এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Civics and Good Governance 2nd Paper mcq question and answer pdf download.
রাজশাহী বোর্ড
পৌরনীতি ও সুশাসন
২য় পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
বিষয় কোড: [২৭০]
সময়: ৩০ মিনিট পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]
HSC Civics and Good Governance 2nd Paper
Board Question Solution
MCQ
Question and Answer pdf download
১. বারাসত বিদ্রোহের নেতা কে ছিলেন?
[ক] হাজী শরিয়তউল্লাহ
[খ] ফকির মজনু শাহ
[গ] দুদু মিয়া
[ঘ] তিতুমীর
উত্তর: [ঘ] তিতুমীর
◈ উদ্দীপকটি পড়ে ২ ও ৩নং প্রশ্নের উত্তর দাও:
দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা তাঁর দেশে বর্ণবাদ বিরোধী আন্দোলন পরিচালনা করার জন্য বেশিরভাগ সময়ই শাসকগোষ্ঠীর প্রতিহিংসার শিকার হয়ে জেলজুলুম-নির্যাতন ভোগ করেন। পরবর্তীতে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন।
২. উদ্দীপকের নেতার সাথে বাংলাদেশের কোন নেতার সাদৃশ্য পাওয়া যায়?
[ক] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
[খ] শেরে বাংলা এ. কে. ফজলুল হক
[গ] হোসেন শহীদ সোহরাওয়ার্দী
[ঘ] মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
উত্তর: [ক] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৩. উদ্দীপকের নেতার সাথে বাংলাদেশের নেতার পার্থক্য হলো-
i. দেশে স্বাধীনতা আন্দোলনে নেতৃত্বদান
ii. বর্ণবাদ বিরোধী আন্দোলনে নেতৃত্বদান
iii. দেশের জন্য প্রাণ বিসর্জন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ] i ও iii
৪. কোন তারিখে তমদ্দুন মজলিস গঠিত হয়?
[ক] ১ আগস্ট, ১৯৪৭
[খ] ১ সেপ্টেম্বর, ১৯৪৭
[গ] ১ আগস্ট, ১৯৪৮
[ঘ] ১ সেপ্টেম্বর, ১৯৪৮
উত্তর: [খ] ১ সেপ্টেম্বর, ১৯৪৭
৫. উর্দুর পাশাপাশি বাংলাকেও অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি উত্থাপন করেন কোন গণপরিষদ সদস্য?
[ক] খাজা নাজিম উদ্দিন
[খ] কাজী গোলাম মাহবুব
[গ] ধীরেন্দ্রনাথ দত্ত
[ঘ] সুরঞ্জিত সেন গুপ্ত
উত্তর: [গ] ধীরেন্দ্রনাথ দত্ত
◈ উদ্দীপকটি পড়ে ৬ ও ৭নং প্রশ্নের উত্তর দাও:
মি. ই একটি প্রতিষ্ঠানের নির্বাচিত চেয়ারম্যান। তাঁকে সহযোগিতা করার জন্য দুজন ভাইস চেয়ারম্যান রয়েছেন যার মধ্যে একজন মহিলা।
৬. উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটির নাম কী?
[ক] পৌরসভা
[খ] জেলা পরিষদ
[গ] ইউনিয়ন পরিষদ
[ঘ] উপজেলা পরিষদ
উত্তর: [ঘ] উপজেলা পরিষদ
৭. উক্ত প্রতিষ্ঠানটির কার্যকাল কত বছর?
[ক] ৫
[খ] ৭
[গ] ৩
[ঘ] ৪
উত্তর: [ক] ৫
৮. জাতীয় সংসদের সভাপতি কে?
[ক] রাষ্ট্রপতি
[খ] স্পিকার
[গ] প্রধানমন্ত্রী
[ঘ] ডেপুটি স্পিকার
উত্তর: [খ] স্পিকার
৯. কত সালে সর্বপ্রথম এইডস ভাইরাসের সন্ধান পাওয়া যায়?
[ক] ১৯৫৭
[খ] ১৯৫৮
[গ] ১৯৫৯
[ঘ] ১৯৬০
উত্তর: [গ] ১৯৫৯
১০. নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্ত হয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে?
[ক] দ্বাদশ
[খ] ত্রয়োদশ
[গ] চতুর্দশ
[ঘ] পঞ্চদশ
উত্তর: [ঘ] পঞ্চদশ
◈ উদ্দীপকটি পড়ে ১১ ও ১২নং প্রশ্নের উত্তর দাও:
বাংলাদেশের একটি জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ ৩০০টি সাধারণ আসনের মধ্যে ২৯৩টি এবং সংরক্ষিত ১৫টি মহিলা আসনের সবকয়টি লাভ করে।
১১. উদ্দীপকে কোন নির্বাচনের কথা বলা হয়েছে?
[ক] প্রথম জাতীয় সংসদ নির্বাচন, ১৯৭৩
[খ] দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন, ১৯৭৯
[গ] তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন, ১৯৮৬
[ঘ] নবম জাতীয় সংসদ নির্বাচন, ২০০৮
উত্তর: [ক] প্রথম জাতীয় সংসদ নির্বাচন, ১৯৭৩
১২. উক্ত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন কত জন?
[ক] ১০
[খ] ১১
[গ] ১২
[ঘ] ১৩
উত্তর: [খ] ১১
১৩. ১৯৩৫ সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য কোনটি?
[ক] যুক্তরাষ্ট্রীয় সরকার
[খ] ভারত সচিবের পদ সৃষ্টি
[গ] পৃথক নির্বাচন ব্যবস্থা
[ঘ] প্রদেশে দ্বৈত শাসন
উত্তর: [ক] যুক্তরাষ্ট্রীয় সরকার
১৪. ১৯৫৮ সালে পাকিস্তানে কে সামরিক আইন জারি করেন?
[ক] ইয়াহিয়া খান
[খ] আইয়ুব খান
[গ] ইস্কান্দার মির্জা
[ঘ] খাজা নাজিমুউদ্দিন
উত্তর: [গ] ইস্কান্দার মির্জা
◈ উদ্দীপকটি পড়ে ১৫ ও ১৬নং প্রশ্নের উত্তর দাও:
‘ক’ রাষ্ট্রটির রাষ্ট্র প্রধান বিভিন্ন নিয়োগ প্রদান করলেও সরকারপ্রধানের পরামর্শমতো এসব নিয়োগ প্রদান করেন।
১৫. ‘ক’ রাষ্ট্রের শাসন বিভাগের সর্বোচ্চ আসনে কে অধিষ্ঠিত?
[ক] প্রধানমন্ত্রী
[খ] রাষ্ট্রপতি
[গ] প্রধান বিচারপতি
[ঘ] স্পিকার
উত্তর: [খ] রাষ্ট্রপতি
১৬. ‘ক’ রাষ্ট্রটিতে বিদ্যমান-
i. দায়িত্বশীল সরকার
ii. রাষ্ট্রপতি শাসিত সরকার
iii. জবাবদিহিমূলক সরকার
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ] i ও iii
১৭. সিপাহি বিদ্রোহ সংঘটিত হয় কত সালে?
[ক] ১৭৫৭
[খ] ১৮৫৭
[গ] ১৯৫৭
[ঘ] ১৮৯৩
উত্তর: [খ] ১৮৫৭
১৮. ১৯০৫ সালে বঙ্গভঙ্গের মাধ্যমে কোন প্রদেশকে বিভক্ত করা হয়?
[ক] বঙ্গ
[খ] পূর্ব বাংলা ও আসাম
[গ] বাংলাদেশ
[ঘ] বাংলা প্রেসিডেন্সি
উত্তর: [ঘ] বাংলা প্রেসিডেন্সি
[ক] সুপ্রিম কোর্টের বিচারক
[খ] রাষ্ট্রপতি
[গ] প্রধানমন্ত্রী
[ঘ] অ্যাটর্নি জেনারেল
উত্তর: [ক] সুপ্রিম কোর্টের বিচারক
২০. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন কে?
[ক] সৈয়দ নজরুল ইসলাম
[খ] ক্যাপ্টেন মনসুর আলী
[গ] তোফায়েল আহমেদ
[ঘ] তাজউদ্দিন আহমদ
উত্তর: [গ] তোফায়েল আহমেদ
◈ উদ্দীপকটি পড়ে ২১ ও ২২নং প্রশ্নের উত্তর দাও:
মি. ণ দেশ-বিদেশে অনেক ডিগ্রি অর্জন করে অসাম্প্রদায়িক রাজনীতি শুরু করেন। তিনি জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে সুদখোর মহাজনদের হাত থেকে কৃষকদের রক্ষা করার জন্য কৃষিঋণ ব্যবস্থা চালু করেন।
২১. উদ্দীপকে বর্ণিত মি. Y-এর সাথে তোমার পাঠ্যবইয়ের কোন নেতার মিল আছে?
[ক] নবাব স্যার সলিমুল্লাহ
[খ] শেরেবাংলা এ. কে. ফজলুল হক
[গ] মওলানা আব্দুল হামিদ খান ভাসানী
[ঘ] হোসেন শহীদ সোহরাওয়ার্দী
উত্তর: [খ] শেরেবাংলা এ. কে. ফজলুল হক
২২. মি. Y-এর এ ধরনের উদ্যোগে সাধিত হবে-
i. কৃষির উন্নয়ন
ii. কৃষকের উন্নয়ন
iii. কৃষির আধুনিকীকরণ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii
২৩. মুজিবনগর সরকারকে শপথবাক্য পাঠ করান কে?
[ক] অধ্যাপক মোজাফফর আহমেদ
[খ] অধ্যাপক ইউসুফ আলী
[গ] আব্দুল হান্নান
[ঘ] আব্দুল জলিল
উত্তর: [খ] অধ্যাপক ইউসুফ আলী
২৪. BPSC-এর পূর্ণরূপ কী?
[ক] Bangladesh Petroleum Service Commission
[খ] Bangladesh Primary Service Commission
[গ] Bangladesh Public Service Commission
[ঘ] Bangladesh Public Service Committee
উত্তর: [গ] Bangladesh Public Service Commission
২৫. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কতটি?
[ক] ৫
[খ] ১০
[গ] ১৫
[ঘ] ২০
উত্তর: [ক] ৫
২৬. নিচের কোনটি ইউনিয়ন পরিষদের কাজ?
[ক] রাজস্ব আদায়
[খ] উপবৃত্তি প্রদান
[গ] কম্পিউটার প্রশিক্ষণ প্রদান
[ঘ] গৃহ নির্মাণ নিয়ন্ত্রণ
উত্তর: [ক] রাজস্ব আদায়
◈ উদ্দীপকটি পড়ে ২৭, ২৮ ও ২৯নং প্রশ্নের উত্তর দাও:
চাকরিজীবী জনাব হক জ্ঞাত আয় বহির্ভূত আয়ের মাধ্যমে কয়েক বছরের মধ্যে বিপুল বিত্ত-বৈভবের মালিক হন। একটি প্রতিষ্ঠানের কিছু লোক জনাব হককে গ্রেফতার করে বিচারের সম্মুখীন করে। বিচারক তাকে কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করে।
২৭. কোন প্রতিষ্ঠানের লোকজন জনাব হককে গ্রেফতার করে?
[ক] পাবলিক সার্ভিস কমিশন
[খ] পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন
[গ] দুর্নীতি দমন কমিশন
[ঘ] র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন
উত্তর: [গ] দুর্নীতি দমন কমিশন
২৮. বাংলাদেশে উক্ত প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় কোন তারিখে?
[ক] ২৩ ফেব্রুয়ারি, ২০০৩
[খ] ২৩ ফেব্রুয়ারি, ২০০৪
[গ] ২৩ মার্চ, ২০০৩
[ঘ] ২৩ মার্চ, ২০০৪
[* বি. দ্র. সঠিক উত্তর ২১ নভেম্বর, ২০০৪]
২৯. জনাব হকের দণ্ডের ফলে প্রতিষ্ঠিত হবে-
i. জনগণের মধ্যে সততা ও নিষ্ঠাবোধ
ii. সৎ ও দক্ষ কর্মচারী নিয়োগ নিশ্চিতকরণ
iii. দুর্নীতিমুক্ত ও জনসেবামূলক প্রশাসন নিশ্চিতকরণ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও iii
[খ] i ও ii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও iii
৩০. নিচের কোনটি সার্কের উদ্দেশ্য?
[ক] সদস্য দেশগুলোর আর্থসামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন
[খ] ইসলামি ভ্রাতৃত্ব, ঐক্য ও সংহতি জোরদারকরণ
[গ] গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া
[ঘ] নারীর ক্ষমতায়ন নিশ্চিতকরণ
উত্তর: [ক] সদস্য দেশগুলোর আর্থসামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন
good
ReplyDelete