একাদশ-দ্বাদশ শ্রেণির বাংলা ১ম পত্র উপন্যাস গাইড
এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Lalsalu Uponnas mcq Question and Answer. Lalsalu Uponnash mcq Proshno O Uttor for HSC Exam Preparation. HSC Lalsalu Novel (mcq) Multiple Choice Question Answers-4 pdf download.
বাংলা উপন্যাস
লালসালু
সৈয়দ ওয়ালীউল্লাহ
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
[৩০১ হতে ৪০০ পর্যন্ত]
৩০১. কত সালে ‘লালসালু' উপন্যাসের ফরাসি অনুবাদের পরিমার্জিত ও পরিবর্ধিত সংস্করণ প্রকাশিত হয়?
[ক] ১৯৬১ সালে
[খ] ১৯৬২ সালে
✅ ১৯৬৩ সালে
[ঘ] ১৯৬৪ সালে
৩০২. ‘লালসালু’ উপন্যাসের ফরাসি অনুবাদ প্রকাশিত হয় কোথা থেকে?
[ক] করাচি
✅ প্যারিস
[গ] লন্ডন
[ঘ] ঢাকা
৩০৩. কত সালে ‘লালসালু' উপন্যাসের ইংরেজি অনুবাদ প্রকাশিত হয়?
[ক] ১৯৬৫ সালে
✅ ১৯৬৬ সালে
[গ] ১৯৬৭ সালে
[ঘ] ১৯৬৮ সালে
৩০৪. ‘লালসালু’ উপন্যাসের ইংরেজি অনুবাদ কী নামে প্রকাশিত হয়েছিল?
[ক] The Red Shalu
✅ Tree without Roots
[গ] Lal Shalu
[ঘ] Red Shalu of Bangla
৩০৫. ‘লালসালু' উপন্যাসের ইংরেজি অনুবাদক কে?
✅ সৈয়দ ওয়ালীউল্লাহ
[খ] অ্যান-মারি-থিবো
[গ] জন হিলটন
[ঘ] আলী রেজা
৩০৬. ‘লালসালু' উপন্যাসের পটভূমি কী?
[ক] রাজনীতি
[খ] ধর্মনীতি
[গ] উদ্বাস্তু সমাজ
✅ গ্রামীণ সমাজ
৩০৭. ‘লালসালু’ কী ধরনের উপন্যাস?
✅ সামাজিক সমস্যামূলক
[খ] ধর্মীয় সমস্যামূলক
[গ] রাজনৈতিক সমস্যামূলক
[ঘ] আঞ্চলিক সমস্যামূলক
৩০৮. ‘লালসালু’ উপন্যাসে লেখক কোনটি উন্মোচন করতে সমর্থ হয়েছেন?
✅ প্রতারণার মুখোশ
[খ] ধর্মের মুখোশ
[গ] সমাজের মুখোশ
[ঘ] নারীর মুখোশ
৩০৯. ‘লালসালু' উপন্যাসে বর্ণিত সকল ঘটনার নিয়ন্ত্রক কে?
[ক] খালেক বেপারী
✅ মজিদ
[গ] আমেনা
[ঘ] আক্কাস
৩১০. মহব্বত নগরের সামাজিক নেতৃত্ব কার হাতে ন্যস্ত ছিল?
[ক] মজিদের হাতে
✅ খালেক ব্যাপারীর হাতে
[গ] আক্কাসের হাতে
[ঘ] রহীমার হাতে
৩১১. ‘লালসালু’ উপন্যাসের প্রধান উপাদান কী?
✅ সমাজ-বাস্তবতা
[খ] ধর্মীয় গোঁড়ামি
[গ] প্রতারণা
[ঘ] কূটকৌশল
৩১২. মজিদ কীভাবে তাঁর ক্ষমতা ও প্রভাবকে প্রতিষ্ঠিত করে?
✅ মানুষকে অন্ধবিশ্বাসে আচ্ছন্ন করে
[খ] মানুষের সাথে ভালো ব্যবহার করে
[গ] নিজের অঢেল অর্থ-প্রতিপত্তির জোরে
[ঘ] অলৌকিক ক্ষমতা বলে
৩১৩. মজিদের সমস্ত কর্মকাণ্ডকে খালেক ব্যাপারী সমর্থন জানিয়েছে কেন?
✅ শোষণের স্বার্থে
[খ] শ্রদ্ধাবশত
[গ] ভীত সন্ত্রস্ত হয়ে
[ঘ] অলৌকিক ক্ষমতা বলে
বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনি প্রশ্নোত্তর:
৩১৪. ‘লালসালু’ অনূদিত হয়েছে-
i. ইংরেজি ভাষায়
ii. ফারসি ভাষায়
iii. হিন্দি ভাষায়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩১৫. সৈয়দ ওয়ালীউল্লাহর লেখার উদ্দেশ্য হলো-
i. শহরের মুসলমান সমাজের সামাজিক সমস্যা সম্বন্ধে লেখা
ii. গ্রাম-বাংলার মুসলমান সমাজের সামাজিক সমস্যা চিহ্নিতকরণ
iii. গ্রাম-বাংলার মুসলমান সমাজের স্বরূপ সম্পর্কে লেখা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
৩১৬. সৈয়দ ওয়ালীউল্লাহর গদ্যের প্রধান বৈশিষ্ট্য হলো-
i. মননশীলতা
ii. ভাষার নিটোল গাঁথুনি
iii. অঞ্চলপ্রীতি
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩১৭. সৈয়দ ওয়ালীউল্লাহর উল্লেখযোগ্য গ্রন্থ হলো-
i. চাঁদের অমাবস্যা
ii. বহিপীর
iii. দুই তীর
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩১৮. সৈয়দ ওয়ালীউল্লাহর উপন্যাস হলো-
i. কাঁদো নদী কাঁদো
ii. চাঁদের অমাবস্যা
iii. তরঙ্গভঙ্গ
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩১৯. সৈয়দ ওয়ালীউল্লাহর নাটক হলো-
i. বহিপীর
ii. উজানের মৃত্যু
iii. সুড়ঙ্গ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩২০. উপন্যাসের কাহিনী হয়-
i. বিশেষণাত্মক
ii. দীর্ঘ
iii. সমগ্রতাসন্ধানী
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩২১. উপন্যাসের সংলাপ মূলত-
i. চরিত্রের বৈচিত্র্যময় মনস্তত্ত্বকে প্রকাশ করে
ii. উপন্যাসের বাস্তবতাকে নিশ্চিত করে
iii. উপন্যাসের শিল্পরূপকে সমৃদ্ধ করে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩২২. সামাজিক উপন্যাস হলো-
i. কৃষ্ণকান্তের উইল
ii. চোখের বালি
iii. গৃহদাহ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩২৩. মনস্তাত্ত্বিক উপন্যাস হলো-
i. ক্রাইম এ্যান্ড পানিশমেন্ট
ii. চাঁদের অমাবস্যা
iii. কাঁদো নদী কাঁদো
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩২৪. আঞ্চলিক উপন্যাস হলো-
i. হাঁসুলী বাঁকের উপকথা
ii. তিতাস একটি নদীর নাম
iii. কাঁশবনের কন্যা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩২৫. আত্মজৈবনিক উপন্যাস হলো-
i. পথের পাঁচালী
ii. শ্রীকান্ত
iii. গোরা
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩২৬. ব্রিটিশ শাসন থেকে মুক্তির অভিপ্রায় ব্যক্ত হয়েছে রবীন্দ্রনাথের যে উপন্যাসে-
i. গোরা
ii. চার অধ্যায়
iii. চোখের বালি
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩২৭. রবীন্দ্রনাথ ও শরৎচন্দ্রের পরবর্তী সময়ের প্রধান ঔপন্যাসিক হলেন-
i. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
ii. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
iii. মানিক বন্দ্যোপাধ্যায়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩২৮. ‘লালসালু' উপন্যাসটি অনূদিত হয়-
i. জার্মান ভাষায়
ii. ফরাসি ভাষায়
iii. চেক ভাষায়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩২৯. ‘লালসালু' উপন্যাসের চরিত্রগুলো-
i. কুসংস্কারাচ্ছন্ন ধর্মভীরু
ii. দরিদ্র শোষিত গ্রামবাসী
iii. শঠ, প্রতারক, ধর্ম ব্যবসায়ী
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৩০. ‘লালসালু' উপন্যাসের বিষয়-
i. কুসংস্কার
ii. অন্ধবিশ্বাস
iii. শঠতা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৩১. মহব্বত নগরের সমাজ জীবন-
i. কুসংস্কারাচ্ছন্ন
ii. অন্ধ বিশ্বাসে জয় জয়কার
iii. শোষণে নির্দেশিত
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৩২. ‘লালসালু' উপন্যাসে বর্ণিত সামাজিক অবস্থা-
i. বদ্ধ
ii. শৃঙ্খলিত
iii. স্থবির
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৩৩. সৈয়দ ওয়ালীউল্লাহর মতে, ধর্মের ভিত্তি ধর্মের ভিত্তিকে দুর্বল করে দিয়েছে-
i. কুসংস্কার
ii. শঠতা
iii. অন্ধবিশ্বাস
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩৩৪. মজিদ যে বিষয়ের প্রতীকী চরিত্র-
i. কুসংস্কার
ii. শঠতা
iii. অন্ধবিশ্বাস
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৩৫. ‘লালসালু' উপন্যাসের প্রথম থেকে শেষ পর্যন্ত খালেক ব্যাপারীর উপস্থিতি থাকলেও সে কখনোই-
i. আত্মমর্যাদাশীল হতে পারেনি
ii. ব্যক্তিসম্পন্ন হতে পারেনি
iii. মজিদকে নিজের অনুগামী করতে পারেনি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৩৬. ‘লালসালু' উপন্যাসে জমিলা হয়ে উঠেছে-
i. নারী ধর্মের প্রতিনিধি
ii. হৃদয়ধর্মের প্রতিনিধি
iii. ইসলাম ধর্মের প্রতিনিধি
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩৩৭. বৃদ্ধ সোলেমানের বাপের লজ্জার কারণ হলো-
i. মাজারের প্রতি অমর্যাদা
ii. মজিদকে অবহেলা করা
iii. হাঁপানি রোগ
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩৩৮. তারা যখন সন্তর্পণে নৌকা চালায় তখন-
i. ঢেউ হয় না
ii. শব্দ হয় না
iii. নৌকা দ্রুত চলে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩৩৯. মাঠভরা ধান দেখে যাদের মনে মাটির প্রতি পূজার ভাব জাগে, তারা হলো-
i. ভূত পূজারী
ii. গুনাহগার
iii. বেএলেম
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩৪০. জঙ্গল সাফ করে ইট-সুরকি নিয়ে প্রাচীন কবর নতুন দেহ ধারণ করলে সেখানকার পরিবেশে-
i. আগরবাতি গন্ধ ছড়াতে লাগল
ii. মোমবাতি জ্বলতে লাগল রাত-দিন
iii. ঝালরওয়ালা লালসালু দ্বারা আবৃত হলো কবর
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৪১. গ্রামের লোকেরা যা চেনে তা হলো-
i. খোদা
ii. জমি
iii. ধান
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
৩৪২. কবরটিতে লালসালু বিছানোর পর-
i. অন্য গ্রাম থেকে লোক আসতে লাগল
ii. ক্রমে মজিদের ঘরবাড়ি উঠল
iii. মজিদের জমি হলো, গৃহস্থালি হলো
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৪৩. খোদাকে স্মরণ হয় কেবল-
i. খরার দিনে
ii. জমিতে ফাটল ধরলে
iii. স্মরণ করিয়ে দিলে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৪৪. গ্রামবাসীরা পরিশ্রম করে চলে-
i. কাঠফাটা রোদে
ii. মুষলধারে বৃষ্টিতে
iii. মাথার ঘাম পায়ে ফেলে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৪৫. প্রাচীন কবরটির অবস্থান হলো-
i. বাঁশ ঝাড়ের ক-গজ ওধারে
ii. একটা পরিত্যক্ত পুকুরের পাশে
iii. যেখানে গাছপালা ঘন হয়ে আছে সেখানে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৪৬. মজিদের শারীরিক গঠন হলো-
i. মুখে ক-গোছা দাড়ি
ii. কোটরাগত চোখে কম্পন নেই
iii. বয়সের ভারে চোয়াল দুটো উজ্জ্বল
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৪৭. কাদের ইশারার অপেক্ষায় থাকে-
i. ভাইয়ের
ii. তাহেরের
iii. মজিদের
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩৪৮. রহীমার শরীর আর মজিদের মধ্যে মূল সাদৃশ্য হলো-
i. উভয়ের রক্ত এক
ii. উভয়েই তাগড়া জোয়ান
iii. দেহ গাট্টাগোট্টা ও প্রশস্ত
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৪৯. মজিদের ভালো লাগে না যা, তা হলো-
i. হাসি
ii. গান
iii. লালসালু
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
i. গাঁয়ের মাতব্বর ওর কথা ছাড়া কথা কয় না
ii. খতম পড়াবার জন্যে সবাই তার কাছে ছুটে আসে
iii. মাজারের মুখপাত্র হিসেবে সবাই তার কথা সাগ্রহে শোনে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৫১. সময় পেরিয়ে যাওয়ার সাথে সাথে মজিদের-
i. জমি-জোত বাড়ে
ii. সম্মানও বাড়ে
iii. নছিহতের জন্য তার কাছে লোক আসে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৫২. দুদু মিঞার পরিস্থিতি হলো-
i. চোখ পিটপিট করে
ii. ভেতরের আগুনে সব পোড়ে
iii. গাধার মতো পিঠে-ঘাড়ে সমান
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৫৩. এ অঞ্চলের বাসিন্দাদের সর্বপ্রচেষ্টা শেষ হয় যা করে তা হলো-
i. ভাগাভাগি
ii. লুটালুটি
iii. খুনাখুনি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৫৪. নিশুতি রাতে রেলগাড়িটা যে দেশে এসেছে, সে দেশটাতে-
i. শস্য নেই
ii. বিরান মাঠ
iii. বন্যায় ভাসানো ক্ষেত
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৫৫. এদেশে যা বেশি, তা হলো-
i. শস্যের চেয়ে টুপি বেশি
ii. ধর্মের আগাছা বেশি
iii. ভোরবেলায় মক্তবে আর্তনাদ বেশি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৫৬. তলায় পেট শূন্য বলে-
i. ক্ষুধার্ত চোখ বৈরিভাবাপন্ন
ii. খোদার এলেমের বুক ভরে না
iii. ব্যক্তি সুখ উদাসীন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৫৭. এরা দেশ ত্যাগ করে যা হয়, তা হলো-
i. জাহাজের খালাসি
ii. কারখানার শ্রমিক
iii. বাসাবাড়ির চাকর
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৫৮. মহব্বতনগর গ্রামের লোকগুলো অবস্থাপন্ন হওয়ার কারণ হলো-
i. গরু-ছাগল আর মেয়ে মানুষ পুষেছে
ii. চড়াই-উতরাই ভাব ছেড়ে ধীর-স্থির হয়ে উঠেছে
iii. জোত-জমি করেছে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৫৯. তামার দাঁত খিলাল দিয়ে দাঁতের গহŸর খোঁচাতে খোঁচাতে মজিদ সেদিন যে কথা স্পষ্ট বুঝেছিল, তা হলো-
i. মহব্বতনগর গ্রামবাসীরা জাহেল, বেএলেম, আনপড়াহ্
ii. এখানে ধানক্ষেতে হাওয়া গান তোলে
iii. মুসল্লীদের গলা আকাশে ভাসে না
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৬০. দু-বেলা খেয়ে বাঁচবার জন্যে মজিদ যে খেলা খেলতে যাচ্ছে তাকে সে সাংঘাতিক বলার কারণ হলো-
i. যদি গ্রামবাসীরা মজিদকে ভালোভাবে গ্রহণ না করে
ii. মজিদের মনের সন্দেহ এবং ভয়
iii. লালসালু ঘেরা কবরের প্রতি গ্রামবাসীদের সমর্থন দেয়া না দেয়া নিয়ে সংশয়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৬১. মজিদের যে খেলা সাংঘাতিক, তা হলো-
i. দুনিয়ায় সচ্ছলভাবে দু-বেলা খেয়ে বাঁচা
ii. কবরে লালসালু বিছিয়ে মোদাচ্ছের পীরের মাজার বলা
iii. গ্রামবাসীকে ধর্মের দোহাই দিয়ে নিজের আখের গোছানো
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
৩৬২. গাছপালায় ঢাকা স্থানটি আগে স্যাঁতস্যাঁতে ছিল, এখন-
i. রোদ পড়ে খটখটে হয়ে উঠল
ii. হাওয়ায় ভ্যাঁপসা গন্ধ খড়ের মতো শুষ্ক হয়ে উঠল
iii. লোকজনের আগমনে মাজার এলাকা মুখরিত হয়ে পড়ল
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৬৩. দিনের পর দিন কবরের কোলে যা ব্যক্ত হতে লাগল, তা হলো-
i. মানুষের মর্মন্তুদ কান্না
ii. অশ্রুসজল কৃতজ্ঞতা
iii. আশার কথা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৬৪. কবরে ছড়াছড়ি যেতে থাকা পয়সার ধরন হলো-
i. ঝকঝকে
ii. ঘষা
iii. সিকি, দুয়ানি-আধুলি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৬৫. ক্রমে মজিদের বাড়িতে যেসব ঘর হলো, তা হলো-
i. বাহির বাড়ি
ii. অন্দর বাড়ি
iii. গোয়াল ঘর
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৬৬. সেই দিনের কথা স্মরণ করে মজিদ ভাবে-
i. খোদার বান্দা সে নির্বোধ ও জীবনের জন্য অন্ধ
ii. তার ভুলভ্রান্তি তিনি মাফ করে দেবেন
iii. তাঁর করুণা অপার, সীমাহীন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৬৭. রহীমার দেহ সৌষ্ঠব হলো-
i. আলি-ঝালি চওড়া বেওয়া মেয়ে
ii. দেহে যৌবন যেন ব্যাপ্ত হয়ে ছড়িয়ে আছে
iii. বিশাল তার রূপ, প্রশস্ত দেহ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৬৮. রহীমার কর্মদক্ষতা হলো-
i. বড় বড় হাঁড়ি সে অনায়াসে একস্থান থেকে অন্যস্থানে তুলে নিয়ে যায়
ii. গোঁয়ার ধামড়া গাইকেও স্বচ্ছন্দে গোয়াল থেকে টেনে বের করে
iii. যখন হাঁটে, মাটিতে আওয়াজ হয়, কথা বললে মাঠ থেকে শোনা যায়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৬৯. রহীমার স্বভাব হলো-
i. সে ঠাণ্ডা মানুষ
ii. ভীতু মানুষ
iii. দশ কথায় রা নেই
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৭০. মজিদের প্রতি রহীমার রয়েছে-
i. সম্মান
ii. শ্রদ্ধা
iii. ভয়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৭১. রহীমার হাঁটা দেখে মজিদ যা বলে তা হলো-
i. অমন করে হাঁটতে নাই বিবি
ii. মাটি-এ গোস্বা করে
iii. মাটিরে কষ্ট দেওন গুনাহ্
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৭২. রহীমা ভয় পায়-
i. খোদাকে
ii. মাজারকে
iii. মজিদকে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৭৩. পুকুরে গোসল করে সিক্ত বসনে রহীমা যখন চুল ঝাড়ে, তখন মজিদের ভাবনা হলো-
i. বিছানার পাশে সে দেহটির তাল পায় না
ii. রহীমার দেহটি সিক্ত কাপড়ে অদ্ভুত সুন্দর হয়ে ওঠে
iii. সে চেয়ে চেয়ে দেখে আর তার চোখ চকচক করে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৭৪. মজিদের গলা কাশার শব্দ শুনে চুল ঝাড়া বন্ধ করে রহীমা-
i. বুকে ভালো করে আঁচল টেনে দেয়
ii. পেছনে সাপ্টে থাকা কাপড় আলগা করে
iii. এধার-ওধার বেগানা-বেগাঁয়ের লোকের সন্ধানে তাকায়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৭৫. তাগড়া-তাগড়া দেহের গ্রাম্য লোকেরা যা চেনে তা হলো-
i. জমি
ii. ধান
iii. পেট
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৭৬. জমিকে দাবার ছকের মতো ভাগ করে ফেলার কারণ হলো-
i. ঘরোয়া হিংসা-বিদ্বেষ
ii. আত্মমর্যাদার ভূয়ো ঝাণ্ডা উঁচিয়ে রাখা
iii. জমিতে পুরাতন কবর খুঁজে মাজার বানানো
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩৭৭. মহব্বতনগর গ্রামের জমিগুলো গ্রামবাসীর একান্ত আপন। কারণ-
i. খাবলা খাবলা রুঠা জমি
ii. ডোবাজমি, কাদাজমি
iii. ফাটল ধরা জ্যৈষ্ঠের জমি
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৭৮. কৃষকরা মাঠে কাজ করার সময় যেটিকে গুরুত্ব দেয় না তা হলো-
i. অগ্রহায়ণের শীত খোলা মাঠে হাড় কাঁপায়
ii. রোদ-পানি খাওয়া মোটা কর্কশ ত্বকের ডাসা লোমগুলো খাড়া হয়
iii. লালসালুতে ঢাকা কবরের প্রতি শ্রদ্ধায় মাথা নত হয়ে যায়
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩৭৯. কৃষকরা দল বেঁধে যা করে তা হলো-
i. মাথার ঘাম পায়ে ফেলে খাটে
ii. জমি থেকে কার্তিকের পানি সরায়
iii. জমিতে জঞ্জালমুক্ত করে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩৮০. চারা ছড়ানো জমি শুকিয়ে কঠিন হওয়ার কারণ হলো-
i. খোদাকে স্মরণ না করা
ii. রোদ চড়া হয়ে আসা
iii. ঋতু পরিবর্তন
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩৮১. গাঁয়ের মাতব্বর মজিদের কাছে আসার কারণ-
i. সলা-পরামর্শ করা
ii. আদেশ-উপদেশ গ্রহণ
iii. নছিহত গ্রহণ করা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৮২. মজিদ আমসিপারা পড়তো-
i. খালেক ব্যাপারীর মক্তবে
ii. শৈশবের স্মৃতিঘেরা যে দেশ ছেড়ে এসেছে সেখানে
iii. যে শস্যহীন দেশ তার জন্মস্থান সেখানে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
৩৮৩. বাপ-বেটার খৎনা দেখার জন্য হাট-বাজারের মতো মানুষের ভীড় হওয়ার কারণ হলো-
i. খৎনার দৃশ্য দেখা সওয়াব বলে
ii. বাপ-বেটাকে ধরবার জন্যে লোকের প্রয়োজন ছিল তাই
iii. এসব দৃশ্য না দেখে থাকা যায় না বলে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
৩৮৪. বেড়ার ফুটো দিয়ে খৎনার দৃশ্য দেখেছে-
i. মেয়েরা
ii. জোয়ান, বুড়ি
iii. রহীমা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৮৫. মজিদের শক্তির মূল উৎস হলো-
i. সালুকাপড়ে আবৃত মাজার
ii. খালেক ব্যাপারীর সমর্থন
iii. ধর্মের ভয় দেখিয়ে লোকজনকে দুর্বল করা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৮৬. মেয়ে মানুষরা আজ রহীমাকে গুরুত্বপূর্ণ ভাবে। কারণ-
i. মজিদের শক্তি রহীমার ওপর প্রতিফলিত হয়েছে
ii. মেয়েরা গলা নরম করে সুপারিশের জন্য রহীমাকে ধরে
iii. খিড়কির দরজা দিয়ে তারা এসে সন্তর্পণে কথা কয়
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৮৭. মজিদের প্রকৃতি হলো-
i. মাজারের মতো সেও রহস্যময়
ii. মজিদ ধরা-ছোঁয়ার বাইরে
iii. মজিদের সকল কাজের যোগসূত্র হলো রহীমা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৮৮. রহীমা যখন মাজারে যায়, তখন-
i. মাথায় কপাল পর্যন্ত ঘোমটা টানা থাকে
ii. দেহ নিশ্চল হয়
iii. মূর্তির মতো দাঁড়িয়ে থাকে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৮৯. রহীমার আর্জি হলো-
i. মাজারের রুহ যেন তাকে একটি সন্তান দেন
ii. সন্তান-শূন্য কোলটির খাঁ খাঁ ভাব যেন দূর হয়
iii. কী একটা মহাভয় তার রক্ত শীতল করে দেয়
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩৯০. রহীমা মাজারের করুণা চায়-
i. ও পাড়ার ছনুর বাপ মরণরোগ্য যন্ত্রণা পাচ্ছে বলে
ii. খেতানির মা পক্ষাঘাতে কষ্ট পাচ্ছে বলে
iii. ঘরে স্ত্রী-পুত্র রেখে যারা নদীতে যায় তাদের জন্য
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৯১. অপরাহ্ণে জমায়েতে বিচারক মজিদের যে বোধ হয় তা হলো-
i. বুড়ো লোকটা শয়তানের খাম্বা
ii. অন্তরে বুড়োর কুটিলতা আর অবিশ্বাস
iii. প্রাণের আশ মিটিয়ে বুড়ো তার মেয়েকে মারে
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩৯২. যে রকম মেয়ে মজিদের ভালো লাগে, তা হলো-
i. ক্রন্দনরতা
ii. কথায় কথায় ঠোঁট ফুলানো
iii. লুটিয়ে পড়ে কান্না করা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৯৩. মজিদের ভালো লাগে না যে রকম মানুষ, তা হলো-
i. যে মানুষ কোনো কথা নির্বিবাদে মেনে নেয়
ii. যার মাঝে কোনো মান-অভিমান নেই
iii. যে লোকের মধ্যে কোনো চপলতা থাকে না
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৯৪. জমায়েতে তাহেরের বাপের অবস্থা হলো-
i. যেন ভয়-ডর নেই
ii. হাতের আঙুলগুলো কাঁপছিল
iii. ভেতরে তার ক্রোধের আগুন জ্বলছে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৯৫. মজিদের বক্তব্য অনুযায়ী মানুষের মধ্যে যা যা আছে, তা হলো-
i. দোষ-গুণ
ii. শয়তান
iii. ফেরেস্তা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৯৬. মজিদের মতে মানুষের প্রক্ষিপ্ত রসনা-
i. মানুষকে পীর-মুর্শিদ বানাতে পারে
ii. পরিবার ধ্বংস করে দিতে পারে
iii. নিমিষে আগুন ধরিয়ে দিতে পারে সমগ্র পৃথিবীতে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
✅ ii ও iii
[ঘ] i, ii ও iii
৩৯৭. মানুষের মধ্যে যা আছে-
i. গুনাহগার
ii. মাজারপ্রেমী
iii. নেকবন্দ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
✅ i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৩৯৮. বিচারের আসরে মজিদের বক্তব্য যেন-
i. মধুর মতো
ii. সুর তোলে
iii. শ্রোতাদের মোহিত করে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
৩৯৯. মানুষের অক্লান্ত পরিশ্রমের কারণ হলো-
i. আপন বাল-বাচ্চার সুখ-শান্তি
ii. সংসারের ভালো করা
iii. কবরকে মাজার বানানো
নিচের কোনটি সঠিক?
✅ i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
৪০০. মজিদের অভিযোগ হাসুনির মায়ের শরীরে-
i. ঠ্যাঙানোর চিহ্ন
ii. দড়া পড়ার দাগ
iii. নীল বেদনার ছাপ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
✅ i, ii ও iii
একাদশ-দ্বাদশ শ্রেণির গাইড
এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
লালসালু উপন্যাস
বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর
0 Comments:
Post a Comment