এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Finance, Banking and Bima 1st Paper MCQ and Srijonshil question and answer pdf download.
ফিন্যান্স ব্যাংকিং ও বিমা
১ম পত্র
সপ্তম অধ্যায়
HSC Finance, Banking and Bima 1st Paper
MCQ and Srijonshil
Question and Answer pdf download
১। মূলধন ব্যয় নির্ণয়ের সুবিধা কী ?
ক. মূলধন বৃদ্ধি
খ. মূলধন ব্যয় নির্ণয়
গ. মূলধন তহবিল এর উৎস নির্বাচন✓
ঘ. বাট্টা নির্ণয়
২। বিনিয়োগকারীদের প্রত্যাশিত আয়কে ব্যবসায়ে কী বলা হয় ?
ক. মুনাফার হার
খ. মূলধন ব্যয়✓
গ. তহবিলের উৎস
ঘ. বিনিয়োগের সুদ
৩। প্রত্যাশিত লভ্যাংশ ৫.৫ টাকা। লভ্যাংশ বৃদ্ধির হার ১০% হলে অতীত লভ্যাংশ কত ?
ক. ৫ টাকা✓
খ. ৬টাকা
গ. ৭ টাকা
ঘ. ৮ টাকা
৪। XYZ কোম্পানির শেয়ারের বর্তমান বাজার মূল্য ১২০ টাকা। লভ্যাংশ বৃদ্ধির হার ১০%, বচর শেষে প্রত্যাশিত লভ্যাংশ ১৫ টাকা, কোম্পানির সাধারণ শেয়ার মূলধন ব্যয় কত ?
ক. ১৫%
খ. ১৭%
গ. ২২.৫%✓
ঘ. ২৫%
৫। সাধারণ শেয়ার মূলধনের ব্যয় নির্ণয়ে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয় কেন ?
ক. এর বিভিন্ন জটিলতার জন্য✓
খ. শেয়ারের মালিক সংখ্যা বেশির জন্য
গ. কোম্পানির মুনাফা বৃদ্ধির জন্য
ঘ. কোম্পানির ব্যয় হ্রাসের জন্য
৬। নিচের কোন সিকিউরিটির ক্ষেত্রে মূলধনী লাভ সর্বাধিক ?
ক. ক্রয়মূল্য ৪০ টাকা, বিক্রয়মূল্য ৫২ টাকা।
খ. ক্রয়মূল্য ৭০ টাকা, বিক্রয়মূল্য ৯৫ টাকা।
গ. ক্রয়মূল্য ১০০ টাকা, বিক্রয়মূল্য ১২০ টাকা।
ঘ. ক্রয়মূল্য ১৫০ টাকা, বিক্রয়মূল্য ২৩৫ টাকা।
৭। প্রতি শেয়ারের বাজারমূল্য ২০০ টাকা ও শেয়ারপ্রতি প্রাপ্ত লভ্যাংশ ২৬ টাকা হলে সাধারণ শেয়ারের ব্যয় কত ?
ক. ৬.৫%
খ. ১০%
গ. ১৩%✓
ঘ. ১৫%
৮। গাজি কোং লি. ১৫ শতাংশ অগ্রাধিকার শেয়ার বিক্রয় করে মূলধন সংগ্রহ করবে, যার প্রতিটির বাজারমূল্য ১০০ টাকা, বিক্রয় খরচ ৫ শতাংশ।গাজি কোং লিমিটেডের মূলধন খরচ কত হবে ?
ক. ১১.৯৪%
খ. ১২.৮৮%
গ. ১৪.২৯%
ঘ. ১৫.৭৯%✓
৯। কোন মূলধন ব্যয়কে প্রভাবিত করে না ?
ক. সাধারণ শেয়ার
খ. অগ্রাধিকার শেয়ার
গ. ঋণপত্র
ঘ. রক্ষিত আয়✓
১০। উত্তরণ ব্যয় ও ব্যক্তিগত কর না থাকলে সাধারণ শেয়ার মূলধনের ব্যয় নিচের কোনটির সমান হবে ?
ক. ঋণ মূলধনের ব্যয়
খ. সংরক্ষিত আয়ের ব্যয়✓
গ. অগ্রাধিকার শেয়ারের ব্যয়
ঘ. নতুন সাধারণ শেয়ারের ব্যয়
১১। উত্তরণ ব্যয় না থাকলে কোনটি সঠিক ?
ক. Ks>Kr
খ. Ks<Kr
গ. Ks=Kr ✓
ঘ. Ks>Kd
১২। কখন কোম্পানি কে অতিরিক্ত ব্যয় বহন করতে হয় ?
ক. শেয়ার বিক্রি করলে
খ. প্রিমিয়াম গ্রহণ করলে
গ. নতুন শেয়ার ইস্যু করলে✓
ঘ. বিনিয়োগ হ্রাস করলে
১৩। কোনটির জন্য নতুন সাধারণ শেয়ারের ব্যয় সংরক্ষিত মুনাফার ব্যয়ের চেয়ে বেশি হয় ?
ক. নতুন লভ্যাংশ
খ. সুদ
গ. উত্তরণ ব্যয়✓
ঘ. মেয়াদ
১৪। ভার আরোপিত গড় মূলধন ব্যয়ে কোন ব্যয়গুলো অন্তর্ভূক্ত ?
ক. প্রতিটি উৎসের ব্যক্ত ব্যয়
খ. প্রতিটি উৎসের ঐতিহাসিক ব্যয়
গ. প্রতিটি উৎসের গড় মূলধন ব্যয়✓
ঘ. প্রতিটি উৎসের করপরবর্তী ব্যয়
১৫। ঋণের ব্যয় পরিবর্তন হয় কোনটির প্রভাবে ?
ক. জামানত
খ. লভ্যাংশ
গ. মুদ্রাস্ফীতি
ঘ. কর হার
১৬। কোন মূলধন ব্যয় নির্ণয়ে কোম্পানির কর বাদ দেয়া হয় ?
ক. অগ্রাধিকার শেয়ার মূলধন
খ. সাধারণ শেয়ার মূলধন
গ. ঋণ মূলধন✓
ঘ. সংরক্ষিত আয়
১৭। করপূর্ব ঋণের ব্যয় ১০%। করের হার ৪০% হলে কর পরবর্তী ঋণের ব্যয় কত ?
ক. ৬%✓
খ. ৭%
গ. ৮%
ঘ. ৯%
১৮। ঋণ মূলধন ব্যবহারের সাথে নিচের কোনটি সম্পর্কিত ?
ক. ব্যবসায়িক ঝুঁকি
খ. তারল্য ঝুঁকি
গ. সুদহার ঝুঁকি
ঘ. আর্থিক ঝুঁকি
ক. বাজারমূল্য
খ. উত্তরণ ব্যয়
গ. শেয়াদপূর্তি মূল্য
ঘ. অভিহিত মূল্য✓
২০। সাবিনা ইয়াসমিন ১৫% হারে ৫ লক্ষ টাকা ঋণ নিয়ে মুদি দোকান ব্যবসায় আরম্ভ করেন। করের হার ১০% হলে তার কর সমন্বয়কৃত ঋণ মূলধন খরচ কত হবে ?
ক. ১০.৬%
খ. ১২.৫%
গ. ১৩.৫%✓
ঘ. ১৪.৭%
২১। মূলধন ব্যয় বলতে বোঝায়-
i. মূলধন কাঠামোর বিভিন্ন উৎসের ব্যয়
ii. গড় মূলধন ব্যয়
iii. সার্বিক মূলধন ব্যয়
নিচের কোনটি সঠিক ?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii✓
২২। মূলধন ব্যয়ের প্রভাব রয়েছে-
i. তহবিল সংগ্রহের ক্ষেত্রে
ii. তহবিল বিনিয়োগের ক্ষেত্রে
iii. লভ্যাংশ নীতির ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক ?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii✓
২৩। ঋতু ফ্রেন্ডস কোম্পানির ১০% অগ্রাধিকার শেয়ারে বিনিয়োগ করছে। এজন্য তিনি বিবেচিত হবেন-
i. নির্দিষ্ট হারে লভ্যাংশ পাওয়ার অধিকরী হিসেবে
ii. কোম্পানির প্রকৃত মালিক হিসেবে
iii. সাধারণ শেয়ারহোল্ডার ও বন্ডহোল্ডারদের মাঝামাঝি অবস্থানকারী
নিচের কোনটি সঠিক ?
ক. i ও ii
খ. i ও iii✓
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
►নিচের উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও।
‘ক’ কোম্পানির বিগত বছরের শেয়ারপ্রতি লভ্যাংশ ১০ টাকা, লভ্যাংশ বৃদ্ধির হার ২০% ও শেয়ারের বর্তমান বাজারমূল্য ১০০ টাকা।
২৪। চলতি বছর শেষে ‘ক’ কোম্পানির লভ্যাংশ কত হবে ?
ক. ১২ টাকা✓
খ. ১৫ টাকা
গ. ১৮ টাকা
ঘ. ১৯ টাকা
২৫। প্রতিষ্ঠানটির সাধারণ শেয়ারের ব্যয় কত ?
ক. ১৭%
খ. ১৮%
গ. ২০%
ঘ. ৩২%✓
►নিচের উদ্দীপকটি পড়ে ২৬-২৮ নং প্রশ্নের উত্তর দাও।
নেলসন কোম্পানির মূলধন সম্পর্কিত তথ্য নিম্নরূপ :
মূলধনের উৎস পরিমাণ ব্যয়
সাধারণ শেয়ার ৪ লক্ষ ১৫%
অগ্রাধিকার শেয়ার ৩ লক্ষ ১২%
ঋণ ২ লক্ষ ১০%
সংরক্ষিত আয় ১ লক্ষ ১৪%
২৬। উদ্দীপকের সাধারণ শেয়ার মূলধনের ভার কত ?
ক. ০.১০
খ. ০.২০
গ. ০.৩০
ঘ. ০.৪০✓
২৭। কোম্পানির ভার আরোপিত মূলধন ব্যয় কত ?
ক. ১০%
খ. ১১.৫০%
গ. ১২.৮০%
ঘ. ১৩%✓
২৮। উদ্দীপকে উল্লিখিত কোন উৎসের ব্যয় সর্বনিম্ন ?
ক. সাধারণ শেয়ার
খ. অগ্রাধিকার শেয়ার
গ. ঋণপত্র✓
ঘ. সংরক্ষিত তহবিল
এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Finance, Banking and Bima 1st Paper MCQ and Srijonshil question and answer.
ফিন্যান্স ব্যাংকিং ও বিমা
প্রথম পত্র
সপ্তম অধ্যায়
HSC Finance, Banking and Bima 1st Paper
Srijonshil
Question and Answer pdf download
ক. জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন ১। শেয়ার কী? [ঢা. বো. ১৮, রা. বো. ১৮, য. বো. ১৮, সি. বো. ১৮, দি. বো. ১৮, য. বো. ১৭]
উত্তরঃ যৌথ মূলধনী কোম্পানীর মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে শেয়ার বলে
প্রশ্ন ২। কাম্য মূলধন কাঠামো কী ? [কু. বো. ১৮, চ. বো. ১৮, ব. বো. ১৮, য. বো. ১৭]
উত্তরঃ যে মূলধন কাঠামোর ভার আরোপিত গড় মূলধন ব্যয় সর্বনিম্ন।
প্রশ্ন ৩। মূলধন ব্যয় কি? [ঢা. বো. ১৬, রা. বো. ১৬, য. বো. ১৬, ব. বো. ১৬, সি. বো. ১৬, ১৭, দি. বো. ১৭]
উত্তরঃ বিনিয়োগ হতে প্রত্যাশিত আয়ের সর্বনিম্ন হারকে মূলধন বলে।
প্রশ্ন ৪। সুযোগ ব্যয় কী? [ঢা. বো. ১৭, দি. বো. ১৬]
উত্তরঃ একটি প্রকল্পের বিকল্প ব্যয়সমূহের মধ্যে উত্তমটি যাচাই করতে যে ব্যয় হয় তাকে সুযোগ ব্যয় বলে।
প্রশ্ন ৫। উত্তরণ ব্যয় কি ? [কু বোর্ড ১৬]
উত্তরঃ কোম্পানির সিকিউরিটিজ ইস্যু ও বিক্রয় বাবদ যে ব্যয় হয়, তাকে উত্তরণ ব্যয় বলে।
এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Finance, Banking and Bima 1st Paper MCQ and Srijonshil question and answer.
ফিন্যান্স ব্যাংকিং ও বিমা
প্রথম পত্র
সপ্তম অধ্যায়
HSC Finance, Banking and Bima 1st Paper
Srijonshil
Question and Answer pdf download
খ. অনুধাবনমূলক প্রশ্ন-উত্তর
প্রশ্ন ১। সংরক্ষিত আয়ের ব্যয় কেন নতুন সাধারণ শেয়ারের মূলধন ব্যয় থেকে কম হয়, তা ব্যাখ্যা কর।
[ঢা. বো. ১৮; রা. বো. ১৮; য. বো. ১৮; কু. বো. ১৮; চ. বো. ১৮; সি. বো. ১৮; ব. বো. ১৮; দি. বো. ১৮]
উত্তরঃ সংরক্ষিত আয়ের ব্যয়, নতুন সাধারণ শেয়ারের মূলধন ব্যায়ের চাইতে কম হওয়ার কারণ হচ্ছে উত্তরণ ব্যয়।
উত্তরণ ব্যায় হচ্ছে সিকিউরিটিজ ইস্যু ও বিক্রয় সংক্রান্ত খরচ। সংরক্ষিত মুনাফা হতে তহবিল সংগ্রহের ক্ষেত্রে নতুন শেয়ার ইস্যু করতে হয় না। ফলে সংরক্ষিত মুনাফার ব্যয় নির্ণয়ে উত্তরণ ব্যয় জড়িত নয়। কিন্তু নতুন শেয়ার ইস্যু ক্ষেত্রে উত্তরণ ব্যয় জড়িত। এজন্য সংরক্ষিত আয়ের ব্যয়, নতুন সাধারণ শেয়ারের মূলধন ব্যয়ের চাইতে কম হয়।
প্রশ্ন ২। নন-ব্যংক আর্থিক প্রতিষ্ঠান বলতে কী বোঝায় ? [ঢা. বো. ১৬]
উত্তরঃ অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলো দেশের মূলধন গঠনে বিশেষভাবে সহায়তা করে। প্রতিষ্ঠানগুলো জনগণের কাছ থেকে কোনো আমানত সংগ্রহ করে না কিন্তু সিকিউরিটিজ বিক্রি করে মূলধন সংগ্রহ করে। এদের কাজ অনেকটা ব্যাংকের মতো বিধায় এগুলোর নাম অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান। যেমন- লিজিং কোম্পানি, বিমা কোম্পানি ইত্যাদি।
প্রশ্ন ৩। বাজার ঝুঁকিকে একজন বিনিয়োগকারী কেন পরিহার করতে পারে না? ব্যাখ্যা কর। [কু. বো. ১৬]
উত্তরঃ দেশের অর্থনৈতিক বা রাজনৈতিক অবস্থা পরিবর্তনের কারণে বিনিয়োগকৃত সম্পত্তির মূল্য হ্রাস পাওয়ার যে সম্ভাবনা সৃষ্টি হয়, তাকে বাজার ঝুকি বলে। বাজার ঝুঁকির উৎসগুলো হলো : সুদের হার ঝুঁকি, মুদ্রাস্ফীতি ঝুঁকি, বৈদেশিক বিনিময় হার ঝুঁকি ইত্যাদি। এসব ঝুঁকি কোম্পানির নিয়ন্ত্রণের বাইরে। এজন্য বাজার ঝুঁকিকে একজন বিনিয়োগকারী পরিহার করতে পারে না।
প্রশ্ন ৪। সাধারণ শেয়ারের মূলধন ব্যয় বলতে কি বুঝ? [দি. বো. ১৬]
উত্তরঃ সাধারণ শেয়ারের মূলধন ব্যয় হচ্ছে এমন একটি হার যা দিয়ে বিনিয়োগকারীরা একটা ফার্মের ভবিষ্যৎ লভ্যাংশকে বাট্টাকরণ করে এর শেয়ারের মূল্য বের করে। সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয়ের জন্য কয়েকটি পদ্ধতি ব্যবহৃত হয়। যেমন : শূন্য লভ্যাংশ বৃদ্ধি মডেল, স্থির লভ্যাংশ বৃদ্ধি মডেল, মূলধনী সম্পত্তি মূল্যায়ন মডেল ইত্যাদি।
প্রশ্ন ৫। ‘সংরক্ষিত তহবিল ফার্মের ব্যয়হীন উপাদান’। বক্তব্যের সাথে তুমি কি একমত? ব্যাখ্যা কর। [নটর ডেম কলেজ, ঢাকা]
উত্তরঃ ‘সংরক্ষিত তহবিল ফার্মের ব্যয়হীন উপাদান’ আমি এ বক্তবের সাথে একমত নই। কারণ সংরক্ষিত তহবিলের সুযোগ ব্যয় রয়েছে। একটি ফার্মের নিট মুনাফা থেকে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ হিসেবে প্রদান করা। আর নিট মুনাফার যে অংশ কোম্পানির শেয়াহোল্ডাররা লভ্যাংশ হিসেবো প্রদান না করে সংরক্ষণ করে তাকে সংরক্ষিত আয় বলে। কোম্পানি মুনাফা শেয়ারহোল্ডারদের মধ্যে বন্টন না করে রেখে দিলে শেয়ারমালিকদের দৃষ্টিকোণ থেকে এর একটি সুযোগ ব্যয় থাকে, তাই সংরক্ষিত তহবিল ফার্মের ব্যয়হীন মূলধন উপাদাস বক্তব্যের সাথে আমি একমত নই।
প্রশ্ন ৬। কর হার বৃদ্ধি পেলে কর পরবর্তী ঋণ মূলধন ব্যয়ের ওপর কী প্রভাব পড়বে? ব্যাখ্যা কর। [কুমিল্লা কর্মাস কলেজ]
উত্তরঃ কর হার বৃদ্ধি পেলে কর পরবর্তী ঋণ মূলধন ব্যয় হ্রাস পাবে। কারণ ঋণ মূলধনের ওপর সে সুদ প্রদান করা হয় তা করবাদযোগ্য খরচ। অর্থাৎ যে পরিমাণ অর্থ সুদ বাবদ প্রদান করা হয় তার ওপর কর প্রদান করতে হয় না। এজন্য কর হার বৃদ্ধি পেলে করপরবর্তী ঋণ মূলধন হ্রাস পায়।
বিগত সালের বোর্ড প্রশ্ন:
উষা লি. ১০,০০,০০০ টাকার অতিরিক্ত মূলধন প্রয়োজন হওয়ায় নতুন শেয়ার বিক্রি করে মূলধন সংগ্রহের চিন্তা-ভাবনা করছে। বর্তমানে কোম্পানির প্রতিটি শেয়ার ৮৫ টাকায় বিক্রি হচ্ছে এবং গত বছর প্রতি শেয়ারে ৪ টাকা লভ্যাংশ দিয়েছে। নতুন শেয়ার ইস্যুর ব্যয় প্রতি শেয়ারে ২ টাকা, যা প্রতি বছর ৭% হারে বাড়বে। অন্যদিকে, প্রতিষ্ঠানটি ১২% সুদে ১,০০০ টাকা অভিহিত মূল্যের ১০ বছর মেয়াদি বন্ড বিক্রি করেছে। কিন্তু বর্তমানে বন্ডটি ৫% অবহারে বিক্রি হচ্ছে এবং প্রতিটি বন্ডের উত্তরণ ব্যয় ১৫ টাকা। কোম্পানির করের হার হচ্ছে ৪০%।
[ঢা.বো. রা.বো. দি.বো. সি.বো. য.বো. ১৮]
গ. ঊষা লি.-এর নতুন শেয়ার ইস্যুর ব্যয় কত হবে তা নির্ণয় করো।
ঘ. উদ্দীপকের আলোকে ঊষা লি.-এর কোন উৎস থেকে মূলধন সংগ্রহ করা বেশি লাভজনক হবে? মূল্যায়ন করে মতামত দাও।
0 Comments:
Post a Comment