কোনো কথকের বাককর্মের নামই উক্তি। অন্যভাবে বললে বলা যায়, কোন কিছু বলার নামই উক্তি।
উক্তি দুই প্রকার। যথা: প্রত্যক্ষ উক্তি ও পরোক্ষ উক্তি।
✯ প্রত্যক্ষ উক্তি- যে বাক্যে বক্তার উক্তি অবিকল উদ্ধৃত হয় তাকে প্রত্যক্ষ উক্তি বলে। যেমন- তিনি বললেন, “আমি বাড়ি যাব।”
✯ পরোক্ষ উক্তি- যে বাক্যে বক্তার উক্তি অন্যের জবানীতে রূপান্তরিতভাবে প্রকাশিত হয়, তাকে পরোক্ষ উক্তি বলে। যেমন- খোকা বলল যে তার বাবা বাড়ি ছিল না।
উক্তি পরিবর্তনের নিয়ম
১. প্রত্যক্ষ উক্তিতে বক্তার বক্তব্য উদ্ধরণ চিহ্নের (“ ”)মধ্যে রাখতে হয়। পরোক্ষ উক্তিতে এ চিহ্ন লোপ পায়। প্রথম উদ্ধরণ চিহ্নের স্থানে ‘যে’ এই সংযোজক অব্যয়টি ব্যবহার করতে হয়। বাক্যের সঙ্গতি রক্ষার জন্য উক্তিতে ব্যবহৃত বক্তার পুরুষের পরিবর্তন করতে হয়। যেমন-
প্রত্যক্ষ: খোকা বলল, “আমার বাবা বাড়ি নেই।”
পরোক্ষ: খোকা বলল যে তার বাবা বাড়ি ছিলেন না।
২. বাক্যের অর্থ সঙ্গতি রক্ষার জন্য সর্বনামের পরিবর্তন করতে হয়। যেমন-
প্রত্যক্ষ: হাবিব বলল, “আমার ভাই আজ ঢাকা যাচ্ছেন।”
পরোক্ষ: হাবিব বলল যে তার ভাই সেদিনই ঢাকা যাচ্ছেন।
৩. প্রত্যক্ষ উক্তির কালবাচক পদকে পরোক্ষ উক্তির অর্থ অনুসারী করতে হয়। যেমন-
প্রত্যক্ষ: বাবা বললেন, “কাল তোমাদের পরীক্ষার ফল প্রকাশিত হবে।”
পরোক্ষ: বাবা বললেন যে পরদিন আমাদের ছুটি থাকবে।
৪. প্রত্যক্ষ উক্তির বাক্যের সর্বনাম এবং কালসূচক শব্দের পরোক্ষ উক্তিতে নিম্নলিখিত পরিবর্তন সাধিত হয়-
প্রত্যক্ষ→পরোক্ষ
এই→সেই
ইহা →তাহা
এ→সে
গতকাল→আগের দিন
গতকল্য →পূর্বদিন
এখানে →সেখানে
ওখানে →ঐখানে
আগামীকাল →পরদিন
আজ→সেদিন
ওখানে →ঐখানে
এখন→তখন
আমাদের→তাদের
৫. অর্থ সঙ্গতি রক্ষার জন্য পরোক্ষ উক্তিতে ক্রিয়াপদের পরিবর্তন হতে পারে। যেমন-
প্রত্যক্ষ: রহমান বলল, “আমি এক্ষুণি আসছি।”
পরোক্ষ: রহমান বলল যে সে তক্ষুণি যাচ্ছে।
৬. আশ্রিত খন্ডবাক্যের ক্রিয়ার কাল পরোক্ষ উক্তিতে সব সময় মূল বাক্যাংশের ক্রিয়ার কালের উপর নির্ভর করে না। যেমন-
প্রত্যক্ষ: ছেলে লিখেছিল, “শহরে খুব গরম পড়েছে।”
পরোক্ষ: ছেলে লিখেছিল যে শহরে খুব গরম পড়েছিল।
৭. প্রত্যক্ষ উক্তিতে কোনো চিরন্তন সত্যের উদ্ধৃতি থাকলে পরোক্ষ উক্তিতে কালের কোন পরিবর্তন হয় না। যেমন-
প্রত্যক্ষ: বৈজ্ঞানিক বললেন, “চুম্বক লোহাকে আকর্ষণ করে।”
পরোক্ষ: বৈজ্ঞানিক বললেন যে চুম্বক লোহাকে আকর্ষণ করে।
৮. প্রশ্নবোধক, অনুজ্ঞাসূচক ও আবেগসূচক প্রত্যক্ষ উক্তিকে পরোক্ষ উক্তিতে পরিবর্তন করতে হলে প্রধান খন্ডবাক্যের ক্রিয়াকে ভাব অনুসাওে পরিবর্তন করতে হয়। যেমন-
প্রত্যক্ষ: শিক্ষক বললেন, “ তোমরা কি ছুটি চাও?”
পরোক্ষ: আমাদের ছুটি চাই কি-না শিক্ষক তা জিজ্ঞাসা করলেন।
প্রত্যক্ষ: তিনি বললেন, “দয়া করে ভিতরে আসুন।”
পরোক্ষ: তিনি ভিতরে যাওয়ার জন্য অনুরোধ করলেন।
প্রত্যক্ষ: লোকটি বলল, “বাঃ! পাখিটি তো চমৎকার।”
পরোক্ষ: লোকটি আনন্দের সঙ্গে বলল যে পখিটি চমৎকার।
অনুশীলনী
১। রহমান আমাকে বলল, “আমি এক্ষুণি আসছি,” এর পরোক্ষ কি হবে?
ক. রহমান আমাকে বলল যে আমি এক্ষুণি যাচ্ছি।
খ. রহমান আমাকে বলল যে সে এক্ষুণি আসছে।
গ. রহমান আমাকে বলল যে সে তক্ষুণি যাচ্ছে।
ঘ. রহমান আমাকে বলল যে তুমি তক্ষুণি যাচ্ছ।
২। উক্তি কত প্রকার?
ক. ২ প্রকার খ. তিন প্রকার গ. ৪ প্রকার ঘ. প্রকার নেই
৩। উক্তি পরিবর্তন ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
ক. বাক্য তত্ত্ব খ. রূপতত্ত্ব গ. ধ্বনিতত্ত্ব
ঘ. অর্থতত্ত্ব ঙ. শব্দতত্ত্ব
৪। প্রত্যক্ষ উক্তির গতকাল পরোক্ষ উক্তিতে কি হবে?
ক. আগের দিন খ. পরদিন গ. গতকল্য ঘ. সেদিন ঙ. পূর্বদিন
৫। কোন কথকের বাক কর্মের নাম কি?
ক. বাচ্য খ. উক্তি গ. বাক্য ঘ. শব্দ ঙ. কোনটি নয়
৬। শিক্ষক বললেন, “সদা সত্য কথা বলবে” এর পরোক্ষ উক্তি কি হবে?
ক. শিক্ষক বললেন যে সদা সত্য কথা বলবে।
খ. শিক্ষক সদা সত্য কথা বলতে উপদেশ দিলেন।
গ. শিক্ষক উপদেশ দিলেন তারা যেন সত্য কথা বলে।
ঘ. শিক্ষক উপদেশ দিলেন তাদের সত্য কথা বলার জন্য।
৭। মাহমুদ বলল, “বাঃ ! ফুলটি কি সুন্দর” এর পরোক্ষ উক্তি কি হবে?
ক. মাহমুদ আনন্দের সাথে বলল যে ফুলটি সুন্দর
খ. মাহমুদ বলল যে ফুলটি সুন্দর।
গ. মাহমুদ বলল যে ফুলটি খুব সুন্দর।
ঘ. মাহমুদ ফুলটিকে সুন্দর না বলে পারল না।
৮। পরোক্ষ উক্তির ‘পরদিন’ প্রত্যক্ষ উক্তিতে কি হয়?
ক. আগামীকাল খ. আগের দিন গ. গতকাল
ঘ. গতকল্য ঙ. কোনটিই নয়
৯। অর্থ সঙ্গতি রক্ষার জন্য পরোক্ষ উক্তিতে কিসের পরিবর্তন করতে হয়?
ক. পুরুষের খ. সর্বনামের গ. অব্যয়ের
ঘ. ক্রিয়ার ঙ. কোনটিই নয়
১০। প্রত্যক্ষ উক্তির কোন বাচক পদকে পরোক্ষ উক্তিতে অর্থ অনুযায়ী পরিবর্তন করতে হয়?
ক. কালবাচক খ. ক্রমবাচক গ. অবস্থাবাচক
ঘ. পরিমানবাচক ঙ. ক + ঘ
১১। বক্তার কথা যেভাবে বিবৃত হয়। ঠিক সেই ভাবে বলাকে কি বলে?
ক. পরোক্ষ উক্তি খ. কূটক্তি গ. প্রত্যক্ষ উক্তি
ঘ.উক্তি ঙ. ক + গ
১২। প্রত্যক্ষ উক্তিতে পরিবর্তন করতে হলে প্রধান খণ্ড বাক্যের ক্রিয়াকে ভাব অনুসারে পরিবর্তন করতে হবে কোন ক্ষেত্রে?
ক. প্রশ্ন জিজ্ঞাসায় খ. আবেগ
গ. অনুজ্ঞা সূচক বাক্যে ঘ. সবগুলোই
১৩। প্রত্যক্ষ উক্তিতে বক্তার বক্তব্যটুকু কোন চিহ্নের মাধ্যমে প্রকাশ পায়?
ক. উদ্ধরন চিহ্ন খ. সেমিকোলন চিহ্ন গ. হাইফেন চিহ্ন ঘ. ড্যাস চিহ্ন ঙ. কোনটি নয়
১৪। পরোক্ষ উক্তিতে প্রত্যক্ষ উক্তির উদ্ধরণ চিহ্ন উঠে যেয়ে তদস্থলে কি বসে?
ক. হাইফেন খ. কমা গ. কোলন
ঘ. কোলন ড্যাস ঙ.কোনটি নয়
১৫। প্রত্যক্ষ উক্তিতে কোন চিরন্তন সত্যের উদ্ধৃতি থাকলে পরোক্ষ উক্তিতে কিসের পরিবর্তন হয় না।
ক. ক্রিয়ার কালের খ. বচনের গ. অর্থের ঘ. বিশেষ্যের ঙ. অব্যয়ের
১৬। প্রত্যক্ষ উক্তির বাক্যের সর্বনাম এবং কালসূচক শব্দের পরোক্ষ উক্তিতে ইহা থাকলে কি হয়?
ক. এই খ. তাহা গ. সেই ঘ. এখানে ঙ. ঐখানে
১৭। শিক্ষক বললেন, “পৃথিবী গোলাকার’ পরোক্ষ উক্তিতে রূপান্তর কর।
ক. শিক্ষক বললেন যে, পৃথিবী গেলাকার
খ. শিক্ষক বললেন যে পৃথিবীর আকার গোলাকার।
গ. শিক্ষক ছাত্রদের পৃথিবী যে গোলাকার সেটা বললেন।
ঘ. পৃথিবীর আকার নিয়ে শিক্ষক ছাত্রদের বললেন।
১৮। উক্তি শব্দের অর্থ কি?
ক. শব্দ খ. কথা গ. বাক্য ঘ. ধ্বনি ঙ. বচন
১৯। খোকা তোমাকে বলল, “আমার বাবা বাড়ি নেই।” এর পরোক্ষ উক্তি হবে-
ক. খোকা তোমাকে বলল যে তার বাবা বাড়ি ছিলেন না।
খ. খোকা তোমাকে বলল যে আমার বাবা বাড়ি ছিলেন না।
গ. খোকা তোমাকে বলল যে তার বাবা বাড়ি নেই।
ঘ. খোকা তোমাকে বলল যে আমার বাবা বাড়ি নেই।
ঙ. খোকা আমাকে বলল যে তার বাবা বাড়ি ছিলেন না।
২০। রহমান আমাকে বলল, “আমি এক্ষুণি আসছি।” পরোক্ষ উক্তি হবে-
ক. রহমান আমাকে বলল যে সে তক্ষুণি যাচ্ছে।
খ. রহমান আমাকে বলল যে আমি তক্ষুণি যাচ্ছি।
গ. রহমান আমাকে বলল যে সে তক্ষুণি আসছে।
ঘ. রহমান আমাকে বলল যে আমি তক্ষুণি যাচ্ছি।
ঙ. রহমান বলল যে সে তক্ষুণি যাচ্ছে।
২১। হামিদ বলল, “তোমরা আগামীকাল এসো।” এর পরোক্ষ উক্তি হবে-
ক. হামিদ তাদের পরদিন আসতে বলল।
খ. হামিদ তাদের বলল যে তারা যেন আগামীকাণ আসে।
গ. হামিদ তাদের আগামীকাল আসতে বলল।
ঘ. হামিদ বলল যে তোমরা তারা যেন পরদিন আসে।
ঙ. হামিদ তাদের বলল যে তারা যেন পরদিন আসে।
২২। রেবা আমাকে বলল, “ভাই, তুমি কবে এখানে আসবে?” পরোক্ষ উক্তি হবে-
ক. রেবা আমাকে ভাই সম্বোধন করে জানতে চাইল যে আমি কবে সেখানে যাব।
খ. রেবা আমাকে ভাই সম্বোধন করে বলল যে আমি কবে সেখানে যাব।
গ. রেবা আমাকে ভাই সম্বোধন করে জানতে চাইল যে আমি কবে এখানে যাব।
ঘ. রেবা আমাকে ভাই সম্বোধন করে জানতে চাইল যে আমি কবে আসব।
ঙ. রেবা আমাকে বলল, তুমি কবে এখানে আসবে।
২৩। বিন্দু বলল, “বাঃ আকাশে খুব সুন্দর নক্ষত্র!” পরোক্ষ উক্তিতে কি হবে?
ক. বিন্দু আনন্দের সাথে বলল আকাশে খুব সুন্দর নক্ষত্র।
খ. বিন্দু বলল আকাশে খুব সুন্দর নক্ষত্র।
গ. বিন্দু আনন্দের সাথে বলল আকাশে সুন্দর নক্ষত্র।
ঘ. বিন্দু বলল যে আকাশে খুব সুন্দর নক্ষত্র।
ঙ. বিন্দু আনন্দের সাথে বলল বাঃ! আকাশে খুব সুন্দর নক্ষত্র।
উত্তরপত্র
১ গ ২ ক ৩ ক ৪ ক ৫ খ
৬ খ ৭ ক ৮ ক ৯ ক ১০ ক
১১ গ ১২ ঘ ১৩ ক ১৪ ঙ ১৫ ক
১৬ খ ১৭ ক ১৮ খ ১৯ ক ২০ ক
২১ ক ২২ ক ২৩ ক
0 Comments:
Post a Comment