কোনটিই নয়
✅ সঠিক উত্তর: [গ]
৯৮. একই পর্যায়ে অ্যানায়নের পোলারায়ন ক্ষমতা বৃদ্ধি পায় কেন?
[ক] ব্যাসার্ধ হ্রাস পায়
[খ] ব্যাসার্ধ বৃদ্ধি পায়
[গ] চার্জ কমে যায়
[ঘ] আকার বেড়ে যায়
✅ সঠিক উত্তর: [ক]
উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও:
‘Y’ একটি অধাতু যা সমুদ্রের আগাছায় পাওয়া যায় এবং যার অভাবে একটি মাত্রাত্মক রোগ সৃষ্টি হয়।
৯৯. ‘Y’ কোন ব্লকের সদস্য?
[ক] s
[খ] p
[গ] d
[ঘ] f
✅ সঠিক উত্তর: [খ]
১০০. Y মৌলটি ক্ষার ধাতুর সাথে ক্রিয়ার কোন যেীগটি গঠন করবে?
[ক] NaBr
[খ] Nal
[গ] NaCl
[ঘ] MgCl2
✅ সঠিক উত্তর: [খ]
0 Comments:
Post a Comment