Triumph of Love over Money And Power Completing Story

Complete the following story with the cue. Give a suitable Title to it. [SB '11]
Once there was a very powerful man in a city. He had everything under his disposal. He always boasted of his money and power. There lived another man in the same city who had neither power nor money, but what he had was immense love for the commoners who used to call him a Saint, a great lover of man. There began a rivalry between these two over a simple thing. ........

Triumph of Love over Money And Power
Once there was a very powerful man in a city. He had everything under his disposal. He always boasted of his money and power. There lived another man in the same city who had neither power nor money, but what he had was immense love for the commoners who used to call him a Saint, a great lover of man. There began a rivalry between these two over a simple thing. The powerful man wanted to build a new palace in a very short time. He expressed his desire to his aider. One of them said, "Sir, you have money and power. So, don't worry." His associates started the work.

The saint on the other hand started digging a tank in order to mitigate the sufferings of the commoners for drinking water. 

The palace builders soon realised that they were falling short of workers because of the saint's assignment. So they went to their master and informed him of the problem. The master said to them, "Well, go and say to the saint to stop his work for a few months."

The mercenaries went to the saint and told him of the advice of their master. The saint softly said to them, "Look, here people are working to mitigate their own sufferings. If they agree to your proposal, you will have enough workforce to hire. It's not me, you go to the workers." So they went to the workers and tried all means to convince them but none of them seemed convinced.

"Well, we are going back to our master. He will surely teach you a good lesson."

"Perhaps, your master may not get enough time to teach us a lesson," said the saint on the back of the departing mercenaries.

However, when they told their master everything, his ego got so hurt that it created tremendous pressure on his nerves and he fell down dead due to heart failure. The mercenaries heard the echo of what the saint had said. They whispered among themselves.
Triumph of Love over Money And Power Completing Story

অর্থ এবং ক্ষমতার উপর ভালোবাসার বিজয়
একদা একটি নগরে খুব ক্ষমতাশালী একজন লোক ছিল। তার ইচ্ছার নিয়ন্ত্রণে সবকিছুই ছিল। সে সবসময় তার অর্থ এবং ক্ষমতা নিয়ে গর্ব করত। একই নগরে আরেকজন লোক বাস করত যার অর্থ এবং ক্ষমতা কিছুই ছিল না, কিন্তু তার যা ছিল তা হলো সাধারণের জন্য ভালোবাসা যারা তাকে একজন মহৎ মানবপ্রেমিক সন্ন্যাসী বলে ডাকত। একটি তুচ্ছ জিনিস নিয়ে এই দুজনের মধ্যে শত্রুতা শুরু হলো। ক্ষমতাবান লোকটি খুব অল্প সময়ের মধ্যে একটি নতুন প্রাসাদ তৈরি করতে চেয়েছিল। সে তার সাহায্যকারীর নিকটে তার ইচ্ছা ব্যক্ত করল। তাদের একজন বলল, “জনাব, আপনার অর্থ এবং ক্ষমতা রয়েছে। সুতরাং উদ্বিগ্ন হবেন না।” তার সহকর্মীরা কাজটি শুরু করল।

অপরদিকে মহৎ লোকটি সাধারণ লোকজনের পানীয় জলের দুর্দশা লাঘব করার জন্য একটি পুকুর খননের কাজ শুরু করল।

প্রাসাদ নির্মাতাগণ শীঘ্রই অনুভব করলেন যে, তাদের শ্রমিকের ঘাটতি পড়ছে মহৎ লোকটির কাজের কারণে। তাই তারা তাদের মালিকের নিকট গেল এবং তাদের সমস্যা সম্পর্কে অবহিত করল। মালিক তাদেরকে বলল, “ভালো, যাও এবং মহৎ লোকটিকে তার কাজ কয়েক মাসের জন্য স্থগিত করতে বল।”

ভাড়াটে কর্মীরা মহৎ লোকটির নিকট গেল এবং তাদেরকে তাদের মালিকের উপদেশ সম্পর্কে বলল। মহৎ লোকটি নম্রভাবে তাদেরকে বলল, “দেখুন, এখানে লোকজন তাদের নিজের দুর্দশা লাঘবের জন্য কাজ করে। যদি তারা তোমাদের প্রস্তাবে সম্মতি দেয়, তুমি ভাড়া করার জন্য অনেক লোক পাবে। আমি পারব না, তোমরা কর্মীদের নিকট যাও।” সুতরাং তারা কর্মীদের নিকট গেল এবং সর্বাত্বকভাবে তাদের রাজি করানোর জন্য চেষ্টা করল কিন্তু তাদের কাউকে বুঝাতে পারল না। “আচ্ছা, আমরা আমাদের মালিকের নিকট ফিরে যাচ্ছি। সে অবশ্যই তোমাকে একটি উচিত শিক্ষা দেবে।”

ভাড়াটে কর্মীরা চলে যাওয়ার সময় মহৎ লোকটি বলল, “হয়তো, তোমার মালিক আমাদের শিক্ষা দেবার জন্য যথেষ্ট সময় পাবে না।”

অবশ্য যখন তারা তাদের মালিককে সবকিছু বলল, সে এতো আঘাত প্রাপ্ত হলো যে এটি তার স্নায়ুর উপর প্রবল চাপ সৃষ্টি করল এবং সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করল। মহৎ লোকটি যা বলেছিল ভাড়াটে কর্মীরা তার প্রতিধ্বনি শুনতে পেল। তারা তাদের মাঝে কানাকানি করতে লাগল।
Share:

0 Comments:

Post a Comment

২০২৪ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

HSC Exam Routine

এইচএসসি পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি

একাদশ-দ্বাদশ শ্রেণির গাইডসমূহ
(সকল বিভাগ)
বাংলা ১ম পত্র ১ম পত্র গাইড | বাংলা ২য় পত্র গাইড | লালসালু উপন্যাস গাইড | সিরাজুদ্দৌলা নাটক গাইড | ইংরেজি ১ম পত্র গাইড | ইংরেজি ২য় পত্র গাইড | আইসিটি গাইড | হিসাব বিজ্ঞান ১ম পত্র গাইড | হিসাব বিজ্ঞান ২য় পত্র গাইড | জীববিজ্ঞান ১ম পত্র গাইড | জীববিজ্ঞান ২য় পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র গাইড | ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র গাইড | রসায়ন ১ম পত্র গাইড | রসায়ন ২য় পত্র গাইড | পৌরনীতি ১ম পত্র গাইড | পৌরনীতি ২য় পত্র গাইড | অর্থনীতি ১ম পত্র গাইড | অর্থনীতি ২য় পত্র গাইড | ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা ১ম পত্র গাইড | ফিন্যান্স ব্যাংকিং ও বীম ২য় পত্র গাইড | ভুগোল ১ম পত্র গাইড | ভুগোল ২য় পত্র গাইড | উচ্চতর গণিত ১ম পত্র গাইড | উচ্চতর গণিত ২য় পত্র গাইড | ইতিহাস ১ম পত্র গাইড | ইতিহাস ২য় পত্র গাইড | ইসলামের ইতিহাস ১ম পত্র গাইড | ইসলামের ইতিহাস ২য় পত্র গাইড | কৃষি শিক্ষা ১ম পত্র গাইড | কৃষি শিক্ষা ২য় পত্র গাইড | যুক্তিবিদ্যা ১ম পত্র গাইড | যুক্তিবিদ্যা ২য় পত্র গাইড | মনোবিজ্ঞান ১ম পত্র গাইড | মনোবিজ্ঞান ২য় পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ১ম পত্র গাইড | পদার্থ বিজ্ঞান ২য় পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ১ম পত্র গাইড | উৎপাদন ব্যবস্থাপনা ও বাজারজাতকরণ ২য় পত্র গাইড | সমাজকর্ম ১ম পত্র গাইড | সমাজকর্ম ২য় পত্র গাইড | সমাজবিদ্য ১ম পত্র গাইড | সমাজবিদ্যা ২য় পত্র গাইড | পরিসংখ্যান ১ম পত্র গাইড | পরিসংখ্যান ২য় পত্র গাইড | ইংরেজি শব্দার্থ VOCABULARY

Admission Guide