HSC ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্র সৃজনশীল ও বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-৪ pdf download

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Finance, Banking and Bima 1st Paper MCQ and Srijonshil question and answer pdf download.

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা
১ম পত্র
চতুর্থ অধ্যায়

HSC Finance, Banking and Bima 1st Paper
MCQ and Srijonshil
Question and Answer pdf download

১। একটি কোম্পানির মুনাফা পরিমাপের নির্ণায়ক কী?
ক. শেয়ারের বাজার মূল্য
খ. সংরক্ষিত আয়
গ. শেয়ারপ্রতি আয়✓
ঘ. শেয়ারপ্রতি ব্যয়

২। বিক্রয় সংক্রান্ত খরচ বিক্রয়মূল্যের ওপর কী প্রভাব ফেলে?
ক. প্রকৃত বিক্রয়মূল্য হ্রাস পায়✓
খ. প্রকৃত বিক্রয়মূল্য বৃদ্ধি পায়
গ. মূলধন স্থির থাকে
ঘ. মূলধন বৃদ্ধি পায়

৩। আর্থিক বিশ্লেষণ একজন ব্যবস্থাপককে কোনটিতে সাহায্য করে?
ক. পরিকল্পনা প্রণয়নে✓
খ. ঋণ পরিশোধে
গ. শেয়ার প্রতি আয় নির্ধারণে
ঘ. দায় পরিশোধে

৪। সুযোগ ব্যয় বৃদ্ধি পেলে বিনিয়োগকারীদের প্রত্যাশিত আয়ের হার কী হয়?
ক. বৃদ্ধি পায়✓
খ. হ্রাস পায়
গ. অপরিবর্তিত থাকে
ঘ. দ্বিগুণ হয়

৫। ‘চলতি দায়-ব্যাংক জমাতিরিক্ত’ এটি দিয়ে কী বোঝায়?
ক. চলতি দায়✓
খ. তরল দায়
গ. মোট দায়
ঘ. নিট দায়

৬। তুলনামূলক আর্থিক বিবরণী বিশ্লেষণকে কোনটির সাথে তুলনা করা যায়?
ক. অভ্যন্তরীণ বিশ্লেষণ✓
খ. বাহ্যিক বিশ্লেষণ
গ. উলম্ভ বিশ্লেষণ
ঘ. সমান্তরাল বিশ্লেষণ

৭। রক্ষিত আয় বিবরণী কোন প্রতিষ্ঠানের ক্ষেত্রে তৈরি করা হয়?
ক. একমালিকানা
খ. অংশীদারি
গ. অব্যবসায়ী
ঘ. যৌথ মূলধনী✓

৮। International Accounting Standard (IAS-7) অনুযায়ী কোন বিবরণী তৈরি করা হয়?
ক. নগদ প্রবাহ বিবরণী✓
খ. আয়-ব্যায় বিবরণী
গ. উদ্বর্তপত্র বিবরণী
ঘ. ব্রেক-ইভেন বিশ্লেষণ

৯। নগদ প্রবাহ নির্ণয় করার জন্য নিট মুনাফার সাথে কোনটি যোগ করতে হয়?
ক. ক্রয়
খ. অবচয়✓
গ. প্রাথমিক বিনিয়োগ
ঘ. বিক্রয়

১০। কোম্পানি কর্তৃক ঋণপত্র বিক্রয় নগদ প্রবাহ বিবরণীতে কোন ধরনের কার্যক্রম অন্তর্ভূক্ত হয়?
ক. পরিচালন
খ. বিনিয়োগ
গ. অর্থায়ন✓
ঘ. উৎপাদন

১১। নগদ প্রবাহ বিবরণীর প্রত্যক্ষ ও পরোক্ষ পদ্ধতির পার্থক্য নি¤েœর কার্যক্রমের ক্ষেত্রে পরিলক্ষিত হয়?
ক. পরিচালন✓
খ. বিনিয়োগ
গ. অর্থায়ন
ঘ. উৎপাদন

১২। নগদ আয়কর প্রদান কোন ধরনের কার্যকলাপ?
ক. স্বাভাবিক
খ.বিনিয়োগ
গ. পরিচালন✓
ঘ. আর্থিক

১৩। জনাব জামালের নিট লাভ ১১,০০০ টাকা, প্রাপ্য হিসাব বৃদ্ধি ৩,০০০ টাকা, যন্ত্রপাতি বিক্রয় হতে লাভ ৩,০০০ টাকা।তার পরিচালন কার‌্যাবলির নিট নগদ প্রবাহ কত হবে?
ক. ৫,০০০ টাকা✓
খ. ৯,০০০ টাকা
গ. ১০,০০০ টাকা
ঘ. ১১,০০০ টাকা

১৪। কোনটি বিনিয়োগ কার্যক্রম হতে নগদ বহিঃপ্রবাহ?
ক. ভূমি ক্রয়✓
খ. শেয়ার ইস্যু
গ. লভ্যাংশ প্রাপ্তি
ঘ. যন্ত্রপাতি ক্রয়

১৫। অপারেটিং প্রবাহের আন্ত: ও বহি:প্রবাহ ফার্মের কোনটির সাথে সরাসরি সম্পর্কিত?
ক. উৎপাদন
খ. ক্রয়
গ. ব্যয়
ঘ. মুনাফা✓

১৬। মি. সুমনের প্রতিষ্ঠান মোট ইসদ আন্তঃপ্রবাহ ছিল ২০,০০০ টাকা। পরবর্তীতে কোম্পানির মেশিন ২৫,০০০ টাকায় বিক্রয় হলে আন্ত:প্রবাহে কী পরিবর্তন ঘটবে?
ক. ২৫,০০০ টাকা হ্রাস
খ. ২৫,০০০ টাকা বৃদ্ধি✓
গ. ২০,০০০ টাকা বৃদ্ধি
ঘ. ২০,০০০ টাকা হ্রাস

১৭। কোনটি থেকে বিনিয়োগ সংক্রান্ত নগদ আন্তঃপ্রবাহের সৃষ্টি হয়?
ক. সম্পত্তি বিক্রয়✓
খ. ঋণ পরিশোধ
গ. কর প্রদান
ঘ. ঋণপত্র বিক্রয়

১৮। মোট ব্যয় রেখা যে বিন্দুতে মোট বিক্রয় রেখাকে ছেদ করে তাকে কী বলে?
ক. পরিচালন সমচ্ছেদ বিন্দু✓
খ. আয়-ব্যয় রেখা
গ. মোট ব্যয় রেখা
ঘ. পরিবর্তনশীল ব্যয় রেখা

১৯। স্থায়ী ব্যয় ২০,০০০ টাকা। এককপ্রতি কন্ট্রিবিউশন ৪ টাকা হলে সমচ্ছেদ বিন্দু কত একক?
ক. ৫,০০০একক✓
খ. ৪,০০০ একক
গ. ২,৫০০ একক
ঘ. ২,০০০ একক

২০। তৃষা ১০% সুদে ২০,০০০ টাকা ২ বছর মেয়াদে ঋণ হিসেবে গ্রহণ করলেন। তার মোট প্রত্যাক্ষ ব্যয় কত?
ক. ২,০০০ টাকা
খ. ৪,০০০ টাকা✓
গ. ৬,০০০ টাকা
ঘ. ৮,০০০ টাকা

HSC ফিন্যান্স ব্যাংকিং ও বিমা ১ম পত্র সৃজনশীল (Srijonshil) ও বহুনির্বাচনি (mcq) প্রশ্ন-উত্তর অধ্যায়-৪

২১। পরিচলন ব্রেক-ইভেন চিত্রে ব্রেক ইভেন বিন্দুর নিচে অঞ্চলকে কী বলা হয়?
ক. মুনাফা অঞ্চল
খ. ক্ষতি অঞ্চল✓
গ. বিক্রয় অঞ্চল
ঘ. উৎপাদন অঞ্চল

২২। সমচ্ছেদ বিক্রয হতে নির্ধারিত বিক্রয় যাত্রা পর্যন্ত দূরত্বকে কী বলে?
ক. মুনাফা অঞ্চল
খ. ক্ষতি অঞ্চল
গ. নিরাপত্তা প্রান্ত✓
ঘ. নিট মুনাফা

২৩। স্থির ব্যয় ১০,০০০ টাকা। প্রতি একক বিক্রয়মূল্য ৭ টাকা এবং প্রতি একক পরিবর্তনশীল ব্যয় ২ টাকা হলে পরিচলন সমচ্ছেদ বিন্দু কত একক?
ক. ১,০০০ একক
খ. ২,০০০ একক✓
গ. ৫,০০০একক
ঘ. ৬,০০০ একক

২৪। কন্প্রিবিউশন মার্জিনকে কী দ্বারা ভাগ করলে কন্ট্রিবিউশন অনুপাতে পাওয়া যায়?
ক. বিক্রয় মূল্য✓
খ. স্থির ব্যয়
গ. পরিচালনা ব্যয়
ঘ. নিট লাভ

২৫। শামীম একজন শিল্পপতি। তিনি কলম উৎপাদন করেন।১ম মাসে তিনি ৫,০০০ কলম উৎপাদন করেন।২য় মাসে ৮,০০০ কলম উৎপাদন করেন। এক্ষত্রে তার পরিবর্তনশীল ব্যয়ের অবস্থা কী?
ক. বাড়বে✓
খ. কমবে
গ. সমান হবে
ঘ. অপরিবর্তিত থাকবে

২৬। আর্থিক বিশ্লেষণ দ্বারা একটি প্রতিষ্ঠানে যা বোঝার তা হলো-
i. নগদ প্রবাহের অবস্থা
ii. মুনাফার গতিপ্রকৃতি
iii. ব্যয়ের গতিপ্রকৃতি

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii✓
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

২৭। আয় বিবরণীর মাধ্যমে জানা যায়-
i. পরিচালন আয়
ii. পরিচালন ব্যয়
iii. সম্পদের পরিমান

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii✓
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

২৮। নগদ বলতে বোঝায়-
i. নগদ অর্থ
ii. বাণিজ্যিক পেপার
iii. ট্রেজারি বিল

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii✓
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

২৯। ফার্মের নগদ প্রবাহের অন্তর্ভূক্ত হচ্ছে-
i. অপারেটিং প্রবাহ
ii. বিনিয়োগ প্রবাহ
iii. অর্থায়ন প্রবাহ

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii✓

৩০। বিনিয়োগ সংক্রান্ত নগদ বহিঃপ্রবাহ সৃষ্টি করে-
i. শেয়ার ক্রয়
ii. সম্পত্তি ক্রয়
iii. লভ্যাংশ প্রদান

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii✓
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

৩১। ব্রেক-ইভেন পয়েন্টকে প্রভাবিত করে-
i. স্থির ব্যয়
ii. পরিবর্তনশীল ব্যয়
iii. বিক্রয়ের পরিমাণ

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii✓
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

►নিচের উদ্দীপকটি পড়ে ৩২-৩৩ নং প্রশ্নের উত্তর দাও।
আরএফএল টিউবওয়েল কোম্পানি বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ ব্যবসায় পরিচালনা করে আসছে। বর্তমান প্রতিটি টিউবওয়েলএর পরিবর্তনশীল ব্যয় ২০০০ টাকা এবং প্রতিটির বিক্রয়মূল্য ৩০০০ টাকা। বার্ষিক স্থির পরিচালনার খরচ ১০,০০,০০০ টাকা।

৩২। আরএফএল কোম্পানি কতটি টিউবওয়েল বিক্রি করলে ব্রেক-ইভেন বিন্দুতে পৌছবে?
ক. ৫০০
খ. ১,০০০✓
গ. ১০,০০০
ঘ. ১,০০,০০০

৩৩। কোম্পানির ব্রেক-ইভেন পয়েন্ট-
i. আয়-ব্যয় সমান
ii. সুদ ও কর-পূর্ব আয় শুন্য হয়
iii. সুদ ও কর-পরবর্তী আয়শূণ্য হয়

নিচের কোনটি সঠিক?
ক. i ও ii✓
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Finance, Banking and Bima 1st Paper MCQ and Srijonshil question and answer.

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা
১ম পত্র
চতুর্থ অধ্যায়

HSC Finance, Banking and Bima 1st Paper
Srijonshil
Question and Answer pdf download
ক. জ্ঞানমূলক প্রশ্ন-উত্তর

প্রশ্ন ১। নগদ প্রবাহ কী? [ঢা. বো. ১৮, রা. বো. ১৮, য. বো. ১৮, সি. বো. ১৮, দি. বো. ১৮]
উত্তরঃ নগদ প্রবাহ বলতে নগদ প্রবাহের আগমন ও নির্গমনকে বোঝায়।

প্রশ্ন ২। অনুপাত বিশ্লেষণ কী? [কু. বো. ১৮, চ. বো. ১৮, ব. বো. ১৮, য. বো. ১৮]
উত্তরঃ অনুপাতের সাহায্যে আর্থিক বিবরণীর পর্যালোচনা ও বিশ্লেষণ তথা প্রতিষ্ঠানের প্রকৃত আর্থিক সাফল্যের মাত্রা নিরূপণ করার প্রক্রিয়াকে অনুপাত বিশ্লেষণ বলে।

প্রশ্ন ৩। সমচ্ছেদ বিন্দু কী? [য. বো. ১৬, চ. বো. ১৬, ব. বো. ১৭, দি. বো. ১৬, ১৭]
উত্তরঃ যে বিন্দুতে একটি ব্যবসায় প্রতিষ্ঠানের আয় ও ব্যয় সমান হয় তাকে সমচ্ছেদ বিন্দু বলে।

প্রশ্ন ৪। চলতি অনুপাত কী? [চ. বো. ১৭, দি. বো. ১৭]
উত্তরঃ চলতি সম্পদকে চলতি অনুপাত দ্বারা ভাগ করলে যে অনুপাদ পাওয়া যায় দাতে চলতি অনুপাত বলে।

প্রশ্ন ৫। ফ্রি নগদ প্রবাহ কী? [চ. বো. ১৬]
উত্তরঃ একটা ফার্মের সমস্ত বিনিয়োগ চাহিদা পূরণের পরে যে নগদ অর্থ অবশিষ্ট থাকে তাকে ফ্রি নগদ প্রবাহ বলে।

প্রশ্ন ৬। সুযোগ ব্যয় কী? [হলি ক্রস কলেজ, ঢাকা]
উত্তরঃ যখন কোনো একটি প্রকল্পে বিনিয়োগ করলে অন্য আরেকটি প্রকল্পে বিনিয়োগের সুযোগ ত্যাগ করতে হয়, তখন এটাকে বিনিয়োগের সুযোগ বলা হয়।

প্রশ্ন ৭। নগদ প্রবাহ সম্পর্কে জানতে কোন ধরনের বিবরনী তৈরি করতে হয়? [চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ]
উত্তরঃ নগদ প্রবাহ সম্পর্কে জানতে নগদ প্রবাহ বিবরণী তৈরি করতে হয়।

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Finance, Banking and Bima 1st Paper MCQ and Srijonshil question and answer.

ফিন্যান্স ব্যাংকিং ও বিমা
১ম পত্র
চতুর্থ অধ্যায়

HSC Finance, Banking and Bima 1st Paper
Srijonshil
Question and Answer pdf download
খ. অনুধাবনমূলক প্রশ্ন-উত্তর

প্রশ্ন ১। স্থায়ী ব্যয় ব্রেক-ইভেন পয়েন্টের ওপর কী প্রভাব ফেলে? ব্যাখ্যা কর। [ঢা. বো. ১৮; রা. বো. ১৮; য. বো. ১৮; সি. বো. ১৮; দি. বো. ১৮]
উত্তরঃ উৎপাদন বা বিক্রয়ের পরিবর্তনের ফলে যে ব্যায়ের কোনো পরিবর্তন হয় না তাকে স্থায়ী ব্যয় বলে।
স্থায়ী ব্যয়ের সাথে ব্রেক-ইভেন পয়েন্টের একটি সমমুখী সম্পর্ক বিদ্যমান। অন্যান্য বিষয়, যেমম- বিক্রয়মূল্য পরিবর্তনশীল ব্যয় স্থীর থেকে স্থায়ী ব্যয় বৃদ্ধি পেলে ব্রেক-ইভেন পয়েন্ট বৃদ্ধি পাবে। কারণ স্থায়ী ব্যয় বৃদ্ধির ফলে ব্রেক-ইভেন পয়েন্টে পৌছাতে পূর্বের তুলনায় বেশি পরিমাণ বিক্রয় করতে হবে। অনুরূপভাবে, স্থায়ী ব্যয় হ্রাস পেলে ব্রেক-ইভেন পয়েন্ট হ্রাস পাবে।

প্রশ্ন ২। নিরাপত্তা প্রান্ত কেন নির্ণয় করা হয়? [কু. বো. ১৮; চ. বো. ১৮; ব. বো. ১৮]
উত্তরঃ বিক্রয় হ্রাসের কারণে ক্ষতিকর সম্ভাবনা আছে কি না বা ক্ষতির স্বীকার না করে উৎপাদন ও বিক্রয় চালু রাখা সম্ভব কিনা তা জানার জন্য নিরাপত্তা প্রান্ত নির্ণয় করা হয়।
সমচ্ছেদ বিক্রয় হতে প্রকৃতি বিক্রয় যে পরিমাণ বেশি হয় তাকে নিরাপত্তা প্রান্ত বলে। নিরাপত্তা প্রান্ত যত বড় হবে বিক্রয় বৃদ্ধির কারণে ক্ষতির সম্ভাবনা ততো হ্রাস পাবে। নিরাপত্তা প্রান্ত যত ছোট হবে বিক্রয় হ্রাসের কারণে ক্ষতির সম্ভাবনা ততো বেশি হবে। কারণ বিক্রয় সমচ্ছেদ বিন্দুর নিচে নামলেই ক্ষতির শুরু হবে।

প্রশ্ন ৩। আর্থিক বিশ্লেষণ কেন করা হয়? [রা. বো. ১৬; সি. বো. ১৬, ১৭; ব. বো. ১৭;]
উত্তরঃ কোনো একটি প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট হিসাবকালে প্রস্তুতকৃত আর্থিক বিবোরণীসমূহ বিচার-বিশ্লেষণ করে প্রতিষ্ঠানটির সফলতা ও দূর্বলতা নির্ণয় করাকে আর্থিক বিশ্লেষণ বলে। আর্থিক ব্যবস্থাপক আর্থিক বিশ্লেষণের মাধ্যমে বুঝতে পারেন প্রতিষ্ঠানের নগদ উপার্জন ক্ষমতা কীরূপ। এর ওপর ভিত্তি করে আর্থিক ব্যবস্থাপক বিনিয়োগ সিদ্ধান্ত, অর্থসংস্থান সিদ্ধান্ত এবং লভ্যাংশ সিদ্ধান্ত গ্রহণ করেন।

প্রশ্ন ৪। সমচ্ছেদ বিন্দু একক ও টাকায় কেন নির্ণয় কর। [য. বো. ১৬]
উত্তরঃ সমচ্ছেদ বিন্দু হলো এমন একটি অবস্থা যেখানে প্রতিষ্ঠানের পরিচালন আয় ও ব্যয় সমান হয়। কী পরিমাণ পণ্য বা কত টাকার পণ্য বিক্রয় করলে প্রতিষ্ঠানের পরিচালন আয় ও ব্যয় সমান হয় অর্থ্যাৎ লাভ-ক্ষতি কিছুই হয় না তা জানা জন্য সমচ্ছেদ বিন্দু একক ও টাকায় নির্ণয় করতে হয়।

প্রশ্ন ৫। সমচ্ছেদ বিন্দুর উপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলো কী কী? [ঢা. বো. ১৬]
উত্তরঃ যে পরিমাণ পণ্য বিক্রয় করলে মোট বিক্রয়লব্ধ আয় ও মোট উৎপাদন ব্যয় সমান হয় এবং প্রতিষ্ঠানের লাভ বা ক্ষতি কিছুই হয় না, তাকে সমচ্ছেদ বিন্দু বলে।
সমচ্ছেদ বিন্দুর উপর প্রভাববিস্তারকারী উৎপাদন হচ্ছে স্থায়ী ব্যয়, প্রতি একক বিক্রয়মূল্য এবং প্রতি একক পরিবর্তনশীল ব্যয়। স্থায়ী ব্যয় ও পরিবর্তনশীল ব্যয় অপরিবর্তিত রেখে প্রতি একক বিক্রয়মূল্য বৃদ্ধি করলে সমচ্ছেদ বিন্দু হ্রাস পাবে। আবার স্থায়ী ব্যয় প্রতি একক বিক্রয়মূল্য অপরিবর্তীত রেখে প্রতি একক পরিবর্তনশীল ব্যয় বৃদ্ধি করলে সমচ্ছেদ বিন্দু বৃদ্ধি পায়।

প্রশ্ন ৬। অনগদ লেনদেন বলতে কী বোঝ? [চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ]
উত্তরঃ যে লেনদেন নগদে সম্পাদিত হয় না, তাকে অনগদ লেনদেন বলে। অবচয় একটি লেনদেন যা নগদে সম্পাদিত হয় না। অবচয়ের কারণে নগদ বহিঃপ্রবাহ হয়না। আবার, বন্ড কে সাধারণত শেয়ারে রূপান্তর করলে তা অনগদ লেনদেন হিসেবে বিবেচিত হয়।


বিগত সালের বোর্ড প্রশ্ন:
১। Mini Toy লি. শিশুদের খেলনা উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান। তাদের উৎপাদিত খেলনার প্রতিটির বিক্রয়মুল্য ২৫০ টাকা এবং পরিবর্তনশীল ব্যয় ১০০ টাকা।প্রতিষ্ঠানটির মোট স্থায়ী ব্যয় ৫০,০০০ টাকা। [ঢা.বো. রা.বো. দি.বো. সি.বো. য.বো. ২০১৮]
গ. Mini Toy লি. এর ব্রেক ইভেন পয়েন্ট নির্ণয় কর।
ঘ. যদি Mini Toy লি. এর পরিবর্তনশীল ব্রয় ১০ টাকা কমে যায়, তবে ব্রেক ইভেন পয়েন্টি এর কী পরিবতৃন হবে। বিশ্লেষণ করে মতামত দাও।

২। একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের ২০১৭ সালের ৩০ জনু তারিখের বিক্রি ও ব্যয় সংক্রান্ত তথ্যাতি নিম্নরূপঃ [কু.বো. চ.বো. ব.বো. ২০১৮]
বিক্রয় ২০,০০০ প্যাকেট
বিক্রয় মূল্য (প্রতি প্যাকেট) ১১ টাকা
পরিবর্তন শীল ব্যয় (প্রতি প্যাকেট) ৬টাকা
মোট স্থির ব্যয় ৬০,০০০ টাকা
গ. প্রতিষ্ঠানটির সমচ্ছেদ বিক্রি কত একক?
ঘ. ১০,০০০ এবং ১৫,০০০ প্যাকেট পণ্য বিক্রির ক্ষেত্রে প্রতিষ্ঠানটির ত‚লনামূলক লাভ-ক্ষতি বিশ্লেষণ কর।

৩। সিঙ্গার কোম্পপানি লি. বিদ্যুৎ সাশ্রয়ীবাতি উৎপাদন ও বিক্রি করে। প্রতিষ্ঠানটির কিছু তথ্য নিচে দেওয়া হলো- [ঢা.বো. ২০১৭]
বার্ষিক বিক্রয়- ৬০,০০০ টাকা
কারখানা ভাড়া (বাৎসরিক) ৮০,০০০ টাকা
গোডাউন ভাড়া (বাৎসরিক) ৬০,০০০টাকা
অফিস ভাড়া (মাসিক) ৫,০০০ টাকা
একক প্রতি বিক্রয়মূল্য ৪০ টাকা
একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ২০ টাকা
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক একক প্রতি বিক্রয় মুল্য ২৫% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
গ. সিঙ্গার কোম্পানি লি. এর সমচ্ছেদ বিন্দু (একক) নির্ণয় করো।
ঘ. তুমি কি মনে করো ব্যবস্থাপক কর্তৃক গৃহীত সিদ্ধান্তটি সিঙ্গার কোম্পানি লি. এর সমচ্ছেদ বিন্দুকে প্রভাাবিত করবে? গাণিতিক বিশ্লেষনের ভিত্তিতে তোমার মতামত দাও।

৪। একটি শার্ট উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিটি শার্টের বিক্রয়মুল্য ৪৫০ টাকা। প্রতিষ্ঠানের স্থিরব্যয় ১০,০০,০০০ টাকা। প্রতিটি শাট্রের পরিবর্তনশীল ব্যয় ২০০ টাকা। মুনাফা বাড়ানোর কৌশল হিসেবে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক জনাব মিতু আগামী বছর প্রতিটি শার্টের বিক্রয়মুল্য ৫০ টাকা কমিয়ে বিক্রয়ের সিদ্ধান্ত নিলেন এবং ৮,০০০ টি শার্ট বিক্রি করে ১০,০০,০০০ টাকা মুনাফা অর্জনের পরিকল্পনা নিয়েছেন। [ঢা.বো. ২০১৬]
গ. উদ্দিপকে বর্ণিত স্বাভাবিক অবস্থায় কত টাকার শার্ট বিক্রি করলে প্রতিষ্ঠানের লাভ-ক্ষতি কিছুই হবে না নির্ণয় কর।
ঘ. উদ্দীপকে বর্ণিত পরিবর্তীত পরিস্থিতিতে মিতুর পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব কি না গাণিতিক ভাবে বিশ্লেষণ কর।

৫। BTC কোং লি. একটি ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির স্থায়ী ব্যয় ৮ লক্ষ টাকা। প্রতিষ্ঠানটির উৎপাদিত পণ্যের প্রতি এককের বিক্রয় মূল্য ৬০ টাকা এবং প্রতি একক পণ্যের পরিবর্তণশীল ব্যয় ২০ টাকা। [রা.বো. ২০১৭]
গ. BTC কোং লি. এর সমচ্ছেদ বিন্দু নির্ণয় কর।
ঘ. যদি BTC কোং লি.এর প্রতি এককের বিক্রয় মুল্য ১৬২/৩% কমে যায় , তবে উদ্দীপকের BTC কোং লি. এর সমচ্ছেদ বিন্দুতে কীপ্রভাব পড়বে তা
বিশ্লেষণ কর।

৬। PSL কোং বিদ্যুৎ সাশ্রয়ী বাতি উৎপাদন ও বিক্রি করে।কোম্পানির প্রাসঙ্গিক তথ্য নিম্নরূপঃ [রা.বো. সি.বো. ২০১৬]
বার্ষিক বিক্রি (২,৫০০ একক) ৫,০০,০০০/- টাকা
বার্ষিক স্থির ব্যয় ১,৬০,০০০ টাকা
একক প্রতি উৎপাদন ব্যয় ১২০ টাকা
গ. PSL কোম্পানির বর্তমান মুনাফা বা ক্ষতি কত?
ঘ. উদ্দীপকের তথ্যাবলির আলোকে PSL কোং সমচ্ছেদ বিন্দু চার্ট বিশ্লেষণ কর।

৭। BF লিঃ একটি চেয়ার উৎপাদনকারী প্রতিষ্ঠান। তাদের উৎপাদিত প্রতিটি চেয়ার ৪৫০ টাকা করে বিক্রি করা হয়। প্রতিষ্ঠানটির সারা বছরে মোট স্থির ব্যয় হয় ১৮,০০,০০০ টাকা এবং প্রতি একক পণ্যের জন্য পরিবর্তনশীল ব্যয় ২০০ টাকা। প্রতিষ্ঠানটি বছরে ১৩,০০০ টি চেয়ার বিক্রি করে ১২,০০,০০০ টাকা মুনাফা করতে চায়। উল্লেখ্য যে, প্রতিষ্ঠানটির বাজার প্রতিযোগিতার কথা বিবেচনা করে প্রতি ইউনিটের বিক্রয় মূল্যর কোনো পরিবর্তন
করতে চায় না।
[দি.বো. ২০১৭]
গ. BF লিঃ এর ব্রেক ইভেন এককে নির্ণয় করো।
ঘ. কোম্পানিটি তার কাঙ্খিত মুনাফা অর্জনের জন্য কী সিদ্ধান্ত নিতে পারে তার পরামর্শ দাও।

৮। জনাব রায়হান একজন সচেতন ব্যবসায়ী। তিনি ব্যবসায়ে সবসময় কম ঝুকির দিকে আকৃষটট হযে থাকেন। বর্তমানে রায়হানের ব্যবসায়েএকক প্রতি বিক্রয়মুল্য ৬০ টাকা। একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ৪৫ টাকা ও মোট স্থায়ী ব্যয় ১০,০০০ টাকা। তিনি ব্যবসায়ের বিভিন্ন দিক বিবেচনা করে ঝুকি সর্বনিম্নকরণের চিন্তা করছেন। [দি.বো. ২০১৬]
গ. জনাব রায়হানের সমচ্ছেদ বিন্দু নির্ণয়কর।
ঘ. জনাব রায়হান কীভাবে তার ব্যবসায়ে ঝুকি কমাতে পারেন? উত্তরের সপক্ষে যুক্তি দাও।

Share:

0 Comments:

Post a Comment

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide