HSC পৌরনীতি ও সুশাসন ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর রাজশাহী বোর্ড pdf download

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Civics and Good Governance 2nd Paper mcq question and answer pdf download.

রাজশাহী বোর্ড
পৌরনীতি ও সুশাসন
২য় পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
বিষয় কোড: [২৭০]

সময়: ৩০ মিনিট               পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]

HSC Civics and Good Governance 2nd Paper
Board Question Solution
MCQ
Question and Answer pdf download

১. বারাসত বিদ্রোহের নেতা কে ছিলেন?
[ক] হাজী শরিয়তউল্লাহ
[খ] ফকির মজনু শাহ
[গ] দুদু মিয়া
[ঘ] তিতুমীর
উত্তর: [ঘ] তিতুমীর

◈ উদ্দীপকটি পড়ে ২ ও ৩নং প্রশ্নের উত্তর দাও:
দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা তাঁর দেশে বর্ণবাদ বিরোধী আন্দোলন পরিচালনা করার জন্য বেশিরভাগ সময়ই শাসকগোষ্ঠীর প্রতিহিংসার শিকার হয়ে জেলজুলুম-নির্যাতন ভোগ করেন। পরবর্তীতে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন।

২. উদ্দীপকের নেতার সাথে বাংলাদেশের কোন নেতার সাদৃশ্য পাওয়া যায়?
[ক] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
[খ] শেরে বাংলা এ. কে. ফজলুল হক
[গ] হোসেন শহীদ সোহরাওয়ার্দী
[ঘ] মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
উত্তর: [ক] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

৩. উদ্দীপকের নেতার সাথে বাংলাদেশের নেতার পার্থক্য হলো-
i. দেশে স্বাধীনতা আন্দোলনে নেতৃত্বদান
ii. বর্ণবাদ বিরোধী আন্দোলনে নেতৃত্বদান
iii. দেশের জন্য প্রাণ বিসর্জন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ] i ও iii

৪. কোন তারিখে তমদ্দুন মজলিস গঠিত হয়?
[ক] ১ আগস্ট, ১৯৪৭
[খ] ১ সেপ্টেম্বর, ১৯৪৭
[গ] ১ আগস্ট, ১৯৪৮
[ঘ] ১ সেপ্টেম্বর, ১৯৪৮
উত্তর: [খ] ১ সেপ্টেম্বর, ১৯৪৭

৫. উর্দুর পাশাপাশি বাংলাকেও অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি উত্থাপন করেন কোন গণপরিষদ সদস্য?
[ক] খাজা নাজিম উদ্দিন
[খ] কাজী গোলাম মাহবুব
[গ] ধীরেন্দ্রনাথ দত্ত
[ঘ] সুরঞ্জিত সেন গুপ্ত
উত্তর: [গ] ধীরেন্দ্রনাথ দত্ত

◈ উদ্দীপকটি পড়ে ৬ ও ৭নং প্রশ্নের উত্তর দাও:
মি. ই একটি প্রতিষ্ঠানের নির্বাচিত চেয়ারম্যান। তাঁকে সহযোগিতা করার জন্য দুজন ভাইস চেয়ারম্যান রয়েছেন যার মধ্যে একজন মহিলা।

৬. উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির নাম কী?
[ক] পৌরসভা
[খ] জেলা পরিষদ
[গ] ইউনিয়ন পরিষদ
[ঘ] উপজেলা পরিষদ
উত্তর: [ঘ] উপজেলা পরিষদ

৭. উক্ত প্রতিষ্ঠানটির কার্যকাল কত বছর?
[ক] ৫
[খ] ৭
[গ] ৩
[ঘ] ৪
উত্তর: [ক] ৫

৮. জাতীয় সংসদের সভাপতি কে?
[ক] রাষ্ট্রপতি
[খ] স্পিকার
[গ] প্রধানমন্ত্রী
[ঘ] ডেপুটি স্পিকার
উত্তর: [খ] স্পিকার

৯. কত সালে সর্বপ্রথম এইডস ভাইরাসের সন্ধান পাওয়া যায়?
[ক] ১৯৫৭
[খ] ১৯৫৮
[গ] ১৯৫৯
[ঘ] ১৯৬০
উত্তর: [গ] ১৯৫৯

১০. নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্ত হয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে?
[ক] দ্বাদশ
[খ] ত্রয়োদশ
[গ] চতুর্দশ
[ঘ] পঞ্চদশ
উত্তর: [ঘ] পঞ্চদশ

◈ উদ্দীপকটি পড়ে ১১ ও ১২নং প্রশ্নের উত্তর দাও:
বাংলাদেশের একটি জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ৩০০টি সাধারণ আসনের মধ্যে ২৯৩টি এবং সংরক্ষিত ১৫টি মহিলা আসনের সবকয়টি লাভ করে।

১১. উদ্দীপকে কোন নির্বাচনের কথা বলা হয়েছে?
[ক] প্রথম জাতীয় সংসদ নির্বাচন, ১৯৭৩
[খ] দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন, ১৯৭৯
[গ] তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন, ১৯৮৬
[ঘ] নবম জাতীয় সংসদ নির্বাচন, ২০০৮
উত্তর: [ক] প্রথম জাতীয় সংসদ নির্বাচন, ১৯৭৩

১২. উক্ত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন কত জন?
[ক] ১০
[খ] ১১
[গ] ১২
[ঘ] ১৩
উত্তর: [খ] ১১

১৩. ১৯৩৫ সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য কোনটি?
[ক] যুক্তরাষ্ট্রীয় সরকার
[খ] ভারত সচিবের পদ সৃষ্টি
[গ] পৃথক নির্বাচন ব্যবস্থা
[ঘ] প্রদেশে দ্বৈত শাসন
উত্তর: [ক] যুক্তরাষ্ট্রীয় সরকার

১৪. ১৯৫৮ সালে পাকিস্তানে কে সামরিক আইন জারি করেন?
[ক] ইয়াহিয়া খান
[খ] আইয়ুব খান
[গ] ইস্কান্দার মির্জা
[ঘ] খাজা নাজিমুউদ্দিন
উত্তর: [গ] ইস্কান্দার মির্জা

◈ উদ্দীপকটি পড়ে ১৫ ও ১৬নং প্রশ্নের উত্তর দাও:
‘ক’ রাষ্ট্রটির রাষ্ট্র প্রধান বিভিন্ন নিয়োগ প্রদান করলেও সরকারপ্রধানের পরামর্শমতো এসব নিয়োগ প্রদান করেন।

১৫. ‘ক’ রাষ্ট্রের শাসন বিভাগের সর্বোচ্চ আসনে কে অধিষ্ঠিত?
[ক] প্রধানমন্ত্রী
[খ] রাষ্ট্রপতি
[গ] প্রধান বিচারপতি
[ঘ] স্পিকার
উত্তর: [খ] রাষ্ট্রপতি

১৬. ‘ক’ রাষ্ট্রটিতে বিদ্যমান-
i. দায়িত্বশীল সরকার
ii. রাষ্ট্রপতি শাসিত সরকার
iii. জবাবদিহিমূলক সরকার

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ] i ও iii

১৭. সিপাহি বিদ্রোহ সংঘটিত হয় কত সালে?
[ক] ১৭৫৭
[খ] ১৮৫৭
[গ] ১৯৫৭
[ঘ] ১৮৯৩
উত্তর: [খ] ১৮৫৭

১৮. ১৯০৫ সালে বঙ্গভঙ্গের মাধ্যমে কোন প্রদেশকে বিভক্ত করা হয়?
[ক] বঙ্গ
[খ] পূর্ব বাংলা ও আসাম
[গ] বাংলাদেশ
[ঘ] বাংলা প্রেসিডেন্সি
উত্তর: [ঘ] বাংলা প্রেসিডেন্সি

HSC পৌরনীতি ও সুশাসন ২য় পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (রাজশাহী বোর্ড ২০১৯)

১৯. ন্যায়পাল কার সমান ক্ষমতার অধিকারী?
[ক] সুপ্রিম কোর্টের বিচারক
[খ] রাষ্ট্রপতি
[গ] প্রধানমন্ত্রী
[ঘ] অ্যাটর্নি জেনারেল
উত্তর: [ক] সুপ্রিম কোর্টের বিচারক

২০. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন কে?
[ক] সৈয়দ নজরুল ইসলাম
[খ] ক্যাপ্টেন মনসুর আলী
[গ] তোফায়েল আহমেদ
[ঘ] তাজউদ্দিন আহমদ
উত্তর: [গ] তোফায়েল আহমেদ

◈ উদ্দীপকটি পড়ে ২১ ও ২২নং প্রশ্নের উত্তর দাও:
মি. ণ দেশ-বিদেশে অনেক ডিগ্রি অর্জন করে অসাম্প্রদায়িক রাজনীতি শুরু করেন। তিনি জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে সুদখোর মহাজনদের হাত থেকে কৃষকদের রক্ষা করার জন্য কৃষিঋণ ব্যবস্থা চালু করেন।

২১. উদ্দীপকে বর্ণিত মি. Y-এর সাথে তোমার পাঠ্যবইয়ের কোন নেতার মিল আছে?
[ক] নবাব স্যার সলিমুল্লাহ
[খ] শেরেবাংলা এ. কে. ফজলুল হক
[গ] মওলানা আব্দুল হামিদ খান ভাসানী
[ঘ] হোসেন শহীদ সোহরাওয়ার্দী
উত্তর: [খ] শেরেবাংলা এ. কে. ফজলুল হক

২২. মি. Y-এর এ ধরনের উদ্যোগে সাধিত হবে-
i. কৃষির উন্নয়ন
ii. কৃষকের উন্নয়ন
iii. কৃষির আধুনিকীকরণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii

২৩. মুজিবনগর সরকারকে শপথবাক্য পাঠ করান কে?
[ক] অধ্যাপক মোজাফফর আহমেদ
[খ] অধ্যাপক ইউসুফ আলী
[গ] আব্দুল হান্নান
[ঘ] আব্দুল জলিল
উত্তর: [খ] অধ্যাপক ইউসুফ আলী

২৪. BPSC-এর পূর্ণরূপ কী?
[ক] Bangladesh Petroleum Service Commission
[খ] Bangladesh Primary Service Commission
[গ] Bangladesh Public Service Commission
[ঘ] Bangladesh Public Service Committee
উত্তর: [গ] Bangladesh Public Service Commission

২৫. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কতটি?
[ক] ৫
[খ] ১০
[গ] ১৫
[ঘ] ২০
উত্তর: [ক] ৫

২৬. নিচের কোনটি ইউনিয়ন পরিষদের কাজ?
[ক] রাজস্ব আদায়
[খ] উপবৃত্তি প্রদান
[গ] কম্পিউটার প্রশিক্ষণ প্রদান
[ঘ] গৃহ নির্মাণ নিয়ন্ত্রণ
উত্তর: [ক] রাজস্ব আদায়

◈ উদ্দীপকটি পড়ে ২৭, ২৮ ও ২৯নং প্রশ্নের উত্তর দাও:
চাকরিজীবী জনাব হক জ্ঞাত আয় বহির্ভূত আয়ের মাধ্যমে কয়েক বছরের মধ্যে বিপুল বিত্ত-বৈভবের মালিক হন। একটি প্রতিষ্ঠানের কিছু লোক জনাব হককে গ্রেফতার করে বিচারের সম্মুখীন করে। বিচারক তাকে কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করে।

২৭. কোন প্রতিষ্ঠানের লোকজন জনাব হককে গ্রেফতার করে?
[ক] পাবলিক সার্ভিস কমিশন
[খ] পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন
[গ] দুর্নীতি দমন কমিশন
[ঘ] র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন
উত্তর: [গ] দুর্নীতি দমন কমিশন

২৮. বাংলাদেশে উক্ত প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় কোন তারিখে?
[ক] ২৩ ফেব্রুয়ারি, ২০০৩
[খ] ২৩ ফেব্রুয়ারি, ২০০৪
[গ] ২৩ মার্চ, ২০০৩
[ঘ] ২৩ মার্চ, ২০০৪
[* বি. দ্র. সঠিক উত্তর ২১ নভেম্বর, ২০০৪]

২৯. জনাব হকের দণ্ডের ফলে প্রতিষ্ঠিত হবে-
i. জনগণের মধ্যে সততা ও নিষ্ঠাবোধ
ii. সৎ ও দক্ষ কর্মচারী নিয়োগ নিশ্চিতকরণ
iii. দুর্নীতিমুক্ত ও জনসেবামূলক প্রশাসন নিশ্চিতকরণ

নিচের কোনটি সঠিক?
[ক] i ও iii
[খ] i ও ii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও iii

৩০. নিচের কোনটি সার্কের উদ্দেশ্য?
[ক] সদস্য দেশগুলোর আর্থসামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন
[খ] ইসলামি ভ্রাতৃত্ব, ঐক্য ও সংহতি জোরদারকরণ
[গ] গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া
[ঘ] নারীর ক্ষমতায়ন নিশ্চিতকরণ
উত্তর: [ক] সদস্য দেশগুলোর আর্থসামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন

Share:

1 Comments:

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide