এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Finance, Banking and Bima 1st Paper MCQ and Srijonshil question and answer.
ফিন্যান্স ব্যাংকিং ও বিমা
১ম পত্র
ষষ্ঠ অধ্যায়
HSC Finance, Banking and Bima 1st Paper
MCQ and Srijonshil
Question and Answer pdf download
১। দীর্ঘমেয়াদি অর্থসংস্থানের উৎস কোনটি?
ক. ব্যবসায় ঋণ
খ. প্রাপ্য বিল
গ. ক্রেতা হতে অগ্রিম
ঘ. শেয়ার বিক্রয়✓
২। পাবলিক লিমিটেড কোম্পানি যে দলিলের মাধ্যমে জনগণের নিকট হতে ঋণ গ্রহণ করে তাকে কী বলে?
ক. শেয়ার পত্র
খ. ঋণপত্র✓
গ. স্টক পত্র
ঘ. বন্ধকীপত্র
৩। কোম্পানির কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কারা ভোটাধিকার প্রয়োগ করতে পারে না?
ক. বন্ডহোল্ডাররা✓
খ. সাধারণ শেয়ারহোল্ডাররা
গ. অগ্রাধিকার শেয়ারহোল্ডাররা
ঘ. মালিক
৪। যে বন্ডের কোন নির্দিষ্ট মেয়াদকাল থাকে না তাকে কী বলে?
ক. কুপন বন্ড
খ. জিরো কুপন বন্ড
গ. ফেরতযোগ্য বন্ড
ঘ. অফেরতযোগ্য বন্ড✓
৫। মেয়াদপুর্তির পূর্বেই প্রতিষ্ঠান বন্ড ফেরত নিতে পারলে তাকে কী বলে?
ক. কল বন্ড✓
খ. পুট বন্ড
গ. জ্যঙ্ক বন্ড
ঘ. সবগুলোই
৬। বন্ডের কুপন সুদের হার বাজার সুদের হারের চেয়ে বেশি হলে কোন বন্ড কার্যকরী?
ক. কল বন্ড✓
খ. পুট বন্ড
গ. জ্যাঙ্ক বন্ড
ঘ. সবগুলোই ঠিক
৭। বন্ড ইন্ডেনচার কী?
ক. বন্ড বিক্রয়ের দলিল✓
খ. বন্ডের সুদের হার
গ. বন্ডের মেয়াদ
ঘ. বন্ডের লিখিত মূল্য
৮। যে ঋণের কোন সুদের হার উল্লেখ থাকে না তাকে কী বলে?
ক. তরলযোগ্য বন্ড
খ. রুপান্তরযোগ্য বন্ড
গ. আয় বন্ড
ঘ. জিরো কুপন বন্ড✓
৯। কর্পোরেট বন্ড ইস্যুকারী প্রতিষ্ঠান কোনটি?
ক. সরকার
খ. যৌথ মূলধনী কারবার✓
গ. সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন
ঘ. বিশ্বব্যাংক
১০। কোম্পানির পাওনাদার হিসেবে বিবেচিত হয় কে?
ক. শেয়ারের ক্রেতা
খ. ঋণপত্র ক্রেতা✓
গ. অগ্রাধিকার শেয়ারের ক্রেতা
ঘ. প্রবর্তন শেয়ার ক্রেতা
১১। কোন বন্ডটি সাধারণ অবহারে বিক্রয় করা হয়?
ক. কুপন বন্ড
খ. জাঙ্ক বন্ড
গ. জিরো কুপন বন্ড✓
ঘ. কল বন্ড
১২। একটি বন্ডের লিখিত মূল্য ১,০০০ টাকা এবং বাজারমূল্য ১,২০০ টাকা। কুপন রেট ১০% এবং হলে বার্ষিক সুদের পরিমাণ কত?
ক. ৯০ টাকা
খ. ১০০ টাকা✓
গ. ১১০ টাকা
ঘ. ১২০ টাকা
১৩। কখন একটি বন্ড অবহারে বিক্রয় করা হয়?
ক. ঋণের ব্যয়<কুপন সুদের হার
খ. ঋণের ব্যয়=কুপন সুদের হার
গ. ঋণের>কুপন সুদের হার✓
ঘ. ঋণের ব্যয়≅কুপন সুদের হার
১৪। একটি চিরস্থায়ী বন্ডের লিখিত মূল্য ১,০০০ টাকা।কুপন রেট ১২% এবং প্রয়োজনীয় আয়ের হার ১০% হলে বন্ডের বর্তমান মূল্য কত?
ক. ১,৩০০ টাকা
খ. ১০০ টাকা
গ. ১,১০০ টাকা
ঘ. ১,২০০ টাকা✓
১৫। জনাব বদরুল একটি বন্ড ইস্যু করেছেন। যার বিপরীতে তিনি ৭০ টাকা সুদ প্রদান করেছেন। বন্ডটির কোনো নির্দিষ্ট মেয়াদকাল নেই। তবে এটি হতে প্রত্যাশিত আয়ের হার ১০%। বন্ডটির মূল্য কত?
ক. ৭,০০০ টাকা
খ. ৭০০ টাকা✓
গ. ৭০ টাকা
ঘ. ৭ টাকা
১৬। রাফা লিমিটেডর ৫ বছর মেয়াদি জিরো কুপন বন্ডের লিখিত মূল্য ১,০০,০০০ টাকা, প্রত্যাশিত আয়ের হার ১১% হলে বন্ডের অন্তর্নিহিত মূল্য কত?
ক. ৬৪,৫১৬
খ. ৫৯,৩৪৫✓
গ. ৪৫,৩০০
ঘ. ৫৬,৩০০
১৭। বাজারে সুদের হার বৃদ্ধি পেলে বন্ডের মূল্যে কী প্রভাব পড়ে?
ক. বৃদ্ধি পাবে
খ. হ্রাস পাবে✓
গ. অপরিবর্তিত থাকবে
ঘ. দ্বিগুন বৃদ্ধি পাবে
১৮। বার্ষিক সুদ ৫০ টাকা এবং প্রত্যাশিত আয়ের হার ১০% হলে বন্ডটির বর্তমান মূল্য কত?
ক. ৪০০ টাকা
খ. ৫০০ টাকা✓
গ. ৫৫ টাকা
ঘ. ৫৫০ টাকা
১৯। অনন্য লি. এর চিরস্থায়ী বন্ডের লিখিত মূল্য ১,০০০ টাকা। কুপন রেট ১২% এবং প্রত্যাশিত আয়ের হার ১০% হলে বন্ডটির বর্তমান মূল্য কত?
ক. ১,২০০ টাকা
খ. ১,১২০ টাকা✓
গ. ১,০০০ টাকা
ঘ. ৮,৮০ টাকা
২০। চিরস্থায়ী অগ্রাধিকার শেয়ারের ব্যয় নির্ণয়ের সুত্র কোনটি?
ক. Kd=NSV/Dp
খ. Kp=NSV/(Dp(1-T))
গ. Kp=NSV/Dp
ঘ. Kp=Dp/NSV✓
২১। তানিয়া কোম্পানি লি. ১,০০০ টাকা লিখিত মূল্যের অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার ইস্যু করেছে।লভ্যাংশের হার ১০% এবং নিট বিক্রয়মূল্য ৯৬০ টাকা হলে অগ্রাধিকার শেয়ারের ব্যয় কত?
ক. ১৫%
খ. ১২.৫%
গ. ১০.৪২%✓
ঘ. ৮%
২২। আরিফ গত বছর স্কয়ার ফার্মাসিউটিক্যালস কোম্পানির ১০০ শেয়ার প্রতিটি ১০০ টাকা মূল্যে ক্রয় করে। প্রতিটি শেয়ারের বর্তমান বাজারমূল্য ১১০ টাকা। ঐ কোম্পানিতে বর্তমানে আরিফের সম্পদ পরিমাণ কত?
ক. ১০,০০০ টাকা
খ. ১১,০০০ টাকা✓
গ. ১১,১০০ টাকা
ঘ. ১১,১১০ টাকা
২৩। জনাব X, ABC কোম্পানি ১০০টি শেয়ার ১০০ টাকা মূল্যের শেয়ার ক্রয় করলেন। প্রতিটি শেয়ারের বর্তমান বাজারমূল্য ১১০ টাকা হলে জনাব x এর সম্পদের পরিমাণ কত?
ক. ১০,০০০
খ. ১১,০০০✓
গ. ১১,১০০
ঘ. ১১,১১০
২৪। শেয়ার থেকে প্রাপ্ত আয়কে কী বলে?
ক. সুদ
খ. মুনাফা✓
গ. আয়
ঘ. লভ্যাংশ
২৫। রুবায়েত লিমিটেড বাজারে ১৫% অগ্রাধিকার শেয়ার বিক্রির জন্য ইস্যু করে। প্রতিটি শেয়ারের লিখিত মূল্য ১৩৫ টাকা এবং বিক্রি থেকে অর্জিত অর্থ ১১০ টাকা। রুবায়েত লিমিটেডের অগ্রাধিকার শেয়ারের ব্যয় কত হবে?
ক. ১৯.২৮%
খ. ১৮.৪১%✓
গ. ১৭.৩৬%
ঘ. ১৬.৬৩%
২৬। ব্যক্তিগত কর কোনটির সাথে সমন্বয় করা হয়?
ক. সাধারণ শেয়ার মূলধন ব্যয়
খ. অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয়
গ. ঋণ মূলধন ব্যয়
ঘ. সংরক্ষিত আয়ের ব্যয়✓
২৭। কোম্পানির অস্তিত্ব যতদিন থাকবে ততদিন পর্যন্ত কোন শেয়ারের পরিপক্কতা বিদ্যমান?
ক. সাধারণ শেয়ার✓
খ. অগ্রাধিকার শেয়ার
গ. ঝুঁকি
ঘ. দায় শুন্যতা
২৮। রাজু তার ২ লক্ষ টাকা মাধ্যমিক বাজারে বিনিয়োগ না করে নিশ্চিত আয়ের জন্য সরকারি বন্ডে বিনিয়োগ করেন। রাজুর এরুপ বিনিয়োগ সিদ্ধান্ত হতে কোনটি তার জন্য প্রযোজ্য?
ক. ঝুঁকি নিতে আগ্রহী
খ. ঝুঁকি নিতে অতি আগ্রহী
গ. ঝুঁকি নিতে অনাগ্রহী
ঘ. ঝুঁকি নিতে নিরপেক্ষ
২৯। ১৯৫৪ সালের এপ্রিল মাসে প্রথম ‘দি ইস্ট পাকিস্তান স্টক এক্সচেঞ্জ’ কোথায় প্রতিষ্ঠিত হয়?
ক. ঢাকা
খ. নারায়নগঞ্জ✓
গ. খুলনা
ঘ. চট্টগ্রাম
৩০। অর্থসংক্রান্ত কার্যাবলিগুলো হলো-
i. ঋণপত্র ইস্যুলব্ধ অর্থ
ii. বন্ড ও বন্ধকি ঋণ ইস্যু
iii. পুন:শেয়ার ক্রয়ের জন্য মালিককে প্রদান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii✓
৩১। সরকারি বন্ড কিনে থাকে-
i. বাণিজ্যিক ব্যাংক
ii. আর্থিক প্রতিষ্ঠান
iii. ব্যাক্তি বিনিয়োগকারীগণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii✓
৩২। মার্চেন্ট ব্যাংক যে কাজটি করে তা হলো-
i. শেয়ার বিক্রয়ের দায় গ্রহণ
ii. ইস্যুয়ার হিসেবে দায়িত্ব পালন করে
iii. অবলেখক হিসেবে কাজ করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii✓
৩৩। অবণ্টিত মুনাফা-
i. প্রতিষ্টানের মূলধন হিসেবে কাজ করে
ii. প্রতিষ্ঠানের মুনাফা অর্জনে সহায়তা করে
iii. শেয়ারহোল্ডারদের প্রত্যাশা পূরণ করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii✓
৩৪। স্থির লভ্যাংশ বৃদ্ধি মডেল-
i. লভ্যাংশ প্রতি বছর বৃদ্ধি পাবে
ii. লভ্যাংশ বৃদ্ধির হার প্রতি বছর হ্রাস পাবে
iii. লভ্যাংশ বৃদ্ধির হার প্রতি বছর স্থির থাকবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii✓
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩৫। শেয়ার বাজারের বৈশিষ্ট হলো-
i. এটি একটি প্রাথমিক বাজার
ii. এটি একটি মাধ্যমিক বাজার
iii. এটি একটি সংগঠিত বাজার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii✓
৩৬। স্টক মার্কেটে শেয়ার ক্রয়-বিক্রয় পদ্ধতির আওতাভূক্ত-
i. মর্টগেজ পদ্ধতি
ii. কল ওভার পদ্ধতি
iii. জবিং পদ্ধতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii✓
ঘ. i, ii ও iii
৩৭। লাকী কর্পোরেশনের আন্ত:আয় হার কত?
ক. ১৩%
খ. ১৯.৬০%✓
গ. ১৩.০৮%
ঘ. ১৪%
৩৮। হাফিজের বন্ড ক্রয়ের যৌক্তিকতা হলো-
i. অধিক আয়
ii. নিশ্চিত আয়
iii. অনিশ্চিত মুনাফা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii✓
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
►নিচের উদ্দীপকটি পড়ে ৩৯-৪০ নং প্রশ্নের উত্তর দাও।
সুমন লি. শতকরা ১২ টাকা হারে বন্ড ইস্যু করেছে, যার অভিহিত মূল্য ১,০০০ টাকা। বন্ডের বর্তমান বাজারমূল্য ১,২০০ টাকা। প্রয়োজনীয় আয়ের হার ১০%।
৩৯। সুমন লি. এর বন্ডের চলতি ইন্ড কত?
ক. ১১%
খ. ১২%
গ. ৯%
ঘ. ১০%✓
৪০। প্রয়োজনীয় আয়ের হার হ্রাস পেয়ে ৭% হলে-
i. বন্ডের অন্তর্নিহিত মূল্য হবে ১,৭১৪ টাকা।
ii. বন্ডের বিনিয়োগ লাভজনক হবে
iii. বার্ষিক সুদের পরিমাণ হ্রাস পাবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii✓
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Finance, Banking and Bima 1st Paper MCQ and Srijonshil question and answer.
ফিন্যান্স ব্যাংকিং ও বিমা
১ম পত্র
ষষ্ঠ অধ্যায়
HSC Finance, Banking and Bima 1st Paper
Srijonshil
Question and Answer pdf download
ক. জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন ১। বন্ড কী? [ঢা. বো. ১৮, রা. বো. ১৮, য. বো. ১৮,১৬, সি. বো. ১৮,১৭, দি. বো. ১৭]
উত্তরঃ দীর্ঘমেয়াদি অর্থায়নের প্রয়োজনে কর্পোরেশন বা সরকার ঋণের পরিমাণ, সুদের হার, পরিশোধকাল, এবং অন্যান্য শর্তসংবলিত যে ঋণের দলিল ইস্যু করা হয় তাকে বন্ড বলে।
প্রশ্ন ২। YTC- এর পূর্ণরূপটি লিখ। [কু. বো. ১৮, চ. বো. ১৮, ব. বো. ১৮]
উত্তরঃ YTC- এর পূর্ণরূপ হলো Yield to Call।
প্রশ্ন ৩। জিরো কুপন্ড বন্ড কী? [ঢা. বো. ১৬]
উত্তরঃ যে বন্ডের ক্ষেত্রে বন্ডের ধারককে কোনো প্রকার সুদ প্রদান করা হয় না এবং বাট্টায় বিক্রয় করা হয়। তাকে জিরো কুপন বন্ড বলে।
প্রশ্ন ৪। ঋণপত্র কী? [সি. বো. ১৬]
উত্তরঃ যে দলিলের মাধ্যমে যৌথমূলধণী কোম্পানী জনসাধারণের নিকট থেকে ঋণ গ্রহণ করে তাকে ঋণপত্র বলে।
এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Finance, Banking and Bima 1st Paper MCQ and Srijonshil question and answer.
ফিন্যান্স ব্যাংকিং ও বিমা
প্রথম পত্র
ষষ্ঠ অধ্যায়
HSC Finance, Banking and Bima 1st Paper
Srijonshil
Question and Answer pdf download
খ. অনুধাবনমূলক প্রশ্ন-উত্তর
প্রশ্ন ১। কখন বন্ডের বাজারমূল্য, অভিহিত মূল্যের সমান হয়? ব্যাখ্যা কর। [ঢা. বো. ১৮; রা. বো. ১৮; য. বো. ১৮; সি. বো. ১৮; দি. বো. ১৮]
উত্তরঃ যখন বন্ডের প্রত্যাশিত আয়ের হার কূপন সুদের হারের সমান হয় তখন বন্ডের বাজারমূল্য বা বিক্রয়মূল্য, অভিহিত মূল্যের সমান হয়।
ন্ডর প্রত্যাশিত আয়ের হার কূপন সুদের হারের সাথে বন্ডের বাজারমল্যের সম্পর্ক রয়েছে। এক্ষেত্রে কোম্পানির কূপন সুদের হার যখন প্রত্যাশিত আয়ের হারের (শফ) সমান হয় তখন সমহার পদ্ধতিতে বন্ড ইস্যু হয় বিধায় বাজারমূল্য, অভিহিত মূল্যের সমান হয়।
প্রশ্ন ২। মেয়াদপূর্তিতে উপার্জন হার কী? বুঝিয়ে লেখ। [কু. বো. ১৮; চ. বো. ১৮; ব. বো. ১৮, ১৬]
উত্তরঃ কোনো বিনিয়োগকারী বর্তমান বাজারমূল্য বন্ড ক্রয় করে মেয়াদপূর্তি পযর্ন্ত ধরে রাখলে যে আয় অর্জিত হয়, সে হারকে মেয়াদপূর্তিতে উপার্জন হার বলে। যদি বন্ডের বর্তমান বাজারমূল্য লিখিতমূল্যের সমান হয়, তাহলে মেয়াদপূর্তিতে উপার্জন হার কূপন সুদের হারের সমান হয়। যদি কোনো বন্ডের বর্তমান বাজারমূল্য এবং সময়মূল্য সমান হয় তাহলে মেয়াদপূর্তিতে আয়ের হার কূপন রেটের সমান হবে। যখন বন্ডের মূল্য এর সমমূল্য হতে ভিন্ন হয় তখন মেয়াদ পূর্তিতে আয়ের হার কূপনরেট হতে ভিন্ন হয়।
প্রশ্ন ৩। কোন সিকিউরিটিকে হাইব্রিড বা সংকর জাতীয় সিকিউরিটি বলা হয়? ব্যাখ্যা কর। [কু. বো. ১৬, ১৭]
উত্তরঃ যে শেয়ার বা সিকিউরিটিতে সাধারণ শেয়ার এবং ঋণের বৈশিষ্ট্য বিদ্যমান থাকে, তাকে অগ্রাধিকার শেয়ার বা হাইব্রিড সিকিউরিটি বা সংকর জাতীয় সিকিউরিটি বলে।
সাধারণ এরূপ অগ্রাধিকার শেয়ারের মালিকগণ লভ্যাংশ গ্রহণ ও মূলধন প্রত্যাবর্তনের ক্ষেত্রে অন্যান্য শেয়ারের মালিকগণের চেয়ে অগ্রাধিকার পেয়ে থাকে। অর্থ্যাৎ তারা একদিকে ঋণ মূলধনের ন্যয় নির্দিষ্ট হারে সুদ পেয়ে থাকে, অন্যদিকে কোম্পানির অর্জিত মুনাফা থেকে নির্দিষ্ট হারে লভ্যাংশ ও পেয়ে থাকে। আবার এরূপ শেয়ার সাধারণ শেয়ারের মতো কোম্পানির মালিকানাও নিদের্শ করে। মূলত এসব বৈশিষ্ট্যের কারণেই অগ্রাধিকার শেয়ারকে হাইব্রিড বা সংকর জাতীয় সিকিউরিটি বলা হয়।
প্রশ্ন ৪। ট্রেজারি বন্ডের আয়ের হারকে কেন ঝুঁকি আয়ের হার বলা হয় ? [য. বো. ১৭; দি. বো. ১৬]
উত্তরঃ সরকার কর্তৃক ইস্যুকৃত বন্ডকে ট্রেজারি বিল বলা হয়। বাংলাদেশ ব্যাংক সরকারের পক্ষে ৫ হতে ১০ বছরের জন্য ট্রেজারি বন্ড ইস্যু করে। এরূপ বন্ড অনাদায়ি ঝুঁকিমুক্ত বিধায় এগুলোকে ঝুঁকি আয়ের হার বলা হয়। দেউলিয়াত্ব ঝুঁকি বলতে বন্ডের সুদ ও আসল টাকা পরিশোধ করার অসামর্থ্যকে বোঝায়। সরকারি বন্ডে এ ধরনের ঝুঁকি প্রযোজ্য নয়, কারণ সরকার কখনো দেওলিয়া হতে পারি না। তাছাড়া সরকার প্রয়োজনে বাধ্যতামূলক কর আদায় করতে পারে।
উত্তরঃ কোনো বন্ড যদি মেয়াদপূর্তির পূর্বেই ইস্যুকারী প্রতিষ্ঠান কর্তৃক তলব করে নেওয়া হয় তাহলে তলব পর্যন্ত অর্জিত আয়ের হারকে । ইল্ড টু কল (YTC) বলে। শুধু তলব শর্তযুক্ত বন্ডের ক্ষেত্রে এরূপ হতে পারে, তলব করা হলে একজন বিনিয়োগকারী মেয়াদপূর্তিতে আয়ের হার উপার্জন করতে পানে না। যদি কুপন সুদের হার থেকে প্রয়োজনীয় আয়ের হার কম হয় তাহলে বন্ড ইস্যুকারী প্রতিষ্ঠান বন্ড তলব করে। এক্ষেত্রে বন্ড মালিকগণ বন্ড ফেরত দিতে বাধ্য থাকে।
প্রশ্ন ৬। সাধারণ শেয়ার ও অগ্রধিকার শেয়ারের মধ্যে নির্ণয় কর। [য. বো. ১৬]
উত্তরঃ সাধারণ শেয়ার ও অগ্রধিকার শেয়ারের মধ্যে বেশকিছু পার্থক্য রয়েছে। যেমন : (১) সাধারণ শেয়ারের লভ্যাংশের হার নির্দিষ্ট নয়। অন্যদিকে অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশের হার নির্দিষ্ট। (২) সাধারণ শেয়ারহোল্ডারদের ভোটাধিকার রয়েছে। অন্যদিকে অগ্রাধিকার শেয়ারহোল্ডারদের ভোটাধিকার নেই। (৩) সাধারণ শেয়াহোল্ডাররা কোম্পানির মালিক হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে অগ্রাধিকার শেয়াহোল্ডাররা কোম্পানির মালিক হিসেবে বিবেচিত হয় না।
প্রশ্ন ৭। মুদ্রাস্ফীতি কীভাবে বিনিয়োগ সিদ্ধান্তকে প্রভাবিত করে? [সি. বো. ১৬]
উত্তরঃ মুদ্রাস্ফীতি বিনিয়োগ সিদ্ধান্তকে প্রভাবিত করে থাকে।
কোনো দ্র্রব্য বা সেবা মূল্যের ঊধ্বগতিকে মুদ্রাস্ফীতি বলে। মুদ্রাস্ফীতির ফলে মানুষের ক্রয়ক্ষমতা কমে যা। আর এই ক্রয় ক্ষমতার ঝুঁকি এড়ানোর জন্য অধিকাংশ মানুষ বর্তমান নগদ অর্থ প্রাপ্তিকে বেশি গুরুত্ব দেয়। যার ফলে বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ প্রভাবিত হয়।
বিগত সালের বোর্ড প্রশ্ন:
১. ABC প্রতিষ্ঠানটির ৫০,০০,০০০ টাকা দীর্ঘমেয়াদি মূলধনের প্রয়োজন হয়। এটি ১০% কুপন সুদের হারে ৫,০০০ টাকা অভিহিত মূল্যের ১,০০০টি বন্ড ১০ বছরের জন্য বিক্রির সিদ্ধান্ত নেয়। বিনিয়োগকারীদের প্রত্যাশিত আয়ের হার ১২%। অন্যদিকে, বাজার সুদের হার কমে যাওয়ার কারণে অনেক বেশি বিনিয়োগকারী বন্ড কেনার জন্য ভিড় জমালেন। [ঢা.বো. রা.বো. দি.বো. সি.বো. য.বো. ১৮]
গ. উদ্দীপকের আলোকে ABC কোম্পানির বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করো।
ঘ. উদ্দীপকের আলোকে ABC কোম্পানির বন্ডের বিক্রয়মূল্যের উপর কী ধরণের প্রভাব পড়বে? তোমার মতামত দাও।
২. জনাব রিয়াজুল তার ২৫টি বন্ড বিক্রি করে ১২% সুদে রমনা ব্যাংকে স্থায়ী আমানতে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন। প্রতি বন্ডের অভিহিত মূল্য ছিল ২,৫০০ টাকা। বাৎসরিক সুদের পরিমাণ ১২%, মেয়াদ ১২ বছর। বন্ডগুলো তিনি প্রতিটি ২,৮০০ টাকায় বিক্রি করেন। [ঢা.বো. ২০১৬]
গ. উদ্দীপকে উল্লেখিত বন্ডগুলো কোন ধরণের? ব্যাখ্যা করো।
ঘ. বন্ডগুলোর মেয়াদপূর্তিতে আয় হারের ভিত্তিতে জনাব রিয়াজুলের বিনিয়োগ সিদ্ধান্তটি মূল্যায়ন করো।
৩. সিগমা কোং লি. শেয়ার ইস্যু করে নতুন প্রকল্পের জন্য মূল্যধন সংগ্রহের সিদ্ধান্ত নেয়। প্রতিষ্ঠান শেয়ার প্রতি লভ্যাংশ ২০ টাকা, প্রত্যাশিত প্রবৃদ্ধির হার ৮% ও উপার্জন হার ১০% ঘোষণা করে। পক্ষান্তরে, হাইটেক কোং লি. শেয়ার ইস্যুর পরিবর্তে বন্ড বিক্রি করে নতুন প্রকল্পের জন্য মূলধন সংগ্রহের সিদ্ধান্ত নেয়। প্রতিষ্ঠান ১,০০০ টাকা মূল্যের বন্ড ইস্যু করে। প্রতিটি বন্ডের বাজার মূল্য ৮০০ টাকা, কুপন হার ৬% এবং মেয়াদকাল ৫ বছর । [রা. বো. ২০১৭]
গ. সিগমা কোং লি.- এর প্রতিটি শেয়ারের মূল্য কত?
ঘ. জনাব জামান একজন বিনিয়োগকারী। তিনি বিনিয়োগ করতে চাইলে কোন প্রতিষ্ঠানে বিনিয়োগ করবেন? বিশ্লেষণ করো।
৪. মিসেস ফেরদৌসী একজন গৃহিণী। তিনি তার জমানো অর্থ ১২% সুদের হারে ১০ বছর মেয়াদে কুপণ বন্ডে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিলেন। প্রতিটি কুপন বন্ডের অভিহিত মূল্য ১০,০০০ টাকা হলেও বাজারমূল্য ১১,৫০০ টাকা। উল্লেখ্য, মিসেস ফেরদৌসীর প্রত্যাশিত আয়ের হার ১০%। [দি.বো. ২০১৭]
গ. উদ্দীপকে উল্লিখিত বন্ডের চলতি আয়ের হার নির্ণয় করো।
ঘ. মিসেস ফেরদৌসীর বন্ডটি ক্রয় করা লাভজনক হবে কি? বিশ্লেষণ করো।
৫. বিটা ফোন লি. ৫ বছর মেয়াদি ১,০০০ টাকা অভিহিত মূল্যের ১০% কুপন বন্ড ইস্যু করে। মি. নাহিন প্রাথমিক গণঝপ্রস্তাবের (ওচঙ) পেয়ে যান। উল্লেখ্য বর্তমানে বাজার সুদের হার ১৫%। অন্যদিকে নীলু লি. ৭ বছর মেয়াদী ১০,০০০ টাকা অভিহিত মূল্যের ৯% কুপন বন্ড ইস্যু করে। আবার, আতিয়া লি. ৮ বছর মেয়াদি ১,০০০ টাকা অভিহিত মূল্যের ২০% কুপন বন্ড ইস্যু করে। [দি.বো. ২০১৬]
গ. উদ্দীপকে উল্লিখিত বিটা ফোন লি. এর বন্ডটি যদি জিরো কুপন বন্ড হয় তাহলে বন্ডের অন্তর্নিহিত মূল্য কত?
ঘ. উদ্দীপকে উল্লিখিত নীলু ও আতিয়া লি. এর বন্ডের বর্তমান মূল্য নির্ণয় করো এবং কোনটি অধিহারে ও অবহারে বিক্রি হচ্ছে এবং এর কারণ বিশ্লেষণ করো।
৬. জাহিদ সাহেব তার সঞ্চয়কৃত অর্থ বন্ড বাজারে বিনিয়োগ করতে চাইছেন। তিনি কেয়া কোম্পানির বন্ডের কুপন হার ১২%, বাজারমূল্য ২,৫০০ টাকা এবং মেয়াদ ৭ বছর। অন্যদিকে, খেয়া কোম্পানির বন্ডের কুপন হার ৯% এবং বাজারমূল্য ১,৭০০ টাকা। উভয় বন্ডের অভিহিত মূল্য ২,০০০ টাকা। জাহিদ সাহেবের প্রত্যাশিত আয়ের হার ১০%। [কু. বো. ২০১৭]
গ. কেয়া কোম্পানির বন্ডের মেয়াদপূর্তিতে আয়ের হার নির্ণয় করো।
ঘ. বন্ডের অন্তর্নিহিত মূল্যের ভিত্তিতে জাহিদ সাহেবের জন্য উত্তম বিনিয়োগ সিদ্ধান্ত সুপারিশ করো।
৭. চিত্রা কোম্পানি লি. ২০১০ সালের ১ জানুয়ারি তারিখে ১৫ বছর মেয়াদী ১,০০০ টাকা লিখিত মূল্যের বন্ড বাজারে ইস্যু করে। এর কুপন হার ১০% এবং বন্ড থেকে প্রয়োজনীয় আয়ের হার ১২%। [চ. বো. ২০১৭]
গ. উদ্দীপকের তথ্যানুযায়ী চিত্র কোম্পানি লি. এর বন্ডের মূল্য নির্ণয় করো।
ঘ. যদি বন্ড থেকে প্রত্যাশিত আয়ের হার বেড়ে ১৫% হয়, তবে বন্ডটি ক্রয় করা লাভজনক হবে কি? মূল্যায়ন করো।
৮. বিডি কোম্পানি ২০১৫ সালের ১ জানুয়ারি ৫ বছর মেয়াদি বন্ড ইস্যু করেছে, যার লিখিত মূল্য ১,০০০ টাকা। কুপন হার ১২% বার্ষিক ভিত্তিতে প্রদান করা হয় এবং বন্ডের প্রয়োজনীয় আয়ের হার ১৪%। [চ.বো. ২০১৬]
গ. বিডি কোম্পানির বন্ডের মূল্য নির্ণয় করো।
ঘ. যদি প্রয়োজনীয় আয়ের হার বেড়ে ১৬% হয় এবং বন্ডের বাজারমূল্য ১,২০০ টাকা হয় তবে বন্ডটি কেনার যৌক্তিকতা বিশ্লেষণ করো।
৯. তৌহিদ সাহেব লুকাস কোম্পানির বন্ডে বিনিয়োগ করেছেন। উক্ত বন্ড থেকে বিনিয়োগকারীরা কোনো সুদ পাবেন না। কিন্তু মেয়াদপূর্তিতে অভিহিত মূল্য ফেরত পাবেন। বন্ডটি অভিহিত মূল্য হতে কম মূল্যে বিক্রি হয়েছে। অন্যদিকে, ছানোয়ার সাহেব সুপার কোম্পানির চিরস্থায়ী বন্ডে বিনিয়োগের চিন্তাভাবনা করছেন। বন্ডের অভিহিত মূল্য ১,০০০ টাকা এবং বাজারমূল্য ১,২০০ টাকা। কুপন রেট ১৪%। জনাব ছানোয়ারের প্রয়োজনীয় আয়ের হার ১০%। [সি.বো. ২০১৭]
গ. লুকাস কোম্পানি কোন ধরনের বন্ড ইস্যু করেছে? ব্যাখ্যা করো।
ঘ. জনাব ছানোয়ারের সুপার কোম্পানিতে বিনিয়োগ করা উচিত হবে কি? যুক্তিসহ মতামত দাও।
১০. জনাব আবীর একজন ক্ষুদ্র বিনিয়োগকারী। তিনি ১০ বছর মেয়াদি ১০% কুপন হারে বন্ডে বিনিয়োগের সিদ্ধান্ত নেন। বন্ডটির লিখিত মূল্য ১,০০০ টাকা। প্রত্যাশিত আয়ের হার ১৩%। [য.বো. ২০১৭]
গ. উদ্দীপকের বন্ডটির মূল্য নির্ণয় করো।
ঘ. উদ্দীপকে জনাব আবীরের বন্ডে বিনিয়োগ সিদ্ধান্তের যৌক্তিকতা মূল্যায়ন কর।
১১. মি. সাহা J & J কোম্পানির আর্থিক ব্যবস্থাপক। মি. সাহার কাছে কোম্পানি সম্প্রসারণের জন্য বিভিন্ন উৎস থেকে মূলধন সংগ্রহের সুযোগ রয়েছে। কিন্তু তিনি এমন উৎস থেকে মূলধন সংগ্রহ করতে চান যেখানে মূলধন পরিশোধের সীমারেখার মধ্যে বাধ্যবাধকতা কম। পক্ষান্তরে K & K কোম্পানির আর্থিক ব্যবস্থাপক মি. ঘোষ ব্যাংক ঋণ নিয়ে কোম্পানি সম্প্রসারণের সিদ্ধান্ত নেন। K & K কোম্পানির যথাসময়ে ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ায় ঋণ খেলাপির তালিকাভুক্ত হয়। [য.বো. ২০১৬]
গ. উদ্দীপকে J & J কোম্পানির মূলধন সংগ্রহের কোন উৎসের কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
ঘ. উদ্দীপকের দু’টি কোম্পানির মূলধন সংগ্রহের উৎসের তুলানামূলক চিত্র বিশ্লেষণ করো।
১২. রবিউল আহমেদ একজন ক্ষুদ্র বিনিয়োগকারী। তার বিনিয়োজিত অর্থ থেকে বছরে ১,০০,০০০ টাকা আয় করতে চান। এজন্য তিনি ৫ বছর মেয়াদি ১৫% কুপন বন্ড বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন। প্রতিটি কুপন বন্ডের মূল্য ১০০০ টাকা এবং বাজার মূল্য ১০৫০ টাকা। [ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা]
গ. উদ্দীপকে বর্ণিত বন্ড YTM কত হবে?
ঘ. যদি প্রত্যাশিত আয়ের হার ১২% হয় তাহলে বিনিয়োগের যথার্থতা মূল্যায়ন কর।
0 Comments:
Post a Comment