এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
পদার্থবিজ্ঞান ১ম পত্র
২য় অধ্যায়
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
HSC Physics 1st Paper pdf download
Chapter-02
MCQ
Question and Answer
১. স্কেলার গুণফলের মান ভেক্টর রাশিদ্বয়ের অন্তর্গত কোণের কোন ত্রিকোণমিতিক অনুপাতের সমানুপাতিক?
ক) সাইন
খ) কোসাইন
গ) চ্যানজেন্ট
ঘ) সেকেন্ট
উত্তর: খ) কোসাইন
২. নিচের কোনটি স্কেলার?
ক) ত্বরণ
খ) ভর
গ) ভরবেগ
ঘ) বেগ
উত্তর: খ) ভর
৩. কোন নৌকাকে অনুভূমিকের সাথে θ কোণ উৎপন্ন করে F বল দ্বারা গুণ টানা হলে অনুভূমিক উপাংশের মান কত?
ক) F tan θ
খ) F sin θ
গ) F cos θ
ঘ) F cot θ
উত্তর: গ) F cos θ
৪. দিক রাশিকে প্রকাশ করা হয়-
i. অক্ষর দিয়ে
ii. জ্যামিতিক উপায়ে
iii. সংখ্যা দ্বারা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: খ) i ও iii
৫. রৈখিক বেগের কার্ল কৌণিক বেগের কত গুণ?
ক) দুই
খ) তিন
গ) চার
ঘ) সাত
উত্তর: ক) দুই
৬. দুটি ভেক্টর রাশির লব্ধির সর্বোচ্চ ও সর্বনিম্ন মান যথাক্রমে ভেক্টর রাশি দুটির -
ক) যোগপল ও গুণফলের সমান
খ) গুণফল ও ভাগফলের সমান
গ) যোগফল ও বিয়োগফলের সমান
ঘ) বিয়োগফল ও যোগফলের সমান
উত্তর: গ) যোগফল ও বিয়োগফলের সমান
৭. 10 N এবং 8 N বলের লব্ধি হতে পারে না -
ক) 18 N
খ) 10 N
গ) 2 N
ঘ) 1 N
উত্তর: ঘ) 1 N
৮. দুটি ভেক্টরের গুণফল যদি একটি ভেক্টর হয় তাহলে এ ধরনের গুণনকে কী বলে?
ক) ডট গুণন
খ) স্কেলার গুণন
গ) জ্যামিতিক গুণন
ঘ) ক্রস গুণন
উত্তর: ঘ) ক্রস গুণন
৯. 4 ms-1 বেগে দৌড়ে থাকার সময় একজন লোক 6 ms-1 বেগে লম্বভাবে পতিত বৃষ্টির সম্মুখীন হলো। বৃষ্টি হতে রক্ষা পেতে হলে তাকে কত কোণে ছাতা ধরতে হবে?
ক) 33.70
খ) 100
গ) 450
ঘ) 900
উত্তর: ক) 33.70
১০. একটি ভেক্টরকে সর্বোচ্চ কয়টি উপাংশে ভাগ করা যায়?
ক) দুটি
খ) তিনটি
গ) ছয়টি
ঘ) অসংখ্য
উত্তর: ঘ) অসংখ্য
১১. নৌকা গুণ টানার সময় কোনটি দ্বারা প্রযুক্ত বলের উলম্ব উপাংশ প্রশমিত হয়?
ক) বাতাসের বাধা
খ) পানির স্রোতের বাধা
গ) পানির প্লবতা
ঘ) নৌকার হাল
উত্তর: ঘ) নৌকার হাল
১২. ব্যবকলন অপারেটর কার্যকর হবে -
i. স্কেলার রাশির জন্য
ii. ভেক্টর রাশির জন্য
iii. সকল ভৌত রাশির জন্য
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ঘ) i, ii ও iii
১৩. ক্যালকুলাস ব্যবহারে -
i. বড় গাণিতিক বাক্যকে সংক্ষিপ্তরূপে প্রকাশ করা যায়
ii. পদার্থবিজ্ঞানের কাঙ্খিত ফলাফল নিখুঁতভাবে পাওয়া সম্ভব নয়
iii. পদার্থবিজ্ঞান সমৃদ্ধশালী হয়েছে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: গ) i ও iii
১৪. যে ভেক্টরের মান এক একক তাকে কী ভেক্টর বলে?
ক) শূন্য
খ) একক
গ) স্থানীয়
ঘ) ধন
উত্তর: খ) একক
১৫. অবস্থানের সাপেক্ষে কোনো স্কেলার ক্ষেত্রের সর্বোচ্চ পরিবর্তনের হার ঐ ক্ষেত্রের -
ক) ডেল
খ) গ্রাডিয়েন্ট
গ) ডাইভারজেন্স
ঘ) ডিফারেন্সিয়েশন
উত্তর: খ) গ্রাডিয়েন্ট
১৬. সমজাতীয় এবং সমমানের দুটি ভেক্টরের দিক পরস্পর বিপরীত হলে তাদেরকে পরস্পরের -
i. ঋণ ভেক্টর বলা হয়
ii. বিপরীত ভেক্টর বলা হয়
iii. সম ভেক্টর বলা হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ক) i ও ii
১৭. ভেক্টর প্রকাশে স্থানাঙ্ক ব্যবস্থার ক্ষেত্রে-
i. কোনো বিন্দুর অবস্থান নির্দেশ করতে আমরা স্থানাঙ্ক ব্যবস্থার সাহায্য নিই
ii. সমতলে অবস্থিত কোনো বিন্দুর অবস্থান দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার সাহায্যে নির্দেশ করা হয়
iii. কোনো স্থানে কোনো বিন্দুর অবস্থান নির্দেশ করতে ত্রিমাত্রির স্থানাঙ্ক ব্যবস্থার প্রয়োজন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ঘ) i, ii ও iii
১৮. স্কেলার গুণফল-
i. একটি ভেক্টর রাশি
ii. ভেক্টর রাাশিদ্বয়ের মান ও এদের অন্তর্গত কোণের সাইনের গুণফলের সমান
iii. বিনিময় সূত্র মেনে চলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ক) i ও ii
১৯. কোনো ভেক্টর R- কে যদি দুটি পরস্পর লম্ব উপাংশে বিভাজিত করা হয় তাহলে R এর সাথে-
i. α কোণে উপাংশের মান X=cosα
ii. (900 - α ) কোণে উপাংশের মান Y=R sinα
iii. α কোণে উপাংশের মান X=R sinα
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ক) i ও ii
২০. ভেক্টর যোগের সাধারণ নিয়ম কোনটি?
ক) ত্রিভুজ সূত্র
খ) সামান্তরিক সূত্র
গ) বহুভুজ সূত্র
ঘ) উপাংশ সূত্র
উত্তর: ঘ) উপাংশ সূত্র
২১. ভেক্টরের ক্রস গুণনের ক্ষেত্রে-
i. গুণফলের মান রাশি দুটির মান ও এদর অন্তর্গত কোনের সাইন-এর গুণফলের সমান
ii. গুণফলের দিক ডান হাতি স্ক্রু নিয়ম দ্বারা নির্ধারিত
iii. বিনিময় সূত্র মেনে চলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ঘ) i, ii ও iii
২২. দুটি ভেক্টরের লব্বির সর্বনিম্ন মান কোনটির সমান?
ক) ভেক্টদ্বয়ের যোগফল
খ) ভেক্টরদ্বয়ের মানের বিয়োগফল
গ) ভেক্টরদ্বয়ের ডট গুণফল
ঘ) ভেক্টরদ্বয়ের ক্রস গুণফল
উত্তর: খ) ভেক্টরদ্বয়ের মানের বিয়োগফল
২৩. নিচের কোন সূত্রটি ভেক্টর বিভাজনে ব্যবহৃত হয়?
ক) বিনিময় সূত্র
খ) ত্রিভুজ সূত্র
গ) বন্টন সূত্র
ঘ) ত্রিভুজের সাইন সূত্র
উত্তর: ঘ) ত্রিভুজের সাইন সূত্র
২৪.দুটিভেক্টরের ক্রস গুণফল/ভেক্টর গুণফল শূন্য হলে ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ কত হবে?
ক) 300
খ) 00
গ) 900
ঘ) 600
উত্তর: খ) 00
২৫. জড়তার ভ্রামক কী ধরনের রাশি?
ক) দিক রাশি
খ) স্কেলার
গ) ভেক্টর
ঘ) মৌলিক
উত্তর: খ) স্কেলার
২৬. কোনো নৌকাকে অনুভূমিকের সাথে θ কোনে F বল দ্বারা দুণ টানা হলে উলম্ব উপাংশের মান কত?
ক) F tanθ
খ) F sinθ
গ) F secθ
ঘ) F cosθ
উত্তর: খ) F sinθ
২৭. ভেক্টর অন্তরীকরণীয় অপারেটরের ক্ষেত্রে-
i. এর আচরণ অনেকটা সাধারণ ভেক্টরের মত
ii. গ্রাডিয়েন্ট হলো ভেক্টর ক্ষেত্র
iii. ডাইভারজেন্স হলো অন্তরীকরণ যোগ্য স্কেলার ক্ষেত্র
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ঘ) i, ii ও iii
২৮.দুই বা ততোধিক সমজাতীয় ভেক্টর যদি একই দিকে ক্রিয়ারত থাকে এবং তাদের মান যদি সমান হয় তাহলে তাদেরকে কী বলে?
ক) সমান ভেক্টর
খ) বিপরীত ভেক্টর
গ) সমরৈখিক ভেক্টর
ঘ) সমতলীয় ভেক্টর
উত্তর: ক) সমান ভেক্টর
২৯. বেগের মান v অতিবাহিত সময় t এর ওপর নির্ভর করে। এক্ষেত্রে-
i. বেগ v এর সময় t একটি অপেক্ষক
ii. একে v ( t) রূপে প্রকাশ করা হয়
iii. একে vt রূপে প্রকাশ করা হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ক) i ও ii
৩০. নিচের কোন ক্ষেত্রে কার্ল এর ভূমিকা অপরিসীম?
ক) প্রবাহী বলবিদ্যায়
খ) জ্যামিতিতে
গ) ঘূর্ণনের ক্ষেত্রে
ঘ) অভিকর্ষ বলের ক্ষেত্রে
উত্তর:গ) ঘূর্ণনের ক্ষেত্রে
৩১. স্কেলার রাশি হলো-
i. ত্বরণ
ii. দৈর্ঘ্য
iii. বৈদ্যুতিক বিভব
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: গ) ii ও iii
৩২. নিম্নের কোনটি ভেক্টরের প্রকারভেদ নয়?
ক) ধন ভেক্টর
খ) সমান ভেক্টর
গ) সমতলীয় ভেক্টর
ঘ) বল ভেক্টর
উত্তর: ঘ) বল ভেক্টর
৩৩. দুটি বলের লব্ধির মান 4N। বল দুটির মধ্যে ছোটটির মান মান 3N এবং এটি লব্ধি বলের লম্বের বরাবর ক্রিয়া করে। বড় বলটির মান কত?
ক) 3N
খ) 4N
গ) 5N
ঘ) 7N
উত্তর: গ) 5N
৩৪. টর্কের অপর নাম কী?
ক) ঘূর্ণন বল
খ) ঘর্ষণ বল
গ) কৌণিক বল
ঘ) জড়তার ভ্রামক
উত্তর: ক) ঘূর্ণন বল
৩৫. যখন দুই বা ততোধিক ভেক্টর একই সমতলে অবস্থান করে তাহলে তাদেরকে কী বলে?
ক) সমতলীয় ভেক্টর
খ) সমরৈখিক ভেক্টর
গ) অবস্থান ভেক্টর
ঘ) বিপরীত ভেক্টর
উত্তর: ক) সমতলীয় ভেক্টর
৩৬. কোন দুটি স্কেলার রাশি?
ক) গতিশক্তি, বেগ
খ) তড়িৎক্ষেত্র ও তড়িৎ বিভব
গ) কেন্দ্রীয় বল, তাপমাত্রা
ঘ) চার্জ, কম্পাঙ্ক
উত্তর: ঘ) চার্জ, কম্পাঙ্ক
৩৭. 'দুই বা ততোধিক ভেক্টরের লম্ব উপাংশসমূহ জানা থাকলে, ভেক্টরগুলোর যোগফল বীজগণিতীয় নিয়মে বের করা যায়।' -এটি কোন সূত্র নামে পরিচিত?
ক) লম্ব উপাংশ সূত্র
খ) ভেক্টর যোগের উপাংশ সূত্র
গ) বেক্টর যোগের বিভাজন সূত্র
ঘ) অংশক সূত্র
উত্তর: খ) ভেক্টর যোগের উপাংশ সূত্র
৩৮. ব্যবকলনের বিপরীত প্রক্রিয়ার নাম কী?
ক) সমাকলন
খ) অন্তরীকরণ
গ) অন্তরণ
ঘ) যোজন
উত্তর: ক) সমাকলন
৩৯. দুটি সমান বলের লব্ধির বর্গ তাদের গুণফলের 3 গুণ। তাদের মধ্যবর্তী কোণ হবে -
ক) 00
খ) 300
গ) 600
ঘ) 1200
উত্তর: গ) 600
৪০. সমাকলনের বিপরীত প্রক্রিয়া হলো-
i. অন্তরীকরণ
ii. ভেক্টর বিশ্লিষ্টকরণ
iii. ব্যবকলন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: খ) i ও iii
৪১. 5 N এবং 10 N মানের দুটি বল একটি কণার উপর আপতিত হলে নিচের কোন বলটি কণাটির উপর লব্ধি বলের সমান হতে পারে না?
ক) 5 N
খ) 10 N
গ) 15 N
ঘ) 20 N
উত্তর: ঘ) 20 N
৪২. ডট ও ক্রস গুণনের ক্ষেত্রে ভেক্টরের মধ্যবর্তী কোণের সীমা হলো -
ক) 0 < θ < π
খ) π ≤ θ < 0
গ) 0 ≤ θ ≤ π
ঘ) 0 < θ ≤ π
উত্তর: গ) 0 ≤ θ ≤ π
৪৩. দুটি ভেক্টর সমান সমান হলে ভেক্টরদ্বয়-
i. সমজাতীয় হবে
ii. একই দিকে ক্রিয়ারত থাকে
iii. সমান মানের হবে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) i ও iii
গ) ii ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ঘ) i, ii ও iii
৪৪. একটি ফাংশনের উপর প্রযুক্ত হয়ে তাকে অন্য ফাংশনে রূপান্তর করে নিচের কোনটি?
ক) ∇
খ) τ
গ) ψ
ঘ) ω
উত্তর: ক) ∇
৪৫. অপারেটর হচ্ছে -
i. গাণিতিক রাশি
ii. একটি ফাংশনকে অন্য ফাংশনে রূপান্তর করে
iii. ফাংশনের উপর প্রযুক্ত হয় না
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: ক) i ও ii
৪৬. একটি ভেক্টরকে দুই বা ততোধিক ভেক্টরে বিভক্ত করার প্রক্রিয়াকে কী বলে?
ক) ভেক্টর বন্টন
খ) ভেক্টর বিনিময়
গ) ভেক্টর বিভাজন
ঘ) ভেক্টর সংযোজন
উত্তর: গ) ভেক্টর বিভাজন
৪৭. τ = Iα সূত্রটিতে -
i. τ একটি স্কেলার রাশি
ii. I একটি স্কেলার রাশি
iii. α একটি ভেক্টর রাশি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
খ) ii ও iii
গ) i ও iii
ঘ) i, ii ও iii
উত্তর: খ) ii ও iii
৪৮. কোন রাশিটির মান ও দিক আছে?
ক) বেগ
খ) ক্ষমতা
গ) শক্তি
ঘ) তড়িৎ প্রবাহ
উত্তর: ক) বেগ
৪৯. দুটি ভেক্টর রাশির স্কেলার গুণন -
ক) একটি বীজগাণিতিক গুণফল
খ) একটি ভেক্টর রাশি হয়
গ) একটি স্কেলার রাশি হয়
ঘ) রাশি দুটির মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক
উত্তর: গ) একটি স্কেলার রাশি হয়
৫০. প্রদত্ত ভেক্টরটির মান কত?
ক) 4.26
খ) 6.16
গ) 6.26
ঘ) 7.16
উত্তর:খ) 6.16
0 Comments:
Post a Comment