উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি পর্ব-২
কৃষিশিক্ষা
২য় পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
বিষয় কোড: ২৪০
সময়-২৫ মিনিট পূর্ণমান-২৫
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]
HSC Agriculture 2nd Paper pdf download
MCQ
Question and Answer
১. শস্য পর্যায় কত বছর মেয়াদি হয়?
[ক] ১-২ বছর
[খ] ২-৩ বছর
[গ] ২-৪ বছর
[ঘ] ৩-৫ বছর
উত্তর: [গ] ২-৪ বছর
২. দিনাজপুরে অবস্থিত চিত্তবিনোদন স্পট হলো-
i. রামসাগর
ii. নীলসাগর
iii. স্বপ্নপুরী
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [খ] i ও iii
৩. পুকুরে মাটি ও পানির অম্লত্ব দূর করা যায় কী দিয়ে?
[ক] চুন
[খ] কম্পোস্ট
[গ] ইউরিয়া
[ঘ] ছাই
উত্তর: [ক] চুন
৪. পৃথিবীর কোন দেশে সর্বপ্রথম ক্ষুদ্র ঋণের প্রচলন শুরু হয়?
[ক] যুক্তরাষ্ট্র
[খ] পাকিস্তান
[গ] ভারত
[ঘ] বাংলাদেশ
উত্তর: [ঘ] বাংলাদেশ
◈ নিচের উদ্দীপকটি পড়ে ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাও:
জানুয়ারি মাসে রিকু একদিন তার মুরগির খামারে লক্ষ করলো যে, কিছু মুরগির মুখ দিয়ে লালা পড়ছে এবং সাদা চুনের মতো মল ত্যাগ করছে।
৫. রিকুর খামারের মুরগির কোন রোগ হয়েছে?
[ক] রানীক্ষেত
[খ] ককসিডিওসিস
[গ] ফাউল কলেরা
[ঘ] বার্ডফ্লু
উত্তর: [ক] রানীক্ষেত
৬. উক্ত রোগ প্রতিরোধে রিকুর গৃহীত পদক্ষেপগুলো-
i. মুরগিকে সময়মতো প্রতিষেধক দেওয়া
ii. খামারে জীবাণুনাশক স্প্রে করা
iii. টেরামাইসিন ক্যাপসুল খাওয়ানো
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii
৭. মাছের ড্রপসি রোগের কারণ কোনটি?
[ক] ছত্রাক
[খ] ব্যাকটেরিয়া
[গ] ভাইরাস
[ঘ] পরজীবী
উত্তর: [খ] ব্যাকটেরিয়া
৮. মাছ সংরক্ষণের সনাতন পদ্ধতি কোনটি?
[ক] বরফজাতকরণ
[খ] হিমায়িতকরণ
[গ] লবণজাতকরণ
[ঘ] টিনজাতকরণ
উত্তর: [গ] লবণজাতকরণ
◈ নিচের উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও:
জনি উত্তরবঙ্গের অধিবাসী। সে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেড়াতে গিয়ে একটি ভিন্ন রকম বন দেখল। বনের মাঝে ছোট বড় নদী, মৌচাক,অনেক গাছের শিকড় মাটি ভেদ করে উপরে উঠে এসেছে।
৯. জনি কোন ধরনের বন দেখেছিল?
[ক] সমতল ভূমির বন
[খ] পাহাড়ি বন
[গ] ম্যানগ্রোভ বন
[ঘ] সামাজিকবন
উত্তর: [গ] ম্যানগ্রোভ বন
১০. জনির দেখা বনটি হলো-
i. লবণাক্ত ভূমির বন
ii. জরায়ুজ অঙ্কুরোদগম হয়
iii. শ্বাসমূল হয়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii
১১. মাংস উৎপাদনের জন্য বিশ্বের সর্বাপেক্ষা জনপ্রিয় হাঁসের জাত কোনটি?
[ক] খাঁকী ক্যাম্বেল
[খ] ইন্ডিয়ান রানার
[গ] মাসকোভি
[ঘ] পেকিন
উত্তর: [ঘ] পেকিন
১২. বাংলাদেশে পোল্ট্রি শিল্পে সবচেয়ে কোনসমস্যাটি প্রধান?
[ক] উন্নত জাতের অভাব
[খ] খামারীরা অজ্ঞতা
[গ] সুষম খাদ্যের অভাব
[ঘ] উৎপাদন খরচ বেশি
উত্তর: [ক] উন্নত জাতের অভাব
১৩. সমবায়ের মূলনীতি ও আদর্শ হলো-
i. একতা
ii. সহযোগিতা
iii. ভোটাধিকার
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii
◈ নিচের উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫ নং প্রশ্নেরউত্তর দাও:
বেকার যুবক রবি পুকুরে মাছ চাষ করেছেন। প্রচুর খাদ্য দেওয়ার পরও ভালো ফলন পাচ্ছেন না। পরে মৎস্য কর্মকর্তার পরামর্শে জৈব ও রাসায়নিক সার দেন এবং লাভবান হন।
১৪. রবির পুকুরে সার দেওয়ার ফলে কী হবে?
[ক] পুষ্টি উপাদান সহজলভ্য হবে
[খ] প্ল্যাঙ্কটন জন্মাবো
[গ] অক্সিজেন সহজলভ্য হবে
[ঘ] পানির অম্লমান বৃদ্ধি পাবে
উত্তর: [খ] প্ল্যাঙ্কটন জন্মাবো
১৫. রবির সফলতার কারণ-
i. খাদ্য সহজলভ্য
ii. মাছের দৈহিক বৃদ্ধি
iii. উৎপাদন বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii
১৬. মাছের নিরাপদ সংরক্ষণ পদ্ধতি কয়টি?
[ক] ২
[খ] ৩
[গ] ৪
[ঘ] ৫
উত্তর: [ক] ২
১৭. বৃক্ষমেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য কী?
[ক] বৃক্ষ রোপণে আগ্রহ সৃষ্টি
[খ] চারা বিক্রি
[গ] বৃক্ষের জাত পরিচিতি
[ঘ] বৃক্ষের রোগ পরিচিতি
উত্তর: [ক] বৃক্ষ রোপণে আগ্রহ সৃষ্টি
◈ নিচের উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯ নং প্রশ্নের উত্তর দাও:
বদি গত বছর তার জমিতে একই ফসল চাষ না করে তিন ধরনের ফসল চাষ করেন। তার আবাদকৃত ফসলের মধ্যে ছিল ধান, গম ও ডাল।
১৮. বদির চাষাবাদ পদ্ধতিকে কী বলা হয়?
[ক] শস্য চক্র
[খ] শস্য পর্যায়
[গ] ফসল বিন্যাস
[ঘ] শস্য পঞ্জিকা
সঠিক উত্তর: [ক+খ]
১৯. উক্ত পদ্ধতিতে চাষাবাদের ফলে বদির-
i. জমির উর্বরতা বৃদ্ধি পাবে
ii. উৎপাদন খরচ বাড়বে
iii. অধিক ফলন হবে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [খ] i ও iii
২০. বাছুরকে শাল দুধ খাওয়ানোর প্রধান কারণ কী?
[ক] সুস্থভাবে বেড়ে ওঠা
[খ] রোগপ্রতিরোধ বৃদ্ধি করা
[গ] দ্রুত বৃদ্ধি নিশ্চিত করা
[ঘ] অধিক স্বাস্থ্যবান করা
উত্তর: [খ] রোগপ্রতিরোধ বৃদ্ধি করা
২১. রেড চিটাগাং কিসের জাত?
[ক] ছাগল
[খ] ভেড়া
[গ] গরু
[ঘ] মহিষ
উত্তর: [গ] গরু
২২. নিচের কোনটি সংকর জাতের গরু?
[ক] হলস্টেইন ফ্রিজিয়ান
[খ] আয়ারশায়ার
[গ] ব্রাউন সুইস
[ঘ] জার্সি
(সঠিক উত্তর কোনটি নয়)
[㋡ প্রশ্নের ৪টি গরুই বিদেশি উন্নত জাতের গরু। এ সকল উন্নত জাতের গরুর সাথে দেশি জাতের ক্রসের মাধ্যমে সংকর জাত পাওয়া যায়।]
২৩. সংকর জাতের গরু পালনের প্রধান উদ্দেশ্য কী?
[ক] জাত উন্নয়ন
[খ] অধিক মাংস উৎপাদন
[গ] অধিক দুধ উৎপাদন
[ঘ] রোগবালাই কম
উত্তর: [গ] অধিক দুধ উৎপাদন
◈ নিচের উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও:
রেজা তার জমিতে দেখল বছরের একটি নির্দিষ্ট সময় প্রচুর ঘাস হয়। সেগুলো বাড়িতে স্তূপ করে গরুকে খাওয়ানোর পর, অল্প সময়ের মধ্যেই বাকীগুলো নষ্ট হয়। পরে ‘উঠোন বৈঠকে’ সে জানতে পারে, এগুলো কাঁচা অবস্থায় সংরক্ষণ করে দীর্ঘ সময় গরুকে খাওয়ানো যায়। এতে কোনোই সমস্যা হয় না।
২৪. রেজা উঠোন বৈঠকে কোন পদ্ধতির কথা জানল?
[ক] হে
[খ] স্ট্র
[গ] মোলাসেস
[ঘ] সাইলেজ
উত্তর: [ঘ] সাইলেজ
২৫. উদ্দীপকে উল্লিখিত গরুর খাদ্যটি তৈরি করা হয়-
i. খোলা জায়গায়
ii. সাইলোপিটে
iii. বায়ু নিরোধক স্থানে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ] ii ও iii
উচ্চ মাধ্যমিক
কৃষিশিক্ষা ২য় পত্র
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
HSC Agriculture 2nd Paper pdf download
MCQ
Question and Answer
0 Comments:
Post a Comment