এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC HSC Civics and Good Governance 1st Paper MCQ with Answer pdf download
যশোর বোর্ড
পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
বিষয় কোড: [২৬৯]
সময়: ৩০ মিনিট পূর্ণমান: ৩০
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]
HSC Civics and Good Governance 1st Paper pdf download
Board Question Solution
MCQ
Question and Answer
১. ই-গভর্নেন্সের মূল কাজ কোনটি?
[ক] নাগরিক সেবা বৃদ্ধি
[খ] শিক্ষার উন্নয়ন
[গ] স্বাস্থ্যসেবার উন্নয়ন
[ঘ] অর্থনৈতিক উন্নয়ন
উত্তর: [ক] নাগরিক সেবা বৃদ্ধি
২. সংবিধানে মৌলিক অধিকারের সন্নিবেশ কোন ধরনের সাম্য রক্ষা করে?
[ক] আইনগত
[খ] সামাজিক
[গ] স্বাভাবিক
[ঘ] ব্যক্তিগত
উত্তর: [ক] আইনগত
৩. বিশ্ব মানবাধিকার দিবস কত তারিখে ঘোষিত হয়?
[ক] ১ ডিসেম্বর, ১৯৪৮
[খ] ১০ ডিসেম্বর, ১৯৪৮
[গ] ২০ ডিসেম্বর, ১৯৪৮
[ঘ] ৩০ ডিসেম্বর, ১৯৪৮
উত্তর: [খ] ১০ ডিসেম্বর, ১৯৪৮
৪. সুশাসনের জন্য গুরুত্বপূর্ণ উপাদান হলো-
i. জবাবদিহিতা
ii. সাম্য
iii. সংবেদনশীলতা
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] i ও ii
[ঘ] i ও iii
উত্তর: [গ] i ও ii
◈ উদ্দীপকটি পড়ে ৫ ও ৬নং প্রশ্নের উত্তর দাও:
হবিগঞ্জের একটি আবাসিক এলাকায় শিল্প কারখানা স্থাপনের কুফল সম্পর্কে ইকবাল বাহার জনগণকে সচেতন করেন। জনগণের প্রতিবাদের কারণে আবাসিক এলাকায় শিল্প স্থাপন বন্ধ হয়।
৫. উদ্দীপকের ইকবাল বাহারের কর্মকাণ্ডের ফলে কী সংঘটিত হয়?
[ক] নেতৃত্ব
[খ] জনমত
[গ] জনসচেতনতা
[ঘ] আন্দোলন
উত্তর: [খ] জনমত
৬. ইকবাল বাহারের কর্মকাণ্ডের ফলে-
i. জনসচেতনতা তৈরি হয়
ii. সুচিন্তিত ও যুক্তিযুক্ত মতামত তৈরি হয়
iii. গোষ্ঠীস্বার্থ রক্ষিত হয়
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] i ও ii
[ঘ] ii ও iii
উত্তর: [গ] i ও ii
৭. অধ্যাপক হল্যান্ডের মতে আইনের উৎস কয়টি?
[ক] ৩
[খ] ৪
[গ] ৫
[ঘ] ৬
উত্তর: [ঘ] ৬
৮. চাপসৃষ্টিকারী গোষ্ঠীর লক্ষ্য কোনটি?
[ক] জনস্বার্থ রক্ষা করা
[খ] রাষ্ট্রের স্বার্থ রক্ষা করা
[গ] গোষ্ঠীস্বার্থ রক্ষা করা
[ঘ] সম-অধিকার প্রতিষ্ঠা করা
উত্তর: [গ] গোষ্ঠীস্বার্থ রক্ষা করা
৯. পৌরনীতি ও সুশাসন অধ্যয়নের ফলে নাগরিকদের মধ্যে জাগ্রত হয়-
i. দেশপ্রেম
ii. দায়িত্বশীলতা
iii. অর্থনৈতিক সাম্যের চেতনা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii
১০. ”একটি নির্দিষ্ট সময়ে জনগণ যে মতামত পোষণ করে, তা-ই জনমত”- উক্তিটি কার?
[ক] লর্ড ব্রাইস
[খ] কিম্বল ইয়াং
[গ] জন স্টুয়ার্ট মিল
[ঘ] অধ্যাপক লাসওয়েল
উত্তর: [খ] কিম্বল ইয়াং
১১. ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জন কী ধরনের স্বাধীনতার উদাহরণ?
[ক] প্রাকৃতিক
[খ] জাতীয়
[গ] রাজনৈতিক
[ঘ] অর্থনৈতিক
উত্তর: [খ] জাতীয়
কলেজ ছাত্র বিজিত চক্রবর্ত্তী প্রতিদিন বাসে যাতায়াত করে। একদিন কলেজে যাওয়ার পথে একজন প্রবীণ নাগরিক বাসে উঠেন। বাসে কোনো আসন খালি নেই। বিজিত চক্রবর্ত্তী দাঁড়িয়ে প্রবীণ নাগরিককে তার নিজের আসনে বসতে দেন।
১২. প্রবীণ নাগরিকের প্রতি বিজিত চক্রবর্ত্তীর আচরণ কী ধরনের মূল্যবোধের পরিচয় দেয়?
[ক] ধর্মীয়
[খ] নৈতিক
[গ] আধুনিক
[ঘ] সামাজিক
উত্তর: [খ] নৈতিক
১৩. বিজিত চক্রবর্ত্তীর ন্যায় অন্যরাও উদ্বুদ্ধ হলে-
i. সামাজিক ঐক্য দৃঢ় হবে
ii. সামাজিক মূল্যবোধ বৃদ্ধি পাবে
iii. জনসচেতনতা বৃদ্ধি পাবে
নিচের কোনটি সঠিক?
[ক] i
[খ] ii
[গ] i ও ii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii
১৪. আদর্শ আমলাতন্ত্রের জনক কে?
[ক] অধ্যাপক ফাইনার
[খ] ম্যাক্স ওয়েবার
[গ] অধ্যাপক অগ
[ঘ] ফিফনার ও প্রেসথাস
উত্তর: [খ] ম্যাক্স ওয়েবার
১৫. সুশাসনের অন্তরায় কোনটি?
[ক] স্বচ্ছতা
[খ] জবাবদিহিতা
[গ] আইনের শাসন
[ঘ] অস্থিতিশীলতা
উত্তর: [ঘ] অস্থিতিশীলতা
১৬. তথ্য অধিকার নাগরিকের কোন ধরনের অধিকার?
[ক] সামাজিক
[খ] সাংস্কৃতিক
[গ] রাজনৈতিক
[ঘ] অর্থনৈতিক
উত্তর: [গ] রাজনৈতিক
১৭. স্বাধীনতার সবচেয়ে গুরুত্বপূর্ণ রক্ষাকবজ কোনটি?
[ক] শক্তিশালী রাজনৈতিক দল
[খ] আইনের শাসন
[গ] সদা জাগ্রত জনমত
[ঘ] অর্থনৈতিক সাম্য
উত্তর: [গ] সদা জাগ্রত জনমত
◈ উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯নং প্রশ্নের উত্তর দাও:
মি. ডেভিড রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে আসেন এবং রাষ্ট্রীয় অতিথি ভবন ‘পদ্মায়’ উঠেন। সকালে ঘুম থেকে ওঠে তিনি তার টেবিলে অনেকগুলো পত্রিকা দেখতে পান। তখন তার নিজ দেশের একমাত্র জাতীয় পত্রিকাটির কথা মনে পড়ে যায়।
১৮. উদ্দীপকে বর্ণিত ডেভিডের দেশে কী ধরনের সরকার পদ্ধতি বিদ্যমান?
[ক] গণতান্ত্রিক
[খ] একনায়কতান্ত্রিক
[গ] এককেন্দ্রিক
[ঘ] যুক্তরাষ্ট্রীয়
উত্তর: [খ] একনায়কতান্ত্রিক
১৯. এ ধরনের সরকারব্যবস্থায় কোনটি উপস্থিত?
[ক] সুসংগঠিত রাজনৈতিক দল
[খ] আইনের শাসন
[গ] সংবাদপত্রের স্বাধীনতা
[ঘ] আজ্ঞাবহ আইনসভা
উত্তর: [ঘ] আজ্ঞাবহ আইনসভা
২০. সরকারের অঙ্গ কয়টি?
[ক] ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫
উত্তর: [খ] ৩
২১. মানবাধিকার বলতে এমন কতকগুলো সুযোগসুবিধাকে বোঝায়, যা-
[ক] ব্যক্তিত্ব বিকাশে সহায়ক
[খ] রাষ্ট্রীয় আইন দ্বারা স্বীকৃত
[গ] রাষ্ট্রীয় সংবিধান কর্তৃক স্বীকৃত
[ঘ] আন্তর্জাতিক আইন দ্বারা স্বীকৃত
উত্তর: [ক] ব্যক্তিত্ব বিকাশে সহায়ক
২২. 'The Spirit of Laws'-গ্রন্থের লেখক কে?
[ক] মন্টেস্কু
[খ] জে. এস. মিল
[গ] লর্ড ব্রাইস
[ঘ] অধ্যাপক ফাইনার
উত্তর: [ক] মন্টেস্কু
২৩. ই-গভর্নেন্সের পূর্ণরূপ কোনটি?
[ক] Elective governance
[খ] Elected government
[গ] Electronic governance
[ঘ] Effective governance
উত্তর: [গ] Electronic governance
২৪. 'Civis' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
[ক] ল্যাটিন
[খ] গ্রিক
[গ] ইংরেজি
[ঘ] ফরাসি
উত্তর: [ক] ল্যাটিন
২৫. নেতৃত্বের প্রয়োজনীয় গুণ হলো-
i. ব্যক্তিত্ব
ii. আত্মবিশ্বাস
iii. ক্ষমতালিপ্সা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii
২৬. সুশাসন ধারণাটি কোন সংস্থা কর্তৃক উদ্ভাবিত?
[ক] জাতিসং
[ঘ]
[খ] ইউএনডিপি
[গ] এডিবি
[ঘ] বিশ্বব্যাংক
উত্তর: [ঘ] বিশ্বব্যাংক
২৭. মূল্যবোধ কিসের মাধ্যমে নির্ধারিত হয়?
[ক] নৈতিকতা
[খ] ধর্ম
[গ] আচরণ
[ঘ] অভ্যাস
উত্তর: [গ] আচরণ
◈ উদ্দীপকটি পড়ে ২৮ ও ২৯নং প্রশ্নের উত্তর দাও:
‘ক’ রাষ্ট্রে আমলারা চাকরিতে নিয়োগ পান প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে, মেধা ও যোগ্যতার কারণে তারা কর্মতৎপর ও দক্ষ হয়ে উঠেন।
২৮. ‘ক’ রাষ্ট্রে কোন ধরনের আমলাতন্ত্র বিদ্যমান?
[ক] বিশেষ ধরনের
[খ] আদর্শ
[গ] আনুষ্ঠানিক
[ঘ] অভিজ্ঞ
উত্তর: [খ] আদর্শ
২৯. ‘ক’ রাষ্ট্রের আমলাদের দায়িত্ব পালনের ফলে-
i. নীতি প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ সহজ হবে
ii. সরকারের সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়িত হবে
iii. নাগরিক সুবিধা বৃদ্ধিতে সহায়ক হবে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii
৩০. ISP-এর পূর্ণরূপ কী?
[ক] Internet Service Project
[খ] Internet Service Protocol
[গ] International Service Project
[ঘ] Internet Service Project
উত্তর: [ক] Internet Service Project
0 Comments:
Post a Comment