Who Is to Bell the Cat Completing Story pdf download - Exam Cares

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Who Is to Bell the Cat Completing Story pdf download

Read the following outlines and develop them into a complete story. Give a suitable title to your story. [Ctg B '15, '10]
Once some mice were having a good time in a rich man's house. There was the availability of rich and tasty foods. They ate cereal and made holes in the house. The mice also cut the clothes and...................................
Who Is to Bell the Cat Completing Story

pdf download
Who Is to Bell the Cat?
Once some mice were having a good time in a rich man's house. There was the availability of rich and tasty foods. They ate cereal and made holes in the house. The mice also cut the clothes and bit the sleeping children. They were always shrieking and squeaking in the house. So, the owner brought a cat to get relief from that disturbance. The cat started to hunt mice everyday. The mice were afraid of it. 

So, all the mice sat together in a conference. Many of them put different opinions. But nothing was suitable. The meeting was about to end. At that time, a young mouse stood up and asked permission to put his proposal. All agreed. It said, "We will tie a bell around the cat's neck. So, we will get warning when the cat comes. Then we can easily hide ourselves in safe place." All the mice greeted his proposal with applause.

Then an old mouse stood up and asked others to be calm. He said, "Who will bell the cat?". There was pin drop silence. They were looking at one another. There was nobody who was brave to accomplish the task of belling the cat. Finally, the conference ended in smoke.


বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে?
একদা কতগুলো ইঁদুর এক ধনী ব্যক্তির বাড়িতে আনন্দে সময় অতিবাহিত করছিল। সমৃদ্ধ ও সুস্বাদু খাবার সেখানে সহজপ্রাপ্য ছিল। তারা খাদ্যশস্য খেত এবং বাড়িতে গর্ত করত। ইঁদুরগুলো কাপড়-চোপড় কাটত এবং ঘুমন্ত শিশুদেরও কামড়াত। তারা সর্বদাই বাড়ির মধ্যে তীব্র চিৎকার এবং কিচির মিচির শব্দ করত। তাই বাড়ির মালিক এই অশান্তি থেকে মুক্তির জন্য একটি বিড়াল নিয়ে আসল। বিড়ালটি প্রতিদিন ইঁদুর মারতে লাগল। ইঁদুরগুলো ভীত হয়ে পড়ল। 

তাই সব ইঁদুর মিলে আলোচনা সভা করল। তাদের অনেকে ভিন্ন ভিন্ন মত দিল। কিন্তু কোনোটিই উপযুক্ত বা যথাযোগ্য ছিল না। সভা প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছল। এমন সময় একটি যুবক ইঁদুর উঠে দাঁড়াল এবং তার প্রস্তাব রাখার জন্য অনুমতি চাইল। সকলেই সম্মত হল। সে বলল, “আমরা বিড়ালের গলায় ঘন্টা বেঁধে দেব। তাহলে, আমরা বিড়াল আসার সময় সতর্কতামূলক সংকেত পাব। তাহলে আমরা সহজেই আমাদের নিরাপদ স্থানে লুকাতে পারব।” সকল ইঁদুরই তুমুল হর্ষধ্বনির সাথে তার প্রস্তাবকে অভিবাদন জানাল। 

তারপর এক বৃদ্ধ ইঁদুর উঠে দাঁড়াল এবং সবাইকে শান্ত হতে বলল। সে বলল, “ বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে?” সেখানে পিনপতন নীরবতা নেমে আসল। তারা সবাই একে অপরের দিকে তাকাচ্ছিল। সাহসিকতা ও সাফল্যের সঙ্গে এ কাজ শেষ করার মতো কেউ ছিল না। অবশেষে, আলোচনা সভা ব্যর্থতায় পর্যবসিত হল।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here