Complete the following story with the cue. Give a suitable Title to it. [SB '10]
It was twenty years ago when I was living in an apartment overlooking a cemetery. I was just living from hand to mouth. At that time a lady wrote a letter to me praising one of my writings just published in the newspaper......
Result of Being Flattered
It was twenty years ago when I was living in an apartment overlooking a cemetery. I was just living from hand to mouth. At that time a lady wrote a letter to me praising one of my writings just published in the newspaper. It made me so excited that I sent her a letter of thanks. Immediately after that she wrote her second letter saying that she was passing through the city and wanted to have a talk to me.
In the letter she wrote, the only free time she had was on the next Friday. She also wanted to know if I would mind giving her a little luncheon at Hotel A B International.
To speak the truth, Hotel A B International is a very expensive hotel. Only rich people go there. I never even thought of going there. But I was too young to have learnt to say 'no' to any woman. So, I wrote to her inviting her for a luncheon at Hotel A B International. I thought that I would be able to manage well if I cut my breakfast for the next two weeks. In fact, I had only taka 4000 with me for the rest of the month. And I thought, a moderate luncheon would not cost more than 1000 taka.
On the fixed day, I met her at the hotel. She was not so attractive and young as I thought her to be. Actually, she was a woman of about forty. It was the first blow to me. But I was yet to have the hardest reality. My lady guest herself wanted to choose the food items from the menu. And she began to choose the costliest items one after another.
I felt seriously anxious. I was in complete doubt whether I would have enough money to pay the bill. My mental torture resisted me from taking any meal there. I just took a soft drink. At last, she finished her meal. The waiter came with the bill. It was taka 3950.
After paying the bill, I gave the rest 50 taka to the waiter as tips. When I left the hotel, the whole month was before me. There was not a single taka left in my pocket. I was duly rewarded for my being foolishly flattered.
pdf download
তোষামোদে প্রভাবিত হওয়ার ফল
বিশ বছর আগে আমি একটি অ্যাপার্টমেন্টে বাস করছিলাম যেখানের জানালা দিয়ে একটি সমাধিক্ষেত্র দেখা যেত। আমি কোনোমতে দিন এনে দিন খেয়ে বেঁচে ছিলাম। ঐ সময় একজন ভদ্রমহিলা পত্রিকায় প্রকাশিত আমার একটি লেখার প্রশংসা করে আমাকে একটি চিঠি লিখে পাঠায়। এটা আমাকে এতো আনন্দিত করে যে আমি তাকে একটি ধন্যবাদ পত্র লিখে পাঠাই। দ্রুতই তিনি আমাকে তার দ্বিতীয় চিঠিটি লিখে পাঠান যে তিনি আমার শহর দিয়েই যাবেন এবং তাই তিনি আমার সাথে কথা বলতে চান। চিঠিতে তিনি লিখেন যে তিনি শুধুমাত্র পরবর্তী শুক্রবারেই অবসর থাকবেন। তিনি আরও জানতে চান আমি কি তার জন্য হোটেল এবি ইন্টারন্যাশনালে ছোট একটি লাঞ্চের আয়োজন করবো কি না।
সত্যি কথা বলতে, হোটেল এবি ইন্টারন্যাশনাল খুব ব্যয়বহুল হোটেল। শুধুমাত্র ধনীরাই সেখানে যায়। আমি কখনোই সেখানে যাওয়ার চিন্তা করিনি। কিন্তু একজন মহিলাকে না বলার মতো বয়স আমার ছিল না। তাই তাকে হোটেল এবি ইন্টারন্যাশনালে আমন্ত্রণ জানিয়ে চিঠি লিখি। আমি চিন্তা করি যে আমি যদি পরবর্তী দুই সপ্তাহের জন্য সকালের নাস্তা বন্ধ করে দেই তাহলে আমি বেশ ভালো মতোই চালিয়ে নিতে পারবো। আসলে আমার কাছে মাসের অবশিষ্ট সময়ের জন্য মাত্র ৪,০০০ টাকা ছিল। আমি চিন্তা করলাম একটা মাঝারি ধরনের লাঞ্চ ১০০০ টাকার বেশি হবে না।
নির্ধারিত দিনে, আমি হোটেলে তার সাথে সাক্ষাৎ করলাম। তিনি তেমন আকর্ষণীয় এবং তরুণী ছিলেন না যেমনটা আমি ভেবেছিলাম। বাস্তবে তিনি ছিলেন প্রায় ৪০ বছর বয়সী একজন মহিলা। আমার জন্য এটি ছিল প্রথম ধাক্কা। কিন্তু আমার জন্য কঠিনতম বাস্তবতাটি তখনও আসেনি। আমার মহিলা অতিথি নিজেই খাবারের তালিকা থেকে খাবার পছন্দ করতে চাইল এবং তিনি একটার পর একটা দামি খাবার পছন্দ করতে থাকলেন। আমি ভীষণভাবে উদ্বেগ অনুভব করলাম। আমি সন্দিহান ছিলাম যে আমার কাছে মূল্য পরিশোধ করার মতো যথেষ্ট পরিমাণ টাকা থাকবে কিনা। আমার মানসিক যন্ত্রণা আমাকে কোনো খাবার খেতে বাধা দিল। আমি শুধুমাত্র একটি কোমল পানীয় নিলাম। অবশেষে তিনি তার খাওয়া শেষ করলেন। হোটেলের পরিচারক মূল্য তালিকা নিয়ে এলো। ৩,৯৫০ টাকা।
আমি মূল্য পরিশোধ করার পর অবশিষ্ট ৫০ টাকা বকশিস হিসেবে পরিচারককে দিলাম। যখন আমি হোটেল ত্যাগ করি, আমার সামনে তখন পুরো মাস ছিল। আমার পকেটে একটি টাকাও আর অবশিষ্ট ছিল না। আমি বোকার মতো তোষামোদের শিকার হয়ে তার মূল্য দিয়েছিলাম।
0 Comments:
Post a Comment