এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Accounting 2nd Paper MCQ and Srijonshil question and answer pdf download.
হিসাববিজ্ঞান
২য় পত্র
পঞ্চম অধ্যায়
HSC Accounting 2nd Paper
MCQ and Srijonshil
Question and Answer pdf download
অধ্যায়-৫: যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী
বহুনির্বাচনি প্রশ্ন-উত্তর
১। বিক্রয় ভ্যাট বা প্রাপ্তি বিক্রেতার জন্য কী ?
ক. আয়
খ. ব্যয়
গ. সম্পদ
ঘ. দায়✓
২। ভাড়া প্রদত্ত হয়েছে (১২%) ২৫,০০০ টাকা, এখানে অগ্রিম ভাড়া কত টাকা ?
ক. ৪,০০০ টাকা
খ. ৫,০০০ টাকা✓
গ. ৬,২৫০ টাকা
ঘ. ২০,০০০ টাকা
৩। বিক্রীত পণ্যের ক্রয়মূল্য ১৬,০০০ টাকা এবং বিক্রয় মূল্যের ওপর ২০% হারে লাভ হয়ে থাকলে বিক্রয় মূল্য কত ?
ক. ১৮,০০০ টাকা
খ. ২০,০০০ টাকা✓
গ. ২১,০০০ টাকা
ঘ. ২১,১৬০ টাকা
৪। হিসাববিজ্ঞানের কোন নীতি অনুযায়ী আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা হয় ?
ক. আর্থিক মূল্য ধারণা
খ. ঐতিহাসিক ধারণা
গ.চলমান প্রতিষ্ঠান ধারণা
ঘ. হিসাবকাল ধারণা✓
৫। কমিশন ধার্য করার পরবর্তী মুনাফার ওপর ১০% কমিশন প্রদান করা হলে ৫৫,০০০ টাকার মুনাফার কমিশন কত টাকা হবে ?
ক. ৭,০০০ টাকা
খ. ৬,৫০০ টাকা
গ. ৬,০০০ টাকা
ঘ. ৫,০০০ টাকা✓
৬। ১০ মাসের বেতন প্রদত্ত হয়েছে ২৪,০০০ টাকা। উক্ত বছরে বকেয়া বেতনের পরিমান কত ?
ক. ৪,০০০ টাকা
খ.৪,৮০০ টাকা✓
গ. ৫,০০০ টাকা
ঘ. ৫,২০০ টাকা
৭। সাধারণত বাংলাদেশের পণ্যমূল্যের ওপর কত শতাংশ ভ্যাট ধার্য করা হয় ?
ক. ১০%
খ. ১৫%✓
গ. ২০%
ঘ. ২৫%
৮। একটি প্রতিষ্ঠানের ক্রয়ের পরিমাণ ৬০,০০০ টাকা এবং বিক্রয় ১,২০,০০০ টাকা। বিক্রয়ের ওপর ২০% হারে মোট মুনাফা ধরা হয়। সমাপনী মজুদ পণ্য ২০,০০০ টাকা হলে প্রারম্ভিক মজুদ পণ্য কত ?
ক. ৫০,০০০ টাকা
খ. ৫৬,০০০ টাকা✓
গ. ৬০,০০০ টাকা
ঘ. ৬৬,০০০ টাকা
৯। কোম্পানি আইন অনুযায়ী ‘ব্রান্ড নাম’ কোন ধরনের সম্পদ ?
ক. অসমন্বিত ব্যয়
খ. স্থায়ী সম্পদ✓
গ. তরল সম্পদ
ঘ. নগদ সম্পদ
১০। প্রারম্ভিক মজুদ ১০,০০০ টাকা, ক্রয় ৪৫,০০০ টাকা, ক্রয় ফেরত ৫,০০০ টাকা, বিক্রয় ৫০,০০০ টাকা, মোট মুনাফা বিক্রয়ের ১০% হলে সমাপনী মজুদের পরিমাণ কত টাকা হবে ?
ক. ৪,০০০ টাকা
খ. ৫,০০০ টাকা✓
গ. ১৭,৫০০ টাকা
ঘ. ২৪,৫০০ টাকা
১১। বাংলাদেশ কত সালে ওঅঝ এর সদস্য হয় ?
ক. ১৯৭১
খ. ১৯৭৩ ✓
গ. ১৯৭৬
ঘ. ১৯৭৭
১২। রেওয়ামিল ভাড়া (৩/৪ অংশ) প্রদান ৩০,০০০ টাকা বলা থাকলে, ভাড়া বাবদ মোট কত টাকা দেখাতে হবে ?
ক. ২০,০০০ টাকা
খ. ৩০,০০০ টাকা
গ. ৪০,০০০ টাকা✓
ঘ. ৫০,০০০ টাকা
১৩। ১৯৯৪ সালের কোম্পানি আইনের কত ধারায় কোম্পানির সংজ্ঞা দেওয়া হয়েছে ?
ক. ২(১) গ
খ. ২(১) ঘ✓
গ. ২(১) ঙ
ঘ. ২(১) ২
১৪। ১০% হারে ৫ বছরের জন্য সঞ্চয়পত্র ক্রয় নিচের কোন ধরনের সম্পদ ?
ক. চলতি সম্পদ
খ. স্থায়ী সম্পদ
গ. দীর্ঘমেয়াদি বিনিয়োগ✓
ঘ. অলিক সম্পদ
১৫। স্থায়ী সম্পত্তির ওপর অবচয় ধার্যের ফলে আর্থিক বিবরণীতে কী প্রভাব পড়ে ?
ক. ব্যয় বৃদ্ধি ও দায় বৃদ্ধি
খ. ব্যয় বৃদ্ধি ও সম্পদ হ্রাস✓
গ. ব্যয় বৃদ্ধি ও সম্পদ বৃদ্ধি
ঘ. আয় বৃদ্ধি ও দায় বৃদ্ধি
১৬। এবি কোম্পানি লিমিটেড-এর প্রাপ্য হিসাবের ওপর ২% ধরায় নতুন সঞ্চিতির পরিমাণ ১,০০০ টাকা হলে প্রারম্ভিক প্রাপ্য হিসাব কত টাকা ছিল ?
ক. ৫০,০০০
খ. ৫১,০০০
গ. ৫২,০০০✓
ঘ. ৫৩,০০০
১৭। রেওয়ামিলে ভ্যাটসহ ক্রয়মূল্য দেয়া আছে ২,৮৭,০০০ টাকা এবং ক্রয় ফেরত ৭,০০০ টাকা। ক্রয় ভ্যাটের পরিমাণ কত ?
ক. ৩৫,০০০ টাকা
খ. ৩৬,৫২২ টাকা✓
গ. ৪২,০০০ টাকা
ঘ. ৪৩,০৫০ টাকা
১৮। সমাপনী মজুদ পন্যের মূল্যায়ন করা হয়েছে ১,০০,০০০ টাকা যার মধ্যে অব্যবহৃত মনিহারি আছে ১৮,০০০ টাকা। সমাপনী মজুদ পণ্য বাবদ আয় বিবরণীতে দেখানো হবে কত ?
ক. ৭২,০০০ টাকা
খ. ৮৭,০০০ টাকা
গ. ৯৫,০০০ টাকা✓
ঘ. ১,০০,০০০ টাকা
১৯। রেওয়ামিলে বিমা (৩০-০৬-২০১৬) পর্যন্ত আছে ৪০০ টাকা। সমন্বয়ে বলা আছে বার্ষিক ৩০০ টাকা। প্রতিষ্ঠানের হিসাব বছর ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে সমাপ্ত হয়। আয় বিবরণীতে বিমা দেখানো হবে -
ক. ৪০০ টাকা
খ. ৩০০ টাকা
গ. ২৫০ টাকা✓
ঘ. ১০০ টাকা
২০। ক্রয়মূল্যের ওপর ১০% হারে সঞ্চয়পত্রের সুদের পরিমাণ ২,০০০ টাকা হলে সঞ্চয়পত্রের মূল্য কত ?
ক. ২০০ টাকা
খ. ২,০০০ টাকা
গ. ২০,০০০ টাকা✓
ঘ. ২,০০,০০০ টাকা
২১। বিক্রিত পণ্যের ব্যয়ের ওপর মুনাফা ২৫% এবং বিক্রয় ১২,০০,০০০ টাকা হলে মুনাফা পরিমাণ কত টাকা হবে ?
ক. ২,৪০,০০০✓
খ. ৩,০০,০০০
গ. ৪,০০,০০০
ঘ. ৫,০০,০০০
২২। বকেয়া বেতন পরিশোধ করলে কোনটি হ্রাস পায় ?
ক. আয়
খ. ব্যয়
গ. দায়✓
ঘ. ক্ষতি
২৩। নতুন আয়কর সঞ্চিতি কোথায় দেখানো হয় ?
ক. উৎপাদন ব্যয় বিবরণীতে
খ. রক্ষিত আয় বিবরণীতে
গ. বিশদ আয় বিবরণীতে
ঘ. আয় বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণীতে✓
২৪। কোন নীতি অনুযায়ী আয় বিবরণীর নিট আয় বকেয়া ভিত্তিতে নির্ণয় করা হয় ?
ক. এঅঅচ অনুযায়ী✓
খ. ওঅঝ-৭ অনুযায়ী
গ. ঋঅঝই অনুযায়ী
ঘ. ওঈই অনুযায়ী
২৫। ইক্যুইটি কী ?
ক. মূলধন
খ. সম্পত্তি
গ. সম্পত্তির উপর মালিকের পূর্ণ অধিকার
ঘ. মূলধন+সঞ্চিতি ও লাভ✓
২৬। নিট লাভের ফলে-
i. মালিকানা স্বত্ব বৃদ্ধি পায়
ii. সম্পদ বৃদ্ধি পায়
iii. মালিকানাস্বত্ব অপরিবর্তিত থাকে
নিচের কোনটি সঠিক ?
ক. i✓
খ. ii
গ. iii
ঘ. i, ii ও iii
২৭। সঞ্চিতি ও উদ্বৃত্তের উপাদান হচ্ছে-
i. প্রদেয় আয়কর
ii. শেয়ার অধিহার
iii. সাধারণ সঞ্চিতি
নিচের কোনটি সঠিক ?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii✓
ঘ. i, ii ও iii
২৮। মজুদ মালের অতিমূল্যায়ন বা অবমূল্যায়ন হলে প্রভাবিত হয়-
i. প্রদেয় আয়কর
ii. লভ্যাংশ
iii. সাধারণ সঞ্চিতি তহবিল
নিচের কোনটি সঠিক ?
ক. i ও ii
খ. i ও iii✓
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৯। পরিপূরক তহবিলে স্থানান্তর দেখানো হয়-
i. বিশদ আয় বিবরণীতে
ii. সংরক্ষিত আয় বিবরণীতে
iii. আর্থিক অবস্থার বিবরণীতে
নিচের কোনটি সঠিক ?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii✓
ঘ. i, ii ও iii
৩০। সংরক্ষিত আয় বিবরণীতে বাদ দিতে হবে ?
i. আয়কর প্রদান
ii. অন্তর্বতীকালীন লভ্যাংশ
iii. অদাবিকৃত লভ্যাংশের অবলোপন
নিচের কোনটি সঠিক ?
ক. i ও ii✓
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩১। কোম্পানির চলতি দায় হলো-
i. অন্তবর্তীকালীন লভ্যাংশ
ii. প্রস্তাবিত লভ্যাংশ
iii. নির্দাবি লভ্যাংশ
নিচের কোনটি সঠিক ?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii✓
ঘ. i, ii ও iii
৩২। অলিক সম্পত্তি হলো-
i. অবলেখন দস্তুরী
ii. প্রাথমিক খরচ
iii. সুনাম
নিচের কোনটি সঠিক ?
ক. i ও ii✓
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
►নিচের উদ্দীপকটি পড়ে ৩৩ ও ৩৪ নং প্রশ্নের উত্তর দাও।
মেসার্স শাহীন ট্রেডার্সের প্রাপ্য হিসাবের পরিমাণ হচ্ছে ৫০,০০০ টাকা। অলিখিত কু-ঋণের পরিমাণ ২,০০০ টাকা। প্রাপ্য হিসাবের ওপর আরও ৪% কু-ঋণ সঞ্চিতি বৃদ্ধি করতে হবে।
৩৩। নতুন কু-ঋণ সঞ্চিতির পরিমাণ কত ?
ক. ৯৬০ টাকা
খ. ২,৯২০ টাকা✓
গ. ৩,০০০ টাকা
ঘ. ১,৫০০ টাকা
৩৪। নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি ২,০০০ টাকা হলে আর্থিক বিবরণীতে-
i. নিট লাভ ৯২০ টাকা বেশি হবে
ii. নিট লাভ ৮০ টাকা হ্রাস পাবে
iii. প্রাপ্য হিসাবের সমাপনী উদ্বৃত্ত ৯২০ টাকা বৃদ্ধি পাবে
নিচের কোনটি সঠিক ?
ক. i ও ii
খ. i ও iii✓
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
►নিচের উদ্দীপকটি পড়ে ৩৫ ও ৩৬ নং প্রশ্নের উত্তর দাও।
জনাব মানিক প্রান কোং লি.-এর একজন হিসাবরক্ষক। উক্ত প্রতিষ্ঠানের কিছু তথ্য নিম্নে দেয়া হলো :
প্রারম্ভিক মজুদ পণ্য ১০,০০০ টাকা
পণ্য ক্রয় ৩২,৫০০ টাকা
সমাপনী মজুদ পণ্য ৯,৫০০ টাকা
মোট লাভ ব্যয়ের ২০%
৩৫। বিক্রীত পণ্যের ব্যয় কত ?
ক. ৩০,০০০ টাকা
খ. ৩২,৫০০ টাকা
গ. ৩৩,০০০ টাকা ✓
ঘ. ৩৫,০০০ টাকা
৩৬। জনাব মানিক বিক্রীত পণ্যের ব্যয়ের ওপর ২৫% হারে মোট মুনাফায় পণ্য বিক্রয় করলে উক্ত প্রতিষ্ঠানের আর্থিক-
i. মুনাফা বৃদ্ধি পাবে
ii. মুনাফা হ্রাস পাবে
iii. কোম্পানির মালিকানা স্বত্ব বৃদ্ধি পাবে
নিচের কোনটি সঠিক ?
ক. i ও ii
খ. i ও iii✓
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
একাদশ-দ্বাদশ শ্রেণির গাইড
হিসাববিজ্ঞান
দ্বিতীয় পত্র
অধ্যায়-৫: যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী
সৃজনশীল প্রশ্ন-০১
১। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর তারিখে বিশ্বাস এন্ড কোং লি. –এর রেওয়ামিল সংক্রান্ত তথ্য নিম্নে প্রদত্ত হলো: [ঢা.বো. য.বো. সি.বো. দি.বো. ২০১৮]
হিসাবের শিরোনাম ডেবিট (টাকা) ক্রেডিট (টাকা)
শেয়ার মূলধন ২,৫০,০০০
প্রারম্ভিক মজুত ৫০,৪০০
কলকব্জা ৬০,০০০
ক্রয় ৩,০০,০০০
বিক্রয় ৩,৮০,০০০
পণ্য ফেরৎ ৬,০০০ ১০,০০০
প্রদেয় হিসাব ৮০,০০০
প্রাপ্য হিসাব ৫০,০০০
বিমা খরচ ৩,৬০০
১০% বিনিয়োগ ১,০০,০০০
অফিস সরঞ্জাম ৯০,০০০
ভাড়া (১০ মাসের) ২০,০০০
বেতন খরচ ২০,০০০
বহি: পরিবহন ৪,০০০
অন্ত: পরিবহন ৬,০০০
মজুরি খরচ ১০,০০০
৭,২০,০০ ৭,২০,০০০
(১) অফিস সরঞ্জাম ও কলকব্জার উপর ১০% হারে অবচয় ধার্য করতে হবে।
(২) মজুরি বকেয়া ৪,০০০ টাকা।
(৩) সমাপনী মজুত পণ্য ৬০,০০০ টাকা।
(৪) বিমা খরচ ৪ মাসের অগ্রিম পরিশোধ করা হয়েছে।
ক. নিট ক্রয়সহ প্রত্যক্ষ ব্যয়ের পরিমাণ নির্ণয় করা।
খ. বছর শেষে বিশ্বাস এন্ড কোং লি. এর মোট সম্পত্তির পরিমাণ দেখাও।
গ. ২০১৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত বছরের নিট লাভ/ক্ষতি প্রস্তুত কর, ধরে নিতে হবে মোট লাভ ৭৩, ৬০০ টাকা।
উত্তর: ক. প্রত্যক্ষ ব্যয় ৩,০০,৪০০ টাকা; খ. মোট সম্পদ ৩,৫৬,২০০ টাকা; গ. নিট মুনাফা ১৮,২০০ টাকা।
সৃজনশীল প্রশ্ন-০২
২। স্বর্ণা লি. এর রেওয়ামিল নিম্নে দেওয়া হলো: [ঢা.বো. য.বো. সি.বো. দি.বো. ২০১৮]
স্বার্ণা লি:
রেওয়ামিল
৩১ ডিসেম্বর, ২০১৭
হিসাবের শিরোনাম ডেবিট (টাকা) ক্রেডিট (টাকা)
যন্ত্রপাতি ৯০,০০০
অট্টালিকা ১,২০,০০০
পণ্য ক্রয় ও বিক্রয় ৯০,০০০ ২,৪৬,০০০
মজুত মাল (০১-০১-২০১৭) ৪৪,০০০
প্রদেয় হিসাব ৫০,০০০
প্রাপ্য হিসাব ২০,০০০
শেয়ার মূলধন (প্রতিটি ১০ টাকা মূল্যের ১২,০০০ শেয়ার) ১,২০,০০০
আয়কর ৫,০০০
লভ্যাংশ ১৮,০০০
বেতন খরচ ১৫,০০০
বিজ্ঞাপন খরচ ২,০০০
মজুরি খরচ ১৭,০০০
হাতে ইসদ ও ব্যাংকে জমা ২৭,০০০
সাধারণ সঞ্চিতি ৩০,০০০
অদাবিকৃত লভ্যাংশ ২,০০০
৪,৪৮,০০০ ৪,৪৮,০০০
সমম্বয়সময়হ:
(১) সমাপনী মজুত পণ্যের ম্যল্য ৩৮,০০০ টাকা
(২) বিজ্ঞাপনের উদ্দেশ্যে ১,০০০ টাকা ম্যল্যের পণ্য ভোক্তাদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হয়েছে যা এখনও হিসাবভুক্ত হয়নি। মোট বিজ্ঞাপনের ২/৩ অংশ বিলম্বিত করতে হবে।
(৩) কোম্পানি শেয়ার মূলধনের উপর ৫% হারে লভ্যাংশ ঘোষণা করেছে।
(৪) মজুরি বকেয়া রয়েছে ৩,০০০ টাকা।
ক. কোম্পনির পরোক্ষ ব্যয়ের পরিমাণ কত?
খ. বিক্রীত পণের ব্যয় নির্ণয় কর।
গ. ২০১৭ সালের ৩১ ডিসেম্বর তারিখে কোম্পানির আর্থির অবস্থায় বিবরণী উপস্থাপন করা, মনে কর রক্ষিত আয় ছিল ৮৬, ০০০ টাকা।
উত্তর: ক. কোম্পানির পরোক্ষ ব্যয়ের পরিমাণ ১৬,০০০ টাকা; খ. বিক্রীত পণ্যের ব্যয় ১,১৫,০০০ টাকা; গ. আর্থিক অবস্থার বিবরণীর যোগফল ২,৯৭,০০০ টাকা।
সৃজনশীল প্রশ্ন-০৩
৩। আলফা কোম্পানি লি. এর অনুমোদিত মূলধন ১৫,০০,০০০ টাকা যা প্রতিটি ১০০ টাকা মূল্যের ১৫,০০০ শেয়ারে বিভক্ত। আলফা কোম্পানি লি. এর ২০১৭ সালের ৩১ ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত রেওয়ামিলটি নিম্নরুপ: [রা.বো. কু.বো. চ.বো. ব.বো. ২০১৮]
রেওয়ামিল
৩১ ডিসেম্বর ২০১৭
হিসাবের নাম ডেবিট (টাকা) ক্রেডিট (টাকা)
শেয়ার মূলধন (১২,০০০ শেয়ার
সংরক্ষিত আয় হিসাব (১-১-২০১৭)
মজুত পণ্য (০১-০১-২০১৭)
ক্রয় ও বিক্রয়
ফেরত
প্রাপ্য হিসাব
প্রদেয় হিসাব
কলকব্জা
পুঞ্জীভুত অবচয়-কলকব্জা
প্রাপ্য নোট
ব্যাংক জমা
নগদ শুষ্ক খরচ
মজুরি
কমিশন আয়
জাহাজ ভাড়া
বিমান খরচ (১৮ মাস)
শিক্ষানবিশ সেলামি (২ বছরের জন্য)
ভাড়া খরচ
১,৫০,০০০
৮,৭০,০০০
১৭,০০০
৯০,০০০
১০,০০,০০০
৯৫,০০০
৪,৩০,০০০
৭৫,০০০
৬০,০০০
৫৫,০০০
৯০,০০০
৫৮,০০০ ১২,০০,০০০
১,১৫,০০০
১২,১০,০০০
৬,০০০
১,৩৫,০০০
২,৫০,০০০
৪৪,০০০
৩০,০০০
২৯,৯০,০০০ ২৯,৯০,০০০
অন্যান্য তথ্যাবলি:
সমাপনী মজুত পন্য ১,৬০,০০০ টাকা কিন্তু বাজারমূল্য এর চেয়ে ৫% বেশি।
প্রাপ্য হিসাবের ৫,০০০ টাকা আদায়যোগ্য নয়।
কলকব্জার উপর ৮% অবচয় ধার্য কর।
অলিখিত ধারে ক্রয় ১৫,০০০ টাকা।
পাওনাদারকে ইস্যুকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে ৮,০০০ টাকা যা বইতে লেখা হয়নি।
ক. নিট প্রদেয় হিসাবের পরিমাণ নির্ণয় কর।
খ. বিক্রীত পণের ব্যয় নির্ণয় কর।
গ. মোট মুনাফা ৪,১৪,০০০ টাকা ধরে নিট মুনাফা/ক্ষতির পরিমাণ নির্ণয় কর।
উত্তর: ক. নিট প্রদেয় হিসাবের পরিমাণ ১,৫৮,০০০ টাকা; খ. বিক্রীত পণ্যের ব্যয় ১০,৫৯,০০০ টাকা; গ. নিট আয় ২,৭০,০০০ টাকা।
সৃজনশীল প্রশ্ন-০৪
৪। বাটা কোম্পানি লি. এর অনুমোদিত মূলধন ৯,০০,০০০ টাকা যা প্রতিটি ১০০ টাকা মূল্যের ৯,০০০ শেয়ারে বিভক্ত। ২০১৭ সালের ৩১ শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরে কোম্পানির প্রস্তুতকৃত রেওয়ামিল নিম্নরুপ: [রা.বো. কু.বো. চ.বো. ব.বো. ২০১৮]
হিসাবের নাম ডেবিট (টাকা) ক্রেডিট (টাকা)
শেয়ার মূলধন (৬,০০০)
নিট লাভ (৩১-১২-২০১৭)
আসবাবপত্র
সাধারণ সঞ্চিতি
দালানকোঠা
আয়কর
আয়কর সঞ্চিতি
সংরক্ষিত আয় বিবরণীর উদ্বৃত্ত (১-১-২০১৭)
অন্তর্বর্তীকালীন লভ্যাংশ (১-৭-২০১৭)
প্রাপ্য হিসাব
প্রদেয় হিসাব
প্রাপ্য নোট
ব্যাংক জমা
নগদ তহবিল
সমাপনী মজুত পন্য
১,৩৫,০০০
২,৮৯,৫০০
২২,৫০০
২২,৫০০
২৫,০০০
৫০,০০০
১,৩৬,৫০০
২,৭৭,৫০০
৫৭,০০০ ৬,০০,০০০
১,০৫,০০০
১,১২,৫০০
১৮,০০০
১,২০,০০০
৬০,০০০
১০,১৫,৫০০ ১০,১৫,৫০০
সমন্বয়সমূহ:
শেয়ার মূলধনের উপর ৬.২৫% লভ্যাংশ প্রস্তাব করা হয়েছে।
নিট লাভের ১৫,০০০ টাকা সাধারণ সঞ্চিতি তহবিলে এবং ১২,০০০ টাকা কর্মচারী কল্যাণ তহবিলে স্থানান্তর করতে হবে।
নোমানের নিকট পাওনা ৭,৫০০ টাকা প্রাপ্য হিসাবের অন্তর্ভুক্ত, অপরপক্ষে তার পাওনা ৯,০০০ টাকা প্রদেয় হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত আছে।
ক. বিক্রয়ের উপর নিট লাভের হার ৭% হলে বিক্রয়ের পরিমাণ কত ?
খ. সমাপ্ত হিসাবকালে কোম্পানির সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত কর।
গ. ২০১৭ সালের ৩১ ডিসেম্বর তারিখে শেয়ারহোল্ডারদের মালিকানা স্বত্ব ও দায়সমূহ দেখাও।
উত্তর: ক. বিক্রয় ১৫,০০,০০০ টাকা; খ. সংরক্ষিত আয়ের সমাপনী জের ১,৩৩,৫০০ টাকা; গ. মালিকানা স্বত্ব ও দায়সমূহ ৯,৬৩,০০০ টাকা।
সৃজনশীল প্রশ্ন-০৫
৫। মৈত্রী কোম্পানি লিঃ এর রেওয়ামিল নিম্নে দেয়া হলো; [ঢা.বো. ২০১৭]
হিসাবের নাম ডেবিট টাকা ক্রেডিট টাকা
নগদ তহবিল ৭০,০০০
প্রাপ্য হিসাব ১,২০,০০০
প্রাপ্য নোট ৪০,০০০
প্রাথমিক খরচ ২০,০০০
মজুদ পণ্য (৩১-১২-২০১৬) ৭০,০০০
বিমা সেলামী ১২,০০০
যন্ত্রপাতি ২,৭২,০০০
প্রদেয় হিসাব ৬০,০০০
প্রদেয় নোট ২৫,০০০
১০% ঋণপত্র (১-৭-২০১৬) ১,০০,০০০
ব্যাংক জমাতিরিক্ত ২০,০০০
শেয়ার মূলধন ৩,০০,০০০
সংরক্ষিত আয় (১-১-২০১৬) ৩০,০০০
বিক্রয় ৩,৫০,০০০
বকেয়া বেতন ৪,০০০
বেতন ৪০,০০০
ভাড়া ২৪,০০০
অনাদায়ী পাওনা ৬,০০০
প্রদত্ত লভ্যাংশ ১৫,০০০
বিক্রিত পণ্যের ব্যয় ২,০০,০০০
৮,৮৯,০০০ ৮,৮৯,০০০
অতিরিক্ত তথ্যাবলিঃ- (১) ঋণপত্রের সুদ অপ্রদত্ত রয়েছে।
(২) প্রাথমিক খরচের ২৫% অবলোপন করতে হবে।
(৩) প্রাপ্য হিসাবের ৫% আদায়যোগ্য নয়, অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর ৫% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতির ব্যবস্থা করতে হবে।
(৪) শেয়ার মূলধনের ৫% লভ্যাংশ ঘোষণা করতে হবে।
(৫) নিট লাভের ১০% সাধারণ সঞ্চিতি তহবিল স্থানান্তর কর।
করণীয়ঃ-
ক. মৈত্রী লিমিটেড এর ৩১ ডিসেম্বর, ২০১৬ তারিখে চলতি দায়ের পরিমাণ নিরূপণ কর।
খ. ৩১ ডিসেম্বর, ২০১৬ তারিখে সমাপ্ত বছরের মৈত্রী লিমিটেড এর বইতে বহু ধাপবিশিষ্ট আয় বিবরণী প্রস্তুত কর।
গ. মৈত্রি লিমিটেড এর বইতে ৩১ ডিসেম্বর, ২০১৬ তারিখে সংরক্ষিত আয় বিবরণী তৈরি কর।
উত্তর:
ক. চলতি দায়ের পরিমাণ ১,২৯,০০০ টাকা; খ. নিট মুনাফা ৪৬,৩০০ টাকা; গ. সংরক্ষিত আয়ের সমাপনী উদ্বৃত্ত ৪১,৬৭০ টাকা।
সৃজনশীল প্রশ্ন-০৬
৬। হৃদি লিমিটেডের ৩১ ডিসেম্বর, ২০১৬ তারিখের রেওয়ামিল নিম্নরূপ; [ঢা.বো. ২০১৭]
হিসাবের নাম ডেবিট টাকা ক্রেডিট টাকা
ব্যাংক জমা ৬০,৮০০
প্রাপ্য হিসাব ৪৪,৫০০
ইজারা সম্পত্তি (১০বছর ) ২০,০০০
দালানকোঠা ৪৫,০০০
কলকব্জা ও যন্ত্রপাতি ৬০,০০০
প্রাথমিক খরচ ২,৬০০
প্রদেয় হিসাব ১২,০০০
৫% ঋণ (১-৭-২০১৬) ৫০,০০০
শেয়ার মূলধন (প্রতি শেয়ার ১০০ টাকা মূল্যের) ১,৫০,০০০
সাধারণ সঞ্চিতি ১০,০০০
সংরক্ষিত আয় (১-১-২০১৬) ১০,৮০০
বিক্রয় ১,২৫,০০০
শেয়ার হস্তান্তর ফি ২০০
ক্রয় ৬০,০০০
মজুরি ও বেতন ১৫,০০০
ভাড়া ৯,৩০০
মজুদ মাল ১৭,০০০
বিমা সেলামি ৭,৮০০
আয়কর ৬,০০০
লভ্যাংশ প্রদান ১০,০০০
৩,৫৮,০০০ ৩,৫৮,০০০
সমন্বয় সমূহঃ- (১) সমাপনী মজুদ পণ্যের ক্রয়মূল্য ৪০,০০০ টাকা, যার বাজার মূল্য ৩২,০০০ টাকা। (২) ৫,০০০ টাকার ক্রয় ‘ক্রয় বইতে’ লেখা হয়নি।
(৩) বকেয়া মজুরি ও বেতনের পরিমাণ ১,৫০০ টাকা।
(৪) দালানকোঠা ও যন্ত্রপাতির উপর ১০% হারে অবচয় ধার্য করতে হবে।
(৫) আয়কর সঞ্চিতি হিসাবে ৫,০০০ টাকার ব্যবস্থা রাখতে হবে।
(৬) শেয়ারপ্রতি ২ টাকা লভ্যাংশ ঘোষণা করতে হবে।
করণীয়ঃ- ক. হৃদি লিমিটেডের ২০১৬ সালের বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় কর।
খ. চলতি বছর কোম্পানির কর পরবর্তী নীট লাভের পরিমাণ ২২,৮৫০ টাকা হলে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত কর।
গ. হৃদি লিমিটেডের এর ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে শ্রেণিবদ্ধ উদ্বর্তপত্র তৈরি কর।
উত্তর: ক. বিক্রীত পণ্যের ব্যয় ৬৬,৫০০ টাকা; খ. সংরক্ষিত আয়ের সমাপনী উদ্বৃত্ত ১৪,৬৫০ টাকা; গ. আর্থিক অবস্থার বিবরণীর যোগফল ২,৫২,৪০০ টাকা।
সৃজনশীল প্রশ্ন-০৭
৭। জনতা লিঃ ২০১৬ সালের ৩১ শে ডিসেম্বর তারিখের রেওয়ামিল নিম্নরূপ; [রা.বো. ২০১৭]
হিসাবের নাম ডেবিট টাকা ক্রেডিট টাকা
ইস্যুকৃত, বিলিকৃত ও আদায়কৃত মূলধন (১০ টাকা মূল্যের ৩০,০০০ শেয়ার) ৩,০০,০০০
আসবাবপত্র ও সরঞ্জাম ১,০০,০০০
প্রাপ্য হিসাব ৪০,০০০
সুনাম ১,৫০,০০০
নগদ ৫০,০০০
মজুদ পণ্য (৩১-১২-২০১৬) ৪০,০০০
৯% বন্ড ৬০,০০০
সঞ্চিতি তহবিল ২,০০০
অন্তবর্তীকালীন লভ্যাংশ ২০,০০০
বিশদ আয় বিবরণীর জের (৩১-১২-২০১৬)
৭,০০০
সংরক্ষিত আয় বিবরণীর জের (০১-০১-২০১৬) ২৩,০০০
অগ্রিম ভাড়া ১২,০০০
আয়কর ১৫,০০০
আয়কর ফেরত ৫০০
দাবিহীন লভ্যাংশ ১৯,৫০০
প্রদেয় হিসাব ১৫,০০০
৪,২৭,০০০ ৪,২৭,০০০
অন্যান্য তথ্যাবলিঃ- (১) শেয়ারপ্রতি ২ টাকা হারে লভ্যাংশ ঘোষণা করতে হবে।
(২) দাবিহীন লভ্যাংশের অর্ধেক অবলোপন করতে হবে।
(৩) ৯% বন্ড বছরের মাঝামাঝি সময়ে ইস্যু করা হয়।
(৪) অন্তর্বর্তী লভ্যাংশকে চূড়ান্ত ঘোষণাকৃত লভ্যাংশের সাথে সমন্বয় করতে হবে।
করণীয়ঃ- ক. বন্ডের উপর প্রদেয় সুদের পরিমাণ নির্ণয় কর।
খ. বছর শেষে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত কর।
গ. আর্থিক অবস্থার বিবরণীর ছকে ৩১ ডিসেম্বর ২০১৬ তারিখে শেয়ার মূলধন, সঞ্চিতি ও উদ্বৃত্ত এবংমোট দায়ের পরিমাণ দেখাও।
উত্তর: ক. বন্ডের ওপর প্রদেয় সুদের পরিমাণ ২,৭০০ টাকা; খ. সমাপনী সংরক্ষিত উদ্বৃত্ত ৫,২৫০ টাকা; গ. শেয়ার মূলধন ৩,০০,০০০ টাকা, সঞ্চিতি ও উদ্বৃত্তের পরিমাণ ৭,২৫০ টাকা এবং মোট দায় ৩,৯৪,৭০০ টাকা।
সৃজনশীল প্রশ্ন-০৮
৮। সাগর লিঃ ২০১৬ সালের ৩১ শে ডিসেম্বর তারিখের রেওয়ামিল নিম্নরূপ; [রা.বো. ২০১৭]
হিসাবের নাম ডেবিট টাকা ক্রেডিট টাকা
শেয়ার মূলধন (১০,০০০ শেয়ার পূর্ণমূল্যে আদায়কৃত) ১,০০,০০০
ইজারা সম্পত্তি (১০ বছর) ২০,০০০
সুনাম ৪১,০০০
কলকব্জা ৬০,০০০
মজুদ পণ্য (০১-০১-২০১৬) ১০,০০০
ক্রয় ৮০,০০০
বিক্রয় ১,৪৫,০০০
মজুরি ১০,০০০
ভাড়া আয় ৫,০০০
শেয়ার অধিহার ৫,০০০
রক্ষিত আয় ৪,০০০
নগদ ৩৮,০০০
২,৫৯,০০০ ২,৫৯,০০০
সমন্বয় সমূহঃ- (১) সমাপনী মজুদ পণ্য ৩০,০০০ টাকা।
(২) ১-১০-২০১৬ তারিখে ক্রয়কৃত ৮,০০০ টাকার নতুন কলকব্জার সংস্থাপন ব্যয় ২,০০০ টাকা মজুরির অন্তর্ভুক্ত। (৩) ভাড়া আয় ৩,০০০ টাকা অগ্রিম গৃহীত হয়েছে।
(৪) শেয়ার অধিহারকে সুনামের সাথে সমন্বয় কর এবং অবশিষ্ট সুনামের ১/৪ অংশ চলতি বছরের মুনাফা দ্বারা অবলোপন কর।
(৫) কলকব্জার উপর ১০% অবচয় ধর।
করণীয়ঃ- ক. কলকব্জার অবচয়ের পরিমাণ নির্ণয় কর।
খ. যথাযথ ছকে বছর শেষে মোট লাভ নির্ণয় কর।
গ. আর্থিক অবস্থার বিবরণীর ছকে স্থায়ী সম্পদ ও চলতি দায়ের পরিমাণ দেখাও।
উত্তর: ক. কলকব্জার মোট অবচয় ৫,৪৫০ টাকা; খ. মোট লাভ ৭৭,০০০ টাকা; গ. মোট স্থায়ী সম্পদ ১,০১,৫৫০ টাকা এবং চলতি দায়ের পরিমাণ ৩,০০০ টাকা।
সৃজনশীল প্রশ্ন-০৯
৯। আসলাম কোম্পানি লি. এর অনুমোদিত মূলধন, প্রতি শেয়ারে ১০ টাকা করে ৫,০০,০০০ শেয়ারে বিভক্ত। ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখের রেওয়ামিল ছিল নিম্নরূপ;
[চ.বো. ২০১৭]
হিসাবের নাম ডেবিট টাকা ক্রেডিট টাকা
প্রারম্ভিক মজুদ পণ্য ৩,০০,০০০
ক্রয় ১৭,৭৫,০০০
ভ্যাট চলতি হিসাব ২,৫০,০০০
নগদ তহবিল ৯,৫২,৫০০
আয়কর প্রদান ২,৫০,০০০
অনাদায়ী পাওনা ১২,৫০০
ভাড়া (১/৪ অংশ কারখানা) ২,০০,০০০
বিক্রয়ের উপর বাট্টা ১২,৫০০
প্রাপ্য হিসাব ৩৩,৫০,০০০
শেয়ার মূলধন
(প্রতি শেয়ারে ১০ টাকা হিসেবে ২,৯৬,৫০০ শেয়ার) ২৯,৬৫,০০০
সঞ্চিত তহবিল ২,৫০,০০০
বিক্রয় ৩২,১২,৫০০
ক্রয়রে উপর বাট্টা ২৫,০০০
প্রদেয় হিসাব ২,৫০,০০০
অনাদায়ী পাওনা সঞ্চিতি ২৫,০০০
সংরক্ষিত আয় (১-১-১৫) ৩,৭৫,০০০
৭১,০২,৫০০ ৭১,০২,৫০০
সমন্বয় সমূহঃ- (১) সমাপনি মজুুদ পণ্যের মূল্য ৮,৭৫,০০০ টাকা।
(২) শ্রমিকের ক্ষতিপূরণ মামলা ১২,০০০ টাকা বিচারাধীন রয়েছে।
(৩) চলতি বছরের নীট লাভের ৩,০০,০০০ টাকা সঞ্চিতি তহবিলে স্থানান্তর হবে।
(৪) প্রাপ্য হিসাবের ৫% অনাদায়ী পাওনা সঞ্চিতি তৈরি করতে হবে।
(৫) মূধনের উপর ১০% লভ্যাংশ ঘোষণা করতে হবে।
করণীয়ঃ- ক. বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় কর।
খ. নিট মুনাফা ১৮,২০,০০০ টাকা ধরে সংরক্ষিত আয় বিবরণী তৈরি কর।
গ. ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখের মোট সম্পদ ও মোট দায়ের পরিমাণ নির্ণয় কর।
উত্তর: ক. বিক্রীত পণ্যের ব্যয় ১২,২৫,০০০ টাকা; খ. সংরক্ষিত আয়ের সমাপনী জের ১৩,৪৮,৫০০ টাকা; গ. মোট সম্পদ ৫২,৬০,০০০ টাকা এবং মোট দায় ৫,৪৬,৫০০ টাকা।
সৃজনশীল প্রশ্ন-১০
১০। আফজাল লিমিটেড প্রতি শেয়ার ১০ টাকা মূল্যের ১০,০০০ শেয়ারে বিভক্ত হয়ে ১,০০,০০০ টাকা অনুমোদিত মূলধন নিবন্ধিত হয়। ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে কোম্পানির রেওয়ামিলটি ছিল নিম্নরূপ; [চ.বো. ২০১৭]
হিসাবের নাম ডেবিট টাকা ক্রেডিট টাকা
শেয়ার মূলধন (৮,০০০ শেয়ার) ৮০,০০০
প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব ২৫,০০০ ১২,০০০
পণ্য ক্রয় ও পণ্য বিক্রয় ৭৫,০০০ ১,৪০,০০০
ইজারা সম্পত্তি (১০ বছরের জন্য) ১০,০০০
দালান-কোঠা ৪০,০০০
কলকব্জা ৬০,০০০
মজুরি ৬,০০০
বেতন ১৭,০০০
বিমা সেলামি ৫,০০০
বাড়ি ভাড়া ৫,৮০০
অনাদায়ী পাওনা ১,০০০
পণ্য ফেরত ৪,০০০ ৩,৫০০
লভ্যাংশ প্রদান ১৫,০০০
সংরক্ষিত আয় (১-১-২০১৫) ৪০,০০০
নগদ ১১,৭০০
২,৭৫,৫০০ ২,৭৫,৫০০
সমন্বয় সমূহঃ- (১) সমাপনি মজুুদ পণ্য ৪০,০০০ টাকা।
(২) বকেয়া মজুরি ৫,০০০ টাকা এবং বকেয়া ভাড়া ২,০০০ টাকা।
(৩) প্রাপ্য হিসাবের উপর ৫% অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করতে হবে।
(৪) শেয়ার প্রতি ৩ টাকা হারে লভ্যাংশ ঘোষণা করতে হবে।
(৫) সঞ্চিতি তহবিলে ৬,০০০ টাকা স্থানান্তর করতে হবে।
(৬) দালানকোঠার উপর ৫% এবং কলকব্জার উপর ১০% অবচয় ধার্য করতে হবে।
করণীয়ঃ- ক. নিট ক্রয় ও নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় কর।
খ. ৩১ ডিসেম্বর ২০১৫ তারিখের সমাপ্ত বছরের জন্য কোম্পানির আয় বিবরণী তৈরি কর।
গ. উক্ত তারিখে কোম্পানির চলতি মূলধন নির্ণয় কর।
উত্তর: ক. নিট বিক্রয় ১,৩৬,০০০ টাকা এবং নিট ক্রয় ৭১,৫০০ টাকা; খ. নিট মুনাফা ৫২,৪৫০ টাকা; গ. চলতি মূলধন ৩২,৪৫০ টাকা।
সৃজনশীল প্রশ্ন-১১
১১। বাবর কোম্পানি লিঃ এর অনুমোদিত মূলধনের পরিমাণ ১০,০০,০০০ টাকা যাহা প্রতিটি ১০ টাকা মূল্যের ১,০০,০০০ শেয়ারে বিভক্ত। ৩১ ডিসেম্বর ২০১৬ তারিখে রেওয়ামিল নিম্নরূপ; [কু.বো. ২০১৭]
হিসাবের নাম ডেবিট টাকা হিসাবের নাম ক্রেডিট টাকা
মজুদ পণ্য (১-১-১৬) ১,৩০,০০০ শেয়ার মূলধন (প্রতিটি শেয়ার ১০ টাকা করে ৪০,০০০ শেয়ার) ৪,০০,০০০
মজুরী ২০,০০০
ক্রয় ১,৫০,০০০ লভ্যাংশ সমতাকরণ তহবিল ১৫,০০০
বিক্রয় পরিবহন ১৫,০০০
জাহাজ ভাড়া ২০,০০০
বেতন ১৫,০০০ বিক্রয় ২,৭০,০০০
মনিহারি ১৫,০০০ প্রদেয় বিল ১০,০০০
দফতর খরচ ১০,০০০ আয়কর সঞ্চিতি ১০,০০০
আসবাবপত্র ৫০,০০০ শিক্ষানবিশ সেলামী ২০,০০০
যন্ত্রপাতি ৭০,০০০
আয়কর ২৫,০০০ সংরক্ষিত আয় বিবরণীর উদ্বৃত্ত ১০,০০০
অন্তর্বর্তীকালীন ২৫,০০০ (৩১-১২-১৫)
লভ্যাংশ
রপ্তানি শুল্ক ১০,০০০
মটর গাড়ী ১,০০,০০০
প্রাপ্য বিল ৮০,০০০
৭,৩৫,০০০ ৭,৩৫,০০০
সমন্বয় সমূহঃ- (১) সমাপনি মজুদ পণ্যের বাজার মূল্য ৯০,০০০ টাকা হলেও এর ক্রয় মূল্য ছিল ১,১০,০০০ টাকা।
(২) প্রতি মাসে বেতন প্রদানের পরিমাণ ১০,০০০ টাকা।
(৩) অগ্রিম প্রদত্ত মজুরীর পরিমাণ ৫,০০০ টাকা।
(৪) বিক্রয় অথবা ফেরত শর্তে প্রেরিত ১০,০০০ টাকার পণ্য বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত কিন্তু উহা বিক্রয় হয়েছে কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঐ পণ্যের ক্রয় মূল্য ছিল ৮,০০০ টাকা।
(৫) প্রদেয় হিসাবের উপর ৫% বাট্টা সঞ্চিতি রাখতে হবে।
করণীয়ঃ- ক. নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় কর।
খ. মোট লাভ ৪৩,০০০ টাকা ধরে আয় বিবরণী তৈরি কর।
গ. বাবর কোম্পানি লিঃ এর সংরক্ষিত আয় বিবরণী তৈরি কর।
উত্তর: ক. নিট বিক্রয়ের পরিমাণ ২,৬০,০০০ টাকা; খ. নিট ক্ষতি ১,০৬,৫০০ টাকা; গ. সংরক্ষিত আয়ের সমাপনী (ডেবিট জের) ১,৩৬,৫০০ টাকা।
সৃজনশীল প্রশ্ন-১২
১২। লালন শাহ কোম্পানি লিঃ প্রতি শেয়ার ১০ টাকা করে ১০,০০০ শেয়ারে বিভক্ত ১,০০,০০০ টাকা অনুমোদিত মূলধনে নিবন্ধিত। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে রেওয়ামিল নিম্নরূপ; [কু.বো. ২০১৭]
হিসাবের নাম ডেবিট টাকা হিসাবের নাম ক্রেডিট টাকা
প্রারম্ভিক ২০,০০০ শেয়ার মূলধন (প্রতিটি শেয়ার ৮০,০০০
মজুদ পণ্য ১০ টাকা করে)
মজুরী ১০,০০০
আসবাবপত্র ৫০,০০০ বিক্রয় ৩,৪৫,০০০
যন্ত্রপাতি ৬০,০০০ (১৫% ভ্যাটসহ)
বেতন ৪০,০০০ ৬% ঋণপত্র ১,০০,০০০
সুনাম ৩০,০০০ সংরক্ষিত আয় হিসাবের উদ্বৃত্ত ৬,০০০
ভাড়া ২৫,০০০ (১-১-১৬)
ঋণের সুদ ৬০,০০০
ক্রয় ২,৩০,০০০ সাধারণ সঞ্চিতি ২০,০০০
(১৫% ভ্যাটসহ)
প্রাপ্য হিসাব ৫৫,০০০
নগদ তহবিল ৫,০০০
আয়কর ২০,০০০
৫,৫১,০০০ ৫,৫১,০০০
সমন্বয় সমূহঃ- (১) সমাপনী মজুদ পণ্য ১,২০,০০০ টাকায় মূল্যায়ন করা হলেও এর বাজার দর ১,৪০,০০০ টাকা।
(২) প্রাপ্য হিসাবে ৫,০০০ টাকা আদায়যোগ্য নয়। অবশিষ্ট প্রাপ্য হিসাবে ৫% সঞ্চিতি কাটতে হবে।
(৩) মজুরি ৩,০০০ টাকা বকেয়া আছে পক্ষান্তরে ভাড়া ১০,০০০ টাকা অগ্রিম প্রদান করা হয়েছে।
(৪) আসবাবপত্র ও যন্ত্রপাতির উপর যথাক্রমে ১০% ও ৮% অবচয় ধরতে হবে।
(৫) সাধারণ সঞ্চিতি ২৫,০০০ টাকায় উন্নীত করতে হবে।
করণীয়ঃ- ক. ক্রয় ভ্যাট ও বিক্রয় ভ্যাট গনণাপূর্বক তাদের পার্থক্য নির্ণয় কর।
খ. মোট লাভ নির্ণয় কর।
গ. আর্থিক অবস্থার বিবরণী তৈরি কর যখন সংরক্ষিত আয় বিবরণীর ক্রেডিট উদ্বৃত্ত ৯৪,৭০০ টাকা।
উত্তর: ক. ক্রয় ভ্যাট ও বিক্রয় ভ্যাটের পার্থক্য ১৫,০০০ টাকা; খ. মোট মুনাফা ১,৮৭,০০০ টাকা; গ. আর্থিক অবস্থার বিবরণীর যোগফল ৩,১৭,৭০০ টাকা এবং অনিশ্চিত হিসাব (সম্পদ পাশে) ৫,০০০ টাকা।
সৃজনশীল প্রশ্ন-১৩
১৩। মেহেদী লিমিটেডের ৩১ ডিসেম্বর, ২০১৬ তারিখে রেওয়ামিলটি নিম্নরূপ; [সি.বো. ২০১৭]
হিসাবের নাম ডেবিট টাকা হিসাবের নাম ক্রেডিট টাকা
নগদ ৩,০০,০০০ শেয়ার মূলধন (প্রতিটি ১০০ টাকা ১০,০০,০০০
প্রারম্ভিক মজুদ ১,০০,০০০ ১০,০০,০০০ মূল্যে ১০,০০০ শেয়ার)
ক্রয় ৫,০০,০০০
মজুরী ৮০,০০০
বেতন ১,৫০,০০০
আসবাবপত্র ৫,০০,০০০
যন্ত্রপাতি ৭,০০,০০০
অন্তবর্তীকালীন ৫০,০০০ সাধারণ সঞ্চিতি ২,০০,০০০
লভ্যাংশ ১০% ঋণপত্র ৫,০০,০০০
আয়কর ৪০,০০০ (১-৭-১৫)
প্রাপ্য হিসাব ৭,৫০,০০০ সংরক্ষিত আয় ১,৭০,০০০
বিক্রয় ৭,০০,০০০
প্রদেয় হিসাব ৬,০০,০০০
৩১,৭০,০০০ ৩১,৭০,০০০
অন্যান্য তথ্যাবলিঃ- (১) সমাপনী মজুদ পণ্যের মূল্যায়ন করা হয়েছে ১,৯০,০০০ টাকা।
(২) বিজ্ঞাপনের উদ্দেশ্যে বিনামূল্যে পণ্য বিতরণ ৫,০০০ টাকা যা হিসাবভুক্ত হয়নি।
(৩) নিট লাভের ৫০,০০০ টাকা সঞ্চিতি তহবিলে স্থানান্তর কর।
(৪) শেয়ার মূলধনের উপর ৫% লাভ্যাংশ ঘোষণা করা হয়।
করণীয়ঃ- ক. ঋণপত্রের সুদের পরিমাণ নির্ণয় কর।
খ. বিক্রীত পণ্যের ব্যয় নির্ণয় কর।
গ. নিট আয় ১,৫০,০০০ টাকা ধরে সংরক্ষিত আয় বিবরণী তৈরি কর।
উত্তর: ক. ঋণপত্রের সুদের পরিমাণ ৫০,০০০ টাকা; খ. বিক্রীত পণ্যের ব্যয় ৪,৮৫,০০০ টাকা; গ. সংরক্ষিত আয়ের সমাপনী উদ্বৃত্ত ১,৩০,০০০ টাকা।
সৃজনশীল প্রশ্ন-১৪
১৪। রুমন লিমিটেডের অনুমোদিত মূলধন ৫,০০,০০০ টাকা প্রতি শেয়ার ১০০ টাকা মূল্যে ৫,০০০ শেয়ারে বিভক্ত। রুমন লিমিটেডের রেওয়ামিল নিম্নরূপ; [সি.বো. ২০১৭]
হিসাবের নাম ডেবিট টাকা হিসাবের নাম ক্রেডিট টাকা
হাতে নগদ ৫৬,০০০ প্রদেয় হিসাব ৫৫,০০০
আসবাবপত্র ২,৫০,০০০ সংরক্ষিত আয় ৫০,০০০
সুনাম ১,০০,০০০ সাধারণ সঞ্চিতি ২৫,০০০
প্রাপ্য হিসাব ১,৭৫,০০০ শেয়ার মূলধন (৩০০০ শেয়ার ৩,০০,০০০
ক্রয় ২,৬৯,০০০ প্রতিটি ১০০ টাকা মূল্যে)
প্রারম্ভিক মজুদ ৪০,০০০
বেতন ২৫,০০০
মনিহারি ২০,০০০
বিজ্ঞাপন ৫,০০০ বিক্রয় ৪,৬০,০০০
৬% ঋণপত্র ৫০,০০০
৯,৪০,০০০ ৯,৪০,০০০
অন্যান্য তথ্যাবলিঃ- (১) সমাপনী মজুদ পণ্য ১,০০,০০০ টাকা।
(২) প্রদেয় বেতন ৫,০০০ টাকা।
(৩) আয়কর সঞ্চিতি ধার্যকর ২০,০০০ টাকা।
(৪) সুনামের ৫০% অবলোপন কর।
করণীয়ঃ- ক. মোট আয় নির্ণয় কর।
খ. মোট আয় ২,২৫,০০০ ধরে নিট আয় নির্ণয় কর।
গ. রক্ষিত আয় বিবরণীর উদ্বৃত্ত ১,৭১,০০০ টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী তৈরি কর।
উত্তর: ক. মোট আয় ২,৫১,০০০ টাকা; খ. করপরবর্তী নিট মুনাফা ৯৭,০০০ টাকা; গ. আর্থিক অবস্থার বিবরণীর যোগফল ৬,৩১,০০০ টাকা এবং অনিশ্চিত হিসাব ২,০০০ টাকা (দায়)।
সৃজনশীল প্রশ্ন-১৫
১৫। মুক্তি পরিবহণ লি. এর ২০১৬ সালের ৩১ শে ডিসেম্বর তারিখের রেওয়ামিল নিম্নরূপ; [ব.বো. ২০১৭]
হিসাবের নাম ডেবিট টাকা ক্রেডিট টাকা
সেবা আয় ৭,৫০,০০০
শেয়ার মূলধন (প্রতিটি ১০ টাকা মূল্যের ৯০,০০০ সাধারণ শেয়ার) পূর্ণ পরিশোধিত অনুপার্জিত সেবা আয় ৯,০০,০০০
প্রদেয় মজুরি ৬০,০০০
অফিস সাপ্লাইজ ৮০,০০০
মোটর গাড়ি ১,৮০,০০০
অফিস সরঞ্জাম ৮,০০,০০০
পুঞ্জীভূত অবচয় ৪,০০,০০০
মোটর গাড়ি ৬০,০০০
অফিস সরঞ্জাম ২০,০০০
স্পেয়ার পার্টস ৩,০০,০০০
উপযোগ ব্যয় ১০,০০০
আয়কর ২০,০০০
অগ্রিম বিমা ৮০,০০০
১২% বিনিয়োগ
(০১-০৭-২০১৫ ইং) ২,০০,০০০
রক্ষিত আয় ১,২০,০০০
১৯,৯০,০০০ ১৯,৯০,০০০
সমন্বয় সমূহঃ- (১) স্পেয়ার পার্টস ১,৬০,০০০ টাকা ও অফিস সাপ্লাইজ ১,০০,০০০ টাকা চলতি বছর ব্যবহার করা হয়েছে।
(২) বছর শেষে অগ্রিম বিমার পরিমাণ ৩০,০০০ টাকা।
(৩) অনুপার্জিত আয় ৪০,০০০ টাকা অর্জিত হয়েছে।
(৪) মোটর গাড়ি ও অফিস সরঞ্জামের বার্ষিক ১০% অবচয় ধার্য করা আবশ্যক।
(৫) শেয়ার মূলধনের উপর ৫% হারে লভ্যাংশ ঘোষণা করা হয়।
(৬) আয়করের জন্য ২৫,০০০ টাকা সঞ্চিতির ব্যবস্থা কর।
করণীয়ঃ- ক. ২ ও ৩ নং সমন্বয় দফা দু’টির জন্য সমন্বয় দাখিলা দাও।
খ. ৩১ ডিসম্বের, ২০১৬ তারিখে সমাপ্ত বছরের জন্য কোম্পানীর আয় বিবরণী প্রস্তুত কর।
গ. ৩১ ডিসম্বের, ২০১৬ তারিখে সমাপ্ত বছরের জন্য কোম্পানীর রক্ষিত আয় বিবরণী প্রস্তুত কর।
উত্তর: ক. জাবেদার যোগফল ৯০,০০০ টাকা; খ. করপরবর্তী নিট লাভ ৩,৪৯,০০০ টাকা; গ. সংরক্ষিত আয়ের সমাপনী উদ্বৃত্ত ৪,০৪,০০০ টাকা।
সৃজনশীল প্রশ্ন-১৬
১৬। ঝলক লি. এর অনুমোদিত মূলধন প্রতিটি ১০ টাকা মূল্যের ২,৫০,০০০ সাধারণ শেয়ারে বিভক্ত ২৫,০০,০০০ টাকা। ৩১ ডিসেম্বর, ২০১৬ তারিখে কোম্পানীর রেওয়ামিল ও অন্যান্য তথ্যাদি নিম্নে সন্নিবেশিত হলো; [ব.বো. ২০১৭]
হিসাবের নাম ডেবিট টাকা ক্রেডিট টাকা
ব্যাংকে জমা ৭৫,০০০
প্রাপ্য হিসাব ৩,৭৫,০০০
প্রদেয় হিসাব ১,৩৮,০০০
প্রারম্ভিক মজুদ পণ্য ১,৪২,৫০০
ড্রয়িং অফিসের বেতন ৬৯,৯০০
ক্রয় এবং বিক্রয় ৫,৪০,০০০ ১১,২৪,৪০০
উৎপাদন মজুরি ১,৬৮,০০০
অফিস ব্যয় ১,৪৪,০০০
পরিচালকদের ভাতা ১,০৮,০০০
রক্ষিত আয় ১,৫০,০০০
শেয়ার মূলধন ১৮,০০,০০০
১০% ঋণপত্র (০১-০৯-২০১৬) ৩,৬০,০০০
১২% লগ্নি (০১-০৪-২০১৬) ৪,৫০,০০০
সাধারণ সঞ্চিতি তহবিল ৪,৫০,০০০
দালান কোঠা ৮,০০,০০০
সুনাম ৪,০০,০০০
কলকব্জা ৪,৫০,০০০
৪০,২২,৪০০ ৪০,২২,৪০০
অতিরিক্ত তথ্যাবলিঃ- (১) সমাপনী মজুদ পণ্য ৯৭,৫০০ টাকা মূল্যায়ন করা হয়েছে।
(২) শেয়ার মূলধনের ৫% লভ্যাংশ ঘোষণা করা হয়।
(৩) নিট শেয়ার ২৫% হারে আয়কর প্রদেয়।
(৪) কলকব্জার উপর ৫% অবচয় ধার্য কর। সুনামের ২০% অবলোপন কর।
(৫) দেউলিয়া ঘোষিত একজন খরিদ্দারের নিকট পাওনা ১৫,০০০ টাকার ৫০% পাওয়া যাবে না, যা এখনও হিসাবভুক্ত করা হয়নি। নিট প্রাপ্য হিসাবের ৫% অনাদায়ী পাওনা সঞ্চিতির ব্যবস্থা কর।
(৬) অলিখিত বিক্রয় ৩০,০০০ টাকা।
করণীয়ঃ-
ক. বৎসর শেষে নীট দেনাদারের পরিমাণ নির্ণয় কর।
খ. ৩১-১২-২০১৬ তারিখে সমাপ্ত বৎসরের জন্য কোম্পানির আয় বিবরণী প্রস্তুত কর।
গ. ৩১-১২-২০১৬ তারিখে কোম্পানীর আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত কর।
উত্তর:
ক. নিট দেনাদার ৩,৭৮,০০০ টাকা; খ. নিট ক্ষতি ৩৬,৫০০ টাকা; গ. আর্থিক অবস্থার বিবরণীর যোগফল ২৮,৭৩,৫০০ টাকা।
সৃজনশীল প্রশ্ন-১৭
১৭। সিয়াম কোম্পানি লি. এর অনুমোদিত মূলধন ১০,০০,০০০ টাকা। এই অনুমোদিত মূলধন প্রতিটি ১০০ টাকা মূল্যের ১০,০০০ শেয়ারে বিভক্ত। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে কোম্পানির রেওয়ামিল নিম্নে প্রদত্ত হল; [দি.বো. ২০১৭]
হিসাবের নাম ডেবিট টাকা ক্রেডিট টাকা
ইস্যুকৃত ও তলবকৃত মূলধন (৬২৫০ শেয়ার) ৬,২৫,০০০
১২% ঋণপত্র ১,০০,০০০
কলকজা ও যন্ত্রপাতি ২,৬০,০০০
আসবাবপত্র ৮৪,০০০
প্রারম্ভিক মজুদ পণ্য ৭৫,০০০
পণ্য ক্রয় ও পণ্য বিক্রয় ২,৫০,০০০ ৫,৮০,০০০
পণ্য ফেরত ১০,০০০ ১৫,০০০
মজুরি ৩০,০০০
বেতন ৬০,০০০
ভাড়া ৪৮,০০০
ঋণ পত্রের সুদ ৭,০০০
বিজ্ঞাপন খরচ ৩২,০০০
অনাদায়ী পাওনা ১২,০০০
অনাদায়ী পাওনা সঞ্চিতি ৯,০০০
প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব ১,১০,০০০ ৫০,০০০
বহিঃ পরিবহণ ১১,০০০
ভূমি ও দালান কোঠা ৩,০০,০০০
১৪% বিনিয়োগ ৯০,০০০
১৩,৭৯,০০০ ১৩,৭৯,০০০
সমন্বয় সমূহঃ- (১) সমাপনী মজুদ পণ্য মূল্যায়ন করা হয়েছে ১,৮০,০০০ টাকা। যার মধ্যে অব্যবহৃত মনিহারী ৪,০০০ টাকা অন্তর্ভূক্ত আছে।
(২) মাসিক ভাড়া প্রদানের হার ৩,০০০ টাকা।
(৩) বিজ্ঞাপনের উদ্দেশ্যে বিনামূল্যে ৮,০০০ টাকার পণ্য বিতরণ করা হয়েছে, কিন্তু ইহা হিসাব বইতে লেখা হয়নি। মোট বিজ্ঞাপনের ১/৪ অংশ অবলোপন করতে হবে।
(৪) অনাদায়ী পাওনা সঞ্চিতি আরও ৩,০০০ টাকা দ্বারা বৃদ্ধি করতে হবে।
(৫) কলকজা ও যন্ত্রপাতির উপর ৫% ভূমি ও দালানকোঠা ৪% এবং আসবাবপত্রের উপর ১০% অবচয় ধার্য করতে হবে।
করণীয়ঃ- ক. বিক্রীত পণ্যের ব্যয় নির্ণয় কর।
খ. মোট লাভ ৪,১৪,০০০ টাকা ধরে কোম্পানির নিট লাভ বা নিট লোকসান নির্ণয় কর।
গ. ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে সিয়াম কোম্পানি লি. এর মোট সম্পদের পরিমাণ নির্ণয় কর।
উত্তর: ক. বিক্রীত পণ্যের ব্যয় ১,৫৬,০০০ টাকা; খ. নিট মুনাফা ২,৫৩,২০০ টাকা; গ. মোট সম্পদ ১০,৩৩,২০০ টাকা।
সৃজনশীল প্রশ্ন-১৮
১৮। রোদেলা কোম্পানি লিমিটেড প্রতিটি ১০ টাকা মূল্যের ৪০,০০০ শেয়ার বিভক্ত মোট ৪,০০,০০০ টাকার অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয়। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর কোম্পানির রেওয়ামিল নিম্নরূপ; [দি.বো. ২০১৭]
হিসাবের নাম ডেবিট টাকা হিসাবের নাম ক্রেডিট টাকা
প্রারম্ভিক মজুদ পণ্য ৫০,০০০ শেয়ার মূলধন ২,০০,০০০
(২০,০০০) শেয়ার
পণ্য ক্রয় ২,৯০,০০০ ১০% ঋণপত্র ১,০০,০০০
মজুরি ৪৮,০০০ প্রদেয় হিসাব ৪০,০০০
বেতন (১০মাস) ৪০,০০০ পণ্য বিক্রয় ৫,০০,০০০
ভাড়া ৪৫,০০০ শিক্ষানবিশ সেলামী ১৮,০০০
অনাদায়ী পাওনা ৩,০০০
প্রাপ্য হিসাব ৮০,০০০ অনাদায়ী পাওনা সঞ্চিতি ৪,০০০
আয়কর ৩৮,০০০
ব্যাংক জমার উদ্বৃত্ত ৬৫,০০০ সঞ্চিতি তহবিল ৮০,০০০
রক্ষিত আয় ১,৮০,০০০
অন্তর্ভতিকালীন লভ্যাংশ ৬০,০০০ (১-১-২০১৬)
ঋণপত্রের অবহার ৩০,০০০
৮% বিনিয়োগ ২,৮৮,০০০
সুনাম ৩০,০০০
আসবাবপত্র ৫৫,০০০
১১,২২,০০০ ১১,২২,০০০
সমন্বয় সমূহঃ- (১) সমাপনী মজুদ ২,৫০,০০০ টাকায় মূল্যায়ন হয়েছে।
(২) সুনামের ১/৫ অংশ অবলোপন কর এবং আসবাবপত্রের উপর ৭% অবচয় ধার্য কর।
(৩) প্রাপ্য হিসাবের ৪,০০০ টাকা আদায়যোগ্য নয়, অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপর ৫% অনাদায়ী পাওনা সঞ্চিতি তৈরি করতে হবে।
(৪) শেয়ার মূলধনের ১০% লভ্যাংশ ঘোষণা করতে হবে। সঞ্চিতি তহবিল ১,০০,০০০ টাকায় উন্নীত করতে হবে এবং ৩০,০০০ টাকা দ্বারা একটি পেনশন তহবিল তৈরি করতে হবে।
করণীয়ঃ- ক. নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ নির্ণয় কর।
খ. কোম্পানির নিট লাভ ২,৮৩,৩৯০ হলে উক্ত বছরের ৩১ ডিসেম্বর তারিখে রক্ষিত আয় বিবরণী তৈরি কর।
গ. ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণীতে মূলধন ও দায়ের মোট পরিমাণ কত?
উত্তর: ক. নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ ৩,৮০০ টাকা; খ. সংরক্ষিত আয়ের সমাপনী উদ্বৃত্ত ২,৯৫,৩৯০ টাকা; গ. শেয়ার মূলধন ও মোট দায়ের পরিমাণ ৮,০৩,৩৯০ টাকা।
সৃজনশীল প্রশ্ন-১৯
১৯। স্টার কোং লি. এর রেওয়ামিল নিম্নে প্রদত্ত হল; [য.বো. ২০১৭]
হিসাবের নাম ডেবিট টাকা ক্রেডিট টাকা
ক্রয় ৫,০০,০০০
বিক্রয় ১২,৫০,০০০
যন্ত্রপাতি ৭,০০,০০০
দালান কোঠা ১,২৫,০০০
মজুদ পণ্য (১-১-১৬) ২,০০,০০০
প্রদেয় হিসাব ২,৩০,০০০
ঋণ হিসাব ৪০,০০০
অনাদায়ী পাওনা সঞ্চিতা ১০,০০০
বেতন ৭০,০০০
বিজ্ঞাপন ২৫,০০০
বহিঃ পরিবহণ ১০,০০০
মজুরি ১,৫০,০০০
অফিস ভাড়া ৪৫,০০০
হাতে নগদ ও ব্যাংক জমা ৭৫,০০০
প্রাপ্য হিসাব ২,০৫,০০০
সাধারণ সঞ্চিতি ২৫,০০০
শেয়ার মূলধন (প্রতিটি ১০ টাকা মূল্যের ৬০,০০০ শেয়ার) ৬,০০,০০০
বকেয়া মজুরি ১০,০০০
ইজারা সম্পত্তি (১০ বছর) ৬০,০০০
২১,৬৫,০০০ ২১,৬৫,০০০
অন্যান্য তথ্যাবলিঃ- (১) সমাপনি মজুদ পণ্যের মূল্য ২,১০,০০০ টাকা যার মধ্যে ১০,০০০ টাকা মূল্যের পণ্য অন্তর্ভূক্ত রয়েছে যা বিক্রয় করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত ক্রেতাকে সরবরাহ করা হয়নি।
(২) প্রাপ্য হিসাবের ১০% অনাদায়ি পাওনা সঞ্চিতি রাখতে হবে।
(৩) সাধারণ সঞ্চিতি তহবিলের ২৫,০০০ টাকা স্থানান্তর করতে হবে।
(৪) যন্ত্রপাতি ও দালান কোঠার ওপর যথাক্রমে ৫% ও ১০% হারে অবচয় ধার্য করতে হবে।
(৫) বেতন বকেয়া আছে ২,০০০ টাকা এবং ভাড়া অগ্রিম প্রদত্ত হয়েছে ৪,০০০ টাকা।
করণীয়ঃ- ক. বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় কর।
খ. ২০১৬ সালে মোট লাভ ৬,০০,০০০ টাকা হলে উক্ত বছরের নীট লাভ বা ক্ষতি নির্ণয় কর।
গ. ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখের মোট সম্পত্তি ও চলতি দায় নির্ণয় কর।
উত্তর: ক. বিক্রীত পণ্যের ব্যয় ৬,৫০,০০০ টাকা; খ. নিট লাভ ৩,৮৮,০০০ টাকা; গ. মোট সম্পদ ১২,৯৫,০০০ টাকা এবং মোট চলতি দায় ২,৪২,০০০ টাকা।
সৃজনশীল প্রশ্ন-২০
২০। ২০১৬ সালের ৩১ ডিসেম্বর তারিখে নাজনীন লি. এর রেওয়ামিল নিম্নে প্রদত্ত হলো; [য.বো. ২০১৭]
হিসাবের নাম ডেবিট টাকা ক্রেডিট টাকা
প্রাপ্য বিল ১৬,০০০
মজুদ পণ্য (১-১-১৬) ৬০,০০০
বেতন ৮,০০০
মজুরি ১০,০০০
যন্ত্রপাতি ১,২০,০০০
সাধারণ শেয়ার মূলধন (প্রতিটি ১০ টাকা মূল্যের ১০,০০০ শেয়ার) ১,০০,০০০
১০% অগ্রাধিকার শেয়ার (প্রতিটি ১০ টাকা মূল্যের ৫,০০০ শেয়ার) ৫০,০০০
নিষ্কর সম্পত্তি ৪০,০০০
প্রদেয় হিসাব ২০,০০০
পণ্য ক্রয় ও বিক্রয় ১,১৫,০০০ ১,৮৪,০০০
সাধারণ সঞ্চিতি ২০,০০০
ফেরত ৮,০০০ ৬,০০০
আমদানি শুল্ক ১৯,০০০
রক্ষিত আয় (১-১-২০১৬) ৯৬,০০০
প্রাপ্য হিসাব ৭২,০০০
প্রাপ্য কমিশন ৮,০০০
৪,৭৬,০০০ ৪,৭৬,০০০
সমন্বয় সমূহঃ- (১) সমাপনি মজুদ পণ্য মূল্যায়ন করা হয়েছে ৬০,০০০ টাকা।
(২) দেনাদারের উপর ১০% সঞ্চিতি রাখতে হবে।
(৩) ক্রয় ও বিক্রয়ের মধ্যে ১৫% ভ্যাট অন্তর্ভূক্ত আছে।
(৪) ধারে বিক্রয় ৫,০০০ টাকা এখনও হিসাবভুক্ত হয়নি।
(৫) মেশিন সংস্থাপন ব্যয় ৪,০০০ টাকা মজুরি অন্তর্ভুক্ত আছে। বকেয়া মজুরি ৬,০০০ টাকা।
করণীয়ঃ-
ক. অনাদায়ী পাওনা সঞ্চিতি এবং অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশ নির্ণয় কর।
খ. ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য মোট লাভ বা ক্ষতি নির্ণয় কর।
গ. ২০১৬ সালের রক্ষিত আয়ের উদ্বৃত্ত ১,০৮,০৮৩ টাকা হলে উক্ত বছরের ৩১ ডিসেম্বর তারিখে “আর্থিক অবস্থার বিবরণীতে” শেয়ার হোল্ডারদের স্বল্প ও দায়ের পরিমাণ কত?
উত্তর:
ক. অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ ৭,৭০০ টাকা এবং অগ্রাধিকার শেয়ার এর লভ্যাংশ ৫,০০০ টাকা; খ. মোট লাভ ৩১,৬০৮ টাকা; গ. শেয়ারহোল্ডারদের স্বত্ব ও দায়সমূহ ৩,১৮,৪৭৫ টাকা।
সৃজনশীল প্রশ্ন-২১
২১। স্টার লিমিটেড ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত রেওয়ামিল নিম্নরূপ; [ঢা.বো. ২০১৬]
হিসাবের নাম ডেবিট টাকা হিসাবের নাম ক্রেডিট টাকা
মজুদ পণ্য ১৮,০০০ শেয়ার মূলধন (প্রতি শেয়ার ১,০০,০০০
পণ্য ক্রয় ৬০,০০০ ১০ টাকা করে ১০,০০০
আন্তঃফেরত ১০,০০০ শেয়ার)
মজুরি ৬,০০০
বেতন ১২,০০০
বিজ্ঞাপন ১৪,০০০ শেয়ার অধিহার ১০,০০০
আয়কর ৪,০০০ পণ্য বিক্রয় ১,২০,০০০
ব্যাংকে জমা ১২,০০০ প্রদেয় হিসাব ১২,০০০
প্রাপ্য হিসাব ২০,০০০ সাধারণ সঞ্চিতি ১০,০০০
বিনিয়োগ ২০,০০০ বহিঃফেরত ৫,০০০
আসবাবপত্র ৫,০০০
যন্ত্রপাতি ৫০,০০০
ইজারা সম্পদ ২০,০০০
(১০ বছরের জন্য)
সুনাম ৬,০০০
২,৫৭,০০০ ২,৫৭,০০০
অন্যান্য তথ্যাবলিঃ- (১) সমাপনী মজুদ পণ্য ৩২,০০০ টাকায় মূল্যায়ন করা হয়েছে, যার বাজার মূল্য ৪০,০০০ টাকা।
(২) বিনামূল্য ২০,০০০ টাকা পণ্য বিতরণ করা হয় যা হিসাব বইতে লেখা হয়নি। মোট বিজ্ঞাপন খরচ চারটি হিসাব বছরে অবোলোপন করতে হবে।
(৩) মজুরি বকেয়া রয়েছে ৪,০০০ টাকা।
(৪) সুনামের সম্পূর্ণ অংশ শেয়ার অধিহার দ্বারা অবলোপন করতে হবে।
(৫) যন্ত্রপাতির উপর ৫% এবং আসবাবপত্রের ওপর ১০% অবচয় ধার্য করতে হবে।
করণীয়ঃ-
ক. চলতি বছরে বিজ্ঞাপন বাবদ খরচের পরিমাণ নির্ণয় কর।
খ. কোম্পানির মোট মুনাফা ৬১,০০০ টাকা ধরে নিট মুনাফা নির্ণয় কর।
গ. উপর্যুক্ত তথ্যের আলোকে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে কোম্পানির মোট সম্পদের পরিমাণ নির্ণয় কর।
উত্তর:
ক. চলতি বছরের বিজ্ঞাপন খরচ ৪,০০০ টাকা; খ. নিট মুনাফা ৪০,০০০ টাকা; গ. মোট সম্পদ ১,৬৬,০০০ টাকা।
সৃজনশীল প্রশ্ন-২২
২২। মুন কোম্পানির লি.-এর বই হতে নিম্নবর্ণিত রেওয়ামিলটি নেওয়া হয়েছে; [ঢা.বো. ২০১৬]
হিসাবের নাম ডেবিট টাকা হিসাবের নাম ক্রেডিট টাকা
সুনাম ১,২০,০০০ শেয়ার মূলধন (প্রতি শেয়ার ৩,০০,০০০
ভূমি ও দালান ১,৫০,০০০ ১০ টাকা হিসাবে)
কলকব্জা ১,৬০,০০০
প্রাপ্য হিসাব ৭৫,০০০ ১০% ঋণপত্র ৬০,০০০
ব্যাংক জমার ৬০,০০০ (১-৪-১৫)
উদ্বৃত্ত সঞ্চিত তহবিল ৫০,০০০
আয়কর ১০,০০০ সংরক্ষিত আয় ২০,০০০
অন্তর্বর্তীকালীন ৫,০০০ (১-৪-১৫)
লভ্যাংশ প্রদেয় হিসাব ৫০,০০০
আন্তঃফেরত ১০,০০০ বিক্রয় ৩,৮৬,০০০
ক্রয় ২,২৫,০০০
প্ররম্ভিক মজুদ ২৬,০০০
পণ্য
পরিচালন ব্যয় ২৫,০০০
৮,৬৬,০০০ ৮,৬৬,০০০
অন্যান্য তথ্যাবলিঃ- (১) সমাপনী মজুদ পণ্য ৭৫,০০০ টাকায় মূল্যায়ন করা হয়েছে। (২) অলিখিত বিক্রয় ৪,০০০ টাকা এবং মুনাফাবিহীন বিক্রয় ১৬,০০০ টাকা।
(৩) নিট লাভের ১৪,৫০০ টাকা সঞ্চিতি তহবিলে স্থানান্তর করতে হবে। (৪) শেয়ার মূল্যধনের ১০% চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করতে হবে।
(৫) নিট মুনফার ৫% শ্রমিকদের মুনাফা অংশীদারিত্ব তহবিলে স্থানান্তর করতে হবে।
করণীয়ঃ- ক. নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় কর।
খ. ১,৭৪,৫০০ টাকা নিট মুনাফা ধরে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত কর।
গ. আর্থিক অবস্থার বিবরণীর দায় ও মালিকানাস্বত্ব পার্শ্ব ছক আকারে প্রদর্শন কর। (গণনাসহ)
উত্তর: ক. নিট বিক্রয় ৩,৬৪,০০০; খ. সংরক্ষিত আয় বিবরণীর সমাপনী জের ১,২৬,২৭৫ টাকা; গ. মোট দায় ও মালিকানা স্বত্ব ৬,৪৪,০০০ টাকা।
সৃজনশীল প্রশ্ন-২৩
২৩। মোহনা লিমিটেড ২০১৫ সালের ৩১ শে ডিসেম্বর তারিখের রেওয়ামিল নিম্নরূপ; [রা.বো. ২০১৬]
হিসাবের নাম ডেবিট টাকা হিসাবের নাম ক্রেডিট টাকা
সুনাম ২,০০,০০০ শেয়ার মূলধন (প্রতিটি ১০ টাকা মূল্যের ৬,০০,০০০
প্রাপ্য হিসাব ৪,৪০,০০০ ৬০,০০০ শেয়ার)
ব্যাংক জমার উদ্বৃত্ত ২,৮০,০০০
মজুদ পণ্য (৩১-১২-১৫) ১,৪০,০০০
বিক্রয় ১১,৭৮,০০০
সাপ্লাইজ ১৬,০০০ প্রদেয় হিসাব ২,০০,০০০
সমন্বিত ক্রয় ৭,০০,০০০ অনাদায়ি পাওনা সঞ্চিতি ১২,০০০
প্রযক্তি জ্ঞান ২,২০,০০০
অফিস কর্মচারীদের বেতন ৬০,০০০ ১০% ঋণপত্র ১,২০,০০০
কর্মচারী কল্যাণ তহবিল ২০,০০০
বিজ্ঞাপন খরচ ২৪,০০০
অন্যান্য প্রত্যেক্ষ খরচ ৫০,০০০
২১,৩০,০০০ ২১,৩০,০০০
অন্যান্য তথ্যাবলিঃ- (১) সমাপনী মজুদ পণ্যের মধ্যে ৭,০০০ টাকায় বিক্রীত পণ্য অন্তর্ভুক্ত রয়েছে যা ক্রেতাদের সময় মতো সরবরাহ করা যায়নি।
(২) আদায়ের জন্য প্রেরিত ২০,০০০ টাকার একখানি চেক প্রত্যাখ্যাত হয়েছে। উহা হিসবে লিপিবদ্ধ করা হয়নি।
(৩) ব্যবহৃত সাপ্লাইজের পরিমাণ ৯,৬০০ টাকা।
(৪) প্রযুক্তি জ্ঞান দশ বছরের মধ্যে সমহারে অবলোপন করতে হবে।
(৫) প্রাপ্য হিসাবের ১০,০০০ টাকা আদায়যোগ্য নয়। অবশিষ্ট প্রাপ্য হিসাবের ওপর ৫% হারে অনাদায়ি পাওনা সঞ্চিতির ব্যবস্থা কর।
করণীয়ঃ- ক. প্রাপ্য হিসাবের নিট সমাপনী উদ্বৃত্ত ও অনাদায়ি সঞ্চিতি গণনাসহ নির্ণয় কর।
খ. ৩১-১২-২০১৫ তারিখে সমাপ্ত বছরের জন্য কোম্পানির আয় বিবরণী প্রস্তুত কর।
গ. ৩১-১২-২০১৫ তারিখে কোম্পানির স্থিতিপত্র প্রস্তুত কর।
উত্তর: ক. প্রাপ্য হিসাবের সমাপনী উদ্বৃত্ত ৪,২৭,৫০০ টাকা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি ২২,৫০০ টাকা; খ. নিট মুনাফা ২,৭২,৯০০ টাকা; গ. আর্থিক অবস্থার বিবরণীর যোগফল ১২,২৪,৯০০ টাকা।
সৃজনশীল প্রশ্ন-২৪
২৪। অয়ন লিমিটেডের অনুমোদিত মূলধন প্রতি শেয়ার ১০ টাকা মূল্যের ১০,০০,০০০ শেয়ারে বিভক্ত ১,০০,০০,০০০ টাকা। ডিসেম্বর ৩১, ২০১৫ তারিখে কোম্পানির রেওয়ামিল নিম্নরূপ ছিল; [রা.বো. ২০১৬]
হিসাবের নাম ডেবিট টাকা হিসাবের নাম ক্রেডিট টাকা
ব্যাংক জমা ১৫,৫০,০০০ শেয়ার মূলধন (প্রতিটি ১০ ৬০,০০,০০০
প্রাপ্য হিসাব ২৫,৩৫,০০০ টাকা মূল্যের ৬,০০,০০০ শেয়ারে
ইজারা সম্পত্তি (১-৭-১৩ ইং ১৬,১৫,০০০ বিভক্ত)
থেকে ১০ বছরের জন্য)
প্রারম্ভিক মজুদ পণ্য ৪,৫০,০০০ বিক্রয় ৩০,০০,০০০
প্রদেয় বিল ৩,০০,০০০
ক্রয় ১৪,৫০,০০০ আয়কর সঞ্চিতি ১,৪৫,০০০
মজুরি ও বেতন ৫,৫০,০০০ সংরক্ষিত আয় বিবরণীর উদ্বৃত্ত ১৪,৭৫,০০০
ভাড়া ২,৮০,০০০ (১-১-১৫)
বিমা সেলামি ৯০,০০০
আয়কর ২,০০,০০০ সঞ্চিতি তহবিল ৫০,০০০
অন্তর্বর্তী ১০,০০,০০০ ১২% ঋণপত্র ৫,০০,০০০
লভ্যাংশ (১-১-২০১৫)
১০% বিনিয়োগ
(১-৭-১৫) ১৭,৫০,০০০
১,১৪,৭০,০০০ ১,১৪,৭০,০০০
অন্যান্য তথ্যাবলিঃ- (১) সমাপনী মজুদ পণ্য ৮,২৫,০০০ টাকায় মূল্যায়ন করা হয়েছে।
(২) শ্রমিকের মজুরি ৩০,০০০ টাকা অপ্রদত্ত রয়েছে। পক্ষান্তরে ভাড়া ২৫,০০০ টাকা অগ্রিম পরিশোধ করা হয়েছে।
(৩) নিট লাভের ৫০,০০০ টাকা সঞ্চিতি তহবিলে স্থানান্তর কর। (৪) শেয়ার মূলধনের ৫% চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করা হয়।
করণীয়ঃ- ক. ইজারা সম্পত্তির প্রারম্ভিক মূল্য নির্ণয় কর।
খ. নিট লাভ ৮,৩৭,৫০০ টাকা হলে ৩১ ডিসেম্বর, ২০১৫ তারিখে সমাপ্ত বছরের সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত কর।
গ. ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে কোম্পানির নিট চলতি মূলধন নির্ণয় কর।
উত্তর: ক. ইজারা সম্পত্তির প্রারম্ভিক মূল্য ১৯,০০,০০০ টাকা; খ. সমাপনী সংরক্ষিত আয় ৯,০৭,৫০০ টাকা; গ. নিট চলতি মূলধন ৪৩,৩২,৫০০ টাকা।
সৃজনশীল প্রশ্ন-২৫
২৫। কর্ণফুলী কোম্পানি লিমিটেড-এর রেওয়ামিল নিম্নে দেয়া হল; [চ.বো. ২০১৬]
হিসাবের নাম ডেবিট টাকা ক্রেডিট টাকা
অফিস সাপ্লাইজ ২৫,০০০
অগ্রিম বিমা ১৪,০০০
বেতন ১২,০০০
শেয়ার মূলধন ৫,০০০ শেয়ার ৫০,০০০
প্রতিটি ১০ টাকা
প্রদেয় মজুরি ১২,০০০
অফিস যন্ত্রপাতি ৮০,০০০
লভ্যাংশ ৪,০০০
সুনাম ২০,০০০
বিজ্ঞাপন ১৭,০০০
পুঞ্জিভূত অবচয় ৮,০০০
সেবা আয় ৭২,০০০
অনুপার্জিত সেবা আয় ৬,০০০
কমিশন ৪,০০০
রক্ষিত আয় ২০,০০০
১,৭২,০০০ ১,৭২,০০০
সমন্বয় সমূহঃ- (১) সাপ্লাইজ ব্যয় ১৬,০০০ টাকা এবং অগ্রিম প্রদত্ত বিজ্ঞাপন ৮,০০০ টাকা। (২) অনুপার্জিত সেবা আয় উপার্জিত হয়েছে ৩,০০০ টাকা।
(৩) লভ্যাংশ ঘোষণা করা হয়েছে ১০%।(৪) নিট আয়ের ২০% সঞ্চিতি তহবিলে স্থানান্তর করতে হবে।
(৫) অফিস যন্ত্রপাতির অবচয় ধার্য করতে হবে ৮,০০০ টাকা
করণীয়ঃ- ক. প্রস্তাবিত লভ্যাংশ ও অনুপার্জিত সেবা আয় নির্ণয় কর
খ. আয় বিবরণী প্রস্তুত কর।
গ. রক্ষিত আয় বিবরণী প্রস্তুত কর।
উত্তর: ক. প্রস্তাবিত লভ্যাংশ ৫,০০০ টাকা এবং অনুপার্জিত সেবা আয় ৩,০০০ টাকা; খ. নিট আয় ৩৪,০০০ টাকা; গ. রক্ষিত আয়ের সমাপনী জের ৩৮,২০০ টাকা।
সৃজনশীল প্রশ্ন-২৬
২৬। মুক্তা কোঃ লিঃ-এর রেজিস্ট্রিকৃত মূলধন ছিল ৬,০০,০০০ টাকা, যাহা প্রতিটি ১০০ টাকা মূল্যের ৬,০০০ শেয়ারে বিভক্ত। ৩১ ডিসেম্বর ২০১৫ তারিখে কোম্পানির রেওয়ামিল ছিল নিম্নরূপ; [চ.বো. ২০১৬]
হিসাবের নাম ডেবিট টাকা ক্রেডিট টাকা
যন্ত্রপাতি (১-৭-১৫ তারিখে ক্রয়কৃত ৫০,০০০ টাকার যন্ত্রপাতিসহ) ২,৫০,০০০
প্রারম্ভিক মজুদ ৩০,৫০০
ক্রয় ২,২২,৫০০
বিক্রয় ৪,৪২,৫০০
ক্রয় ফেরত ১৫,৫০০
শেয়ার মূলধন পূর্ণ পরিশোধিত ৪,০০,০০০
রক্ষিত আয় ৪৫,০০০
বিক্রয় ফেরত ৮,৫০০
বিনিয়োগ ১,৫০,০০০
প্রদেয় নোট ১২,০০০
প্রদেয় হিসাব ৮৮,৫০০
আমদানি শুল্ক ১২,৫০০
আন্তঃপরিবহণ ১৮,৫০০
মজুরি ২০,৫০০
বেতন ৯০,০০০
মনিহারি ২০,০০০
ভাড়া খরচ ৩২,৫০০
প্রাপ্য হিসাব ৪০,০০০
সুনাম ৩০,০০০
নগদ ৭৮,০০০
১০,০৩,৫০০ ১০,০৩,৫০০
সমন্বয়সমূহঃ- (১) সমাপনি মজুদ পণ্য মূল্যায়ন করা হয় ১,২০,৫০০ টাকা।
(২) মনিহারি মজুত এর পরিমাণ ৯,৫০০ টাকা।
(৩) যন্ত্রপাতির উপর ১০% হারে অবচয় ধার্য করতে হবে।
(৪) শেয়ারপ্রতি ১০ টাকা হারে লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
(৫) বোনাস তহবিলে ১০,০০০ টাকা স্থানান্তর করতে হবে।
করণীয়ঃ- ক. যন্ত্রপাতির অবচয় খরচ নির্ণয় কর।
খ. ৩১-১২-২০১৫ তারিখে আয় বিবরণী প্রস্তুত কর।
গ. সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত ৭৫,৩৯১ টাকা ধরে ৩১-১২-২০১৫ তারিখের আর্থিক অবস্থার বিবরণী দায় ও মালিকানা স্বত্ব পার্শ¦ ছক আকারে প্রদর্শন কর।
উত্তর: ক. যন্ত্রপাতির অবচয় খরচ ২২,৫০০ টাকা; খ. নিট মুনাফা ১,১০,০০০ টাকা; গ. আর্থিক অবস্থার বিবরণীর যোগফল ৬,২৫,৮৯১ টাকা।
সৃজনশীল প্রশ্ন-২৭
২৭। শাপলা লিমিটেডের খতিয়ান উদ্বৃত্ত ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে নিচের রেওয়ামিলটি প্রস্তুত হয়েছে; [কু.বো. ২০১৬]
হিসাবের নাম ডেবিট টাকা ক্রেডিট টাকা
নগদ তহবিল ৩৫,০০০
ব্যাংক জমাতিরিক্ত ৫০,০০০
যন্ত্রপাতি ২,৫০,০০০
প্রারম্ভিক মজুদ ৩০,০০০
পণ্য ক্রয় ও বিক্রয় ৩,৫০,০০০ ৪,৫০,০০০
পণ্য ফেরত ১০,০০০ ১৫,০০০
মজুরি খরচ ২০,০০০
অফিস খরচ ১০,০০০
শেয়ার মূলধন (৪,০০০ শেয়ার) ৪,০০,০০০
বিলম্বিত বিজ্ঞাপন ৮,০০০
প্রাপ্য হিসাব ৮০,০০০
অনাদায়ি পাওনা ৩,০০০
প্রদেয় হিসাব ৬৩,০০০
১০% বিনিয়োগ (১-১০-১৫) ১,২০,০০০
সুনাম ৬২,০০০
৯,৭৮,০০০ ৯,৭৮,০০০
অন্যান্য তথ্যাবলিঃ- (১) সমাপনী মজুদ পণ্যের মূল্য ৫০,০০০ টাকা, যার বাজারমূল্য ৫৪,০০০ টাকা।
(২) প্রাপ্য হিসাবের মোট ১০,০০০ টাকা আদায়যোগ্য নয়; অবশিষ্ট টাকার উপর ৫% হারে অনাদায়ি পাওনা সঞ্চিতি ব্যবˉ’া করতে হবে।
(৩) বিলম্বিত বিজ্ঞাপনের অর্ধাংশ অবলোপন করতে হবে। (৪) শেয়ার মূলধনের ওপর ২০% হারে লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
করণীয়ঃ- ক. অনাদায়ি পাওনা সঞ্চিতি বাবদ আয় বিবরণীতে কত টাকা চার্জ করা হবে?
খ. ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত বছরের জন্য বিবরনী প্রস্তুত কর।
গ. ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে মোট চলতি সম্পত্তি ও মোট চলিত দায় নির্ণয় কর।
উত্তর: ক. অনাদায়ী পাওনা সঞ্চিতি বাবদ চার্জ করতে হবে ৩,৬৫০ টাকা; খ. নিট মুনাফা ৮০,৩৫০ টাকা; গ. মোট চলতি সম্পদ ১,৫৭,৩৫০ টাকা এবং মোট চলতি দায় ১,৯৩,০০০ টাকা।
সৃজনশীল প্রশ্ন-২৮
২৮। অংকুর লিমিটেডের নিম্নোক্ত রেওয়ামিল ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে প্রস্তুত করা হয়েছে; [কু.বো. ২০১৬]
হিসাবের নাম ডেবিট টাকা ক্রেডিট টাকা
প্রারম্ভিক মজুদ পণ্য ২২,০০০
বেতন ৩০,০০০
ক্রয় ও বিক্রয় ৭৬,০০০ ১,১৬,০০০
শেয়ার মূলধন ৩,০০,০০০
দালানকোঠা ২,০০,০০০
১০% বিনিয়োগ (১-৩-১৫) ৫০,০০০
আসবাবপত্র ১,০০,০০০
ব্যাংক জমা ৩৬,০০০
প্রাপ্য হিসাব ৩০,০০০
প্রদেয় হিসাব ২৯,০০০
অফিস সরবরাহ ৩,০০০
প্রাপ্য নোট ৫,০০০
প্রদেয় নোট ১৭,০০০
ভাড়া (১০ মাস) ১০,০০০
সাধারণ সঞ্চিতি তহবিল ১,০০,০০০
৫,৬২,০০০ ৫,৬২,০০০
অন্যান্য তথ্যাবলিঃ- (১) ২৫-২২-২০১৫ তারিখে আগুনে বিনষ্ট পণ্য ১০,০০০ টাকা বাদ দেওয়ার পর সমাপনী মজুদ পণ্যের মূল্যায়ন করা হয়েছে ৩০,০০০ টাকা। বিমা কোম্পানি বিনষ্ট পণ্যের ৬০% ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে। (২) অফিস সরবরাহের ৫০০ টাকা অব্যবহৃত রয়েছে।
(৩) আসবাবপত্রের ওপর ১০% অবচয় ধার্য করতে হবে।
করণীয়ঃ- ক. আগুনে বিনষ্ট মজুদ বাবদ কত টাকার ক্ষতি হিসাবভুক্ত করতে হবে?
খ. অংকুর লিমিটেডের মোট লাভ ৫৮,০০০ টাকা ধরে একটি আয় বিবরণী প্রস্তুত কর।
গ. ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত কর।
উত্তর: ক. আগুনে বিনষ্ট বাবদ ৪,০০০ টাকা ক্ষতি হিসাবভুক্ত হবে; খ. নিট মুনাফা ৩,৬৬৭ টাকা; গ. আর্থিক অবস্থার বিবরণীর যোগফল ৪,৫১,৬৬৭ টাকা।
সৃজনশীল প্রশ্ন-২৯
২৯। হিমাদ্র লিমিটেড-এর ৩১ ডিসেম্বর, ২০১৫ তারিখে প্রস্তুতকৃত রেওয়ামিল নিম্নরূপ; [সি.বো. ২০১৬]
হিসাবের নাম ডেবিট টাকা হিসাবের নাম ক্রেডিট টাকা
পণ্য ক্রয় ৭,৮০,০০০ শেয়ার মূলধন (বিলিকৃত ও তলবকৃত ৬,০০,০০০
পণ্য ফেরত ৪,০০০ ৬,০০০ শেয়ার প্রতিটি ১০০ টাকা)
প্রারম্ভিক মজুদ পণ্য ৮০,০০০
পরিবহণ ৩৬,০০০
মজুরি ৯৬,৬০০
বেতন ৬০,০০০ সাধারণ সঞ্চিতি ৫৮,০০০
মনিহারি ৩০,০০০ প্রদেয় হিসাব ৩০,০০০
সরঞ্জাম ২,২০,০০০ বিক্রয় ১১,৫০,০০০
কলকব্জা ২,৮০,০০০ প্রদেয় নোট ৮,০০০
অনাদায়ি পাওনা ৬,৪০০ পণ্য ফেরত ১০,০০০
প্রাপ্য হিসাব ২,৩৯,০০০ অবচয় সঞ্চিতি সরঞ্জাম ১২,০০০
আয়কর ৬,০০০
অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ৯,০০০ অবচয় সঞ্চিতি কলকব্জা ৪০,০০০
৮%বিনিয়োগ ৬০,০০০ সংরক্ষিত আয় বিবরণীর উদ্বৃত্ত ৮,০০০
অনাদায়ি তলব ১৩,০০০
বিনিয়োগের সুদ ৪,০০০
১৯,২০,০০০ ১৯,২০,০০০
সমন্বয় সমূহঃ- (১) ৩১ ডিসেম্বর ২০১৫ তারিখে মজুদ পণ্যের মূল্যায়ন করা হয়েছিল ১,৩২,০০০ টাকা কিন্তু পরবর্তীতে ২৫,০০০ টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়ে যায়। বিমা কোম্পানি ১৭,০০০ টাকা ক্ষতিপূরণ দিতে স্বীকৃত হয়েছে।
(২) প্রারম্ভিক মজুদের মধ্যে ৮,০০০ টাকার মনিহারি ক্রয় অন্তর্ভুক্ত আছে। মনিহারি অর্ধাংশ ব্যবহৃত হয়েছে।
(৩) মুনাফাবিহীন বিক্রয়ের পরিমাণ ৪৮,৭০০ টাকা।
(৪) সরঞ্জাম ও কলকব্জা ক্রমহ্রাসমান জেরের উপর ১০% হারে অবচয় ধার্য করতে হবে।
(৫) আদায়কৃত মূলধনের ১০% বার্ষিক লভ্যাংশ ষোষণা করতে হবে।
(৬) নিট লাভের ৮,০০০ টাকা সাধারণ সঞ্চিতি তহবিলে এবং ১১,০০০ টাকা লভ্যাংশ সমীকরণ তহবিলে স্থানান্তর করতে হবে।
করণীয়ঃ-ক. সরঞ্জাম ও কলকব্জার ওপর অবচয়ের পরিমাণ দেখাও।
খ. চলতি বছরের মোট লাভ নির্ণয় কর।
গ. নিট লাভ ১,৭০,০০০ টাকা ধরে সংরক্ষিত আয় বিবরণী তৈরি কর।
উত্তর: ক. সরঞ্জামের অবচয় ২০,৮০০ টাকা, কলকব্জার অবচয় ২৪,০০০ টাকা; খ. মোট লাভ ৩,০৩,৪০০ টাকা; গ. সংরক্ষিত আয় বিবরণীর সমাপনী উদ্বৃত্ত ৮৫,৩০০ টাকা।
সৃজনশীল প্রশ্ন-৩০
৩০। মুনমুন লিমিটেড-এর ৩১ ডিসেম্বর, ২০১৫ তারিখে প্রস্তুতকৃত রেওয়ামিল নিম্নরূপ; [সি.বো. ২০১৬]
হিসাবের নাম ডেবিট টাকা হিসাবের নাম ক্রেডিট টাকা
প্রারম্ভিক মজুদ পণ্য ৩,৮০,০০০ আদায়কৃত মূলধন ১৫,০০,০০০
ক্রয় ১২,০০,০০০ পণ্য বিক্রয় ২১,১৮,০০০
মজুরি ১,১০,০০০ ৬% ঋণ ২,৪০,০০০
বেতন ১,৮০,০০০ (১-৭-১৫)
মনিহারি ১৮,০০০ শেয়ার অধিহার ৪,৫০,০০০
ক্রয় পরিবহণ ৩০,০০০ প্রদেয় হিসাব ১,০৯,০০০
প্রাপ্য হিসাব ২,১০,০০০ কু-ঋণ সঞ্চিতি ৩১,০০০
প্রাথমিক ৬০,০০০ বিনিয়োগের সুদ ২৩,০০০
খরচাবলি
সুনাম ১,০০,০০০
আসবাবপত্র ২,০০,০০০
ভূমি ও দালানকোঠা ১৪,৯০,০০০
৮%বিনিয়োগ ৫,০০,০০০
৪৪,৭১,০০০ ৪৪,৭১,০০০
সমন্বয় সমূহঃ- (১) সমাপনী মজুদ পণ্যের মূল্য ৪,৮০,০০০ টাকা কিন্তু এর মধ্যে ১৮,০০০ টাকার পণ্য অন্তর্ভুক্ত আছে যা বিক্রয় করা হয়েছে কিন্তু, সরবরাহ করা হয় নাই।
(২) বিজ্ঞাপন বাবদ বিনামূল্যে পণ্য বিতরণ করা হয়েছে ৪০,০০০ টাকা। বিজ্ঞাপন ব্যয়ের ৩/৫ অংশ বিলম্বিত করতে হবে।
(৩) প্রাপ্য হিসাবের ১০% কু-ঋণ সঞ্চিতি ধার্য করতে হবে।
(৪) ভূমি ও দালানকোঠার অন্তর্ভুক্ত ৫,০০,০০০ টাকা বছরের মাঝামাঝি সময়ে ক্রয় করা হয়েছে।
(৫) সুনামের ২৫% ও প্রাথমিক খরচের ২০% অবলোপন কর।
(৬) ভূমি ও দালানকোঠার ৫% এবং আসবাবপত্রের ওপর ১০% অবচয় ধার্য কর।
করণীয়ঃ- ক. সমাপনী চলতি সম্পত্তির মোট পরিমাণ নির্ণয় কর।
খ. বিক্রীত পণ্যের ব্যয় নির্ণয় কর।
গ. মোট লাভ ৯,০৭,০০০ টাকা ধরে নিট লাভ নির্ণয় কর।
উত্তর: ক. সমাপনী চলতি সম্পত্তি ৬,৬৮,০০০ টাকা; খ. বিক্রীত পণ্যের ব্যয় ১২,১১,০০০ টাকা; গ. নিট মুনাফা ৬,১৬,৮০০ টাকা।
সৃজনশীল প্রশ্ন-৩১
৩১। মুজতাবা লি.-এর অনুমোদিত মূলধন ৮,০০,০০০ টাকা, যা প্রতিটি ১০০ টাকা মূল্যের ৮,০০০ শেয়ারে বিভক্ত। ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত রেওয়ামিল নিচে প্রদত্ত হলো; [ব.বো. ২০১৬]
হিসাবের নাম ডেবিট টাকা ক্রেডিট টাকা
শেয়ার মূলধন (৫,০০০ শেয়ার) ৫,০০,০০০
১২% ঋণপত্র (১-৪-২০১৪) ৫০,০০০
রক্ষিত আয় বিবরণী(১-১-১৫) ৫০,০০০
যন্ত্রপাতি ২,৫০,০০০
প্রাথমিক খরচ ৪০,০০০
দায় গ্রাহকের কমিশন ২৫,০০০
প্রারম্ভিক মজুদ পণ্য ৩২,৫০০
ক্রয় ২,৬৫,০০০
বিক্রয় ৪,২৫,০০০
আমদানি শুল্ক ১০,০০০
সাধারণ খরচ ১০,০০০
মজুরি ৩৮,৫০০
সুনাম ১,০০,০০০
বিক্রয় ফেরত ৯,৫০০
ক্রয় ফেরত ৮,০০০
নিরীক্ষা ফি ১০,০০০
নগদ ৩২,৫০০
আসবাবপত্র ২,১০,০০০
১০,৩৩,০০০ ১০,৩৩,০০০
অন্যান্য তথ্যাবলিঃ- (১) সমাপনী মজুদ পণ্য ১,৩৫,০০০ টাকা।
(২) একটি নতুন মেশিন স্থাপনের ব্যয় ১০,০০০ টাকা মজুরির অন্তর্ভুক্ত আছে। নতুন মেশিনের ক্রয়মূল্য ৫০,০০০ টাকা যা ১-৭-২০১৫ তারিখে সংস্থাপন করা হয়।
(৩) যন্ত্রপাতির ওপর ১০% অবচয় সঞ্চিতি ধরতে হবে।
(৪) শেয়ার প্রতি ২ টাকা লভ্যাংশ ঘোষণা করতে হবে।
(৫) প্রাথমিক খরচের অর্ধাংশ এবং দায় গ্রাহকের কমিশন সম্পূর্ণ অবলোপন করতে হবে।
করণীয়ঃ-
ক. ক্রয়কৃত পণ্যের ব্যয় নির্ণয় কর।
খ. মোট লাভ ২,১২,৫০০ টাকা ধরে ৩১ ডিসেম্বর ২০১৫ সালের নিট লাভ নির্ণয় কর।
গ. রক্ষিত আয় বিবরণীর ক্রেডিট উদ্বৃত ১,৭২,০০০ টাকা ধরে ৩১ ডিসেম্বর ২০১৫ তারিখে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত কর।
উত্তর:
ক. ক্রয়কৃত পণ্যের ব্যয় ২,৯৫,৫০০ টাকা; খ. নিট মুনাফা ১,১৮,৫০০ টাকা; গ. আর্থিক অবস্থার বিবরণীর যোগফল ৭,৩৮,০০০ টাকা এবং অনিশ্চিত হিসাব (সম্পদ) ৩,৫০০ টাকা।
সৃজনশীল প্রশ্ন-৩২
৩২। সবুজ বাংলা লিমিটেডের অনোমদিত মূলধন ১২,০০,০০০ টাকা যা প্রতিটি ১০০ টাকা মূল্যের ১২,০০০ শেয়ারে বিভক্ত। ৩১ ডিসেম্বর ২০১৫ তারিখে কোম্পানির রেওয়ামিল (আংশিক) নিম্নরূপ; [ব.বো. ২০১৬]
হিসাবের নাম ডেবিট টাকা ক্রেডিট টাকা
শেয়ার মূলধন (৮,০০০ শেয়ার) ৮,০০,০০০
৬% বিনিয়োগ (১-১-১৫) ১,৬০,০০০
আয়কর সঞ্চিতি ৩৭,০০০
সুনাম ১,১৫,০০০
ভূমি ও দালান ২,৭০,০০০
কলকব্জা ৩,২২,০০০
সমাপনী মজুদ পণ্য ৮০,০০০
নগদ ৭,৫০০
দেনাদার ও পাওনাদার ৩৭,১০০ ৪০,০০০
ব্যাংক জমাতিরিক্ত ৩৩,০০০
আয়কর ১৭,০০০
রক্ষিত আয় বিবরণী(১-১-১৫) ৪৮,০০০
সঞ্চিতি তহবিল ৫২,০০০
শেয়ার অধিহার ২৪,০০০
দায় গ্রাহকের দস্তুরি ২৮,০০০
দাবিমুক্ত লভ্যাংশ ২,৬০০
১০,৩৬,৬০০ ১০,৩৬,৬০০
অন্যান্য তথ্যাবলিঃ- (১) নিট লাভের ১০,০০০ টাকা কর্মচারী কল্যাণ তহবিলে স্থানান্তর কর।
(২) শেয়ার অধিহার দ্বারা সুনাম অবলোপন কর।
(৩) শেয়ার প্রতি ২ টাকা ল্যাভংশ ঘোষণা কর।
(৪) দাবিমুক্ত লভ্যাংশের অর্ধেক অবলোপন কর।
(৫) আয়কর ফেরত ৭,০০০ টাকা হিসাবভুক্ত হয়নি।
করণীয়ঃ-
ক. নিট লাভ ৩৭,০০০ টাকা ধরে পরিশোধিত মুনাফা নির্ণয় কর।
খ.নিট লাভ ৩৭,০০০ টাকা ধরে রক্ষিত আয় বিবরণী প্রস্তুত কর।
গ. কোম্পানির আর্থিক অবস্থার বিবরণীতে দায় ও মালিকানাস্বত্ব উপস্থাপন কর।
উত্তর:
ক. পরিশোধ মুনাফা ১৬,০০০ টাকা; খ. রক্ষিত আয়ের সমাপনী জের ৮৭,৩০০ টাকা; গ. আর্থিক অবস্থার বিবরণীর যোগফল ১০,৩৯,৬০০ টাকা।
সৃজনশীল প্রশ্ন-৩৩
৩৩। তাসমিয়া কোম্পানি লি.-এর অনুমোদিত মূলধনের পরিমাণ ৪,০০,০০০ টাকা, যা প্রতিটি ১০০ টাকা মূল্যের ৪,০০০ শেয়ারে বিভক্ত। ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে রেওয়ামিল ছিল নিম্নরূপ; [দি.বো. ২০১৬]
হিসাবের নাম ডেবিট টাকা হিসাবের নাম ক্রেডিট টাকা
প্রারম্ভিক মজুদ পণ্য ৯০,০০০ শেয়ার মূলধন(প্রতিটি ১০০ টাকা মূল্যের ৩,০০,০০০
৩,০০০ শেয়ার)
কলকব্জা ৯০,০০০
বেতন (১০ মাস) ২০,০০০
বিমা সেলামি ২০,০০০ অদাবিকৃত লভ্যাংশ ২০,০০০
চালানি কারবারে ৩,০০০
প্রেরিত পণ্য প্রদেয় হিসাব ৯৮,৮০০
প্রাপ্য হিসাব ১,৪০,০০০ কমিশন প্রাপ্তি ১,২০০
পরিচালকের সম্মানি ৬,০০০ ১০% ঋণপত্র ৮০,০০০
(১-৭-২০১৫)
সাধারণ খরচাবলি ৪,০০০ সংরক্ষিত আয় ৫২,০০০
(১-১-২০১৫)
বাড়া ৭,২০০ বিক্রয় ২,৭৫,০০০
বিজ্ঞাপন খরচ ৯,৪০০ ক্রয় ফেরত ৫,০০০
ব্যাংকে জমা ৭২,৪০০
ক্রয় ১,৫০,০০০
বিক্রয় ফেরত ১০,০০০
আসবাবপত্র ১,৮০,০০০
মজুরি ২০,০০০
আমদানি শুল্ক ১০,০০০
৮,৩২,০০০ ৮,৩২,০০০
অন্যান্য তথ্যাবলিঃ- (১) সমাপনী মজুদ পণ্য ৮০,০০০ টাকা মূল্যায়ন করা হয়েছে কিন্তু উহার বাজারমূল্য ১,০০,০০০ টাকা।
(২) চালানি কারবারের প্রেরিত সকল পণ্য ৫% কমিশন প্রদান সাপেক্ষে ৪,০০০ টাকা বিক্রয় করা হয়েছে।
(৩) কলকব্জা ও যন্ত্রপাতির ওপর ১০% অবচয় ধার্য কর।
(৪) নিট লাভের ৫,০০০ টাকা কর্মচারী কল্যাণ তহবিলে স্থানান্তর করতে হবে।
(৫) অদাবিকৃত লভ্যাংশ সম্পূর্ণভাবে অবলোপন করতে হবে।
(৬) শেয়ার মূলধনের ১০% লভ্যাংশ ঘোষণা করতে হবে।
করণীয়ঃ- ক. তাসমিয়া কোম্পানি লি.-এর চালানি কারবারে প্রেরিত পণ্যের মুনাফা অথবা ক্ষতির পরিমাণ নির্ণয় কর।
খ. মোট লাভ/ক্ষতির পরিমাণ নির্ণয় কর।
গ. সংরক্ষিত আয় বিবরণী উদ্বৃত্ত ৩৫,৪০০ টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত কর।
উত্তর: ক. চালানি কারবারে প্রেরিত পণ্যের মুনাফা ৮০০ টাকা; খ. মোট লাভ ৮০,০০০ টাকা; গ. আর্থিক অবস্থার বিবরণীর যোগফল ৫,৫৭,২০০ টাকা।
সৃজনশীল প্রশ্ন-৩৪
৩৪। মিতা কোম্পানি লি.-এর প্রতিটি ২০ টাকা মূল্যের ২৫,০০০ শেয়ারে বিভক্ত মোট ৫,০০,০০০ টাকার অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয়। ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত রেওয়ামিল নিম্নরূপ; [দি.বো. ২০১৬]
হিসাবের নাম ডেবিট টাকা ক্রেডিট টাকা
মজুদ পণ্য (১-১-১৫) ২,২০,০০০
দালানকোঠা ৬,৫০,০০০
পণ্য ক্রয় ৬,০০,০০০
মজুরি ২,২০,০০০
বেতন ১,৫০,০০০
ভাড়া (তিন-চতুর্থাংশ) ৩০,০০০
সুনাম ২,০০,০০০
প্রাপ্য হিসাব ১,৬০,০০০
বিজ্ঞাপন ৩০,০০০
নগদ তহবিল ১,২৩,৫০০
প্রাথমিক খরচাবলি ৩০,০০০
কলকব্জা ও যন্ত্রপাতি ৩,৪০,০০০
শেয়ার মূলধন ৪,৫০,০০০
(২০ টাকা মূল্যের ২২,৫০০ শেয়ার)
১০% ঋণপত্র ৩,৫০,০০০
পণ্য বিক্রয় ১৬,৫০,০০০
প্রদেয় হিসাব ৩,৫০,০০০
ক্রয় ফেরত ১০,০০০
ব্যাংক চার্জ ১,৫০০
১০% বিনিয়োগ (১-৭-২০১৫) ১,৫৫,০০০
শেয়ার অধিহার ১,০০,০০০
২৯,১০,০০০ ২৯,১০,০০০
অন্যান্য তথ্যাবলিঃ- (১) সমাপনী মজুদ পণ্য ৮০,০০০ টাকা মূল্যায়ন করা হয়েছে।
(২) ১০,০০০ টাকা মূল্যের পণ্য বিনামূল্যে বিতরণ করা হয়েছে। মোট বিজ্ঞাপন খরচের এক-চতুর্থাংশ অবলোপন করতে হবে।
(৩) ধারে ক্রয় ২০,০০০ টাকা হিসাবভুক্ত হয়নি।
(৪) যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় ২০,০০০ টাকা মজুরির মধ্যে অন্তর্ভুক্ত আছে। যন্ত্রটি ১-৭-২০১৫ তারিখে সংস্থাপন করা হয়েছিল।
(৫) সুনামের ৫০% অবলোপন করতে হবে।
(৬) নিট লাভের ৫০,০০০ টাকা সাধারণ সঞ্চিতি তহবিলে স্থানান্তর করতে হবে।
(৭) আয়কর সঞ্চিতি বাবদ ৫,০০০ টাকা রাখতে হবে।
করণীয়ঃ- ক. নিট ক্রয়ের পরিমাণ নির্ণয় কর।
খ. মোট মুনাফা ৯,৫০,০০০ টাকা ধরে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখের জন্য কোম্পানির নিট মুনাফার পরিমাণ নির্ণয় কর।
গ. কোম্পানির মোট সম্পদ এবং মোট চলতি দায়ের পরিমাণ নির্ণয় কর।
উত্তর: ক. নিট ক্রয়ের পরিমাণ ৬,০০,০০০ টাকা; খ. নিট মুনাফা ৬,১৬,২৫০ টাকা; গ. মোট সম্পদের পরিমাণ ১৭,৩৬,২৫০ টাকা এবং মোট চলতি দায়ের পরিমাণ ৪,২০,০০০ টাকা।
সৃজনশীল প্রশ্ন-৩৫
৩৫। স্টার কোম্পানি লিমিটেডের অনুমোদিত মূলধনের পরিমাণ ১০,০০,০০০ টাকা। এই মূলধনের প্রতিটি ১০ টাকা মূল্যের ১,০০,০০০ সাধারণ শেয়ারে বিভক্ত। ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত রেওয়ামিল নিচে প্রদত্ত হলো; [য.বো. ২০১৬]
হিসাবের নাম ডেবিট টাকা ক্রেডিট টাকা
শেয়ার মূলধন ৮,০০,০০০
কলকব্জা ৬,০০,০০০
বেতন ৪০,০০০
মজুদ পণ্য (১-১-২০১৫) ৪৫,০০০
ক্রয় ও বিক্রয় ৪,৫০,০০০ ৮,৫০,০০০
ভাড়া ৪৫,০০০
লভ্যাংশ প্রদান ৪০,০০০
প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব ১,৪০,০০০ ৭০,০০০
নগদ ১,৭০,০০০
ব্যাংক জমা ১,৫০,০০০
মজুরি ৩০,০০০
আমদানি শুল্ক ৫০,০০০
অনাদায়ি পাওনা সঞ্চিতি ১০,০০০
সংরক্ষিত আয় (১-১-২০১৫) ৩০,০০০
১৭,৬০,০০০ ১৭,৬০,০০০
অন্যান্য তথ্যাবলিঃ- (১) সমাপনী মজুদ পণ্য ১,৪০,০০০ টাকায় মূল্যায়ন করা হয়।
(২) কলকব্জা ওপর ১০% অবচয় ধরতে হবে। (১,০০,০০০ টাকার কলকব্জা ৩০-০৫-২০১৫ তারিখে ক্রয় করা হয়)।
(৩) প্রতি মাসে ভাডা প্রদানের হার ৫,০০০ টাকা।
(৪) প্রাপ্ত হিসাবের ৫,০০০ টাকা আদায়যোগ্য নয়; অনাদায়ি পাওনা সঞ্চিতি ৮,০০০ টাকা রাখতে হবে।
করণীয়ঃ- ক. কলকব্জা অবচয় নির্ণয় কর।
খ. উপর্যুক্ত তথ্যের আলোকে বিক্রীত দ্রব্যের ব্যয় নির্ণয় কর।
গ. বিক্রীত দ্রব্যের ব্যয় ৪,২০,০০০ টাকা দরে আয় বিবরণী প্রস্তুত কর।
উত্তর: ক. মোট অবচয়ের পরিমাণ ৫৫,৮৩৩ টাকা; খ. বিক্রীত দ্রব্যের ব্যয় ৪,৩৫,০০০ টাকা; গ. নিট মুনাফা ২,৭১,১৬৭ টাকা।
সৃজনশীল প্রশ্ন-৩৬
৩৬। জামান অ্যান্ড কোম্পানি লিমিটেডের ২০১৫ সালের ৩১ ডিসেম্বর তারিখের রেওয়ামিল নিম্নরূপ; [য.বো. ২০১৬]
হিসাবের নাম ডেবিট টাকা ক্রেডিট টাকা
চলতি বছরের নিট মুনাফা ১,০০,০০০
আসবাবপত্র ১,৫০,০০০
দালানকোঠা ৩,২০,০০০
নগদ তহবিল ৯০,০০০
প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব ৮০,০০০ ৫০,০০০
শেয়ার মূলধন ৫,০০,০০০
প্রাপ্য নোট ও প্রদেয় নোট ২০,০০০ ১০,০০০
১০% ঋণপত্র ৫০,০০০
১৫%বিনিয়োগ ১,০০,০০০
সঞ্চিতি তহবিল ২০,০০০
সংরক্ষিত মুনাফা (১-১-২০১৫) ৭০,০০০
লভ্যাংশ প্রদান ২৫,০০০
ব্যাংক জমাতিরিক্ত ৫,০০০
মজুদ পণ্য (সমাপনী) ২০,০০০
৮,০৫,০০০ ৮,০৫,০০০
অন্যান্য তথ্যাবলিঃ- (১) নিট লাভের ১০% সঞ্চিতি তহবিলে স্থানান্তর করতে হবে।
(২) ১০% চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
(৩) ৩১-১২-২০১৫ তারিখে ৫০% ঋণ পরিশোধ করা হয় যা হিসাবভুক্ত হয়নি।
করণীয়ঃ- ক. সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত কর।
খ. সংরক্ষিত মুনাফা ১,১০,০০০ টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণীর দায় ও মালিকানাস্বত্ব উপস্থাপন কর।
গ. আর্থিক অবস্থার বিবরণী সম্পদ সমূহ উপস্থাপন কর।
উত্তর: ক. সংরক্ষিত আয়ের সমাপনী উদ্বৃত্ত ৮৫,০০০ টাকা; খ. শেয়ার মালিকদের স্বত্ব ও মোট দায় ৭,৮০,০০০ টাকা; গ. মোট সম্পদ ৭,৫৫,০০০ টাকা।
সৃজনশীল প্রশ্ন-৩৭
৩৭। কোহিনুর কোম্পানি লিমিটেড-এর অনুমোদিত মূলধনের পরিমাণ ৫,০০,০০০ টাকা যাহা প্রতিটি ১০ টাকা মূল্যের ৫০,০০০ শেয়ারে বিভক্ত। ২০১৩ সালের ৩১ ডিসেম্বর তারিখে রেওয়ামিল ও অন্যান্য তথ্যাবলি নিম্নে প্রদত্ত হলো; [ঢা.বো. ২০১৫]
হিসাবের নাম ডেবিট টাকা হিসাবের নাম ক্রেডিট টাকা
মজুদ পণ্য (১.১.১৩) ৬০,০০০ শেয়ারে মূলধন
(প্রতি শেয়ারে ১০ টাকা করে ২,০০,০০০
ক্রয় ৯০,০০০ ২০,০০০ শেয়ার)
মনিহারি ৪,০০০
বেতন ২০,০০০ সংরক্ষিত আয় বিবরণীর ১০,০০০
দপ্তর খরচ ২,০০০ উদ্বৃত্ত (৩১.১২.১২)
বিলম্বিত বিজ্ঞাপন ৫,০০০
প্রাপ্য হিসাব ৬০,০০০ লভ্যাংশ ৫,০০০
আয়কর ২,০০০ সমতাকরণ
কলকব্জা ৪৮,০০০ তহবিল
অন্তবর্তীকালীন ১২,০০০ বিক্রয় ১,০৪,০০০
লভ্যাংশ প্রদেয় হিসাব ৩০,০০০
মোটর গাড়ি ৭০,০০০ আয়কর সঞ্চিতি ৬,০০০
রপ্তানি শুল্ক ৮,০০০ ১২% ঋণ ২০,০০০
শিক্ষানবিশ সেলামি ৬,০০০
৩,৮১,০০০ ৩,৮১,০০০
সমন্বয়সমূহঃ- (১) সমাপণী মজুদ পণ্যের বাজার মূল্য ৭০,০০০ টাকা যার ক্রয়মূল্য ৬৫,০০০ টাকা।
(২) প্রদেয় মাসিক বেতনের পরিমাণ ১,৫০০ টাকা।
(৩) ঋণের পূর্ণ বছরের সুদ বকেয়া রয়েছে।
(৪) মুনাফা বিহীন পণ্য বিক্রয় ৩,০০০ টাকা, বিক্রয়ের অন্তর্ভুক্ত আছে।
(৫) বিক্রয় অথবা ফেরত ভিত্তিতে প্রেরিত ৫,০০০ টাকার পণ্য বিক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত আছে যাহা এখনও বিক্রয় বলে নিশ্চিত হওয়া যায়নি। উক্ত পণ্যের ক্রয় মূল্য ৪,০০০ টাকা।
(৬) প্রদেয় হিসাবের উপর ২% হারে বাট্টা সঞ্চিতি সৃষ্টি করতে হবে।
করণীয়ঃ- ক. উক্ত কোম্পনির নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় কর।
খ. মোট লাভ ১৮,০০০ টাকা ধরে আয় বিবরণী তৈরি কর।
গ. উপযুক্ত তথ্যের ভিত্তিতে কোহিনুর কোম্পানি লি. এর সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত কর।
উত্তর: ক. নিট বিক্রয় ৯৬,০০০ টাকা; খ. নিট ক্ষতি ৯,৮০০ টাকা; গ. সংরক্ষিত আয়ের সমাপনী জের ৭,৮০০ টাকা (ডেবিট)।
সৃজনশীল প্রশ্ন-৩৮
৩৮। তিতাস কোম্পানি লিমিটেড প্রতিটি ১০ টাকা মূল্যের ৪০,০০০ শেয়ারে বিভক্ত ৪,০০,০০০ টাকা অনুমোদিত মূলধনে নিবন্ধিত হয়। ২০১৩ সালের ৩১ ডিসেম্বর তারিখে উক্ত কোম্পানির রেওয়ামিল ছিল নিম্নরূপ; [ঢা.বো. ২০১৫]
হিসাবের নাম ডেবিট টাকা হিসাবের নাম ক্রেডিট টাকা
প্রারম্ভিকমজুদ ৪০,০০০ শেয়ার মূলধন ২,৫০,০০০
কলকব্জা ২,০০,০০০ (২৫,০০০ শেয়ার)
বিনিয়োগ ২,০০,০০০ শেয়ার অধিহার ৩০,০০০
সুনাম ১,০০,০০০ সাধারণ সঞ্চিতি ৪০,০০০
অন্তর্বর্তীকালীন ১৫,০০০ অদাবিকৃত ১০,০০০
লভ্যাংশ লভ্যাংশ
প্রাপ্য হিসাব ১,২০,০০০ ঋণপত্র ৬০,০০০
ক্রয় (১৫% ভ্যাটসহ) ২,৩০,০০০ প্রদেয় হিসাব ৫০,০০০
বিক্রয় (১৫% ভ্যাটসহ) ৪,৬০,০০০
ভ্যাট চলতি হিসাব ৩৫,০০০
রক্ষিত আয় বিবরণীর ৪০,০০০
জের(১-১-১৩)
৯,৪০,০০০ ৯,৪০,০০০
সমন্বয়সমূহঃ- (১) সমাপনি মজুদ মূল্যায়ন হয়েছে ৯৬,০০০ টাকা। উক্ত মজুদের মধ্যে ৬,০০০ টাকা মূল্যের আগুনে বিনষ্ট পণ্য অন্তর্ভুক্ত আছে এবং বিমা কোম্পানি ৪,০০০ টাকা ক্ষতিপূরণ দিতে রাজি আছে।
(২) শেয়ার অধিহার সুনামের সাথে সমন্বয়পূর্বক অবলোপন করতে হবে।
(৩) সাধারণ সঞ্চিতি বৃদ্ধি করে ৫০,০০০ টাকা করতে হবে।
(৪) আয়কর সঞ্চিতি ১০,০০০ টাকা রাখতে হবে।
করণীয়ঃ-
ক. ভ্যাট চলতি হিসাবের উদ্বৃত্তের পরিমাণ নির্ণয় কর।
খ. চলতি বছরের মোট মুনাফা নির্ণয় কর।
গ. সংরক্ষিত আয় বিবরণীর উদ্বৃত্ত ২,৫৯,০০০ টাকা ধরে ২০১৩ সালের ৩১ শে ডিসেম্বর তারিখে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো।
উত্তর:
ক. ভ্যাট চলতি হিসাবের উদ্বৃত্ত (ডেবিট) ৫,০০০ টাকা; খ. মোট লাভ ২,৫৬,০০০ টাকা; গ. আর্থিক অবস্থার বিবরণীর যোগফল ৬,৮৯,০০০ টাকা।
সৃজনশীল প্রশ্ন-৩৯
৩৯। আবীর কোম্পানি লি. প্রতি শেয়ার ১০ টাকা করে ১০,০০০ শেয়ারে বিভক্ত ১,০০,০০০ টাকা অনুমোদিত মূলধনে নিবন্ধিত হয়। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে কোম্পানির রেওয়ামিল নিম্নে দেওয়া হল; [রা.বো. ২০১৫]
হিসাবের নাম ডেবিট টাকা ক্রেডিট টাকা
শেয়ার মূলধন (৮,৫০০ শেয়ার) ৮৫,০০০
প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব ২৭,৫০০ ১২,৫০০
ইজারা সম্পত্তি (১০ বছর) ১৫,০০০
ক্রয় ও বিক্রয় (১৫% ভ্যাটসহ) ৭৫,০০০ ১,৪০,০০০
ভূমি ও দালানকোঠা ৫০,০০০
যন্ত্রপাতি ৫৫,০০০
মজুরি ৫,০০০
বেতন ১৫,০০০
ভাড়া ৩,৫০০
অনাদায়ি পাওনা ১,৫০০
পণ্য ফেরত ৩,৮০০
বিমা সেলামি ৬,০০০
লভ্যাংশ প্রদান ১৫,০০০
সংরক্ষিত আয় (০১-০১-২০১৪) ৪১,০০০
ব্যাংকে জমা ১০,০০০
ব্যাংক জমাতিরিক্ত ৩,৮০০
২,৮২,৩০০ ২,৮২,৩০০
সমন্বয়সমুহঃ- (১) সমাপনি মজুদ পণ্য ৩৫,৭৫০ টাকা।
(২) মজুরি বকেয়া ৭০০ টাকা এবং ভাড়া বকেয়া আছে ১,২০০ টাকা।
(৩) প্রাপ্য হিসাবের উপর ১০% হারে অনাদায়ি পাওনা সঞ্চিতি রাখতে হবে।
(৪) ভূমি ও দালানকোঠার উপর ৫% এবং যন্ত্রপাতির উপর ১০% অবচয় ধার্য করো।
(৫) সঞ্চিতি তহবিলে ৭,০০০ টাকা স্থানান্তর করতে হবে।
(৬) কোম্পানির সিদ্ধান্ত মোতাবেক শেয়ার প্রতি ২ টাকা হারে লভ্যাংশ প্রদান করতে হবে।
করণীয়ঃ-
ক. কোম্পানির মোট মুনাফা নির্ণয় করো।
খ. নিট মুনাফা ৫০,৫০০ টাকা ধরে মালিকানাস্বত্ব বিবরণী প্রস্তুত করো।
গ. উক্ত তারিখে কোম্পানির মোট সম্পত্তির পরিমাণ নির্ণয় করো।
উত্তর:
ক. মোট লাভ ৮৩,২৬৮ টাকা; খ. মালিকানা স্বত্ব বিবরণীর যোগফল ১,৪৪,৫০০ টাকা; গ. মোট সম্পত্তি ১,৮১,০০০ টাকা।
সৃজনশীল প্রশ্ন-৪০
৪০। সোনারগাঁও কোম্পানি লি. প্রতি শেয়ার ১০ টাকা করে ৯,০০০ শেয়ারে বিভক্ত ৯০,০০০ টাকা অনুমোদিত মূলধনে নিবন্ধিত হয়। ২০১৪ সালে ৩১ ডিসেম্বর তারিখে কোম্পানির রেওয়ামিল নিম্নে দেয়া হল; [রা.বো. ২০১৫]
হিসাবের নাম ডেবিট টাকা ক্রেডিট টাকা
যন্ত্রপাতি ৫০,০০০
ভূমি ও দালানকোঠা ২৪,০০০
আসবাবপত্র ৫,০০০
মজুদ পণ্য (০১-০১-১৪) ১৬,০০০
ক্রয় ১,৫০,০০০
মজুরি ৫০,০০০
পণ্য ফেরত ৬০০
বেতন ২৫,৫০০
বিমা সেলামি ২,৫০০
সুনাম ৩২,০০০
বিজ্ঞাপন ৬,০০০
বহিঃ পরিবহন ৭০০
লভ্যাংশ প্রদান ৪,০০০
প্রাপ্য হিসাব ১৫,০০০
নগদ তহবিল ১০,০০০
আয়কর ১২,০০০
শেয়ার মূলধন
(প্রতি শেয়ার ১০ টাকা করে) ৭০,০০০
বিক্রয় ২,২৫,০০০
প্রদেয় হিসাব ৩৭,৩০০
৫% ঋণপত্র ৪০,০০০
সাধারণ সঞ্চিতি ৮,০০০
সংরক্ষিত আয় হিসাব উদ্বৃত্ত (০১-০১-১৪) ২৩,০০০
৪,০৩,৩০০ ৪,০৩,৩০০
নিম্নোক্ত সমন্বয় গুলো সাধন করা প্রয়োজন;
(১) সমাপনি মজুদ পণ্য ৭৬,০০০ টাকা।
(২) ঋণপত্রের সারা বছরের সুদ বকেয়া আছে।
(৩) বিজ্ঞাপন খরচের অর্ধেক বিলম্বিত করতে হবে।
(৪) বেতন ১,০০০ টাকা বকেয়া আছে।
(৫) ১,৫০০ টাকার মনিহারি ক্রয় দ্বারা ক্রয় হিসাবকে ডেবিট করা হয়েছে।
(৬) যন্ত্রপাতির উপর ১৫% অবচয় ধরতে হবে।
(৭) সাধারণ সঞ্চিতি ১১,০০০ টাকায় বৃদ্ধি করতে হবে।
করণীয়ঃ- ক. বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো।
খ. মোট পরিচালন ব্যয় নির্ণয় করো।
গ. মালিকানাস্বত্বের উদ্বৃত্ত ১,২০,২২২ টাকা ধরে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো।
উত্তর: ক. বিক্রীত পণ্যের ব্যয় ১,৩৮,৫০০ টাকা; খ. মোট পরিচালন ব্যয় ৪১,৭০০ টাকা; গ. আর্থিক অবস্থার বিবরণীর যোগফল ২,০৭,৫০০ টাকা, অনিশ্চিত হিসাব (দায়) ৬,৯৭৮ টাকা।
সৃজনশীল প্রশ্ন-৪১
৪১। মধুমতি কোম্পানি লি.-এর হিসাব বই হতে ২০১৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে নিম্নোক্ত উদ্বৃত্ত গুলো দেয়া হয়েছে; [চ.বো. ২০১৫]
হিসাবের নাম ডেবিট টাকা হিসাবের নাম ক্রেডিট টাকা
সুনাম ২,০০,০০০ শেয়ার মূলধন (৫,০০০ শেয়ার ৫,০০,০০০
দালানকোঠা ২,২০,০০০ প্রতিটি ১০০ টাকা করে)
যন্ত্রপাতি ৩,০০,০০০
ইজারা সম্পত্তি ১,০০,০০০
(১০ বছর) সঞ্চিতি তহবিল ১,০০,০০০
মজুদ পণ্য ৪০,০০০ ১০% ঋণপত্র ১,০০,০০০
(১-১-১৪) বিক্রয় ৬,৯০,০০০
বেতন ৫০,০০০ প্রদেয় হিসাব ৪০,০০০
প্রাপ্য হিসাব ৫০,০০০ রক্ষিত আয় বিবরণীর উদ্বৃত্ত ৭৫,০০০
পণ্য ক্রয় ৪,৬০,০০০ (১-১-২০১৪)
আয়কর ৩৫,০০০
লভ্যাংশ ১৫,০০০ আয়কর সঞ্চিতি ৫,০০০
হাতে নগদ ৪০,০০০
১৫,১০,০০০ ১৫,১০,০০০
সমন্বয়সমূহঃ- (১) সমাপনি মজুদ পণ্যের বাজার মূল্য ১,৫০,০০০ টাকা এবং ক্রয় মূল্য ১,৫২,০০০ টাকা।
(২) প্রাপ্য হিসাবের ২,০০০ টাকা আদায়যোগ্য নয়, প্রাপ্য হিসাবের ওপর ১০% ধরে অনাদায়ি পাওনা সঞ্চিতি তৈরি করতে হবে।
(৩) নিট লাভের ১৫,০০০ টাকা সঞ্চিতির তহবিলে স্থানান্তর করতে হবে।
(৪) শেয়ার মূলধনের ১০% লভ্যাংশ ঘোষণা করতে হবে।
করণীয়ঃ- ক. নতুন অনাদায়ি পাওনা সঞ্চিতি নির্ণয় করো।
খ. ২০১৪ সালের মধুমতি কোম্পানি লি.-এর নিট লাভ ২,৬৩,২০০ টাকা। উক্ত বছরের মালিকানাস্বত্ব বিবরণী তৈরি করো।
গ. আর্থিক অবস্থার বিবরণী ছকে মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো।
উত্তর: ক. নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি ৪,৮০০ টাকা; খ. মালিকানা স্বত্ব বিবরণীর যোগফল ৮,৪৩,২০০ টাকা; গ. আর্থিক অবস্থার বিবরণীর যোগফল (মোট সম্পদ) ১০,৪৩,২০০ টাকা।
সৃজনশীল প্রশ্ন-৪২
৪২। পদ্মা লিমিটেড-এর অনুমোদিত মূলধন ১০,০০,০০০ টাকা। প্রতি শেয়ার ১০ টাকা মূল্যের ১,০০,০০০ শেয়ারে বিভক্ত। উক্ত কোম্পানির রেওয়ামিল নিচে দেওয়া হল;
[চ.বো. ২০১৫]
হিসাবের নাম ডেবিট টাকা হিসাবের নাম ক্রেডিট টাকা
যন্ত্রপাতি ১,৫০,০০০ বিক্রয় ৩,০০,০০০
আসবাবপত্র ১,০০,০০০ সাধারণ সঞ্চিতি ৯,৫০০
ক্রয় ১,৫০,০০০ পাওনাদার ৫,০০০
ড্রইং অফিসের ১০,০০০ ইস্যুকৃত ও বিলিকৃত মূলধন ৫,০০,০০০
বেতন (৫০,০০০ শেয়ার প্রতি শেয়ার ১০
ক্রয় পরিবহন ৫,০০০ টাকা হিসাবে সম্পূর্ণ তলব)
বেতন ৩,০০০
(১০ মাস)
অনাদায়ি ৭৫০
পাওনা
মজুদ পণ্য ৬৭,০০০
(১-১-১৩)
বিজ্ঞাপন ১৫,০০০
দেনাদার ২,১২,০০০
নগদ উদ্বৃত্ত ৯২,৪৫০
মনিহারি ৫,১০০
মজুরি ৪,২০০
৮,১৪,৫০০ ৮,১৪,৫০০
সমন্বয়সমূহঃ- (১) সমাপনি মজুদ পণ্যের মূল্য ৩০,০০০ টাকা।
(২) সমাপনি মজুদের মধ্যে ৫০০ টাকা এবং প্রারম্ভিক মজুদের মধ্যে ২৫০ টাকার মনিহারি অন্তর্ভুক্ত আছে।
(৩) বিবিধ দেনাদারের ১,৫০০ টাকা আদায়যোগ্য নয়। অবশিষ্ট দেনাদারের ওপর ৫% হারে নতুন অনাদায়ি পাওনা সঞ্চিতি তৈরি করো।
(৪) আসবাবপত্রের ১০% এবং যন্ত্রপাতির ৫% অবচয় ধার্য করতে হবে।
করণীয়ঃ- ক. ব্যবহৃত মনিহারির পরিমাণ নির্ণয় করো।
খ. বিশদ আয় বিবরণীর মাধ্যমে মোট মুনাফা নির্ণয় করো।
গ. ২০১৩ সালের ৩১ ডিসেম্বর তারিখে পদ্মা লি.-এর মোট স্থায়ী সম্পদ ও মোট চলতি দায় নির্ণয় করো।
উত্তর: ক. ব্যবহৃত মনিহারি ৪,৮৫০ টাকা; খ. মোট মুনাফা ৮৬,০৫০ টাকা; গ. মোট স্থায়ী সম্পদ ২,৩২,৫০০ টাকা ও চলতি দায় ৫,৬০০ টাকা।
সৃজনশীল প্রশ্ন-৪৩
৪৩। বসুন্ধরা লিমিটেড-এর ২০১৪ সালে ৩১ ডিসেম্বর তারিখে কোম্পানির রেওয়ামিল নিম্নে দেয়া হল; [কু.বো. ২০১৫]
হিসাবের নাম ডেবিট টাকা হিসাবের নাম ক্রেডিট টাকা
মজুদ পণ্য ১৫,০০০ অনুমোদিত মূলধন (প্রতি শেয়ার ১০ ১,০০,০০০
(০১-০১-১৪) টাকা হিসাবে)
পণ্য ক্রয় ১,২৫,০০০
মজুরি ও বেতন ৭১,৩০০
পণ্য ফেরত ১,০০০ তলবকৃত ও আদায়কৃত মূলধন ৮০,০০০
নগদ তহবিল ১৫,৬০০
বিমা সেলমি (১৫ মাসের ২,৫০০
জন্য প্রদত্ত) পণ্য বিক্রয় ২,০০,০০০
প্রদেয় হিসাব ৩০,০০০
মনিহরি ক্রয় ৩,০০০ ৫% ঋণপত্র ৫০,০০০
প্রাপ্য হিসাব ১৫,০০০ (০১-০১-১৪)
আয়কর ৬,০০০ সাধারণ সঞ্চিতি তহবিল ১০,০০০
অন্তবর্তীকালীন লভ্যাংশ ৮,১০০
অনাদায়ি পাওনা সঞ্চিতি ১,০০০
অনাদায়ি পাওনা ১,৫০০
ঋণপত্রের সুদ ১,২৫০ সংরক্ষিত আয় বিবরণী ১৪,২৫০
সুনাম ২০,০০০ উদ্বৃত্ত(১-১-১৪)
যন্ত্রপাতি ২০,০০০
দালানকোঠা ৮০,০০০
৩,৮৫,২৫০ ৩,৮৫,২৫০
সমন্বয়সমূহঃ- (১) সমাপনি মজুদ পণ্যের ক্রয়মূল্য ৫৫,০০০ টাকা।
(২) প্রারম্ভিক ও সমাপনি মজুদের মধ্যে যথাক্রমে ১,২০০ ও ১,৮০০ টাকার অব্যবহৃত মনিহারি অন্তর্ভুক্ত আছে।
(৩) প্রাপ্য হিসাবের উপর ৫% অনাদায়ি পাওনা সঞ্চিতি ধার্য করতে হবে।
(৪) স্থায়ী সম্পত্তির উপর ১০% হারে অবচয় ধার্য করতে হবে।
(৫) আদায়কৃত মূলধনের উপর ১০% হারে চূড়ান্ত লভ্যাংশ বন্টনের ব্যবস্থা রাখতে হবে।
(৬) সাধারণ সঞ্চিতি তহবিলে ৫,০০০ টাকা স্থানান্তর করতে হবে।
করণীয়ঃ- ক. চলতি বছরে ব্যবহৃত মনিহরির পরিমাণ খসড়াসহ দেখাও।
খ. নিট লাভ ২৩,২০০ টাকা ধরে রক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো।
গ. আর্থিক অবস্থার বিবরণীর সম্পদ পার্শ্ব ছক আকারে প্রদর্শন করো।
উত্তর: ক. মনিহারি খরচের পরিমাণ ২,৪০০ টাকা; খ. সংরক্ষিত আয়ের সমাপনী উদ্বৃত্ত ১০,৩৫০ টাকা; গ. আর্থিক অবস্থার বিবরণীর যোগফল (মোট সম্পদ) ১,৯৫,৩৫০ টাকা।
সৃজনশীল প্রশ্ন-৪৪
৪৪। বেঙ্গল টেকনো লিমিটেড-এর ২০১৪ সালে ৩১ ডিসেম্বর তারিখে কোম্পানির রেওয়ামিল নিম্নে দেয়া হল; [কু.বো. ২০১৫]
হিসাবের নাম ডেবিট টাকা হিসাবের নাম ক্রেডিট টাকা
সুনাম ৪৫,০০০ আদায়কৃত মূলধন(প্রতিটি শেয়ার ১০ ৩,২০,০০০
দালানকোঠা ২,৫০,০০০ টাকা দরে)
যন্ত্রপাতি ৮০,০০০
পণ্য ক্রয় ২,২০,০০০
ভাড়া খরচ ১২,৫০০ রক্ষিত আয় বিবরণীর ৭৪,০০০
বাট্টা ১,৫০০ জের (১-১-১৪)
মজুরি খরচ ২৮,০০০
১২%বিনিয়োগ ১,০০,০০০ পণ্য বিক্রয় ৩,৬৫,০০০
নগর শুল্ক ৮,০০০ বাট্টা ১,০০০
প্রারম্ভিক মজুদ পণ্য ৬২,০০০ ব্যাংক জমাতিরিক্ত ৭,০০০
শেয়ার অধিহার ৭৬,০০০
শিক্ষানবিশ ভাতা ২,৫০০ পণ্য ফেরত ৩,২০০
বেতন খরচ ১২,০০০ অদাবিকৃত ৩,০০০
পণ্য ফেরত ২,০০০ লভ্যাংশ
ক্রয় পরিবহন ৪,২০০ সাধারণ সঞ্চিতি ২০,০০০
আমদানি শুল্ক ১,৫০০ তহবিল
প্রাপ্য হিসাব ৪০,০০০
৮,৬৯,২০০ ৮,৬৯,২০০
সমন্বয়সমূহঃ- (১) সমাপনি মজুদ পণ্য ৭২,০০০ টাকা মূল্যায়ন করা হয়েছে। এর মধ্যে ১০,০০০ টাকার পণ্য আগুনে বিনষ্ট হয়। বিমা কোম্পানি ৭,০০০ টাকা ক্ষতি পূরণ দিতে সম্মত হয়েছে।
(২) ৩০ জুন ২০১৪ তারিখে ৫০,০০০ টাকার একটি যন্ত্র ক্রয় করা হয়েছে যার সংস্থাপন ব্যয় ৫,০০০ টাকা মজুরি অন্তর্ভুক্ত আছে। পক্ষান্তরে মজুরি ৭,০০০ টাকা এখনও বকেয়া আছে।
(৩) ধারে ক্রয় ভুলবশত হিসাবভুক্ত হয়নি ১০,০০০ টাকা।
(৪) সাধারণ সঞ্চিতি ও আয়কর সঞ্চিতি তহবিলে যথাক্রমে ২০,০০০ ও ২৫,০০০ টাকা স্থানান্তর করতে হবে।
(৫) সুনামের সম্পূর্ণ অংশ শেয়ার অধিহার দ্বারা অবলোপিত হবে।
(৬) মূলধনের উপর ১০% চূড়ান্ত লভ্যাংশ প্রদানের ব্যবস্থা রাখতে হবে।
(৭) দালানকোঠার ওপর ৫% এবং যন্ত্রপাতির ওপর ১০% অবচয় ধার্য করো।
করণীয়ঃ-
ক. যন্ত্রপাতি ও দালানকোঠার ওপর মোট ধার্যকৃত অবচয় খসড়াসহ দেখাও।
খ. কোম্পানির মোট লাভের পরিমাণ নির্ণয় করো।
গ. রক্ষিত আয় বিবরণীর উদ্বৃত্ত ৬২,৭৫০ টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী মূলধন ও দায় পার্শ্বে প্রদর্শন করো।
উত্তর: ক. যন্ত্রপাতির অবচয় ৫,৭৫০ টাকা এবং দালানকোঠার অবচয় ১২,৫০০ টাকা; খ. মোট লাভ ১,০২,৫০০ টাকা; গ. আর্থিক অবস্থার বিবরণীর যোগফল ৫,৩৭,৭৫০ টাকা।
সৃজনশীল প্রশ্ন-৪৫
৪৫। ওরিয়েন্ট কোম্পানি লি.-এর ডিসেম্বর ৩১, ২০১৪ তারিখে প্রস্তুতকৃত রেওয়ামিল ছিল নিম্নরূপ; [সি.বো. ২০১৫]
হিসাবের নাম ডেবিট টাকা ক্রেডিট টাকা
প্রাপ্য হিসাব ৮৫,০০০
নিˉ‹র প্রিমিসেস ৩,১৮,০০০
শেয়ার মূলধন: ২,৪০,০০০
ইস্যুকৃত ও বিলিকৃত প্রতিটি
১০০ টাকা করে তলবকৃত ৮০
টাকা করে ৩,০০০ শেয়ার
সাধারণ সঞ্চিতি ৩০,০০০
অনাবিকৃত লভ্যাংশ ৬,০০০
আয়কর সঞ্চিতি ৮,০০০
সংরক্ষিত আয় (০১-০১-১৪) ৬৭,২০০
মোট মুনাফা ১,২০,০০০
বেতন খরচ ১৬,৫০০
ভাড়া খরচ ৩০,০০০
অনাদায়ি পাওনা খরচ ৪,৭০০
আয়কর পাওনা খরচ ১২,০০০
লভ্যাংশ প্রদান ৫,০০০
৪,৭১,২০০ ৪,৭১,২০০
সমন্বয় সমূহঃ- (১) ২ মাসের বেতন খরচ বকেয়া রয়েছে পক্ষান্তরে তিন মাসের ভাড়া খরচ অগ্রিম প্রদত্ত হয়েছে। (২) মোট অনাদায়ি পাওনা খরচের পরিমাণ ৬,৫০০ টাকা।
(৩) দীর্ঘদিন দাবিদার না থাকায় অদাবিকৃত লভ্যাংশের অর্ধেক প্রত্যাহার করা হলো। (৪) সাধারণ সঞ্চিতি ৩৮,০০০ টাকায় উন্নতি করতে হবে।
(৫) শেয়ার মূলধনের উপর ১০% হারে লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
করণীয়ঃ- ক. প্রদেয় লভ্যাংশের পরিমাণ নির্ণয় করো।
খ. ডিসেম্বর ৩১, ২০১৪ তারিখে সমাপ্ত বছরের আয় বিবরণী তৈরি করো।
গ. ডিসেম্বর ৩১, ২০১৪ তারিখে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ সমূহের অবস্থান দেখাও।
উত্তর: ক. প্রদেয় লভ্যাংশের পরিমাণ ২৪,০০০ টাকা; খ. নিট মুনাফা ৬৯,৭০০ টাকা; গ. মোট সম্পদসমূহের যোগফল ৪,০৭,২০০ টাকা।
সৃজনশীল প্রশ্ন-৪৬
৪৬। আহনাফ লি.-এর ডিসেম্বর ৩১, ২০১৪ তারিখে প্রস্তুতকৃত রেওয়ামিল নিম্নরূপ; [সি.বো. ২০১৫]
হিসাবের নাম ডেবিট টাকা ক্রেডিট টাকা
প্রাপ্য নোট ৫৫,০০০
প্রাথমিক ব্যয় ২৫,০০০
প্রাপ্য হিসাব ১,৩০,০০০
অফিস সরঞ্জাম ২,১০,০০০
প্রদেয় হিসাব ৫০,০০০
শেয়ার মূলধন ৩,৭৫,০০০
সংরক্ষিত আয় (০১-০১-২০১৪) ৮০,০০০
অনাদায়ি পাওনা সঞ্চিতি ৩,০০০
অফিস সরঞ্জাম বিক্রয়জনিত লাভ ১০,০০০
নমুনা পণ্যের মূল্য ২৮,০০০
ডেলিভারি খরচ ৩০,০০০
যোগাযোগ খরচ ৭,৫০০
অনাদায়ি পাওনা খরচ ১,৫০০
বিলম্বে পণ্য সরবরহের ক্ষতিপূরণ ৭,০০০
উৎসব ভাতা ২৪,০০০
৫,১৮,০০০ ৫,১৮,০০০
অন্যান্য তথ্যঃ- (১) অবিক্রীত মজুদ পণ্যের পরিমাণ ১,১০,০০০ টাকা।
(২) বিক্রয় অথবা ফেরত শর্তে প্রেরিত ১৫,০০০ টাকা মূল্যের পণ্য বিক্রয় অন্তর্ভুক্ত আছে যার বিক্রয়ের নিশ্চয়তা পাওয়া যায়নি। উক্ত পণ্য ক্রয়মূল্যের ওপর ২০% লাভে বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছিল।
(৩) মোট অনাদায়ি পাওনা ৪,০০০ টাকা এবং অনাদায়ি পাওনা সঞ্চিতি ১,২০০ টাকা দ্বারা বৃদ্ধি করতে হবে।
করণীয়ঃ- ক. বিক্রয় অথবা ফেরত শর্তে প্রেরিত পণ্যের ক্রয়মূল্য নির্ণয় করো।
খ. মোট লাভ ১,১০,০০০ টাকা ধরে নিট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো।
গ. ডিসেম্বর ৩১, ২০১৪ তারিখে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো।
উত্তর: ক. বিক্রয় অথবা ফেরত শর্তে প্রেরিত পণ্যের ক্রয়মূল্য ১২,৫০০ টাকা; খ. নিট মুনাফা ১৮,৩০০ টাকা; গ. আর্থিক অবস্থার বিবরণীর যোগফল ৫,২৩,৩০০ টাকা, অনিশ্চিত হিসাব (সম্পদ) ২,৫০০ টাকা।
খ-বিভাগ
সৃজনশীল প্রশ্ন-৪৭
৪৭। বিশাল লি. প্রতিটি ১০ টাকা মূল্যের ১,০০,০০০ শেয়ারের বিভক্ত ১০,০০,০০০ টাকার অনুমোদিত মূলধনে নিবন্ধিত হয়। ২০১৪ সালের ৩১ শে ডিসেম্বর তারিখে কোম্পানিটির রেওয়ামিল নিম্নরূপ ছিল; [ব.বো. ২০১৫]
হিসাবের নাম ডেবিট টাকা ক্রেডিট টাকা
দালানকোঠা ৩,০০,০০০
কলকব্জা ২,০০,০০০
মজুদ পণ্য (১-১-১৪) ৫০,০০০
পণ্য ক্রয় ও বিক্রয়
(১৫% ভ্যাটসহ) ২,০০,০০০ ৫,৫৫,০০০
পরিবহন ৫০,০০০
১৫% বিনিয়োগ
(৩০-৬-২০১৪) ২,০০,০০০
মজুরি ৫৫,০০০
প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব ১,৬০,০০০ ৪০,০০০
ভ্যাট চলতি হিসাব ২০,০০০
বেতন ৫২,০০০
শেয়ার মূলধন (৭০,০০০ শেয়ার) ৭,০০,০০০
সংরক্ষিত আয় (১-১-২০১৪) ৫০,০০০
৬% ঋণপত্র (১-৭-২০১৪) ১,০০,০০০
সাধারণ খরচাবলি ৭৪,০০০
ভাড়া (৮০%) ৩০,০০০
হাতে নগদ ও ব্যাংক জমা ১,২৪,০০০
শেয়ার অধিহার ৭০,০০০
১৫,১৫,০০০ ১৫,১৫,০০০
সমন্বয় সমূহঃ- (১) সমাপনি মজুদ পণ্যের নিট মূল্য ৪৬,০০০ টাকা। সমাপনি মজুদ পণ্য মূল্যায়নের পূর্বে ১০,০০০ টাকা মূল্যের পণ্য আগুনে বিনষ্ট হয়েছিল যা বিমা দ্বারা নিশ্চয়তা ছিল না। (২) প্রাপ্য হিসাবের ওপর ৫% ধরে অনাদায়ি পাওনা সঞ্চিতি তৈরি করতে হবে। (৩) আয়করের জন্য নিট লাভের ৪০% সঞ্চিতি রাখতে হবে।
(৪) স্থায়ী সম্পত্তির ওপর ১০% হারে অবচয় ধার্য করতে হবে।
করণীয়ঃ- ক. প্রদেয় ভাড়ার পরিমাণ নির্ণয় করো।
খ. যথোপযুক্ত ছকে মোট লাভ নির্ণয় করো।
গ. ৩১-১২-২০১৪ তারিখে সম্পত্তির শ্রেণিবিন্যাস করে মোট সম্পত্তির পরিমাণ নির্ণয় করো।
উত্তর: ক. প্রদেয় ভাড়ার পরিমাণ ৭,৫০০ টাকা; খ. মোট লাভ ২,০৯,৬৯৬ টাকা; গ. মোট সম্পত্তির পরিমাণ ৯,৮৭,০০০ টাকা।
সৃজনশীল প্রশ্ন-৪৮
৪৮। সাজ্জাদ লি. প্রতিটি ১০ টাকা করে ৫০,০০০ শেয়ারে বিভক্ত ৫,০০,০০০ টাকা অনুমোদিত মূলধনে নিবন্ধিত হলো। কোম্পানি ৩০,০০০ শেয়ার ইস্যু করল। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে কোম্পানির রেওয়ামিল নিম্নরূপ ছিল; [ব.বো. ২০১৫]
হিসাবের নাম ডেবিট টাকা ক্রেডিট টাকা
ইজারাকৃত সম্পত্তি (১০ বছর) ১,০০,০০০
কলকব্জা ও যন্ত্রপাতি ১,৪০,০০০
আসবাবপত্র ২০,০০০
১৫% বিনিয়োগ ৮০,০০০
সুনাম ৬০,০০০
আয়কর প্রদান ১০,০০০
বেতন ৪০,০০০
মজুদ পণ্য (৩১-১২-২০১৪) ৬০,০০০
অন্তর্বর্তীকালীন লভ্যাংশ
(১-৭-২০১৪) ৪০,০০০
প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব ৮০,০০০ ৫০,০০০
শেয়ার মূলধন ৩,০০,০০০
সাধারণ সঞ্চিতি ৮০,০০০
অনাদায়ি পাওনা সঞ্চিতি ৫,০০০
সংরক্ষিত আয় (১-১-২০১৪) ৪০,০০০
মোট লাভ ১,২০,০০০
শেয়ার অধিহার ৩৫,০০০
৬,৩০,০০০ ৬,৩০,০০০
সমন্বয় সমূহঃ- (১) কলকব্জা ও যন্ত্রপাতির ওপর ১০% হারে এবং আসবাবপত্রের ওপর ২০% হারে অবচয় ধার্য করতে হবে।
(২) প্রাপ্য হিসাবের ওপর আরও ২,০০০ টাকা অনাদায়ি পাওনা সঞ্চিতি রাখতে হবে।
(৩) অন্তর্বর্তীকালীন লভ্যাংশসহ বিলিকৃত শেয়ার প্রতি ২ টাকা করে চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করতে হবে।
(৪) আয়করের জন্য ৪০% সঞ্চিতি রাখতে হবে।
করণীয়ঃ- ক. প্রদেয় লভ্যাংশের পরিমাণ নির্ণয় করো।
খ. পরিচালন খরচ ও অপরিচালন খরচের মোট পরিমাণ নির্ণয় করো।
গ. বৎসরের শেষে সংরক্ষিত আয়ের জের ১৫,০০০ টাকা হলে কোম্পানিটির শেয়ারহোল্ডাদের মালিকানাস্বত্ব বিবরণী প্রস্তুত কর।
উত্তর: ক. প্রদেয় লভ্যাংশের পরিমাণ ২০,০০০ টাকা; খ. মোট পরিচালন ও অপরিচালন খরচের পরিমাণ ৭০,০০০ টাকা; গ. মালিকানা স্বত্ব বিবরণীর যোগফল ৪,৩০,০০০ টাকা।
সৃজনশীল প্রশ্ন-৪৯
৪৯। ২০১৩ সালের ৩১ শে ডিসেম্বর তারিখে সোনার বাংলা কোম্পানির রেওয়ামিল নিম্নে দেয়া হল; [দি.বো. ২০১৫]
হিসাবের নাম ডেবিট টাকা ক্রেডিট টাকা
অফিস সরঞ্জাম ৪০,০০০
অগ্রিম বিমা ১২,০০০
অফিস সাপ্লাইজ ১২,৫০০
পুঞ্জিভূত অবচয় ৪,০০০
প্রদেয় মজুরি ৬,০০০
অগ্রিম পরিবহন খরচ ৮,৫০০
সেবা আয় ৩৫,০০০
অগ্রিম সেবা আয় ৩,০০০
শেয়ার মূলধন ২৫,০০০
৭৩,০০০ ৭৩,০০০
অন্যান্য তথ্যাবলিঃ- (১) অব্যবহৃত অফিস সাপ্লাইজের পরিমাণ ৪,৫০০ টাকা। (২) অফিস সরঞ্জামের উপর ৫% অবচয় ধার্য করো। (৩) অগ্রিম বিমার মেয়াদ উত্তীর্ণ হয়েছে ৫০০ টাকা। (৪) অগ্রিম সেবা আয়ে ৪০% এর সেবা দেয়া হয়েছে। (৫) অগ্রিম পরিবহন খরচের ৪,০০০ টাকার সেবা পাওয়া গেছে।
করণীয়ঃ- ক. মোট সেবা আয়ের পরিমাণ কত?
খ. যথোপযুক্ত ছকে সোনার বাংলা কোম্পানি লি.-এর নিট মুনাফা নির্ণয় করো।
গ. আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো।
উত্তর: ক. মোট সেবা আয় ৩৬,২০০ টাকা; খ. নিট মুনাফা ২১,৭০০ টাকা; গ. আর্থিক অবস্থার বিবরণীর যোগফল ৫৪,৫০০ টাকা।
সৃজনশীল প্রশ্ন-৫০
৫০। সাদ কোম্পানি লি.-এর অনুমোদিত মূলধন ১,০০,০০,০০০ টাকা। উক্ত মূলধন প্রতি শেয়ার ১০০ টাকা মূল্যের ১,০০,০০০ সাধারণ শেয়ারে বিভক্ত। উক্ত কোম্পানির রেওয়ামিল নিচে দেওয়া হল; [দি.বো. ২০১৫]
হিসাবের নাম ডেবিট টাকা ক্রেডিট টাকা
মূলধন: ইস্যুকৃত ও বিলিকৃত ৬৪,০০,০০০
মূলধন ৬৪,০০০ শেয়ার প্রতিটি
১০০ টাকা মূল্যের
পণ্য ক্রয় ও বিক্রয় ২৫,২৫,০০০ ৫০,৩৫,০০০
যন্ত্রপাতি ৮,০০,০০০
প্রারম্ভিক মজুদ পণ্য ১৫,০০,০০০
প্রদেয় হিসাব ৬,০০,০০০
সাধারণ সঞ্চিতি তহবিল ৭,০০,০০০
নগদ তহবিল ৫৩,০০,০০০
বিজ্ঞাপন ৬,০০,০০০
প্রাপ্য হিসাব ১২,৫৫,০০০
ব্যবসায় গঠন খরচ ২,৫৫,০০০
খুচরা যন্ত্রাংশ ৫,০০,০০০
সংরক্ষিত আয় বিবরণী (১-১-১৩) ৪,০০,০০০
অবলেখকের কমিশন ৪,০০,০০০
১,৩১,৩৫,০০০ ১,৩১,৩৫,০০০
অন্যান্য তথ্যাবলিঃ- (১) ২০১৩ সালের ৩১ ডিসেম্বর মজুদ পণ্যের ক্রয়মূল্য ১৬,০০,০০০ টাকা এবং বাজারমূল্য পণ্য বিতরণ ১৭,৫০,০০০ টাকা।
(২) বিনামূল্যে পণ্য বিতরণ ৫০,০০০ টাকা হিসাবভুক্ত হয়নি এবং মোট বিজ্ঞাপন খরচ পাঁচটি হিসাব বছরে সমন্বয় হবে।
(৩) বিবিধ দেনাদারের ৫০,০০০ টাকা আদায়যোগ্য নয়। অবশিষ্ট দেনাদারের ওপর ১০% হারে অনাদায়ি পাওনা সঞ্চিতি তৈরি করো।
(৪) নিট লাভের ৫০,০০০ টাকা সাধারণ সঞ্চিতি তহবিলে স্থানান্তর করো এবং ৪০,০০০ টাকা দিয়ে ত্রাণ তহবিল তৈরি করো।
(৫) যন্ত্রপাতির উপর ১০% হারে অবচয় ধার্য করো।
করণীয়ঃ- ক. বিলম্বিত বিজ্ঞাপনের পরিমাণ নির্ণয় করো।
খ. নিট লাভ ২১,৬৫,০০০ টাকা হলে সংরক্ষিত আয় বিবরণী তৈরি করো।
গ. ৩১ ডিসেম্বর ২০১৩ সালের কোম্পানি মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো।
উত্তর: ক. বিলম্বিত বিজ্ঞাপন ৫,২০,০০০ টাকা; খ. সংরক্ষিত আয় বিবরণীর সমাপনী উদ্বৃত্ত ২৪,৭৫,০০০ টাকা; গ. মোট সম্পদ ১,০৩,৭৯,৫০০ টাকা।
সৃজনশীল প্রশ্ন-৫১
৫১। দিশা-নিশা কোম্পানি লি.-এর অনুমোদিত মূলধন ৩০,০০,০০০ টাকা, যা প্রতিটি ১০০ টাকা মূল্যের ৩০,০০০ শেয়ারে বিভক্ত। ২০১৩ সালের ৩১ ডিসেম্বর তারিখে প্রস্তুতকৃত রেওয়ামিল নিম্নরূপ; [য.বো. ২০১৫]
হিসাবের নাম ডেবিট টাকা হিসাবের নাম ক্রেডিট টাকা
আসবাবপত্র ১০,৯৪,০০০ শেয়ার মূলধন (প্রতি শেয়ার ১৬,০০,০০০
কলকব্জা ৮,০০,০০০ ৮০ টাকা পর্যন্ত তলবকৃত)
মজুরি ৮৫,০০০
বেতন ৫০,০০০
প্রারম্ভিক ৪০,০০০ বিক্রয় ৮,০০,০০০
মজুদ পণ্য ৬% ঋণপত্র ১,০০,০০০
ক্রয় ৪,০০,০০০ (১.৭.২০১৩)
ভাড়া ৩৫,০০০ কুঋণ সঞ্চিতি ১০,০০০
কুঋণ ৫,০০০ শেয়ার হস্থান্তরফি ৪,০০০
আমদানি শুল্ক ৫,০০০
২৫,১৪,০০০ ২৫,১৪,০০০
সমন্বয়সমূহঃ- (১) সমাপনি মজুদ পণ্য ১,৯০,০০০ টাকায় মূল্যায়ন করা হয়েছে, এর মধ্যে অন্তর্ভুক্ত ২০,০০০ টাকার পণ্য বিক্রয় করা হয়েছে কিন্তু এখনও ক্রেতার নিকট সরবরাহ করা হয়নি। (২) মজুরির মধ্যে নতুন মেশিনের সংস্থাপন ব্যয় ১৬,০০০ টাকা অন্তর্ভূক্ত আছে। (৩) বেতন বকেয়া ৪,০০০ টাকা। (৪) কুঋণ সঞ্চিতি ৫,০০০ টাকা দ্বারা বৃদ্ধি করো।
(৫) অবচয় ধার্য করো যন্ত্রপাতির ওপর ১০% হারে।
করণীয়ঃ- ক. ইস্যুকৃত শেয়ারের সংখ্যা নির্ণয় করো।
খ. আয় বিবরণীর মাধ্যমে মোট লাভ অথবা মোট ক্ষতি নির্ণয় করো।
গ. মোট লাভ ১,৫০,০০০ টাকা ধরে নিট লাভ অথবা নিট ক্ষতি নির্ণয় করো।
উত্তর: ক. ইস্যুকৃত শেয়ার সংখ্যা ২০,০০০টি; খ. মোট লাভ ৪,৫৬,০০০ টাকা; গ. নিট ক্ষতি ২৯,৬০০ টাকা।
সৃজনশীল প্রশ্ন-৫২
৫২। মধুমতি কোম্পানি লিমিটেড এর অনুমোদিত মূলধন ১০,০০,০০০ টাকা যা প্রতিটি ১০০ টাকা মূল্যে ১০,০০০ সাধারণ শেয়ারে বিভক্ত। ২০১৪ সালে কোম্পানির প্রস্তুতকৃত রেওয়ামিল নিম্নরূপ; [য.বো. ২০১৫]
হিসাবের নাম ডেবিট টাকা হিসাবের নাম ক্রেডিট টাকা
প্রারম্ভিক ৪০,০০০ ১৫% ঋণপত্র ১,০০,০০০
মজুদ পণ্য প্রদেয় হিসাব ৩৩,৭০০
আয়কর ৪৫,০০০ আয়কর সঞ্চিতি ৯,০০০
কলকব্জা ২,৫০,০০০ সাধারণ ৫,০০,০০০
প্রাপ্য হিসাব ৮০,০০০ শেয়ার মূলধন
ইজারা সম্পত্তি ৮৫,০০০ (প্রতিটি ১০০
(১০ বছর) টাকা তলবকৃত)
নগদ তহবিল ৭,০০০ বিক্রয় হিসাব ৩,৮০,০০০
সুনাম ১,০০,০০০ সংরক্ষিত আয় ৪৫,০০০
নিরীক্ষকের ফি ১৫,০০০ বিবরণী জের
অনাদায়ী দেনা ৭,০০০ (১-১-১৪)
মজুরি ৯,০০০
১০%বিনিয়োগ ১,৮০,০০০
(১-১-১৪)
প্রদত্ত লভ্যাংশ ১৫,০০০
আমদানি শুল্ক ২৫,০০০
বেতন ৩০,০০০
(৩/৪ অংশ)
ক্রয় হিসাব ১,৭০,০০০
শেয়ার অবহার ৯,৭০০
১০,৬৭,৭০০ ১০,৬৭,৭০০
সমন্বয় সমূহঃ- (১) সমাপনি মজুদ পণ্যের মূল্যায়ন করা হয়েছে ১,২০,০০০ টাকা। (২) নিট লাভের ১০% সাধারণ সঞ্চিতি তহবিলে স্থানান্তর করো।
(৩) সুনামের ১/৫ অংশ অবলোপন করো। (৪) ১৫,০০০ টাকা আয়কর প্রভিশন রাখতে হবে। (৫) শেয়ার প্রতি ৫ টাকা হারে লভ্যাংশ ঘোষণা করতে হবে।
করণীয়ঃ- ক. গণনাসহ বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করো।
খ. আয়কর সমন্বয়ের পর নিট লাভের জের ১,১৭,৫০০ টাকা ধরে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো।
গ. ২০১৪ সালের ৩১ ডিসেম্বর তারিখে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো।
উত্তর: ক. বিক্রীত পণ্যের ব্যয় ১,২৪,০০০ টাকা; খ. সংরক্ষিত আয়ের সমাপনী উদ্বৃত্ত ১,১০,৭৫০ টাকা; গ. আর্থিক অবস্থার বিবরণীর যোগফল ৮,২১,২০০ টাকা।
ধন্যবাদ ভাইয়া
ReplyDelete