এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Finance, Banking and Bima 1st Paper MCQ and Srijonshil question and answer pdf download.
ফিন্যান্স ব্যাংকিং ও বিমা
১ম পত্র
অষ্টম অধ্যায়
HSC Finance, Banking and Bima 1st Paper
MCQ and Srijonshil
Question and Answer pdf download
১। বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণকে কী বলা হয়?
ক. মূলধন ব্যয়
খ. মূলধন বাজেটিং✓
গ. মূলধন রেশনিং
ঘ. অর্থের সময় মূল্য
২। মূলধন বাজেটিং মূলত কোন মেয়াদের অর্থায়ন?
ক. স্বল্পমেয়াদি
খ. মধ্যমেয়াদি
গ. দীর্ঘমেয়াদি✓
ঘ. অতি দীর্ঘমেয়াদি
৩। কোনটি মূলধন বাজেটিং মূল্যায়নের সনাতন কৌশল?
ক. পরিশোধকাল✓
খ. নিপ বর্তমান মূল্য
গ. অভ্যন্তরীন মুনাফার হার
ঘ. বাট্টাকৃত পরিশোধ কাল
৪। কোনটি মূলধন বাজেটিং এর অন্যতম বিবেচ্য বিষয়?
ক. আয়
খ. সম্পত্তি ক্রয়✓
গ. সম্পত্তি বিক্রয়
ঘ. সময়কা
৫। প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে মূলধন বরাদ্দ দেয়া হলে তাকে কী বলে?
ক. মূলধন বাজেটিং✓
খ. মূলধন নিয়ন্ত্রণ
গ. ব্যয় নিয়ন্ত্রণ
ঘ. আয় বিশ্লেষণ
৬। কোনটি মূলধন বাজেটিং প্রণয়নে প্রথম পদক্ষেপ?
ক. প্রকল্প উদ্ভাবন✓
খ. প্রকল্প মূল্যয়ন
গ. প্রকল্প নির্বাচন
ঘ. ফলোয়াপ
৭। ক ও খ দুই বন্ধু মিলে মাছ চাষ করার চিন্তা-ভাবনা করছেন। মূলধন বাজেটিং এর সাহায্যে তারা নিচের কোন সিদ্ধান্ত নিবেন?
ক. পুকুরের জন্য জমি ক্রয়✓
খ. মাছের পোনা ক্রয়
গ. মাছের খাদ্য ক্রয়
ঘ. খামার রক্ষণাবেক্ষণ ব্যয়
৮। দীর্ঘমেয়াদি প্রকল্প মূল্যায়নে কী করতে হয়?
ক. বর্তমান আয়ের সাথে অর্থনৈতিক অবস্থার তুলনা
খ. ভবিষ্যৎ আয়ের সাথে বর্তমান আয়ের তুলনা ✓
গ. চক্রবৃদ্ধি সুদের সাথে সরল সুদের তুলনা
ঘ. সময়ের সাথে সাথে ব্যয়ের তুলনা
৯। যে ক্ষেত্রে একটি প্রকল্প গ্রহণ করা হলে তাকে অপর প্রকল্পটি অবশ্যই বাতিল করতে হয় তাকে কী প্রকল্প বলে?
ক. স্বাধীন
খ. পরাধিন
গ. পরস্পর বর্জনশীল✓
ঘ. নির্ভরশীল
১০। একটি প্রকল্পের নগদ প্রবাহ অন্য প্রকল্পের নগদ প্রবাহের সাথে সম্পর্কিত না হলে তাকে কী বলা হয়?
ক. বর্জনশীল প্রকল্প
খ. নির্ভরশীল প্রকল্প
গ. অধীন প্রকল্প
ঘ.স্বাধীন প্রকল্প
১১। কোনটি মূলধন বাজেটিং-এর প্রয়োগক্ষেত্র?
ক. স্থায়ী সম্পত্তি
খ. কাঁচামাল ক্রয়
গ. মজুদ পণ্য বিক্রয়✓
ঘ. কর্মচারীদের বেতন প্রদান
১২। গড় উপার্জন হার পদ্ধতির উদ্দেশ্য কোনটি?
ক. প্রকল্পের সময়কাল নিরুপণ
খ. প্রকল্পের বিনিয়োগ এর পরিমাণ নির্ণয়
গ. প্রকল্পের লাভজনকতা নির্ণয়✓
ঘ. প্রকল্পের খরচ নিরুপন
১৩। বাট্টাকৃত নগদ প্রবাহ বিবেচনায় কোনটিতে আয়ের হার প্রধান বিবেচ্য বিষয়?
ক. IRR✓
খ. OMM
গ. NPV
ঘ. PBP
১৪। একটি প্রকল্পের প্রাথমিক বিনিয়োগের পরিমাণ ৪,০০,০০০ টাকা এবং গড় করপবর্তী নিট মুনাফা ৫০,০০০ টাকা।প্রকল্পটির গড় মুনাফার হার কত?
ক.১২.৫%✓
খ. ২৫%
গ. ৪০%
ঘ. ৫০%
১৫। মূলধন বাজেটিং-এর কোন পদ্ধতিতে হিসাববিজ্ঞান উপার্জন হার বলা হয়?
ক. পে-ব্যাক সময়
খ. গড় মুনাফার হার✓
গ. নিট বর্তমান মূল্য
ঘ. আন্তঃআয়ের হার
১৬। বাট্টার হার IRR চেয়ে বেশি হলে NPV কী হবে?
ক. ঋণাত্নক✓
খ. ধানাত্নক
গ. বিনিয়োগের সমান
ঘ. বিনিয়োগের চেয়ে বেশি
১৭। IRR এর ধনাত্নক হলে কীভাবে ঋণাত্নক করা যাবে?
ক. বাট্টার হার কমিয়ে
খ. বাট্টার হার বাড়িয়ে✓
গ. সমান রেখে
ঘ. শুন্য করে
১৮। একটি প্রকল্পের IRR=cost of capital হলে NPV কত হবে?
ক. শুন্য✓
খ. ধনাত্নক
গ. ঋণাত্নক
ঘ. নির্ণয়যোগ্য নয়
১৯। আবির এন্ড সন্স-এর প্রকল্প এর গড় মুনাফার হার ২৫% এবং গড় বিনিয়োগ ৪,০০,০০০ টাকা হলে, প্রকল্প এর গড় নিট মুনাফা কত?
ক. ৫০,০০০ টাকা
খ. ১,০০,০০০ টাকা✓
গ. ১,৫০,০০০
ঘ. ২,০০,০০০ টাকা
২০। কোন প্রকল্পের PBP ৪ বছর। বার্ষিক সমান নগদ আন্তঃপ্রবাহ ১৫,০০০ টাকা হলে প্রারম্ভিক বিনিয়োগের পরিমাণ কত?
ক. ৫০,০০০
খ. ৩০,০০০
গ. ৪০,০০০
ঘ. কোনটিই নয়✓
২১। যদি নগদ বহিঃপ্রবাহকে সমান নগদ আন্তঃপ্রবাহ দ্বারা ভাগ করা হয় তাহলে কী পাওয়া যাবে?
ক. গড় আয়ের হার
খ. নিট বর্তমান মূল্য
গ. আন্তঃআয়ের হার
ঘ. পরিশোধকাল✓
২২। ‘ক’ কোম্পানি লি. ১০,০০০ টাকা নিয়ে ব্যবসা শুরু করল। যা থেকে আগামী ৫ বছর প্রতিবছর ৪,০০০ টাকা করে পেলেন। পরিশোধকাল নির্ণয় করো।
ক. ১.৬ বছর
খ. ২.৫ বছর✓
গ. ৩.১ বছর
ঘ. ৪.৩ বছর
২৩। নিচের কোনটি মূলধন বাজেটিং-এর অবাট্টাকৃত পদ্ধতি?
ক. নিট বর্তমান মূল্য
খ. পে-ব্যাক সময় পদ্ধতি✓
গ. আন্তঃআয় হার
ঘ. মুনাফা অর্জন সূচক
ক. গড় আয়ের হার
খ. নিট বর্তমান মূল্য
গ. অভ্যন্তারীন আয়ের হার✓
ঘ. পরিশোধকাল
২৫। মূলধন বাজেটিং-এর যে সকল পদ্ধতিতে অর্থের সময়মূল্য বিবেচনা করা হয় না-
i. নিট বর্তমান মূল্য
ii. পে-ব্যাক সময়
iii. গড় মুনাফার হার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii ✓
ঘ. i, ii ও iii
২৬। মূলধন বাজেটিং এর বৈশিষ্টগুলো হলো-
i. স্থায়ী সম্পত্তি ক্রয়
ii. মূলধন ব্যয়
iii. অবশেষ মূল্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii✓
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৭। মূলধন বাজেটিং-এর আওতা হলো-
i. নতুন বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ
ii. সম্পত্তির প্রতিস্থাপন
iii. সম্প্রসারণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii✓
২৮। মূলধন বাজেটিং-এর সঠিক পদ্ধতি নির্বাচন করতে হয়-
i. বিনিয়োগ গড় নিট মুনাফা অনুসারে
ii. বিনিয়োগ প্রকল্পের ঝুঁকি বিবেচনা করে
iii. বিনিয়োগ প্রকল্পের বিভিন্ন ধরন অনুসারে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii✓
ঘ. i, ii ও iii
২৯। মূলধন বাজেটিং এ প্রকল্পের মূল্যায়ন বাট্টাকৃত পদ্ধতি-
i. IRR
ii. NPV
iii. ARR
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii✓
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৩০। NPV≥O হলে তা নির্দেশ করে-
i. প্রাথমিক বিনিয়োগ অপর্যাপ্ত
ii. প্রকল্পের বাতিলযোগ্যতা
iii. প্রকল্পের গ্রহণযোগ্যতা
নিচের কোনটি সঠিক?
ক. i
খ. ii
গ. iii✓
ঘ. i, ii ও iii
৩১। পে-ব্যাক সময় পদ্ধতির জন্য প্রযোজ্য হবে-
i. বার্ষিক নগদ আন্তঃপ্রবাহ
ii. প্রারম্ভিক বিনিয়োগ
iii. বাট্টার হার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii✓
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
►নিচের উদ্দীপকটি পড়ে ৩২ ও ৩৩ নং প্রশ্নের উত্তর দাও।
কমার্স ওয়ার্ল্ড কোম্পানি আর্থিক ব্যবস্থাপক মি.সাব্বির একটি নতুন প্রকল্পে বিনিয়োগের লাভজনকতা নির্ণয়ের পূর্বে পরস্পর ৫ বছরের মুনাফার সাথে অবচয় যোগ না করেই মোট ৫ দ্বারা ভাগ করেন।কিন্তু মোট বিনিয়োগকে ২ দ্বারা ভাগ করেন।
৩২। মি. সাব্বিরের অনুসৃত পদ্ধতি কোনটি?
ক. গড় মুনাফা হার✓
খ. পে-ব্যাক সময়
গ. নিট বর্তমান মূল্য
ঘ. আন্তঃমূল্য
৩৩। উদ্দীপকে নির্দেশিত পদ্ধতির সীমাবদ্ধতা হলো-
i. অর্থের সময় মূল্য উপেক্ষিত
ii. সকল নগদ প্রবাহের মূল্য সমান
iii. মুনাফা ও বিনিয়োগকে ভিন্ন সংখ্যা দ্বারা ভাগ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii✓
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
►নিচের উদ্দীপকটি পড়ে ৩৪ নং প্রশ্নের উত্তর দাও।
XYZপ্রকল্পের ১০% হারে নিট বর্তমান মূল্য ৫,০০০ টাকা এবং ১২% হারে নিট বর্তমান মূল্য (৩০০) টাকা।
৩৪। XYZ প্রকল্পের অভ্যন্তরীণ উপার্জন হার কত?
ক. ১১.৮৭%✓
খ. ১২.২০%
গ. ১৩.১০%
ঘ. ১৩.৮৭%
►নিচের উদ্দীপকটি পড়ে ৩৫ নং প্রশ্নের উত্তর দাও।
একটি প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ ৫০,০০০ টাকা। আগামী ৫ বছর প্রাপ্ত নগদ প্রবাহ যথাক্রমে ১৭,৭০০, ১৬,৮০০, ২৫,৫০০, ১৯৫৬০ ও ২৬,৭৬০ এবং বাট্টার হার ২০%।
৩৫। প্রকল্পটির নিট বর্তমান মূল্য কত?
ক. ১১,৩৬০ টাকা✓
খ. ১২,০০০ টাকা
গ. ১২,৩৬০ টাকা
ঘ. ১০,০০০ টাকা
এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Finance, Banking and Bima 1st Paper MCQ and Srijonshil question and answer pdf download.
ফিন্যান্স ব্যাংকিং ও বিমা
১ম পত্র
অষ্টম অধ্যায়
HSC Finance, Banking and Bima 1st Paper
Srijonshil
Question and Answer pdf download
ক. জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন ১। স্বাধীন প্রকল্প কী? [ঢা. বো. ১৮, রা. বো. ১৮, য. বো. ১৮, সি. বো. ১৮, দি. বো. ১৮]
উত্তরঃ স্বাধীন প্রকল্প হলো সেই সকল প্রকল্প যেক্ষেত্রে একটি প্রকল্প অন্য কোনো প্রকল্পের সাথে প্রতিযোগিতা করে না।
প্রশ্ন ২। গ্রহণ-বর্জন সিদ্ধান্ত কী? [ কু. বো. ১৮, চ. বো. ১৮, ব. বো. ১৮]
উত্তরঃ একাধিক প্রকল্পের ক্ষেত্রে লাভজনকতার ভিত্তিতে কোন প্রকল্প গ্রহণ করা হবে এবং কোন প্রকল্প বর্জন করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করাকে গ্রহণ-বর্জন সিদ্ধান্ত বলে।
প্রশ্ন ৩। IRR এর পূর্ণরূপ লিখ। [ কু. বো. ১৮, চ. বো. ১৮, ব. বো. ১৮]
উত্তরঃ IRR এর পূর্ণরূপ Internal Rate of Return.
প্রশ্ন ৪। মূলধন বাজেটিং কি? [রা. বো. ১৬, য. বো. ১৬, ১৭, কু. বো. ১৬, ব. বো. ১৬]
উত্তরঃ দীর্ঘমেয়াদি মূলধন বিনিয়োগকে মূলধন বাজেটিং বলে।
প্রশ্ন ৫। আন্তঃআয় কী? [ঢা. বো. ১৬, চ. বো. ১৭]
উত্তরঃ যে বাট্টার হারে মোট নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য এবং নগদ বহিঃপ্রবাহের বর্তমান মূল্য সমান হয় সেই বাট্টার হারই হলো আন্তঃআয় হার।
প্রশ্ন ৬। পরিশোধকাল কী? [সি. বো. ১৬]
উত্তরঃ যে সময়ের মধ্যে বিনিয়োগকৃত অর্থ ফেরত পাওয়া যাবে, তাকে পরিশোধকাল বলে।
প্রশ্ন ৭। ব্রোকার বলতে কী বোঝ? [হলিক্রস কলেজ, ঢাকা]
উত্তরঃ যে সমস্ত প্রতিষ্ঠান বিনিয়োগকারীর পক্ষে সিকিউরিটিজ ক্রয়-বিক্রয় করে থাকে তাদের ব্রোকার বলে।
এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি
HSC Finance, Banking and Bima 1st Paper MCQ and Srijonshil question and answer.
ফিন্যান্স ব্যাংকিং ও বিমা
প্রথম পত্র
অষ্টম অধ্যায়
HSC Finance, Banking and Bima 1st Paper
Srijonshil
Question and Answer pdf download
খ. অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
প্রশ্ন ১। অভ্যন্তরীণ আয়ের হার বলতে কী বোঝায়? [ঢা. বো. ১৮; রা. বো. ১৮; য. বো. ১৮; সি. বো. ১৮; দি. বো. ১৮]
উত্তরঃ যে বাট্টার হারে মোট নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য নগদ বহিঃপ্রবাহের বর্তমান মূল্যের সমান হয়, তাকে অভ্যন্তরীণ আয়ের খাত বলে। এটি এমন একটি বাট্টার হার যা নিট বর্তমান মূল্যকে শূন্য করে। এক্ষেত্রে উক্ত বাট্টার হার বা অভ্যন্তরীণ আয়ের হার মূলধন ব্যয় অপেক্ষা বেশি হলে প্রকল্পটি গ্রহণযোগ্যতা পায়। পরস্পর বর্জনশীল প্রকল্পের ক্ষেত্রে যে প্রকল্পের অভ্যন্তরীণ আয়ের হার (IRR) বড় ডে প্রকল্পটি গ্রহণযোগ্য হয়।
প্রশ্ন ২। “মূলধন বাজেটিং প্রক্রিঢা বিনিয়োগ সিদ্ধান্তকে সহায়তা করে”- ব্যাখ্যা কর। [কু. বো. ১৮; চ. বো. ১৮; ব. বো. ১৮]
উত্তরঃ দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কয়েকটি সুনির্দিষ্ট ধাপ অনুসরণ করতে হয় যাকে মূলধন বাজেটিং প্রক্রিয়া বলে।
মূলধন বাজেটিং প্রক্রিয়ায় প্রকল্প প্রণয়নের পাশাপাশিা বিভিন্ন কৌশল প্রয়োগের মাধমে প্রকল্প মূল্যয়ন করা হয়। প্রকল্প মূল্যায়নের পর মূল্যায়িত প্রকল্পের লাভজনকতা বিচার করে আর্থিক ব্যবস্থাপক সহজে সিদ্ধান্ত নিতে পারে যে, কোন প্রকল্পে বিনিয়োগ উত্তম হবে এবং কোন প্রকল্প বর্জন করতে হবে। মূলত মূলধন বাজেটিং প্রক্রিয়ায় প্রকল্পের গ্রহণ-বর্জন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় বিধায় বলা যায়, “মূলধন বাজেটিং প্রক্রিয়া বিনিযোগ সিদ্ধান্তকে সহায়তা করে।”
প্রশ্ন ৩। মূলধন রেশনিং বা বরাদ্দকরণ বলতে কী বোঝায়? [ঢা. বো. ১৬; কু. বো. ১৬; চ. বো. ১৭]
উত্তরঃ প্রকল্পের লাভজনকা বিচার করে অগ্রাধিকার ভিত্তিতে মূলধনের বরাদ্দকে মূলধন রেশনিং বা মূলধন বরাদ্দকরণ বলে।
কোনো প্রতিষ্ঠানের তহবিল সীমিত অথবা পর্যাপ্ত থাকে যা লাভজনক প্রকল্পে বিনিয়োগের জন্য সুনির্দিষ্ট তহবিল বরাদ্দ হয়। মূলধন নিয়ন্ত্রনের ক্ষেত্রে নিট বর্তমান মূল্য ও মুনাফার্জন কৌশলকে অগ্রাধিকার দেওয়া হয়। মূলধন নিয়ন্ত্রণের মাধ্যমে একাধিক লাভজনক প্রকল্পে নির্দিষ্ট হারে বিনিয়োগ করা হলে ঝুকির পরিমাণ কম থাকে। যখন মূলধনের যোগান কম থাকে কিন্তু একাধিক লাভজনক প্রকল্প হাতে নেওয়া হয় তখন বিনিয়োগকারী কেবল সর্বাধিক লাভজনক প্রকল্পে মূলধন ব্যবহার করে থাকে। অর্থাৎ স্বল্প মূলধনের সাহায্যে সর্বাধিক লাভজনক প্রকল্প বেছে নেওয়ার প্রক্রিয়াকে মূলধন রেশনিং বলে।
প্রশ্ন ৪। মূলধন বাজেটিং কেন করা হয়? [চ. বো. ১৬; দি. বো. ১৭]
উত্তরঃ মূলধন বাজেটিং বলতে কোনো দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে বোঝায়। কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান তাদের স্থায়ী সম্পত্তিসমূহ ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ এবং নির্বাচনের যে প্রক্রিয়াতাই মূলধন বাজেটিং এ আলোচিত হয়। এ প্রক্রিয়ায়, প্রতিষ্ঠানের স্থায়ী সম্পত্তি ক্রয় এবং তার আধুনিকায়ন তাছাড়াও বিভিন্ন বিনিয়োগ প্রকল্প শনাক্তকরণ, বিশ্লেষণ ও নির্বাচন করে আয়-ব্যয় প্রাক্কলন করে সম্ভাব্য লাভজনকতা বিশ্লেষণ করে সে মোতাবেক সিদ্ধান্ত গ্রহণ করা।
প্রশ্ন ৫। মূলধন বাজেটিং এর সাথে বিনিয়োগের সম্পর্ক ব্যাখ্যা কর। [য. বো. ১৬]
উত্তরঃ মূলধন বাজেটিং এর মাধ্যমে সঠিক প্রকল্প নির্বাচন করে বিনিয়োগ করা হয়। মূলধন বাজেটিং সঠিক প্রকল্প গ্রহণে সহায়তা করে। বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে অনেক প্রকল্প থেকে সবচেয়ে লাভজনক প্রকল্পে বিনিয়োগ করা হয়। দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য মূলধন বাজেটিং প্রয়োজন। তাই মূলধন বাজেটিং এর সাথে বিনিয়োগের সম্পর্ক ওতোপ্রোতভাবে জড়িত।
প্রশ্ন ৬। প্রকল্প মূল্যয়ন বলতে কী বোঝ? [দি. বো. ১৬]
উত্তরঃ প্রকল্প মূল্যায়ন মূলধন বাজেটিং এর দ্বিতীয় ধাপ।
সম্ভাব্য প্রকল্পের অনিশ্চিয়তা, আয়-ব্যয়, ভবিষ্যৎ নগদ আন্তঃপ্রবাহের উপর ভিত্তি করে প্রকল্প মূল্যয়ন করা হয়। প্রকল্প অনেকগুলো কৌশল ব্যবহৃত হয়। যেমন- পরিশোধকাল, গড় মুনাফার হার, নিট বর্তমান মূল্য, আন্তঃআয় হার। উক্ত কৌশলগুলো ব্যবহার করে কোনো প্রকল্পের লাভজনকতা যাচাই করার নামই প্রকল্প মূল্যায়ন।
প্রশ্ন ৭। “ভোগ অগ্রাধিকার অর্থের সময়মূল্যকে প্রভাবিত করে”- ব্যাখ্যা কর। [হলি ক্রস কলেজ, ঢাকা]
উত্তরঃ ভোগের ক্ষেত্রে মানুষ স্বভাবতই ভবিষ্যৎ সময়ের চেয়ে বর্তমান সময়কে প্রাধান্য দিয়ে থাকে; কারল ভবিষ্যৎ সর্বদা অনিশ্চিত; কোনো দ্রব্য বা সেবার বর্তমানা ভোগ অগ্রাধিকার অর্থের সময়মূল্য পছন্দ প্রবণতাকে ব্যপকভাবে প্রভাবিত করে। কারণ, মানুষ মনে করে ভবিষ্যতে কোনো দৈব ঘটনা, অসুস্থতা কিংবা মৃত্যুর কারণে দ্রব্য বা সেবা ভোগ করা সম্ভব নাও হতে পারে। তাই তারা ভোগের ক্ষেত্রে বর্তমান সময়কে প্রধান্য দিয়ে থাকে।
প্রশ্ন ৮। স্বাধীন প্রকল্প বলতে কী বোঝায়? [ন্যাশনাল আইডিয়াল কলেজ, খিলখাঁও, ঢাকা]
উত্তরঃ স্বাধীন প্রকল্প হলো সেই প্রকল্প যেখানে একটি প্রকল্পের নগদ প্রবাহ অন্য প্রকল্পের নগদ প্রবাহের সাথে সম্পর্কিত নয় বা স্বাধীন।
এক্ষেত্রে একটি প্রকল্প গ্রহণ করা হলে অপর প্রকল্প গ্রহণে কোনো প্রভাব বিস্তার করেনা। যেমন ডিজিটাল স্টুডিও এর ক্ষেত্রে ক্যামেরা ও প্রিন্টার ক্রয়ের সিদ্ধান্ত হলো স্বাধীন প্রকল্প।
0 Comments:
Post a Comment