একাদশ-দ্বাদশ শ্রেণির গাইড
রসায়ন ১ম পত্র
১ম অধ্যায় : ল্যবরেটরির নিরাপদ ব্যবহার
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
HSC Chemistry 1st Paper
Chapter-1
MCQ
Question and Answer pdf download
১. ল্যাবরেটরিতে গ্লাসের তৈরি যন্ত্রের সংযোগস্থল বায়ুরোধী করতে কী ব্যবহার করা হয়?
[ক] স্টপ কর্ক
[খ] কর্ক
[গ] ছিদ্র যুক্ত কর্ক
[ঘ] গ্রীজ
✅ সঠিক উত্তর: [ঘ]
২. শুষ্ক AICI3 + 3H2O AI(OH)3 + B; প্রদত্ত বিক্রিয়ায় উৎপন্ন পদার্থ B থেকে রক্ষা পাবার জন্য কোনটি ব্যবহার করা যুক্তিযুক্ত?
[ক] নিরাপদ চশমা
[খ] হ্যান্ড গ্লাভস
[গ] মাস্ক
[ঘ] রাসায়নিক স্প্লাস গগলস
✅ সঠিক উত্তর: [গ]
৩. গাঢ় এসিডকে লঘু করার নিয়ম কোনটি?
[ক] এসিডে পানি ঢালতে হবে
[খ] পানিতে এসিড ঢালতে হবে
[গ] এসিড বোতলের মুখ খোলা রাখতে হবে
[ঘ] এসিড বোতলের মুখ বন্ধ রাখতে হবে
✅ সঠিক উত্তর: [খ]
৪. ক্ষয়কারী পদার্থের pH কত থাকে?
[ক] 2.5 এর বেশি ও 12.5 এর কম
[খ] 2.5 এর কম ও 12.5 এর বেশি
[গ] 2.5 এর কম ও 12.5 এর
[ঘ] 2.6 এর বেশি ও 12.5 এর কম
✅ সঠিক উত্তর: [খ]
৫. ভারী ধাতুর সংখ্যা-
[ক] বারটি
[খ] তেরটি
[গ] বিশটি
[ঘ] তেইশটি
✅ সঠিক উত্তর: [ঘ]
৬. কোন কারণে কাঁচ পাত্রে কালির দাগ পড়ে?
[ক] জ্বালানির অধিক দহন
[খ] জ্বালানির অসম্পূর্ণ দহন
[গ] কম মূল্যের জ্বালানির ব্যবহার
[ঘ] জ্বালানির সাথে অধিক বায়ুর প্রবেশ
✅ সঠিক উত্তর: [খ]
৭. রাসায়নিক দ্রব্য কোনটিতে আবদ্ধ রাখলে ভালো হয়?
[ক] কাচের পাত্র
[খ] প্লাস্টিক পাত্র
[গ] স্টিলের পাত্র
[ঘ] কাঠের পাত্র
✅ সঠিক উত্তর: [খ]
৮. পল-লুঙ্গির নিক্তিকে কাট ও কাচ নির্মিত বক্সে আবদ্ধ রাখার কারণে-
i. প্রত্যক্ষভাবে ওজন করা
ii. গসের পদ্ধতি
iii. বোর্দার প্রতিস্থাপন পদ্ধতি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
✅ সঠিক উত্তর: [ঘ]
৯. জ্বালানি গ্যাসের সম্পূর্ণ দহন হলে কোন কণা অবশিষ্ট থাকে না?
[ক] অক্সিজেন কণা
[খ] ফসফরাস কণা
[গ] কার্বণ
[ঘ] সালফার কণা
✅ সঠিক উত্তর: [গ]
১০. পল-বুঙ্গি ব্যালেন্সের বেদীতে কয়টি স্ক্রু থকে
[ক] তিনটি
[খ] দুইটি
[গ] চারটি
[ঘ] পাঁচটি
✅ সঠিক উত্তর: [খ]
১১. তুলাদন্ডে থাকা ক্ষুরধারে আকৃতি কিরূপ?
[ক] সুচের মতো
[খ] লম্বা এবং গোল
[গ] লম্বা এবং চারকোণা
[ঘ] প্রিজমাকৃতি
✅ সঠিক উত্তর: [ঘ]
১২. দুর্বল ক্ষার কেনটি?
[ক] বেরিলিয়াম হাইড্রক্সাইড
[খ] পটাসিয়াম হাইড্রক্সাইড
[গ] ক্যালসিয়াম হাইড্রক্সাইড
[ঘ] সোডিয়াম হাইড্রক্সাইড
✅ সঠিক উত্তর: [ক]
১৩. ব্যুরেটের গায়ে কোন স্কেলের দাগ কাটা থাকে?
[ক] mL
[খ] L
[গ] cm3
[ঘ] dm3
✅ সঠিক উত্তর: [ক]
১৪. ল্যাবরেটরির এসিড জলাশয়, মাটিতে মিশে pH মান-
[ক] বাড়ায়
[খ] কমায়
[গ] সমান রাখে
[ঘ] শূন্য করে
✅ সঠিক উত্তর: [খ]
১৫. মেজারিং সিলিন্ডার ব্যবহৃত হয়-
i. ওজন পরিমাপে
ii. তরলের আয়তন জানতে
iii. মিলিলিটারে আয়তন পরিমাপে
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] ii ও iii
[ঘ] iii
✅ সঠিক উত্তর: [গ]
১৬. বর্জ্য রাসায়নিক পদার্থের জন্য কোন ধরনের কনটেইনার ব্যবহার করা করতে হয়?
[ক] কাচের
[খ] কাঠের
[গ] লোহার
[ঘ] মাটির
✅ সঠিক উত্তর: [ক]
১৭. বুনসেন বারানারের উপর নিচের কোনটিকে রাখা হয়?
[ক] দ্বিপদী স্ট্যান্ড
[খ] ত্রিপদী স্ট্যান্ড
[গ] কলিক্যাল ফ্লাস্ক
[ঘ] পানি
✅ সঠিক উত্তর: [খ]
১৮. গাঢ় এসিড লঘূ করার সময় পানি এসিডে যোগ করার কারণ কোনটি?
[ক] তাপ উৎপন্ন হয়
[খ] তাপ শোষিত হয়
[গ] তাপহারী বিক্রিয়া সংঘটিতে হবে
[ঘ] পাত্রের আয়তন বৃদ্ধি পায়
✅ সঠিক উত্তর: [ক]
১৯. নিম্ন তাপের বিক্রিয়ার ক্ষেত্রে কোনটি ব্যবহৃত হয়?
[ক] গোলতুলি ফ্লাস্ক
[খ] কনিক্যাল ফ্লাস্ক
[গ] টেস্টটিউব
[ঘ] বিকার
✅ সঠিক উত্তর: [খ]
২০. বিক্রিয়া সংঘটনের পূর্বে গোলতলী ফাস্ককে বায়ুরোধী করা হয় কেন?
[ক] ভেতরে বায়ুর চাপ বাড়ানোর জন্য
[খ] ভেতরে বায়ুর চাপ কমানো জন্য
[গ] উৎপাদ গ্যাস যেন বাহিরে আসতে না পারে
[ঘ] অধিক তাপে ফাস্ক যেন ফেটে না যায়
✅ সঠিক উত্তর: [গ]
২১. পল-বুঙ্গি ব্যালেন্সের স্তম্ভের ভিতরে থাকে?
ক)জিঙ্ক ডাস্ট
[খ] সিলিকা জেল
[গ] সীসা
[ঘ]ধাতব যন্ত্র
✅ সঠিক উত্তর: [ঘ]
২২. ল্যাব ব্যবহৃত চোখের গ্লাস-
i. দুই প্রকার হয়ে থাকে
ii. পাইরেক্স গ্লাস দিয়ে তৈরি
iii. NH3 গ্যাসের ক্ষতি থেকে রক্ষা করে
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও iii
[গ] ii
[ঘ] iii
✅ সঠিক উত্তর: [খ]
২৩. আংশিক পাতনে কোন যন্ত্রাংশ ব্যবহৃত হয়-
[ক] লিবিগ শীতক
[খ] অংশ পাতন কলাম
[গ] বায়ু শীতক
[ঘ] অ্যলুডাল
✅ সঠিক উত্তর: [খ]
২৪. ব্যুরেট রিনসিং বলতে কী বোঝায়?
[ক] ব্যুরেটের সাবান ফেনা দূর করতে পানি বা অন্য পরিষ্কারক দিয়ে ধুয়ে ফেলা
[খ] ব্যুরেটকে পানি দিয়ে ধুয়ে নেওয়া
[গ] ব্যুরেটকে পাতিত পানি দিয়ে ধুয়ে নেওয়া
[ঘ] ব্যুরেটকে তাপ দিয়ে শুকানো
✅ সঠিক উত্তর: [ক]
২৫. হলুদ ফসফরাসকে রাখা হয় কার নিচে?
[ক] পানির নিচে
[খ] তেলের নিচে
[গ] গ্যাসের নিচে
[ঘ] মাটির নিচে
✅ সঠিক উত্তর: [ক]
২৬. সকল প্রকার কাচের যন্ত্রাতি পরিস্কারের জন্য কোনটি ব্যবহৃত হয়?
[ক] পাতিত পানি
[খ] এসিড
[গ] জৈব এসিড
[ঘ] মৃদু ক্ষার
✅ সঠিক উত্তর: [ক]
২৭. ব্যুরেটের পাঠ দেওয়ার জন্য চোখকে তরলের কোনদিকে রাখতে হয়?
[ক] লম্ব দিকে
[খ] কৌণিক দিকে
[গ] সমান্তরালে
[ঘ] নিচ দিকে
✅ সঠিক উত্তর: [গ]
২৮. রাসায়নিক দ্রব্য শোষণে সৃষ্টি বিষক্রিয়ার জন্য ব্যবহৃত হয়-
[ক] একটিভেটেড চারকোল
[খ] কোল
[গ] আয়োডিন দ্রবণ
[ঘ] লঘু পটাসিয়াম পারমাঙ্গানেট দ্রবণ
✅ সঠিক উত্তর: [ক]
২৯. কারসিনোজিক কাচ যন্ত্রপাতি পরিষ্কারক কোনটি?
[ক] প্রপানোন
[খ] ইথান্যাল
[গ] হাইড্রেক্লোরিক এসিড
[ঘ] ক্রোমিক এসিড
✅ সঠিক উত্তর: [ক]
৩০. ল্যাবরেটরিতে কোন পদ্ধতি অনুসরণ করা হয়?
[ক] মাইক্রো অ্যানালাইটিক্যাল পদ্ধতি
[খ] সেমিমাইক্রো অ্যানালাইটিক্যাল পদ্ধতি
[গ] অ্যানালাইটিক্যাল পদ্ধতি
[ঘ] নরমাল পদ্ধতি
✅ সঠিক উত্তর: [ক]
৩১. আরোহীকে সঞ্চালন করার জন্য ব্যবহৃত হয় কোনটি?
[ক] চুম্বক শলাকা
[খ] ধাতব শলাকা
[গ] কাঠি
[ঘ] স্টিলের পয়েন্টার
✅ সঠিক উত্তর: [খ]
৩২. আয়তনমিতিক ফ্লাস্ক-
i. ব্যবহৃত হয় দ্রবণ উত্তপ্তকরণে
ii. প্রমাণ দ্রবণ তৈরিতে ব্যবহৃত হয়
iii. আয়তনমিতিক বিশ্লেষণ অত্যন্ত কার্যকরী
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] ii ও iii
[ঘ] iii
✅ সঠিক উত্তর: [গ]
৩৩. কাচপত্র বেশি ময়লাযুক্ত ও তৈলাক্ত হলে কী ব্যবহার করা হয়?
[ক] গাঢ় HNO3 + গাঢ় H2SO4
[খ] গাঢ় HNOC3 + গাঢ়HCI
[গ] গাঢ় HCI + গাঢ় H2SO4
[ঘ] ধূমায়িত HNO3 + গাঢ় H2SO4
✅ সঠিক উত্তর: [ঘ]
৩৪. 1000 C বা তার কম তাপমাত্রায় উত্তপ্ত করতে কোনটি ব্যবহৃত হয়?
[ক] কনিক্যাল ফ্লাস্ক
[খ] পোর্সেলিন বাটি
[গ] মর্টার
[ঘ] ক্রুসিবল
✅ সঠিক উত্তর: [ক]
৩৫. সারটোরিয়াল ব্যালেন্স স্কেলের 0 বিন্দু থাকে-
[ক] ডানপাশে
[খ] বামপাশে
[গ] মাঝখানে
[ঘ] নিচে
✅ সঠিক উত্তর: [গ]
৩৬. তুলাদন্ডের দুপ্রান্তে থাকে-
i. স্ত্রু
ii. ক্ষুরধার
iii. পাল্লা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
✅ সঠিক উত্তর: [ঘ]
৩৭. হ্যালোজেনমুক্ত ধারণকারী ক্যানকে কী দ্বারা চিহ্নিত করা হয়?
[ক] হলুদ টেপ
[খ] সবুজ টেপ
[গ] নীল টেপ
[ঘ] লাল টেপ
✅ সঠিক উত্তর: [ক]
৩৮. টেস্টটিউব পরিষ্কারে ব্যবহার করা হয়-
[ক] তরল অ্যমোনিয়া
[খ] সোডিয়াম হাইড্রক্লোরাইড
[গ] পানি
[ঘ] গ্লাস ক্লিনার
✅ সঠিক উত্তর: [গ]
৩৯. গ্লাস সামগ্রী উত্তপ্ত করার সময় কোনটি ব্যবহৃত হয়?
[ক] ব্যুরেট
[খ] পিপেট
[গ] কর্ক
[ঘ] বার্নার
✅ সঠিক উত্তর: [ঘ]
৪০. অ্যাসিটাইলিন, ফালমিনিক এসিড ইত্যাদি কার স্পর্ম ভয়ানক?
[ক] মারকারি
[খ] অ্যালকালি
[গ] ব্রোমিন
[ঘ] সোডিয়াম
✅ সঠিক উত্তর: [ক]
৪১. পেটে দুর্ঘটনাবশত ক্ষারীয় পদার্থ চলে গেলে খেতে হয়-
[ক] কমলালেবুর রস
[খ] লেবুর রস
[গ] আঙুরের সর
[ঘ] খেজুর
✅ সঠিক উত্তর: [খ]
৪২. ল্যাবরেটরিতে কাজ করার সময় ত্বকে এসিড লাগলে কোনটি দ্বারা ধুতে হবে?
[ক] 5% CH3COOH
[খ] 4%CH3COOH
[গ] 5%NaHCO3
[ঘ] 4%NaHCO3
✅ সঠিক উত্তর: [গ]
৪৩. থার্মোগ্রাভিমেট্রিক বিশ্লেষণে কোনটি ব্যবহৃত হয়?
[ক] HPLC
[খ] GPC
[গ] NMR
[ঘ] মাইক্রো অ্যানালাইসিস
✅ সঠিক উত্তর: [ঘ]
৪৪. ল্যাবরেটরিতে গ্যাসের বন্ধোবস্ত না থাকলে কী ব্যবহার করতে হয়?
[ক] ড্রীম ল্যাম্প
[খ] স্পিরিট ল্যাম্প
[গ] হ্যান্ড ল্যাম্প
[ঘ] টিউব ল্যাম্প
✅ সঠিক উত্তর: [খ]
৪৫. ছোট গলাযুক্ত ও চ্যাপ্টা তলাবিশিষ্ট কাচের ফ্লাস্ককে কী বলে?
[ক] ওয়াস বোতল
[খ] কনিক্যাল ফ্লাস্ক
[গ] ব্যুরেট
[ঘ] পিপেট
✅ সঠিক উত্তর: [খ]
৪৬. তুলাদন্ডের দুপ্রান্তে থাকে-
i. স্ত্রু
ii. ক্ষুরধার
iii. পাল্লা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
✅ সঠিক উত্তর: [ঘ]
৪৭. ব্যুরেটকে ক্রোমিক এসিড দিয়ে-
i. রিনস্ করা হয়
ii. রিনসকরণে তৈলাক্ত পদার্থ দূর হয়
iii. ধৌতকরণে কাচের কোনো ক্ষতি হয় না
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i
[গ] ii
[ঘ] iii
✅ সঠিক উত্তর: [ক]
৪৮. বাটারফ্লাই ক্লোজার স্ট্রিপস ব্যবহৃত হয়-
[ক] মাথা ব্যথায়
[খ] ক্ষতস্থান ঢাকার জন্য
[গ] ক্ষতস্থান পরিস্কারে
[ঘ] ক্ষতস্থানকে সেলাইয়ের মতো করে ঢাকার জন্য
✅ সঠিক উত্তর: [ঘ]
৪৯. সেমি-মাইক্রো অ্যানালাইটিক্যাল পদ্ধতিতে ব্যবহৃত ড্রপারের এক ড্রাপে কী পরিমাণ পানি থাকে?
[ক] 0.ImL
[খ] 0.5mL
[গ] 0.2mL
[ঘ] 0.01mL
✅ সঠিক উত্তর: [গ]
৫০. শরীরের সবচেয়ে স্পর্শকাতর অঙ্গ কোনটি?
[ক] হাত
[খ] চামড়া
[গ] কান
[ঘ] চোখ
✅ সঠিক উত্তর: [ঘ]
৫১. NO2 গ্যাস আর্দ্রতার সংস্পর্শে এসে নিচের কোনটি উৎপন্ন করে?
[ক] HNO3
[খ] H2NO4
[গ] H2NO2
[ঘ] kNO3
✅ সঠিক উত্তর: [ক]
৫২. রাইডার ধ্রুবক নির্ভর করে কোনটির উপর?
[ক] রাইডারের ওজন
[খ] বীমের দাগাংকনের উপর
[গ] ওজন বক্স থেকে নেয়া ওজনের উপর
ঘ)রাইডার ও বীমের দাগাংকনের উপর
✅ সঠিক উত্তর: [ঘ]
৫৩. ল্যাব মাস্ক কিভাবে কাজ করে?
[ক] গ্যাসীয় পদার্থের শোষণের মাধ্যমে
[খ] গ্যাসীয় পদার্থকে বিকর্ষণ করার মাধ্যমে
[গ] বিষাক্ত গ্যাস শোষণের মাধ্যমে
[ঘ] বিষাক্ত গ্যাস ছাকঁনের মাধ্যমে
✅ সঠিক উত্তর: [গ]
৫৪. বার্নারে জ্বালানির পূর্ণাঙ্গ দহনে উৎপন্ন হয় কোনটি?
[ক] কার্বন মনোক্সাইড
[খ] কার্বন ডাই অক্সাইড ও পানি
[গ] কার্বন ডাইঅক্সাইড ও জলীয় বাষ্প
[ঘ] নাইট্রোজেন অক্সাইড
✅ সঠিক উত্তর: [গ]
৫৫. মেজারিং ফ্লাস্ক কী দ্বারা তৈরী?
[ক] কাচ
[খ] অ্যাসবেস্টস
[গ] প্লাস্টিক
[ঘ] কপার
✅ সঠিক উত্তর: [ক]
৫৬. লেভেলিং ঠিক হলে একই বরাবর থাকবে-
i. দোলন বিন্দুর কাঁটা
ii. স্থির বিন্দুর কাঁটা
iii. তুলাদন্ড
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
✅ সঠিক উত্তর: [ক]
৫৭. বর্তমানে পল-বুঙ্গির বিম তৈরিতে কী ব্যবহৃত হয়?
[ক] অ্যালুমিনিয়াম
[খ] পিতল
[গ] ইস্পাত
[ঘ] অ্যালুমিনিয়াম সংকর
✅ সঠিক উত্তর: [ঘ]
৫৮. K2CO3-কে কোন বিষাক্ত উপাদানের পরিবর্তে ব্যবহার করা যায়?
[ক] KCI
[খ] C6H6
[গ] CHCI3
[ঘ] PbCrO4
✅ সঠিক উত্তর: [ঘ]
৫৯. পল-লুঙ্গির নিক্তিকে কাট ও কাচ নির্মিত বক্সে আবদ্ধ রাখার কারণে-
i. প্রত্যক্ষভাবে ওজন করা
ii. গসের পদ্ধতি
iii. বোর্দার প্রতিস্থাপন পদ্ধতি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
✅ সঠিক উত্তর: [ঘ]
৬০. ট্যানারি শিল্পের বর্জ্যসমূহ কী করা হয়?
[ক] রাসায়নিক ভাবে প্রশমিত করা হয়
[খ] পুড়িয়ে ফেলা হয়
[গ] সুনির্দিষ্ট জায়গায় সংরক্ষণ করা হয়
[ঘ] ড্রেনে ফেলে দেওয়া হয়
✅ সঠিক উত্তর: [খ]
৬১. বিকারগুলোকে যে বোতলের মধ্যে রাখা হয় তাকে বলে?
[ক] বিকারক বোতল
[খ] অবিকারক বোতল
[গ] বিগালক বোতল
[ঘ] নরমাল বোতল
✅ সঠিক উত্তর: [ক]
৬২. অন্যান্য এসিড হতে নিচের কোন এসিডকে আলাদা রাখাই ভালো?
[ক] HNO3
[খ] H2SO4
[গ] HCI
[ঘ] HPO3
✅ সঠিক উত্তর: [ক]
৬৩. কাচের যন্ত্রে থাকা পনিতে অদ্রবনীয় ময়লা দূর করতে ব্যবহার করা হয় কোনটি?
[ক] ট্যাপের পানি
[খ] লঘু HNO3
[গ] অ্যালকোহল
[ঘ] ফিল্টার পানি
✅ সঠিক উত্তর: [গ]
৬৪. পরীক্ষাগারে মাস্ক ব্যবহারের উদ্দেশ্য কী?
[ক] এটি যে কোনো প্রকার তরল থেকে শরীরকে রক্ষা করে
[খ] রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন ক্ষতিকর গ্যাস থেকে রক্ষা করে
[গ] এটি শুধুমাত্র নাক ও মুখকে রাসায়নিক পদার্থ থেকে রক্ষা করে
[ঘ] এটি শ্বাস-প্রশ্বাস সহজতর করে
✅ সঠিক উত্তর: [খ]
৬৫. ক্ষুরধারের গাঠনিক উপাদান হলো-
i. অ্যাগেট
ii. স্যাফায়ার
iii. কোরান্ডাম
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
✅ সঠিক উত্তর: [ঘ]
৬৬. পল-বুঙ্গি ব্যালেন্সের আরোহী ধ্রুবক কত?
[ক] 0.001
[খ] 0.0001
[গ] 0.01
[ঘ] 0.1
✅ সঠিক উত্তর: [খ]
৬৭. কোন বিক্রিয়ায় নির্দেশক ব্যবহৃত হয়?
[ক] সংযোজন
[খ] প্রশমন
[গ] বিয়োজন
[ঘ] পানিযোজন
✅ সঠিক উত্তর: [খ]
৬৮. ল্যবটরিতে সাধারণত কোন ধরনের পরিষ্কারক ব্যবহৃত হয়?
[ক] পটাসিয়াম সাবান
[খ] শুকনো ডিটারজেন্ট
[গ] তরল ডিটারজেন্ট
[ঘ] ফরমালিন
✅ সঠিক উত্তর: [গ]
৬৯. বুনসেন বার্নারের বায়ুপ্রবাহ ছিদ্র বন্ধ থাকলে-
[ক] গ্যাসের পূর্ণ দহন ঘটে
[খ] দাহ্য কার্বন কণা থাকে
[গ] দাহ্য কার্বন দ্বারা বিজারণ হয়
[ঘ] গ্যাসের দহন ঘটে না
✅ সঠিক উত্তর: [ঘ]
৭০. পটাসিয়াম হেক্সাসায়ানোফেরেট এর বর্ণ-
[ক] বাদামি
[খ] কমলা
[গ] বেগুনি
[ঘ] লাল
✅ সঠিক উত্তর: [ঘ]
৭১. কোন ধরনের ল্যাবরেটরিতে এপ্রন পরিধানের প্রয়োজনীয়তা অধিকতর?
[ক] অজৈব রসায়ন
[খ] জৈব রসায়ন
[গ] বিশ্লেষণীয় রসায়ন
[ঘ] ভৌত রসায়ন
✅ সঠিক উত্তর: [খ]
৭২. ক্ষয়কারক রাসায়নিক পদার্থকে-
i. ক্ষয়রোধী পাত্রে সংগ্রহ করতে হবে
ii. স্টেইনলেস স্টীলের পাত্রে সংগ্রহ করতে হবে
iii. বিপদ সংকেতের মাধ্যমে চিহ্নিত করতে হবে
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] i ও iii
[গ] ii
[ঘ] iii
✅ সঠিক উত্তর: [খ]
৭৩. আইক্যাপ ব্যবহৃত হয়-
[ক] চোখে এলার্জি হলে
[খ] চোখে পানি পড়লে
[গ] চোখকে দুর্ঘটনা থেকে বাঁচানোর জন্য
[ঘ] চোখে রাসায়নিক পড়লে
✅ সঠিক উত্তর: [ঘ]
৭৪. ওয়াস বোতলের 15cm দীর্ঘ কাচনলের মাঝখানে কত কোণে বাঁকানো হয়?
[ক] 900
[খ] 1200
[গ] 1800
[ঘ] 2700C
✅ সঠিক উত্তর: [খ]
৭৫. ল্যাবরেটরিতে পাইরেক্স সামগ্রী ব্যবহারের মূল কারণ কোনটি?
[ক] নিম্ন প্রতিসরাংক
[খ] স্বচ্ছতা
[গ] উচ্চ ঘাতসহতা
[ঘ] উচ্চ তাপসহতা
✅ সঠিক উত্তর: [ঘ]
৭৬. রক্ষিত উপাদানের রেকর্ড কপি ফায়ার সার্ভিসে সরবরাহ করা-
[ক] খুবই জরুরি
[খ] কম জরুরি
[গ] জরুরি নাই
[ঘ] জরুরি
✅ সঠিক উত্তর: [ক]
৭৭. মাইক্রো অ্যানালাইটিক্যাল পদ্ধতি-
i. সেন্টিগ্রাম পদ্ধতির অভিন্ন
ii. ব্যবহারে বস্তু 5mg ও আয়তন 0.1mI যথেষ্ট
iii. একে স্পট অ্যানালাইসিস বলে
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] iii
[ঘ] i, ii ও iii
✅ সঠিক উত্তর: [ঘ]
৭৮. রাসায়নিক দ্রব্য শোষণে সৃষ্টি বিষক্রিয়ার জন্য ব্যবহৃত হয়-
[ক] একটিভেটেড চারকোল
[খ] কোল
[গ] আয়োডিন দ্রবণ
[ঘ] লঘু পটাসিয়াম পারমাঙ্গানেট দ্রবণ
✅ সঠিক উত্তর: [ক]
৭৯. সালফারের কোন যৌগটি এসিড বৃষ্টির জন্য অন্যতম?
[ক] CO
[খ] SO2
[গ] H2S
[ঘ] Na2S2O3
✅ সঠিক উত্তর: [খ]
৮০. বাটারফ্লাই ক্লোজার স্ট্রিপস ব্যবহৃত হয়-
[ক] মাথা ব্যথায়
[খ] ক্ষতস্থান ঢাকার জন্য
[গ] ক্ষতস্থান পরিস্কারে
[ঘ] ক্ষতস্থানকে সেলাইয়ের মতো করে ঢাকার জন্য
✅ সঠিক উত্তর: [ঘ]
৮১. 5% NaHCO3 এর ঘনমাত্রা কত?
[ক] 0.1M
[খ] 0.3M
[গ] 0.6M
[ঘ] 1.2M
✅ সঠিক উত্তর: [গ]
৮২. ব্যুরেট-
[ক] সরু কাচনল
[খ] দুই মুখ খোলা কাচনল
[গ] দাগাঙ্কিত সুষম ছিদ্র ও স্টপকর্কবিশিষ্ট কাচনল
[ঘ] দাগাঙ্কিত সুষম ছিদ্র বিশিষ্ট কাচনল
✅ সঠিক উত্তর: [গ]
৮৩. কোনটি বিষাক্ত দ্রাবক?
[ক] হেক্সেন
[খ] টলুইন
[গ] বিউটানল
[ঘ] বেনজিন
✅ সঠিক উত্তর: [ঘ]
৮৪. মাইক্রো অ্যানালাইটিক্যালে পূর্বে কোন সনাক্তকরণ পদ্ধতিটি ব্যবহার করা হত?
ক)Mass Spectroscopy
[খ] H2S গ্যাস দ্বারা অধ:ক্ষেপ তৈরি
[গ] Gas chromato graphy
[ঘ] Atomic Absorption Spectroscopy/
✅ সঠিক উত্তর: [খ]
৮৫. মাইক্রো অ্যানালাইটিক পদ্ধতিতে কোন ভরে রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয়?
[ক] 0.5g
[খ] 0.50mg
[গ] 5mg
[ঘ] 10mg
✅ সঠিক উত্তর: [গ]
৮৬. কোন পদার্থের পাত্রের মুখ খোরা রাখা যাবে না?
[ক] NaCI
[খ] C2H5OH
[গ] CCI4
[ঘ] H2O
✅ সঠিক উত্তর: [গ]
৮৭. B যৌগটিকে সংরক্ষণ করা হয় কীভাবে?
ক)প্যাকেজিং এর মাধ্যমে
[খ]Absorbent দ্বারা শোষণের মাধ্যমে
[গ] কেরোসিনে ভুবিয়ে
[ঘ] প্লাস্টিক বা কাচের কন্টেইনারে
✅ সঠিক উত্তর: [ঘ]
৮৮. সেমি-মাইক্রো অ্যানালাইসিসের জন্য কতটুকু দ্রবণ যথেষ্ট?
[ক] 5 mL
[খ] 4 mL
[গ] 3 mL
[ঘ] 1 mL
✅ সঠিক উত্তর: [ঘ]
৮৯. রাসায়নিক স্প্ল্যাশ গগলস এর বৈশিষ্ট্য হলো-
i. শক্তিশালি এসিড
ii. সোডিয়াম অক্সাইড
iii. ক্যালসিয়াম হাইড্রক্সাইড
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
✅ সঠিক উত্তর: [খ]
৯০. টাইট্রেশনের সময় ব্যুরেট কোন ধরনের রাসায়নিক তরল পদার্থ নেওয়া হয়?
[ক] অজানা ঘনমাত্রার দ্রবণ
[খ] প্রমাণ
[গ] দ্রাবক
[ঘ] দ্রব্য
✅ সঠিক উত্তর: [খ]
৯১. মানব দেহের জন্য নিরাপদ দ্রাবক কোনটি?
[ক] ক্লোরোফার্ম
[খ] বেনজিন
[গ] ইথাইল ল্যাকটেট
[ঘ] অ্যাসিটোন
✅ সঠিক উত্তর: [গ]
৯২. কাচরে যন্ত্রকে জীবানুমুক্ত করতে ব্যবহার হয়-
[ক] গাঢ় HCL
[খ] পাতিত পানি
[গ] ইথানল
[ঘ] ক্রোমিক এসিড
✅ সঠিক উত্তর: [গ]
৯৩. রাসায়নিক স্প্ল্যাশ গগলস এর বৈশিষ্ট্য হলো-
i. শক্তিশালি এসিড
ii. সোডিয়াম অক্সাইড
iii. ক্যালসিয়াম হাইড্রক্সাইড
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
✅ সঠিক উত্তর: [খ]
৯৪. পরীক্ষাগারে লিবিগ শীতক কোন প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট?
[ক] অনুমাপন
[খ] ভরমাত্রিক বিশ্লেষণ
[গ] পাতন
[ঘ] কেলাসন
✅ সঠিক উত্তর: [গ]
৯৫. রাসায়নিক দ্রব্যকে কী করা উচিত?
[ক] খালি হাতে নড়াচড়া
[খ] খালি হাতে নড়াচড়া না করা
[গ] সবগুলোকে একই স্থানে রাখা
[ঘ] স্প্যাচুলা ব্যবহার না করা
✅ সঠিক উত্তর: [খ]
৯৬. ল্যাবরেটরিতে ওয়াশ বোতলের ব্যবহার কী?
[ক] রাসায়ানিক পদার্থ স্থানান্তরের জন্য
[খ] রাসায়নিক বিক্রিয়া সংঘটনে পাত্র হিসেবে
[গ] ধৌতকরণের কাজে
[ঘ] পরিমাপক যন্ত্র হিসেবে
✅ সঠিক উত্তর: [গ]
৯৭. রাসায়নিক পদার্থ সংরক্ষণের ক্ষেত্রে কোনটি অনুসরণ করা হয়?
[ক] বর্ণমালার ক্রম
[খ] সক্রিয়তার ক্রম
[গ] ব্যবহারের আধিক্য
[ঘ] পাত্রের আকার
✅ সঠিক উত্তর: [খ]
৯৮. SO3 ও চুনের পানির বিক্রিয়ায় উৎপন্ন পদার্থ দিয়ে কী করা হয়?
[ক] প্লাস্টার তৈরি করা হয়
[খ] বিকারক হিসেবে ব্যবহৃত হয়
[গ] দ্রাবক হিসেবে ব্যবহৃত হয়
[ঘ] প্লাস্টার অব প্যঅরিস তৈরি করা হয়
✅ সঠিক উত্তর: [ঘ]
উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও:
সুমন টাইট্রেশনের সময় কনিক্যাল ফ্লাস্কের x অ্যাসিডের সাথে ব্যুরেটে থাকা Y যৌগ মেশানোর সময় হঠাৎ লক্ষ্য করল অ্যাসিডের মধ্যে থাকা লাল লিটমাসটি নীল হয়ে গেল।
৯৯. যৌগটি কোনটি?
[ক] এসিড
[খ] লবণ দ্রবণ
[গ] ক্ষার
[ঘ] পাতিত পানি
✅ সঠিক উত্তর: [গ]
You may also read...
একাদশ-দ্বাদশ শ্রেণির গাইড
রসায়ন ১ম পত্র
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
0 Comments:
Post a Comment