এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
পদার্থবিজ্ঞান ২য় পত্র
৪র্থ অধ্যায়
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
HSC Physics 2nd Paper pdf download
Chapter-04
MCQ
Question and Answer
১. তড়িৎবাহী পরিবাহককে চৌম্বক ক্ষেত্রে স্থাপন করা হলে তড়িৎ প্রবাহ ও চৌম্বক ক্ষেত্র উভয়ের লম্ব বরাবর যে বিভব পার্থক্য সৃষ্টি হয় তাকে কী বলে?
ক)তড়িৎ ভোল্টেজ
খ) চৌম্বক ভোল্টেজ
গ) অ্যাম্পিয়ার ভোল্টেজ
ঘ) হল ভোল্টেজ
উত্তর: ঘ) হল ভোল্টেজ
২. ফেরোচৌম্বক পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কেলাস সমন্বয়ে গঠিত। এদেরকে কী বলে?
ক) ডোমেইন
খ) আনবিকত্ব
গ) ফেরোচুম্কত্ব
ঘ) ফেরো চুম্বকায়ন
উত্তর: ক) ডোমেইন
৩. ভারী জিনিস উঠানামা করার জন্য ক্রেন তৈরিতে কোন চুম্বক ব্যবহৃত হয়?
ক) অস্থায়ী চুম্বক
খ)স্থায়ী চুম্বক
গ) সিরামিক চুম্বক
ঘ) সবগুলো
উত্তর: ক) অস্থায়ী চুম্বক
৪. কোন ধরনের পদার্থ একটি চুম্বকের কোনো মেরুর নিকটে আনলে এটি ক্ষীনভাবে বিকর্ষিত হয়?
ক) অচৌম্বক
খ) প্যারাচৌম্বক
গ) ডায়াচৌম্বক
ঘ) ফেরোচৌম্বক
উত্তর: গ) ডায়াচৌম্বক
৫. বিচ্যুতি কোণের অপর নাম কী?
ক) বিনতি কোণ
খ) ভূ-চৌম্বক কোণ
গ) সংক্রমণ কোণ
ঘ) সবগুলো
উত্তর: গ) সংক্রমণ কোণ
৬. ফেরোচৌম্বক পদার্থের ডোমেইনের মাত্রা কত?
ক) 102 cm
খ) 10-2 cm
গ) 10-2 m
ঘ) 10-3 cm
উত্তর: খ) 10-2 cm
৭. মোটর জেনারেটরে কোন চুম্বক ব্যবহৃত হয়?
ক) স্থায়ী চুম্বক
খ) সিরামিক চুম্বক
গ) অস্থায়ী চুম্বক
ঘ) সবগুলো
উত্তর: গ) অস্থায়ী চুম্বক
৮. ঐ স্থানের ভূ-চৌম্বক ক্ষেত্রের উলম্ব উপাংশের (v) মান কত?
ক) 25μT
খ) 35μT
গ) 39μT
ঘ) 43μT
উত্তর: ক) 25μT
৯. ওয়েরস্টেডের পরীক্ষায় সৃষ্ট চৌম্বকক্ষেত্রের প্রকৃতি কিরূপ?
ক) ঘূর্ণায়মান
খ) রৈখিক
গ) অনুভূমিক
ঘ) উল্লম্ব
উত্তর: ক) ঘূর্ণায়মান
১০. ‘পৃথিবী একটি বিরাট চুম্বক’-এটি প্রস্তাব করেন কোন বিজ্ঞানী?
ক) ডা: গিলভার্ট
খ) ওয়েরস্টেড
গ) লেঞ্জ
ঘ) ফ্যারাডে
উত্তর: ক) ডা: গিলভার্ট
১১. চৌম্বক প্রবেশ্যতার একক কী?
ক) TmA
খ) TmA-1
গ) Am-1
ঘ) Wbm-1
উত্তর: গ) Am-1
১২. তড়িৎ প্রবাহে সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের দিক কে নির্ণয় করেন?
ক) হেনরি
খ) ওয়েরস্টেড
গ) ম্যাক্সওয়েল
ঘ) ফ্লেমিং
উত্তর: ঘ) ফ্লেমিং
১৩. স্থায়ী চুম্বক ব্যবহার করা হয় কোনটিতে?
ক) সলিনয়েড
খ) ট্রান্সফর্মার
গ) মাইক্রোফোন
ঘ) আর্মেচার
উত্তর: গ) মাইক্রোফোন
১৪. বিদ্যুৎ প্রবাহে সৃষ্ট চৌম্বকক্ষেত্রের দিক কিসের উপর নির্ভরশীল?
ক) বিদ্যুৎ প্রবাহের দিকের উপর
খ) ভূ-চৌম্বক্ষেত্রের দিকের উপর
গ) চৌম্বক শলাকার দিকের উপর
ঘ) সবগুলো
উত্তর: খ) ভূ-চৌম্বক্ষেত্রের দিকের উপর
১৫. কুন্ডলীর প্যাচ সংখ্যা বাড়লে চৌম্বক ভ্রামক-
ক) বাড়বে
খ) কমবে
গ) একই থাকবে
ঘ) কোনোটিই নয়
উত্তর: ক) বাড়বে
১৬. তড়িৎ চৌম্বক ক্ষেত্রে-
i. স্থির চার্জ একটি মাত্র বল অনুভব করে
ii. গতিশীল চার্জ দুইটি বল অনুভব করে
iii. ত্বরিত চার্জ দুইটির বেশি বল অনুভব করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii
উত্তর: ক) i ও ii
১৭. চৌম্বক পদার্থে অণুচুম্বকগুলোর চৌম্বক ভ্রামকের ভেক্টর যোগফল কত?
ক) 10A. m2
খ) 100. Am2
গ) শূন্য
ঘ) অসীম
উত্তর: গ) শূন্য
১৮. স্থায়ী চুম্বক ব্যবহৃত হয়-
i. কম্পিউটারের স্মৃতির ফিতায়
ii. রেডিও এর অ্যান্টেনায়
iii. লাউড স্পিকারে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
উত্তর: ঘ) i, ii ও iii
১৯. গতিশীল চার্জের বেগের দিকে চৌম্বক ক্ষেত্রের সমান্তরাল হলে চৌম্বক বল কত হবে?
ক) অবাস্তব সংখ্যা
খ) শূন্য
গ) অসীম
ঘ) ঋণাত্মক
উত্তর: খ) শূন্য
২০. তড়িৎবাহী দুটি সমান্তরাল পরিবাহীর মধ্যে ক্রিয়াশীল বল থেকে কোনটির সংজ্ঞা প্রদান করা যায়?
ক) কুলম্ব
খ) হেনরি
গ) অ্যাম্পিয়ার
ঘ) জুল
উত্তর: গ) অ্যাম্পিয়ার
২১. চৌম্বক ক্ষেত্র অপসারণ করলে ফেরোপচৌম্বক পদার্থের চুম্বকত্বের কী পরিবর্তন হয়?
ক) বৃদ্ধি পায়
খ) সম্পূর্ণ বিলুপ্ত হয়
গ) কিছুটা চুম্বকত্ব থাকে
ঘ) একই থাকে
উত্তর: গ) কিছুটা চুম্বকত্ব থাকে
২২. ঢাকায় একটি চুম্বক শলাকার অক্ষ অনুভূমিক তলের সাথে কত কোণে থাকে?
ক) 150
খ) 300
গ) 310
ঘ) 320
উত্তর: গ) 310
২৩. ডানহাতি স্ক্রুকে তড়িৎবাহী তারের তড়িৎ প্রবাহের অভিমুখে চালনা করা হলে চৌম্বক ক্ষেত্রের দিক কী দ্বারা নির্দেশিত হবে?
ক) তর্জনীর দিক
খ) বৃদ্ধাঙ্গুলির দিক
গ) তড়িৎ প্রবাহের দিক
ঘ) স্ক্রুর উল্টো দিকে
উত্তর: খ) বৃদ্ধাঙ্গুলির দিক
২৪. বিষুবরেখা বা এর পার্শ্ববর্তী অঞ্চলে মুক্তভাবে ঝুলন্ত চুম্বক শলাকার চৌম্বক অক্ষ কোন দিকে থাকজবে?
ক) উল্লম্ব দিকে
খ) অনুভূমিক দিকে
গ) পূর্ব-পরিশ্চম দিকে
ঘ) কোনোটিই নয়
উত্তর: খ) অনুভূমিক দিকে
২৫. ডায়াচৌম্বক পদার্থের চৌম্বক প্রবেশ্যতার মান কত?
ক) μ = 0
খ) μ = 1
গ) μ >
ঘ) μ < 1
উত্তর: ঘ) μ < 1
২৬. ডিসি মোটরে রয়েছে-
i. ক্ষেত্র চুম্বক
ii. আর্মেচার
iii. কম্যুটেটর এবং ব্রাশ
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
উত্তর: ঘ) i, ii ও iii
২৭. চৌম্বক ক্ষেত্রের কোনো বিন্দুতে চৌম্বক আবেশ ও চৌম্বক প্রবেশ্যতার অনুপাতকে কী বলে?
ক) চৌম্বক তীব্রতা
খ)চৌম্বক ধারকতা
গ) চুম্বকায়ন মাত্রায়
ঘ) চৌম্বক ভ্রামক
উত্তর: ক) চৌম্বক তীব্রতা
২৮. লাউড স্পিকারের চুম্বকের জন্য কোনটি ব্যবহৃত হয়?
ক) অ্যালিনিমো
খ)ভিক্যালর
গ) দিকোনাল
ঘ) সবগুলো
উত্তর: গ) দিকোনাল
২৯. গতিশিীল চার্জের ওপর ক্রিয়ারত চুম্বক বলের দিক কোনটি দ্বারা নির্ণয় করা যায়?
ক) ফ্লেমিং এর বাম হস্ত নিয়মানুসারে
খ) লেঞ্জের সূত্রানুসারে
গ) ওয়েরস্টেডের সূত্রানুসারে
ঘ) ফ্যারাডের সূত্রানুসারে
উত্তর: ক) ফ্লেমিং এর বাম হস্ত নিয়মানুসারে
৩০. আয়রনের সংকরের মধ্যে ন্যূনতম কত ভাগ কার্বন থাকলে তা স্থায়ী চুম্বকে পরিণত হয়?
ক) ০. ৫ ভাগ
খ) ০. ৭ ভাগ
গ) ০. ৮ ভাগ
ঘ) ০. ৯৫ ভাগ
উত্তর: গ) ০. ৮ ভাগ
৩১. একক আয়তনে চৌম্বক ভ্রামককে কী বলে?
ক) চৌম্বক ফ্লাক্স
খ) চৌম্বক প্রবেশ্যতা
গ) চুম্বকায়ন
ঘ) চৌম্বক ক্ষেত্রে
উত্তর: গ) চুম্বকায়ন
৩২. ইথাইল অ্যালকোহল কোন ধরনের পদার্থ?
ক) অচৌম্বক
খ) প্যারাচৌম্বক
গ) ফেরোচৌম্বক
ঘ) ডায়াচৌম্বক
উত্তর: ঘ) ডায়াচৌম্বক
৩৩. চৌম্বক ক্ষেত্রে এস. আই একক কোনটি?
ক) হেনরি
খ) অ্যাম্পিয়ার
গ) টেসলা
ঘ) গস
উত্তর: গ) টেসলা
৩৪. মুক্তভাবে ঝুলন্ত চুম্বক শলাকার দক্ষিণ মেরু ভূ-চুম্বকের কোন দিক নির্দেশ করে?
ক) উত্তর মেরু
খ) দক্ষিণ মেরু
গ) লাল মেরু
ঘ) সবগুলো
উত্তর: ক) উত্তর মেরু
৩৫. তড়িৎক্ষেত্রের মান নির্ণয় করা যায়-
i. কুলম্বের সূত্র থেকে
ii. অ্যাম্পিয়ারের সূত্র থেকে
iii. গাউসের সূত্র থেকে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও iii
গ) ii
ঘ) iii
উত্তর: খ) i ও iii
৩৬. একটি চার্জ ঘূর্ণনরত অবস্থায় থাকলে-
i. এটি চার্জযুক্ত বলের ন্যায় কাজ করে
ii. তা চৌম্বকত্ব লাভ করে
iii. সৃষ্ট চুম্বকের মেরু ঘূর্ণনের দিকের উপর নির্ভর করে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
উত্তর: ঘ) i, ii ও iii
৩৭. টেপরেকর্ডিং এর ফিতার জন্য কোনটি ব্যবহৃত হয়?
ক) অ্যালিনিমো
খ) ভিক্যালর
গ) দিকোনাল
ঘ) সবগুলো
উত্তর: খ) ভিক্যালর
৩৮. চৌম্বক শলাকার বিচ্যুতিতে ভূ-চৌম্বকক্ষেত্রের কোন উপাংশ কাজ করে?
ক) অনুভূমিক উপাংশ
খ) উল্লম্ব উপাংশ
গ) সম্পূর্ণ ভূ-চৌম্বকক্ষেত্র
ঘ) সবগুলো
উত্তর: ক) অনুভূমিক উপাংশ
৩৯. চৌম্বক তীব্রতার একক কী?
ক) Am
খ) Am2
গ) Wb
ঘ) Am-1
উত্তর: ঘ) Am-1
৪০. প্যারাচুম্বক পদার্থ কোনটি?
ক) তামা
খ) পারদ
গ) রুপা
ঘ) টাংস্টেন
উত্তর: ঘ) টাংস্টেন
৪১. একটি লম্বা অন্তরিত পরিবাহী তারকে কোনো সিলিভারের গায়ে পাশাপাশি ঘন সন্নিবেশিত করে কুন্ডলী আকারে পেঁচানো হলে তাকে কী বলে?
ক) ট্রানজিস্টর
খ) সলিনয়েড
গ) আর্মেচার
ঘ) কস্যুটেটর
উত্তর: খ) সলিনয়েড
৪২. চৌম্বক বল ও তড়িৎ বলের ভেক্টর সমষ্টি কোনটি?
ক) লরেঞ্জ বল
খ) ফ্যারাডের
গ) অ্যাম্পিয়ার বল
ঘ) লেঞ্জের বল
উত্তর: ক) লরেঞ্জ বল
৪৩. কোন প্রক্রিয়ায় ডোমেটনের মধ্যে চৌম্বক মোমেন্টগুরো পরস্পর সমান্তরাল থাকে?
ক)বিনিময়
খ) যুদগলায়ন
গ) বিয়োজন
ঘ) বিনিময় যুগলায়ন
উত্তর: ঘ) বিনিময় যুগলায়ন
৪৪. চৌম্বক শলাকা পরিবাহী তারের সাথে কত কোণে স্থাপিত হওয়ার চেষ্টা করে?
ক) 00
খ) 900
গ) 1800
ঘ) 1200
উত্তর: খ) 900
৪৫. ইলেকট্রনের ঘূর্ণনের দিক তড়িৎ প্রবাহের-
ক) দিকে
খ) বিপরীত দিকে
গ) লম্ব বরাবর
ঘ) সমান্তরাল
উত্তর: খ) বিপরীত দিকে
৪৬. স্পিনের মান কয় ধরনের হতে পারে?
ক) 2 ধরনের
খ) 3 ধরনের
গ) 4 ধরনের
ঘ) 6 ধরনের
উত্তর: ক) 2 ধরনের
৪৭. সলিনয়েড চৌম্বকের ন্যায় আচরণ করে কারণ-
i. এর মধ্যে চৌম্বক ক্ষেত্রে সৃষ্টি হয়
ii. এর এক প্রান্তে উত্তর মেরু এবং অপর প্রান্তে দক্ষিণ মেরু সৃষ্টি হয়
iii. উচ্চ বিভবকে নিম্ন বিভবে রূপান্তরিত করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii
উত্তর: ক) i ও ii
৪৮. চৌম্বক ক্ষেত্র রেখাগুলো-
i. সম্পূর্ণ কাল্পনিক
ii. চৌম্বক ক্ষেত্র প্রবল হলে কাছাকাছি অবস্থান করে
iii. চৌম্বক ক্ষেত্র দুর্বল হলে বেশ ফাঁক হয়ে অবস্থান করে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
উত্তর: ঘ) i, ii ও iii
উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও:
10 পাকের একটি আয়তাকার কুন্ডলী 0. 2T চৌম্বক ক্ষেত্রে প্রস্থের মধ্যবিন্দু হতে ঝুলানো আছে। কুন্ডলী তল চৌম্বক ক্ষেত্রের সমান্তরা। কুন্ডলীর দৈর্ঘ্য 0. 1m, প্রস্থ 0. 05m এবং এর মধ্য দিয়ে 4A তড়িৎ প্রবাহিত হয়।
৪৯. তড়িৎবাহী পরিবাহককে চৌম্বক ক্ষেত্রে স্থাপন করা হলে তড়িৎ প্রবাহ ও চৌম্বক ক্ষেত্র উভয়ের লম্ব বরাবর যে বিভব পার্থক্য সৃষ্টি হয় তাকে কী বলে?
ক) 01Am2
খ) 0. 2Am2
গ) 0. 3Am2
ঘ) 0. 4Am2
উত্তর: ঘ) 0. 4Am2
৫০. ফেরোচৌম্বক পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কেলাস সমন্বয়ে গঠিত। এদেরকে কী বলে?
ক) 3 x 10-2N. m
খ) 2 x 10-2N. m
গ) 3 x 10-3N. m
ঘ) 4 x 10-2N. m
উত্তর: ক) 3 x 10-2N. m
0 Comments:
Post a Comment