HSC ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্র সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-২ pdf download

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Finance, Banking and Bima 2nd Paper MCQ and Srijonshil question and answer pdf download.

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা
২য় পত্র
দ্বিতীয় অধ্যায়

HSC Finance, Banking and Bima 2nd Paper
Srijonshil and MCQ
Question and Answer pdf download

ক. জ্ঞানমূলক প্রশ্ন-উত্তর
প্রশ্ন ১। ঋণ নিয়ন্ত্রণ কী?
উত্তরঃ ঋণের পরিমাণ কাম্যমাত্রায় বজায় রাখার প্রয়াসকে ঋণ নিয়ন্ত্রণ বলে।

প্রশ্ন ২। নিকাশ ঘর কী?
উত্তরঃ ব্যাংকিং লেনদেন থেকে উদ্ভূত আন্তঃব্যাংকিং দেনা-পাওনার নিষ্পত্তিস্থলই নিকাশ ঘর।

প্রশ্ন ৩। ব্যাংক হার কী?
উত্তরঃ তালিকাভুক্ত ব্যাংকসমূহ যে সুদের হারে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে এবং বিল ও বন্ড বাট্টা করে তাকে ব্যাংক হার বলে।

প্রশ্ন ৪। কেন্দ্রীয় ব্যাংক কী?
উত্তরঃ জনকল্যাণের উদ্দেশ্যে সরকারি নিয়ন্ত্রণাধীনে পরিচালিত দেশের এক ও অনন্য ব্যাংকিং প্রতিষ্ঠানই হলো কেন্দ্রীয় ব্যাংক।

প্রশ্ন ৫। স্কুল ব্যাংকিং কাকে বলে?
উত্তরঃ স্কুলের শিক্ষার্থীদের সঞ্চয় লেনদেন সুবিধাদানের জন্য যে ব্যাংক গঠিত ও পরিচালিত হয় তাকে স্কুল ব্যাংকিং বলে।

প্রশ্ন ৬। কল মানি রেট কী?
উত্তরঃ আন্তঃব্যাংক লেনদেনের সুদের হারকে কল মানি রেট বলে।

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Finance, Banking and Bima 2nd Paper MCQ and Srijonshil question and answer.

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা
২য় পত্র
দ্বিতীয় অধ্যায়

HSC Finance, Banking and Bima 2nd Paper
Srijonshil and MCQ
Question and Answer pdf download

খ. অনুধাবনমূলক প্রশ্ন-উত্তর

প্রশ্ন ১। ঋণের শেষ আশ্রয়স্থল কোন ব্যাংককে বলা হয় এবং কেন?
অথবা, কেন্দ্রীয় ব্যাংককে ঋণদানের শেষ আশ্রয়স্থল বলা হয় কেন?
অথবা, ঋণদানের শেষ আশ্রয়স্থল বলতে কী বোঝ?
উত্তরঃ কেন্দ্রীয় ব্যাংককে ঋণদানের শেষ আশ্রয়স্থল বলা হয়।
তালিকাভুক্ত ব্যাংকসমূহ যখন তারল্য সংকটে পড়ে কোনো উৎস থেকেই প্রয়োজনীয় অর্থ সংগ্রহে ব্যর্থ হয় তখন কেন্দ্রীয় ব্যাংক দেশের অর্থনীতির সর্বোচ্চ দায়িত্বশীল সংস্থা হিসেবে তালিকাভুক্ত ব্যাংকসমূহকে ঋণ সরবরাহে এগিয়ে আসে। দেশের সরকারও প্রয়োজনে কেন্দ্রীয় এরুপ সহায়তা নেয়। এ ধরনের ভূমিকার কারণেই কন্দ্রীয় ব্যাংককে ঋণদানের শেষ আশ্রয়স্থল বলা হয়।

প্রশ্ন ২। কেন্দ্রীয় ব্যাংককে অন্যান্য ব্যাংকের ব্যাংকার বলা হয় কেন? বুঝিয়ে লেখ।
উত্তরঃ দেশের ব্যাংক ও মুদ্রাব্যবস্থায় নেতৃত্ব প্রদানের জন্য সরকারের মালিকানায় ও নিয়ন্ত্রণে পরিচালিত দেশের এক ও অনন্য ব্যাংকিং প্রতিষ্ঠানকে কেন্দ্রিয় ব্যাংক বলা হয়।

এ ব্যাংক তালিকাভুক্ত ব্যাংকের ব্যাংকার হিসেবে কাজ করে। জনগন যেমন ব্যাংকের সাথে লেনদেন করে তেমনি বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের সাথে লেনদেন করে থাকে। তাই কেন্দ্রীয় ব্যাংককে অন্যান্য ব্যাংকের ব্যাংকার বলা হয়।

প্রশ্ন ৩। চেইন ব্যাংকিং বলতে কী বোঝায়?
উত্তরঃ যখন একই শ্রেণীভুক্ত কতিপয় ব্যাংক বৃহদায়ন ব্যাংকিং-এর সুবিধা ভোগের জন্য চুক্তিবদ্ধ হয়ে নিজ নিজ সত্তা বজায় রেখে সমঝোতা ও সহযোগিতার মাধ্যমে ব্যাংকিংকার্য পরিচালনা করে, তখন তাকে চেইন ব্যাংকিং বলে।

চেইন ব্যাংক ব্যবস্থায় সমজাতীয় দুর্বল ব্যাংকগুলো প্রতিযোগিতা মোকাবিলার মাধ্যমে মুনাফা বৃদ্ধির লক্ষে একই চেইন অব কমান্ডে পরিচালিত হয়। উন্নত বিশ্বে এ ব্যাংকিং ব্যবস্থা সীমিত আকারে এখনো পরিচালিত হয়। বাংলাদেশে এ ধরণের ব্যাংক নেই। একক ব্যাংকিং ব্যবস্থায় পারস্পরিক সহযোগিতার প্রয়োজনেই এরূপ ব্যাংক ব্যবস্থার উদ্ভব লক্ষ করা যায়। এটি প্রয়োজনের মুহূর্তে গঠিত একটি ব্যাংকিং জোট।

প্রশ্ন ৪। কোন ব্যাংককে মুদ্রাবাজারের অভিভাবক বলা হয় এবং কেন?
উত্তরঃ কেন্দ্রীয় ব্যাংককে মুদ্রাবাজারের অভিভাবক বলা হয়।

এ ব্যাংক দেশের মুদ্রাবাজার গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান। দেশের ব্যাংক, বিলবাজারসহ বিভিন্ন প্রতিষ্ঠান মুদ্রাবাজারের সদস্য। তাদের যথাযথ উন্নয়ন দেশের অর্থ ব্যবস্থাকে শক্তিশালী করে। তাই এরুপ বাজারের গঠন ও উন্নয়নে সহায়তা করার জন্য কেন্দ্রীয় ব্যাংক পরিকল্পনা গ্রহণ এবং তা বাস্তবায়নে এর সদস্যদের নিয়ে কাজ করে। সেজন্যই কন্দ্রীয় ব্যাংককে মুদ্রাবাজারের অভিভাবক বলা হয়।

গ ও ঘ (গুরুত্বপূর্ণ টপিক)
প্রশ্নের ধরণ
✍ কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে ধারণা দাও।
✍ কেন্দ্রীয় ব্যাংকের নিকাশঘর কার‌্যাবলি সম্পর্কে আলোচনা করো।
✍ কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কার‌্যাবলিসমূহ বর্ণনা করো।
✍ অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের কার‌্যাবলি আলোচনা করো।
✍ ‘তালিকাভুক্ত ব্যাংকসমূহ কেন্দ্রীয় ব্যাংকের অধীনে থাকে’ - ব্যাখ্যা করো।
✍ কেন্দ্রীয় ব্যাংকের খোলাবাজার নীতি সম্পর্কে বর্ণনা করো।
✍ কেন্দ্রীয় ব্যাংকের ঋণের বরাদ্দকরণ নীতিটি আলোচনা করো।
✍ কেন্দ্রীয় ব্যাংকের জমার হার পরিবর্তন নীতি সম্পর্কে বর্ণনা করো।
✍ কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংক হার নীতি সম্পর্কে বর্ণনা করো।
✍ ঋণ নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের প্রত্যক্ষ ব্যবস্থাসমূহ আলোচনা করো।
✍ অর্থ বাজার সচল রাখতে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা আলোচনা করো।

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Finance, Banking and Bima 2nd Paper MCQ and Srijonshil question and answer.

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা
২য় পত্র
দ্বিতীয় অধ্যায়

HSC Finance, Banking and Bima 2nd Paper
MCQ
Question and Answer pdf download

১। বর্তমানে ‘বাংলাদেশ ব্যাংক’-এর গভর্নর এর নাম কী?
ক. ড. ফখরুদ্দিন আহমেদ
খ. ড. আতিউর রহমান
গ. ড. সালেহ আহমেদ
ঘ. ফজলে কবির✓

২। কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদ কে নিয়ন্ত্রণ করে থাকে?
ক. অর্থ মন্ত্রণালয়
খ. সরকার
গ. গভর্নর✓
ঘ. অর্থ সচিব

৩। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের মালিকানার প্রকৃতি কী?
ক. সরকারী
খ. বেসরকারী
গ. স্বায়ত্বশাসিত✓
ঘ. যৌথ

৪। অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার মূল দায়িত্ব কার?
ক. কেন্দ্রীয় ব্যাংকের ✓
খ. বাণিজ্যিক ব্যাংকের
গ. বিশেষায়িত ব্যাংকের
ঘ. সরকারের

৫। বাংলাদেশের অর্থ বাজার নিয়ন্ত্রণ করে কে?
ক. অর্থ মন্ত্রণালয়
খ. সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন
গ. বাংলাদেশ ব্যাংক✓
ঘ. ঢাকা স্টক এক্সচেঞ্জ

৬। সরকারের ব্যাংক হিসেবে কেন্দীয় ব্যাংকের কাজ কোনটি?
ক. হিসাব সংরক্ষণ
খ. নিকাশঘর
গ. ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন✓
ঘ. অর্থনৈতিক গবেষণা

HSC ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ২য় পত্র সৃজনশীল (Srijonshil) ও বহুনির্বাচনি (mcq) প্রশ্ন-উত্তর অধ্যায়-২

৭। অর্থ বাজার নিয়ন্ত্রণে মূল ভূমিকা পালন করে কোনটি?
ক. বাণিজ্যিক ব্যাংক
খ. কেন্দ্রীয় ব্যাংক✓
গ. সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন
ঘ. ক্ষুদ্র ঋণ নিংয়ন্ত্রণ কর্তৃপক্ষ

৮। কীভাবে মুদ্রামান স্থিতিশীল রাখা যায়?
ক. বাজারে মুদ্রা সরবরাহ কাম্যস্তরে রেখে✓
খ. বাজারে অধিক মুদ্রা সরবরাহ করে
গ. চাহিদার তুলানায় বাজারে কম মুদ্রা সরবরাহ করে
ঘ. বছরে দু বার বাজারে মুদ্রা সরবরাহ করে

৯। কেন্দ্রীয় ব্যাংক খোলাবাজার থেকে সিকিউরিটি ক্রয় করলে কীরুপ প্রভাব পড়বে?
ক. মুদ্রা সরবারাহ বাড়বে✓
খ. মুদ্রা সরবরাহ কমবে
গ. ক্রয় ক্ষমতা বাড়বে
ঘ. নিয়ন্ত্রন কমবে

১০। কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকে ১০০ টাকার সম্পদ জমা রেখে ৮০ টাকা ঋণ দেওয়ার নির্দেশ প্রদান করলেন। এটি ঋণ নিয়ন্ত্রনের কোন পদ্ধতি?
ক. ব্যাংক হার নীতি
খ. ঋনের বরাদ্দকরণ নীতি
গ. জমার হার পরিবর্তন নীতি
ঘ. জামানতের প্রান্তিক হার পরিবর্তন নীতি✓

১১। কীভাবে ঋণের পরিমাণ বাড়ানো যায়?
ক. জমার হার বাড়িয়ে
খ. ব্যাংক হার কমিয়ে✓
গ. খোলা বাজার থেকে সিকিউরিটি ক্রয় করে
ঘ. ব্যাংক হার বাড়িয়ে

১২। নিচের কোনটির মাধ্যমে বাজারে নতুন ঋণের পরিমাণ বৃদ্ধি পাবে?
ক. ব্যাংক হার বৃদ্ধির মাধ্যমে
খ. জমার হার বৃদ্ধির মাধ্যমে
গ. বিল পুনঃবাট্টাকরণের মাধ্যমে✓
ঘ. প্রান্তিক জমার হার বৃদ্ধি মাধ্যমে

১৩। কেন্দ্রীয় ব্যাংক কখন ঋণের সুদের হার বাড়িয়ে দেয়?
ক. বাজার প্রচুর ঋণ থাকলে
খ. কম ঋণ থাকলে
গ. মুদ্রস্ফীতির কারণে✓
ঘ. দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে

১৪। বিহিত মদ্রা হ্রাস পেলে কী হয়?
ক. মুদ্রাস্ফীতি হয়
খ. মুদ্রা সংকোচন হয়✓
গ. জিনিসপত্রের দাম বাড়ে
ঘ. বেকার সমস্যা লাঘব হয়

১৫। নিকাশ ঘরের কাজ কোনটি?
ক. কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব দেনা-পাওনা নিষ্পত্তি
খ. সরকারের দেনা-পাওনা নিষ্পত্তি
গ. আন্তঃব্যাংকিং দেনা পাওনার নিষ্পত্তি✓
ঘ. ব্যাংকসমূহের মধ্যে ঋণ সমন্বয়ে

১৬। কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে-
i. নোট ইস্যু করা
ii. ঋণ নিয়ন্ত্রন
iii. বিল বাট্টাকরণ

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii✓
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

১৭। কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে-
i. ঋণের সর্বশেষ আশ্রয়স্থল
ii. মুদ্রামান সংরক্ষক
iii. মুনাফা অর্জনের উদ্দেশ্য পরিচালিত

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii✓
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

১৮। সরকারের ব্যাংক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক-
i. ঋণ আমানত তৈরি করে
ii. সরকারকে ঋণ প্রদান করে
iii. বিদেশি ব্যাংকের সাথে সম্পর্ক রক্ষা করে

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii✓
ঘ. i, ii ও iii

১৯। কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত না হওয়ায় কোনো ব্যাংক যে সমস্যায় পরতে পারে তা হলো-
i. কেন্দ্রীয় ব্যাংক ঋণ সুবিধা পায় না
ii. নিকাশ ঘরের সুবিধা পায় না
iii. জনগণের আস্থা হারায়

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii✓

২০। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি হ্রাস করে-
i. ব্যাংক হার বৃদ্ধি করে
ii. ব্যাংক হার হ্রাস করে
iii. জমার হার বাড়িয়ে

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii✓
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

২১। কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি কমিয়ে থাকে-
i. ব্যাংক রেট বাড়িয়ে
ii. ব্যাংক রেট কমিয়ে
iii. বিধিবদ্ধ জমা বাড়িয়ে

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii✓
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

২২। কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ঋণ নিয়ন্ত্রনের উদ্দেশ্য গৃহীত প্রত্যাক্ষ শাস্তিমূলক ব্যবস্থার অন্তর্ভূক্ত হলো-
i. অতিরিক্ত চার্জ
ii. ঋণ সুবিধা প্রত্যাহার
iii. অতিরিক্ত নগদ জমা সঞ্চিতি সংরক্ষনের নির্দেশ

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii✓

২৩। নিকাশ ঘরের বৈশিষ্ট্য হলো-
i. এটি প্রত্যাহিক কাজ
ii. এটি কেন্দ্রীয় ব্যাংক পরিচালনা করে
iii. এটি মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয়

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii✓
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

►নিচের উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫নং প্রশ্নের উত্তর দাও।
সান ব্যাংককে কেন্দ্র করে একটি দেশের মুদ্রাবাজার ও ব্যাংক ব্যবস্থা গড়ে উঠেছে। দেশটির স্থিতিশীল অর্থনৈতিক অবস্থা সৃষ্টিতে এ ব্যাংকটির ভূমিকা বেশি।

২৪ । সান ব্যাংকটিকে ঐ দেশটির কোন ব্যাংক বলা হয়?
ক. বাণিজ্যিক ব্যাংক
খ. মুদ্রা প্রচলনকারী ব্যাংক
গ. কেন্দ্রীয় ব্যাংক✓
ঘ. সরকারি ব্যাংক

২৫। দেশটির স্থিতিশীলতা রক্ষায় সান ব্যাংকের ভূমিকা বেশি হবার যৌক্তিকতা হলো-
i. মুদ্রাবাজার ও সরকারকে নিয়ন্ত্রনকারী
ii. মুদ্রামান ও বৈদেশিক মুদ্রা সংরক্ষণকারী
iii. নিয়ন্ত্রনকারী

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii✓
ঘ. i, ii ও iii

Share:

0 Comments:

Post a Comment