Read the following story. It is not complete. Use your imagination to complete it and give it a suitable title: [BB'15;DnjB’10; SB’08]
Once a boy named Arif was coming home from the school on foot. Suddenly, he noticed a money bag lying beside the road. He thought for a while..........
Responsibility of a Young Boy
Once a boy named Arif was coming home from his school on foot. Suddenly he noticed a moneybag lying beside the road. He thought for a while. He was confused to take up the bag as somebody might treat him as a thief. Again he was not such irresponsible as to overlook the matter. So, he shook off hesitation and took the bag to his house.
At home, he consulted the fact with his parents and his younger sister. His parents advised him to search for the owner of the bag and he found a big amount of money. Inside the moneybag, he found a visiting card with phone number. Arif decided to call on the number. A grave male voice answered on the other end. Arif enclosed his identity and the fact of getting the moneybag. The receiver demanded that he owned that bag with money. Arif tried to test the man if he was speaking the truth. The conversation between them removed Arif's confusion. Arif became sure of his ownership of the bag.
He gave his residence's address to the man. The man met Arif and thanked him a lot for his responsibility. He also gifted Arif a nice story book.
pdf download
এক বালকের দায়িত্বশীলতা
একদা আরিফ নামে এক বালক স্কুল থেকে হেঁটে বাড়ি ফিরছিল। হঠাৎ সে রাস্তার পাশে একটি মানিব্যাগ দেখতে পেল। সে কিছুক্ষণ ভাবল। কেউ তাকে চোর ভাবতে পারে এই ভেবে সে মানিব্যাগ নিয়ে দ্বিধা-দ্বন্দ্বে পড়ল। আবার বিষয়টি এড়িয়ে যাওয়ার মত দায়িত্বহীন বালকও সে নয়। তাই সে সমস্ত দ্বিধা-দ্বন্দ্বের অবসান ঘটিয়ে ব্যাগটি তার বাড়িতে নিয়ে গেল।
বাড়িতে সে তার বাবা-মা ও ছোট বোনের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করল। তার বাবা-মা তাকে ব্যাগটির মালিকের খোঁজ নিতে বলল এবং সে ব্যাগে বিপুল পরিমাণ টাকা পেল। সে ব্যাগে ফোন নম্বরসহ একটি ভিজিটিং কার্ড পেল। আরিফ সে ফোন নম্বরে কল দেয়ার সিদ্ধান্ত নিল। অপর প্রাপ্ত থেকে একটি গম্ভীর পুরুষ কণ্ঠ সাড়া দিল। আরিফ তার নিজের পরিচয় দিল এবং মানিব্যাগ পাওয়ার বিষয়টি বলল। ফোন গ্রহীতা টাকাসহ ব্যাগটি তার বলে দাবি করল। লোকটি সত্য বলছে কিনা আরিফ তা যাচাই করার চেষ্টা করল। তাদের দুজনের কথোপকথনে আরিফের দ্বিধা দূর হল। আরিফ ব্যাগটির মালিকানা সম্পর্কে নিশ্চিত হল।
সে লোকটিকে তার বাড়ির ঠিকানা দিল। লোকটি আরিফের সাথে দেখা করল এবং তার দায়িত্বশীলতার জন্য তাকে অনেক ধন্যবাদ জানাল। সে আরিফকে চমৎকার একটি গল্পের বইও উপহার দিল।
0 Comments:
Post a Comment