একাদশ-দ্বাদশ শ্রেণির গাইড
রসায়ন ১ম পত্র
অধ্যায় ৪: রাসায়নিক পরিবর্তন
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
HSC Chemistry 1st Paper
Chapter-4
Srijonshil
Question and Answer pdf download
জ্ঞানমূলক প্রশ্নোত্তর:
প্রশ্ন-১. প্রভাবক কী?
উত্তর: যে পদার্থ অল্প পরিমাণে বিক্রিয়কের সংস্পর্শে উপস্থিত থেকে রাসায়নিক বিক্রিয়ার গতি বৃদ্ধি বা হ্রাস করে এবং বিক্রিয়া শেষে নিজে গঠনে ও ভরে অপরিবর্তিত থাকে তাকে প্রভাবক বলে।
প্রশ্ন-২. আবিষ্ট প্রভাবক কী?
উত্তর: যে রাসায়নিক বিক্রিয়ায় একটি বিক্রিয়কের প্রভাবে যদি অপর একটি বিক্রিয়ক প্রভাবিত হয় তবে প্রথম প্রভাবকটিকে আবিষ্ট প্রভাবক বলে।
প্রশ্ন-৩. প্রভাবক বিষ কী?
উত্তর: যে সমস্ত পদার্থ প্রভাবকের প্রভাবন ক্ষমতা ধ্বংস করে দেয় তাদেরকে প্রভাবক বিষ বলে।
প্রশ্ন-৪. তাপহারী বিক্রিয়া কাকে বলে?
উত্তর: যে রাসায়নিক পরিবর্তনের ফলে তাপশক্তির শোষণ এবং বিক্রিয়া অঞ্চলের তাপমাত্রাহ্রাস পায় তাকে তাপহারী বিক্রিয়া বলে।
প্রশ্ন-৫. অত্যানূকূল তাপমাত্রা কী?
উত্তর: যে সর্বনিম্ন তাপমাত্রায় তাপোৎপাদী শিল্প প্রক্রিয়ায় যথোপযুক্ত কম সময়ে আশানুরম্নপ বা লাভজনক উৎপাদন করা সম্ভব সেই তাপমাত্রাকে অত্যানুকহল তাপমা্রতা বলে।
প্রশ্ন-৬. বন্ধন শক্তি কী?
উত্তর: কোন যেীগে উপস্থিত সকল নির্দিষ্ট বন্ধনের বন্ধন বিয়োজন শক্তির গড় মানকে ঐ নির্দিষ্ট বন্ধনটির বন্ধনশক্তি বলে।
প্রশ্ন-৭. ল্যাভয়সিয়ের সূত্রটি কী?
উত্তর: কোন বিক্রিয়া সম্মুখ দিকে ঘটলে যে এনথালপি পাওয়া যায় বিক্রিয়াটি বিপরীত দিকে ঘটলেও একই পরিমাণ বিপরীত চিহ্ন বিশিষ্ট এনথালপি পাওয়া যাবে।
প্রশ্ন-৮. হেসের সূত্রটি কী?
উত্তর: যদি আদি ও শেষ অবস্থা স্থির থাকে তবে কোন রাসায়নিক বিক্রিয়া দুই বা ততধীক উপায়ো যেকোনো ধাপে সংঘটিত হতে পারে, তবে যে পথই অবলম্বর করা হোকনা কেন, মোট বিক্রিয়া এনথালপি বা বিক্রিয়া তাপ সমান বা একই থাকবে।
প্রশ্ন-৯. পর্যাপ্ত তাপ কী?
উত্তর: পর্যাপ্ত পরিমাণ দ্রাবকে এক মোল দ্রব দ্রবীভূত করলে যে তাপ শোষিত বা উদগীরিত হয়, তাকে ঐ দ্রব্যের দ্রবণ তাপ বলে।
প্রশ্ন-১০. ধনাত্মক প্রভাবক কী?
উত্তর: যে প্রভাবক কোন রাসায়নিক বিক্রিয়ার স্বাভাবিক গতিতে বৃদ্ধি করে তাকে ধনাত্মক প্রভাবক বলে।
একাদশ-দ্বাদশ শ্রেণির গাইড
রসায়ন ১ম পত্র
অধ্যায় ৪: রাসায়নিক পরিবর্তন
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
HSC Chemistry 1st Paper
Chapter-4
Srijonshil
Question and Answer pdf download
অনুধাবনমূলক প্রশ্নোত্তর:
প্রশ্ন-১. তীব্র অম্ল বা ক্ষারের ক্ষেত্রে কোন সাম্যাবস্থার সৃষ্টি হয় না কেন?
উত্তর: অম্ল-ক্ষারক প্রশমন বিক্রিয়ার ক্ষেত্রে কোন বিশেষ অবস্থায় যদি বিক্রিয়ার সম্মুখবর্তী ও পশ্চাৎবর্তী গতি সমান হয়, তখন অম্ল ক্ষারক সাম্যাবস্থা সৃষ্টি হয়। তীব্র অম্ল ও ক্ষারক যে কোন ঘনমাত্রায় দ্রবণে অ-আয়নিত অম্ল বা ক্ষারকের পরিমাণ প্রায় শূন্য হয়। অর্থাৎ পশ্চাৎবর্তী বিক্রিয়ার গতি প্রায় শূন্য হয়। ফলে এক্ষেত্রে সাম্যাবস্থার সৃষ্টি হয় না।
প্রশ্ন-২. বিক্রিয়া সংঘটনের জন্য প্রয়োজন উপযুক্ত পরিবেশ- ব্যাখ্যা কর।
উত্তর: বিক্রিয়া সংঘটনে উপযুক্ত পরিবেশ আবশ্যক। উপযুক্ত পরিবেশ না পেলে বিক্রিয়া সংঘটিত হয় না। বিক্রিয়া সংঘটনে পরিবেশ তৈরিতে তাপ, চাপ, বিদ্যুৎ প্রবাহ প্রভৃতি ব্যবহার করা হয়। যেমন : অক্সিজেন ও হাইড্রোজেনকে কাছাকাছি রেখে অনেক বছর অতিবাহিত করলেও পানি উৎপন্ন হবে না। তবে বিদ্যুৎ প্রবাহ চালনা করলে সাথে সাথে বিক্রিয়া সংঘটিত হয়। এ থেকে বোঝা যায় যে, বিক্রিয়া সংঘটনে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা একান্তই আবশ্যক।
প্রশ্ন-৩. বিক্রিয়াটিতে চাপের প্রভাব ব্যাখ্যা কর।
উত্তর: বিক্রিয়াটিতে সম্মুখ দিকে অসংখ্য অণু বা মোল সংখ্যা বৃদ্ধি পায় এবং পশ্চাত দিকে মোল সংখ্যা হ্রাস পায়। কাজেই এই বিক্রিয়ার ওপর চাপ বৃদ্ধি করলে কিছু কিছু এর সাথে বিক্রিয়া করে এর পরিমাণ বৃদ্ধি করে এবং অণুর সংখ্যা কমাবে। ফলে চাপ বৃদ্ধি করলে এর বিয়োজন মাত্রা হ্রাস পাবে। বিপরীত ক্রমে, চাপ হ্রাস করলে এর বিয়োজন মাত্রা বৃদ্ধি পাবে।
প্রশ্ন-৪. সাম্যাবস্থার উপর ঘনমাত্রার প্রভাব ব্যাখ্যা কর।
উত্তর: ঘনমাত্রা হ্রাস অথবা বৃদ্ধি সাম্যাবস্থাকে প্রভাবিত করে। সাম্যমিশ্রণে কোন বিক্রিয়ক যোগ করলে বা বিক্রিয়া স্থল হতে কোন উৎপাদ সরিয়ে নিলে বিক্রিয়কের ঘনমাত্র বৃদ্ধি পায় ফলে সাম্যাবস্থাটি তখন ডানদিকে সরে যাবে। অপরদিকে সাম্য মিশ্রণে উৎপাদ যোগ করলে বা বিক্রিয়াস্থল হতে কোন বিক্রিয়ক সরিয়ে নিলে উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পাবে ফলে সাম্যাবস্থা বাম দিকে সরে আসে এবং ঘনমাত্রার পরিবর্তনকে প্রশমিত করে।
প্রশ্ন-৫. শক্তিশালী এসিডের অনুবন্ধী ক্ষার এবং দুর্বল এসিডের অনুবন্ধী ক্ষার শক্তিশালী হয় কেন?
উত্তর: হাইড্রসিড যেমন : প্রভৃতি এসিডের তীব্রতা এসিড সমূহের ঋণাত্মক আয়নের আকারের উপর নির্ভরশীল। আয়নের আকার যত বাড়বে তাদের অম্লত্ব তত বাড়াবে এবং ক্ষারকত্ব তত হ্রাস পাবে। সে হিসেবে ক্ষারকত্বের নিমণক্রম হ্রাস হচ্ছে- এবং অম্লত্বের নিমণক্রমহ্রাস হচ্ছে HI>HBr>HCI>HF। অতএব দেখা যাচ্ছে হচ্ছে উপরের ক্রমে শক্তিশালী ক্ষারক তাই তার অনুবন্ধী এসিড HF একটি দুর্বল এসিড এবং I হচ্ছে দুর্বল ক্ষারক তাই তার অনুবন্ধী এসিড হচ্ছে শক্তিশালী এসিড।
একাদশ-দ্বাদশ শ্রেণির গাইড
রসায়ন ১ম পত্র
অধ্যায় ৪: রাসায়নিক পরিবর্তন
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
HSC Chemistry 1st Paper
Chapter-4
Srijonshil
Question and Answer pdf download
১নং সৃজনশীল প্রশ্নঃ
একজন ছাত্র লা-শাতেলিয়া নীতি বুঝার জন্য বিভিন্ন তাপমাত্রা ও চাপের নিমেণর বিক্রিয়াটি সম্পন্ন করল এবং সর্বোচ্চ পরিমাণ শিল্পোৎপাদনের জন্যে কয়েকটি শর্ত নির্ধারণ করলো।
ক. মোলারিটি কী?
খ. সাম্যধ্রুবক এর মান শূন্য বা অসীম হতে পারে কী?
গ. উদ্দীপকের পরিক্ষার সাম্যাবস্থার উপর চাপের প্রভাব ব্যাখ্যা কর।
ঘ. উদ্দীপকের পরিক্ষাটিতে তাপমাত্রা কমিয়ে বা বাড়িয়ে করলে কী সমস্যা হবে।
১নং সৃজনশীল প্রশ্নের উত্তর: (ক).
নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের গ্রাম-আণবিক ভর বা মোল সংখ্যাকে ঐ দ্রবণের মোলারিটি বা মোলার ঘনমাত্রা বলে।
১নং সৃজনশীল প্রশ্নের উত্তর: (খ).
সাম্যধ্রুবকের মান শূন্য বা অসীম হতে পারে না।
সম্যাবস্থায় বিক্রিয়ক এবং উৎপাদ উভয়ই থাকে। কোন বিক্রিয়া সাম্যবস্থায় বিক্রিয়ক এবং উৎপাদ উভয়ই থাকে। কোন বিক্রিয়া সম্পন্ন হলে বা বিক্রিয়া সংগঠিত না হলেই কেবল সাম্যধ্রুবকের মান যথাক্রমে অসীম বা শূন্য হয়। তাই সাম্যধ্রুবকের মান ক্ষুদ্রাতিক্ষুদ্র বা অসীম হতে পারে কিন্তু শূন্য বা অসীম হতে পারে না।
১নং সৃজনশীল প্রশ্নের উত্তর: (গ).
উদ্দীপকের বিক্রিয়া অনুযায়ী চাপ মোল বিক্রিয়ক পদার্থ থেকে দুই মোল উৎপাদ পদার্থ তৈরি হয়। অর্থাৎ বিক্রিয়ক অপেক্ষা উৎপাদের মোল সংখ্যা কম। তাই বিক্রিয়ার ফলে গ্যাসের মোল সংখ্যা কমতে থাকে অর্থাৎ মোলার আয়তন কমে যায়; ফলে একই আয়তনে গ্যাসের চাপ কমে। তাই সাম্যাবস্থা অর্জিত হওয়ার পর চাপ চাড়ালে বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হয়ে উৎপাদ এর পরিমাণ বাড়ায়। কেননা তার ফলে সিস্টেম গ্যাসীয় মোল সংখ্যা কমবে এবং সে সময় চাপ কমবে, যা চাপ বাড়ানোকে প্রশমিত করে। আবার চাপ কমালে বিক্রিয়াটি পিছনদিকে সরে যাবে অর্থাৎ কিছু বিয়োজিত হয়ে ও উৎপন্ন করবে।
১নং সৃজনশীল প্রশ্নের উত্তর: (ঘ).
উদ্দীপকের পরীক্ষার বিক্রিয়া একটি তাপোৎপাদী বিক্রিয়া অর্থাৎ এক্ষেত্রে তাপ নির্গত হয়। তাই পরীক্ষাটি তাপমাত্রা বাড়িয়ে করলে বিক্রিয়াটি পশ্চাৎদিকে ঘটবে। অর্থাৎ কিছু উৎপাদ (AB3) বিয়োজিত হয়ে ও উৎপন্ন করবে। অর্থাৎ তাপমাত্রা বাড়ালে উৎপাদনের হার হ্রাস পাবে।
অপরদিকে, পরীক্ষাটি তাপমাত্রা কমিয়ে করলে সাম্যের অবস্থান ডান দিকে অধিক অগ্রসর হয়ে উৎপাদ (AB3) এর পরিমাণ বৃদ্ধি করবে। আবার তাপমাত্রা বেশি কমালে AB3 এর উৎপাদনের হার কমে যাবে।
একাদশ-দ্বাদশ শ্রেণির গাইড
রসায়ন ১ম পত্র
অধ্যায় ৪: রাসায়নিক পরিবর্তন
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
HSC Chemistry 1st Paper
Chapter-4
Srijonshil
Question and Answer
২নং সৃজনশীল প্রশ্নঃ
ক. সমসত্ব সাম্যবস্থা কী?
খ. এর জলীয় দ্রবণ অম্লধর্মী ব্যাখ্যা কর।
গ. উদ্দীপকের উল্লেখিত বিক্রিয়ায় লা-শ্যাটেলিয়ার নীতি অনুসাযায়ী উপাদানসমূহের ঘনমাত্রা পরিবর্তন ঘটানো হলে কী পরিবর্তন ঘটবে?
ঘ. উদ্দীপকের বিক্রিয়ার এর রাশিমালা প্রতিপাদন কর।
২নং সৃজনশীল প্রশ্নের উত্তর: (ক).
যে সাম্যাবস্থায় কোন উভমুখী বিক্রিয়ার সবগুলো বিক্রিয়ক এবং উৎপাদ একই ভৌত অবস্থায় থাকে তাকে সমসত্ব সামম্যবস্থা বলে।
২নং সৃজনশীল প্রশ্নের উত্তর: (খ).
এর জলীয় দ্রবণ অম্লধর্মী। জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে এবং উৎপন্ন করে। এ দিকে পানি বিয়োজিত হয়ে আয়নে পরিণত হয়।
(জলীয়)
উৎপন্ন তীব্র অ্যাসিড। সুতরাং এর জলীয় দ্রবণ অম্লধর্মী।
২নং সৃজনশীল প্রশ্নের উত্তর: (গ).
যদি কোন বিক্রিয়ার সাম্যাসস্থায় উপস্থিত বস্ত্তসমুহের একটির ঘনমাত্রা পরিবর্তন করা হয় তবে লা-শাতেলিয়ে নীতি অনুযায়ী সাম্যাবস্থা এমনভাবে বদলাবে যে সে ঘনমাত্রা পরিবর্তনের প্রভাব প্রশমিত হয়।
উদ্দীপকের বিক্রিয়াটি হচ্ছে-
তাপ
বিক্রিয়ায় সাম্যাবস্থা অর্জিত হওয়ার পর বিক্রিয়ক এর ঘনমাত্রা বাড়ালে বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হয়ে বিক্রিয়কের ঘনমাত্রা কিছুটা হ্রাস করবে। অপর দিকে উৎপাদ ও এর ঘনমাত্রা বাড়ালে বিক্রিয়া পিছনের দিকে অগ্রসর হবে। অর্থাৎ কিছু উৎপাদ বিক্রিয়া করে উৎপন্ন করবে। ফলে ও এর ঘনমাত্রা কমবে।
২নং সৃজনশীল প্রশ্নের উত্তর: (ঘ).
উদ্দীপকের বিক্রিয়া :
ধরা যাক, 1 mol কে তাপ দেওয়ার ফলে সাম্যাবস্থা অংশ বিয়েজিত হয়ে mol ও mol উৎপন্ন হয়েছেঅ সুতরাং এর অবিয়োজিত মোল সংখ্যা = (1 - ) বিক্রিয়া V লিটার পাত্রে নিষ্পন্ন করা হয়।
প্রাথমিক অবস্থা : 1mol 0 mol 0 mol
সাম্যাবস্থা :(1 - )mol mol mol
বিক্রিয়ায় উপস্থিত মোট মোলসংখ্যা = 1- + +
= 1 +
মোট চাপ P হলে এর আংশিক চাপ,
এর মোল ভগ্নাংশ মোট চাপ =
অনুরুপভাবে,
একাদশ-দ্বাদশ শ্রেণির গাইড
রসায়ন ১ম পত্র
অধ্যায় ৪: রাসায়নিক পরিবর্তন
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
HSC Chemistry 1st Paper
Chapter-4
Srijonshil
Question and Answer
৩নং সৃজনশীল প্রশ্নঃ
Fig – 0.1 M NaOH ক্ষার দ্বারা HCI এর প্রশমন।
ক. সাম্যধ্রুবক
খ. দেখাও যে, pH + pOH = 14
গ. প্রদত্ত এসিড ক্ষারক টাইট্রেশন ফেনলফথ্যালিন উপযুক্ত নির্দেশক, মিথাইল অরেঞ্জ নয় কেন?
ঘ. HCI এসিডের পরিবর্তে ব্যবহার করলে এ দুপ এক লিটার বাফার দ্রবণ কিভাবে তৈরি করা যায় যার
যেখানে
৩নং সৃজনশীল প্রশ্নের উত্তর: (ক).
কোন গ্যাসীয় বিক্রিয়ার সাম্যাবস্থায় অংশগ্রণকারী পদার্থসমূহের সক্রিয় ভরকে তাদের আংশিক চাপের মাধ্যমে প্রকাশ করলে ওয সাম্যধ্রুবক পাওয়া যায়, তাকে বলে।
৩নং সৃজনশীল প্রশ্নের উত্তর: (খ).
আমরা জানি, তাপমাত্রায় পানির আয়নিক গুণফল,
বা, [উভয়পক্ষক্ষ - log নিয়ে]
বা,
বা, pH + pOH = 14 (দেখানো হলো)
৩নং সৃজনশীল প্রশ্নের উত্তর: (গ).
প্রদত্ত এসিড ক্ষারক টাইট্রেশন ফেনলফ্থ্যালিন নির্দেশক হওয়ার কারণ নিমণরম্নপ: প্রদত্ত এসিড ক্ষারকের ট্রাইট্রেশনের প্রশমন রেখাচিত্র অনুসারে তুল্যবিন্দু অতিক্রমের সময় pH 6 থেকে 10 এ পরিবর্তিত হয়। মিথাইল অরেঞ্জের pH বিস্তার 3.1 থেকে 4.4 হওয়ার কারণে এক্ষেত্রে ফেনলফথেলিন উপযুক্ত নির্দেশক।
৩নং সৃজনশীল প্রশ্নের উত্তর: (ঘ).
এখানে প্রদত্ত এসিড হিসেবে এবং ক্ষার হিসেবে NaOH ব্যবহার করা হয়।
এক্ষেত্রে, হেন্ডারসন হ্যাসেলবাথ সমীকরণ অনুসারে পাই,
pH =
বা, 5 = 4.74 + log এখানে,
বা, =0.26 pH = 5
বা, = anti log 0.26 = 1.89
এক্ষেত্রে, লবণ হবে সোডিয়াম অ্যাসিটেট।
অর্থাৎ এক লিটার বাফার দ্রবণে এমন পরিমাণ সোডিয়াম অ্যাসিটেট ও এসিটিক এসিড নিতে হবে যাতে তাদের মোলের অনুপাত 1.89 হয়।
একাদশ-দ্বাদশ শ্রেণির গাইড
রসায়ন ১ম পত্র
অধ্যায় ৪: রাসায়নিক পরিবর্তন
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
HSC Chemistry 1st Paper
Chapter-4
Srijonshil
Question and Answer
৪নং সৃজনশীল প্রশ্নঃ
মঈন 0.5M AB দ্রবণ নিয়ে 10 মিনিট পর লক্ষ করল যে AB দ্রবণের ঘনমাত্রা 0.2M হয়ে গেছে এবং প্রদত্ত পরীক্ষা থেকে সে একটি গ্রাফ আঁকল যা নিচে দেয়া হল:
ক. বিক্রিয়ার হার কী?
খ. বিক্রিয়ার হারের সাথে বিক্রিয়কের প্রকৃতির প্রভাব - ব্যখ্যা কর।
গ. মঈনের কৃত পরীক্ষার বিক্রিয়ার হার নির্ণয় করো।
ঘ. উল্লেখিত গ্রাফের আলোকে মঈনের পরীক্ষাকৃত বিক্রিয়াটির প্রকৃতি বিশ্লেষণ করো।
৪নং সৃজনশীল প্রশ্নের উত্তর: (ক).
প্রতি একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস অথবা বিক্রিয়ায় সৃষ্ট উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধির হারকে বিক্রিয়ার হার হলা হয়।
৪নং সৃজনশীল প্রশ্নের উত্তর: (খ).
বিক্রিয়কের অণু আয়নিক অবস্থায় থাকলে বিক্রিয়ার গতি প্রবল হয়। যেমন : দ্বি-বিয়োজন ও প্রশমন বিক্রিয়া খুব দ্রম্নত সংঘটিত হয়। জারণ-বিজারণ বিক্রিয়া ও আয়নিক বিক্রিয়া হতে মন্থর হয়ে থাকে। কারণ এইসব ক্ষেত্রে পরমাণুর সর্ববহিঃস্থ কক্ষক্ষর ইলেকট্রন আদান- প্রদান হতে বেশ সময়ের প্রয়োজন হয় এবং বাহির হতে শক্তি প্রয়োগ করতে হবে।
৪নং সৃজনশীল প্রশ্নের উত্তর: (গ).
এখানে, বিক্রিয়ার হার সময়ের সাথে পরিবর্তিত হয় না। তাই এটি একটি শূন্য ক্রমের বিক্রিয়া। উৎপাদের ঘনমাত্রা, x = 0.20 M ।
ঘনমাত্রা 0.20 M হতে সময় লেগেছে, t = 10 মিনিট।
সুতরাং, বিক্রিয়ার হার ধ্রুবক,
যেহেতু বিক্রিয়াটি শূন্য ক্রমের সেহেতু বিক্রিয়ার হার ঘনমাত্রার উপর নির্ভর করে না।
সুতরাং, বিক্রিয়ার হার
৪নং সৃজনশীল প্রশ্নের উত্তর: (ঘ).
মঈরন কৃত পরীক্ষার লেখটিত্র থেকে দেখা যায় যে, বা বিক্রিয়ার হার সময়ের সাথে কোনো পরিবর্থন হয় না। সুতরাং এটি একটি শূন্য ক্রম বিক্রিয়া।
প্রদত্ত বিক্রিয়া : AB উৎপাদ
বিক্রিয়ার হার =
বিক্রিয়ার হারের সমীকরণ,
= k [AB]
বা, = [যেহেতু শূন্য ক্রম]
বা, =
বা, - d[AB] = dt
বা, - d [AB] = dt
বা, - [AB] = t [ = হার ধ্রুবক]
বা, = -
উপরিউক্ত সমীকরণ অনুযায়ী, বনাম সময় t বিন্দু স্থাপন করলে প্রাপ্ত সরলরেখা x অক্ষক্ষর সমান্তরাল হবে, যা উদ্দীপকের লেখচিত্রের ন্যায়।
সুতরাং, মঈনের কৃত পরীক্ষার বিক্রিয়ার হার সময়ের সাথে অপরিবর্তিত থাকে; যা একটি শূন্যক্রমের বিক্রিয়া।
একাদশ-দ্বাদশ শ্রেণির গাইড
রসায়ন ১ম পত্র
অধ্যায় ৪: রাসায়নিক পরিবর্তন
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
HSC Chemistry 1st Paper
Chapter-4
Srijonshil
Question and Answer
PDF Version
✅ HSC রসায়ন ১ম পত্র: অধ্যায়-৫: সৃজনশীল প্রশ্ন ও উত্তর
0 Comments:
Post a Comment