বাচ্য বলতে কি বোঝ? উহা কতো প্রকার ও কি কি?

বাংলা ব্যাকরণ
আলোচ্য বিষয়ঃ
বাচ্য
সুমিত এদের দেখতে পাবে না।
সুমিত কর্তৃক এরা দৃষ্ট হবে না।
সুমিতের যাওয়া হল না।
উপরের প্রথম বাক্যে কর্তার, দ্বিতীয় বাক্যে কর্মের, তৃতীয় বাক্যে ক্রিয়ার প্রাধান্য রয়েছে। 

বাক্যের এই বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গিই বাচ্য। বাক্যের বাচনভঙ্গি অনুযায়ী কর্তা, কর্ম বা ক্রিয়াপদের প্রাধান্য নির্দেশ করে ক্রিয়াপদের রূপের যে পরিবর্তন ঘটে তাকে বলা হয় বাচ্য। বাক্যেও এই প্রকাশভঙ্গিকে ৪ ভাগে ভাগ করা হয়। যথা:

১. কর্তৃবাচ্য: যে বাচ্যে কর্তার অর্থের প্রাধান্য থাকে এবং ক্রিয়াপদ কর্তার অনুসারী হয়, তাকে কর্তৃবাচ্য বলে। যেমন- রহিম স্কুলে যাচ্ছে। শিক্ষক ছাত্রদের পড়ান। 
বৈশিষ্ট্য:
✯ ক্রিয়াপদ সর্বদাই কর্তার অনুসারী হয়।
✯ কর্তায় প্রথমা বা শূন্য বিভক্তি এবং কর্মে দ্বিতীয়া, ষষ্ঠী বা শূন্য বিভক্তি হয়। 

২. কর্মবাচ্য: যে বাচ্যে কর্মের সাথে ক্রিয়ার সম্বন্ধ প্রধানভাবে প্রকাশিত হয়, তাকে কর্মবাচ্য বলে। যেমন- চোরটা ধরা পড়েছে। শিকারি কর্তৃক সিংহ নিহত হয়েছে। 
বৈশিষ্ট্য:
✯ এ বাচ্যে কর্মে প্রথমা, কর্তায় তৃতীয়া বিভক্তি এবং দ্বারা, দিয়া, কর্তৃক অনুসর্গেও ব্যবহার এবং ক্রিয়াপদ কর্মের অনুসারী হয়। 
✯ কখনো কখনো কর্মে দ্বিতীয়া বিভক্তি হতে পারে। 

৩. ভাববাচ্য: যে বাচ্যে কর্ম থাকে না বাক্যে ক্রিয়ার অর্থই বিশেষভাবে ব্যক্ত হয় তাকে ভাববাচ্য বলে। যেমন- আমার খাওয়া হল না। এ পথে চলা যায় না। এ রাস্তা আমার চেনা নেই। 
বৈশিষ্ট্য:
✯ ভাববাচ্যের ক্রিয়া সর্বদাই নাম পুরুষের হয়। ভাববাচ্যের কর্তায় ষষ্ঠী, দ্বিতীয়া অথবা তৃতীয়া বিভক্তি প্রযুক্ত হয়। 
✯ কখনো কখনো ভাববাচ্যে কর্তা উহ্য থাকে, কর্ম দ্বারাই ভাববাচ্য গঠিত হয়। 

৪. কর্মকর্তৃবাচ্য: যে বাচ্যে কর্মপদই কর্তৃস্থানীয় হয়ে বাক্য গঠন করে, তাকে কর্মকর্তৃবাচ্য বলে। যেমন বাঁশি বাজে। ঘুড়ি ওড়ে। কাজটা ভাল দেখায় না। 

 বাচ্য পরিবর্তন
কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য
নিয়ম: কর্তৃবাচ্যের বাক্যকে কর্মবাচ্যে পরিবর্তিত করতে হলে-
✯ কর্তায় তৃতীয়া 
✯ কর্মে প্রথমা বা শূন্য বিভক্তি
✯ ক্রিয়া কর্মের অনুসারী হবে। তবে কর্তৃবাচ্যের ক্রিয়া অকর্মক হলে সেই বাক্যের কর্মবাচ্য হবে না।

উদাহরণ-
কর্তৃবাচ্য →কর্মবাচ্য
বিদ্বানকে সকলেই আদর করে। → বিদ্বান সকলের দ্বারা আদৃত হন।
তারা খেলা দেখছে।  →তাদের দ্বারা খেলা দেখা হচ্ছে।
পুলিশ চোরটি ধরেছে →পুলিশ কর্তৃক চোরটি ধৃত হয়েছে।

কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্য
নিয়ম: কর্মবাচ্যের বাক্যকে কর্তৃবাচ্যে পরিবর্তিত করতে হলে-
✯ কর্তায় প্রথমা, কর্মে দ্বিতীয়া বা শূন্য বিভক্তি প্রযুক্ত হবে।
✯ ক্রিয়া কর্তার অনুসারী হবে।

উদাহরণ-
কর্মবাচ্য→কর্তৃবাচ্য
দস্যুদল কর্তৃক গৃহটি লুণ্ঠিত হয়েছে→দস্যুদল গৃহটি লুণ্ঠন করেছে। 
নজরুল কর্তৃক ‘অগ্নিবীণা’ লিখিত হয়েছে।→নজরুল অগ্নিবীণা লিখেছেন। 
জিনিসটা কী ঠিকঠাক পাওয়া যাবে?→জিনিসটা কী ঠিকঠাক পাব?

কর্তৃবাচ্য থেকে ভাববাচ্য
নিয়ম: কর্তৃবাচ্যের বাক্যকে ভাববাচ্যে পরিবর্তিত করতে হলে-
✯ কর্তায় ষষ্ঠী বা দ্বিতীয়া বিভক্তি হবে।
✯ ক্রিয়া নাম পুরুষের হবে।

উদাহরণ-
কর্তৃবাচ্য→ভাববাচ্য
তুমিই ঢাকা যাবে।→তোমাকেই ঢাকা যেতে হবে।
অনুগ্রহ করে সবিস্তার বর্ণনা করুন।→অনুগ্রপূর্বক সবিস্তার বর্ণনা করা হোক।  
আপনি শ্রবণ করুন।→আপনার শ্রবণ করা হোক।

ভাববাচ্য থেকে কর্তৃবাচ্য
নিয়ম: ভাববাচ্যের বাক্যকে কর্তৃবাচ্যে পরিবর্তিত করতে হলে-
✯ কর্তায় প্রথমা বিভক্তি হবে।
✯ ক্রিয়া কর্তার অনুসারী হবে।

উদাহরণ-
 ভাববাচ্য→কর্তৃবাচ্য
তার যেন আসা হয়।→সে যেন আসে। 
তবে যাওয়া হোক।→তবে যাও।
তাহলে সেখানেই রাত কাটাবার ব্যবস্থা করা যেত।→তাহলে সেখানেই রাত কাটাবার ব্যবস্থা করতাম।

বাচ্য বাংলা ব্যাকরণ

অনুশীলনী
০১। বাক্যের বিভিন্ন প্রকার প্রকাশ ভঙ্গিকে কী বলে?
ক. উক্তি খ. বাচ্য গ. সমাস ঘ. কোনটিই নয়
০২। বাচ্যের শ্রেণী বিভাগ কয়টি?
ক. ২টি খ. ৩ টি গ. ৪ টি   ঘ. ৫ টি ঙ. কোনটি নয়
০৩। যে বাক্যে কর্তার প্রাধন্য রক্ষিত হয় সেটি কোন বাচ্যের উদাহরণ?
  ক. ভাব বাচ্য খ. কর্মবাচ্য গ. কর্তৃবাচ্য
ঘ. কর্তৃ কর্মবাচ্য ঙ. খ + গ
০৪। যে বাচ্যে ক্রিয়া কর্তার অনুসারী হয় তাকে কি বলে?
ক. কর্ম বাচ্য খ. ভাব বাচ্য গ. কর্তৃ বাচ্য ঘ. ক + খ
০৫। দেবু পড়ালেখা করছে এটি কোন প্রকার বাচ্য?
ক. কর্তৃ বাচ্য খ. কর্ম বাচ্য গ. ভাব বাচ্য ঘ. কোনটিই নয়
০৬। কর্মের সাথে ক্রিয়ার সম্বন্ধ সূচিত যে বাক্য তাকে কি বলে?
ক. কর্তৃ বাচ্য খ. ভাব বাচ্য গ. কর্ম বাচ্য  ঘ. ক + গ
০৭। যে বাক্যে কর্ম থাকে না এবং ক্রিয়ার অর্থই বিশেষ ভাবে ব্যক্ত হয় তাকে কি বলে?
ক. ভাব বাচ্য খ. কর্মবাচ্য গ. কর্ম-কর্তৃবাচ্য ঘ. সবগুলো
০৮। বিদ্বানকে সকলেই আদর করে-বাক্যটিকে কর্মবাচ্যে রূপান্তর করলে হয়।
ক. বিদ্বান সকলের দ্বারা আদৃত হয় 
খ. যিনি বিদ্বান তিনি সকলের আদর পান
গ. বিদ্বানকে সকলেই আদর করে
ঘ. সকল কর্তৃক বিদ্বান আদৃত হন।
০৯। ভাব বাচ্যের ক্রিয়া সর্বদাই কোন পুরুষের হয়?
ক. নাম পুরুষ খ. প্রথম পুরুষ গ. মধ্যম পুরুষ
ঘ. বীর পুরুষ ঙ. কাপুরুষ
১০। ভাব বাচ্যের কর্তায় কোন বিভক্তি যুক্ত হয়?
ক. ষষ্ঠি, দ্বিতীয় অথবা তৃতীয়া খ. ষষ্ঠি, শূণ্য অথবা তৃতীয়
গ. ষষ্ঠি, ৪র্থী অথবা শূন্যে ঘ. ষষ্ঠি, দ্বিতীয়া অথবা ৫মী
১১। “বাঁশি বাজে’ এটি কোন বাচ্যের বাক্য?
ক. কর্তৃবাচ্যের খ. কর্মবাচ্যের  গ. ভাব বাচ্যের ঘ. কর্ম-কর্তৃবাচ্যের
১২। ভাব বাচ্যের উদাহরণ কোনটি ?
  ক. আমি আর গেলাম না
  খ. এবার মাছ ধরা যাক 
গ. কাঁঠালটি বোধ হয় পেকেছে 
ঘ. কুকুর লোকটিকে কামড়ালো
১৩। তার খাওয়া হয়েছে এটি কোন বাচ্যের উদাহরণ?
ক. কর্ম বাচ্য খ. কর্তৃ বাচ্য গ. ভাব বাচ্য ঘ. কোনটিই নয়
১৪। তার যেন আসা হয়-কোন বাচ্যের উদাহরণ?
ক. কর্তৃ বাচ্য খ. ভাব বাচ্য গ. কর্ম বাচ্য ঘ. ক + গ
১৫। কর্মবাচ্যে কর্তায় কোন বিভক্তি হয় ?
ক. প্রথমা খ. দ্বিতীয়া গ. তৃতীয়া ঘ. ষষ্ঠী
১৬। কর্তৃবাচ্যে কর্মে কোন বিভক্তি হয়?
ক. দ্বিতীয়া খ. ষষ্ঠি গ. দ্বিতীয়া ষষ্ঠি বা শূন্য
ঘ. শূন্য    ঙ. ক + খ + ঘ
১৭। কর্ম বাচ্যে কর্মে কোন বিভক্তি হয়?
ক. প্রথমা খ. তৃতীয়া গ. প্রথমা       ঘ. কখন কখন দ্বিতীয়া

১৮। কর্তৃ বাচ্যের ক্রিয়া কি হলে কর্মবাচ্য হয় না?
ক. সমাপিকা খ. অসমাপিকা গ. অকর্মক ঘ. সকর্মক

১৯। হালাকু খাঁ কর্তৃক বাগদাদ বিধ্বস্ত হয়- কর্তৃ বাচ্যের উদাহরণ কোনটি?
ক. হালাকু খাঁর মাধ্যমে বাগদান বিধ্বস্ত হয়।
খ. হালাকু খাঁ বাগদাদ ধ্বংস করেন।
গ. বাগদাদ নগরী যিনি ধ্বংস করেন তার নাম হালাকু খাঁন। 
ঘ. হালাকু খাঁ বাগদাদ ধ্বংসের মূল হোতা।
২০। ভাব বাচ্যের বাক্যকে কর্তৃবাচ্যে পরিবর্তন করলে কর্তায় কোন বিভক্তি হয়? 
ক. প্রথমা খ. শূন্য গ. দ্বিতীয়া ঘ. তৃতীয়া
২১। ‘করিম পুস্তক পাঠ করছে।’ বাক্যটিকে কর্মবাচ্যে পরিণত করলে হবে-
ক) করিম কর্তৃক পুস্তক পঠিত হচ্ছে।
খ) পুস্তক করিম কর্তৃক পাঠ হচ্ছে।
গ) পুস্তক কর্তৃক করিম পঠিত হচ্ছে। 
ঘ) করিম কর্তৃক পুস্তক পাঠ করছে।
ঙ) করিম পুস্তক দ্বারা পাঠ করছে।

২২। ‘তুমি কখন এলে?’ বাক্যটিকে ভাববাচ্যে পরিণত করলে হবে-
ক) তোমার কখন আসা হল?
  খ) তোমার দ্বারা কখন আসা হল?
গ) তুমি দ্বারা কখন আসা হল?
ঘ) তুমি কখন আসা হল?
ঙ) তোমার আসা হল কখন?
২৩। আমরা সেদিন পাহাড় থেকে নেমে আসলাম। ভাববাচ্য হবে- 
ক) আমাদের সেদিন পাহাড় থেকে নেমে আসা হল।
খ) আমাদের পাহাড় থেকে নেমে আসা হল।
গ) আমাদের কর্তৃক পাহাড় থেকে নেমে আসা হল।
ঘ) পাহাড় থেকে আমাদের নেমে আসা হল।
ঙ) পাহাড় থেকে আমরা সেদিন নেমে এসেছিলাম।
২৪। মহাজনকে সুদ দিতে হয়। এ বাক্যটি কোন বাচ্যেও উদাহরণ?
ক) কর্মবাচ্য খ) কর্তৃবাচ্য
গ) ভাববাচ্য ঘ) কর্মকর্তৃবাচ্য ঙ) কোনটিই নয়
২৫। শিক্ষক কর্তৃক সে প্রহৃত হয়েছে। বাক্যটিকে কর্তৃবাচ্যে পরিবর্তন করলে হবে-
ক) শিক্ষক তাকে প্রহার করেছেন।
খ) শিক্ষক তাকে মেরেছেন।
গ) শিক্ষকের হাতে সে প্রহৃত হয়েছে।
ঘ) শিক্ষক তাকে প্রহৃত করেছেন। 
ঙ) সে শিক্ষকের হাতে প্রহৃত হয়েছে। 

 উত্তরপত্র-
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫
১৬ ১৭ ১৮ ১৯ ২০
২১ ২২ ২৩ ২৪ ২৫
Share:

0 Comments:

Post a Comment