উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি পর্ব-৩
কৃষিশিক্ষা
২য় পত্র
বহুনির্বাচনি অভীক্ষা
বিষয় কোড: ২৪০
সময়-২৫ মিনিট পূর্ণমান-২৫
[বিশেষ দ্রষ্টব্য: সরবরাহকৃত বহুনির্বাচনি অভীক্ষার উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরের বিপরীতে প্রদত্ত বর্ণসংবলিত বৃত্তসমূহ হতে সঠিক/ সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি বল পয়েন্ট কলম দ্বারা সম্পূর্ণ ভরাট কর। প্রতিটি প্রশ্নের মান ১। সকল প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্নপত্রে কোনো প্রকার দাগ/চিহ্ন দেওয়া যাবে না।]
HSC Agriculture 2nd Paper pdf download
MCQ
Question and Answer
১. মুরগির ভাইরাসজনিত রোগ হলো -
i. রাণীক্ষেত
ii. ককসিডিওসিস
iii. বার্ড ফ্লু
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [খ] i ও iii
২. জার্সি জাতের গরুর উৎপত্তিস্থল কোথায়?
[ক] ভারত
[খ] হল্যান্ড
[গ] ইংল্যান্ড
[ঘ] থাইল্যান্ড
উত্তর: [গ] ইংল্যান্
৩. উন্নত জাতের মহিষের জাত -
i. ডেভোন
ii. নিলীরাভি
iii. মুররা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ] ii ও iii
◈ নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং ৪ ও ৫নং প্রশ্নের উত্তর দাও:
রনির গরু হঠাৎ করে লোম খাড়া হয়ে শরীরে খিঁচুনী দিয়ে পর পরই শ্বাসপ্রশ্বাসদ্রুত বেড়ে গিয়ে আকস্মিকভাবে মারা গেল। রোগটি যাতে না ছড়ায় সেজন্য প্রাণিসম্পদ কর্মকর্তা দ্রুত ব্যবস্থা গ্রহণ করলেন।
৪. উদ্দীপকের গরুটি কোন রোগে আক্রান্ত হয়েছিল?
[ক] ক্ষুরা
[খ] বাদলা
[গ] তড়কা
[ঘ] জলাতঙ্ক
উত্তর: [গ] তড়কা
৫. রনির গরুররোগপ্রতিরোধের উপায় ছিল-
i. টাটকা খাবার খাওয়ানো
ii. সুস্থ পশু পৃথকীকরণ
iii. প্রতিষেধক টিকা দেওয়া
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ] ii ও iii
৬. দুধের ভেজাল নির্ণয়ের যন্ত্রের নাম কী?
[ক] থার্মোমিটার
[খ] হাইড্রোমিটার
[গ] লাইসিমিটার
[ঘ] ল্যাক্টোমিটার
উত্তর: [ঘ] ল্যাক্টোমিটার
৭. কোনটি কুচে মুরগি?
[ক] ডিম পাড়া
[খ] তা দেওয়া
[গ] রোগাক্রান্ত
[ঘ] সুস্থ
উত্তর: [খ] তা দেওয়া
◈ নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং ৮ ও ৯নং প্রশ্নের উত্তর দাও:
কলেজের ছাত্রছাত্রীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বসত বাড়ীর আশেপাশে, রাস্তায় ও রেললাইনের ধারে অনেক গাছ লাগালো।
৮. উদ্দীপকে কোন ধরনের বনের কথা বলা হয়েছে?
[ক] পাহাড়ি
[খ] সামাজিক
[গ] সমতলভূমির
[ঘ] কৃষি
উত্তর: [খ] সামাজিক
৯. এ ধরনের বনের প্রয়োজনীয়তা -
i. কর্মসংস্থান
ii. বনজ সম্পদ সৃষ্টি
iii. পরিবেশের ভারসাম্য রক্ষা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii
১০. প্রুনিং এর ফলে গাছের -
i. ফুল ও ফল বৃদ্ধি পায়
ii. রোগাক্রান্ত অংশ ছেঁটে ফেলা হয়
iii. কাঠের পরিমাণ বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii
১১. বন বিভাগ কত সালে সর্বপ্রথম জাতীয় পর্যায়ে বৃক্ষমেলার প্রবর্তন করে?
[ক] ১৯৯৪
[খ] ১৯৯৬
[গ] ১৯৯৮
[ঘ] ২০০০
উত্তর: [ক] ১৯৯৪
১২. বৃক্ষমেলার বৈশিষ্ট্য হলো -
i. বিভিন্ন বৃক্ষের স্টল থাকে
ii. ফলদ ও ভেষজ চারা বিক্রি
iii. বিভিন্ন বৃক্ষের চারার সমারোহ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ঘ] i, ii ও iii
১৩. কৃষির সাথে সম্পৃক্ত সকল প্রকার অর্থনৈতিক কর্মকান্ডকে কী বলে?
[ক] কৃষি অর্থনীতি
[খ] কৃষি বাণিজ্য
[গ] কৃষি ব্যবস্থাপনা
[ঘ] কৃষি উৎপাদন
উত্তর: [ক] কৃষি অর্থনীতি
◈ নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং ১৪ ও ১৫নং প্রশ্নের উত্তর দাও:
একদিকে যেমন অনাবৃষ্টি অন্যদিকে তেমন ধানের ক্ষেতে মাজরা পোকার আক্রমণে দিশেহারা হয়ে গেদা মিয়া ঋণের জন্য কৃষি ব্যাংকের দ্বারস্থ হলেন।
১৪. কৃষি ব্যাংক ছাড়া নিচের কোনটি প্রাতিষ্ঠানিক ঋণের উৎস?
[ক] ফড়িয়া
[খ] সরকার
[গ] মহাজন
[ঘ] দোকানদার
উত্তর: [খ] সরকার
১৫. গেদা মিয়া ঋণ নিয়ে কিনবে-
i. সেচ যন্ত্র
ii. স্প্রে মেশিন
iii. পাওয়ার টিলার
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii
১৬. নিচের কোনটি রাক্ষুসে মাছ?
[ক] চিতল
[খ] গ্রাসকার্প
[গ] মিররকার্প
[ঘ] সরপুঁটি
উত্তর: [ক] চিতল
১৭. নাইলোটিকা মাছ কোন দেশ থেকে বাংলাদেশে প্রথম আনা হয়?
[ক] ভারত
[খ] থাইল্যান্ড
[গ] মায়ানমার
[ঘ] চীন
উত্তর: [খ] থাইল্যান্ড
১৮. রাজপুঁটি মাছের বৈশিষ্ট্য-
i. দ্রুত বর্ধনশীল
ii. বর্ণ উজ্জ্বল ও রূপালী সাদা
iii. পিঠে ডোরাকাটা দাগ আছে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii
◈ নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং ১৯ ও ২০নং প্রশ্নের উত্তর দাও:
হালিম একজন ধান চাষী। তিনি স্বাদু পানিতে ধান চাষ করেন। তিনি ধানের সাথে মাছ চাষের জন্য উপজেলা মৎস্য কর্মকর্তার পরামর্শ চাইলেন। তাকে চিংড়ি চাষের পরামর্শ দেওয়া হলো।
১৯. হালিমকে কোন প্রজাতির চিংড়ি নির্বাচন করতে হবে?
[ক] বাগদা
[খ] গলদা
[গ] চাকা
[ঘ] হরিণা
উত্তর: [খ] গলদা
২০. ধানক্ষেতে এ প্রজাতির চিংড়ি চাষের সুবিধা -
i. ধানের ফলন কম হয়
ii. আগাছা কম হয়
iii. উৎপাদন খরচ কম
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ] ii ও iii
২১. ফরমালিন দেওয়া মাছ চেনার উপায় কোনটি?
[ক] ফুলকা কালচে হয়
[খ] আঁইশ খসে পড়ে
[গ] সতেজ দেখা যায়
[ঘ] মাছে মাছি বসে
উত্তর: [ক] ফুলকা কালচে হয়
২২. মিসেস ক্যাম্পবেল কত সালে খাকী ক্যাম্পবেল হাঁস উদ্ভাবন করেন?
[ক] ১৮০১
[খ] ১৯০১
[গ] ১৯৭১
[ঘ] ২০০১
উত্তর: [খ] ১৯০১
২৩. আসিল জাতের মুরগির উৎপত্তিস্থল -
i. ইংল্যান্ড
ii. ভারত
iii. বাংলাদেশ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [গ] ii ও iii
◈ নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং ২৪ ও ২৫নং প্রশ্নের উত্তর দাও:
আলম সাহেব ডিম উৎপাদনের জন্য একটি খামার স্থাপন করলেন। খামারে তিনি বেশি ডিম উৎপাদনকারী উন্নতজাতের কিছু মুরগি পালন করতে লাগলেন যা ৫ থেকে ৬ মাসেই ডিম দিতে শুরু করল।
২৪. আলম সাহেবের পালনকৃত জাত কোনটি?
[ক] ব্রয়লার
[খ] লেয়ার
[গ] সাসেক্স
[ঘ] ব্রাহমা
উত্তর: [খ] লেয়ার
২৫. উদ্দীপকে উল্লেখিত মুরগির বৈশিষ্ট্য -
i. চর্বি কম থাকে
ii. ওজনে হালকা
iii. শারীরিক বৃদ্ধি বেশি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
উত্তর: [ক] i ও ii
উচ্চ মাধ্যমিক
কৃষিশিক্ষা ২য় পত্র
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
HSC Agriculture 2nd Paper pdf download
MCQ
Question and Answer
0 Comments:
Post a Comment