HSC ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্র সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-৪ pdf download

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Finance, Banking and Bima 2nd Paper MCQ and Srijonshil question and answer pdf download.

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা
২য় পত্র
চতুর্থ অধ্যায়

HSC Finance, Banking and Bima 2nd Paper
Srijonshil and MCQ
Question and Answer pdf download

ক. জ্ঞানমূলক প্রশ্ন-উত্তর
প্রশ্ন ১। ব্যাংক হিসাব কী?
উত্তরঃ যে প্রক্রিয়ার মধ্যদিয়ে ব্যাংক গ্রাহকের আমানতি অর্থ জমা রাখে, অর্থ উত্তোলনের সুযোগ দেয় এবং সকল দেনা-পাওনার হিসাব সমন্বয় করে তাকে ব্যাংক হিসাব বলা হয়।

প্রশ্ন ২। নমুনা স্বাক্ষর কার্ড কী?
উত্তরঃ ব্যাংক আমানত হিসাব পরিচালনা করার জন্য ব্যাংকে হিসাব খোলার ক্ষেত্রে আবেদনপত্রের সাথে ছাপানো কার্ডে আমানতকারী স্বাক্ষর প্রদান করে, তাকে নমুনা স্বাক্ষর কার্ড বলে।

প্রশ্ন ৩। প্রমিসরি নোট কী?
উত্তরঃ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক অপর কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কোনো নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট সময় পরে বা চহিবামাত্র প্রদানের লিখিত শর্তহীন অঙ্গীকার প্রদান করলে তাকে অঙ্গীকারপত্র বা প্রমিসরি নোট বলে।

প্রশ্ন ৪। চলতি হিসাব কী?
উত্তরঃ যে হিসাব কার্য দিবসে যতাবার ইচ্ছা টাকা জমা দেওয়া যায় এবং উত্তোলন করা যায় ও কোনো সুদ পাওয়া যায় না, তাকে চলতি হিসাব বলে।

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Finance, Banking and Bima 2nd Paper MCQ and Srijonshil question and answer.

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা
২য় পত্র
চতুর্থ অধ্যায়

HSC Finance, Banking and Bima 2nd Paper
Srijonshil and MCQ
Question and Answer pdf download
খ. অনুধাবনমূলক প্রশ্ন-উত্তর

প্রশ্ন ১। একজন ছাত্রের জন্য কোন হিসাব উপযোগী?
উত্তরঃ একজন ছাত্রের জন্য সঞ্চয়ী হিসাব উপযোগী।
সঞ্চয়ী হিসাব হলো এমন এক ধরনের হিসাব যে হিসাবে গ্রাহক যতবার খুশি ততবার অর্থ জমা করে এবং অর্থ সঞ্চয় করতে পারে। আর ছাত্ররা তাদের খচের টাকা খেকে কিছু টাকা বাচিয়ে এ হিসাব খোলার মাধ্যমে তাদের জমাকৃত অর্থ সঞ্চয় করতে পারে।

প্রশ্ন ২। একজন ব্যবসায়ীর জন্য কোন ধরনের হিসাব উত্তম ও কেন?
উত্তরঃ একজন ব্যবসায়ীর জন্য চলতি হিসাব উত্তম। কেননা এ হিসাবের মাধ্যমে গ্রাহক যতবার খুশি অর্থ জমা ও উত্তোলন করতে পারে। ব্যবসায়ীদের প্রতিনিয়ত আর্থিক লেনদেন করতে হয় এবং নগদ ঋণ ধার ও জমাতিরিক্ত ঋণও প্রয়োজন হয়, যা চলতি হিসাব থেকেই পাওয়া যায়। তাই ব্যবসায়ীর জন্য চলতি হিসাব উত্তম।

প্রশ্ন ৩। KYC ফরম বলতে কী বোঝায়?
উত্তরঃ KYC এর অর্থ “Know Your Customer” অর্থাৎ গ্রাহককে জান। সাধারণ অর্থে, ব্যাংক তার গ্রাহক সম্পর্কে যে ফর্মের দ্বারা বিশদ ধারণা নেয়, তাকে KYC ফর্ম বলে । বিস্তারিত ভাবে বলতে গেলে, সুনির্দিষ্ট কারণবশত কোনো বিশ্বস্ত সূত্র, নিরপেক্ষ প্রমাণপত্র এবং কোনো নিরপেক্ষ উৎস থেকে গ্রাহকদের ব্যক্তিগত পরিচয়ের সত্যতা প্রতিপাদন ও তাদের ভালোভাবে শনক্তকরণ যা দ্বারা করা হয়, তাকেই KYC ফর্ম বলে। অর্থাৎ KYCফর্ম হচ্ছে Customer বা গ্রাহক সম্পর্কে জানার একটি পত্র । ব্যাংকের আর্থিক দুর্নীতি মোকাবিলা করতে KYC ফরম সক্ষম।

প্রশ্ন ৪। চলতি হিসাবের বিপরীতে ব্যাংক সুদ প্রদান করে না কেন?
উত্তরঃ চলতি হিসাবের আমানতি অর্থ ব্যাংক বিনিয়োগ করতে পারে না বিধায় চলতি হিসাবের বিপরীতে ব্যাংক সুদ প্রদান করে না।
চলতি হিসাবের আমনতি অর্থ যেকোনো মুহুর্তে সংশ্লিষ্ট আমানতকারী উত্তোলন করতে পাওে বিধায় এ আমাতের ওপর কোনো বিনিযোগ সুবিধা নেই বললেই চলে।তাই চলতি হিসাবের বিপরীতে ব্যাংক সুদ প্রদান করে না।

প্রশ্ন ৫। কোন হিসাবে ব্যাংক চেক বই প্রদান করে না?
উত্তরঃ স্থায়ী হিসাবে ব্যাংক চেক বই প্রদান করে না। যে হিসাবে একটি নির্দিষ্ট মেয়াদের জন্য অর্থ জমা রাখা হয় এবং এর মধ্যে নিয়মানুযায়ী অর্থ উত্তোলন করা যায় না তাকেস্থায়ী হিসাব বলে। স্থায়ী হিসাব মেয়াদি আমানত হিসাবও বলা হয়। মেয়াদের পূর্বে অর্থ উত্তোলনে করা যায় না বিধায় চেক বইয়ের প্রয়োজন হয় না। যার দরুণ স্থায়ী হিসাবে ব্যাংক চেক বই প্রদান করে না।

প্রশ্ন ৬। একটি ব্যবসায়ের জন্য কোনধরনের হিসাব উত্তম? ব্যাখ্যা কর।
উত্তরঃ একজন ব্যবসায়ীর জন্য চলতি হিসাব উত্তম। কেননা এ হিসাবের মাধ্যমে গ্রাহক যতবার খুশি অর্থ জমা ও উত্তোলন করতে পারে। ব্যবসায়ীদের প্রতিনিয়ত আর্থিক লেনদেন করতে হয় এবং নগদ ঋণ ধার ও জমাতিরিক্ত ঋণও প্রয়োজন হয়, যা চলতি হিসাব থেকেই পাওয়া যায়। তাই ব্যবসায়ীর জন্য চলতি হিসাব উত্তম।

গ ও ঘ (গুরুত্বপূর্ণ টপিক)
প্রশ্নের ধরণ
✍ ব্যবসা-বাণিজ্যে ব্যাংক হিসাবের গুরুত্ব আলোচনা করো।
✍ সঞ্চয়ী হিসাব সম্পর্কে ধারণা দাও।
✍ স্থায়ী হিসাবের সুবিধাসমূহ আলোচনা করো।
✍ স্থায়ী হিসাব সম্পর্কে ধারণা দাও।
✍ সঞ্চয়ী হিসাব সম্পর্কে ধারণা দাও।
✍ সঞ্চয়ী হিসাবের সুবিধাসমূহ আলোচনা করো।
✍ সঞ্চয়ী হিসাবের অসুবিধাসমূহ আলোচনা করো।
✍ বিশেষ সঞ্চয়ী হিসাব সম্পর্কে আলোচনা করো।
✍ চলতি হিসাব সম্পর্কে ধারণা দাও।
✍ চলতি হিসাবের সুবিধাসমূহ আলোচনা করো।
✍ স্থায়ী হিসাব ও সঞ্চয়ী হিসাবের মধ্যকার তুলনামূলক পার্থক্য আলোচনা করো।
✍ বিশেষ চলতি হিসাব সম্পর্কে ধারণা দাও।
✍ স্থায়ী হিসাব ও চলতি হিসাবের মধ্যকার তুলনামূলক পার্থক্য আলোচনা করো।
✍ ব্যাংক হিসাব নির্বাচনে বিবেচ্য বিষয়সমূহ আলোচনা করো।

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Finance, Banking and Bima 2nd Paper MCQ and Srijonshil question and answer.

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা
২য় পত্র
চতুর্থ অধ্যায়

HSC Finance, Banking and Bima 2nd Paper
MCQ
Question and Answer pdf download

১। হিসাব খোলার সময় নমুনা স্বাক্ষর গ্রহণের পর আমানতকারিকে ব্যাংকে কী জমা দিতে হয়?
ক. জমা বই
খ. দলিলাদি
গ. ন্যূনতম অর্থ✓
ঘ. ছবি

২। ব্যাংক পাস বই কী?
ক. জমা ও উত্তোলনের হিসাব✓
খ. জমা বই
গ. উত্তোলনের হিসাব
ঘ. ঋণ হিসাব

৩। নমুনা স্বাক্ষর কার্ডে গ্রাহককে কয়টি স্বাক্ষর প্রদান করতে হয়?
ক. এক
খ. দুই
গ. তিন✓
ঘ. চার

৪। কোনটির সাথে হিসাব খোলা সমাপ্ত হয়?
ক. জমার রশিদ সংগ্রহ
খ. জমার পরদিন
গ. চেক বই সংগ্রহ
ঘ. প্রাথমিক জমা প্রদান✓

৫। KYC-এর অর্থ কী?
ক. তোমার গ্রাহককে জানো✓
খ. তোমার ব্যাংক সম্পর্কে জানো
গ. অন্যায় আর্থিক লেনদেন
ঘ. হিসাব গ্রহীতার ব্যয়

৬। গ্রাহককে যথেষ্টভাবে জানতে হিসাব খুলতে আবেদন পত্রের সাথে যে ফরম দেয়া হয় তাকে কী বলে?
ক. AYC ফরম
খ. YKC ফরম
গ. KYC ফরম✓
ঘ. BMC ফরম

HSC ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্র সৃজনশীল (Srijonshil) ও বহুনির্বাচনি (mcq) প্রশ্ন-উত্তর অধ্যায়-৪

৭। স্থায়ী হিসাবের গ্রাহক কীরূপে অর্থ উত্তোলন করে?
ক. জমা রশিদের মাধ্যমে✓
খ. চেকের মাধ্যমে
গ. আদেশের মাধ্যমে জমাকৃত অর্থ
ঘ. নির্দেশের মাধ্যমে

৮। নিচের কোনটির বিবেচনায় সঞ্চয়ী হিসাব অপেক্ষা চলতি হিসাব উত্তম?
ক. ব্যাংক চার্জের পরিমাণ
খ. প্রাথমিক জমার পরিমাণ
গ. আমানতের উপর সুদ
ঘ. জমাতিরিক্ত ঋণ গ্রহণ✓

৯। কোন হিসাবের সুদের হার সব থেকে বেশি?
ক. চলতি
খ. বিশেষ চলতি
গ. স্থায়ী✓
ঘ. সঞ্চয়ী

১০। স্থায়ী হিসাব কী?
ক. অবচয় হিসাব
খ. উত্তোলন হিসাব
গ. ঋণের সুদ হিসাব
ঘ. পুঞ্জীভূত অবচয় হিসাব✓

১১। কোন হিসাবের বিপরীতে ব্যাংক জমাতিরিক্ত ঋণ মঞ্জুর করে?
ক. স্থায়ী হিসাব
খ. সাধারণ সঞ্চয়ী হিসাব
গ. চলতি হিসাব✓
ঘ. বিশেষ সঞ্চয়ী হিসাব

১২। নগদ লেনদেনের জন্য সবচেয়ে সুবিধাজনক হিসাব কোনটি?
ক. সঞ্চয় হিসাব
খ. স্থায়ী হিসাব
গ. মেয়াদি হিসাব
ঘ. চলতি হিসাব✓

১৩। কোন হিসাবে সুদের হার সবচেয়ে কম হয়?
ক. সঞ্চয়ী হিসাব
খ. বিশেষ চলতি হিসাব✓
গ. পেরশন সঞ্চয়ী হিসাব
ঘ. স্থায়ী হিসাব

১৪। কৃষক বিবেচনায় সঞ্চয়ী হিসাবে কত টাকায় হিসাব খোলার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক?
ক. ১০ টাকা✓
খ. ২০ টাকা
গ. ৩০ টাকা
ঘ. ৪০ টাকা

১৫। রবিউল সাহেব একজন ব্যবসায়ী। তার দৈনন্দিন বারবার টাকা জমা দেয়া ও উত্তোলন করার প্রয়োজন পড়ে। কিন্তু তিনি সঞ্চয়ী হিসাব খোলায় টাক উত্তোলন করতে পারছেন না।এক্ষেত্রে রবিন সাহেবের জন্য উপযুক্ত হিসাব কোনটি?
ক. চলতি হিসাব✓
খ. স্থায়ী হিসাব
গ. সঞ্চয়ী হিসাব
ঘ. বিশেষ চলতি হিসাব

১৬। চলতি ও স্থায়ী হিসাবের মিলের ক্ষেত্র কোনটি?
ক. প্রাথমিক জমা সমান
খ. সুদের হার সমান
গ. উভয় হিসাবের বিপক্ষে ব্যাংক ঋণ দেয়✓
ঘ. উভয় হিসাব থেকেই ব্যাংক সার্ভিস চার্জ আদায় করে

১৭। ব্যাংক হিসাব খুলে একজন গ্রাহক যে সকল সুবিধা পেতে পারেন-
i. অর্থের নিরাপদ সংরক্ষণ
ii. অধিক মুনাফা
iii. ঝুঁকিবিহীন লেনদেন

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii✓

১৮। ব্যাংক হিসাব খোলার জন্য অবশ্যই প্রয়োজন-
i. পরিচয়দানকারীর সুপারিশ
ii. প্রয়োজনীয় ছবি সংযুক্ত করা
iii. ব্যাংক ম্যানেজারের সুপারিশ

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii✓
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

১৯। কোম্পানি সংগঠনের জন্য ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে ব্যাংকে জমা দিতে হয়-
i. ট্রেড লাইসেন্স
ii. নিবন্ধনপত্র
iii. ব্যাংক হিসাব পরিচালনা সংক্রান্ত বোর্ডের সিদ্ধান্তর কপি

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii✓

২০। চলতি ও সঞ্চয়ী হিসাবে গ্রাহক যে দলিলের দ্বারা হিসাব থেকে অর্থ উত্তোলন করতে পারেন-
i. ডেবিট কার্ড
ii.চেক
iii. এটিএম কার্ড

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii✓

২১। সঞ্চয়ী ও চলতি হিসাবের মধ্যে অমিল হলো-
i. চেক বই সরবরাহ
ii. সুদ প্রদান
iii. উত্তোলনের বাধ্য-বাধকতা

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii✓
ঘ. i, ii ও iii

২২। সঞ্চয়ী হিসাবের জন্য যা প্রয়োজনীয়-
i. পাস বই
ii. চেক বই
iii. জমা রশিদ

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii✓

২৩। একজন বড় ব্যবসায়ী হিসাব খোলার ক্ষেত্রে ব্যাংক বাছাইয়ে যেসব বিষয় বিবেচনা করেন, তা হলো-
i. ব্যাংকের তালিকাভূক্তি
ii. ঋণ সুবিধা
iii. আমানত প্রকল্প

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii✓
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

►নিচের উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও।
জনাব মবিন সাহেব সরকারি চাকরি করেন।তার লেনদেনের সুবিধার্থে তিনি একটি ব্যাংক হিসাব খুলতে চাইলে নির্ধারিত ফরমে একজন সত্যয়নকারীর স্বাক্ষরসহ নানান তথ্যের প্রয়োজন হয়। এছাড়াও আরো অনেক নিয়মকানুন মেনে তিনি শেষ পর্যন্ত একটি ব্যাংক হিসাব খুলতে সমর্থ হন।

২৪। জনাব মবিন সাহেবের হিসাবটি কোন ধরনের?
ক. চলতি হিসাব
খ. স্থায়ী হিসাব
গ. বিশেষ চলতি হিসাব
ঘ. সঞ্চয়ী হিসাব✓

২৫। জনাব মবিন সাহেবের হিসাব খুলতে যেসব কাগজপত্র লাগবে তা হলো-
i. হিসাব পরিচালনার জন্য প্রতিষ্ঠানের অনুমতিপত্র
ii. পাসপোর্ট সাইজের ছবি
iii. জাতীয় পরিচয়পত্রের ছবি

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii✓
ঘ. i, ii ও iii

Share:

0 Comments:

Post a Comment