এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
জীববিজ্ঞান ১ম পত্র
১ম অধ্যায়
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
HSC Biology 1st Paper pdf download
Chapter-01
MCQ
Question and Answer
১. পিউরিন জাতীয় ক্ষারক হলো-
i. অ্যাডনিন
ii. গুয়ানিন
iii. থাইমিন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ক]
২. নিউক্লিওসাইড ফসফোরিক এসিডের সাথে যুক্ত হয়ে গঠন করে-
[ক] নিউক্লিওটাইড
[খ] রাইবোজ শর্করা
[গ] ফসফোলিপিড এসিড
[ঘ] রাইবোনিউক্লিক এসিড
সঠিক উত্তর: [ক]
৩. ক্লোরোপ্লাস্টের জন্য প্রযোজ্য-
i. ৫০-৬০টি গ্রানা থাকে
ii. আকৃতি (পেয়ালাকৃতি, সর্পিলাকার, জালিকার)
iii. ব্যাস ৩-৫ মাইক্রেন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [গ]
৪. মানবদেহে ক্রোমোসোমের সংখ্যা কত?
[ক] ২৩টি
[খ] ৪৪টি
[গ] ৪৬টি
[ঘ] ১৬০০টি
সঠিক উত্তর: [গ]
৫. মাইটোকন্ড্রিয়ার ভেতরের পর্দা কিছু দূর পর পর আঙ্গুলের মতো ভাঁজ হয়ে যে উপবৃদ্ধির মত গঠন তৈরি করে তাকে কী বলে?
[ক] মাইক্রোভিলাই
[খ] অক্সিসোম
[গ] ক্রিস্টি
[ঘ] গ্রানাম
সঠিক উত্তর: [গ]
৬. ক্লোরোপ্লাস্টের শুষ্ক ওজনের শতকরা কত অংশ লিপিড?
[ক] ১০-২০
[খ] ১০-৩০
[গ] ১০-৪০
[ঘ] ১০-৫০
সঠিক উত্তর: [ক]
৭. প্রাথমিক কোষপ্রাচীরের নির্মাণ উপাদান -
i. সেলুলোজ
ii. হেমিসেলুলোজ
iii. পেকটিক পদার্থ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ঘ]
৮. ফটোসিনথেটিক ইউনিটে থাকে -
i. ক্লোরোফিল - A
ii. ক্লোরোফিল - B
iii. ক্লোরোফিল – C
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ক]
৯. বিজ্ঞানী ক্যামিলা গলজি কোন দেশীয়?
[ক] চীন
[খ] ইতালি
[গ] ইংরেজ
[ঘ] স্প্যানিশ
সঠিক উত্তর: [খ]
১০. ইলাইওপ্লাস্ট কোন জাতীয় পদার্থ সঞ্চয় করে?
[ক] স্টার্চ বা শ্বেতসার
[খ] তেল ও স্নেহ
[গ] প্রোটিন
[ঘ] গ্লুকোজ
সঠিক উত্তর: [খ]
১১. লাইসোসোমকে কোষের সুইসাইডল স্কোয়াড বলার কারণ কোনটি?
[ক] আমিষ সংশ্লেষণ
[খ] অটোফ্যআগ প্রক্রিয়া
[গ] স্নেহ জাতীয় পদার্থের বিপাক
[ঘ] পিনোক্যাগি প্রক্রিয়া
সঠিক উত্তর: [খ]
১২. প্রোটোপ্লাজমের কত শতাংশ পানি?
[ক] ২০-৪০%
[খ] ৩০-৬০%
[গ] ৫০০-৭০%
[ঘ] ৭০-৯০%
সঠিক উত্তর: [ঘ]
১৩. DNA অণুর মূল কাঠামো কোনটি?
[ক] গুয়ানিন
[খ] নিউক্লিওটাইড
[গ] অ্যাডেনিন
[ঘ] সাইটোসিস
সঠিক উত্তর: [খ]
১৪. বংশবৃদ্ধিতে DNA অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি –
[ক] বৃহৎ জৈব রাসায়নিক অণু
[খ] N2 দ্বারা গঠিত
[গ] নিউক্লিয়াসে পাওয়া যায়
[ঘ] প্রতিরূপ সৃষ্টি করতে পারে
সঠিক উত্তর: [ঘ]
১৫. জিনের বৈশিষ্ট্য হচ্ছে -
i. জিন DNA দ্বারা গঠিত
ii. ক্রোমোজোম দেহে প্রত্যেক জিনের স্থান নির্দিষ্ট
iii. একটি ক্রোমোজোমে অসংখ্য জিন থাকে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ঘ]
১৬. কোষের প্লাজমামেমব্রেন-
i. সংক্রিয়ভাবে ক্ষত নিরাময় করে
ii. বৈষম্যভেদ্য ঝিল্লি হিসেবে কাজ করে
iii. কোষে অণুর যাতায়াত নিয়ন্ত্রণ করে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ঘ]
১৭. AUG কোন অ্যামিনো এসিডের কোডন?
[ক] ফিনাইল এলানিন
[খ] মিথিওনিন
[গ] হিস্টিডিন
[ঘ] লাইসিন
সঠিক উত্তর: [খ]
১৮. কোনটি শুক্রাণুর লেজ গঠন করতে সাহায্য করে?
[ক] সেন্ট্রিওল
[খ] রাইবোজোম
[গ] লাইসোজোম
[ঘ] মাইটোকন্ড্রিয়া
সঠিক উত্তর: [ক]
১৯. মাইটোকন্ড্রিয়ার শুষ্ক ওজনের শতকরা কত ভাগ প্রোটিন?
[ক] ৪%
[খ] ২৯%
[গ] ২%
[ঘ] ৬৫%
সঠিক উত্তর: [ঘ]
২০. ক্রোমোজোমের দ্বিবিভাজন প্রত্যক্ষ করেন -
[ক] Bowman, 1840
[খ] Fontana, 1781
[গ] Van Benden, 1887
[ঘ] W. Fleming, 1879
সঠিক উত্তর: [ঘ]
২১. কোনটি কোষ বিভাজনের মুখ্য বস্তু?
[ক] নিউক্লিয়াস
[খ] রাইবোসোম
[গ] ক্রোমোসোম
[ঘ] গলগি বস্তু
সঠিক উত্তর: [গ]
২২. গলজি বস্তু-
i. এনজাইম ও হরমোন সংশ্লেষণে সহায়তা করে
ii. কোষপর্দা নবায়ন ও কোষপ্রাচীর গঠনে সাহায্য করে
iii. মাইটোকন্ড্রিয়াকে ATP উৎপাদনে উদ্বুদ্ধ করে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [গ]
২৩. গলজি বস্তুতে ঝিল্লি বিশিষ্ট বিদ্যমান উপাদানগুলো হলো -
i. ভ্যাকুওল
ii. সিস্টারনি
iii. ভেসিকল
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ঘ]
২৪. সাইটোপ্লাজমে DNA কী আকারে থাকে?
[ক] বৃত্তাকার
[খ] জটিলাকার
[গ] রিং আকার
[ঘ] ষড়ভূজাকারে
সঠিক উত্তর: [গ]
২৫. কোষের অম্লত্ব ও ক্ষারত্ব নিয়ন্ত্রণকারী অঙ্গাণু কোনটি?
[ক] কোষপ্রাচীর
[খ] সাইটোপ্লাজম
[গ] কোষঝিল্লি
[ঘ] এন্ডোপ্লাজমিক রেটিকুলাম
সঠিক উত্তর: [খ]
২৬. কোষপ্রাচীরের কাজ কোনটি?
[ক] কোষকে নির্দিষ্ট আকৃতি দান
[খ] নিউক্লিয়ার মেমব্রেন তৈরিতে সহায়তা করা
[গ] শক্তি উৎপাদন করা
[ঘ] প্রোটিন সঞ্চয় করা
সঠিক উত্তর: [ক]
২৭. বিজ্ঞানী রবার্টস ও ফ্রাঞ্চি আবিষ্কৃত কোষীয় অঙ্গাণুটি-
i. সাইটোপ্লাজমের সর্বত্র বিস্তৃত
ii. অতিসূক্ষ্ম ও শাখাযুক্ত
iii. এক প্রকার দীর্ঘ নালিকা
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [খ]
২৮. Robert Brown কত সালে নিউক্লিয়াস আবিষ্কার করেন?
[ক] ১৮৩০
[খ] ১৮৩১
[গ] ১৮৩২
[ঘ] ১৮৩৩
সঠিক উত্তর: [খ]
২৯. গলজি বস্তুর কাজ -
i. লাইসোজোম তৈরি
ii. অপ্রোটিন জাতীয় পদার্থের সংশ্লেষণ
iii. প্রোটিন সংশ্লেষণ
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ক]
৩০. নিউক্লিয়াস উৎপন্ন হয় নিচের কোনটি থেকে?
[ক] SAT ক্রোমোজোম থেকে
[খ] SAT ক্রোমোজোমের স্যাটেলাইটের জিন থেকে
[গ] অপত্য ক্রোমোজোম থেকে
[ঘ] নিউক্লিয়াস থেকে
সঠিক উত্তর: [খ]
৩১. প্রোক্যারিওটিক কোষের রাইবোজোম কোন ধরনের?
[ক] 50S
[খ] 60S
[গ] 70S
[ঘ] 80S
সঠিক উত্তর: [গ]
৩২. DNA এর যে সব নিউক্লিওটাইড কোডন গঠন করে না তাদের কি বলে?
[ক] ইন্ট্রন
[খ] রেকন
[গ] গ্লাইকোজেন
[ঘ] সিস্ট্রন
সঠিক উত্তর: [ক]
৩৩. কোনটি বর্ণহীন প্লাস্টিড?
[ক] ক্রোমোটোপ্লাস্ট
[খ] ক্রোমোপ্লাস্ট
[গ] ক্লোরোপ্লাস্ট
[ঘ] লিউকোপ্লাস্ট
সঠিক উত্তর: [ঘ]
৩৪. সাধারণ কোষের বিভিন্ন উপাংশ পরিমাপের জন্য কোন এককটি ব্যবহৃত হয়?
[ক] mm
[খ] inch
[গ] μm
[ঘ] nm
সঠিক উত্তর: [গ]
৩৫. সাধারণত একটি tRNA অণুতে কতটি ক্ষারক থাকে?
[ক] ৬০-৬৫
[খ]৬৫-৭৫
[গ] ৭৫-৮৫
[ঘ] ৮৫-৯৫
সঠিক উত্তর: [গ]
৩৬. আদর্শ অ্যামিনো এসিডের সংখ্যা -
[ক] ১০টি
[খ] ১৮টি
[গ] ২৫টি
[ঘ] ২০টি
সঠিক উত্তর: [ঘ]
৩৭. জিনের গঠনগত একক কী?
[ক] mRNA
[খ] gRNA
[গ] rRNA
[ঘ] DNA
সঠিক উত্তর: [ঘ]
৩৮. কোষপর্দার স্থানে যে ভাঁজ সৃষ্টি হয় তাকে কী বলে?
[ক] মাইক্রোভিলাস
[খ] মাইক্রোটিউবিউলস
[গ] মাইক্রোফাইব্রিল
[ঘ] মাইসেলি
সঠিক উত্তর: [ক]
৩৯. সিনোসাইট কী?
[ক] এক প্রকার নিউক্লিয়াস
[খ] এক প্রকার প্রোটোপ্লাজম
[গ] এক প্রকার কোষগহ্বর
[ঘ] এক প্রকার কোষঝিল্লি
সঠিক উত্তর: [খ]
৪০. কোষঝিল্লির জটিল ফসফোলাইপিডের মধ্যে কোনটি প্রধান?
[ক] লেসিথিন
[খ] গ্লাইকোলিপিড
[গ] গ্লাইকোফসফোটাইড
[ঘ] ফসফোটাইড
সঠিক উত্তর: [ক]
৪১. কোষপ্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক হলো -
[ক] মাইসেলিস
[খ] মাইক্রোফাইব্রিল
[গ] ম্যাক্রোফাইব্রিল
[ঘ] সেলুলোজ
সঠিক উত্তর: [ক]
৪২. রাইবোজোমের প্রধান কাজ কোনটি?
[ক] খাদ্য তৈরি
[খ] চর্বি তৈরি
[গ] প্রোটিন তৈরি
[ঘ] রেচন ক্রিয়া
সঠিক উত্তর: [গ]
৪৩. কোষের অম্লত্ব ও ফারত্ব বজায় রাখে কোনটি?
[ক] সাইটোপ্লাজম
[খ] প্লাজমালেমা
[গ] কোষপ্রাচীর
[ঘ] কোষগহ্বর
সঠিক উত্তর: [ক]
৪৪. প্রতি কোষে মাইটোকিন্ড্রয়ার সংখ্যা কত?
[ক] ১০০ থেকে ২০০
[খ] ২০০ থেকে ৩০০
[গ] ৩০০ থেকে ৪০০
[ঘ] ৪০০ থেকে ৫০০
সঠিক উত্তর: [গ]
৪৫. কোষের পদার্থবিহীন অঙ্গাণুটি-
i. আদিকোষে অনুপস্থিত থাকে
ii. প্রতিটি কোষে থাকে
iii. প্রকৃত কোষে উপস্থিত থাকে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [গ]
৪৬. সাইটোলজি বা কোষবিদ্যা জীববিজ্ঞানের একটি সমৃদ্ধ শাখা। এ শাখায় আলোচনা করা হয়-
i. কোষের প্রকার সম্পর্কে
ii. অঙ্গাণুর ভৌত ও রাসায়নিক গঠন সম্পর্কে
iii. কোষের বিভাজন, বিকাশ ও জৈবিক কার্যাবলি সম্পর্কে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ঘ]
৪৭. সাইটোপ্লাজমে অবস্থিত পানিতে দ্রবীভূত জৈব ও অজৈব পদার্থের সংখ্যা কত?
[ক] ৩৪
[খ] ৩৬
[গ] ৪০
[ঘ] ৪৬
সঠিক উত্তর: [খ]
৪৮. নিউক্লিওলাসের রাসায়নিক উপাদান হলো -
i. RNA
ii. প্রোটিন
iii. DNA
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ঘ]
৪৯. পরপর কয়টি বেস মিলে একটি কোডনের সৃষ্টি হয়?
[ক] ২টি
[খ] ৩টি
[গ] ৪টি
[ঘ] ৫টি
সঠিক উত্তর: [খ]
৫০. প্রজাতির চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশের জন্য দায়ী –
[ক] সেন্ট্রোসোম
[খ] মাইটোকন্ড্রিয়া
[গ] ক্রোমোজোম
[ঘ] জিন
সঠিক উত্তর: [ঘ]
৫১. সবুজ ভিন্ন অন্য সকল বর্ণের প্লাস্টিড কী নামে পরিচিত?
[ক] ক্লোরোপ্লাস্ট
[খ] লিউকোপ্লাস্ট
[গ] ক্রোমোপ্লাস্ট
[ঘ] ক্রোমোটোপ্লাস্ট
সঠিক উত্তর: [গ]
৫২. লিউকোপ্লাস্ট উদ্ভিদের কোন অঙ্গে অবস্থান করে?
[ক] ফুলে
[খ] কান্ডে
[গ] মূলে
[ঘ] শাখায়
সঠিক উত্তর: [গ]
৫৩. ক্ষারীয় ফুকসিন বা এসিটোকারমিন রঙের প্রতি আকর্ষিত নিউক্লিয়াসের অভ্যন্তরের বস্তুটি-
i. স্বয়ংক্রিয়ভাবে বিভাজনে সক্ষম
ii. স্বকীয় গঠন ও বৈশিষ্ট্যমন্ডিত নয়
iii. বংশানুক্রমে অপরিবর্তনশীল
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ক]
৫৪. জীবদেহের জৈবিক কার্যকলারে একক কী?
[ক] অঙ্গ
[খ] টিস্যু
[গ] জীবকোষ
[ঘ] কোষপর্দা
সঠিক উত্তর: [গ]
৫৫. কোন অঙ্গাণুটি ব্যাকটেরিয়া কোষের মেসোসোম গঠন করে?
[ক] প্লাজমামেমব্রেন
[খ] কোষপ্রাচীর
[গ] সাইটোপ্লাজম
[ঘ] প্রোটোস্টেরল
সঠিক উত্তর: [খ]
৫৬. কোষের আকৃতি যেসব বিষয়ের উপর নির্ভরশীল –
i. কোষের কার্য
ii. প্রোটোপ্লাজমের ঘনত্ব
iii. পৃষ্ঠটান
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ঘ]
৫৭. কোষ অভ্যন্তরের অঙ্গাণুসমূহকে রক্ষা ও বিভিন্ন পদার্থের গমনাগমন নিয়ন্ত্রণ করে কোনটি?
[ক] প্রোটোপ্লাজম
[খ] সাইটোপ্লাজম
[গ] কোষঝিল্লী
[ঘ] নিউক্লিয়াস
সঠিক উত্তর: [গ]
৫৮. লাইসোজোমকে কোষের ‘সুইসাইড স্কোয়াড’ বলার কারণ-
[ক] আমিষ সংশ্লেষণ
[খ] অটোফ্যাগি প্রক্রিয়া
[গ] স্নেহজাতীয় পদার্থের বিপাক
[ঘ] পিনোফ্যাগি প্রক্রিয়া
সঠিক উত্তর: [খ]
৫৯. একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে সাধারণত কত গ্রাম DNA পাওয়া যায়?
[ক] ১০
[খ] ৫০
[গ] ৭৫
[ঘ] ১০০
সঠিক উত্তর: [ঘ]
৬০. জীবের বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক হলো -
[ক] RNA
[খ] মাইটোকন্ড্রিয়া
[গ] DNA
[ঘ] সেন্ট্রোসোম
সঠিক উত্তর: [গ]
৬১. প্রোটিন সংশ্লেষণকারী ক্ষুদ্রাঙ্গের নাম -
[ক] লাইসোজোম
[খ] মাইক্রোজোম
[গ] রাইবোজোম
[ঘ] সেন্ট্রোজোম
সঠিক উত্তর: [গ]
৬২. কোনটি কোষবিভাজনের পর নিউক্লিয়ার মেমব্রেন তৈরিতে সহায়তা করে?
[ক] লাইসোজোম
[খ] এন্ডোপ্লাজমিক রেটিকুলাম
[গ] রাইবোজোম
[ঘ] মাইটোকন্ড্রিয়া
সঠিক উত্তর: [খ]
৬৩. কোষ উদ্ভাবনের পর কোষতত্ত্ব প্রবর্তন করেন কে?
[ক] Schleiden & Schwan
[খ] Swanson & Hickman
[গ] DcRobertis & Hickman
[ঘ] Swanson & Hickman
সঠিক উত্তর: [ক]
৬৪. কোষাভ্যন্তরে বিভিন্ন ক্ষরিত বস্তু কোষের বাইরে নিক্ষেপ করে কোনটি?
[ক] মাইটোকন্ড্রিয়া
[খ] নিউক্লিয়াস
[গ] গলজি বডি
[ঘ] সাইটোপ্লাজম
সঠিক উত্তর: [গ]
৬৫. কোষ বা Cell শব্দটি কোন ভাষা থেকে এসে?
[ক] গ্রিক
[খ] ল্যাটিন
[গ] সুইডিশ
[ঘ] ইংলিশ
সঠিক উত্তর: [খ]
৬৬. নিউক্লিয়াসের অর্ধতরল জেলির ন্যায় অংশটি-
i. সাইটোপ্লাজম অপেক্ষা কম ঘন
ii. DNA ও RNA দ্বারা গঠিত
iii. এনজাইম ও খনিজ লবণ দ্বারা গঠিত
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [গ]
৬৭. কোষ ঝিল্লীর বাইরের সেলুলোজ নির্মিত জড় আবরণটি-
i. কোষের আকৃতি নির্ধারণ করে
ii. কোষকে নমনীয়তা প্রদান করে
iii. কোষকে বাহ্যিক ঘাত প্রতিঘাত থেকে রক্ষা করে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [খ]
৬৮. কোথায় অধিক মাইটোকন্ড্রিয়া পাওয়া যায়?
[ক] উদ্ভিদের মূলে
[খ] উদ্ভিদের কান্ডে
[গ] প্রাণীর ফুসফুসে
[ঘ] প্রাণীর যকৃতে
সঠিক উত্তর: [ঘ]
৬৯. নিউক্লিয়ার মেমব্রেনের কাজ কোনটি?
[ক] নিউক্লিয়াসকে রক্ষণাবেক্ষণ করা
[খ] রাইবোজোম প্রস্তুত করা
[গ] RNA সংরক্ষণ করা
[ঘ] অণুনালিকা গঠন করা
সঠিক উত্তর: [ক]
৭০. কোনটি বার্তাবহ RNA?
[ক] mRNA
[খ] gRNA
[গ] tRNA
[ঘ] Minor RNA
সঠিক উত্তর: [ক]
৭১. আদিকোষের রাইবোসোম কোন প্রকৃতির?
[ক] ৫০s
[খ] ৬০s
[গ] ৭০s
[ঘ] ৮০s
সঠিক উত্তর: [গ]
৭২. বংশগতির গঠনগত ও কার্যগত একক কোনটি?
[ক] DNA
[খ] জিন
[গ] RNA
[ঘ] নিউক্লিয়াস
সঠিক উত্তর: [খ]
৭৩. সিস্টারনির প্রাচীর চওড়া হয়ে সৃষ্টি হয় –
[ক] ভ্যাকুওল
[খ] ভেসিকল
[গ] গ্রানা
[ঘ] টিউবিউলার
সঠিক উত্তর: [ক]
৭৪. উদ্ভিদের পরাগয়নে সাহায্য করে কোনটি?
[ক] ক্লোরোপ্লাস্ট
[খ] ক্রোমোপ্লাস্ট
[গ]লিউকোপ্লাস্ট
[ঘ] ইয়ালোপ্লাস্ট
সঠিক উত্তর: [খ]
৭৫. Sandwitch মডেল কোনটি?
[ক] মাইসেলার মডেল
[খ] দ্বি-স্তরবিশিষ্ট মডেল
[গ] প্রোটিন ক্রিস্টাল
[ঘ] ফ্লুইড মোজাইক মডেল
সঠিক উত্তর: [খ]
৭৬. কোষগহ্বরে পানি, আয়ন ও উপজাত পদার্থ সঞ্চয়ের মাধ্যমে সাইটোপ্লাজম-
i. কোষের pH এর সমতা বিধান করে
ii. বিপাকীয় বিক্রিয়ার গতি মন্থর করে
iii. কোষের পানির সমতা বিধান করে
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] i ও iii
[গ] ii ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [খ]
৭৭. কোনটির মাধ্যমে পাশাপাশি দুটি কোষের মধ্যে বিভিন্ন পদার্থের আদান-প্রদান ঘটে?
[ক] পিট
[খ] প্লাসমোডেসমাটা
[গ] মধ্য ল্যামেলা
[ঘ] আন্তঃকোষীয় ফাঁক
সঠিক উত্তর: [খ]
৭৮. সাইটোপ্লাজমীয় অঙ্গাণু হলো -
i. রাইবোজোম
ii. নিউক্লিয়াস
iii. প্লাজমামেমব্রেন
নিচের কোনটি সঠিক?
[ক] i ও ii
[খ] ii ও iii
[গ] i ও iii
[ঘ] i, ii ও iii
সঠিক উত্তর: [ক]
৭৯. কোনটি সমাপ্তি কোডন?
[ক] UGAC
[খ] UAU
[গ] AGU
[ঘ] UAG
সঠিক উত্তর: [ঘ]
৮০. কোনটিকে বংশগতির সক্রিয় অংশ বলা হয়?
[ক] ক্রোমোমিয়ার
[খ] হেটেরোক্রোমাটিন
[গ] ইউক্রোমাটিন