HSC ভূগোল ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর বোর্ড প্রশ্ন সমাধান-৩ pdf download

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Geography 1st Paper MCQ with Answer pdf download

বোর্ড প্রশ্ন সমাধান-৩
ভূগোল ১ম পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
বিষয় কোড: [১২৫]

সময়: ২৫ মিনিট        পূর্ণমান: ২৫
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

HSC Geography 1st Paper
Board Question Solution
MCQ
Question and Answer pdf download

১. নদীর কোন অবস্থায় উল্লম্ব ক্ষয় বেশি হয়?
(ক) ব-দ্বীপ অবস্থায়
(খ) সমভূমি অবস্থায়
(গ) পার্বত্য অবস্থায়   
(ঘ) মালভূমি অবস্থায়
উত্তর: (গ) পার্বত্য অবস্থায়

২. শৈলশিরা দেখা যায় কোথায়?
(ক) পর্বতমালায়
(খ) মালভূমিতে
(গ) উপকূলে
(ঘ) মহাসাগরের তলে
উত্তর: (খ) মালভূমিতে

৩. কোনটি উষ্ণ স্রোত?
(ক) পশ্চিম গ্রীনল্যান্ড স্রোত
(খ) পূর্ব গ্রীনল্যান্ড স্রোত
(গ) ল্যাব্রাডর স্রোত   
(ঘ) উপসাগরীয় স্রোত
উত্তর: (ঘ) উপসাগরীয় স্রোত

৪. প্রাকৃতিক  ভূগোলের  পরিসরের   অমত্মর্ভুক্ত কোনটি?
(ক) জনসংখ্যা ভূগোল
(খ) বসতি ভূগোল
(গ) কৃষি ভূগোল
(ঘ) সমুদ্র ভূগোল
উত্তর: (খ) বসতি ভূগোল

৫. কোন মেঘ থেকে বৃষ্টিপাত হয়?
(ক) কিউমুলাস
(খ)  কিউমুলোনিম্বাস
(গ) অলট্রোস্ট্রাটাস
(ঘ) অলটোকিমুলাস
উত্তর: (খ)  কিউমুলোনিম্বাস

৬. বিশ্বের বৃহত্তম ব-দ্বীপ কোথায় অবস্থিত?
(ক) বাংলাদেশ
(খ) ভারত
(গ) পাকিসত্মান
(ঘ) মিয়ানমার
উত্তর: (ক) বাংলাদেশ

৭. কোনটি ইউরোপের পর্বতমালা?
(ক) আল্পস্
(খ) আন্দিজ হয়েছে?
(গ) রকি
(ঘ) হিমালয়
উত্তর: (ক) আল্পস্

■নিচের উদ্দীপকটি পড় এবং ৮ ও ৯নং প্রশ্নের উত্তর দাও :

৮. উদ্দীপকে  ‘ক’চিহ্নিত  স্থান কোন জলবায়ুর অমত্মর্গত?
(ক) মৌসুমি
(খ) নিরক্ষীয়
(গ) মহাদেশীয়
(ঘ) ভূমধ্যসাগরীয়
উত্তর: (গ) মহাদেশীয়

৯. উদ্দীপকের ‘খ’ চিহ্নিত স্থানে অধিক বৃষ্টিপাতর কারণ--
i. বিষুবীয় অবস্থান
ii. বনভূমির অবস্থান
iii. মহাদেশীয় অবস্থান

নিচের কোনটি সঠিক?
ক) i ও ii
(খ)  i ও iii
(গ) ii ও iii
(ঘ)  i,  ii ও iii
উত্তর: (ঘ)  i,  ii ও iii

১০. লালমাই পাহাড়ের আয়তন কত বর্গ কিলোমিটার?
(ক) ১৪
(খ) ২৪
(গ) ৩৪
(ঘ) ৪৪
উত্তর: (ক) ১৪

১১. মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে কোন ধরনের জলবায়ু দেখা যায়? 
(ক) নাতিশীতোষ্ণ
(খ) চরমভাবাপন্ন
(গ) ভূমধ্যসাগরীয়
(ঘ)  নিরক্ষীয়
উত্তর: (খ) চরমভাবাপন্ন

১২. কলকারখানার ধোঁয়া থেকে নির্গত হয় কোনটি?
(ক) নিয়ন
(খ) কার্বন
(গ) জেনন
(ঘ)  আর্গন
উত্তর: (ঘ)  আর্গন


১৩.  বাংলাদেশের  পর্বতের  সাথে  গঠনগত  মিল রয়েছে কোন পর্বতের?
(ক) ফুজিয়ামা
(খ) আন্দিজ
(গ) হেনরী
(ঘ) ভিসুভিয়াস
উত্তর: (খ) আন্দিজ

নিচের চিত্রটি দেখ এবং ১৪নং প্রশ্নের উত্তর দাও :

১৪. উদ্দীপকে কোন ধরনের বৃষ্টিপাত দেখানো হয়েছে?
(ক) পরিচলন
(খ) ঘূর্ণিবাত
(গ) শৈলোৎক্ষক্ষপ
(ঘ) সংঘর্ষ
উত্তর: (ঘ) সংঘর্ষ

১৫. আকরিক লৌহ থেকে কী প্রস্তুত হয়?
(ক) সিমেন্ট
(খ) গ্রানাইট
(গ) সিরামিক
(ঘ)  ইস্পাত
উত্তর: (ক) সিমেন্ট

১৬. একটি মূল স্রোত থেকে আরেকটি স্রোতের সৃষ্টি কী কারণে হয়?
(ক) ভূভাগের অবস্থান
(খ) সমুদ্রের লবণাক্ততা
(গ) বাষ্পীভবনের তারতম্য
(ঘ) বায়ু চাপ
উত্তর: (ক) ভূভাগের অবস্থান

১৭. বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় কোনটি?
(ক) গারো
(খ)  চিম্বুক
(গ) চন্দ্রনাথ
(ঘ) তাজিংডং
উত্তর: (খ)  চিম্বুক

* নিচের  উদ্দীপকটি  পড়  এবং  ১৮  ও ১৯নং প্রশ্নের উত্তর দাও:
সামিহা তার খালার বাসা পুরান ঢাকায় গিয়ে দেখে দালানের ফাটলের মধ্যে গাছ জন্মানোর  ফলে  ফাটলগুলো  বড়  হয়ে গেছ এবং জানালার রডগুলো নষ্ট হয়ে যাচ্ছে।

১৮. দালানের ফাটল বড় হওয়া এবং জানালার রড নষ্ট হলো-
i. যান্ত্রিক বিচূর্ণীভবন
ii. রাসায়নিক বিচূর্ণীভবন
iii. জৈবিক বিচূর্ণীভবন

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ)  ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তর: (খ) i ও iii

১৯. উদ্দীপকে উলিস্নখিত জানালার রডগুলো কোন প্রক্রিয়ায় নষ্ট হয়েছে?
(ক) হাইড্রেশন
(খ) অক্সিডেশন
(গ) কার্বনেশন
(ঘ) নাইট্রেশন
উত্তর: (খ) অক্সিডেশন

২০. ভূত্বকের গড় গভীরতা কত কিলোমিটার?
(ক) ৭
(খ) ১৭
(গ) ২৭
(ঘ) ৩৭
উত্তর: (ক) ৭

২১. পাহাড়িয়া অঞ্চলে ভূমি ধসের কারণ-
i. অতিরিক্ত বৃষ্টিপাত
ii. বনভূমির অবস্থান
iii. বসতি স্থাপন

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ)  ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তর: (গ)  ii ও iii

২২. পদ্মার উপনদী কোনটি?
(ক) মধুমতি
(খ) গড়াই
(গ) আড়িয়ালখাঁ
(ঘ)  মহাননদা
উত্তর: (খ) গড়াই

২৩. চ্যুতিস্তুপ পর্বত হচ্ছে-
i. খাড়া ঢালবিশিষ্ট
ii. নরম শিলায় গঠিত
iii.  সুস্পষ্ট শৃঙ্গ থাকে না

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
(খ) i ও iii
(গ)  ii ও iii
(ঘ) i, ii ও iii
উত্তর: (ক) i ও ii

■নিচের উদ্দীপকটি পড় এবং ২৪ ও ২৫নং প্রশ্নের উত্তর দাও :

২৪. উদ্দীপকের ‘খ’ অঞ্চলে কোন ধরনের ভূমিরূপ গঠিত হয়?
(ক) প্লাবন সমভূমি
(খ) পলল পাখা
(গ) স্রোতজ সমভূমি 
(ঘ) ব-দ্বীপ সমভূমি
উত্তর: (ঘ) ব-দ্বীপ সমভূমি

২৫. উদ্দীপকে ‘ক’ অঞ্চলে নদীর কোন কার্যটি ক্রিয়াশীল?
i. সঞ্চয়কার্য
ii. বহনকার্য
iii. ক্ষয়কার্য

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii
খ) i ও iii
(গ)  ii ও iii
(ঘ) i, ii ও ii
উত্তর: (খ) i ও iii
Share:

2 Comments:

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide