এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
পদার্থবিজ্ঞান ১ম পত্র
৩য় অধ্যায়
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
HSC Physics 1st Paper pdf download
Chapter-03
MCQ
Question and Answer
১. মুক্তভাবে পড়ন্ত বস্তুর ওপর কোন বল কাজ করে?
ক) বাতাসের প্লবতা
খ) বাতাসের বাধা
গ) বাতাসের উর্ধ্বমুখী বল
ঘ) অভিকর্ষজ বল
উত্তর: ঘ) অভিকর্ষজ বল
২. যে স্থানাঙ্ক ব্যবস্থার সাহায্যে বস্তুর অবস্থান নির্ণয় করা হয় তাকে কী বলে?
ক) কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা
খ) ইউক্লেডিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা
গ) প্রসঙ্গ কাঠামো
ঘ) ত্রিমাত্রিক কাঠামো
উত্তর: গ) প্রসঙ্গ কাঠামো
৩. কোনটি ত্রিমাত্রিক গতির উদাহরণ?
ক) একটি সোজা সড়কে কোনো একটি গাড়ির গতি
খ) দেওয়ালে একটি পিঁপড়ার গতি
গ) টেবিলের উপর একটি পিঁপড়ার গতি
ঘ) উড়োজাহাজের গতি
উত্তর: ঘ) উড়োজাহাজের গতি
৪. গড় ত্বরণ নির্ণয় করা যায়-
i. অবস্থান বনাম সময় লেখচিত্র থেকে
ii. বেগ ও সময় সারণি থেকে
iii. বেগ বনাম সময় লেখচিত্র থেকে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: গ) ii ও iii
৫. কোনো প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে বস্তুর গতিকে কী বলে?
ক) স্থিতি
খ) গতি
গ) আপেক্ষিক স্থিতি
ঘ) আপেক্ষিক গতি
উত্তর: গ) আপেক্ষিক স্থিতি
৬. একটি বস্তু একটি নির্দিষ্ট দিকে সম-ত্বরণে গতিশীল হলে-
i. এর বেগ সময়ের সাথে বাড়তে থাকে
ii. বস্তুটি অসমবেগে চলবে
iii. বস্তুটি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ক) i ও ii
৭. জড় প্রসঙ্গ কাঠামোতে বস্তুর জড়তা নীতির উপর নির্ভরশীল –
i. গ্যালিলিওর বলবিদ্যা
ii. আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব
iii. নিউটনের বলবিদ্যা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: গ) i ও iii
৮. সমত্বরণে গতিশীল বস্তুর দূরত্ব সময়ের লেখচিত্র একটি –
ক) সরলরেখা
খ) প্যারাবোলা
গ) বৃত্তাকার
ঘ) উপবৃত্তাকার
উত্তর: ক) সরলরেখা
৯. দ্বিমাত্রিক বস্তুর উদাহরণ হলো-
i. লম্বা সরু কাঠি
ii. পাতলা কাগজ
iii. পাতলা টিনের পাত
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: গ) ii ও iii
১০. মুক্তভাবে পড়ন্ত বস্তুর গতি কোন প্রকারের গতির উদাহরণ?
ক) একমাত্রিক গতি
খ) দ্বিমাত্রিক গতি
গ) ত্রিমাত্রিক গতি
ঘ) সমতলীয় গতি
উত্তর: ক) একমাত্রিক গতি
১১. একটি গাড়ি স্থিরঅবস্থা থেকে সচল হয়ে 2 ms-2 ত্বরণে চলতে লাগল। গাড়িটি 10 s পর যে বেগে চলবে তা হচ্ছে –
ক) 15 ms-1
খ) 20 ms-1
গ) 5 ms-1
ঘ) 2 ms-1
উত্তর: খ) 20 ms-1
১২. চলন্ত ট্রেনে বসে কোনো ব্যক্তি একটি মুদ্রা উপরের দিকে নিক্ষেপ করলে যদি উহা তার সামনে পড়ে তাহলে ট্রেনটি –
ক) সমবেগে
খ) সমবেগে পশ্চাৎগামী
গ) সমত্বরণে সম্মুখগামী
ঘ) সমমন্দনে সম্মুখগামী
উত্তর: ক) সমবেগে
১৩. একটি প্রাসের সর্বাধিক অনুভূমিক পালা 200 m। এটি সর্বোচ্চ কত উচ্চতায় পৌছাবে?
ক) 5 m
খ) 50 m
গ) 75 m
ঘ) 100 m
উত্তর: ঘ) 100 m
১৪. 20 m/s বেগে নিক্ষিপ্ত একটি বস্তু সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে 3 sec সময় নিলে এর সর্বাধিক অনুভূমিক পাল্লা হবে –
ক) 40.82 m
খ) 20.41 m
গ) 4.08 m
ঘ) 28.86 m
উত্তর: গ) 4.08 m
১৫. নিক্ষেপণ বিন্দুগামী অনুভূমিক সমতলকে কী বলে?
ক) নিক্ষেপণ সমতল
খ) প্রসঙ্গ সমতল
গ) দ্বিমাত্রিক সমতল
ঘ) প্রাসের সমতল
উত্তর: খ) প্রসঙ্গ সমতল
১৬. সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে গড় দ্রুতির সীমান্তিক মান কোনটির সমান?
ক) দূরত্ব
খ) দ্রুতি
গ) বেগ
ঘ) সরণ
উত্তর: খ) দ্রুতি
১৭. অসম বেগ কিন্তু সমত্বরণের ক্ষেত্রে, বেগ বনাম সময় লেখের ঢাল কীসের সমান?
ক) সরণ
খ) বেগ
গ) দ্রুতি
ঘ) ত্বরণ
উত্তর: ঘ) ত্বরণ
১৮. বস্তু একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে কী বলে?
ক) দ্রুতি
খ) বেগ
গ) সরণ
ঘ) ত্বরণ
উত্তর: ক) দ্রুতি
১৯. অসম বেগ কিন্তু সমত্বরণের ক্ষেত্রে বেগ বনাম সময়ের লেখের ঢাল কীসের সমান?
ক) দূরত্ব
খ) সরণ
গ) বেগ
ঘ) ত্বরণ
উত্তর: ঘ) ত্বরণ
২০. একজন লোক 49 ms-1 বেগে একটি বল খাড়া উপরের দিকে নিক্ষেপ করে। বলটি সর্বোচ্চ কত উপরে উঠবে?
ক) 117.55m
খ) 120 m
গ) 122.5m
ঘ) 125 m
উত্তর: গ) 122.5m
২১. প্রাসের গতির বৈশিষ্ট্য কোনটি?
ক) সমত্বরণ
খ) দ্বিমাত্রিক
গ) ত্রিমাত্রিক
ঘ) অনুভূমিক
উত্তর: খ) দ্বিমাত্রিক
২২. বস্তুর দ্রুতি নিচের কোনটির উপর নির্ভর করে?
ক) বস্তুর আয়তন
খ) তাপমাত্রা
গ) চাপ
ঘ) সময়
উত্তর: ঘ) সময়
২৩. একটি লক্ষ্যস্থলে গুলি ছোঁড়া হলো। 0.06 m ভেদ করার পর গুলিটির বেগ অর্ধেক হয়ে গেল। গুলিটি আর কত দূর ভেদ করে থেমে যাবে?
ক) 0.02 m
খ) 0.0267 m
গ) 0.057 m
ঘ) 0.03 m
উত্তর: ক) 0.02 m
২৪. কোনো বস্তুকণা r ব্যসার্ধবিশিষ্ট বৃত্তাকার পথ সম্পূর্ণ একবার ঘুরে আসলে সরণ কত হবে?
ক) 2πr
খ) 2πr2
গ) 2r
ঘ) শূন্য
উত্তর: ক) 2πr
২৫. সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে বস্তুর বেগের পরিবর্তনের কী বলে?
ক) সরণ
খ) দ্রুতি
গ) ত্বরণ
ঘ) মন্দন
উত্তর: গ) ত্বরণ
২৬. 9.8 ms-1 বেগে একখন্ড পাথর উপরের দিকে ছোড়া হলো; কত সময় পর এটি ভূপৃষ্ঠে ফিরে আসবে?
ক) 1 s
খ) 2 s
গ) 3 s
ঘ) 4 s
উত্তর: খ) 2 s
২৭. এক রেডিয়ান প্রায় সমান কত?
ক) 100
খ) 50.30
গ) 1200
ঘ) 57.30
উত্তর: ঘ) 57.30
২৮. সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে বস্তুর সরণের হারক কী বলা হয়?
ক) গড় বেগ
খ) তাৎক্ষণিক বেগ
গ) সুষম বেগ
ঘ) অসম বেগ
উত্তর: খ) তাৎক্ষণিক বেগ
২৯. বাঁধাহীন পথে পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ঐ সময়ের –
ক) সমানুপাতিক
খ) ব্যস্তানুপাতিক
গ) বর্গের সমানুপাতিক
ঘ) বর্গের ব্যস্তানুপাতিক
উত্তর: ক) সমানুপাতিক
৩০. একটি বস্তু r ব্যাসার্ধের বৃত্তাকার পথে সমদ্রুতিতে ঘুরছে। এক্ষেত্রে –
i. বস্তুটির ত্বরণ নেই
ii. বস্তুটির ত্বরণ আছে
iii. বস্তুটির কৌণিক বেগ ω = v/r
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
উত্তর:
৩১. নিক্ষেপণ কোণের নিম্নোক্ত কোণ মানের জন্য পাল্লার মান সর্বাধিক হয়?
ক) 300
খ) 450
গ) 600
ঘ) 900
উত্তর: খ) 450
৩২. কোন বস্তুকে অনুভূমিক তলের সঙ্গে 300 কোণে 15 ms-1 বেগে নিক্ষেপ করলে এর সর্বাধিক উচ্চতায় কত সময় লাগবে?
ক) .76 s
খ) 10.2 s
গ) 15 s
ঘ) 20 s
উত্তর: ক) .76 s
৩৩. 14 ms-1 আদিবেগে একটি পাথরকে উপর দিকে ছুঁড়ে দেওয়া হলো। পাথরটি ফিরে আসতে কত সময় লাগবে?
ক) 1.8 s
খ) 2.13 s
গ) 1.43 s
ঘ) 2.86 s
উত্তর: ঘ) 2.86 s
৩৪. বৃত্তপথে ঘূর্ণনরত কণা বা বস্তুর কেন্দ্রের দিকে যে ত্বরণ থাকে তাকে কী বলে?
ক) কেন্দ্রমুখী ত্বরণ
খ) কেন্দ্রবিমুখী ত্বরণ
গ) একক ত্বরণ
ঘ) সমত্বরণ
উত্তর: ক) কেন্দ্রমুখী ত্বরণ
৩৫. প্রক্ষেপকের গতি কিরূপ?
ক) একমাত্রিক, অসমত্বরণ সম্পন্ন
খ) একমাত্রিক, সমত্বরণ সম্পন্ন
গ) দ্বিমাত্রিক, অসমত্বরণ সম্পন্ন
ঘ) দ্বিমাত্রিক, সমত্বরণ সম্পন্ন
উত্তর: গ) দ্বিমাত্রিক, অসমত্বরণ সম্পন্ন
৩৬. একটি বস্তু স্থির অবস্থান থেকে সমত্বরণে চলতে লাগলে এবং সপ্তম সেকেন্ডে 91 ফুট দূরত্ব অতিক্রম করলে, বস্তুটির ত্বরণ কত?
ক) 10 ফুট/সে. 2
খ) 14 ফুট/সে. 2
গ) 20 ফুট/সে. 2
ঘ) 24 ফুট/সে. 2
উত্তর: খ) 14 ফুট/সে. 2
৩৭. বৃত্তপথে অসম-দ্রুতিতে ঘূর্ণায়মান বস্তুকণার ওপর কয়টি ত্বরণ ক্রিয়া করে?
ক) একটি
খ) দুইটি
গ) তিনটি
ঘ) চারটি
উত্তর: গ) তিনটি
৩৮. যদি কোনো বস্তুর বেগ পরিবর্তনের হার সমান না থাকে তাহলে সেই ত্বরণকে কী বলে?
ক) বেগের দিকের পরিবর্তন হতে পারে
খ) দ্রুতির পরিবর্তন হতে পারে
গ) ত্বরণ শূন্য হবে
ঘ) ত্বরণ সমত্বরণ হবে
উত্তর: গ) ত্বরণ শূন্য হবে
৩৯. বস্তুটির বেগের মান কত?
ক) 4cm
খ) 6cm
গ) 8cm
ঘ) 12cm
উত্তর: খ) 6cm
৪০. তাৎক্ষণিক বেগ পেতে হলে –
ক) সময় ব্যবধান অসীম
খ) সময় ব্যবধান শূন্যের কাছাকাছি
গ) সময় ব্যবধান শূন্য
ঘ) সময় ব্যবধান 100m
উত্তর: খ) সময় ব্যবধান শূন্যের কাছাকাছি
৪১. ত্রিমাত্রিক বস্তুর উদাহরণ নিচের কোনটি?
ক) সরু দন্ড
খ) ইটের যেকোনো তল
গ) টেবিল
ঘ) খেলার মাঠ
উত্তর: গ) টেবিল
৪২. মুক্তভাবে পড়ন্ত বস্তুর গতির মাত্রায় কোনটি প্রযোজ্য?
ক) দ্বিমাত্রিক সুষম গতি
খ) দ্বিমাত্রিক অসমগতি
গ) ত্রিমাত্রিক সুষম গতি
ঘ) একমাত্রিক সুষম গতি
উত্তর: গ) ত্রিমাত্রিক সুষম গতি
৪৩. কোনো বস্তর বেগ সময়ের ওপর নির্ভর না করলে তার-
i. বেগ সুষম
ii. ত্বরণ শূন্য
iii. সমান সময়ে অতিক্রান্ত দূরত্ব সমান
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ঘ) i, ii ও iii
৪৪. একটি বস্তুকে 196 ms-1 বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। 20 সে. পর এই বস্তুটির বেগ কত?
ক) 10 ms-1
খ) 0.0 ms-1
গ) 60 ms-1
ঘ) 50 ms-1
উত্তর: খ) 0.0 ms-1
৪৫. একটি বস্তু প্রথম 2 s এ 30 m এ পরবর্তী 4 s এ 150 m দূরত্ব অতিক্রম করল। বস্তুটির ত্বরণ কত?
ক) 5 ms-2
খ) 6 ms-2
গ) 6.5 ms-2
ঘ) 7.5 ms-2
উত্তর: ঘ) 7.5 ms-2
৪৬. 200 m দীর্ঘ একটি ট্রেন 36 kmh-1 বেগে চলে 600 m দীর্ঘ একটি ব্রিজ অতিক্রম করে। ব্রিজটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে?
ক) 80s
খ) 100s
গ) 10s
ঘ) 140s
উত্তর: ক) 80s
৪৭. একটি বড় ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 3 m এর গড় কৌণিক বেগ কত?
ক) 1.4×10-4 rad s-1
খ) 1.7×10-3 rad s-1
গ) 1.7×10-3 rad s-1
ঘ) 5.2×10-3 rad s-1
উত্তর: খ) 1.7×10-3 rad s-1
৪৮. ত্বরণ – এর ক্ষেত্রে –
i. গতিশীল বস্তুর উপর বল ক্রিয়া না করলে ত্বরণ হয়
ii. বস্তুর ত্বরণ বলের সমানুপাতিক
iii. সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হতে হবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: খ) ii ও iii
উদ্দীপকটি পড়ো এবং নিচের ২টি প্রশ্নের উত্তর দাও:
বাতাসের মধ্যে এক টুকরো পাথর ও এক টুকরো কাগজ একই উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হলো।
উত্তর:
৪৯. মুক্তভাবে পড়ন্ত বস্তুর ওপর কোন বল কাজ করে?
ক) বস্তুদ্বয় একই সাথে মাটিতে পৌঁছাবে
খ) পাথরটি আগে মাটিতে পৌঁছাবে
গ) কাগজটি আগে মাটিতে পৌঁছাবে
ঘ) কম ঘনত্বের বস্তুটি আগে মাটিতে পৌঁছাবে
উত্তর: ঘ) কম ঘনত্বের বস্তুটি আগে মাটিতে পৌঁছাবে
৫০. যে স্থানাঙ্ক ব্যবস্থার সাহায্যে বস্তুর অবস্থান নির্ণয় করা হয় তাকে কী বলে?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: গ) ii ও iii
Hi
ReplyDelete