একাদশ-দ্বাদশ শ্রেণির বাংলা ১ম পত্র উপন্যাস গাইড
এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Lalsalu Uponnas mcq Question and Answer. Lalsalu Uponnash mcq Proshno O Uttor for HSC Exam Preparation. HSC Lalsalu Novel (mcq) Multiple Choice Question Answers-5 pdf download.
বাংলা উপন্যাস
লালসালু
সৈয়দ ওয়ালীউল্লাহ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
[৪০১ হতে ৪৫৬ পর্যন্ত]
৪০১. মজিদের কেরাতের গলা হলো-
i. মিহি মধুর
ii. শান্তির ঝরনার মতো
iii. অবিশ্রান্ত করুণা ঝরে পড়ে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৪০২. মজিদের জমায়েতের বিচারের রায় হলো-
i. বুড়োকে তার মেয়ের কাছে মাফ চাইতে হবে
ii. তাকে ঘরে নিয়ে যত্নে রাখতে হবে
iii. মাজারে পাঁচ পয়সার সিন্নি দিতে হবে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৪০৩. ঝড়ে হাসুনির মায়ের অনবরত বক্তব্য হলো-
i. হাসুনি কোথায় গেলো রে
ii. ছাগলটা কোথায় গেলো রে
iii. লাল ঝুটিওয়ালা মুরগিটা কোথায় গেলো রে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৪০৪. বুড়ো কোথায় পালিয়েছে তা জানার জন্য যাদের কৌতূহল, তারা-
i. মজিদের শিক্ষার মর্মার্থ উপলব্ধি করতে অক্ষম
ii. স্রষ্টা নিত্য-নিয়ত যা করেন তার গুরুত্ব বোঝা দুষ্কর
iii. যে লোক অপরাধ করে অনুতপ্ত হয় না, তারা এসব জানতে চায়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৪০৫. মজিদের বাড়িতে হাসুনির মাকে বতোর দিনে যা করতে হয়, তা হলো-
i. ধান এলানো
ii. ধান মাড়ানো
iii. সিদ্ধ করা, ভানা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৪০৬. মজিদ হাসুনির মাকে যে শাড়ি আনিয়ে দিল, সেটি-
i. বেগুনি রঙের
ii. লাল পাড়ের
iii. কালো পাড়ের
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৪০৭. হাসুনির মাকে দেখে মজিদের মন অস্থির হওয়ার কারণ হলো-
i. তারই দেয়া বেগুনি শাড়িতে খড়কুটোর আলো পড়ে চক্চক করছিল
ii. হাসুনির মার দেহের কতক অংশ উজ্জ্বল লালিত্যে জ্বলজ্বল করছিল
iii.মজিদ লালসালু ঘেরা মাজারের যোগ্য প্রতিনিধি
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৪০৮. নবাগত পীরের কাছে মজিদের আগমনকে গল্পকার যেভাবে বর্ণনা করেছেন, তা হলো-
i. বড়র নিকট বৃহতের প্রতাপ
ii. বিশাল সূর্যের কাছে প্রদীপ নিশ্চিহ্ন
iii. শত শত লোকের মাঝে মজিদ ম্লান
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
৪০৯. মজিদের মতে, আউয়ালপুরের পীরের উদ্দেশ্য হলো-
i. মুখোশ পরা
ii. মানুষকে বিপথে নেয়া
iii. খোদার পথ থেকে সরিয়ে দেয়া
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
৪১০. হাসপাতালে আহত ব্যক্তিদের পাশে বসে মজিদ যা করলো, তা হলো-
i. শয়তান ও খোদার কাজের তারতম্য বর্ণনা
ii. পাঁচ ওয়াক্ত নামাজের মাহাত্ম্যব্যাখ্যা
iii. বেহেস্ত ও দোজখের জলজ্যান্ত বিবরণ দেওয়া
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৪১১. করিমগঞ্জ হাসপাতালের পরিবেশ সম্পর্কে মজিদের ধারণা হলো-
i. অপরিচ্ছন্ন ও নোংরা
ii. শাহি কাণ্ডকারখানা
iii. ওষুধপত্র বা সেবা শুশ্রুষার শেষ নেই
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
৪১২. ধলা মিঞা হলো-
i. খালেক ব্যাপারীর শ্যালক
ii. তানুবিবির ভাই
iii. বোন-জামাইয়ের বাড়ি খায়-দায় ঘুমায়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৪১৩. মজিদের মতে পেটে যত প্রকার বেড়ি পড়ে, তা হলো-
i. সাত প্যাঁচ
ii. চৌদ্দ প্যাঁচ
iii. একুশ প্যাঁচ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৪১৪. মজিদের দ্বিতীয় স্ত্রী জমিলার হাসি হলো-
i. বিচিত্রভাবে জীবন্ত হাসি
ii. ফিসফিস করে চাপা হাসি
iii. ঝরনার অনাবিল গতির মতো ছন্দময় হাসি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
একাদশ-দ্বাদশ শ্রেণি
বাংলা সহপাঠ
উপন্যাস লালসালু
গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর:
নিচের উদ্দীপকটি পড়ে ৪১৫ ও ৪১৬ সংখ্যক প্রশ্নের উত্তর দাও।
“কুকুর আসিয়া এমন কামড় দিল পথিকের পায়,
কামড়ের চোটে বিষদাঁত ফুটে বিষ লেগে গেল তায়।
কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়,
তা'বলে কুকুরে কামড়ানো কি করে মানুষের শোভা পায়?”
৪১৫. উদ্দীপকে পথিকের মানসিকতায় ‘লালসালু' উপন্যাসের পীর সাহেবের কোন দিকটি প্রকাশ পেয়েছে?
✅ সহিষ্ণুতা
[খ] শিষ্যপ্রীতি
[গ] মাজারপ্রীতি
[ঘ] পীরপ্রীতি
৪১৬. উক্ত অনুভূতি ফুটে উঠেছে যে বাক্যে, তা হলো-
i. কুত্তা তোমাকে কামড়ালে তুমিও কি উল্টো তাকে কামড়ে দেবে?
ii. এ বয়সে দাঙ্গাবাজি, হৈ-হাঙ্গামা আর ভালো লাগে না
iii. খ্যাপা কুকুরের তীক্ষ্ণতায় নিঃসঙ্গ একটা গলা আর্তনাদ করে উঠল
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৪১৭ ও ৪১৮ সংখ্যক প্রশ্নের উত্তর দাও।
বিষ্ণুপুর মহাশ্মশান মন্দিরের তত্ত্বাবধায়ক বিপুল বাবু প্রতিবছর মন্দিরে পুরাতন জিনিসপত্র বিক্রি করে লাভবান হন। কেননা পুরোনো দ্রব্যগুলোর বদলে নতুন দ্রব্য কিনে দেয়ার মতো ভক্ত ঐ মন্দিরে অভাব নেই।
[ক] খালেক ব্যাপারী
✅ মজিদ
[গ] তাহের
[ঘ] দুদু মিঞা
৪১৮. এ মিল প্রকাশ পেয়েছে, খালেক ব্যাপারীর-
i. মাজারের গাত্রাবরণ বদলাবার খরচ বহন করার মধ্য দিয়ে
ii. মজিদ পুরোনো লালসালুগুলো পরিবর্তন করতে চায় না
iii. মজিদের ঘর-বাড়ি ওঠার মধ্য দিয়ে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৪১৯ ও ৪২০ সংখ্যক প্রশ্নের উত্তর দাও।
হায়দারাবাদের এক রাজা সরকারি সফরে আগ্রা যাচ্ছিলেন। তিনি ট্রেনের প্রথম শ্রেণির যাত্রী। প্রজারা স্টেশনে জয়ধ্বনি দিয়ে তাঁকে বিদায় জানিয়ে গেছে। সেই কামরায় দুইজন বন্দুকধারী ইংরেজ ছিল। তাদের জুতো ছিল কাদামাখা। ইংরেজদ্বয় রাজামশাইয়ের কান ধরে তাদের জুতো পরিষ্কার করে নেয়। রাজা সে কাজ করতে বাধ্য হন।
৪১৯. উদ্দীপকের ইংরেজদ্বয় ‘লালসালু’ উপন্যাসের কোন চরিত্রের অনুরূপ?
[ক] খালেক ব্যাপারী
✅ মজিদ
[গ] তাহের
[ঘ] দুদু মিঞা
৪২০. এই মিল প্রকাশ পেয়েছে-
i. রহীমাকে দিয়ে পা টিপে নেয়ার মাধ্যমে মজিদের স্বামীত্ব ফলানোর মাধ্যমে
ii. জীবনের নিষ্ফলতা রহীমার কাছে বড় মনে হলেও তার বলবার কিছু নেই বলে
iii. জোর করে খৎনার ব্যবস্থা করার মধ্য দিয়ে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৪২১ ও ৪২২ সংখ্যক প্রশ্নের উত্তর দাও।
ধীরেন বাবুর বড় ছেলে গ্রামে একটি হাসপাতাল স্থাপন করতে চায়। গ্রাম্য সমাজপতি ঝাড়-ফুঁক ও তাবিজ-কবজ দেন। ব্যবসা বন্ধ হবার আশঙ্কায় তিনি হাসপাতাল স্থাপন করার বিপক্ষে উঠে পড়ে লাগলেন।
৪২১. উদ্দীপকের ধীরেন বাবুর বড় ছেলে ‘লালসালু’ উপন্যাসের কোন চরিত্রের অনুরূপ?
✅ আক্কাস
[খ] মজিদ
[গ] মোদাব্বের মিঞা
[ঘ] দুদু মিঞা
৪২২. এরূপ মিল হলো-
i. স্কুল দেবার বাসনায়
ii. জনকল্যাণমূলক কাজে
iii. স্কুলে না পড়লে মুসলমানের পরিত্রাণ নেই
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৪২৩ ও ৪২৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও।
চৈত্র মাসের রোদে মাঠটা খাঁ খাঁ করছে। যেদিকে তাকানো যায় শুধু শুকনো মাটি। পাথরের চেয়েও শক্ত। আর অসংখ্য ফাটল। মাটি উত্তাপ সহ্য করতে না পেরে ফেটে যায়। দাঁড় কাকগুলো তৃষ্ণায় সারাক্ষণ কা-কা করে উড়ে বেড়ায়। [‘হাজার বছর ধরে'-জহির রায়হান]
৪২৩. উদ্দীপকটি ‘লালসালু' উপন্যাসের সাথে কোন দিক দিয়ে সাদৃশ্যপূর্ণ?
[ক] গ্রীষ্মকালীন দেশ
✅ প্রকৃতির অবস্থা
[গ] ধর্মের দেশ
[ঘ] কাকের দেশ
৪২৪. এরূপ সাদৃশ্যপূর্ণ ভাব প্রকাশক বাক্য হলো-
i. বিরান মাঠ, ভাঙা পাড় আর বন্যা-ভাসানো ক্ষেত
ii. কিন্তু দেশটা কেমন মরার দেশ, শস্য শূন্য
iii. দেশে নিরন্তর টানাটানি, মরার খরা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৪২৫ ও ৪২৬ সংখ্যক প্রশ্নের উত্তর দাও।
মকবুলের তিন বউয়ের মধ্যে সবার ছোট টুনি। সংসার কাকে বলে তা সে বোঝে না। সমবয়সী কারো সঙ্গে দেখা হলে সবকিছু ভুলে গল্প জুড়ে দেয় আর হাসে। হাসতে হাসতে মেঝেতে গড়াগড়ি দেয় টুনি।
৪২৫. উদ্দীপকের টুনি ‘লালসালু' উপন্যাসের কোন চরিত্রের অনুরূপ?
[ক] রহীমা
✅ জমিলা
[গ] হাসুনি
[ঘ] হাসুনির মা
৪২৬. এরূপ মিল হলো-
i. বয়সে
ii. মানসিকতায়
iii. বাল্যবিবাহে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৪২৭ ও ৪২৮ সংখ্যক প্রশ্নের উত্তর দাও।
লক্ষীকোলা গ্রামে একজন সাধুর আগমন ঘটেছে। এই সাধু নাকি ঝড়-বৃষ্টি থামাতে পারেন। নদীর ওপর দিয়ে হাঁটতে পারেন। চাঁদকে হাতের মুঠোয় পুরতে পারেন।
৪২৭. উদ্দীপকের সাধু ‘লালসালু' উপন্যাসের কোন চরিত্রের অনুরূপ?
✅ আওয়ালপুরের পীর
[খ] মজিদ
[গ] মতলুব মিয়া
[ঘ] দুদু মিঞা
৪২৮. এরূপ মিল হওয়ার কারণ-
i. পীর সাহেব সূর্যকে ধরে রাখার ক্ষমতা রাখেন
ii. তিনি হুকুম না দিলে নামাজের সময় গড়ায় না
iii. তিনি মুরীদদেরকে বেহেস্তে যাওয়ার ব্যবস্থা করেন
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৪২৯ ও ৪৩০ সংখ্যক প্রশ্নের উত্তর দাও।
বিধাতানগর এক আজব গ্রাম। এখানকার লোকেরা পাঠশালায় যায় না। মন্দির বা টোলে সামান্য ধর্মীয় শিক্ষা নেয়। পুরোহিতদের কথা অনুযায়ী চলে। তাবিজ, কবজ, দেবতার চরণামৃত, জলপড়া এগুলোই বিধাতানগরের একমাত্র চিকিৎসা ব্যবস্থা।
৪২৯. উদ্দীপকের বিধাতানগরের সাথে ‘লালসালু’ উপন্যাসের কোন গ্রামের সাদৃশ্য বিদ্যমান?
[ক] হাগুয়া গ্রাম
[খ] মতিগঞ্জ
✅ মহব্বতনগর
[ঘ] মধুপুরগড়
৪৩০. এরূপ সাদৃশ্য-
i. শিক্ষায়
ii. চিকিৎসায়
iii. ধর্মীয় বোধে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৪৩১ ও ৪৩২ সংখ্যক প্রশ্নের উত্তর দাও।
দীর্ঘদিন শহরের বিদ্যালয়ে পাঠ শেষে বাড়িতে ফিরে আসে সুশীল। জেঠামশাই গোঁড়া ব্রাহ্মণ। তিনি সুশীলের কণ্ঠে তুলসী মালা না দেখে রেগে যান। হিন্দুর ছেলে ইংরেজি শিখে সাহেব হবে কিন্তু বামুন হবে না-তা জেঠু মেনে নিতে পারেন না।
৪৩১. উদ্দীপকে জেঠামশাইয়ের মানসিকতা ‘লালসালু’ গল্পের কোন চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ?
[ক] আক্কাস
✅ মজিদ
[গ] মোদাব্বের মিঞা
[ঘ] খালেক ব্যাপারী
৪৩২. এরূপ সাদৃশ্য হলো-
i. গোঁড়ামীতে
ii. কূপমণ্ডুকতায়
iii. অনুন্নত মানসিকতায়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৪৩৩ ও ৪৩৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও।
মহেশের প্রতি গফুরের ভালোবাসা ছিল প্রবল। মহেশ অন্যের ফসল খেয়েছে বলে শাস্তি পেতে হয়েছে গফুরকে। তাই রাগে ক্ষুব্ধ হয়ে গফুর মহেশকে আঘাত করে। গরুটি মারা যায়। জমিদার শিবচরণ গফুরকে গরু হত্যার অপরাধে শাস্তি দিতে পারে। তাই সকলের অজান্তেই সে গ্রাম ছাড়ে। [‘মহেশ’-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়]
৪৩৩. উদ্দীপকে গফুরের সকলের অজান্তে গ্রাম ছাড়ার ঘটনাটির সঙ্গে ‘লালসালু’ উপন্যাসের কার গ্রাম ছাড়ার ঘটনার মিল রয়েছে?
[ক] খালেক ব্যাপারীর
✅ তাহেরের বাপের
[গ] মজিদের
[ঘ] দুদু মিঞার
৪৩৪. এরূপ মিল হলো-
i. সকলের অগোচরে গ্রাম ছাড়ায়
ii. মাজারের সাফল্যে
iii. নিরুদ্দেশ যাত্রায়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৪৩৫ -৪৩৮ সংখ্যক প্রশ্নের উত্তর দাও।
বিনোদ ভাগ্যান্বেষী মানুষ। ভাগ্য পরিবর্তনের জন্য সে গোবিন্দপুর গ্রামে এসে আস্তানা গড়ে। সেখানে একটি জঙ্গলাকীর্ণ স্থানকে তীর্থস্থান বলে শুরু হয় বিনোদের তথাকথিত ধর্ম বাণিজ্য।
৪৩৫. উদ্দীপকের বিনোদ চরিত্রের সাথে ‘লালসালু’ উপন্যাসের কার মিল রয়েছে?
[ক] খালেক ব্যাপারীর
✅ মজিদের
[গ] তাহেরের
[ঘ] আক্কাস মিঞার
৪৩৬. এরূপ মিল হলো-
i. পীর সাজার অপচেষ্টায়
ii. ভাগ্যান্বেষণ থেকে ভাগ্য পরিবর্তনে
iii. মানুষের মনে ধর্মের ভয় দেখিয়ে বাণিজ্য করায়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
৪৩৭. উদ্দীপকের কোন দিকটি ‘লালসালু’ গল্পের সাথে সাদৃশ্যপূর্ণ?
[ক] পীর, মুর্শিদের প্রতি অবিশ্বাস
✅ পীর, মুর্শিদের প্রতি বিশ্বাস
[গ] মাজার, খানকায় অবিশ্বাস
[ঘ] মাজার, খানকায় অনাস্থা
৪৩৮. এরূপ সাদৃশ্যের অন্তর্নিহিত কারণ হলো-
i. অশিক্ষা ও কুসংস্কার
ii. পীর-ফকিরের আধিপত্য
iii. পীর-ফকিরের প্রতি বিশ্বাস
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৪৩৯ ও ৪৪০ সংখ্যক প্রশ্নের উত্তর দাও।
গণেশডাঙ্গা বারোয়ারি মন্দিরের পূজারী সত্যসুন্দর বাবাজী ইদানিং কিছু কিছু মিথ্যে কথা বলেন। এমনকি প্রায়ই পূজার ফল, অর্থ, দ্রব্য সরিয়ে শেষ হয়ে যাওয়ার কথা বলেন।
৪৩৯. উদ্দীপকের সত্যসুন্দর বাবাজী ‘লালসালু’ গল্পের কোন চরিত্রের প্রতিরূপ?
[ক] খালেক মাতব্বর
[খ] আওয়ালপুরের পীর
✅ মজিদ
[ঘ] আক্কাস মিঞা
৪৪০. এরূপ সাদৃশ্য পরিলক্ষিত হয়-
i. মিথ্যা বলার মধ্য দিয়ে
ii. অজু না করে মাজারে গেলে আওয়াজ হওয়ার বানানো গল্প বলার মধ্য দিয়ে
iii. হাসপাতালের ডাক্তারকে মুরিদ বলার মধ্য দিয়ে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৪৪১ ও ৪৪২ সংখ্যক প্রশ্নের উত্তর দাও।
সোনাতলার পুতুল পতিপরায়ণ নারী। স্বামী দ্বিতীয় বিয়ে করলেও পুতুলের স্বামীভক্তিতে ফাটল ধরেনি। কিন্তু সতীনের প্রতি স্বামীর রূঢ় আচরণে পুতুল স্বামীর প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে।
৪৪১. উদ্দীপকের পুতুল ‘লালসালু’ উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?
[ক] জমিলা
✅ রহীমা
[গ] আমেনা
[ঘ] হাসুনি
৪৪২. এরূপ প্রতিনিধিত্বের কারণ হলো-
i. দু’জন দুই মেরুর মহিলা
ii. উভয়ের স্বামীভক্তি প্রবল
iii. পুতুল-রহীমা দু’জনেই সতীনের প্রতি দুর্বল
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৪৪৩ ও ৪৪৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও।
বিধবা মেয়ে মিনতি বাবার বাড়িতে থাকে। সে বৃদ্ধ মা-বাবার প্রাত্যহিক ঝগড়ায় অতিষ্ঠ। তাই মিনতি স্থানীয় চেয়ারম্যানের কাছে মা-বাবার বিরুদ্ধে অভিযোগ জানাতে যায়।
৪৪৩. উদ্দীপকের মিনতি ‘লালসালু’ গল্পের কোন চরিত্রের প্রতিরূপ?
[ক] হাসুনি
✅ হাসুনির মা
[গ] জমিলা
[ঘ] রহীমা
৪৪৪. এরূপ সাদৃশ্যের কারণ-
i. বিধবা মেয়ে বাপের বাড়িতে থাকলে কলহ বাঁধে
ii. মা-বাবার কলহ অপছন্দ বলে
iii. বুড়ো-বুড়ির বিবাদের বিচার চায় বলে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৪৪৫ ও ৪৪৬ সংখ্যক প্রশ্নের উত্তর দাও।
শ্রী সদানন্দ চক্রবর্তীকে গ্রামের অর্ধেক লোক ‘সাদা দাদা’, অর্ধেক লোক ‘সাদা পাগলা’ বলিয়া ডাকিত। তাহার পিতা গোঁড়া হিন্দু ছিলেন। ইংরেজি ম্লেচ্ছ ভাষা, ইংরেজি শিখলে ধর্ম নষ্ট হইতে পারে, এই আশঙ্কায় তিনি পুত্রকে লিখিতে-পড়িতে শিখান নাই। [‘শুভদা’ ষষ্ঠ পরিচ্ছেদ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়]
৪৪৫. উদ্দীপকের সদানন্দের পিতা ‘লালসালু’ উপন্যাসের কোন চরিত্রের অনুরূপ?
✅ মোদাব্বের মিঞা
[খ] আওয়ালপুরের পীর
[গ] আক্কাস
[ঘ] দুদু মিঞা
৪৪৬. এরূপ সাদৃশ্যের কারণ-
i. কুসংস্কারাচ্ছন্ন ও স্বল্পধর্মীয় জ্ঞান
ii. গোঁড়া ও অন্ধ মন-মানসিকতা
iii. ইংরেজি ভাষায় অজ্ঞতা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৪৪৭ ও ৪৪৮ সংখ্যক প্রশ্নের উত্তর দাও।
সুবর্ণদহ গ্রামে একজন হিন্দু ধর্মযাজকের আগমন ঘটে। দলে দলে লোক তার কাছে আসতে লাগল। এতে গ্রামের স্থানীয় পুরোহিত তার যশ নষ্ট হওয়ার আশঙ্কা করছেন।
৪৪৭. উদ্দীপকের সুবর্ণদহে আগমনকৃত ধর্মযাজক ‘লালসালু’ গল্পের কোন চরিত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ?
[ক] মজিদ
✅ আওয়ালপুরের পীর
[গ] আক্কাস
[ঘ] খালেক ব্যাপারী
৪৪৮. এরূপ সাদৃশ্যের কারণ হলো-
i. দুর্বলের ক্ষমতা চিরস্থায়ী হয়
ii. ক্ষমতা ও প্রতিপত্তি হ্রাস পাওয়ার আশঙ্কা
iii. প্রতিপক্ষের আবির্ভাব
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৪৪৯ ও ৪৫০ সংখ্যক প্রশ্নের উত্তর দাও।
প্রতাপবাবু ধনী ও প্রভাবশালী লোক। গ্রাম্য বিচার, সালিশ তাকে কেন্দ্র করেই পরিচালিত হয়।
৪৪৯. উদ্দীপকের প্রতাপ বাবুর সাথে ‘লালসালু’ উপন্যাসের কোন চরিত্রের মিল রয়েছে?
[ক] মজিদ
✅ খালেক ব্যাপারী
[গ] আওয়ালপুরের পীর
[ঘ] আক্কাস
৪৫০. এরূপ সাদৃশ্যের কারণ হলো-
i. দুজনই প্রভাবশালী ব্যক্তি
ii. তার নিজস্বতা অন্যের ওপরে নির্ভরশীল
iii. উভয়েই গ্রামের মাতব্বর
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৪৫১ ও ৪৫২ সংখ্যক প্রশ্নের উত্তর দাও।
শ্রীরামগঞ্জের অশীতিপর মাধবের স্ত্রী লীলাবতী যৌবনে বেশ হাসিখুশি ও ছটফটে মেয়ে ছিল। আজ দারিদ্র আর বার্ধক্যে তার সুন্দর চেহারা নষ্ট হয়ে গেছে।
৪৫১. উদ্দীপকের লীলাবতী ‘লালসালু’ উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করছে?
✅ তাহেরের মা
[খ] হাসুনির মা
[গ] রহীমা
[ঘ] জমিলা
৪৫২. এই প্রতিনিধিত্বের কারণ হলো-
i. দৈহিক সৌন্দর্য নষ্ট হওয়া
ii. বয়স বাড়লে সৌষ্ঠব বাড়ে
iii. যৌবনের রূপ ও চাঞ্চল্য
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৪৫৩ ও ৪৫৪ সংখ্যক প্রশ্নের উত্তর দাও।
অসহায় মালতি জানায়, তার বাল্যকালে বিবাহ হয়েছিল। অনেক দিন আগের সেসব কথা মালতির আর মনে পড়ে না। মালতি এখন বাবার বাড়িতে পিসির সঙ্গে থাকে।
৪৫৩. উদ্দীপকের মালতি ‘লালসালু’ গল্পের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে?
[ক] রহীমা
✅ হাসুনির মা
[গ] জমিলা
[ঘ] আমেনা
৪৫৪. এরূপ সাদৃশ্যপূর্ণ ভাবটি হলো-
i. স্বামী মারা যাওয়া
ii. বাপের বাড়িতে অবস্থান
iii. টানাটানি ও আধপেটা খেয়ে দিন গুজরান
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৪৫৫ ও ৪৫৬ সংখ্যক প্রশ্নের উত্তর দাও।
বিশ্বনাথ শ্যামপুর শ্মশানকালী মন্দিরের কম বয়সী পূজারী। ঘরে সুন্দরী স্ত্রী আছে। তবুও পূজার মন্দিরে আগত সুন্দরী রমণী দেখলে তার মনে আদিম কামনা সাপের জিভের মতো লকলক করে।
৪৫৫. উদ্দীপকের বিশ্বনাথ ‘লালসালু’ গল্পের কার অনুরূপ?
[ক] খালেক ব্যাপারীর
[খ] আক্কাসের
✅ মজিদের
[ঘ] মোদাব্বের মিঞার
৪৫৬. উক্ত সাদৃশ্যের কারণ-
i. এরা দুজনেই বিবাহিত
ii. দুজনেরই নারী আসক্তি প্রবল
iii. দুজনই ভালো মানুষ
নিচের কোনটি সঠিক?
✅ i
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
একাদশ-দ্বাদশ শ্রেণির গাইড
এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
লালসালু উপন্যাস
বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর
0 Comments:
Post a Comment