উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি পর্ব-৩
কৃষিশিক্ষা
১ম পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
বিষয় কোড: ২৩৯
সময়-২৫ মিনিট পূর্ণমান-২৫
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]
HSC Agriculture 1st Paper pdf download
MCQ
Question and Answer
১. নিচের কোনটি দানা জাতীয় ফসল?
[ক] ছোলা
[খ] সরিষা
[গ] চীনাবাদাম
[ঘ] ধান
উত্তর: [ঘ] ধান
২. পাটকে মাঠ ফসল বলার কারণ -
[ক] ফসলের নিবিড় যত্নের প্রয়োজন হয়
[খ] ফসলের লাভ ও ব্যয়ের অনুপাত বেশি হয়
[গ] সমস্ত ফসল একত্রে পরিপক্ব ও সংগ্রহ করা হয়
[ঘ] ফসলের মূল্য মৌসুমের শুরুতে বেশি হয়
উত্তর: [গ] সমস্ত ফসল একত্রে পরিপক্ব ও সংগ্রহ করা হয়
৩. মাটির আর্দ্রতা সংরক্ষণে কৃত্রিম পদ্ধতিকে কী বলা হয়?
[ক] সেচ
[খ] নিকাশ
[গ] মালচিং
[ঘ] মৃত্তিকা সংরক্ষণ
উত্তর: [গ] মালচিং
◈ নিচের উদ্দীপকটি পড় এবং ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাও:
ফসলের আশানুরূপ ফলন না পাওয়ায় কৃষি কর্মকর্তার পরামর্শে ছক্কু মিয়া তার জমির মাটি পরীক্ষা করে জানলো যে, অম্লমান ৮.৫। পরবর্তীতে উক্ত কৃষি কর্মকর্তার পরামর্শে তার জমিতে মসুরের বীজের সাথে একটি বিশেষ উপাদান মিলিয়ে চাষ করে বেশ লাভবান হয়।
৪. নিচের কোনটি খাটো দিবা দৈর্ঘ্যরে ফসল?
[ক] বাঁধাকপি
[খ] ফুলকপি
[গ] পালংশাক
[ঘ] ঝিঙ্গা
উত্তর: [খ] ফুলকপি
৫. ছক্কু মিয়া মসুরের বীজের সাথে কী মিশিয়ে ছিলেন?
[ক] অণুজীব সার
[খ] সবুজ সার
[গ] মিশ্র সার
[ঘ] জৈব সার
উত্তর: [ক] অণুজীব সার
৬. উদ্দীপকের উলিখিত উপাদান ব্যবহার করে ছক্কু মিয়ার জমির -
[ক] ভৌত গঠন উন্নত হয়
[খ] মাটির উর্বরতা বৃদ্ধি পায়
[গ] রোগের আক্রমণ হ্রাস পায়
[ঘ] পোকা-মাকড়ের আক্রমণ হ্রাস পায়
উত্তর: [খ] মাটির উর্বরতা বৃদ্ধি পায়
৭. যদি কোনো মাটিতে প্রায় ৫০% বালি এবং ৫০% পলি ও কর্দম কণা থাকে, তবে তাকে কী মাটি বলে?
[ক] দোআঁশ বেলে
[খ] দোআঁশ
[গ] বেলে এঁটেল
[ঘ] পলি এঁটেল
উত্তর: [খ] দোআঁশ
৮. কোন মাটির পানি ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি?
[ক] দোআঁশ বেলে
[খ] দোআঁশ
[গ] পলি
[ঘ] এঁটেল
উত্তর: [ঘ] এঁটেল
৯. সেচের পানির কার্যকারিতা বৃদ্ধি করা যায় -
[ক] দিনে দুইবার সেচ দিয়ে
[খ] আগাছা দমন করে
[গ] সময়মতো সেচ দিয়ে
[ঘ] সকালবেলা সেচ দিয়ে
উত্তর: [গ] সময়মতো সেচ দিয়ে
১০. বাংলাদেশে বীজ বিধি ১৯৯০ অনুসারে বীজকে কয়টি শ্রেণিতে ভাগ করা হয়েছে?
[ক] ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫
উত্তর: [খ] ৩
◈ নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং ১১ নং প্রশ্নের উত্তর দাও:
সোহাগ একজন অভিজ্ঞ পাটচাষি। এ বছর পাট চাষ করে সে বিপাকে পড়েছে। চিন্তিত হয়ে সে কৃষি কর্মকর্তার কাছে গেলে তিনি মাঠ পরিদর্শন করে দেখেন যে, তার পাটগাছের গোড়া থেকে উপরের দিকে লালচে রং ধারণ করেছে।
১১. সোহাগের পাটগাছ কী রোগে আক্রান্ত হয়েছে?
[ক] কালো পট্টি রোগ
[খ] গোড়া পচা রোগ
[গ] ঢলে পড়া রোগ
[ঘ] শুকনো ক্ষত রোগ
উত্তর: [খ] গোড়া পচা রোগ
১২. আন্তর্জাতি[ক] ও যুক্তরাষ্ট্র পদ্ধতিতে মাটির বুনটকে কতটি শ্রেণিতে ভাগ করা হয়েছে?
[ক] ৯
[খ] ১০
[গ] ১১
[ঘ] ১২
উত্তর: [ঘ] ১২
◈ নিচের উদ্দীপকটি পড় এবং ১৩ ও ১৪নং প্রশ্নের উত্তর দাও:
কাকলী এবার এইচএসসি পরীক্ষা দিবে। গত আমের মৌসুমে হঠাৎ একদিন ঝড়ে তাদের আম বাগানের বেশ কিছু কাঁচা আম ঝরে পড়ায় তার বাবা-মা উদ্বিগ্ন হয়ে পড়েন। কাকলী তাদের আশ্বস্ত করে বলে যে, একটি আমও নষ্ট হতে দেবে না।
১৩. কাকলী ঝরে পড়া আম দিয়ে কী তৈরি করতে পারবে?
[ক] সস
[খ] মোরব্বা
[গ] ফ্রেন্স ফ্রাই
[ঘ] চিপস
উত্তর: [খ] মোরব্বা
১৪. উদ্দীপকের ফল সংরক্ষণ পদ্ধতি হলো -
i. অতিরিক্ত লবণ ব্যবহার করে
ii. সরিষার তেল ব্যবহার করে
iii. তাপমাত্রা নিয়ন্ত্রণ করে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii
১৫.নিচের কোনটি আমন মৌসুমের ধানের জাত?
[ক] ব্রি ধান-৩৩
[খ] ব্রি ধান-৩৫
[গ] ব্রি ধান-৪২
[ঘ] ব্রি ধান-৫০
উত্তর: [ক] ব্রি ধান-৩৩
১৬. ভিটামিন “সি” সমৃদ্ধ ফল -
i. কমলালেবু
ii. পেয়ারা
iii. কুল
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii
◈ নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং ১৭ ও ১৮নং প্রশ্নের উত্তর দাও:
শিমুল মধুপুরে মামার বাড়িতে গিয়ে আনারস বাগান দেখে মহাখুশি। বাড়িতে ফিরে এসে সে আনারস বাগান করবে বলে সিদ্ধান্ত নেয়। তার জমির মাটি পরীক্ষা করে জানতে পারে, মাটির অম্লমান ৮.০। কৃষি কর্মকর্তা তার জমি উক্ত ফসল চাষের অনুপযোগী বলে জানিয়ে দেন। তবে উক্ত ফসল চাষের জন্য কৃষি কর্মকর্তা শিমুলের জমির মাটি সংশোধনের পরামর্শ দেন।
১৭. শিমুলের জমি কোন ফসল চাষের উপযোগী?
[ক] গম
[খ] আলু
[গ] নারকেল
[ঘ] বরবটি
উত্তর: [গ] নারকেল
১৮. উদ্দীপকে উলিখিত জমিতে উক্ত ফসল চাষ করতে চাইলে শিমুলকে কী কী ব্যবস্থা গ্রহণ করতে হবে?
i. সালফার প্রয়োগ করতে হবে
ii. জৈব সার ব্যবহার করতে হবে
iii. চুন প্রয়োগ করতে হবে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii
১৯.নিচের কোনটি ভেষজ গুণসম্পন্ন ফসল?
[ক] মসুর
[খ] সয়াবিন
[গ] রসুন
[ঘ] মুগ
উত্তর: [গ] রসুন
◈ নিচের উদ্দীপকটি পড় এবং ২০ ও ২১নং প্রশ্নের উত্তর দাও:
রাতুলের তিন একর জমির মধ্যে এক একর উঁচু জমিতে একটি আমের বাগান আর বাকী জমিতে প্রতি বছর ধান চাষ করে থাকে। ইদানীং তার আম ও ফসলের উৎপাদন বেশ হ্রাস পায়। চিন্তি ত হয়ে সে উপজেলা কৃষি কর্মকর্তাকে তার জমি পরিদর্শন করায়। কৃষি কর্মকর্তা তাকে আম বাগানে সার ও সেচ প্রদানের এবং ফসলী জমিতে ভিন্ন ফসল চাষের পরামর্শ দেন। যে যথারীতি তা পালন করলো এবং আম ও জমির ফসলের ফলন বৃদ্ধি পেলো।
২০. রাতুল তার জমিতে যে পদ্ধতিতে সেচ দিবে-
i. বেসিন সেচ
ii. প্লাবন সেচ
iii. আইল সেচ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii
২১. রাতুলের ফসলী জমির ফলন বৃদ্ধির কারণ কী?
[ক] সোপান চাষ অনুসরণ
[খ] শস্য পঞ্জিকা অনুসরণ
[গ] শস্য পর্যায় অবলম্বন
[ঘ] ফালিবদ্ধ চাষ অনুসরণ
উত্তর: [গ] শস্য পর্যায় অবলম্বন
২২. বীজ উৎপাদনে ক্ষতিকারক জাব পোকার আশ্রয়দানকারী ফসল কোনটি?
[ক] সূর্যমুখী
[খ] সয়াবিন
[গ] মসুর
[ঘ] সরিষা
উত্তর: [ঘ] সরিষা
২৩. ভাইরাস সংক্রমণে ধানের কোন রোগ হয়?
[ক] টুংরো রোগ
[খ] পাতা ঝলসানো রোগ
[গ] ব্লাস্ট রোগ
[ঘ] খোল পচা রোগ
উত্তর: [ক] টুংরো রোগ
◈ নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং ২৪নং প্রশ্নের উত্তর দাও:
জানুয়ারি মাসের প্রথম দিকে রংপুরের আকাশ একটানা পনের দিন কুয়াশাচ্ছন্ন ছিল। এ অঞ্চলের সাধু গ্রামের আলু চাষি মিল্টন তার আলু গাছের মন্থর বৃদ্ধি দেখে চিন্তিত হন। কৃষি কর্মকর্তার পরামর্শ নিলে তিনি বলেন, ফসল উৎপাদনে আবহাওয়া ও জলবায়ুর বিরাট ভূমিকা আছে।
২৪. আলু চাষি মিল্টনের আলু গাছের মন্থর বৃদ্ধির ক্ষেত্রে আবহাওয়ার কী ধরনের ভূমিকা রয়েছে?
i. তাপমাত্রার প্রভাব
ii. আলোর প্রভাব
iii. বৃষ্টিপাতের প্রভাব
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii
২৫. আমাদের দেশে সস তৈরিতে ব্যবহৃত হয় নিচের কোনটি?
[ক] সয়াবিন
[খ] কুল
[গ] পেয়ারা
[ঘ] টমেটো
উত্তর: [ঘ] টমেটো
উচ্চ মাধ্যমিক
কৃষিশিক্ষা ১ম পত্র
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
HSC Agriculture 1st Paper pdf download
MCQ
Question and Answer
0 Comments:
Post a Comment