HSC পদার্থবিজ্ঞান ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-০৫ pdf download

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
পদার্থবিজ্ঞান ২য় পত্র
৫ম অধ্যায়
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

HSC Physics 2nd Paper pdf download
Chapter-05
MCQ
Question and Answer

১. চৌম্বক ফ্লাক্সের একক
i. Tm2
ii. Wb
iii. T/m2
উত্তর:

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ) ii
ঘ) iii
উত্তর: ক) i ও ii

২. তড়িচ্চুকীয় আবেশের মাধ্যমে বর্তনীতে আবিষ্ট তড়িচ্চাপলক বল সৃষ্টির মূল কারণ কোনটি?
ক) চৌম্বক ফ্লাক্স
খ) চৌম্বক বলরেখা
গ) চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন
ঘ) সুস্থিত মানের চৌম্বক ফ্লাক্স
উত্তর: গ) চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন

৩. গৌণ কুন্ডলীতে সৃষ্ট ভোল্টেজ কত?
ক) 500 Volt
খ) 1000 Volt
গ) 1500 Volt
ঘ) 2000 Volt
উত্তর: ঘ) 2000 Volt

৪. যে তড়িৎ প্রবাহ সর্বদা একমুখী হয় তাকে কী বলে?
ক) একমুখী প্রবাহ
খ) A. C প্রবাহ
গ) সমপ্রবাহ
ঘ) অপর্যাবৃত্ত প্রবাহ
উত্তর: ক) একমুখী প্রবাহ

৫. তড়িৎ চৌম্বকীয় আবেশের উপর ভিত্তি করে আবিষ্কৃত হয়য়েছে?
i. ডায়নামো
ii. মোটর
iii. ট্রান্সফরমার

নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও iii
গ) ii
ঘ)iii
উত্তর: খ) i ও iii

৬. আরমেচারের তারের কুন্ডলীর প্রান্তদ্বয় যে দুটি ধাতব আংটার সাথে যুক্ত থাকে,তাদের কী বলা হয়?
ক) কম্যুটেটর
খ) ব্রাশ
গ) শ্যাফট
ঘ) স্লিপ রিং
উত্তর: ঘ) স্লিপ রিং

৭. ট্রান্সফর্মারের ক্ষেত্রে কোনটির কারণে মুখ্য কুন্ডলীতে উৎপন্ন চৌম্বক ফ্লাক্স ছড়িয়ে পড়তে পারে না?
ক) মজ্জা
খ) কম্যুটেটর
গ) চুম্বক
ঘ) স্লিপ রিং
উত্তর: ক) মজ্জা

৮. লেঞ্জের সূত্র হতে কত সালে প্রকাশিত হয়?
ক) 1833
খ) 1834
গ) 1835
ঘ) 836
উত্তর: খ) 1834

৯. তড়িৎচুম্বক আবেশে-
i. তড়িৎশক্তি পেতে যান্ত্রিক শক্তি খরচ করতে হয়
ii. শক্তির তাপজনিত কোনো অপচয়ের সম্ভাবনা নেই শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে
iii. নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও iii
গ) ii
ঘ) iii
উত্তর: খ) i ও iii

১০. একটি পূর্ণ চক্রের জন্য গড় তড়িচ্চালক বল ও গড় তড়িৎপ্রবাহ মাত্রার মান কত?
ক) শূন্য
খ) এক
গ) দুই
ঘ) পাঁচ
উত্তর: ক) শূন্য

১১. যে যন্ত্রের সাহায্যে পরিবর্তী বিভবকে অপেক্ষাকৃত উচ্চ বা নিম্ন পরিবর্তী বিভবে পরিণত করা যায় তাকে কী বলে?
ক) ট্রান্সফরমার
খ) ডায়নামো
গ) তড়িৎ মোটর
ঘ) ট্রানজিস্টর
উত্তর: ক) ট্রান্সফরমার

১২. ট্রান্সফরমার নিচের কোনটি রূপান্তর করে-
ক) ক্ষমতা
খ) ভোল্টেজ
গ) ভোল্টেজ ও তড়িৎপ্রবাহ
ঘ) তড়িৎপ্রবাহ
উত্তর: গ) ভোল্টেজ ও তড়িৎপ্রবাহ

১৩. আবেশহীন কুন্ডলীতে স্বকীয় আবেশের দরুণ কত মানের ভোল্টেজ অবিষ্ট হয়?
ক) 0V
খ) 1V
গ) πV
ঘ) 2πV
উত্তর: ক) 0V

১৪. তড়িচ্চুম্বকীয় আবেশের ক্ষেত্রে কুন্ডলীতে আবিষ্ট তড়িৎ প্রবাহের দিক কোন সূত্র থেকে জানা যায়?
ক) ফ্যারাডের সূত্র
খ) ওমের সূত্র
গ) ওয়েরস্টেডের সূত্র
ঘ) লেঞ্জের সূত্র
উত্তর: ঘ) লেঞ্জের সূত্র

১৫. যেকোনো অভিমুখে তড়্চ্চিালক বল বা প্রবাহের সর্বোচ্চ মানকে কী বলে?
ক) বিস্তার
খ) পর্যায়কাল
গ) কম্পাঙ্ক
ঘ) পরিবর্তন চক্র
উত্তর: ক) বিস্তার

১৬. 1 Wb = কত?
ক) 107 maxwell
খ)108 maxwell
গ) 10-7 maxwell
ঘ) 10-8 maxwell
উত্তর: খ)108 maxwell

১৭. একটি কাঁচা লোহার আয়তাকার মজ্জা বা কোর এর বিপরীত বাহুতে অন্তরিত তার পেঁচিয়ে তৈরি হয়-
ক) জেনারেটর
খ) ডায়নামো
গ) ট্রান্সফরমার
ঘ) মোটর
উত্তর: গ) ট্রান্সফরমার

HSC পদার্থবিজ্ঞান ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-০৫

১৮. তাড়িত চৌম্বক আবেশের ওপর ভিত্তি করে ফ্যারাডে কয়টি সূত্র প্রদান করেন?
ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি
উত্তর: ক) ২টি

১৯. যে তড়িচ্চালক বলের ক্রিয়ায় কোন বর্তনীতে পরিবর্তী প্রবাহ চলে সেই তড়িচ্চালক বলকে কী বলে?
ক) ডিসি
খ) এসি
গ) পরিবর্তী তড়িচ্চালক বল
ঘ) সমপ্রবাহ
উত্তর: গ) পরিবর্তী তড়িচ্চালক বল

২০. এসি সরবরাহ লাইনে সাপ্লাই ভোল্টেজের মান 220 V লেখা। ভোল্টেজের এ মান প্রকৃত পক্ষে কোনটি?
ক) কার্যকর মান
খ) গড়মান
গ) শীষমান
ঘ) ডিসি মান
উত্তর: ক) কার্যকর মান

২১. স্টেপ-অপ ট্রান্সফর্মারের গৌণ কুন্ডলীতে মুখ্য কুন্ডলীর তুলনায়-
i. পাক সংখ্যা বেশি থাকে
ii. প্রবাহের মান বেশি থাকে
iii. ভোল্টেজের মান বেশি থাকে

নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও iii
গ) ii
ঘ) iii
উত্তর: খ) i ও iii

২২. একটি এসি প্রবাহের অর্ধচক্রে গড়মান 6. 37A হলে এর বিস্তার কত?
ক) 5A
খ) 10A
গ) 15A
ঘ) 20A
উত্তর: খ) 10A

২৩. কুন্ডলীর সাপেক্ষে কোনটির কারণে কুন্ডলীর মধ্যবর্তী স্থানে চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন হয়?
ক) চুম্বকের আকর্ষণ
খ) চুম্বকের বিকর্ষণ
গ) চুম্বকের আপেক্ষিক গতি
ঘ) চুম্বকের আপেক্ষিক স্থিতি
উত্তর: গ) চুম্বকের আপেক্ষিক গতি

২৪. একটি তার কুন্ডলীতে দন্ড চুম্বক দ্বারা ব্যয়িত যান্তিক শক্তি, উৎপন্ন কোন শক্তির সামন?
ক) রাষায়নিক শক্তি
খ) তড়িৎশক্তি
গ) চৌম্বক শক্তি
ঘ) কোনোটিই নয়
উত্তর: গ) চৌম্বক শক্তি

২৫. এসি জেরারেটরের কুন্ডলীতে আবিষ্ট তড়িচ্চালক বলের পরিমাণ নির্ভর করে-
i. চৌম্বক ক্ষেত্রের প্রাবল্যের ওপর
ii. কুন্ডলীর ঘূর্ণন গতির ওপর
iii. কুন্ডলীর ক্ষেত্রফলের ওপর

নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
উত্তর: ঘ) i, ii ও iii

২৬. ডিসি মোটরে রয়েছে-
i. কম্যুটেটর
ii. ব্রাশ
iii. ক্ষেত্র চুম্বক ও আর্মেচার

নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) i, ii ও iii
উত্তর: ঘ) i, ii ও iii

২৭. তড়িচ্চুম্বকীয় আবেশ প্রক্রিয়ার-
i. সৃষ্ট তড়িচ্চালক বলকে আবিষ্ট তড়িচ্চালক বল বলে
ii. বিপুল পরিমাণে তাপের শোষণ ঘটে
iii. সৃষ্ট তড়িৎ প্রবাহকে আবিষ্ট তড়িৎপ্রবাহ বলে

নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও iii
গ) ii
ঘ) iii
উত্তর: খ) i ও iii

২৮. স্ববেশ গুণাঙ্কের একককে সংক্ষেপে কী নামে অভিহিত করা হয়?
ক) ওয়েরস্টেড
খ) লেঞ্জ
গ) অ্যাম্পিয়ার
ঘ) হেনরি
উত্তর: ঘ) হেনরি

২৯. বাংলাদেশে যে দিক পরিবর্তী বিদ্যুৎ সরবরাহ করা হয় তার কম্পাঙ্ক হচ্ছে-
ক) 20 Hz
খ) 25 Hz
গ) 40 Hz
ঘ) 50 Hz
উত্তর: ঘ) 50 Hz

৩০. অর্ধচক্রে কোন একটি প্রত্যাবর্তী তড়িৎ প্রবাহের গড়মান 15 A হলে, পূর্ণচক্রের প্রবাহটির গড় বর্গমান-
ক) শূন্য হয়
খ) শূন্য হয় না
গ) দুটিই হয়
ঘ) কোনোটিই হয়ে না
উত্তর: খ) শূন্য হয় না

৩১. হেনরি (H) কিসের একক?
ক) তড়িৎ আবেশ
খ) পারস্পরিক আবেশ
গ) তড়িৎ আবেশ গুণাঙ্ক
ঘ) পারস্পরিক আবেশ গুণাঙ্ক
উত্তর: ঘ) পারস্পরিক আবেশ গুণাঙ্ক

৩২. কোনো দিক পরিবর্তী তড়িচ্চালক বল 2s এ একটি পূর্ণচক্র সম্পন্ন করলে এর কম্পাঙ্ক কত মানের?
ক) 0. 5Hz
খ) I Hz
গ) 2 Hz
ঘ) 4 Hz
উত্তর: ক) 0. 5Hz

৩৩. ট্রান্সফরমার রূপান্তর করে-
i. ভোল্টজ
ii. তড়িৎ প্রবাহ
iii. রোধ

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii
গ) iii
ঘ) i
উত্তর: ক) i ও ii

৩৪. 1μH = ?
ক) 10-1 H
খ) 10-3 H
গ) 10-6 H
ঘ) 10-9 H
উত্তর: গ) 10-6 H

৩৫. লেঞ্জের সূত্র থেকে জানা যায়-
i. আবিষ্ট তড়িচ্চালক বল
ii. তড়িৎ প্রবাহ
iii. তড়িৎ প্রবাহের দিক

নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও iii
গ) ii
ঘ) iii
উত্তর: খ) i ও iii

৩৬. লেঞ্জের সূত্র থেকে কোনটি জানা যায়?
ক) শুধু আবিষ্ট তড়িচ্চালক বল
খ) শুধু তড়িৎ প্রবাহর দিক
গ) শুধু তড়িৎ প্রবাহ
ঘ) আবিষ্ট তড়িচ্চালক বল ও তড়িৎ প্রবাহের দিক উভয়ই
উত্তর: ঘ) আবিষ্ট তড়িচ্চালক বল ও তড়িৎ প্রবাহের দিক উভয়ই

৩৭. মোটরের ক্ষেত্রে আর্মেচারের কুন্ডলীর দুই প্রান্ত কিসের সাথে যুক্ত থাকে?
ক) কম্যুটেটর
খ) ব্রাশ
গ) চুম্বক
ঘ) স্লিপ রিং
উত্তর: ক) কম্যুটেটর

৩৮. তড়িচ্চুম্বকীয় আবেশের ক্ষেত্রে কুন্ডলীতে আবিষ্ট তড়িৎ প্রবাহের অভিমুখ কোন দিকে তা কোন সূত্র হতে জানা যায়?
ক) ওমের সূত্রে
খ) ফ্যারাডের সূত্র
গ) লেঞ্জের সূত্র
ঘ) ওয়েরস্টেডের সূত্র
উত্তর: গ) লেঞ্জের সূত্র

৩৯. ট্রান্সফর্মারে যে কুন্ডলীতে পরিবর্তী বিভব আবিষ্ট হয় তাকে কী বলে?
ক) ধন কুন্ডলী
খ) ঋণ কুন্ডলী
গ) মুখ্য কুন্ডলী
ঘ) গৌণ কুন্ডলী
উত্তর: ঘ) গৌণ কুন্ডলী

৪০. ডায়নামোতে যে ব্রাশ ব্যবহার করা হয় তা কিসের তৈরি?
ক) কার্বন
খ) সোনা
গ) রুপা
ঘ) অ্যালুমিনিয়াম
উত্তর: ক) কার্বন

৪১. তড়িচ্চালক শক্তি আবিষ্ট হয় কিসের প্রভাবে?
ক) স্থির চৌম্বক ক্ষেত্র
খ) পরিবর্তী চৌম্বক ক্ষেত্র
গ) আপেক্ষিক গতি
ঘ) পরিবর্তী যান্ত্রিক বল
উত্তর: খ) পরিবর্তী চৌম্বক ক্ষেত্র

৪২. যে যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে পরিবর্তী তড়িৎ শক্তিতে পরিণত করা যায়, তাকে কী বলে?
ক) মোটর
খ) জেনারেটর
গ) ট্রান্সফরমার
ঘ) ট্রানজিস্টর
উত্তর: খ) জেনারেটর

৪৩. স্বকীয় আবেশ কুন্ডলীর অপর নাম কী?
ক) স্বাবেশক
খ) আবেশক
গ) পারস্পরিক আবেশক
ঘ) কুন্ডলী আবেশক
উত্তর: খ) আবেশক

৪৪. ট্রান্সফর্মারের কোন অংশে কতকগুলেঅ অন্তরিত লোহার পাত পরপর সাজাানো থাকে?
ক) ব্রাশে
খ) কম্যুটেটর
গ) মজ্জা
ঘ) স্লিপ রিং-এ
উত্তর: গ) মজ্জা

৪৫. যে যন্ত্রের সাহায্যে পর্যাবৃত্ত উচ্চ বিভবকে নিম্ন বিভব এবং নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তর করা হয় তাকে কী বলে?
ক) ট্রান্সফরমার
খ) ট্রানজিস্টর
গ) মোটর
ঘ) ডায়নামো
উত্তর: ক) ট্রান্সফরমার

৪৬. তড়িৎ মোটরের ব্রাশ কিসের তৈরি?
i. কার্বন
ii. তামা
iii. লোহা

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i
গ)iii
ঘ) ii
উত্তর: ক) i ও ii

৪৭. জেনারেটরের আর্মেচারের সাথে কী যুক্ত থাকে?
ক) ধাতব দন্ড
খ)স্থায়ী চুম্বক
গ) অস্থায়ী চুম্বক
ঘ) ক্ষেত্র চুম্বক
উত্তর: ক) ধাতব দন্ড

৪৮. কোন কুন্ডলী যখন পূর্ণ একবার ঘোরে তখন θ এর মান হয়-
ক) 00 থেকে 900
খ) 00 থেকে 1800
গ) 00 থেকে 2700
ঘ) 00 থেকে 3600
উত্তর: ঘ) 00 থেকে 3600

উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও:
কোনো প্রত্যাবর্তী তড়িচ্চালক বলকে ε = 20 sin(40t) সমীকরণ দ্বারা প্রকাশ করা হয়।

৪৯. চৌম্বক ফ্লাক্সের একক-
i. Tm2
ii. Wb
iii. T/m2

নিচের কোনটি সঠিক?
ক) 10V
খ) 14. 1V
গ) 20V
ঘ) 28. 2V
উত্তর: ক) 10V

৫০. তড়িচ্চুকীয় আবেশের মাধ্যমে বর্তনীতে আবিষ্ট তড়িচ্চাপলক বল সৃষ্টির মূল কারণ কোনটি?
ক) i ও ii
খ) i
গ) iii
ঘ) ii
উত্তর: গ) iii

Post a Comment

Previous Post Next Post