HSC জীববিজ্ঞান ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর অধ্যায়-০৮ pdf download

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
জীববিজ্ঞান ১ম পত্র
৮ম অধ্যায়
 বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর 

HSC Biology 1st Paper pdf download
Chapter-08
 MCQ 
Question and Answer

১. কোন টিস্যুর কোষগুলো অসমভাবে পুরু থাকে?
[ক] প্যারেনকাইমা
[খ] কোলেনকাইমা
[গ] স্ক্লেরেনকাইমা
[ঘ] অ্যারেনকাইমা
সঠিক উত্তর: [খ]

২. কোন ভাজক টিস্যুর প্রভাবে মূল বা কান্ডের পার্শ্ব বৃদ্ধি ঘটে?
[ক] প্রাইমারি
[খ] প্রারম্ভিক
[গ] সেকেন্ডারি
[ঘ] নিবেশিত
সঠিক উত্তর: [গ]

৩. নিচের কোনটি হতে গ্রাউন্ড টিস্যু গঠিত হয়?
[ক] ভাস্কুলার বান্ডল
[খ] কর্ক ক্যাম্বিয়াম
[গ] প্রোক্যাম্বিয়াম
[ঘ] গ্রাউন্ড মেরিস্টেম
সঠিক উত্তর: [ঘ]

৪. যেসব স্থায়ী টিস্যুর সবগুলো কোষে, আকার, আকৃতি ও গঠন বৈশিষ্ট্য এক রকম তাদের কী বলা হয়?
[ক] জটিল টিস্যু
[খ] সরল টিস্যু
[গ] রিব টিস্যু
[ঘ] ভাজক টিস্যু
সঠিক উত্তর: [খ]

৫. নিচের কোন টিস্যুর নিউক্লিয়াস অপেক্ষাকৃত বড়?
[ক] জটিল টিস্যু
[খ] ভাজক টিস্যু
[গ] যৌগিক টিস্যু
[ঘ] সরল টিস্যু
সঠিক উত্তর: [খ]

৬. তেল, ট্যানিন ও খনিজ লবণ বিদ্যমান কোনটিতে?
[ক] ইডিওব্লাস্ট
[খ] ক্লোরেনকাইমা
[গ] অ্যারেনকাইম
[ঘ] স্টিলেট
সঠিক উত্তর: [ক]

৭. কখন উদ্ভিদে নতুন পাতা গজায়?
[ক] বর্ষাকালে
[খ] শীতের শুরুতে
[গ] হেমন্তকালে
[ঘ] বসন্তকালে
সঠিক উত্তর: [ঘ]

৮. প্রোটোডার্মের ভাজক কোষের পরিবর্তিত রূপ -
i. এপিডার্মিস
ii. এন্ডোডার্মিস
iii. এপিব্লেমা

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [গ]

৯. নিচের কোনটি ভুট্টা কান্ডে সম্পূর্ণরূপে অনুপস্থিত?
[ক] পিথ
[খ] কর্টেক্স
[গ]এপিব্লেমা
[ঘ] পিথর
সঠিক উত্তর: [ঘ]

১০. সরু ব্যাসবিশিষ্ট জাইলেমকে বলে -
[ক] মেটাজাইলেম
[খ] প্রোমেটাজাইলেম
[গ] এন্ডার্ক
[ঘ] মেসার্ক
সঠিক উত্তর: [খ]

১১. মিষ্টি কুমড়া গাছের কান্ডে কোন ধরনের ভাস্কুলার টিস্যু থাকে?
[ক] সমদ্বিপার্শ্বীয়
[খ] সমপার্শ্বীয়
[গ] অরীয়
[ঘ] কেন্দ্রিক
সঠিক উত্তর: [ক]

১২. কোন টিস্যুর বিভাজনের মাধ্যমে উদ্ভিদ দৈর্ঘ্যে বৃদ্ধি পায়?
[ক] প্রাইমারি ভাজক টিস্যু
[খ] শীর্ষস্থ ভাজক টিস্যু
[গ] ইন্টারক্যালরি ভাজক টিস্যু
[ঘ] পার্শ্বীয় ভাজক টিস্যু
সঠিক উত্তর: [খ]

১৩. প্লেট টিস্যুর উদাহরণ কোনটি?
[ক] মজ্জা
[খ] পাতা
[গ] সস্যকলা
[ঘ] কর্টেক্স
সঠিক উত্তর: [খ]

১৪. কোন টিস্যুর বিভাজনে উদ্ভিদের সেকেন্ডারি বৃদ্ধি ঘটে?
[ক] শীর্ষস্থ ভাজক টিস্যু
[খ] পার্শ্বীয় ভাজক টিস্যু
[গ] প্রোটোর্ডাম
[ঘ] প্রারম্ভিক ভাজক টিস্যু
সঠিক উত্তর: [খ]

১৫. জটিল টিস্যুর অন্তর্ভুক্ত -
i. ফ্লোয়েম টিস্যু
ii. জাইলেম টিস্যু
iii. তরুক্ষীর টিস্যু ও গ্রন্থি টিস্যু

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ক]

১৬. নিচের কোনটি থেকে ভাস্কুলার টিস্যুতন্ত্র সৃষ্টি হয়?
[ক] প্রোটোডার্ম
[খ] প্রোক্যাম্বিয়াম
[গ] কর্ক ক্যাম্বিয়াম
[ঘ] কর্টেক্স
সঠিক উত্তর: [খ]

১৭. নারিকেলের মূলের অন্তর্গঠনে কোনটি অনুপস্থিত?
[ক] এন্ডোডার্মিস
[খ] পেরিসাইকল
[গ] মজ্জা
[ঘ] হাইপোডার্মিস
সঠিক উত্তর: [ঘ]

১৮. জাইলেম Y বা V আকৃতি দেখা যায় -
[ক] একবীজপত্রী কান্ডে
[খ] দ্বিবীজপত্রী কান্ডে
[গ] একবীজপত্রী মূলে
[ঘ] দ্বিবীজপত্রী মূলে
সঠিক উত্তর: [ক]

১৯. জটিল টিস্যু কোনটি?
[ক] কোলেনকাইমা
[খ] স্ক্লেরেনকাইমা
[গ] পেরেনকাইমা
[ঘ] জাইলেম ও ফ্লোয়েম
সঠিক উত্তর: [ঘ]

২০. এপিডার্মিসের কোষগুলো কী জাতীয়?
[ক] প্যারেনকাইমা
[খ] কোলেনকাইমা
[গ] স্ক্লেরেনকাইমা
[ঘ] অ্যারেনকাইমা
সঠিক উত্তর: [ক]

২১. কোন উদ্ভিদে কিউটিকলের পরিবর্তে মোমের স্তর আছে?
[ক] আফিম
[খ] রাবার
[গ] কচুরিপানা
[ঘ] ছাতিম
সঠিক উত্তর: [গ]

২২. একটি একবীজপত্রী মূলে জাইলেম বান্ডেল থাকে -
[ক] একের অধিক
[খ] চার থেকে ছয়টি
[গ] ছয়ের অধিক
[ঘ] দুটি
সঠিক উত্তর: [গ]

২৩. পরিচক্রের কাজ -
i. খাদ্য তৈরি
ii. খাদ্য সঞ্চয়
iii. যান্ত্রিক শক্তি প্রদান

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [খ]

২৪. Xylose শব্দটির অর্থ কী?
[ক] বস্ত্র
[খ] বাঁশ
[গ] কাঠ
[ঘ] লোহা
সঠিক উত্তর: [গ]

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইড জীববিজ্ঞান প্রথম পত্র সৃজনশীল এবং বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর: অধ্যায়-৯

২৫. কর্কক্যাম্বিয়াম কোন ধরনের ভাজক টিস্যুর উদাহরণ?
[ক] প্রাইমারি ভাজক টিস্যু
[খ] প্রারম্ভিক ভাজক টিস্যু
[গ] সেকেন্ডারী ভাজক টিস্যু
[ঘ] রিব ভাজক টিস্যু
সঠিক উত্তর: [গ]

২৬. পত্ররন্ধ্র বন্ধ বা খোলার কাজ নিয়ন্ত্রণ করে কোনটি?
[ক] রক্ষীকোষ
[খ] এপিডার্মিস
[গ] স্টোমাটা
[ঘ] পেরিডার্মিস
সঠিক উত্তর: [ক]

২৭. কোনটি ভাস্কুলার বান্ডলের কাজ?
[ক] খাদ্য তৈরি
[খ] খাদ্য ও কাঁচামাল পরিবহন
[গ] খাদ্য সঞ্চয়
[ঘ] খাদ্যের পচন নিবারণ
সঠিক উত্তর: [খ]

২৮. কোন টিস্যুর বিভাজনের ফলে উদ্ভিদের আয়তনে বৃদ্ধি ঘটে?
[ক] মাস ভাজক টিস্যু
[খ] প্লেট ভাজক টিস্যু
[গ] রিব ভাজক টিস্যু
[ঘ] উপরের সবগুলো
সঠিক উত্তর: [খ]

২৯. একবীজপত্রী উদ্ভিদের কান্ডের জাইলেম উপাদানগুলোর আকৃতি ইংরেজি কোন অক্ষরের মতো?
[ক] U বা V
[খ] V বা X
[গ] V বা Y
[ঘ] Y বা Z
সঠিক উত্তর: [গ]

৩০. নিচের কোনটি একবীজপত্রী উদ্ভিদের মূলের শনাক্তকারী বৈশিষ্ট্য?
[ক] বহুকোষী রোমযুক্ত
[খ] কর্টেক্স অসমসত্ত্ব প্রকৃতির
[গ] ভাস্কুলার বান্ডল সংযুক্ত প্রকৃতির
[ঘ] পিথ চওড়া
সঠিক উত্তর: [ঘ]

৩১. কর্টেক্স, মজ্জা, মজ্জারশ্মি, পেরিসাইকল প্রভৃতি কোন টিস্যু হতে উৎপন্ন?
[ক] প্রোটোডার্ম
[খ] গ্রাউন্ড মেরিস্টেম
[গ] প্রোক্যাম্বিয়াম
[ঘ] এপিডার্মাল
সঠিক উত্তর: [খ]

৩২. সেকেন্ডারি ভাজক টিস্যুর সৃষ্টি -
[ক] প্রোমেরিস্টেম হতে
[খ] পাতার মেসোফিল কোষ হতে
[গ] কর্ক ক্যাম্বিয়াম হতে
[ঘ] বায়ু কুঠুরী হতে
সঠিক উত্তর: [গ]

৩৩. বাইরের আঘাত থেকে রক্ষা করে নিচের কোনটি?
[ক] Epidermis
[খ] Hypodermis
[গ] Endodermis
[ঘ] Cortex
সঠিক উত্তর: [ক]

৩৪. ভাজক টিস্যুর অবস্থান -
i. কান্ড ও মূলের শীর্ষে
ii. কচি পাতায়
iii. পুষ্প ও কান্ডের পরিধিতে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ঘ]

৩৫. হাইপোডার্মিসের নিচ থেকে এন্ডোডার্মিস পর্যন্ত বিস্তৃত অংশটির নাম -
[ক] কর্টেক্স
[খ] পেরিসাইকল
[গ] মেডুলা
[ঘ] এন্ডোডার্মিস
সঠিক উত্তর: [ক]

৩৬. বর্ষবলয় উৎপন্ন হয় যে কারণে -
[ক] উদ্ভিদের গৌণ বৃদ্ধির জন্য
[খ] কর্ক ক্যাম্বিয়াম সৃষ্টির জন্য
[গ] ল্যান্টিসেল তৈরির জন্য
[ঘ] কর্টেক্স বৃদ্ধির জন্য
সঠিক উত্তর: [ক]

৩৭. ইডিওব্লাস্ট প্যারেনকাইমা কোষে বিদ্যমান -
i. তেল
ii. ভিটামিন
iii. ট্যানিন

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [গ]

৩৮. পত্ররন্ধ্র কোন টিস্যুতন্ত্রের অন্তর্গত?
[ক] এপিডার্মাল
[খ] ভাস্কুলার
[গ] বহিঃস্টিলিয়
[ঘ] অন্তঃস্টিলি
সঠিক উত্তর: [ক]

৩৯. কোন উদ্ভিদের পাতায় লিগনিন জমা হয়?
[ক] Cycas
[খ] সরিষা
[গ] গম
[ঘ] আখ
সঠিক উত্তর: [ক]

৪০. প্রারম্ভিক ভাজক টিস্যুর অবস্থান -
i. মূলের শীর্ষে
ii. কান্ডের গোড়ায়
iii. কান্ডের শীর্ষে

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ]i, ii ও iii
সঠিক উত্তর: [গ]

৪১. ফ্লোয়েম টিস্যুর একমাত্র মৃত উপাদান নিচের কোনটি?
[ক] সীভনল
[খ] সঙ্গীকোষ
[গ] ফ্লোয়েম ফাইবার
[ঘ] ফ্লোয়েম প্যারেনকাইমা
সঠিক উত্তর: [গ]

৪২. উদ্ভিদের অধিকাংশ অঞ্চল কোন টিস্যু দিয়ে গঠিত?
[ক] কোলেনকাইমা
[খ] ক্লোরেনকাইমা
[গ] অ্যারেনকাইমা
[ঘ] প্যারেনকাইমা
সঠিক উত্তর: [ঘ]

৪৫. লেপ্টোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডল পাওয়া যায় -
i. Dracaena
ii. Yucca
iii. Selaginella

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ক]

৪৬. নিচের কোন টিস্যুটি সংবহনে সাহায্য করে?
[ক] মাস
[খ] রিব
[গ] প্লেট
[ঘ] প্রোটোডার্ম
সঠিক উত্তর: [খ]

HSC জীববিজ্ঞান ১ম পত্র (mcq) বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর অধ্যায়-০৮

৪৭. দ্বিবীজপত্রী উদ্ভিদের হাইপোডার্মিস কোন কোষ দ্বারা গঠিত?
[ক] প্যারেনকাইমা
[খ] স্ক্লেরেনকােইমা
[গ] কোলেনকাইমা
[ঘ] অ্যারেনকাইমা
সঠিক উত্তর: [গ]

৪৮. সেকেন্ডারি ভাজক টিস্যু কোন স্তর হতে সৃষ্টি হয়?
[ক] মজ্জা
[খ] পেরিসাইকল
[গ] এপিডার্মিস
[ঘ] কর্টেক্স
সঠিক উত্তর: [ক]

৪৯. গৌণ বা সেকেন্ডারি ভাজক টিস্যু হলো -
i. প্রোক্যাম্বিয়াম
ii. কর্ক ক্যাম্বিয়াম
iii. ইন্টারফ্যালিকুলার ক্যাম্বিয়াম

নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [খ]

৫০. নিচের কোন টিস্যুকে যৌগিক টিস্যু বলা হয়?
[ক] জাইলেম টিস্যু
[খ] ক্যাম্বিয়াম টিস্যু
[গ] তরুক্ষীর টিস্যু
[ঘ] ক্ষরণকারী টিস্যু
সঠিক উত্তর: [ক]

জীববিজ্ঞান প্রথম পত্র: ৮ম অধ্যায়: সৃজনশীল প্রশ্ন ও উত্তর


একাদশ-দ্বাদশ শ্রেণির গাইড জীববিজ্ঞান প্রথম পত্র সৃজনশীল এবং বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর:অধ্যায়-৯


Share:

0 Comments:

Post a Comment

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide