শব্দ ও বাক্যের শুদ্ধিকরণ বলতে কি বোঝ?

বাংলা ব্যাকরণ
আলোচ্য বিষয়ঃ
শব্দ ও বাক্যের শুদ্ধিকরণ
বাংলা ভাষা লেখার সময় আমরা নানা ধরনের ব্যাকরণগত ভুল করে থাকি। শব্দ ও বাক্যের শুদ্ধ প্রয়োগবিধির জন্য একক কোনো সূত্র বা নির্দিষ্ট পদ্ধতি বেঁধে দেয়া সম্ভব নয়। সাধারণত আমরা যে কোনো বাক্য লেখার সময় ৪ ধরনের ভুল করে থাকি। এগুলো নিম্নরূপ:
✯ বানানের অশুদ্ধি
✯ বাক্যে পদের অপপ্রয়োগ
✯ বাক্যে পদবিন্যাস সংক্রান্ত ভুল
✯ সাধু ও চলিত রীতির মিশ্রণজনিত ভুল

এছাড়াও কয়েক ধরনের ভুল সচরাচর লক্ষ্য করা যায়। যেমন:
✯ বহুবচনের অপপ্রয়োগজনিত অশুদ্ধি
✯ বাচ্যজনিত ভুল
✯ বাক্যে লিঙ্গ-সঙ্গতিজনিত ভুল
✯ বাহুল্যজনিত ভুল
✯ অযথার্থ শব্দ প্রয়োগজনিত ভুল
✯ বাক্যে প্রবাদ-প্রবচনের বিকৃতিজনিত ত্রুটি

উদাহরণ
অশুদ্ধ: তিনি মন্ত্রীপরিষদের অন্যতম সদস্য।→শুদ্ধ: তিনি মন্ত্রিপরিষদের অন্যতম সদস্য।
অশুদ্ধ: আমি বড় অপমান হয়েছি।→শুদ্ধ: আমি বড় অপমানিত হয়েছি।
অশুদ্ধ: হীন চরিত্রবান লোক পশ্বাধম।→শুদ্ধ: চরিত্রহীন লোক পশ্বধম।
অশুদ্ধ: সকল সুধীমন্ডলী উপস্থিত আছেন।→শুদ্ধ: সুধীমন্ডলী উপস্থিত আছেন।
অশুদ্ধ: তাহার সৌজন্যতাবোধ আমাকে অভিভূত করেছে।→তাহার সৌজন্যবোধ আমাকে অভিভূত করিয়াছে।
অশুদ্ধ: ক্লাসে অনেক ছাত্রছাত্রীরা এসেছিল। →শুদ্ধ: ক্লাসে অনেক ছাত্রছাত্রী এসেছিল।
অশুদ্ধ: বিধি লঙ্ঘন হয়েছে। →শুদ্ধ: বিধি লঙ্ঘিত হয়েছে।
অশুদ্ধ: দশচক্রে ঈশ্বর ভূত।→শুদ্ধ: দশচক্রে ভগবান ভূত।
অশুদ্ধ: শুধুমাত্র এই কটা টাকা দিলে? →শুদ্ধ: শুধু এই কটা টাকা দিলে?
অশুদ্ধ: মন্ত্রীর অনুপস্থিতে সচিব দায়িত্ব পালন করবেন।→শুদ্ধ: মন্ত্রীর অনুপস্থিতিতে সচিব দায়িত্ব পালন করবেন।

বাক্যের শুদ্ধিকরণ
পুনরুক্তি বা বাহুল্যজনিত দুর্বল প্রয়োগ
অশুদ্ধ: ছেলেটি দারুণ সুবুদ্ধিমান।
শুদ্ধ: ছেলেটি দারুণ বুদ্ধিমান।
অশুদ্ধ: সশঙ্কিতচিত্তে সে কথাটা বলল।
শুদ্ধ: সশঙ্কচিত্তে (বাশঙ্কিতচিত্তে) সে কথাটা বলল।
অশুদ্ধ: শুধুমাত্র গায়ের জোড়ে কাজ হয় না।
শুদ্ধ: শুধু গায়ের জোরে কাজ হয় না।
অশুদ্ধ: কেবলমাত্র দুর্নীতিই এ সঙ্কটের জন্যে দায়ী।
শুদ্ধ: আমাদের দেশ এক সময় ব্রিটিশের অধীনস্থ ছিল।
অশুদ্ধ: তৎকালীন সময়ে সরকারের ভুমিকা সমালোচিত হয়।
শুদ্ধ: তৎকালে (বা সে সময়ে) সরকারের ভূমিকা সমালোচিত হয়।
অশুদ্ধ: আকণ্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্যহানি ঘটে।
শুদ্ধ: আকণ্ঠ (বা কণ্ঠ পর্যন্ত) ভোজনে স্বাস্থ্যহানি ঘটে।
অশুদ্ধ: বৃক্ষটি সমূলসহ উৎপাটিত হয়েছে।
শুদ্ধ: বৃক্ষটি সমূলে (বা মূলসহ) উৎপাটিত হয়েছে।

লিঙ্গ-সংগতিজনিত ভুল
অশুদ্ধ: এই মহান মহিলার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই।
শুদ্ধ: এই মহীয়সী মহিলার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই।
অশুদ্ধ: ওর মতো বুদ্ধিমান বালিকা এ পাড়ায় নেই।
শুদ্ধ: ওর মতো বুদ্ধিমতী বালিকা এ পাড়ায় নেই।
অশুদ্ধ : বর্তমানে বদ্বিান মহিলার সংখ্যা উল্লেখযোগ্য।
শুদ্ধ: বর্তমানে বিদুষী মহিলার সংখ্যা উল্লেখযোগ্য।
অশুদ্ধ: বেগম বদরুন্নেসা এই বাড়ির কর্ত্রা।
শুদ্ধ: বেগম বদরুন্নেসা এই বাড়ির কর্ত্রী।
অশুদ্ধ: রাজা পাপিষ্ঠ রাণীকে শাস্তি দিলেন।
শুদ্ধ: রাজা পাপিষ্ঠা রাণীকে শাস্তি দিলেন।

প্রবাদ-প্রবচনের বিকৃতিজনিত ভুল
অশুদ্ধ: দশচক্রে ঈশ্বর ভূত।
শুদ্ধ: দশচক্রে ভগবান ভূত।
অশুদ্ধ: যেমন বুনো কচু তেমনি বাঘা তেতুঁল।
শুদ্ধ: যেমন বুনো ওল তেমনি বাঘা তেতুঁল।
অশুদ্ধ: পরীক্ষা এলেই কেউ কেউ চোখে হলুদ ফুল দেখে।
শুদ্ধ: পরীক্ষা এরেই কেউ কেউ চোখে সর্ষে ফুল দেখে।
অশুদ্ধ: আমি কারো সাতেও নেই সতেরোতেও নেই।
শুদ্ধ: আমি কারো সাতেও নেই পাঁচেও নেই।
অশুদ্ধ: ও তো ঢোলের বাঁয়া, সঙ্গে থাকাও যা, না থাকাও তা।
শুদ্ধ: ও তো ঢাকের বাঁয়া, সঙ্গে থাকাও যা, না থাকাও তা।
অশুদ্ধ: ওরা এক ঝাঁকের মাছ তো, তাই চালচলনও এক রকম।
শুদ্ধ: ওরা এক ঝাঁকের কই তো, তাই চালচলনও এক রকম।

বিশেষ্যের স্থানে বিশেষণের প্রয়োগজনিত ভুল
অশুদ্ধ: দুর্বলবশত তিনি আসিতে পারেন নাই।
শুদ্ধ: দুর্বলতাবশত তিনি আসিতে পারেন নাই।
অশুদ্ধ: তিনি উদ্ধতপূর্ণ আচরণ করছেন।
শুদ্ধ: তিনি ঔদ্ধত্যপূর্ণ (বা উদ্ধত) আচরণ করছেন।
অশুদ্ধ: ইহার আবশ্যক নাই।
শুদ্ধ: ইহার আবশ্যকতা নাই।
অশুদ্ধ: সদা সর্বদা তোমার উপস্থিত প্রার্থনীয়।
শুদ্ধ: সদা/সর্বদা তোমার উপস্থিতি প্রার্থনীয়।
অশুদ্ধ: অসুস্থবশত সে কলেজে আসতে পারে নি।
শুদ্ধ: অসুস্থতাবশত সে কলেজে আসতে পারে নি।

যথার্থ শব্দ প্রেয়োগ না করায় ভুল
অশুদ্ধ: বাংলাদেশ একটি উন্নতশীল দেশ।
শুদ্ধ: বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ।
অশুদ্ধ: কুপুরুষের মতো কথা বলো না।
শুদ্ধ: কাপুরুষের মতো কথা বলো না।
অশুদ্ধ: আসামির অনুপস্থিতে বিচার চলছে।
শুদ্ধ: আসামির অনুপস্থিতিতে বিচার চলছে।
অশুদ্ধ: তিনি মকদ্দমায় সাক্ষী দেবেন।
শুদ্ধ: তিনি মকদ্দমায় সাক্ষ্য দেবেন।
অশুদ্ধ: অন্যায়ের প্রতিফলন দুর্নিবার্য
শুদ্ধ: অন্যায়ের প্রতিফলন দুর্নিবার/অনিবার্য
অশুদ্ধ: আপনি স্বপরিবারে আমন্ত্রীত
শুদ্ধ: আপনি সপরিবারে আমন্ত্রীত
অশুদ্ধ: এত পরিশ্রম আমার সাধ্যায়ত্ত নয়।
শুদ্ধ: এত পরিশ্রম আমার সাধ্য নয়।
অশুদ্ধ: তিনি স্বস্ত্রীক সিলেটে থাকেন।
শুদ্ধ: তিনি সস্ত্রীক সিলেটে থাকেন।
অশুদ্ধ: আগামী সোমবারে তাহারা যাবে।
শুদ্ধ: আগামী সোমবারে তাহারা যাইবে।
অশুদ্ধ: আমার সাবকাশ নেই।
শুদ্ধ: আমার অবকাশ নেই।
অশুদ্ধ: ছেলেটি ভয়ানক মেধাবী।
শুদ্ধ: ছেলেটি অত্যন্ত মেধাবী।
অশুদ্ধ: এটা হচ্ছে ষষ্ঠদশ বার্সিক সাধারণ সভা।
শুদ্ধ: এটা হচ্ছে ষোড়শ বার্ষিক সাধারণ সভা।

বহুবচনের অপপ্রয়োগজনিত ভুল
অশুদ্ধ: যাবতীয় প্রাণীবৃন্দ এই গ্রহের বাসিন্দা
শুদ্ধ: যাবতীয় প্রাণী এই গ্রহের বাসিন্দা।
অশুদ্ধ: সকল ব্যনার্তদের ত্রাণসামগ্রী দেওয়া হয়েছে।
শুদ্ধ: সকল বন্যার্তকে ত্রাণসামগ্রী দেওয়া হয়েছে।
অশুদ্ধ: অন্যান্য বিষয়গুলোর আলোচনা পরে হবে।
শুদ্ধ: অন্যান্য বিষয়ের আলোচনা পরে হবে।
অশুদ্ধ: নতুন নতুন ছেলেগুলো বড় উৎপাত করিতেছে।
শুদ্ধ: নতুন নতুন ছেলেরা বড় উৎপাত করিতেছে।
বা নতুন নতুন ছেলেগুলো বড় উৎপাত করিতেছে।
অশুদ্ধ: সকল ছাত্রগণ পাঠে মনোযোগী নয়।
শুদ্ধ: সকল ছাত্র পাঠে মনোযোগী নয়।
অশুদ্ধ: সভায় অনেক সদস্যগণ আসিয়াছিল।
শুদ্ধ: সভায় অনেক সদস্য আসিয়াছিল।
অশুদ্ধ: সমুদয় পক্ষীরাই নীড় বাঁধে।
শুদ্ধ: সমুদয় পক্ষীই নীড় বাঁধে।

শব্দ ও বাক্যের শুদ্ধিকরণ

বিগত বছরের প্রশ্নাবলী

১। কোন বানানটি শুদ্ধ? [ইবি গ-২০০৬-২০০৭]
ক. সমীচীন
খ. সমিচীন
গ. সমীচিন
ঘ. সমিচিন

২। সঠিক বানান [রাবি আইন ২০০৫-২০০৬]
ক. দুর্ভিক্ষ
খ. দূর্ভিক্ষ
গ. দুর্ভিক্ষ্য
ঘ. দূর্ভিক্ষ্য

৩। কোন বানানটি শুদ্ধ? [রাবি লো. প্র ২০০৫-২০০৬]
ক. বিভিষিকা
খ. বিভীষিকা
গ. বীভিষিকা
ঘ. বীভিষীকা

৪। সঠিক বানান কোনটি? [রাবি স. বিজ্ঞান ২০০৫-২০০৬]
ক. ব্যকরন
খ. ব্যকরণ
গ. ব্যাকারণ
ঘ. ব্যাকরণ

৫। কোনটি শুদ্ধ বানান? [রাবি ভূগোল ২০০৫-২০০৬]
ক. কথপোকথন
খ. কথোপকথন
গ. কোথপোকথন
ঘ. কথপকোথন

৬। কোন বানানটি শুদ্ধ- [রাবি ফিন্যান্স ২০০৫-২০০৬]
ক. শ্বাসত
খ. শাশ্বত
গ. শ্বাশত
ঘ. শাস্বত

৭। কোন বানানটি সঠিক? [রাবি স. কর্ম ২০০৫-২০০৬]
ক. মুমুর্ষ
খ. মুমূর্ষু
গ. মুমুর্ষু
ঘ. মমর্ষু

৮। কোন বানানটি শুদ্ধ? [রাবি স. বিজ্ঞান ২০০৫-২০০৬]
ক. পাষান
খ. পাষাণ
গ. পাশান
ঘ. পাসান

৯। কোন বানানটি সঠিক? [রাবি স.বিজ্ঞান ২০০৫-২০০৬]
ক. দ্ব›দ্ব
খ. দ্বন্দ
গ. দ্ন্দ্
ঘ. সব

১০। ‘ভারসাম্যতা’ শব্দটি অশুদ্ধ কেন? [ঢাবি ঘ-২০০৩-২০০৪]
ক. প্রত্যয়জনিত কারণে
খ. উপসর্গজনিত কারণে
গ. সন্ধিজনিত কারণে
ঘ. কারকজনিত কারণে

১১। ‘সৌজন্যতা’ শব্দটি অশুদ্ধ কেন? [ঢাবি ঙ-২০০৩-২০০৪]
ক. ণ-ত্ব বিধান জনিত
খ. প্রত্যয় জনিত
গ. উপসর্গ জনিত
ঘ. সন্ধি জনিত

১২। বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের কোন্ দুটি বানানই শুদ্ধ? [চবি ঙ-২০০৩-২০০৪]
ক. দাদি, দাদী
খ. নারি, নারী
গ. জাতি, জাতী
ঘ. হাতী, হাতি

১৩। বন্ধুত্ব অর্থে কোন শব্দটি শুদ্ধ? [চবি খ-২০০৩-২০০৪]
ক. সখ্যতা
খ. সখ্য
গ. সখা
ঘ. সহিস

১৪। সঠিক বানান কোনটি ? [রাবি মার্কেটিং বিভাগ-২০০৩-২০০৪]
ক. শারীরিক
খ. শারীরীক
গ. শারিরীক
ঘ. শারিরিক


১৫। নিচের কোন শব্দে চন্দ্রবিন্দু বসবে না? [চবি ক-২০০২-২০০৩]
ক. আঁচল
খ. কাঁথা
গ. তোরণ
ঘ. বাঁধন

১৬। ‘উৎকর্ষতা’ শব্দটি অশুদ্ধ কেন? [ঢাবি ঘ-২০০২-২০০৩]
ক. ষ-ত্ব বিধানজনিত
খ. প্রত্যয়জনিত
গ. উপসর্গজনিত
ঘ. সন্ধিজনিত

১৭। কোনটি সঠিক বানান? [ঢাবি গ-২০০৬-২০০৭]
ক. নিশিথিনী
খ. নীশিথিনী
গ. নিশীথিনী
ঘ. নিশিথিনি ঙ. নিশীথীনী

১৮। কোন বানানটি সঠিক? [ঢাবি গ-২০০৬-২০০৭]
ক. নিরিক্ষণ
খ. নীরিক্ষণ
গ. নীরীক্ষণ
ঘ. নিরীক্ষণঙ. নিরীক্ষন

১৯। কোন্টি শুদ্ধ বানান? [চবি ঙ ২০০৬-২০০৭]
ক. প্রসিতভত্রিকা
খ. প্রোসিতভর্তিতা
গ. প্রোষিতভর্তৃকা
ঘ. প্রষিতভর্তৃকাঙ. প্রোষিতভর্তিকা

২০। নিচের কোন শব্দটির বানান ভুল? [চবি ঙ-২০০৩-২০০৪]
ক. কর্ণেল
খ. প্রাণিজগত
গ. স্টেশন
ঘ. প্রতিযোগিতা

২১। নিচের কোন্ বানানটি শুদ্ধ? [চবি ঙ-২০০৩-২০০৪]
ক. বিভীষীকা
খ. বিভীষিকা
গ. বিভিষিকা
ঘ. বীভিষিকা

২২। কোন বানান্টি শুদ্ধ? [চবি খ-২০০৩-২০০৪]
ক. শষ্য
খ. সষ্য
গ. শশ্য
ঘ. শস্য

২৩। কোন্ বানানটি শুদ্ধ নয়? [চবি ঘ-২০০৩-২০০৪]
ক. ভূত
খ. কিম্ভূত
গ. অদ্ভূত
ঘ. প্রভূত

২৪। শুদ্ধ বানান কোনটি? [ঢাবি ঘ-১৯৯৭-১৯৯৮]
ক. গড্ডালিকা
খ. গড্ডলিকা
গ. গড্ডলীকা
ঘ. গড্ডালীকা

২৫। কোন বানানটি সঠিক? [ঢাবি গ-১৯৯৭-১৯৯৮]
ক. অনুনয়
খ. অনুণয়
গ. অণুনয়
ঘ. অনূনয়
২৬। শুদ্ধ বানান কোনটি? [ঢাবি ঘ-২০০৬-২০০৭]
ক. কনীনিকা
খ. কনিনীকা
গ. কনিনিকা
ঘ. কর্নিনিকা

২৭। কোন বানানটি অশুদ্ধ? [জবি খ-২০০৬-২০০৭]
ক. ব্যায়াম
খ. গবেষণা
গ. মুহূর্ত
ঘ. পানিনি

২৮। কোন্ বানানটি অশুদ্ধ ? [জবি ক-২০০৬-২০০৭]
ক. নৈপুণ্য
খ. মাণিক্য
গ. চানক্য
ঘ. লাবণ্য

২৯। কোন্ বানানটি শুদ্ধ ?[রাবি ব্যবস্থাপনা ২০০৬-২০০৭]
ক. বুদ্ধীজীবি
খ. বুদ্ধিজীবী
গ. বুদ্ধিজিবী
ঘ. বুদ্ধিজীবি

৩০। কোন বানানটি শুদ্ধ? [ইবি গ-২০০৬-২০০৭]
ক. সমীচীন
খ. সমিচীন
গ. সমীচিন
ঘ. সমিচিন

৩১। কোন বানানটি অশুদ্ধ? [জবি গ-২০০৫-২০০৬]
ক. মুঢ়তা
খ. শৌখিন
গ. উত্তমার্ধ
ঘ. আচম্বিত

৩২। কোন বানানটি শুদ্ধ? [চবি ঘ-২০০৫-২০০৬]
ক. প্রয়োজনীয়তা
খ. উপকারীতা
গ. শ্রদ্ধাঞ্জলী
ঘ. সম্বর্ধনাঙ. আকাঙ্খা

৩৩। কোন বানানটি শুদ্ধ? [চবি গ-২০০৫-২০০৬]
ক. আশীষ
খ. সম্বর্ধনা
গ. পুস্পাঞ্জলী
ঘ. আশিসঙ. সন্মান

৩৪। কোন বানানটি শুদ্ধ? [চবি খ-২০০৫-২০০৬]
ক. সম্বর্ধনা
খ. শ্রদ্ধাঞ্জলী
গ. প্রতিযোগীতা
ঘ. আকাঙ্খা ঙ. পুরস্কার

৩৫। কোনটি শুদ্ধ? [রাবি আইন ২০০৫-২০০৬]
ক. কুৎসিৎ
খ. কুৎসিত
গ. কৃতসিৎ
ঘ. কুতসিত

৩৬। কোন্ বানানটি শুদ্ধ নয়? [ঢাবি ঘ-২০০৩-২০০৪]
ক. কৃতিত্ব
খ. দায়িত্ব
গ. সখিত্ব
ঘ. সতিত্ব

৩৭। কোনটি শুদ্ধ বানান? [ঢাবি ঙ-২০০৩-২০০৪]
ক. বিশ্বস্ত
খ. বিস্বত্ব
গ. বিশস্ত
ঘ. বিসস্ত

৩৮। কোন্ শব্দটি শুদ্ধ? [চবি গ-২০০৩-২০০৪]
ক. ইতিমধ্যে
খ. ইতঃমধ্যে
গ. ইতোমধ্যে
ঘ. ইতিপূর্বে

৩৯। সঠিক শব্দ কোনটি? [রাবি মার্কেটিং বিভাগ ২০০৩-২০০৪]
ক. সুষুপ্তি
খ. সুসুপ্তি
গ. সুশুপ্তি
ঘ. শুষুপ্তি

৪০। কোন বানানটি সঠিক? [ঢাবি গ-২০০০-২০০১]
ক. নীরিক্ষণ
খ. নীরিক্ষন
গ. নিরীক্ষণ
ঘ. নিরীক্ষন

৪১। কোন্ বানানটি শুদ্ধ নয়? [জবি গ-২০০৬-২০০৭]
ক. নির্ঘৃণ
খ. পৌরহিত্য
গ. দৌরাত্ম্য
ঘ. জিগীষা

৪২। নিচের কোন্ শব্দটি শুদ্ধ? [রাবি আইন ২০০৬-২০০৭]
[চবি খ ২০০১-২০০২]
ক. মুমূর্ষু
খ. মুমুর্ষ
গ. মূমুর্ষু
ঘ. মূমূর্ষ

৪৩। নিচের কোন্ শব্দটি শুদ্ধ? [রাবি আইন ২০০৬-২০০৭]
ক. পিপীলিকা
খ. পিপিলীকা
গ. পীপিলিকা
ঘ. পিপীলীকা

৪৪। নিচের কোন্ শব্দটি শুদ্ধ? [রাবি আইন ২০০৬-২০০৭]
ক. প্রৌঢ়
খ. পৌঢ়
গ. প্রোঢ়
ঘ. পৌড়

৪৫। নিচের কোন্ শব্দটি শুদ্ধ? [চবি গ ২০০৬-২০০৭]
ক. বিবিধ প্রকার
খ. সখ্য
গ. ভারসাম্যতা
ঘ. দৈন্যতাঙ. একত্রিত

৪৬। কোন বানানটি শুদ্ধ? [চবি ঘ-২০০৬-২০০৭]
ক. আবিস্কার
খ. তিরস্কার
গ. নমষ্কার
ঘ. বহিস্কার ঙ. পুরষ্কার

৪৭। কোন বানানটি অশুদ্ধ ? [চবি ঘ ২০০৬-২০০৭]
ক. দর্শন
খ. খন্ডণ
গ. লন্ডন
ঘ. চরণ ঙ. ধরন

৪৮। কোন্ বানানটি শুদ্ধ? [চবি ঘ ২০০৬-২০০৭]
ক. অপরিসীম
খ. প্রতিযোগীতা
গ. সহযোগীতা
ঘ. সমিচিন ঙ. অতিত

৪৯। অশুদ্ধ বানান- [ঢাবি খ-২০০৫-২০০৬]
ক. নি®প্রভ
খ. নিষ্পত্র
গ. নিষ্পাপ
ঘ. নিষ্পন্দ

৫০। নির্ভুল শব্দগুচ্ছ [ঢাবি ঘ-২০০৫-২০০৬]
ক. পৌরহিত্য, নির্ঘৃণ, জেষ্ঠ্য
খ. ঝঞ্ঝা, নিরীখ, দ্ব্যার্থ
গ. দুর্বিষহ, সম্বন্ধ, জিগীষা
ঘ. জ্যৈষ্ঠ, সান্তনা, দৌরাত্ম

৫১। কোন বানানটি শুদ্ধ? [ঢাবি ক ২০০৩-২০০৪]
ক. গণ্ডুষ
খ. গণ্ডূষ
গ. গন্ডুষ
ঘ. গণ্ডুশ

৫২। কোন্টি শুদ্ধ শব্দ? [চবি ঘ-২০০২-২০০৩]
ক. উন্নতশীল
খ. মুমূর্ষু
গ. দুস্কৃতকারী
ঘ. সম্বর্ধনা

৫৩। কোন বানানটি অশুদ্ধ? [চবি খ ২০০২-২০০৩]
ক. আবিষ্কার
খ. পুরষ্কার
গ. পরিষ্কার
ঘ. তিরস্কার

৫৪। কোন্ বানানটি শুদ্ধ? [চবি খ ২০০২-২০০৩]
ক. বিশ্বস্থ
খ. কৃতদাস
গ. ভৌগলিক
ঘ. পিপীলিকা

৫৫। নিচের কোন্ বানানটি শুদ্ধ? [চবি ঙ ২০০২-২০০৩]
ক. আয়ত্ত
খ. আয়ত্ব
গ. আয়ত্ত্ব
ঘ. আয়ত্য

৫৬। কোন্ বানানটি শুদ্ধ ? [চবি ঙ ২০০২-২০০৩]
ক. বাল্মিকী
খ. বার্ষীকি
গ. বুদ্ধিজীবি
ঘ. কোনটিই নয়

৫৭। কোনটি অশুদ্ধ নয়? [চবি ঙ ২০০২-২০০৩]
ক. উৎকর্ষতা
খ. দায়িত্ব
গ. প্রতিযোগীতা
ঘ. দৈন্যতা

৫৮। কোন্টি শুদ্ধ শব্দ? [ঢাবি ঘ ২০০২-২০০৩]
ক. স্বশুর
খ. শ্বসুর
গ. শশুর
ঘ. শ্বশুর

৫৯। কোনটি শুদ্ধ বানান? [ঢাবি ক ২০০২-২০০৩]
ক. নিশ্বাস
খ. নীশ্বাস
গ. নিঃশ্বাস
ঘ. নিঃশ্বাশ

৬০। কোন বানানটি শুদ্ধ? [ঢাবি গ ২০০২-২০০৩]
ক. প্রসংশা
খ. আষাড়
গ. ব্যঘাত
ঘ. গণনা ঙ. প্রসমিত

৬১। কোন বানানটি সঠিক? [ঢাবি গ ২০০২-২০০৩]
ক. অনুগামিনী
খ. অনূগামিনী
গ. অনুগামীনী
ঘ. অনুগামীনি ঙ. কোনটিই প্রযোজ্য নয়

৬২। শুদ্ধ বানানের শব্দগুচ্ছ কোনটি? [ঢাবি আই.ই.আর ২০০২-২০০৩]
ক. পুন্য, পুজা, পুরষ্কার, পক্ক
খ. বুৎপত্তি, ব্যার্থ, বঁধু, বক্ষমান
গ. ভস্ম, ভণিতা, ভূয়সী, ভূতপূর্ব
ঘ. মুখস্ত, মূল্যায়ন, মৃন্ময়, মূহুর্মূহু

৬৩। শুদ্ধ বানানগুচ্ছ কোনটি? [ঢাবি ক ২০০১-২০০২]
ক. মনোকষ্ট, অহোরাত্রি, ভ্রাম্যমাণ, চিহ্ন
খ. প্রজ্বলিত, লক্ষণীয়, মন্ত্রিসভা, দিগ্দর্শন
গ. সখ্য, গণিত, মূর্ধণ্য, সুধি
ঘ. ইতালীয়, প্রনয়ণন, অধ্যায়ন, অভ্যস্থ

৬৪। শুদ্ধ বানানগুচ্ছ কোনটি- [ঢাবি খ ২০০১-২০০২]
ক. ধস, জাগরূক, বৃহদংশ, মিথস্ক্রিয়া
খ. জাত্যভিমান, যক্ষা, মরুদ্যান, ইতোমধ্যে
গ. সান্তনা, অনসূয়া, মাস্টার, গড্ডালিকা
ঘ. সংশ্রব, পুস্প, অভ্যন্তরীণ, গোষ্ঠি

৬৫। কোন বানানটি সঠিক? [ঢাবি গ ২০০১-২০০২]
ক. নিশিথ
খ. নিশীথ
গ. নীশীথ
ঘ. নিশী ঙ. নীশীত

৬৬। নির্ভুল বানান- [ঢাবি ঘ ২০০১-২০০২]
ক. স্বায়ত্ব
খ. স্বায়ত্ত
গ. স্বায়ত্ত্ব
ঘ. সায়ত্ব

৬৭। শুদ্ধ বানান কোনটি? [ঢাবি খ-১৯৯৭-১৯৯৮]
ক. যক্ষা
খ. যক্ষ্মা
গ. যক্সা
ঘ. যক্ষ্যা

৬৮। শুদ্ধ বানান কোনটি? [ঢাবি খ ১৯৯৬-১৯৯৭]
ক. সান্তনা
খ. সান্ত্বনা
গ. স্বান্তনা
ঘ. শান্তবনা

৬৯। কোন বানান গুচ্ছ শুদ্ধ? [ঢাবি গ ১৯৯৯-২০০০]
ক. অত্যান্ত, দুরাবস্থা, সলজ্জিত, জাত্যাভিমান
খ. ব্যাবসা, অংক, স্রষ্টা, মুখস্ত
গ. দক্ষিণ, ধ্বনি, সুশ্রুশা, কণ্ঠ
ঘ. ধস্, উর্ধ্ব, শশিভূষণ, অপরাহ্ণ

৭০। কোন বানানটি শুদ্ধ? [ঢাবি ঘ-১৯৯৪-১৯৯৫]
ক. শুশ্রুষা
খ. সুশ্রুষা
গ. শুশ্রূষা
ঘ. সুশ্রুষা

৭১। কোন বানান শুদ্ধ ? [ঢাবি গ ১৯৯১-৯২, ১৯৯৫-৫৬, ঘ ১৯৯১-৯২, ১৯৯৫-৯৬]
ক. সমীচীন
খ. সমিচীন
গ. সমীচিন
ঘ. সমিচিন

৭২। শুদ্ধ বানান কোনটি? [ঢাবি ঘ ১৯৯২-১৯৯৩]
ক. আনুষঙ্গিক
খ. আনুসাঙ্গিক
গ. আনুস্বাঙ্গিক
ঘ. অনুসাঙ্গিক

উত্তরপত্র-
১ক২ক৩খ৪ঘ৫খ
৬খ৭খ৮খ৯ক১০ক
১১খ১২ঘ১৩খ১৪খ১৫গ
১৬খ১৭গ১৮ঘ১৯গ২০ক
২১খ২২ঘ২৩গ২৪খ২৫ক
২৬ক২৭ঘ২৮গ২৯খ৩০ক
৩১ক৩২ক৩৩ঘ৩৪ঙ৩৫খ
৩৬ঘ৩৭ক৩৮গ৩৯ক৪০গ
৪১খ৪২ক৪৩ক৪৪ক৪৫খ
৪৬খ৪৭খ৪৮ক৪৯ঘ৫০গ
৫১খ৫২খ৫৩খ৫৪ঘ৫৫ক
৫৬ঘ৫৭খ৫৮ঘ৫৯গ৬০ঘ
৬১ক৬২গ৬৩খ৬৪ক৬৫খ
৬৬খ৬৭খ৬৮খ৬৯ঘ৭০গ
৭১ক৭২ক
Share:

0 Comments:

Post a Comment