এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Finance, Banking and Bima 2nd Paper MCQ and Srijonshil question and answer pdf download.
ফিন্যান্স ব্যাংকিং ও বিমা
২য় পত্র
একাদশ অধ্যায়
HSC Finance, Banking and Bima 2nd Paper
Srijonshil and MCQ
Question and Answer pdf download
ক. জ্ঞানমূলক প্রশ্ন-উত্তর
প্রশ্ন ১। পুনর্বিমা কী?
উত্তরঃ বিমাকারী বিমকৃত বিষয়স্তু পুনরায় অন্যকোনো বিমাকোম্পানির নিকট বিম করলে তাকে পুনর্বিমা বলে।
প্রশ্ন ২। সমর্পণমূল্য কী?
উত্তরঃ কোনো মেয়াদি বা আজীবন বিমাপত্রগ্রহীতা উক্ত বিমাপত্র চালিয়ে যেতে অসমর্থ হলে বিমা কোম্পানির নিকট তা সমর্পন করতে পারে। এক্ষেত্রে বিমা কোম্পানি যে মূল্য ফেরত দেয় তাকে সমর্পণ মূল্য বলে।
প্রশ্ন ৩। জীবন বিমা কী?
উত্তরঃ যে চুক্তির মাধ্যমে বিমকারী প্রিমিয়াম পরিশোধের প্রতিদানে বিমাগ্রহীতার মৃত্যুতে বা নির্দিষ্ট মেয়াদ শেষে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ করে তাকে তাকে জীবন বিমা বলে।
প্রশ্ন ৪। মৃত্যুহার পঞ্জি কী?
উত্তরঃ মৃত্যুহার পঞ্জি হলো এমন একটি তালিকা যেখানে একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বয়সের লোকের প্রতি হাজারে সম্ভাব্য মৃত্যুহারের সংখ্যা উপস্থাপন করা হয়।
প্রশ্ন ৫। প্রিমিয়াম কী?
উত্তরঃ বিমাগ্রহীতার জীবনের ভবিষ্যৎ অনিশ্চয়তা বা দুর্ষটনাজনিত আর্থিক ক্ষতি লাঘব করার জন্য বিমাকারীর কাছ থেকে ক্ষতিপূরণের প্রতিশ্রুতির বিনিময়ে বিমাগ্রহীতা বিমাকারীকে যে আর্থিক মূল্য পরিশোধ করে তাকে প্রিমিয়াম বলে।
গ ও ঘ (গুরুত্বপূর্ণ টপিক)
প্রশ্নের ধরণ
✍ জীবন বিমা চুক্তি সম্পাদনের ক্ষেত্রে অপরিহার্য শর্তাবলি বর্ণনা করো।
✍ মেয়াদি বিমাপত্র সম্পর্কে ধারণা দাও।
✍ আজীবন বিমাপত্র সম্পর্কে ধারণা দাও।
✍ শিক্ষাবৃত্তি বিমাপত্র সম্পর্কে ধারণা দাও।
✍ বিশুদ্ধ মেয়াদি বিমাপত্র সম্পর্কে ধারণা দাও।
✍ দ্বৈত বিমা সম্পর্কে ধারণা দাও।
✍ সাময়িক বিমাপত্র সম্পর্কে ধারণা দাও।
✍ স্বাস্থ্য বিমা সম্পর্কে ধারণা দাও।
✍ মেয়াদি বিমাপত্রের সুবিধাসমূহ আলোচনা করো।
✍ সমর্পণ মূল্য সম্পর্কে ধারণা দাও।
✍ আজীবন বিমাপত্র গ্রহণের ক্ষেত্রে শর্তসমূহ আলোচনা করো।
✍ সাধারণ মেয়াদি বিমাপত্রের সুবিধাসমূহ আলোচনা করো।
✍ পুনর্বিমার সুবিধাসমূহ আলোচনা করো।
✍ বোনাস সম্পর্কে ধারণা দাও।
✍ গোষ্ঠী বিমার সুবিধাসমূহ আলোচনা করো।
✍ সাময়িক ও মেয়াদি বিমাপত্রের মধ্যে তুলনামূলক পার্থক্য আলোচনা করো।
✍ প্রিমিয়াম সম্পর্কে ধারণা দাও।
এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Finance, Banking and Bima 2nd Paper MCQ and Srijonshil question and answer.
ফিন্যান্স ব্যাংকিং ও বিমা
২য় পত্র
একাদশ অধ্যায়
HSC Finance, Banking and Bima 2nd Paper
MCQ
Question and Answer pdf download
১। কোন বিমা মানুষকে বিমা পলিসি খুলতে উৎসাহিত করে?
ক. দুর্ঘটনা
খ. অগ্নি
গ. জীবন✓
ঘ. নৌ
২। বর্তমানে বাংলাদেশে কতটি বিদেশি জীবন বিমা কোম্পানি রয়েছে?
ক. ১
খ. ২✓
গ. ৩
ঘ. ৪
৩। বিমাযোগ্য স্বার্থ রয়েছে এমন ক্ষেত্র কোনটি?
ক. বন্ধুর জীবনে জমিনদারের
খ. দেনাদারের জীবনে জামিনদারের✓
গ. জামিনদারের জীবনে দেনাদারের
ঘ. পাওনাদারের জীবনে দেনাদারের
৪। নবায়নের প্রয়োজন পড়ে এমন জীবন বিমাপত্র কোনটি?
ক. আজীবন বিমাপত্র
খ.যুগ্ম বিমাপত্র
গ. মেয়াদি বিমাপত্র
ঘ. সাময়িক বিমাপত্র✓
ক. একমালিকানা
খ. কুটির শিল্প
গ. কোম্পানি
ঘ. অংশীদারি✓
৬। মি. মাকসুদ তার প্রতিষ্ঠানের কর্মীদের সবার জীবন একটি পলিসির অধীনে বিমা করেছেন।তিনি কোন ধরনের বিমাপত্র সংগ্রহ করেছেন?
ক. গ্রুপ✓
খ. যুগ্ম
গ. দ্বৈত
ঘ. ভাসমান
৭। জীবন বিমা চুক্তি সম্পাদন প্রক্রিয়ায় সর্বপ্রথম কোন কাজটি করতে হয়?
ক. প্রস্তাব প্রদান✓
খ. প্রাথমিক আনুষ্ঠানিকতা
গ. ডাক্তারি পরীক্ষা ও রিপোর্ট
গ. প্রস্তাব গ্রহণ
৮। মৃত্যু হার কোন বিমার সাথে সম্পর্কযুক্ত?
ক. জীবন বিমা✓
খ. নৌ বিমা
গ. অগ্নিবিমা
ঘ. সামাজিক বিমা
৯। প্রিমিয়ামের অপর নাম কী?
ক. ঋণ
খ. সেলামি✓
গ. অর্থ
ঘ. সম্মানী
১০। বিমাকৃত বিষয়বস্তু ক্ষতিপূরণের প্রতিশ্রুতির প্রতিদানকে কী বলে?
ক. বার্ষিক মূল্য
খ. বোনাস
গ. প্রিমিয়াম✓
ঘ. সমর্পন
১১। স্বাভাবিক প্রাপ্তির বাইরে কোন কিছু পেলে তাকে কী বলা হয়?
ক. বার্ষিক বৃত্তি
খ. প্রিমিয়াম
গ. বোনাস✓
ঘ. লভ্যাংশ
১২। বিমা কোম্পানি বিমাগ্রহীতাকে প্রতিবছর নির্দিষ্ট হারে যে অর্থ প্রদান করে তাকে কী বলে?
ক. বার্ষিক বৃত্তি✓
খ. সমর্পন মূল্য
গ. বোনাস
ঘ. চাঁদা
১৩। মুনাফাবিহীন বিমাপত্রের পরিশোধকৃত বিমা কিস্তির শতকরা কত ভাগ সমর্পন মূল্য বিমা কোম্পানি প্রদান করে।
ক. ২৫%-৩০%✓
খ. ৪০%
গ. ৩০%-৪০%
ঘ. ৫০%
১৪। দ্বৈত বিমার ক্ষেত্রে থাকে-
i. একাধিক বিমাকারী
ii. একজন বিমাগ্রহীতা
iii. একাধিক সম্পত্তি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii✓
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৫। জীবন বিমার প্রিমিয়াম নির্ণয়ে গুরুত্বপূর্ণ-
i. বিমাপত্রের মূল্য
ii. গ্রহীতার বয়স
iii. গ্রহীতার পেশা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii✓
►নিচের উদ্দীপকটি পড়ে ১৬ ও ১৭নং প্রশ্নের উত্তর দাও।
জনাব বাবুল তার বন্ধু নায়েব আলীর গার্মেন্টস এর জন্য বিমা করতে চায়। সব বিমা কোম্পানিই নায়েব আলীর প্রস্তাব প্রত্যাখান করে।অবশেষে জনাব বাবুলের অনুরোধে নায়েব আলী ও নামক দুটি বিমা কোম্পানির সাথে ৩:২ অনুপাতে বিমা চুক্তি করেন। দুটি কোম্পানির নিকট বিমাচুক্তির মোট মূল্য ১ কোটি টাকা। কিছুদিন পর অগ্নিকান্ডে ৫০ লক্ষ টাকা ক্ষতি হয়।
১৬। নায়েব আলী বিমা কোম্পানির নিকট কত টাকা ক্ষতিপূরণ পাবে?
ক. ২৫ লাখ
খ. ৩০ লাখ✓
গ. ৫০ লাখ
ঘ. ১কোটি
১৭। কোন কারণে বিমা কোম্পানিগুলো জনাব বাবুলের বিমা প্রস্তাব প্রত্যাখ্যান করে?
ক. আইনগত সম্পর্ক
খ. বিমাযোগ্য স্বার্থ✓
গ. বৈধ প্রতিদান
ঘ. আর্থিক ক্ষতিপূরন
0 Comments:
Post a Comment