এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
পদার্থবিজ্ঞান ২য় পত্র
১১শ অধ্যায়
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
HSC Physics 2nd Paper pdf download
Chapter-11
MCQ
Question and Answer
১. কত সালে সূক্ষ্ম ফ্লাকচুয়েশন ধরার জন্য (WMAP) ডব্লিউম্যাপ’ উপগ্রহ পাঠানো হয়?
ক) ২০০০
খ) ২০০১
গ) ২০০৩
ঘ) ২০০৪
উত্তর:গ) ২০০৩
২. প্লাজমা অবস্থায় পরমাণুর নিউক্লিয়াস থেকে কোনটি বিচ্ছিন্ন হয়?
ক) ইলেকট্রন
খ) প্রোটন
গ) নিউট্রন
ঘ) মেসন
উত্তর: ক) ইলেকট্রন
৩. তারকা কী?
ক) মহাভরের মহাজাগতিক বস্তু
খ) বৃহৎ ভরের মহাজাগতিক বস্তু
গ) অসীম ভরের জাগতিক বস্তু
ঘ) বিভিন্ন ভরের জাগতিক বস্তু
উত্তর: খ) বৃহৎ ভরের মহাজাগতিক বস্তু
৪. একটি নক্ষত্রের আয়ুষ্কাল কত হবে তা নির্ভর করে কোনটির ওপর?
ক) ভর
খ) চাপ
গ) আয়তন
ঘ) তাপমাত্রা
উত্তর: ক) ভর
৫. কৃত্রিম উপগ্রহে কিসের মাধ্যমে বেগ দেওয়া হয?
ক) রকেটের মাধ্যমে
খ) স্যাটালাইট লঞ্চারের মাধ্যমে
গ) স্টেশনের মাধ্যমে
ঘ) বিমানের মাধ্যমে
উত্তর: ক) রকেটের মাধ্যমে
৬. নিউট্রন তারকারা সঙ্কুচিত হলে নিম্নের কোনটিতে পরিণত হয়?
ক) সুপার নোভা
খ) নীল বামন
গ) কৃষ্ণবস্তু
ঘ) ব্ল্যাকহোল
উত্তর: ঘ) ব্ল্যাকহোল
৭. ছায়াপথের সমস্ত তারকাগুলোর মধ্যে নিচের কোনটি সবচেয়ে বেশি উজ্জ্বল?
ক) মেডিনোভা
খ) পালসারস
গ) সুপার নোভা
ঘ) বাস্ট নোভা
উত্তর: গ) সুপার নোভা
৮. দুটি আপ কোয়ার্ক ও একটি ডাউন কোয়ার্ক এর সমন্বয়ে কোনটি গঠিত হয়?
ক) প্রোটন
খ) নিউট্রন
গ) ইলেকট্রন
ঘ) মেসন
উত্তর: ক) প্রোটন
৯. সূর্যকে প্রদক্ষিণ করতে সেরেসের কত সময় লাগে?
ক) 5 বছর
খ) 4. 6 বছর
গ) 25 দিন
ঘ) 3. 6 বছর
উত্তর: খ) 4. 6 বছর
১০. সূর্যের ক্ষেত্রে-
i. সূর্য প্রতি সেকেন্ডে 4×1026 J শক্তি বিকিরণ করে
ii. সূর্য শক্তি পায় নিউক্লীয় ফিউশন প্রক্রিয়া হতে
iii. সূর্যে অতি উচ্চ তাপমাত্রায় হিলিয়াম গঠন করে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ঘ) i, ii ও iii
১১. মহাকাশে তারকার বিস্ফোরণকে কী বলা হয়?
ক) মেডিনোভা
খ) সুপারনোভা
গ) বাস্টনোভা
ঘ) ব্ল্যাক নোভা
উত্তর: খ) সুপারনোভা
১২. ধূমকেতু সূর্যকে কেন্দ্র করে কোন পথে ঘুরে?
ক) বৃত্তাকার
খ) উপবৃত্তাকার
গ) সরলরৈখিক
ঘ) সর্পিলাকার
উত্তর: খ) উপবৃত্তাকার
১৩. কীসের প্রভাবে তারাগুলো ছায়াপথের কেন্দ্রকে আবর্তন করে?
ক) মহাকর্ষ
খ) অভিকর্ষ
গ) ডপলার
ঘ) আন্ত:আণবিক
উত্তর: ক) মহাকর্ষ
১৪. সুপার নোভা বিস্ফোরণের ফলে কী গঠিত হয়?
ক) পালসার
খ) কৃষ্ণবিবর
গ) চন্দ্রগ্রহণ
ঘ) সূর্যগ্রহণ
উত্তর: ক) পালসার
১৫. ইলেকট্রন ও এন্টি ইলেকট্রন সংঘর্ষে জোড়া সৃষ্টি ও বিনাসের হার ছিল?
ক) অর্ধেক
খ) সমান
গ) দ্বিগুণ
ঘ) চারগুণ
উত্তর: খ) সমান
১৬. কোন তারকার ভর সৌর ভরের চেয়ে বেশি?
ক) নিউট্রন তারকা
খ) শ্বেত বামন তারকা
গ) বামন তারকা
ঘ) দানব তারকা
উত্তর: ক) নিউট্রন তারকা
১৭. ফ্রিডম্যানের তৃতীয় মডেল অনুসারে-
ক)প্রসারণের হার শুধুমাত্র ক্রাান্তিক
খ) মহাবিশ্ব স্থানে অসীম নয়
গ) মহাবিশ্ব চিরকাল প্রসারণশীল
ঘ) মহাবিশ্ব প্রসারিত হয় আবার চুপসে যায়
উত্তর: ক) প্রসারণের হার শুধুমাত্র ক্রাান্তিক
১৮. পেনজিয়াস এবং উইলসন কি নিয়ে কাজ করার সময় মহাজাগতিক অণুতরঙ্গ পটভূমি বিকিরণের সন্ধান পান?
ক) হর্ণ এন্টেনা
খ) টেলিস্কোপ
গ) ছায়াপথ
ঘ) কসমিক ব্যাকগ্রাউন্ড
উত্তর: ক) হর্ণ এন্টেনা
১৯. মহাজাগতিক বেতার তরঙ্গ শোষণ করা জরুরী বিষয় বলে বিবেচিত হবে যদি তরঙ্গ দৈর্ঘ্য-
ক) অপরিবর্তীত থাকে
খ) কমতে থাকে
গ) বাড়তে থাকে
ঘ) বিকৃতি হতে থাকে
উত্তর: গ) বাড়তে থাকে
২০. কোনটির উন্মেষের উপর টেলিস্কোপের আলো সংগ্রহ করার ক্ষমতা নির্ভর করে?
ক) অভিলক্ষ্য
খ) পর্দা
গ) অভিনেত্র
ঘ) টেলিস্কোপ নল
উত্তর: ক) অভিলক্ষ্য
২১. কত সালে পিটার হিগস তাত্ত্বিকভাবে দেখালেন, সৃষ্টি জগতে আরেক ধরনের কণা থাকতে হবে?
ক) 1962
খ) 1963
গ) 1964
ঘ) 1960
উত্তর: গ) 1964
২২. দুটি ডাউন কোয়ার্ক ও একটি আপ কোয়ার্ক এর সমন্বয়ে কোনটি তৈরি হয়?
ক) প্রোটন
খ) ইলেকট্রন
গ) নিউট্রন
ঘ) বোসন
উত্তর: গ) নিউট্রন
২৩. রেডিও টেলিস্কোপ-
ক) প্রতিসারক প্রকৃতির
খ) প্রতিফলক প্রকৃতির
গ) প্রতিসারক ও প্রতিফলক উভয় প্রকৃতির হতে পারে
ঘ) বিচ্ছুরক প্রকৃতির
উত্তর: খ) প্রতিফলক প্রকৃতির
২৪. প্রোটন ও নিউট্রন কী দ্বারা গঠিত?
ক)কর্ক
খ) কোয়ার্ক
গ) ডাউন
ঘ) আপ
উত্তর: খ) কোয়ার্ক
২৫. কম্পাঙ্ক কত হলে আয়নমন্ডল সংকেতগুলোকে বিকৃত করে?
ক) 1. 5 GHz
খ) 1. 5 MHz
গ) 1. 5 Hz
ঘ) 15 GHz
উত্তর: ক) 1. 5 GHz
২৬. কত সালে ছায়াপথগুলোর কক্ষীয় বেগ ব্যাখ্যা করেন?
ক) 1932
খ) 1933
গ) 1934
ঘ) 1935
উত্তর: খ) 1933
২৭. আমরা যে গ্যালাক্সিতে বাস করি তা কোনটি?
ক) একটি সর্পিল গ্যালাক্সি
খ) রেডিও গ্যালাক্সি
গ) অনিয়মিত গ্যালাক্সি
ঘ) উপরের কোনোটাই নয়
উত্তর: ক) একটি সর্পিল গ্যালাক্সি
২৮. আকাশ গঙ্গা (Milkyway) কোনটি?
ক) সৌরজগতের একটি গ্রহ
খ) সৌরজগতের কেন্দ্র সূর্য
গ) অন্যতম সৌরজগৎ
ঘ) মহাবিশ্বের একটি গ্যালাক্সি
উত্তর: ঘ) মহাবিশ্বের একটি গ্যালাক্সি
২৯. কোন দেশের বিজ্ঞানী কৃষ্ণ গহ্বর আবিষ্কার করেন?
ক) ইংল্যান্ড
খ) আমেরিকা
গ) কানাডা
ঘ) রাশিয়া
উত্তর: খ) আমেরিকা
৩০. স্বাভাবিক বিবর্তন প্রক্রিয়ায় 'কৃষ্ণ গহ্বরে' পরিণত হতে হলে একটি নক্ষত্রের ভর হতে হয় সৌর ভরের-
ক) ১. ৪ গুণ বা তার কম
খ) ১. ৪ গুণ বা তার বেশি
গ) ৩ গুণের কম
ঘ) ৩ গুণ বা তার বেশি
উত্তর: ঘ) ৩ গুণ বা তার বেশি
৩১. কত সালে আইস্টাইন আপেক্ষিকতার সার্বিক তত্ত্ব প্রবর্তন করেন?
ক)1912
খ) 1913
গ) 1915
ঘ) 1920
উত্তর: গ) 1915
৩২. অনন্যতা উপপাদ্য প্রমাণ করেন-
i. স্টিফেন ডব্লিউ হকিং
ii. জর্জ গ্যামোর
iii. রজার পেরোজ
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: খ) i ও iii
৩৩. চেরেনকভ বিকিরণ সৃষ্টি হয় কখন?
ক)ইলেকট্রন বর্ষণের ফলে
খ) গামা রশ্মি বিকিরণের ফলে
গ) পজিট্রন বিকিরণের ফলে
ঘ) কোনোটিই নয়
উত্তর: ক)ইলেকট্রন বর্ষণের ফলে
৩৪. সৃষ্টিতত্ত্ববিষয়ক স্ট্যান্ডার্ড মডেল অনুযায়ী, গোটা মহাবিশ্ব সৃষ্টির মূলে কতটি কণা আছে?
ক) ৮
খ) ১০
গ) ১২
ঘ) ১৪
উত্তর: গ) ১২
৩৫. কোন গ্যালাক্সিকে খালি চোখে ধো যায়?
ক) আকাশ গঙ্গা
খ) অ্যানডোমেডা
গ) সেরেস
ঘ) আলফা সেন্টুরি
উত্তর: খ) অ্যানডোমেডা
৩৬. মহাবিস্ফোরণ তত্ত্বকে দৃঢ় রূপ দিয়েছেন-
ক) লেমাইটার
খ) জার্জ গ্যামো
গ) হকিং
ঘ) চন্দ্রশেখর
উত্তর: গ) হকিং
৩৭. বিজ্ঞানী ফ্রি’স জুইকি কানটির কক্ষীয় বেগ ব্যাখ্যা করেন?
ক) ছায়াপথ
খ) তারা
গ) চন্দ্র
ঘ) পৃথিবী
উত্তর: ক) ছায়াপথ
৩৮. দ্বিতীয় বা তৃতীয় প্রজন্মের সূর্যে অধিকতর ভারী মৌলিক পদার্থের পরিমাণ শতকরা কত?
ক) এক ভাগ
খ) তিন ভাগ
গ) দুই ভাগ
ঘ) চার ভাগ
উত্তর: গ) দুই ভাগ
৩৯. মহবিশ্বের উৎপত্তি নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন মতবাদ হয়েছে এ মতবাদ গুলোকে কী বলে?
ক) বিশ্বব্রাহ্মান্ড
খ) বিশ্বতত্ত্ব
গ) বিশ্ব
ঘ) মহাবিশ্ব তত্ত্ব
উত্তর: খ) বিশ্বতত্ত্ব
৪০. মহাবিশ্বের চূড়ান্ত পরিণতির অনিশ্চিত কারণ-
ক)বায়বীয় শোষণ আমাদের দৃষ্টিকে সীমাবদ্ধ করে
খ) মহাবিশ্বের অন্যান্য গ্যালাক্সি আমাদেরটির মতো নয়
গ) মহাবিশ্বের মোট গড় ঘনত্ব অনিশ্চিত
ঘ) আমরা অনেক দূরের গ্যালাক্সি তথ্য পাই না
উত্তর: গ) মহাবিশ্বের মোট গড় ঘনত্ব অনিশ্চিত
৪১. ৩ সৌরভরের কম ভরের নাক্ষত্রিক বস্তুও কৃষ্ণ গহ্বরে পরিণত হতে পারে-
ক) স্বাভাবিক নাক্ষত্রিক বিবর্তন প্রক্রিয়ায়
খ) সুপার নোভা বিস্ফোরণে
গ) পালসারে
ঘ) কুয়েসারে
উত্তর: খ) সুপার নোভা বিস্ফোরণে
৪২. স্ট্যান্ডার্ড মডেলের 12তম কণার নাম কী?
ক) হিগস মেসন
খ) হিগস প্রোটন
গ)হিগস বেরিয়ন
ঘ) হিগস বোসন
উত্তর: ঘ) হিগস বোসন
৪৩. নক্ষত্রের জ্বালানি পুড়ে শেষ হলে অবশিষ্ট হিসেবে থাকতে পারে-
i. শ্বেতবামন
ii. নিউট্রন স্টার
iii. কৃষ্ণগহ্বর
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) i ও ii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: গ) ii ও iii
৪৪. এ পর্যন্ত কতটি কোয়াসার শনাক্ত করা হয়েছে?
ক) ১৬০টি
খ) ১৬২টি
গ) ১৭৫টি
ঘ) ১৫০টি
উত্তর: ঘ) ১৫০টি
৪৫. ওপেনহাইমার ভলকফ এর সীমা কত?
ক) 2. 2
খ) 4. 2
গ) 3. 2
ঘ) 5. 2
উত্তর: গ) 3. 2
৪৬. কত সালে আকাশ গঙ্গার মধ্যকার তারকার কক্ষীয় বেগ ব্যাখ্যা করেন?
ক) 1932
খ) 1933
গ) 1935
ঘ) 1936
উত্তর: ক) 1932
৪৭. রেডিও টিলিস্কোপের সক্ষমতা নির্ভর করে-
i. এন্টেনার ক্ষেত্রফল ও দক্ষতার ওপর
ii. সংকেত উদঘাটনের ওপর
iii. টেলিস্কোপের দৈর্ঘের ওপর
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও ii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ক) i ও ii
উদ্দীপকটি পড় এবং নিচের তিনটি প্রশ্নের উত্তর দাও:
আধুনিক তত্ত্বানুযায়ী ভস্মীভূত নক্ষত্র নিজ মহাকর্ষের প্রবাবেই ধ্বংস হয়ে ব্ল্যাক হোল-এ পরিণত হতে পারে। তবে এ ক্ষেত্রে এর দুই সৌর ভরের সমান হতে হয়।
৪৮. কত সালে সূক্ষ্ম ফ্লাকচুয়েশন ধরার জন্য (WMAP) ‘ডব্লিউম্যাপ’ উপগ্রহ পাঠানো হয়?
ক) 1. 9 x 1015kg
খ) 2 x 1015 kg
গ) 2 x 1030 kg
ঘ) 1 x 1030 kg
উত্তর: গ) 2 x 1030 kg
৪৯. প্লাজমা অবস্থায় পরমাণুর নিউক্লিয়াস থেকে কোনটি বিচ্ছিন্ন হয়?
ক) i
খ) i ও ii
গ) ii
ঘ) iii
উত্তর: ক) i
৫০. তারকা কী?
ক) জন মিচেন
খ) জন হুইলার
গ) সোয়ার্জ স্কাইল্ড
ঘ) স্টিফেন হকিং
উত্তর: খ) জন হুইলার
0 Comments:
Post a Comment