এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
পদার্থবিজ্ঞান ১ম পত্র
৪র্থ অধ্যায়
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
HSC Physics 1st Paper pdf download
Chapter-04
MCQ
Question and Answer
১. কোন ধরনের সংঘর্ষে ভরবেগ সংরক্ষিত হলেও গতিশক্তি সংরক্ষিত হয় না?
ক) স্থিতিস্থাপক সংঘর্ষে
খ) একমাত্রিক সংঘর্ষে
গ) দ্বিমাত্রিক সংঘর্ষে
ঘ) অস্থিতিস্থাপক সংঘর্ষে
উত্তর: ঘ) অস্থিতিস্থাপক সংঘর্ষে
২. কোনটির কারণে দীর্ঘ লম্ফে কিছুদূর পিছন হতে দৌড় এসে লাফ দিলে বেশিদূর অগ্রসর হওয়া যায়?
ঘ) অস্থিতিস্থাপক সংঘর্ষে
খ) বাতাসের বাধা
গ) স্থিতি জড়তা
ঘ) ভরবেগ
উত্তর: ঘ) অস্থিতিস্থাপক সংঘর্ষে
৩. একটি বল 4 kg ভরের স্থির বস্তুর উপর ক্রিয়া করায় বস্তু 6 সেকেন্ডে 30 ms-1 বেগ প্রাপ্ত হয়। বলের মান কত?
ক) 30 N
খ) 20 N
গ) 18 N
ঘ) কোনটিই নয়
উত্তর: খ) 20 N
৪. নিউটনের গতির দ্বিতীয় সূত্রানুসারে-
i. বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক
ii. বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন তার বিপরীত দিকে ঘটে
iii. বস্তুর ভরবেগের পরিবর্তনের দিক প্রযুক্ত বলের দিক বরাবর হয়
উত্তর:
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: খ) i ও iii
৫. বস্তুর গতি জড়তা কোনটি সমানুপাতিক?
ক) ত্বরণ
খ) আদিবেগ
গ) ভরবেগ
ঘ) শেষ বেগ
উত্তর: গ) ভরবেগ
৬. কোনটি বস্তুর একটি মৌলিক ধর্ম?
ক) আয়তন
খ) ঘনত্ব
গ) জড়তা
ঘ) তাপমাত্রা
উত্তর: গ) জড়তা
৭. বাইসাইকেলের চাকার গতি কী রকম?
ক) ঘূর্ণনগতি
খ) পর্যায়গতি
গ) জটিলগতি
ঘ) স্পন্দনগতি
উত্তর: ক) ঘূর্ণনগতি
৮. 16 N এর একটি বল 4 kg ভরের বস্তুর উপর 4 s মিনিট ক্রিয়া করে বস্তুটির বলের ঘাত কত?
ক) 6. 4 Ns
খ) 64 Ns
গ) 63 Ns
ঘ) 5 Ns
উত্তর: খ) 64 Ns
৯. নিচের কোনটি স্কেলার রাশি?
ক) রৈখিক সরণ
খ) রৈখিক দ্রুতি
গ) কৌণিক সরণ
ঘ) কৌণিক বেগ
উত্তর: খ) রৈখিক দ্রুতি
১০. রকেটের চলার ক্ষেত্রে কোন সূত্র কার্যকর?
ক) নিউটনের গতির ২য় সূত্র
খ) নিউটনের গতির ১ম সূত্র
গ) নিউটনের গতির ৩য় সূত্র
ঘ) লামীর উপপাদ্য
উত্তর: গ) নিউটনের গতির ৩য় সূত্র
১১. সময়ের সাপেক্ষে কৌণিক স্থানাঙ্কের বৃদ্ধি হারকে কী বলে?
ক) কৌণিক ভ্রামক
খ) কৌণিক বেগ
গ) কৌণিক ধরণ
ঘ) কৌণিক অবস্থান
উত্তর: খ) কৌণিক বেগ
১২. সবল নিউক্লিয় বল মহাকর্ষ বলের কতগুণ?
ক) 10
খ) 100
গ) 1000
ঘ) 10000
উত্তর: খ) 100
১৩. যখন কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরে তখন ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে ক্রিয়া করে-
i. কেন্দ্রমুখী বলে
ii. কেন্দ্রবিমুখী বল
iii. কেন্দ্রমুখী ত্বরণ
উত্তর:
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: খ) i ও iii
১৪. 20 বার ঘুরবার পর একটি বৈদ্যুতিক পাখার কৌণিক বেগ 30 rad/sec হতে হ্রাস পেয়ে 10 rad/sec হয়। কৌণিক মন্দন হবে –
ক) 3. 18 rad/sec2
খ) 2. 5 rad/sec2
গ) 6. 36 rad/sec2
ঘ) 5 rad/sec2
উত্তর: ক) 3. 18 rad/sec2
১৫. কোনো সাইকেল আরোহী 100 m ব্যাসার্ধের বৃত্তাকার পথে 20 m/s বেগে ঘুরতে গেলে উল্লম্ব তলের সাথে কত কোণে আনত থাকতে হবে?
ক) 500
খ) 48. 20
গ) 20. 20
ঘ) 22. 180
উত্তর: ঘ) 22. 180
১৬. ঘূর্ণন গতির ক্ষেত্রে জড়তার ভ্রামককে কী বলে?
ক) গতি জড়তা
খ) স্থিতি জড়তা
গ) সামষ্টিক জড়তা
ঘ) ঘূর্ণন জড়তা
উত্তর: ঘ) ঘূর্ণন জড়তা
১৭. নিচের কোনটির ক্ষেত্রে চিরায়ত বলবিজ্ঞান ব্যর্থ?
ক) শব্দ তরঙ্গের কম্পন
খ) পড়ন্ত বস্তুর গতি
গ) অনুজগত এর ব্যাখ্যায়
ঘ) গ্যাসের গতিতত্ত্ব ব্যাখ্যায়
উত্তর: গ) অনুজগত এর ব্যাখ্যায়
১৮. 2 kg ভরের বস্তুকে 5 ms-2 ত্বরণে গতিশীল করতে হলে প্রয়োগ করতে হবে – (মোট ঘর্ষণ বল Fs=5N)
ক) 10 N
খ) 15 N
গ) 5 N
ঘ) 20 N
উত্তর: গ) 5 N
১৯. বৃত্তীয় গতি যদি কোনো অক্ষকে কেন্দ্র করে সম্পাদিত হয় তবে ঐ অক্ষকে কী বলে?
ক) বৃত্তীয় অক্ষ
খ) ঘূর্ণন অক্ষ
গ) একমাত্রিক অক্ষ
ঘ) প্রসঙ্গ অক্ষ
উত্তর:খ) ঘূর্ণন অক্ষ
২০. একটি গাড়ির চাকা 20 মিনিট 50 সেকেন্ডে 250 বার ঘুরে 1km পথ অতিক্রম করলে চাকাটির-
i. পরিধি 4m
ii. পরিধিস্থ একটি কণার রৈখিক বেগ . 8ms-1
iii. কৌণিক বেগ 0. 4π rad/s
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ঘ) i, ii ও iii
২১. কেন্দ্রমুখী বলের রাশিমালা কোনটি?
ক) Fc = mv2r
খ) Fc = mv2ω
গ) Fc = mωr
ঘ) Fc = mω2r
উত্তর: ঘ) Fc = mω2r
২২. 10 kg ভরের কোন বস্তুর উপর প্রযুক্তি বল 20 N ও ঘর্ষণ বল 5 N হলে বস্তুটির ত্বরণ হবে –
ক) 2 ms-2
খ) 1. 5 ms-2
গ) 1. 25 ms-2
ঘ) 1. 08 ms-2
উত্তর: খ) 1. 5 ms-2
২৩. কোনো একটি অক্ষর সাপেক্ষে ঘূর্ণনরত একটি বস্তুর ঘূর্ণন গতির পরিবর্তনকে বাধা দেয়ার প্রয়াস কোনটি?
ক) মোট ভর
খ) আয়তন
গ) ঘূর্ণন জড়তা
ঘ) কৌণিক ভরবেগ
উত্তর: গ) ঘূর্ণন জড়তা
২৪. ঘূর্ণনরত অবস্থায় নির্দিষ্ট সময়ে একটি দৃঢ় বস্তুর প্রতিটি কণার-
ক) কৌণিক বেগ সমান
খ) রৈখিক দ্রুতি সমান
গ) তাৎক্ষনিক দ্রুতি সমান
ঘ) সরণ সমান
উত্তর: ক) কৌণিক বেগ সমান
২৫. কোনো অক্ষ সাপেক্ষে একটি লৌহ নির্মিত বস্তুর চক্র গতির ব্যাসার্ধ 0. 5 m, বস্তুটির ভর 0. 5 kg হলে জড়তার ভ্রামক –
ক) 0. 215 kgm2
খ) 0. 125 kgm2
গ) 1. 29 kgm2
ঘ) 2. 15 kgm2
উত্তর: খ) 0. 125 kgm2
২৬. রাস্তার ব্যাংকিং নির্ভর করে-
i. গাড়ির দ্রুতির ওপর
ii. বাঁকের ব্যাসার্ধের ওপর
iii. গাড়ির ভরের ওপর
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ক) i ও ii
২৭. S. I. পদ্ধতিতে জড়তার ভ্রামকের একক কোনটি?
ক) kg. m2
খ) kg. m
গ) kg2. m
ঘ) joule
উত্তর: ক) kg. m2
২৮. বন্ধুকের পশ্চাৎগতির ব্যাখ্যা পাওয়া যায়-
i. ভরবেগের সংরক্ষণ সূত্র হতে
ii. নিউটনের গতির দ্বিতীয় সূত্র হতে
iii. নিউটনের গতির তৃতীয় সূত্র হতে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: খ) i ও iii
২৯. কোন বস্তুর জড়তার ভ্রামক 200 kgm2 এবং ভরকেন্দ্রের ভর 2 kg হলে চক্রগতির ব্যাসার্ধ কত?
ক) 100 m
খ) 50 m
গ) 25 m
ঘ) 10 m
উত্তর: ঘ) 10 m
৩০. সমভর ও সম ব্যাসার্ধবিশিষ্ট নিম্নে উল্লেখিত বস্তুসমূহের মধ্যে কোনটির জড়তার ভ্রামক বেশি?
ক) ফাঁপা সিলিন্ডারের
খ) নিরেট সিলিন্ডারের
গ) বৃত্তাকার চাকতির
ঘ) গোলকের
উত্তর: ঘ) গোলকের
i. সাম্যাবস্থায় থাকলে
ii. গতিশীল থাকলে
iii. সংস্পর্শে থাকলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ঘ) i, ii ও iii
৩২. দুটি একই ভরের মার্বেল সরলরেখা বরাবর একই দিকে চলমান অবস্থায় সংঘর্ষে লিপ্ত হলে এদের বেগ –
i. একই থাকবে
ii. পরিবর্তিত হবে
iii. বিনিময় করবে
নিচের কোনটি সঠিক?
ক) i
খ) ii
গ) iii
ঘ) ii ও iii
উত্তর: গ) iii
৩৩. রকেটের গতির ক্ষেত্রে –
i. গ্যাসের আপেক্ষিক বেগ বেশি হলে ত্বরণ বেশি হবে
ii. গ্যাস নির্গমনের হার বেশি হলে ত্বরণ বেশি হবে
iii. রকেট যত উপরে উঠবে ত্বরণ তত কমবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ক) i ও ii
৩৪. চলন্ত গাড়ি হঠাৎ থেমে গেলে আরোহী সামনের দিকে ঝুঁকে পড়ে কোনটির কারণে?
ক) বলের প্রতিক্রিয়া
খ) স্থিতি জড়তা
গ) গতি জড়তা
ঘ) বাতাসের চাপ
উত্তর: গ) গতি জড়তা
৩৫. একটি বস্তু যখন বৃত্তপথে ঘূর্ণনরত থাকে তখন বৃত্তের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের বাইরের দিকে যে বল ক্রিয়া করে তাকে কী বলা হয়?
ক) কেন্দ্রভিক বল
খ) কেন্দ্রমুখী বল
গ) অভিকেন্দ্র বল
ঘ) কেন্দ্রবিমুখী বল
উত্তর: ঘ) কেন্দ্রবিমুখী বল
৩৬. কোনো অক্ষ সাপেক্ষে একটি বস্তুর জড়তার ভ্রামক 100 kgm2 বস্তুটির ওজন 29. 4 N হলে উক্ত অক্ষ সাপেক্ষে বস্তুটির চক্রগতির ব্যাসার্ধ কত হবে?
ক) 5. 77m
খ) 6. 77m
গ) 7. 77m
ঘ) 8. 77m
উত্তর: ক) 5. 77m
৩৭. আধুনিক জেট বিমান কোন সূত্র ব্যবহার করে চালানো হয়?
ক) ভরবেগের নিত্যতার সূত্র
খ) নিউটনের গতির ২য় সূত্র
গ) অভিকর্ষ সূত্র
ঘ) পড়ন্ত সূত্র
উত্তর: ক) ভরবেগের নিত্যতার সূত্র
৩৮. বলের ঘাতের একক কোনটি?
ক) নিউটন-কেজি
খ) নিউটন-মিটার
গ) নিউটন-সেকেন্ড
ঘ) নিউটন-সেকেন্ড -১
উত্তর: গ) নিউটন-সেকেন্ড
৩৯. কোনো বস্তুর জড়তার ভ্রামক নির্ভর করে –
i. অক্ষরেখার অবস্থানের উপর
ii. ভরের বিন্যাসের উপর
iii. কৌণিক বেগের উপর
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ক) i ও ii
৪০. নিউটনের গতির কোন সূত্রকে বল পরিমাপের ও প্রকৃতি নির্দেশের সূত্র বলা হয়?
ক) প্রথম সূত্র
খ) দ্বিতীয় সূত্র
গ) তৃতীয় সূত্র
ঘ) চতুর্থ সূত্র
উত্তর: খ) দ্বিতীয় সূত্র
৪১. ভেক্টর রাশি কোনটি?
ক) কৌণিক দূরত্ব
খ) কৌণিক দ্রুতি
গ) কৌণিক সরণ
ঘ) কৌণিক দৈর্ঘ্য
উত্তর: গ) কৌণিক সরণ
৪২. সবল নিউক্লিয় বলে-
i. দূরত্ব বৃদ্ধির সাথে সাথে হ্রাস পায়
ii. 10-15m এর বেশি দূরত্বে উপেক্ষনীয়
iii. নিউক্লিয়াসের স্থায়িত্বের জন্য অবদান রাখে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ঘ) i, ii ও iii
৪৩. টর্ক কী ধরনের রাশি?
ক) মৌলিক রাশি
খ) সরল রাশি
গ) স্কেলার রাশি
ঘ) ভেক্টর রাশি
উত্তর: ঘ) ভেক্টর রাশি
৪৪. নিচে উল্লিখিত কোন বল ইলেকট্রনকে নিউক্লিয়াসের সাথে আবদ্ধ করে পরমাণু তৈরি করে?
ক) দুর্বল নিউক্লীয় বল
খ) মহাকর্ষ বল
গ) তাড়িত চৌম্বক বল
ঘ) সবল নিউক্লিয় বল
উত্তর: গ) তাড়িত চৌম্বক বল
৪৫. কেন্দ্রমুখী ত্বরণের ক্ষেত্রে –
i. ব্যাসার্ধ বরাবর বৃত্তের কেন্দ্রের দিকে ক্রিয়া করে
ii. বেগের দিকের সাথে লম্বভাবে ক্রিয়া করে
iii. বৃত্তের কেন্দ্র বরাবর বস্তুটির বেগের পরিবর্তন হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ঘ) i, ii ও iii
৪৬. বলের ঘাতের ক্ষেত্রে –
i. বলের ঘাত = বল x সময়
ii. বলের ঘাতের দিক প্রদত্ত বলের দিকে
iii. বলের ঘাত = ভরবেগের পরিবর্তনের হার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ক) i ও ii
৪৭. পৃথিবীর সূর্যের চারদিকে ঘুরার সময় যে মহাকর্ষজনিত বল লাভ করে তা কোন ধরনের বল?
ক) অপকেন্দ্র বল
খ) কেন্দ্রবিমুখী বল
গ) সবল নিউক্লিয় বল
ঘ) কেন্দ্রমুখী বল
উত্তর: ঘ) কেন্দ্রমুখী বল
৪৮. 40 kg ভরবিশিষ্ট একটি বালক নাগরদোলার প্রান্তভাগে চড়ে 25m ব্যাসবিশিষ্ট বৃত্তাকার পথে 5 rpm কৌণিক বেগে পাক খেলে বালকটির-
i. রৈখিক ভরবেগ 261. 65 kgms-1
ii. ঘূর্ণনবেগ 0. 523 rads-1
iii. কৌণিক ভরবেগ 3265. 63 kgm2s-1
নিচের কোনটি সঠিক?
ক)i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ঘ) i, ii ও iii
উদ্দীপকটি পড়ো এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:
একজন ক্রিকেটার ক্যাচ লুফে নেওয়ার সময় তাঁর হাতজোড়া নিজের দিকে সামান্য পিছিয়ে নেন।
৪৯. কোন ধরনের সংঘর্ষে ভরবেগ সংরক্ষিত হলেও গতিশক্তি সংরক্ষিত হয় না?
ক) প্রথম সূত্র
খ) দ্বিতীয় সূত্র
গ) তৃতীয় সূত্র
ঘ) চতুর্থ সূত্র
উত্তর: ঘ) চতুর্থ সূত্র
৫০. কোনটির কারণে দীর্ঘ লম্ফে কিছুদূর পিছন হতে দৌড় এসে লাফ দিলে বেশিদূর অগ্রসর হওয়া যায়?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ক) i ও ii
0 Comments:
Post a Comment