বাংলা ব্যাকরণ
আলোচ্য বিষয়ঃ
শব্দ বা পদের বিশিষ্টার্থে প্রয়োগ
বাংলা ভাষায় কতকগুলো বিশেষ্য, বিশেষণ ও ক্রিয়া জাতীয় পদ রয়েছে, যেগুলো বাক্যে বিশিষ্ট অর্থে ব্যবহৃত হয় এবং একই শব্দ ভিন্ন ভিন্ন বাক্যে ব্যবহৃত হয়ে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে। আভিধানিক অর্থের বাইরে পদের এ ধরনের বিশেষ প্রয়োগকে শব্দ বা পদের বিশিষ্টার্থে প্রয়োগ বলে অভিহিত করা হয়।
বহুভাবে এ ধরনের পার্থক্য দৃষ্ট হয়ে থাকে। যেমন:
শিষ্টরীতি বা রীতিসিদ্ধ প্রয়োগ ঘটিত: ছাত্রটির মাথা ভাল। এখানে ‘মাথা’ বলতে ‘দেহের অঙ্গবিশেষ’ বোঝায় না বোঝায় ‘মেধা’।
শব্দের অর্থান্তর প্রাপ্তিতে: মেয়ের শ্বশুরবাড়ি তত্ত্ব পাঠানো হয়েছে। এখানে ‘তত্ত্ব’ শব্দটির আভিধানিক অর্থ ‘সংবাদ’ না বুঝিয়ে ‘উপঢৌকন’ অর্থ বোঝাচ্ছে।
শব্দের উৎকর্ষ প্রাপ্তিতে: শ্রীরাম পরমহংস। এখানে ‘পরমহংস’ শব্দের সঙ্গে হাঁসের কোন সম্পর্ক নেই, এর অর্থ ‘সন্ন্যাসী’।
শব্দের অপকর্ষ বা অধোগতি বোঝাতে: জ্যাঠামি করো না। এখানে ‘জ্যাঠামি’ শব্দের সঙ্গে জ্যাঠার কোনো সম্পর্ক নেই। শব্দটি ‘ধৃষ্টতা’ অর্থে ব্যবহৃত হচ্ছে।
কতকগুলো পদের বিশিষ্টার্থে প্রয়োগ
অর্থ
অর্থ বাক্য
উদ্দেশ্য তোমার কথার অর্থ বুঝলাম না।
মানে এ কথার অর্থ কি?
শাস্ত্র অর্থনীতি বেশ মজার বিষয়।
উত্তর
অর্থ বাক্য
জবাব আমার কথার উত্তর দাও।
দিক বিশেষ উত্তর দিক থেকে ঝড় উঠেছে।
ভবিষ্যৎ উত্তরকালে তিনি একজন বড় লেখক হবেন।
কাঁচা
অর্থ বাক্য
অপূর্ণ কাঁচা ঘুমে জাগিয়ো না।
অদক্ষ এটা কাঁচা হাতের কাজ।
দুর্বল ছেলেটি অঙ্কে বড়ই কাঁচা।
১. ‘বড় যদি হতে চাও, ছোট হও তবে।’- এই বাক্যে ছোট শব্দটির অর্থ কি?
ক. বিনীত খ. নিচু গ. অনুজ
ঘ. নীচ ঙ. ক্ষুদ্র
২. তুমি নিজে একটা দাম ধরে দাও। এখানে ‘ধরে’ শব্দটির অর্থ-
ক. নির্ধারণ করা খ. ধৃত হওয়া গ. স্পর্শ করা
ঘ. যন্ত্রণা করা ঙ. হাত ধরা
৩. ‘বশীভূত করা’ অর্থ প্রকাশ পেয়েছে-
ক. কেউ কি তোমাকে গুণ করেছে?
খ. দুই গুণ দুই চার হয়।
গ. গুণ টেনে নৌকা নিয়ে যাও।
ঘ. টাকাগুলো গুনে নাও।
ঙ. কোনটিই না।
৪. ক্ষমা চাওয়া অর্থে ব্যবহৃত হয়েছে-
ক. কৃত অপরাধের জন্য ছেলেটি বাবার পায়ে পড়ল।
খ. কর্তার পায়ে তেল দিয়ে উন্নতি করা অন্যায়।
গ. বাসার উদ্দেশ্যে পা বাড়াও।
ঘ. ঢাকার বাড়িতে পা বাড়ালাম।
ঙ. পায়ে পড়ে চাকরি পাওয়া যায় না।
৫. ‘লাগা’ শব্দটি কোথায় ‘শত্র“তা’ অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. কারো পেছনে লাগা ঠিক নয়।
খ. নৌকা ঘাটে লাগাও।
গ. গায়ে বেশি লাগে নি।
ঘ. জোরে মার লাগাও।
ঙ. কলম কিনতে বেশি টাকা লাগবে না।
উত্তরপত্র-
১ ক ২ ক ৩ ক ৪ ক ৫ ক
0 Comments:
Post a Comment